এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মোদিফায়েড ম্যাডিসন স্কোয়ার

    bip
    অন্যান্য | ২৯ সেপ্টেম্বর ২০১৪ | ২৬২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ | 78.33.140.55 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:১২651299
  • যারা মোদি বিরোধি, তারা সান জুর আর্ট অব ওয়ার গ্রন্থটি পড়ে দেখলে ভাল করবেন। মোদির বিরোধিতা গণতন্ত্রে কাম্য-কিন্ত মোদির কাছ থেকে শিখুন আগে। মোদির শত্রুতা করতেও মোদিকে ভাল করে জানার দরকার আছে।

    নিউইয়ার্কে যেটা পরিস্কার হল-মোদি অনেক বেশী ফোকাসড, অবজেক্টিভ ওরিয়েন্টেড এবং গ্রাউন্ড ওয়ার্ক করেন। প্রবাসী ভারতীয়দের যে চাহিদা বহুদিনের-যেমন ও সি আই কার্ডের সংস্কার, যারা ভারতে ব্যবসা করেন তাদের জন্য আইনের সংশোধন ও সরলীকরন, আদ্দিকালের আইনগুলির বিলুপ্তিকরন-ভারতকে দূষনমুক্ত করা, ভারতের রাস্তাঘাটে পাবলিক টয়লেটের অভাব। সব কিছুই উনি টাচ করলেন।

    যতটা গর্জালেন, কতটা বর্ষাবেন, সময়ই তার উত্তর দেবে। তবে এটাও ভাবুন। মোদি তার "বেস" এবং ভলিউন্টার ধরে রাখতে পেরেছেন। এটা শুধু টাকা ছড়িয়ে, প্রচারে হয় না। হলে রাহুল গান্ধীর জন্যও তা সত্য হত। লাখে লাখে পেশাদার ভারতীয় মোদির জন্য স্বেচ্ছাশ্রম দিয়েছেন নির্বাচনে। অন্য নেতাদের জন্য এটা হল না কেন? অরভিন্দ কেজরিওয়ালের জন্য অনেকেই কাজ করেছেন-কিন্ত তাদের একটা বড় অংশ ডিসইল্যুইশনড। নিরাশ। যদিও সেটাও ঠিক না বলেই মনে করি। কেজরিওয়াল কিন্ত তার বেস ধরে রাখতে পারেন নি। যেসব বামেরা মোদিকে মিডিয়া বাঘ বলে মনে করে প্রান্তিক ফোরামগুলিতে গলা ফাটান-তারাও কি এমন কো্ন নেতার নাম বলতে পারবেন যার জন্য তারা চাকরি থেকে তিন মাসের ছুটি নিয়ে রাজনৈতিক কাজ করবেন? একমাত্র অরভিন্দ কেজরিওয়াল ছাড়া ভারতে সেই মাপের কোন নেতাই নেই যার জন্য মানুষ স্বেচ্ছাশ্রমের কথা ভাবতে পারে-কিন্ত সেখানেও ভাবের ঘরে বিশাল ভাঁটা।

    মোদির সমর্থকরা পারসোনালিটি কাল্ট তৈরী করছেন, যা গনতন্ত্রের জন্য মঙ্গল না। সিস্টেম ভাল হলে মোদির প্রয়োজন হয় না। ভারতে রাজনৈতিক সংস্কার না হলে দুর্নীতি চলতেই থাকবে। মোদি ব্যবসার আইনগুলো যেমন সংস্কার করছেন, ভারতের গণতন্ত্রকে শক্ত করতে কবে রাজনৈতিক সংস্কার কবে করবেন, সেটাই দেখার। ভারতীয় পুলিশ, সিবিআই, আদালত রাজনীতিবিদ , নির্বাচিত পার্টির জিম্মি। অরভিন্দ কেজরিওয়াল ছাড়া, রাজনৈতিক সংস্কারের দাবি আর কেও তোলেন নি। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলে রাজনৈতিক সংস্কার ছাড়া, ভারতে বড় কিছু পালটানো মুশকিল।

    আমি রাজনীতি যেটুকু সামান্য বুঝি-মোদিকে যারা থামাতে চান-তাদের সামনে অরবিন্দ কেজরিওয়াল ছাড়া আর কোন বিকল্প নেই। কার কাছে যাবেন? রাহুল গান্ধী? প্রকাশ কারাত? মমতা না মায়াবতী? সুতরাং অবাস্তব চিন্তাভাবনায় লাভ আছে কিছু? ফেসবুকে মোদির বিরুদ্ধে গলাফাটিয়ে গিটার বাজিয়ে কি হবে? বরং অরভিন্দ কেজরিওয়ালের হাত শক্ত করলে, সেটা কাজের মোদি বিরোধিতা।

    আমি পরিস্কার ভাবেই লিখছি, মোদি বিরোধিতায় আমার ব্যক্তিগত স্বার্থ নেই-কারন দেশে ব্যবসা করতে যেসব ভুলভাল আদ্দিকালের ইম্পোর্ট এক্সপোর্ট আইনের সমস্যা আমরা ফেস করি, মোদি সেগুলো উড়িয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। মোদিকে নিয়ে আমার হতাশ হওয়ার কারন নেই। এইফোরামের যার বাম, তাদের ও কোন কারন নেই-কারন তাদের সবাই আই টি চাকরির ওপর নির্ভরশীল। এবং মোদির স্টেপগুলি আউটসোর্সিং বাড়াবে। মোদিকে নিয়ে আমি হতাশ তখনই হব যদি দেখি ইম্পোর্ট এক্সপোর্ট সংক্রান্ত আইনগুলি বদল হয় নি। বা আউটসোর্সিং বাড়ে নি। বা ভারতে শিক্ষার অবনতি অব্যাহত। রোম্যান্টিক বিরোধিতা অর্থহীন। যদি মোদি বিরোধিতা করতেই হয়, অরভিন্দ কেজরিওয়ালের হাত শক্ত করুন।
  • সিকি | 135.19.34.86 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৩৪651310
  • আমি জাস্ট ভাবছিলাম, বিপ কতক্ষণে এটা এখানে কপি পেস্ট করবে :)
  • হোকমোদিফায়েড | 208.7.62.204 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১১:৪৯651321
  • যেসব বামেরা মোদিকে মিডিয়া বাঘ বলে মনে করে প্রান্তিক ফোরামগুলিতে গলা ফাটান-তারাও কি এমন কো্ন নেতার নাম বলতে পারবেন যার জন্য তারা চাকরি থেকে তিন মাসের ছুটি নিয়ে রাজনৈতিক কাজ করবেন?

    এসব বামেদের থেকে বড়ো খোরাক কি আর কেউ আছে? এখুন আবার একটা ছাত্র আন্দোলনকে ধুয়ো দিয়ে কলরব নামে একটা বকচ্ছপ পয়দা করতে চাইছে। নিজেরাও যানে ওটা একটা অশ্বডিম্ব প্রসব করবে, তবু ঐ আরকি কয়েকদিন তো ফোটোশপে বিপ্লব বিপ্লব খেলা হয়ে গেল। লগে রহো মুন্নাভাই।
  • - | 109.133.152.163 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৫651332
  • ইয়ে, না, ইসে, "গলাফাটিয়ে গিটার" ক্যামন করে বাজায়?
  • - | 109.133.152.163 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১২:৫৮651343
  • বাদ্যও, কেজরীবালের হাত শক্ত করেও লাভ নাই। তাঁর তো দিল্লী কা লাড্ডু খেয়ে কি যেন হল! ঃ-)
  • দেব | 111.210.107.67 | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৪০651349
  • আচ্ছা ভলান্টিয়ার। তাই বলি ভলিউন্টার কি জিনিস।
  • Jay | 100.193.102.198 | ০২ অক্টোবর ২০১৪ ২৩:৫৯651350
  • মোদী ছিলো বলেইনা ভারত পাকিস্তানকে হকিতে হারালো!

    আমি ম্যাডিসন স্কয়ারেরে বক্তিমা শুনিনি বলে আমার এক কলিগ বল্ল আমি দেশদ্রোহী! পাকিস্তানের চর অবশ্য বলেনি
  • সিকি | ০৩ অক্টোবর ২০১৪ ০০:১০651351
  • এমন দেশদ্রোহী হতে আমি গর্ববোধ করব।
  • ranjan roy | 132.176.129.129 | ০৪ অক্টোবর ২০১৪ ০০:১৪651352
  • আচ্ছা, মোদীজি নাকি ম্যাডিসন বক্তৃতায় আবার গান্ধীজির নাম "মোহনলাল" গান্ধী বলেছেন?
    আর এস এস এর গান্ধীবন্দনা? অনভ্যাসের ফোঁটা চড়চড় করে বটে!
    অবশ্য ভোটে জেতা বড়মানুষদের সাতখুন মাপ।
    বিরোধী আই পিএস অফিসার প্রদীপ ভাটনগরকে কে ঘর থেকে তুলে নিয়ে কয়েদ করে ছাড়ল।

    এবার মোদীবন্দনাঃ
    দীর্ঘদিন ধরে বিজেপি রাজনীতির প্রতি সহানুভূতিশীল কলামনিস্ট তভলিন সিং বলছেন--মোদী স্বাধীন ভারতে সমস্ত প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম শিক্ষিত; কিন্তু ঢের ঢের শিক্ষিত প্রধানমন্ত্রীদের চেয়ে আম্র্রিকায় পলিসি লেভেলে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।

    আজ দিল্লির সি আর পার্কের বাজারে আমার মত টেকো বুড়োদের আলাপচারিতায় শুনলাম-- মোদী হচ্ছে বাপের ব্যাটা! গান্ধীজয়ন্তীর ছুটি বাতিল করেছে, বেশ করেছে। যে লোকটা দেশ স্বাধীন করল তার নাম কেউ নেয় না এদিকে এক গুজু বেনিয়ার ব্যাটাকে মাথায় তুলে--।
    আমি হতভম্ব। মানে?
    -- আরে বৃটিশ কি গান্ধীর ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছল ভেবেছেন? ওরা দেশ ছেড়ে গেল সুভাষ বোসের ভয়ে। ওর নামে কোন সরকারি ছুটি নেই। মোদী বেশ করেছে।
  • SC | 34.3.22.185 | ০৪ অক্টোবর ২০১৪ ০৯:১৬651300
  • বিপের এই প্রথম পোস্টে প্রায় প্রত্যেকটা কথায় যুক্তিযুক্ত লাগলো।
    শুধু একটা কথা লেখেননি, আমি যোগ করে দিলাম। মোদীর বিরুদ্ধে আমার মূল অভিযোগ এটাই, যে উনি সাম্প্রদায়িক, গুজরাট দাঙ্গার মুখ।
    উনি আইন সন্গস্কার করলেও আমার সেইখানে বিরোধিতা থাকবে।
    তবে হ্যান, নরেন্দ্র মোদীর মত ভালো organizer , মোদীর নির্বাচন জেতার ক্ষমতা, এইগুলো নিয়ে আজ আর প্রশ্ন তোলার কোনো জায়গা আছে
    বলে মনে হয় না। মোদীর সামনে দাঁড়াতে পারে, এমন নেতা আজ ভারতে কোথায় আছে?
    আমার মনে হয়েছিল নীতিশ কুমার পারবে। কিন্তু সেও তো খড়কুটোর মত উড়ে গেল। ভবিষ্যতে হয়ত পারবে।
    কেজরিয়াল জাতীয় লেভেলের নেতা নয়, দিল্লি আর পাঞ্জাবের বাইরে সেরকম শক্তি নেই ওর দলের। মোদীকে চালেঞ্জ করতে পারবে না।
    কিন্তু ভারতের রাজনীতির মূল কাঠামোকে আঘাত করার এবং পাল্টে ফেলার ক্ষমতা রাখে।
    (নীতিশও বিহারের নেতা, কিন্তু তৃতীয় ফ্রন্টের নেতৃত্ব দিতে পারে। কেজরী নিজের রাজনীতির কারণেই কোনদিন মায়া-জয়া-মুলায়ম-মমতা-কং এর সাথে জোট বাঁধতে পারবে না)
  • PT | 213.110.243.22 | ০৪ অক্টোবর ২০১৪ ১২:০৬651301
  • বছর পাঁচেক যাক। চেকনাই আপনা-আপনিই কমে আসবে-যেমনটি হয়েছিল শাইনিং ইন্ডিয়ার। আলুর কিলো আজকেও ২২ টাকা। ম্যাডিসন স্কোয়ারের উল্লসিত A-Z-রা তো আর এদেশে থাকতে আসবে না।
  • potke | 126.203.200.121 | ০৪ অক্টোবর ২০১৪ ১২:৩৩651302
  • ম্যাডিসন স্কোয়ারের হলধর বাউদের কথা বাদ্দেন, দেখেছি দশ বছর!
  • potke | 126.203.200.121 | ০৪ অক্টোবর ২০১৪ ১২:৩৪651303
  • এদিকে আবার ডিডি -১ ভাগবতের স্পিচ টেলিকাস্ট করেছে!!!
  • potke | 126.203.200.121 | ০৪ অক্টোবর ২০১৪ ১২:৩৫651304
  • মনোজ মিত্তার বইটা যাদের পড়া নেই অনুরোধ করি পড়ে দেখবেন।
  • SC | 34.3.22.185 | ০৪ অক্টোবর ২০১৪ ১৩:৪৫651305
  • বাদ দিলেন না হয় আপনি, কিন্তু যে পরিমান পয়সা স্কোয়ার গার্ডেনের জনতার কাছ থেকে আসছে, (তার সাথে আরো অনেক কিছু), সেইটা তো
    বাদ পড়বে না। মোদী যে এই constituency ক্যাপচার করেছেন, পুরো মাতিয়ে দিয়েছেন, এসব তো সত্যি।
    এসব কে কাউন্টার করতে হবে মোদীর বিরোধিতা করতে গেলে। শুধু বাদ দিলে তো চলবে না। তাহলে ডিডি তে ভাগবত চলবে।
  • Arpan | 125.118.171.24 | ০৪ অক্টোবর ২০১৪ ১৫:৫৮651306
  • পিটির ১২ঃ০৬-এর পোস্টএ ক্ক।
  • ranjan roy | 132.176.213.16 | ০৪ অক্টোবর ২০১৪ ১৬:৩১651307
  • পিটি ও এসসি, দুজনকেই ক।

    দিল্লিতে আলু ৪০ টাকা। বাকি সব ৪০ টাকা পোয়া। ইনফ্লেশন কমে নি, ইনফ্লেশন বৃদ্ধির হার গত বছরের তুলনায় কমেছে।
    আচ্ছে দিন নিয়ে জনগণের আশা এত সহজে মরবে না। এখন যত রেটোরিক ও শো বাজি। ঠিক মমতা যেমন নতুন নতুন করতেন। যত্ত গিমিক।
    কিন্তু মমতার সারদা, মোদির কোনটা?
  • PT | 213.110.246.23 | ০৪ অক্টোবর ২০১৪ ২০:৩২651308
  • আগেও লিখেছিলাম। আমার মনে হয় ভারতের সমাজনীতি ও অর্থনীতি একটা সীমাবদ্ধতায় পৌঁছেছে।

    একদিকে মঙ্গলায়ন অন্যদিকে দলিত মুখ্যমন্ত্রী মন্দিরে যাওয়ার পরে সেই মন্দির "শোধন" করা হচ্ছে-২০১৪ সালেও!!http://www.ndtv.com/article/india/temple-cleaned-idols-washed-after-bihar-chief-minister-s-visit-599131

    অন্যদিকে কুড়ি বছর ধরে মুক্ত অর্থনীতির গপ্প শোনালেন মনমোহন। যারা গোছানোর তারা গুছিয়ে নিল। কং আর ঢপ দিতে পারছিল না তাই নতুন মুখের দরকার ছিল। তারা ঝাঁটা নিয়ে রাস্তায় নেমেছে। যে দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আহার-নিদ্রা-মৈথুন-জন্ম-মৃত্যু সারে সেই দেশকে এত সহজে পরিচ্ছন্ন রাখা যায়? তবু ম্যাডিসন স্কোয়ার থেকে ফিরেই ঝাঁটা হাতে রাস্তায়-নতুন ঢপ!! পাঁচ বছর এইভাবে চলবে কিংবা দশ বছর। তদ্দিনে কং-এ কেউ আবার গজিয়ে উঠবে.... এইভাবেই রুটি সেঁকার খেলা চলতে থাকবে।
  • ঢপেশ্বর ঢোল | 122.79.37.18 | ০৪ অক্টোবর ২০১৪ ২০:৫৯651309
  • কেউ ই তো সাহস করে মাইনের ঊর্দ্ধসীমা বাঁধার কথা বলেনা।
  • SC | 34.3.22.185 | ০৪ অক্টোবর ২০১৪ ২১:১২651311
  • পি টি দা যা বলেছেন, এগুলো সবই ঠিক। কিন্তু আবার, বিপকে যেটা লিখেছিলাম, ভুলবেন না, নরেন্দ্র মোদী দাঙ্গার নায়ক।
    ওই ম্যাডিসন, ঝাঁটা, মঙ্গল এর মাঝখান দিয়ে কোথায় ছোট করে উঁকি মারছে মোহন ভাগবতের মুখ। সেই বিপদটা যেন আমরা ভুলে না যাই।

    (অবস্যই মঙ্গলের ব্যাপারটা আমি মনে করি triumph অফ ইন্ডিয়ান science , কিন্তু সে অন্য কথা)
  • - | 109.133.152.163 | ০৪ অক্টোবর ২০১৪ ২২:০৯651312
  • ঠিক শিওর না, ট্রায়াম্ফ অফ সায়েন্স না টেকনলজি? দুটোর বেশই পার্থক্য।

    আর, সত্তরের বিপদের জুজুকে মনে রাখাবার চেষ্টা করেও যখন তেমন লাভ হয় নি, তখন এই সব উঁকি দেওয়া মুখ দুএকজন মনে করলেও, কিছু মনে হয় আসে যায় না।
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৪ ২২:১১651313
  • আমজনতাকে এনগেজড রাখার জন্য নিত্যিনতুন আইডিয়া আসে মোদীর মাথায়। কোনও টপিক নিয়েই ও জনতাকে বেশিদিন আলোচনা চালাতে দেয় না। কিছু না কিছু, কিছু না কিছু দিয়ে জনতাকে এনগেজড রাখতে ও সিদ্ধহস্ত। এইভাবেই চলবে আপাতত, যতদিন না জ্যান্যাগ্যান বুঝছে তারা বেসিকালি বাঁদরনাচ নাচছে। কাজের কাজ কিসুই হচ্ছে ন।
  • - | 109.133.152.163 | ০৪ অক্টোবর ২০১৪ ২২:২০651314
  • শুধু মোদী না ভারতের সব রাজনীতিকরাই জনতাকে বাঁদর নাচ নাচান কারণ তারা নাচতে বা কলরব করতে ভালোবাসেন।
  • ranjan roy | 132.176.213.16 | ০৪ অক্টোবর ২০১৪ ২২:৩৯651315
  • হ্যাঁ, ক্ষমতায় থাকতে হলে জনগণকে নিত্যিনতুন স্বপ্ন দেখাতেই হবে।
    এখন একজন স্ট্যাটিস্টিশিয়ানের নেতৃত্বে মোদীজি প্রাইস ইন্ডেক্সের বাস্কেটের এলিমেনটগুলোকে ঢেলে সাজাচ্ছেন। আগে বাদ যাওয়া বেশ কিছু এমন সব ফ্যাক্টরগুলোকে উপযুক্ত ওয়েটেজ ভ্যালু দিয়ে সাজানো হবে যাতে সরকার কিছু না করেও বেশ আর্থিক উন্নতি হয়েছে দেখাতে পারে। দিদিও ক্ষমতায় এসে এমন সব শাঁকালুর ক্ষেত দেখিয়েছিলেন।

    কিন্তু খাদ্যদ্রব্যের দামে নিয়ন্ত্রণের কথা বলে অ্যাড দিয়ে ভোট চাইলেন মোদী এন্ড কোং। কিন্তু এখন কেউ উচ্চবাচ্য করছেন না দেখি!
  • PT | 213.110.246.22 | ০৪ অক্টোবর ২০১৪ ২৩:১৪651316
  • দিনকতক বাজারে বাজারে ঘুরে নাটক করে এখন দিদিও পব-তে ক্ষান্ত দিয়েছেন। লালবাড়িতে যাওয়ার আগে তিনিও খাদ্যদ্রব্যের দাম কমানোর কথা বলেছিলেন। পব-তেই যদি এই মিথ্যাচার আটকানো না যায় তাহলে আর দিল্লীতে মোদীকে নিয়ে কি করা যাবে?

    "মঙ্গলের ব্যাপারটা আমি মনে করি triumph অফ ইন্ডিয়ান science"
    মঙ্গলায়নে ব্যবহৃত কোন science বা টেকনোলজিটা একান্তভাবে ভারতীয়?
  • ranjan roy | 132.176.213.16 | ০৪ অক্টোবর ২০১৪ ২৩:২১651317
  • মঙ্গল প্রোজেক্ট তো মোদীজির আগের। এ তো ঘটনাচক্রে এখন হয়েছে।
    আর পাটনায় মোদীজী বললেন-- সিকান্দার ( আলেকজেন্ডার) কে তো পাটনার দোরগোড়ায় আটকে দেওয়া গেছল!
  • সিকি | ০৪ অক্টোবর ২০১৪ ২৩:৩৩651318
  • "মঙ্গলায়ন" নামে কিছু এক্সিস্ট করে না। জিনিসটার নাম মঙ্গলযান।
  • SC | 81.199.121.96 | ০৪ অক্টোবর ২০১৪ ২৩:৩৯651319
  • একদম scratch থেকে ভারতীয় হতে হবে? তাহলে পৃথিবী তে কোনো রিসার্চই তো কোনো একটা দেশের দান নয়।
    তাই জন্যই তো আন্তর্জাতিক স্তরে result এর আদান প্রদান হয়।
    আর হ্যান, মঙ্গল টেকনোলজির ই triumph ।
    এর সাথে মোদীর কোনো যোগ নেই। যদি কিছুমাত্র থাকে, তাহলে আগের সরকারের। মোদী এখন যা হবে, সেখানেই বাহবা নিতে চলে যাচ্ছে।
    আর - যেটা বললেন, ওই তুলনাটা হয় না। সত্তর কি, অদ্দেক লোক দেখেই নি, আর আজকের নেত্রী তার নেতৃত্বেও ছিলেন না।
    আর ২০০২, সেখানে ব্যক্তিগত ভাবে নরেন মোদী জড়িত ছিলেন। জড়িতও না, নেতৃত্ব দিয়েছিলেন। কংগ্রেস কে ১৯৮৪ নিয়ে অনেকে বলেন।
    হক কথা, কিন্তু দাঙ্গার যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন না, এটা মনে রাখতে হবে।
    এসব কথা ঘুরিয়ে লাভ নেই। জুজু হোক আর যাই হোক, লাভ জিহাদ, যোগী আদিত্যনাথ, টি ভি তে ভাগবত, র এস এসের কার্যক্রম পুরোদমে ঢাকঢোল পিটিয়ে চলছে। মোদীর প্রচ্ছন্ন মদত ছাড়া চলছে, এটা মনে করার মত বোকা আমরা কেউ নই।
  • dd | 132.172.77.250 | ০৪ অক্টোবর ২০১৪ ২৩:৫৭651320
  • লাস কটা পোস্ট পড়ে পষ্টো বোঝা গ্যালো "জনতা"র মতোন হাঁদা ছাগোল আর কোথাও হয় না। কেউ কিছু "বোঝালে"ই হোলো। জনতা অম্নি ধেই নেত্ত শুরু করে দেবে। একটা সাধারন কমন সেন্সও নেই।

    হায়ু। আম্মো যে ঐ নির্বোধের দলে। এখন?
  • PT | 213.110.246.22 | ০৫ অক্টোবর ২০১৪ ০০:১৪651322
  • "তাই জন্যই তো আন্তর্জাতিক স্তরে result এর আদান প্রদান হয়।"
    "আদান" হয় জানি-"প্রদান" কতটা হয় তা নিয়ে ব্যাপক তক্ক হতে পারে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন