এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জয়ললিতার জেল -অতপরঃ কি হইবে?

    bip
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১৪ | ২৩৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • bip | 78.33.140.55 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৫651353
  • সুব্রমনিয়াম স্বামীর হিন্দুত্ববাদি রাজনীতি, অন্যান্য আইডেন্টি বেসড রাজনীতির মতন আউটডেটেড। কিন্ত প্রতিষ্ঠানের প্রতি, সংবিধানের প্রতি আস্থা ফেরাতে, এই ভদ্রলোক ভারতের ইতিহাসে যা অবদান রেখে গেলেন তা অনস্বীকার্য্য এবং স্বাধীনতা পরবর্তী ইতিহাসের সর্বাধিক উজ্জ্বলতম অধ্যায়। স্প্রেকটাম কেলেঙ্কারি, কোল কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস থেকে জয়ললিতা-ভারতের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ন কেলেঙ্কারি এবং তার মাথাগুলিকে জেল খাটিয়েছেন স্বামী। দুর্নীতিবিরোধি আন্দোলনের ফ্ল্যাগশিপ যাদের হাতে সেই আন্না এবং অরভিন্দ কেজরিওয়াল, যত গর্জেছেন, বর্ষান নি তার এক শতাংশও। জয়ললিতার জেল হাজতের সাথে সাথে ঘন্টা বেজে গেল মায়াবতী, মুলায়েম, মমতা এবং বিজুর। মমতা হয়ত সরাসরি জেলে যাবেন না, তবে মদন মুকুলের জেল যাওয়া ঠেকানো মুশকিল। মুলায়েম মায়াবতীর মতন আকন্ঠ দুর্নীতিতে ডুবে থাকা নেতারাও পার পাবেন না। সেটাও পরিস্কার হচ্ছে।

    তাহলে ভারতের রাজনীতির ভবিষ্যত কোন দিকে? আঞ্চলিক সত্রপদের মধ্যে একমাত্র নীতিশ ছাড়া, সেই অর্থে সৎ এবং কম্পিটেন্ট কেও নেই। বিজেপির কোন বাধ্যবাধকতা নেই জয়ললিতা, মমতাকে তেল দেওয়ার বা বাঁচানোর। বরং মায়াবতী, জয়ললিতা, মমতা মুলায়েম এদের জেলে ঢোকাতে পারলে, রাজনৈতিক ফায়দা বিজেপির। অথচ এই মুহুর্তে এই আঞ্চলিক দলগুলিই একমাত্র বিরোধি পক্ষ ভারতের রাজনীতিতে। দুর্বল বিরোধি পক্ষ দেশের রাজনীতিতে কাম্য না। সুতরাং অলটারনেটিভ কি কি (১) আরো ভাল আঞ্চলিক নেতৃত্বের উত্থান-এক্ষেত্রে নীতিশ রোল মডেল হতে পারেন (২) কংগ্রেসের আবার শ্রীবৃদ্ধি-যার আশা খুব কম। কারন রাহুল সত্যিকারের অপদার্থ এক রাজনীতিবিদ। ওর ইচ্ছাগুলো ভাল-কিন্ত স্ট্রাটেজিস্ট না। (৩) আম আদমী পার্টির উত্থান। এখানেও আশা কম। অরভিন্দ কেজরিওয়ালকে নিয়ে প্রায় সবার আশা ভঙ্গ হয়েছে।

    ফেডারেলিজমের জন্য আঞ্চলিক রাজনীতির টিকে থাকা আবশ্যিক। নইলে দিল্লীর দলনে রাজ্যগুলির আরো খারাপ অবস্থা হবে। কিন্ত আঞ্চলিক সত্রপরা যদি জয়ললিতা মায়াবতি মমতার মতন স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ন হৌন-খুব স্বাভাবিক ভাবেই রাজ্যের লোকজন আঞ্চলিকতা ছেরে, জাতীয় পার্টিগুলির দিকেই ঢলবে। যেটা বকলমে দিল্লীর অধীনতা মেনে চলা। পরাধীনতা, গোলামি। পশ্চিম বঙ্গের সিপিএম দিল্লীর প্রকাশ কারাতের নির্দেশে চলতে গিয়ে আম এবং ছালা দুই খুইয়েছিল নিউক্লিয়ার ডিল ইস্যুতে। ওই সময় বুদ্ধ এবং মনমোহনের কেমেস্ট্রী ছিল অসাধারন। পশ্চিম বঙ্গের ২০০২-২০০৭ সালের গ্রোথ দেখুন। ২০০৬ সালে আই টি সেক্টরে সব থেকে বেশী গ্রোথ হয়েছিল পশ্চিম বঙ্গে। একটু নথি ঘাঁটলেই পাবেন। পরিস্কার হয়ে যাবে কেন্দ্রের সাথে সুসম্পর্কের জন্য পশ্চিম বঙ্গ কি পেয়েছে। সেসব না ভেবে দিল্লীতে বসে প্রকাশ কারাত করাত চালালেন এবং একই সাথে পশ্চিম বঙ্গ ও সিপিএম পার্টির সূর্য্য গেল অস্তাচলে। এবং মমতা সুযোগ পেলেন। কারন দিল্লীর নির্দেশে চলা রাজনীতি রাজ্যের ভাল করে না বলেই মমতা জয়ার মতন আঞ্চলিক সত্রপদের দরকার হয়। এরা আবার সবাই দুর্নীতিকে আমাকে দেখ টাইপের চ্যাম্পিয়ান-কেও হাওয়াই চপ্পল পড়ে, কেও সোনায় মুড়ে। ব্যতিক্রম নীতিশ।

    আমি নিশ্চিত নীতিশ স্টাইলের সৎ স্বচ্ছ আঞ্চলিক রাজনীতি ভারতের ভবিষ্যত। কিন্ত বাকী নীতিশরা কোথায়? অধীর কংগ্রেস ভেঙে বাংলা কংগ্রেস বানালে তার ভবিষ্যত আছে। ভদ্রলোক বুদ্ধিমান এবং বাস্তববাদি। তবে নীতিশের সততা তার মধ্যে থাকবে কি না জানি না। বাংলার বিজেপিতে অলরেডি দিল্লীর সেকুলার লাইনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। তবে বাংলায় বিজেপির কোন আঞ্চলিক নেতা উঠে আসার সম্ভবনা দেখছি না। রাহুলের নেতৃত্ব বিজেপির বাংলা ইউনিট কুইনাইন গোলার মতন গিলছে। বাংলার হিন্দুদের জন্য আলাদা দল শুধু সময়ের অপেক্ষা। নতুন টাইপের বাম পার্টি পশ্চিম বঙ্গে আসবে বলে মনে হয় না। কারন একদম বাস্তব জ্ঞানশুন্যরাই আজকাল অবাস্তব বাম রাজনীতির চর্চা করে পশ্চিম বঙ্গে -যাদের সাথে মাটির যোগ ক্ষীন।
  • Arpan | 125.118.136.85 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫৮651364
  • ইসে বিজু পটনায়ক আবার কী করল?
  • jhiki | 128.136.69.135 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:০৪651375
  • আর কিছু করে থাকলেও এখন শাস্তি কীভাবে পাবে?

    মরণোত্তর ভারতরত্নের মত মরণোত্তর জেলযাত্রা চালু হচ্ছে নাকি??
  • বিপ | 78.33.140.55 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১৭651386
  • নবীন হবে। স্লাইট মিসটেক। বাজে মিসকোট।
  • jhiki | 128.136.69.135 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৮651388
  • বাপের উত্তারাধিকারি হিসেবে??

    নবীনের ইমেজ তো পরিষ্কার বলেই জানি... মানে সি এম নবীনের..
  • Arpan | 52.107.175.153 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:১৮651389
  • নবীনই বা কী করল?
  • BIP | 78.33.140.55 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৬651390
  • SARADA
  • Arpan | 52.107.175.153 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৭651391
  • ওহ। নবীনের মিনিস্ট্রির কেউ থাকতে পারে, কিন্তু খোদ নবীন ছবি এঁকে দলীয় তহবিল ভরেছেন এমন কোন খবর নেই। তাছাড়া সিবিআই তদন্ত করতে গিয়ে প্রশাসনের সম্পূর্ণ সহায়তা পেয়েছে। অমুকের চক্রান্ত, তমুকের কুৎসা এসবের দরকার পড়েনি।
  • sch | 233.223.131.253 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩৫651392
  • ইয়ে তিনি কবে জেলে যাবেন?
  • ranjan roy | 131.245.147.252 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৩:১৭651354
  • নিয়মগিরি ও অন্যান্য খনি ব্যব্সায়ীদের সুবিধে দিতে নবীন বেশ তত্পর; খানিকটা cutting the corners of law স্টাইলে--বলে শুনেছি। কিন্তু কোন দস্তাবেজি প্রমাণ দিয়ে কাৎ করা যাবে এমন মনে হয় না। আম্মা ও দিদির দাদাভাইরা বোধহয় ওভার কনফিডেন্সে ল্যাজে -গোবরে হচ্ছেন।
  • Arpan | 125.118.78.26 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৯651355
  • সেসব দিয়ে জড়াতে গেলে বুদ্ধবাউকেও জড়াতে হয় - সালিম আর টাটা গ্রুপকে একইভাবে সুবিধে দিতে তৎপর হয়েছিলেন। কিন্তু সেটাকে দুর্নীতি বলে প্রমাণ করা হোক আগে, নইলে তো লাইবেলের দায়ে পড়তে হয়।
  • Ekak | 24.99.115.156 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪০651356
  • নবীন কে ফাঁসানো মুশকিল আছে । স্ক্র্যাপ আর মাইনিং মাফিয়া । কিন্তু কাজের ধরন মতেই আম্মা সুলভ না । জয়ললিতা সব ছাড়িয়ে গেছিল । এদিকে এরা খুবই করাপশন ফ্রেন্ডলি । মানে আম্মা করাপ্তেদ জেনেই ভোট দেয় । নিজেরাও দুহাতে লোটে থ্রু প্রপার চ্যানেল । সব কিছুর রেট্ ফিক্সড । কিন্তু ক্ষমতা বাড়তে বাড়তে আম্মা এমন ঔদ্ধত্ত্বে চলে যায় যে বেশ কিছু হরপ-গুন্ডামি করে । হটাত গাড়ি দাঁড় করিয়ে একটা গোটা শপিং মল দখল করে নিয়েছে (মানে জাস্ট বলে পাঠিয়েছে এটা চাই ) এরকম কেস ও আছে । বাড়াবাড়ি টা অনেকদিনের । এরপর আম্মা কে সরাবার পলিটিকাল ইকোয়েশন তো আছেই ।
  • ranjan roy | 131.245.147.252 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪২651357
  • ঠিক।
    মাত্র উড়িষ্যার থেকে ফিরেছি। যা বুঝছি ডকু দিয়ে প্রমাণ করা কঠিন। ফলে যতটুকু জানি তাতে ওনার কিছুই হবে না বলেই বিশ্বাস।
  • ranjan roy | 131.245.147.252 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৪:৪৩651358
  • একক ও অর্পণকে ক।
  • sm | 233.223.159.253 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৪৮651359
  • আমার তো মনে হচ্ছে রাজনৈতিক নেতারা, ডাক্তারদের মতন সফট টার্গেট। কারণ সময়ের সঙ্গে তাদের ক্ষমতার মেদ, বাড়ে কমে।
    সুব্বু স্বামী এখন বি জে পি র সঙ্গে আছে; অবশ্যই বি জে পির দুর্নীতি নিয়ে কিছু বলবে না।
    কিন্তু লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি শিল্প পতি, কালো টাকার ব্যাপারী। ২ জি স্ক্যাম, কোলগেট কেলেঙ্কারী, গ্যাস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ধনী শিল্পপতিরা তো অধরাই থেকে গেল।
    বছর শেষে বিভিন্ন পার্টি ফাঁদে টাকা দিয়েই এরা মুক্ত বিহঙ্গ।
  • একক | 24.96.104.182 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০০651360
  • ঘটনা হচ্ছে এর পরে কী ? আপাদমস্তক সবাই চোর এমন একটা সিস্টেমে যে যখন ক্ষমতায় আসবে তখন অন্যকে ধরিয়ে দেবে । আর জয়ললিতা কে ধরানো বা মমতাকে ধরানো ঠিক চোর বলেও নয় । ওই অঞ্চল এ পেনিত্রেত করার জন্যে । এই খেলা টা যদি বেশিদিন চলে তাহলে রেগুলার একটা ফিল্টার সিস্টেমের কাজ করার কথা । কিন্তু করবেনা । টাকা গুলো আসে ইন্দাস্ত্রী থেকে । ক্রমশ এরা নিজেদের মধ্যে এমিকেব্ল সেটলমেন্ট এ আসবে এবং ফিনান্সিয়াল ইন্স্তিতিউশোন রাজনীতির নিয়ন্ত্রক হবে । আর এই প্রক্রিযাকে চাক বা না চাক ত্বরান্বিত করবে নৈরাজ্য বাদী জনমানসিকতা ও ফ্রিঞ্জ আন্দোলন গুলি ।
  • ঢপেশ্বর ঢোল | 192.66.6.63 | ২৮ সেপ্টেম্বর ২০১৪ ২০:৩৭651361
  • এখনি এত আনন্দের কি হলো?
  • b | 127.194.12.192 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৪:১৯651362
  • আম্মার বুকে ব্যথা করছে, উনি এখন হসপিটালে আছেন।
  • ranjan roy | 24.97.218.227 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩২651365
  • "আপাদমস্তক সবাই চোর এমন একটা সিস্টেমে যে যখন ক্ষমতায় আসবে তখন অন্যকে ধরিয়ে দেবে ।"
    -- কিন্তু সিপিএম চোর নয়।
    " মেরে সিপিএম চোর নহী সাজন"! সলিল চৌ।
    ভরসা রাখুন।
    SM,
    যত বড় নেতা, তত উঁচু মগডালে বসে থাকে। তাই তাকে নামাতে তত সময় লাগে।
    কিন্তু দেখুন-- ১৮ বছর পরে সুখরাম, জয়ললিতা। নরসিং রাও তিনমাসের জন্যে হলেও, বঙ্গারু লক্ষ্মণ এখন জেলে। রাজা আর কানিমোঝি কতদিন জেলে ছিল ভাবুন! আবার যাবে।
    এখনো আকাশে চন্দ-সুজ্জি আছে। সুজ্জো পূবে ওঠে।
    হিন্দি বলয়ে ঃ " ভগবান কে রাজ মেঁ দের হ্যায়, অন্ধের নহীঁ হ্যায়।"
    ঈশ্বরের দুনিয়ায় দেরি হয়, কিন্তু একেবারে যা তা হয় না, ন্যায় হয়।
  • Ekak | 24.99.110.23 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৬651367
  • সমস্ত আম্মাভক্তরাই আম্মা আম্মা করে কাঁদছে । একটু আগে একজনের সঙ্গে ঝ্যাম হলো । একচুয়ালি এদের মেন্টালিটি বাঙালি সেটাপ থেকে বোঝা যাবেনা । করাপশন এখানে একটা ইন্দাস্ত্রী । হাসতে হাসতে বলে চোর তো সবাই আমি সুযোগ পেয়েছি নিয়েছি । এরা সরকারী চাকরির পরীক্ষা দেয় উপরি হিসেব করে । বিশাল ভেঙ্গে পরেছে । বড় কোনো একটা ঝামেলা -মিছিল-ভাংচুর বাঁধলে আশ্চর্য্য হব না । তবে যা হবে উদিকে । লুরু সেফ ।
  • Arpan | 52.107.175.155 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৯:১২651368
  • কন্নাডিগারা হোয়াটস অ্যাপে মেসেজ ছাড়ছে - আম্মা কাবেরীর জলের জন্য খুব লড়েছিলেন, এখন উনি লুরুর সেন্ট্রাল জেলে বসে যত খুশি কাবেরীর জল খান।

    লাস্ট লাইনটা একেবারে রঞ্জনদার স্টাইলে - এতদ্বারা প্রমাণ হইল পিথিমিতে এখনো চন্দ্রসূর্য ওঠে।
  • dd | 132.171.101.105 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৪৪651369
  • এর আগে, এই বছোর বারো আগে জয়ললিতা যখন প্রথম মুখ্যমনত্রীত্ব খোয়ান। তখন বেশ ভায়োলেন্স হয়েছিলো। একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় যার মধ্যে চারটি (নাকি ছয়টি) মেয়ে আটকে পরে ও মারা যায়। যারা আগুন লাগিয়েছিলো তাদের কয়েকজনের পরে ফাঁসীর হুকুম হয়।

    কিন্তু সে ভায়োলেন্সো পচ্চিম বংগো,মহারাষ্ট্র বা উত্তর ভারতের ব্যাপাক হাংগামার কিছু নয়।

    দ্যাট অ্যাপার্ট, তার পরের ইলেকশনে আম্মা পার্টী গোহারান হারে এমন কি জয়ললিতাও হেরে যায়। তাই মনে হয় সেরম ভায়োলেন্স কিছু হবে না। বেসিক্যালি দক্ষিনীদের পেটে দাংগা নেই। পুরো স্বাধীনতা আন্দোলনেও বেশ চুপচাপ কাটিয়ে দিয়েছিলেন এঁয়ারা।
  • robu | 122.79.38.166 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ১৯:৫৯651370
  • খাদ্যাভ্যাসের সঙ্গে রিলেট করে একটা পোবোন্ধো নামে?
    এরা কিন্তু সিনেমায় খুউউব ভায়োলেন্ট। তরোয়াল ছাড়া লড়ে না।
  • dd | 132.171.101.105 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২০:২৬651371
  • নর্থ সাউদ ডিভিসন সব থেকে বেশী প্রকট হয়েছিলো ৭৭'র ইলেকশনে। দক্ষিন বাদ্দিয়ে ইন্দিরা কংরেস ধুয়ে মুছে একশা। ইস্ট ওয়েস্ট নর্থ। ইন্দিরা,সঞ্জয় - সবাই হেরে ভুত।

    বাট ইন দ্য সাউথ - ইন্দিরা কংরেস প্রেকটিকেলি সুইপ করে গ্যালো।

    একটা আলাদা সাইকি কাজ করে হোথায়।
  • Ekak | 24.99.197.237 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:০০651372
  • দাক্ষিনাত্যের বাইরে বুঝতে চায়না । সেটা স্বাধীনতার সময় চুপচাপ থাকার আরেকটা কারণ । কে কোথায় ভারত ছাড়ো বলল বয়ে গ্যালো । লোকাল ব্যাপার নিয়ে বেশ ভায়োলেন্ট তামিল দেখেছি | ঝগড়া -মারপিট , এই বান্গালোরেই ।
  • Arpan | 125.118.136.46 | ২৯ সেপ্টেম্বর ২০১৪ ২২:১৯651373
  • ডিডিদাকে - ৯১ সালেও একই জিনিস হয়েছিল।

    সেবারে রাজীব গান্ধী মারা যাবার পরে সাউথে ইলেকশন হয়।
  • PT | 213.110.243.21 | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০০:০৬651374
  • "কিন্তু লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি শিল্প পতি, কালো টাকার ব্যাপারী। ২ জি স্ক্যাম, কোলগেট কেলেঙ্কারী, গ্যাস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ধনী শিল্পপতিরা তো অধরাই থেকে গেল।"

    এটা SM আমার মনের কথা বলেছেন। আসলে সিস্টেমটা এমন ভাবে তৈরি হয়ে গিয়েছে (বা evolve করেছে) কিনা কে জানে-যে ধনী ব্যবসায়ীদের "রক্ষা" বলয় হিসেবে বেশীর ভাগ রাজনীতিবিদরাই কাজ করবে। এমন হতেও পারে যে এই রাজনীতিবিদদের আর্থিক "ইন্টারেস্ট" ব্যবসায়ীদের সঙ্গে জড়িত। গত পার্লামেন্টে প্রায় ৭০% রাজনীতিবিদরা কোটি পতি ছিলেন। ব্যব্সার সঙ্গে যোগযোগ না থাকলে এত পয়সা এদের হল কি করে?
    অবিশ্যি বেশীর ভাগ মানুষই জয়ললীতা বা লালুপ্রসাদের জেলে যাওয়া দেখে "ঈশ্বরের দুনিয়ায় দেরি হয়, কিন্তু একেবারে যা তা হয় না, ন্যায় হয়" ইত্যাদি ভেবে নালে-ঝোলে হবে!! তাতে ধূর্ত শিল্পপতিরা তাদের রাজ্যপাট নিরাপদে আছে দেখে নিশ্চিন্তে নিদ্রা যাবে।
  • ranjan roy | 24.97.121.139 | ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০৬:৩৮651376
  • রেটোরিক আর আক্ষরিকের একেবারে পিন্ডি চটকে গেছেঃ)))।
    হিন্দি প্রবাদটির একটাই কনোটেশনঃ এর মধ্যেও কিছু করা যায়। আশা হারাতে নেই।

    শায়র দুষ্যন্তকুমার যখন বলেনঃ

    কৌন কহতা হ্যায় আসমাঁ মে সুরাগ নহীঁ হোতী,
    তবিয়ত সে এক পত্থর তো উছালোঁ ইয়ারোঁ!

    ( কে বলে আকাশের গায়ে ছ্যাঁদা হয় না?
    একবার না হয় একটা ঢিল ছুঁড়েই দেখলে বন্ধু!)
    এর মানে কি উনি বিশ্বাস করেন যে ঢিল ছুঁড়ে আকাশএর গায়ে ফুটো করা যায়!
    হায় বাংগালীর ফুটোস্কোপ!!!
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন