এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৪১১২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 108.228.61.183 | ১৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৪645572
  • কোন মার কাচে চাইলে অর্পন? গোমাতা নয়ত? ;-)
  • Sudipta | 11.39.39.70 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৯645573
  • আজ ম্যাচ বেশ ভালো হয়েছে। এবারের আই লিগে আমার দেখা সেরা ম্যাচ। দুটো দলই বেশ ভালো খেললো, মোটামুটি মাটিতে বল রেখে আর পাসিং ও ভালো হয়েছে।গ্লেন কে তুলে নিয়ে বলবন্ত কে নামানোর পর শুধুই বাগান ঝড়. সনি কাত্সুমি জেজে, ডিফেন্সে কিংশুক, মিডিও প্রণয়, সৌভিক সবাই বেশ ভালো খেলেছে। আপাতত একে থেকে ফার্স্ট লেগ শেষ করলাম।
  • Tim | 108.228.61.183 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৭645574
  • মোবার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে ফার্স্ট লেগ শেষ করলাম। নট ব্যাড। লীগ জমে গেছে। আর যাই হোক লুরু যেন কোনভাবেই না জেতে।
  • + | 175.246.93.159 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫২645575
  • ৬টা পয়েন্ট নষ্ট! কোনো মানে হয়? পরের ম্যাচটা একটু চাপ, যদিও সালগাওকর, তবু প্রণয়-লুসিয়ানো নেই। মানে ধনা-রাজু-কিংশুক-প্রীতম খেলবে। আবার সপ্তাহের মাঝে এ-এফ-সি কাপ আছে।
  • b | 135.20.82.164 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৭645576
  • কাল খেলা দেখছিলাম। ইবের খেলা মোটামুটি ভালো লাগলো, অনেকগুলো ওপেন করেছে।
    পাশাপাশি সালগাওকরের মণিপুরি ছেলেটাকে (হাওকিপ) বেশ ভালো লাগলো।
    মেন্ডি দারুণ প্লেয়ার তবে অনর্থক ছুটকো ফাউল করে। কাল সালগাওকারের ফরোয়ার্ড্টা-র ( গোরা সাহেব, কি যেন নাম?) কোমর ধরে আটকে রেখেছিলো,সাত আট সেকেন্ড ধরে। রেফারি দেখতে পেলে, কিম্বা মাঠে জায়ান্ট স্ক্রিন থাকলে কেস খেয়ে যেতো।
    আর আমি বারাসত স্টেডিয়ামের সবুজ ঘাস দেখে বেশ ইম্প্রেসড। খাবলা খাবলা মাটি আশা করেছিলাম।
  • + | 175.246.93.159 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১১645577
  • বারাসাতে অ্যাস্ট্রোটার্ফ, নর্মাল ঘাস নয়।
  • ঊমেশ | 118.171.128.168 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৫645578
  • পরের দুটো ম্যাচের (বার্সা আর ম্যানু) কথা মাথায় রেখে টিম বানিয়ে আর্সেনাল এফএ কাপে হোঁচট খেলো।
    আবার একটা ম্যাচ বেশী খেলতে হবে।

    আর সিটি তো ম্যাচ পুরোপুরি ছেড়ে দিলো বলেই মনে হলো। এক দিকে চেল্সী'র পুরো টিম আর একদিকে দু-একজন ছাড়া পুরো অচেনা সিটি টিম, যা হবার তাই হলো।

    তবে লিগে বিশেষ কিছু করতে না পারলেও কাপ এর খেলাই পার্দ্যু'র প্যালেস বেশ ভালো কামাল দেখাচ্ছে।
  • + | 175.246.93.159 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৫৩645579
  • এই কারণেই ফ্ল্যামিনি ওয়েঙ্গারের এত প্রিয়। লীগটা জেতাবে বলে মোক্ষম কাজটা করে দিল। খালি এফে থেকে বেরোলেই পুরোপুরি লীগ খেলবে।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১২645580
  • বার্সা কে হারিয়ে কোঃ ফাইনালে যাবো, সেটা আমরাও ভাবি নি।
    ঘরের মাঠে যায় হোক, ন্যু ক্যাম্পে বার্সা কে আটকানো যেত না, কারন আর্সেনাল ডবল-ডেকার বাস নিয়ে ফুটবল খেলতে জানে না।
    ঘরের মাঠে জিতলে আবার অ্যাওয়ে ম্যাচের কথা ভেবে তার আগের ম্যাচটা ডুবতে হতো। যেমন এফএ কাপে হলো।
    তার থেকে এটাই ভালো হয়েছে।
  • ঊমেশ | 118.171.128.168 | ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৮645582
  • এদিকে আই-লিগ এখন মাঝামাঝি ব্যালান্সে দাড়িয়ে।
    মোবারা কিছুটা হলেও এগিয়ে আছে, কারন ইবে কে ব্যাঙ্গালুরু ম্যাচ অ্যাওয়ে খেলতে হবে আর মোবা ঘরের মাঠে।
    বাকি সব প্রায় একই।

    আমি এখনো মোবাদের আই-লিগে এগিয়ে রাখছি।
  • cb | 120.227.196.67 | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৪645583
  • মোবা ৫ - ২ মালদ্বীপের ক্লাব
  • + | 175.246.93.159 | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:১১645584
  • রাজুকে মোবায় পাঠানোটা কি কন্সপিরেসি থিওরি নাকি !! কি অসাধারণ দুটো গোল খাওয়ালো কাল। সালগাওকর ম্যাচ নিয়ে চিন্তা হচ্ছে। রাজুকে না খেলিয়ে সিন্গ্শুক-ধনাকে স্টপারে খেলাক। আপাতত গ্রুপ শীর্ষে।
  • উমেশ | 118.171.128.168 | ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৭645585
  • লিভারপুল আশাকরি এবারের ইউরোপা লিগ খুব সিরিয়াসলি খেলবে।
    এবার থেকে ইউরোপা চ্যাম্পিয়ানরা চ্যাম্পিয়ানস লিগ খেলার চান্স পাবে, ঘরোয়া লিগে যে পজিশনে থাকুক না কেন।

    যা অবস্থা লিভারপুল প্রথম চারে থাকা অসম্ভব।

    ভ্যান(নাকি ফন) গাল তো বলেই ফেলেছে প্রথম চারে থাকার থেকে উনি ইউরোপা লিগ জিতে চ্যাম্পিয়ান্স লিগে চান্স পেতে চাইছে।
  • + | 175.246.93.159 | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩০645586
  • সেই আশায় ম্যানু৫ গোল দিয়েও দিল আজ। ইউরোপা আছেই, ওটাকেই টার্গেট করা উচিত। এই রোব্বার জিতে গেলে অনেক চাপ কমে যাবে।
  • Arpan | 74.233.173.177 | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৩645587
  • আমাদের পড়শিরাও আছে, ডিয়ার মেসোমশাই।
  • + | 175.246.93.159 | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০645588
  • টটেনহ্যাম সব টুর্নামেন্ট খেলুক, মন থেকে চাই আর্সেনাল বার্সাকে ন্যুক্যাম্পে ৫-৩ এ হারাক (বার্সা ৩ গোল তো দেবেই), ম্যান্সিটি চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেলে হারুক, যদি একটু ক্লান্ত হয়ঃ(

    এই পেপারটা সত্যিই!! হয়েছে মোহনবাগান মাঠে ফ্লাডলাইট সারানো, হেডিং,

    "পরের বছর ইস্টবেঙ্গল-মহামেডান মাঠে ফ্লাডলাইট"

    http://www.anandabazar.com/khela/next-year-east-bengal-will-play-mohammedan-sporting-under-floodlight-1.318716#popup
  • ঊমেশ | 118.171.128.168 | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৩645589
  • একি কান্ড!!!
    এটা হবে ভাবি নি।
    ইউরোপা লিগের লাস্ট ১৬ তে লিভারপুল vs ম্যানু।

    ওদিকে স্পার্স তো বেশ টাফ টিম পেয়েছে, ডর্টমুন্ড।

    তাই মনে হচ্ছে গান্ধী'র সময় ভালো যাচ্ছে না। মনে মনে যা চাইছে, সেটা হচ্ছে না।
  • Arpan | 74.233.173.148 | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৬645590
  • আমিও চাইছি মোবা এফসি ক্লাবে অ-নে-ক দূর যাক, ঘুরে ঘুরে ম্যাচ খেলুক ইঃ।

    ঃ))
  • + | 122.158.252.134 | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭645591
  • মোবা আর লিভারপুল মেলালে চলবেনা।

    লিভারপুল এই সপ্তাহে জিতে গেলে, ইউরোপাতেও ম্যানুক হারাবেই।

    মোবা এ এফসির পরের রাউন্ডে যাবেই, ইয়াঙ্গন বা সাউথ চায়না খুব একটা ভলো টিম নয়, খেলা দেখলাম।
  • + | 175.246.93.159 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৩645594
  • ক্যারাগারের টুইটঃ)

    Great Europa League draw for LFC, if we win happy days if we lose LVG will probably stay!!
  • robu | 233.29.204.178 | ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৩645595
  • এইবছর লিস্টার বা স্পার্স্ই ডিজার্ভ করে।
  • + | 175.246.93.159 | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪১645596
  • কেউ কি কালকের খেলা দেখেছে?? কেউ বলতে পারবে যে ইয়াইয়া কিকরে রেড খায়না? বেচারা লালানার গলা ধরে তুলে দিয়েছিলঃ)

    যাই হোক, মিলনার-লুকাস-টোরে-ক্লাইন এই ডিফেন্স লাইন নিয়ে ৫০ মিনিট খেলে যে টাইব্রেকার অব্দি যাওয়া যায় ফুল ম্যান্সিটি টিমের এগেইন্স্টে, সত্যিই ক্লপ এফেক্ট। মিনোলে যথারীতি ছড়ালেন, ফার্স্ট পোস্টে দাঁড়িয়ে, ফার্স্ট পোস্ট দিয়ে গোল খেয়ে গেল।

    ইবের জন্য দুতো খবর, একটা ভালো, একটা খারাপ।
    ১। সোনি ডার্বিতে নেই সম্ভবত
    ২। মোবার একটা ৩০ কোটির স্পনসরের গল্প শুনছি, কিন্তু ৪৯% শেয়ার টুটু-হাতিরা ছাড়বে বলে মনে হয়না।
  • + | 175.246.93.159 | ০১ মার্চ ২০১৬ ০৮:৫৪645597
  • ভারতের জাতীয় দলের গোলকীপার কোচ, (র‌্যামোস, সে নাকি ভাস্কোর হয়ে জাতীয়লীগ খেলেছে কোনোকালে) বলে দিয়েছে মিনিমাম ৬ফুট২ইঞ্চি হাইট না হলে সেই গোলকীপার জাতীয় দলে চান্স পাবেনা সে যতই আইলীগের সেরা গোলকীপার হোক। গুরপ্রীত সিং-করণজিৎ এরাই চান্স পাবে, দেবজিত (৬ফুট) পাবেনা। সুব্রত পালও (৬ফুট ১ ইঞ্চি) পাবেনা বোধহয় তাহলে।
  • cb | 208.147.160.75 | ০১ মার্চ ২০১৬ ১৭:৫৬645598
  • সালগাঁওকার ৩ ইবে ১
  • | 213.99.211.81 | ০১ মার্চ ২০১৬ ১৮:২০645599
  • আহা আহা!!

    একটা গোল তো দিয়েছে। দুঃখ পাও কেন? ঃ))
  • + | 175.246.93.159 | ০২ মার্চ ২০১৬ ০৫:২০645600
  • ব্রেন্ডন ভালো খেলছিল, কিন্তু গোটা আই লীগের জন্য বাইরে। নিজের খেলার দিকে নজর না দিলে এই হয়, ছোটখাটো ক্লাব পয়েন্ট হারাবে, এটা নিয়ে না ভাবলেও চলে। কাল মোবার ডিফেন্স যা জঘন্য খেলেছে, তাতে হারেনি ভাগ্য ভালো আর দেবজিত ছিল বলে

    রাজুর কেসটা যা ভাবছিলাম তাই, ইবে থেকে পাঠানো হয়েছে সেমসাইড দেওয়ানোর জন্য। ৩টে হয়ে গেল শেষ ২ মাসে। কেন যে এখনো প্রীতমকে খেলাচ্ছেনা, রাজুর থেকে ভালো খেলবে আর মাঝে মাঝে ওভারল্যাপেও উঠবে, রাজু তো ওভারল্যাপের মানেই বোঝেনা।
  • Arpan | 24.195.237.181 | ০২ মার্চ ২০১৬ ২৩:২৭645601
  • সঞ্জয় সেনকেও বোধহয় ছোটখাটো ক্লাব দিনের পর দিন ভুল প্লেয়ারকে খেলিয়ে যাবার জন্য পাঠিয়েছে।

    উফ, ফেলুদা মগজাস্ত্র ইঃ!
  • + | 175.246.93.159 | ০৩ মার্চ ২০১৬ ০৬:৩৭645602
  • সে তো আর্সেন ওয়েঙ্গারও ফ্ল্যামিনিকে নামায়, ক্যাম্পবেলকে তুলে নেয়। সঞ্জয়ের গুরু আবার ওয়েঙ্গার (মানে ঐ একলব্য টাইপ)। শোনার পর থেকেই ভয় হচ্ছে আই লীগ বোধয় হলনা।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৩ মার্চ ২০১৬ ১৩:০২645604
  • এটা এখন আর্সেনাল এর ট্রেন্ড হয়ে গেছে।
    ডিসেম্বর-জানুয়ারী পর্যন্ত টপের দিকে থেকে আশা জাগিয়ে জানুয়ারী-ফেব্রুয়ারী তে জবরদস্ত পতন। পুরোপুরি আশা ভঙ্গ।

    কালকের মতো বাজে খেলতে আর্সেনাল কে অনেক্দিন দেখিনি।
    দৌড়োতে পারছে না। দাড়িয়ে দাড়িয়ে লং পাসে খেলছে। জেতার ইচ্ছে নেই এমন খেলা।
    সোয়ান্সি'র সাথেও যদি ঘরের মাঠে হার দেখতে হয়, তাহলে মন খারাপের চুড়ান্ত। আমার মনে আর কোনো আশা নাই। কাল কফিনে লাস্ট পেরেক ছিল।

    আমি আই-লিগের প্রথম থেকে বলছি, যায় হোক আই-লিগ মোবারাই জিতবে। বাকি কেউ জেতার মতো টিম বানায় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন