এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪০৮৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 154.160.226.93 | ৩১ মার্চ ২০১৬ ২৩:১৭645738
  • 'নেট খুলে আবার কয়েকটা ‘ক্রুয়েফস টার্ন’ দেখি বরং'

    - আমিও দেখি মাঝে মাঝে, বিশেষ করে মন খারাপ থাকলে, ক্রুয়েফ'স টার্নস
  • b | 135.20.82.164 | ০১ এপ্রিল ২০১৬ ১৬:২৪645739
  • এটা দেখছিলামঃ, ১৯৫৩-র ইংল্যান্ড হাঙ্গেরি।

    কি অবস্থা। কমেন্ট্রেটর মাঝে মধ্যেই বলছেন, অমুকে (ককসিস বোধহয়) নাম্বার ফাইভ (জার্সি) কিন্তু ও সেন্টার হাফ নয়।
  • pi | 24.139.209.3 | ০১ এপ্রিল ২০১৬ ১৮:০০645740
  • -
  • cb | 132.169.64.55 | ০২ এপ্রিল ২০১৬ ১৭:১৭645741
  • ডার্বি ম্যাচটা তো রেফারি ইবেকে জাস্ট দিয়ে দিলেই পারে। এই লেভেলের নিম্নস্তরের রেফারিঙ্গ দেখি নি। ভয়ন্কর লজ্জা !!!

    ছি ছি
  • Sudipta | 11.39.38.42 | ০২ এপ্রিল ২০১৬ ১৭:২৯645742
  • বেলোর এতোক্ষনে রেড কার্ড হয়ে বেরিয়ে যাওয়ার কথা! সত্যি এত বাজে ডার্বি রেফারিং ভাবা যায় না! শংকরলাল কেও বের করে দিল! গ্লেন আর কাত্সুমি কে তো শুধু মেরেই চলেছে, আর রেফারি মুখ ঘুরিয়ে রয়েছে, এই ভাবে ম্যাচ হওয়া লজ্জার যেই জিতুক!
  • j | 192.64.124.122 | ০২ এপ্রিল ২০১৬ ১৭:৩২645743
  • ছিঃ

    ঘেন্না রইল একরাশ
  • cb | 132.169.64.55 | ০২ এপ্রিল ২০১৬ ১৭:৫৪645744
  • আনবিলিভেবেল!!

    এ জিনিষ দেখতে হবে ভাবি নি। রেফারি তো হাফটাইমে শিক্ষা নেবে ভেবেছিলাম, হি ইস কন্টিনিউয়িং সেম শিট ইন সেকেন্ড হাফ

    গোলটা অফসাইড দিল?? এ জিনিষ ভারতেই সম্ভব!!!
  • Sudipta | 11.39.38.42 | ০২ এপ্রিল ২০১৬ ১৮:০৬645745
  • ম্যাচ টা শুধু শুধু না খেলিয়ে ইবেকে দিয়ে দিলেই তো হয়, আজকের হিরো রেফারি, ফেডারেশনের ভালো ই হলো, এবার ব্যাঙ্গালুরু এগোবে।
  • Arpan | 24.195.227.50 | ০২ এপ্রিল ২০১৬ ১৮:৩১645746
  • জীবনের ওঠা এবং পড়ায় সঙ্গে রাখুন।



    আর হ্যাঁ, পরেরবার ছেলেগুলোকে একটু পেনাল্টি মারা প্র্যাক্টিস করিয়ে আনবেন।
  • cb | 132.169.64.55 | ০২ এপ্রিল ২০১৬ ১৮:৩৪645749
  • যে জিনিষ সোজাপথে হয় না সে জিনিষের ফলাফল নিয়ে নাচতে দেখেছি একপ্রকার জীবেদের, এই ধরুন নির্মল মাজি, ববি হাকিম এই লেভেলের, এখানেও মাঝে মাঝে দেখা যায়
  • sch | 113.240.99.139 | ০২ এপ্রিল ২০১৬ ১৮:৪৪645751
  • রেফারি কি বলেছিল পেনাল্টি টা আস্তে মারতে?
  • Sudipta | 126.203.151.44 | ০২ এপ্রিল ২০১৬ ১৮:৪৪645750
  • জেজে বাজে পেনাল্টি মেরেছে ঠিক আছে, কিন্তু খেলাটা পেনাল্টি অবধি যাওয়ার কথায় নয়! যাই হোক তবু শেষ অবধি চাইব কলকাতায় লিগ থাকুক, বেঙ্গালুরু না পাক তাতে ফেডারেশনের স্বপ্ন সফল হবে, সেটা আরও খারাপ ভারতীয় ফুটবলের জন্য। ইবে কে অভিনন্দন, তবে জঘন্য রেফারিং এর সত্যিটা আশা করি সকলেই মানবে যে যত ই ট্রোলিং চালাক :)
  • + | 134.58.51.181 | ০২ এপ্রিল ২০১৬ ২২:২১645752
  • খেলা আশা করি সবাই দেখেছে। টাই রেফারিং নিয়ে কিছু বললামনা। প্রফেশনাল লীগে ক্রাইটেরিয়া পূরণ না করলে চার্চিল, চিরাগ বাদ পড়ে, কিন্তু প্রফেশনাল রেফারী পাওয় যায়না, অটোয়ালা দিয়ে রেফারিগিরি করালে এই হবে।

    বেলো মেহতাবে কার্ড হয়না। তবে এতো হাসির কিছুই নেই। বেঙ্গালুরু ম্যাচে দেখে নেবেন, বোরোলীনের দরকার পড়তে পারে। আসলে তো ওদেরই জেতাতে হবে।

    পেনাল্টী বজ্জিও ও মিস করে, পার্ট অফ গেম, কিন্তু সোনি নিয়ে কিছু প্রশ্ন আছে।

    তবে অর্ণবের বড় শাস্তি হতে পারে। হাফটাইমের জাস্ট আগে, গ্লেনকে রেসিস্ট কিছু বলেছে, গ্লেন ফিফ, অইফ্ফ কে ট্যাগ কোরে টুইট করেছে।
  • + | 134.58.51.181 | ০২ এপ্রিল ২০১৬ ২২:২৪645753
  • মোবাইল থেকে লেখা, গুচ্ছ টাইপো।

    ভাবছি, দং কে বার্সার কোচ করবে নাকি, পেনাল্টী শেখাবে।
  • aranya | 83.197.98.233 | ০২ এপ্রিল ২০১৬ ২২:৩৫645754
  • হুম, খেলার কোয়ালিটি নিয়ে আর জিগালাম না, বুজতেই পারচি :-(
  • + | 134.58.51.181 | ০২ এপ্রিল ২০১৬ ২২:৪২645755
  • আনএক্সপেক্টেডলী মোহনবাগান বেশ ভালো খেলেছে। ক্রিকেত মাথে এর থেকে ভালো খেলা সম্ভব নয়
  • Arpan | 24.195.237.207 | ০২ এপ্রিল ২০১৬ ২২:৪৩645756
  • মনের এত খার জমে ছিল এতদিন, বুঝতেই পারছি ৬ঃ৩৪ এর পোস্ট দেখে।

    বোরোলীনটা কাজে লাগবে দেখছি।

    অলরাইট স্যার, নেক্সট সিজনে আবার না হয় দেখা যাবে?
  • cb | 132.169.64.55 | ০২ এপ্রিল ২০১৬ ২২:৫২645757
  • খারের তো কিছু নেই, যে টিম আগের বারের চ্যাম্পিয়ন, এবারে এ এফ সি ক্লাবে গ্রুপ টপ করছে , তাদের সমর্থকদের খারের প্রয়োজন কেন হবে??

    এই রেফারিঙ্গ দেখার পরেও যদি কেউ বোরোলীনের পরামর্শ দেয় , তালে 'নির্মল' ছাড়া আর কিই বা দেওয়া যায় :-)

    ১০ ৪৩ দেখে মুশফিকুর রহিমের কথা মনে পড়ে গেল। নির্মল নির্মল :-)
  • cb | 132.169.64.55 | ০২ এপ্রিল ২০১৬ ২২:৫৯645758
  • বাই দা ওয়ে, আশা করি ব্যান্টারকে ব্যান্টার হিসেবেই নেওয়া হচ্ছে, নাথিঙ্গ পার্সোনাল :-)

    মানে এই গ্যারন্টি পেলে এটা চালানো যায় আর কি
  • Arpan | 24.195.237.207 | ০২ এপ্রিল ২০১৬ ২৩:০২645760
  • সেই তো প্রশ্নটা নিজেকে করুন। ৬ঃ৩৪ এ কী লিখেছেন নিজেই আবার পড়ে দেখুন।
  • Arpan | 24.195.237.207 | ০২ এপ্রিল ২০১৬ ২৩:০৫645761
  • সরি স্যার, ব্যান্টিং মানে ডিকশনারিতে বলছে playful and friendly exchange of teasing remarks.

    আপনি আগে আপনার ঐ মন্তব্য প্রত্যাহার করুন, তারপরে ভেবে দেখা যাবে বাকিটা কীভাবে নেওয়া যায়।
  • + | 134.58.51.181 | ০২ এপ্রিল ২০১৬ ২৩:১৪645762
  • এট খেলার টই, খেলাতে রাখলেই ভালো।
  • cb | 132.169.64.55 | ০২ এপ্রিল ২০১৬ ২৩:২০645763
  • ধুত, ও তো রাগের মাথায় লেখা। ফুটবল মাঠে ওসব জিনিষ মনে রাখতে আছে নাকি। অ্যাকচুয়ালি ইবের প্রতি আমার বিন্দুমাত্র কোন অভিযোগ নেই কারণ ম্যাচটা চুষে দিয়েছে রেফারি, তাই বোরোলীন দেখে উত্তেজিত হয়ে পড়েছিলাম

    খারাপ লেগে থাকলে দুঃক্ষিত। আমার আপনার ১০ ৪৩ পড়ে মনে হল খারাপ লেগেছে।
  • Sudipta | 11.39.36.247 | ০২ এপ্রিল ২০১৬ ২৩:৪৮645764
  • এবার আর একটা ম্যাচ
  • potke | 126.202.94.223 | ০৩ এপ্রিল ২০১৬ ০০:২১645765
  • এইরকম বাজে রেফারিং অনেকদিন দেখিনি। প্রথম থেকে ম্যালিশিয়াস ইনটেন্ট নিয়ে মারছিল ইবে, বিশ্বজিতের স্ট্র্যাটেজি টাই বোধ হয় ওটা ছিল। রেফারিং, ইবে পেনাল্টি নিয়ে কমেন্টেটর দের বক্তব্য শুনে নিলেই হয়, দে প্রেটি মাচ টোর ইন্টু দা রেফ।

    তবে গান্ধী, সনি নিয়ে প্রশ্ন তোলা ঠিক না মনে হয়। ফেবুতে দেখলাম ব্যারেটোর সাথে তুলনা করে কিছু পোস্ট পড়েছে, নট গুড। প্রফেশনাল প্লেয়ার, যদি মনে করে চোট নিয়ে খেলবেনা তাতে দোষের কিছু নেই। কোচ ও বারণ করে থাকতে পারে, ইউ নেভার নো।

    কোচ বেরিয়ে যাওয়া আর এইরকম রেফারিং, তার পরেও টিম যা খেলেছে আমি গর্বিত।

    মাঝখান থেকে একটা ফালতু প্লেয়ার দু গোল করে গেল। র‌্যান্টি দিলে তাও কথা ছিল।
  • Tim | 108.228.61.183 | ০৩ এপ্রিল ২০১৬ ০৩:৪৭645766
  • খেলা দেখিনি, হাইলাইটস দেখে নেবখন। গান্ধির পোস্ট ভালো লাগলো। ঠিক, এত আনন্দের কিছু নাই, এর ফলে লুরু লিগ পেলে খুবই দুঃখ পাবো। তবে আমার মনে হচ্ছে মোবার যা ফর্ম আর স্পিরিট, বেরিয়ে যাবে। দেখা যাক।
  • Arpan | 24.195.237.207 | ০৩ এপ্রিল ২০১৬ ০৬:৫৮645767
  • টিমকে ঙ দিলাম।

    ডার্বি জিতেও আনন্দের কিছু নাই? তালে তো কাল জিদানেরও বিষণ্ণচিত্তে ক্যাম্প ন্যু ছাড়া উচিত ছিল।

    আর এর ফলে লুরু চ্যাম্পিয়ন হয়ে যাবে মানেটা কী দাঁড়াল? মোবা আর ইবে উভয় পক্ষেরই তো লুরুর সাথে ম্যাচ বাকি। মোবার হোম ম্যাচ বলে অ্যাডভান্টেজ ওদেরই। আর লিগটা এর ফলে থ্রি ওয়ে রেসে দাঁড়িয়ে গেল এর জন্যেই তো খুশি হওয়া উচিত। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে।
  • Tim | 108.228.61.183 | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:২৯645768
  • অর্পন বোঝে নাই। ডার্বি জিতে আনন্দ তো পাওয়ারই কথা, তবে কিনা এরপরেই ছড়ানোর প্রদর্শনী করে ইবে সেকেন থার্ড হলে এই আনন্দের কোন দাম থাকবেনা।

    আজকাল ফুটবলের টইতে কলকাতার দল নিয়ে কিছু লিখতেই ইচ্ছে করেনা। যে পরিমাণ তিক্ততা বেরিয়ে ক্লাবের খেলা হলে পোষায়না আর। এই খেলার জন্য এত নেগেটিভিটি ধুর লাগে এই আর কি। ইবে মোবা লুরু যেই জিতুক, কদিন পর আবার ইরানের চীনের সাথে খেলতে নেমে এরাই কেঁদে ককিয়েও ছ সাত গোল খাবে। মস্তানি সব সিসুলিগের খেলায়।
  • Tim | 108.228.61.183 | ০৩ এপ্রিল ২০১৬ ০৭:৩১645769
  • আর আমি নিরপেক্ষ নই, ইবের সাপোর্টার তো। এই যেনতেনপ্রকারেণ জেতা তো অনেকদিনই হলো, ভালোই তবে উচ্ছসিত নই। ঃ-)
  • ঊমেশ | 96.0.57.209 | ০৩ এপ্রিল ২০১৬ ১৪:২০645771
  • এরকম দিন আগে কবে লাস্ট এসেছিলো।
    ইবে, আর্সেনাল, রিয়েল সবাই জিতেছে।
    বার্সা, মোবা হেরেছে, স্পার্স পয়েন্ট লস্ট করেছে।
    কাল মনে হয় আমি লটারী টিকেট নিলে তাও জিতে যেতাম।

    খেলা দেখিনি, তাই রেফারী নিয়ে কিছু বলবো না, পেনাল্টি নিয়েও নয়।
    লিগের শুরুতেই বলেছিলাম, আই লিগ আমরা পাবো না, কিন্তু ডার্বি ছাড়বো না, ওটা আমাদের।
    আমার দাবী ইবে রেখেছে, এতেই আনন্দ।

    তবে আই-লিগ এখন পুরো ওপেন। ব্যাঙ্গালুরু-ইবে আর ব্যাঙ্গালুরু-মোবা ম্যাচ অনেক কিছু বদলে দিতে পারে। এখুনি কিছু বলা যাচ্ছে না।

    কাল এমএসএন কে তো মাঠে তেমন খুজে পাওয়া গেলো না। অনেক দিন বাদে বার্সা'র লিগের খেলা দেখলাম, এমএসএন কি এরকম ই খেলে বাকি ম্যাচ?
    র‌্যামোস নিজের নাম বজায় রেখে আবার রেড কার্ড, বোধহয় ওয়ার্ল্ড রেকর্ড টা মাথায় রেখে খেলছে। এখন তো ও ম্যাক্সিমাম রেড কার্ডে সেকেন্ড যাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন