এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভুল শুনে

    Abhyu
    অন্যান্য | ১২ অক্টোবর ২০১৪ | ৫১৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 132.172.249.71 | ১২ অক্টোবর ২০১৪ ১১:২০650002
  • তবে বাপ বন যায়ে টা আমারও কমন।
  • Tati | 127.222.210.90 | ১২ অক্টোবর ২০১৪ ১১:৩৬650003
  • ১) স্কুল সং, প্রথম দিন।
    সবাই গাইলঃ "তার তুলনা ভাই, দেখতে নাহি পাই"
    শুনলামঃ "হাত তুলোনা ভাই..."
    - সত্যিই তো, চোখের সামনে হাত তুললে কিছু দেখা যায় নাকি?

    ২) সবজে হয়ে গেল কালো

    ৩) আতি ক্যা খান্ডালা = হাতি কা আন্ডা লা
  • সিকি | ১২ অক্টোবর ২০১৪ ১১:৪৫650004
  • যাহ। উলঙ্গ ভারত কি উলঙ্গ তসবীর-টা আমি লিখবো ভেবেছিলাম, হল না।

    আমার খুড়তুতো ভাই ছোটবেলায় আলিশা চিনয়ের মেড ইন ইন্ডিয়া শুনে গাইত, মেরি বিন্দিয়া, মেরি বিন্দিয়া।
  • Reshmi | 192.68.53.77 | ১২ অক্টোবর ২০১৪ ১২:০৫650005
  • আমার "সাম্যবাদের ডাক"টা কমন পড়ল। আমি শুনতাম "সাম্যবাদের ডাক গুনে যাব আমি"।

    বাপ বন যায়ে আর উলঙ্গ ভারত তো অনেকরই কমন পড়বে ঃ)

    আমার এক বোন খুব ছোটবেলায় রানার গান শিখে গাইত, "ওকে যে ভোরের আকাশ পাঠাবে সহানু ভূতের চিঠি"!
  • b | 135.20.82.164 | ১২ অক্টোবর ২০১৪ ১২:৩১650006
  • যাগ্গে। ঐ উলঙ্গ ভারতের একটা মানে করে নিয়েছিলামঃ বাস্তব ভারতের বাস্তব চিত্র।

    ঃ'হেদিনাদি কোন ঘরে গো খুলে দিলো দ্বার'।

    খুব ধোসা খা-র আন্দোলনে/ মন মোর মেঘের সঙ্গী..
  • | ১২ অক্টোবর ২০১৪ ১২:৩৭650007
  • ওহ আমি একটা শুনেছিলাম
    'আচ্ছা ছিলা দিয়া তুনে মেরে পেয়ার কা'
    বাঙালভাষায় 'ছিলা দেওয়া' মানে দাগা দেওয়া হয়, ফলে কোনোদিন মনে একটুও সন্দ জাগে নি যে এটা ভুলও হতে পারে।

    আরেকটা আমাদের প্রেয়ার ছিল
    'প্রভুমিশমনিশম শেষ গুণম
    গুণহীন মহিষ ধরা ভরণম'

    এটা গাইতে গাইতে ভাবতাম গুণবান মহিষ কী হয় কোথাও?
  • Arpan | 125.118.77.161 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:১৬650008
  • ঘোড়াবছায়া, ঘোড়াবছায়া।

    কাছে যখন কোথাও বৃষ্টি হচ্ছে।
  • রোবু | 213.132.214.155 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:২৯650009
  • এফ এমে দুটো রিকুয়েস্ট এসেছিল। একই গানের। আশার গলায়।
    স্বপ্নে আমার মনে হলো কখন ঘা দিলে আমার ঘাড়ে।
    স্বপ্নে আমার মানে হলো কখন হাগিলে আমার ঘাড়ে। (হোপফুলি পাখি)
  • রোবু | 213.132.214.155 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৩০650010
  • আমি নিজে নাকি গাইতাম, বড় হয়ে গানটা কখনো শুনিনি:
    শোনো শোনো চন্দনা রাগ কর না, এলোপ্যাথি করে তুমি চলে যেও না।
    সম্ভবত: গানটা ছিল 'কথা আছে আরো বাকি চলে যেও না'
  • Reshmi | 192.68.53.77 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৩৪650012
  • সেই অঙ্গীকারের রাখি "পুড়িয়ে" দিতে
    কিছু সময় রেখো তোমার হাতে

    আমার কানের দোষ নাকি লতা মঙ্গেশকারের উচ্চারণের কে জানে!
  • sm | 233.223.157.247 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৪৭650013
  • আমার হোস্টেল এর এক রুম মেট খুব দরদ দিয়ে গাইছে।
    হোঠো সে ঝুলো তুম,
    মেরা গীত আমার কার দো।

    প্রথম দুটি কলি মাঝে মধ্যেই ফিরে আসছে। একটি উত্তর ভারতীয় ছেলে, অনেকক্ষণ ধরে শোনার পর বলে উঠলো,গান টা বহুত ভালো গাইছিস, কিন্তু কিছু বুঝছিস, কি গাইছিস?
  • Blank | 69.93.244.247 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৫০650015
  • পৃথিবী হারিয়ে গেলো, মরু সাহারায়
    মিশরের নীল নদ আকাশে মিলায়
    খুশীর প্রাসাদ গাড়ি, 'মাছ ধরি আয়'
  • Rit | 213.110.246.230 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৫০650014
  • কবীর সুমনের

    ঝাউগাছ আনবিক বোমাটারে ধর।
    যদি পারো পোখরানে চাষবাস কর।
  • Rit | 213.110.246.230 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৫২650016
  • দেখেছি পথে যেতে তুলো নাহি নারে।

    মানে বালিশ চুপসে গেছে। আর তুলো পাওয়া যাচ্চে না। সুনীল সাগরের কিনারে যে দুদন্ড ঘুমোবো তার আর উপায় নেই।
  • Rit | 213.110.246.230 | ১২ অক্টোবর ২০১৪ ১৪:০১650017
  • ঘোড়াবছায়াটাও কমন। সুমন একটু বেশীই কায়দা করেন ওখানে।
  • রোবু | 213.132.214.156 | ১২ অক্টোবর ২০১৪ ১৪:০৮650018
  • সে তো সুমনের 'বাঘের কন্ঠে আপনি জাগাও আনন্দ' ও আছে।
  • PM | 233.223.154.70 | ১২ অক্টোবর ২০১৪ ১৪:১৩650019
  • " বাপ বন যায়ে", চিয়াও, তুলনা হিনারে আমারো কমন।

    "ভরা থাক, ভরা থা-আ-ক, হৃদয়ের পাত্রখানি"----এটা ছোটোবেলায় "ভাড়া থাক" শুনতাম ঃ)
  • Bhagidaar | 216.208.217.6 | ১৩ অক্টোবর ২০১৪ ০১:৪৭650020
  • অব খড়ি খড়ি সোচু, দেখি হ্যায় সাসো মে নদিয়া
  • Ekak | 24.96.103.192 | ১৩ অক্টোবর ২০১৪ ০৪:৩৪650021
  • সবচে ছতব্যালায় ম্যালা বিপদে পরেছিলুম । কান্ড এই যে রেডিও তে প্রায় ই বলত গাভাস্কার সেন্ট চুরি কল্লেন । সেইটা আবার লোকজন উত্সাহ নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় আর আমি ভাবি এই লোকটা সেন্ট চুরি করে তো মার খায়না ? কারণ ততদিনে আমি চার্চামচ মার্কিউরক্রম খেয়ে ফর্মানিত হয়েছি কোনো শিশিবোতলে হাদ্দেবেনা । তা খপরের কাগজ বা অক্ষরপরিচয় অবধি এই বিপদ ও কনফিউশন ।
  • Abhyu | 106.32.178.92 | ১৩ অক্টোবর ২০১৪ ০৫:০১650023
  • এটা সত্যি - একটা বাচ্চা মেয়ে (আটলান্টার বাঙালী) গাইত - সেই রাতে, রাত ছিল, চিংড়ি মাছ।
  • সিকি | 131.241.127.1 | ১৩ অক্টোবর ২০১৪ ১০:১১650024
  • কনফিউশনের হদ্দমুদ্দ ছিল আমারও ছতবেলায়। এদিক ওদিক শুনছি কার কার যেন "হাতে-ঘড়ি" হয়ে গেছে। আমারও নাকি হবে, কে জানে বাবা কবে - মনে মনে ভাবি, আর বাবার হাতে বাঁধা এইচএমটি ঘড়িটার দিকে লুব্ধ দৃষ্টি দিই। উফফ, কে না জানে, হাতে ঘড়ি পরা মানেই বড় হয়ে যাওয়া। তারপরে ঘড়িটা নিয়ে সারাদিন খেলা করব।

    এর পর একদিন এল সেই সুদিন। সরস্বতী পুজো। আমার "হাতে-ঘড়ি" হল। নতুন স্লেট, নতুন পেনসিল নিয়ে একটা বুড়ো মতন পুরুত আমাকে কোলে বসিয়ে অ আ হস্যই লিখিয়ে কোল থেকে তুলে দিতে যাবে, পণ্ডিত আমি অমনি, "আর দীঘ্যই হস্যু দীঘ্যু ঋ ৯ এগুলো লিখবে না?" বলে গ্যাঁট হয়ে পুরুতের কোলে বসে পড়েছি। সদ্য প্রথম ভাগ শেষ হয়েছে, আমি সমস্ত স্বরবর্ণ জানি, আর পুরুত জানে না?

    তো, সে যাই হোক, পুরুত তো দীর্ঘ ঊ পর্যন্ত লিখিয়ে গাল টাল টিপে হামি খেয়ে আমাকে তুলে দিলেন, মা দাঁড়িয়ে ছিল সামনে, আমি সোজা গিয়ে মায়ের সামনে দাঁড়াতেই মা বলল, নে, তোর হাতে-ঘড়ি হয়ে গেল। আমি এইবারে বায়না জুড়লাম, তা হলে ঘড়ি কই? ঘড়ি দাও। অমনি মা-কাকিমাদের সে কী হুড়মুড়দুর করে হাসি। কী চক্কান্ত, অমনি আমাকে বলে কিনা, হাতে-ঘড়ি নয়, ওটা হাতে খড়ি। ঐ যে চক-পেনসিলটা, ওটাকে নাকি খড়ি বলে, ঠাকুরের সামনে শ্লেটে ঐ খড়ি দিয়ে লিখে পড়াশোনা শুরু হয় বলে এর নাম হাতে খড়ি, এর সাথে নাকি ঘড়ির কোনও সম্পক্কোই নেই।

    আশাভঙ্গের বেদনায় পোচ্চুর কেঁদেছিলাম। অনেক পরে বোধ হয় রথের মেলায় আমাকে একটা প্লাস্টিকের ঘড়ি কিনে দেওয়া হয়েছিল।
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ অক্টোবর ২০১৪ ২২:২৭650025
  • আগের রাতে চিত্রহার দেখে যখন খুড়তুতো দাদা সকালে খুব দরদ দিয়ে 'কাহার বানর দাদরা বাজায়' গাইলো তখন তো বাড়িময় হাসাহাসির ধুম। কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম, সবাই হাসছে কেন বুঝতে না পেরে।
  • | ১৪ অক্টোবর ২০১৪ ২২:৪৩650026
  • ধ্যাৎ ওটা চিত্রমালা। বাংলা ফিল্মি গানের অনুষ্ঠানকে মালা আর হিন্দীটা হার বলা হত।
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ অক্টোবর ২০১৪ ২২:৫৪650028
  • ও হ্যাঁ হ্যাঁ সরি, চিত্রমালা লিখতে গিয়ে চিত্রহার লিখে ফেলেছিঃ)

    তবে আমাদের, মানে দিল্লী দূরদর্শনের চিত্রমালা কিন্তু শুধু বাংলা নয়, আঞ্চলিক ছায়াছবির গানের অনুষ্ঠান। একটা বাংলা গানের জন্যে গন্ডাখানেক তামিল তেলুগু ওড়িয়া মারাঠি গান শুনতে হতো। একেকদিন আবার বাংলা হতোই না। আবার একবার কোন বাংলা সিনেমার হিন্দী গান দিয়েছিল ঃ(
  • Abhyu | 138.192.7.51 | ১৪ অক্টোবর ২০১৪ ২২:৫৪650027
  • অ্যাদ্দিন দাদা ভাইয়ের গপ্প লিখত (তিন বছর বয়সে পাত্র চাই ইত্যাদি), এবার ভাই দাদার গপ্প লিখছে :)
  • rabaahuta | 172.136.192.1 | ১৪ অক্টোবর ২০১৪ ২২:৫৫650029
  • আরে না না বললাম না খুড়তুতো দাদার গল্পঃ)
  • Tania | 27.115.178.147 | ১৪ অক্টোবর ২০১৪ ২৩:১৯650030
  • হাজার কবিতা বেকার সবিতা - ইয়ে সবিতা কৌন হ্যায়?

    আরও ছোটবেলায় - আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত Money
  • anandaB | 154.160.130.93 | ১৪ অক্টোবর ২০১৪ ২৩:৪৭650031
  • chronologically

    যখন বছর পাঁচেক বয়স (এটা অবশ্য নিজের মনে নেই, কাকার মুখে শুনেছি), গাইতাম "রানার গ্রামের দাঁত বার করা"

    তার পর আরেকটু বড় হয়ে বহুদিন পর্যন্ত ধন্দে ছিলাম "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানু 'ধুতি' কি মানুষ পেতে পারে না" এই গানের মর্মার্থ নিয়ে, কি এমন মহার্ঘ্য ধুতি যে মানুষ পেতে পারে না?

    আর বেশ বড় বেলায় (মানে রীতিমত কলেজে তখন): কবেকার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ 'ঘরেই মাড়াতে', ভেবে ভেবে মাথা খারাপ হয়ে গেছিল সুমন কেন এই অশ্লীল লাইন টা লিখতে গেলেন, এদিকে কাউকে জিগ্গ্যেস করতেও সাহস হয় না

    আরও বোধহয় এদিক ওদিক কিছু ছিল বা আছে, এখন আর মনে পরে না
  • BNayak | 47.187.7.74 | ১৫ অক্টোবর ২০১৪ ০৬:৩৫650032
  • ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়,
    হাসিতে হাসিতে আরব সাগরে আকাশের তারা...........
  • b | 135.20.82.164 | ১৫ অক্টোবর ২০১৪ ০৮:১৬650034
  • সে তো আমার দিদিমা, শীতকালে তিনমাস আমাদের ওখানে থাকতেন আর রেডিওটা প্রায় বগলদাবা করে রাখতেন। যা হচ্ছে সবই শুনছেন। চাষী ভাইদের বলছি থেকে মহিলা মহল, কিস্যু বাদ নেই। একদিন টেস্ট ম্যাচের ধারাবিবরণী শুনতে শুনতে বল্লেন, হ্যাঁ রে, তরা যে কইস বাঙালীরে ক্রিকেট খেলায় না, ঐ তো ব্যাঙ সরকার খেলতে আসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন