এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যাদবপুরে পুলিশি হামলা

    pi
    অন্যান্য | ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ৩৫৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৩651522
  • হা হা, "নিজস্ব" ঠ্যাঙাড়ে ভার্সেস "জার্সি বদল" ঠ্যাঙাড়ে ।
    ঠ্যাঙাড়েস হ্যাজ ক্লাসিফিকেশন টু।
  • T | 24.139.128.15 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৪651523
  • গাঁয়ে মানে না আপনি মোড়লরা অবশ্য মার্কেটে ঘোরাঘুরি করছে।
  • sch | 233.223.145.64 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৪651524
  • VC র নামে FIR করা যাবে না কেন? তিনি কি সব কিছুর উর্ধে? দরকার হলে তাকে জেলেও পোরা হতে পারে। যাদবপুরের বর্তমান ভিসি ভক্তবালা কলেজ কাণ্ডে যে নৈতিকতার নজির রেখেছেন তাতে আর্টস, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং এর সব ছাত্র তাকে একটা করে খিস্তি মারলেও তো কোনো ক্ষতি নেই। ঘেরাও করে ফালতু টাইম নষ্ট না করে ওর এগেনস্টে একটা হেট পেজ খুলে তাতে ইনোভেটিভ খিস্তি কম্পিটিশান করলে কাজ দিত।

    আর অর্পণ জাস্টিফিকেশান শয়তানদের সব সময় থাকে - যখন বিনয় কোনারের হারামিপনা তুলে ধরা হয় তখন মানুষের চরিত্র সাদা কালোতে ইত্যাদি বলে জাস্টিফিকেশান আসে - ঠিক এইভাবেই মদন, মুকুল মমতা কোম্পানীও একদিন সারদা চুরীর জাস্টীফিকেশান দেবে - বলবে ওই টাকা না এলে বাম জমানা শেষ করা যেত না - more evil -কে ধ্বংস করতে সুদীপ্তকে কাজে লাগাতে হয়েছিল। বাবরির এবং গোধরার জাস্টিফিকেশানও তাদের সাপোর্টাররা দিয়ে দেয়। মাওরাও সাধারণ মানুষ মারার জাস্টিফিকেশান দেয়।

    শয়তানির জাস্টিফিকেশানের অভাব হয় না
  • byaang | 37.61.248.178 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৫651525
  • পিটিবাবুর কাছে একটা প্রশ্ন ছিল।

    ভিসির নামে এফাইআর করা যাবে না কেন?
  • sch | 233.223.145.64 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:২৯651526
  • আর PT আপনি সত্যি একটা ভালো ডাক্তার দেখান - আপনার কাউন্সেলিং দরকার। আপনার কেন সব কিছুতে মনে হচ্ছে তিনোদের ডিফান্ড করা হচ্ছে। সিরিয়াস মেন্টাল ব্লক

    কেউ কাউকে ডিফেন্ড করছে না - বলা হচ্ছে এ ঘটনা আগেও ঘটেছে - এখন বিস্মরণ ঘটেছিল তাই মনে করিয়ে দেওয়া হল। পরেও ঘটবে। এই রাজ্যে রাজনীতির যে গুণ্ডায়ন বাহাত্তর থেকে আরম্ভ হয়েছে সে ধারাকে ক্ষমতার নেশায় সি পিএম তুঙ্গে নিয়ে গেছে - তিনোরা টাকা ছড়িয়ে দেই গুন্ডাদের দল বদল করিয়েছে - এরপর বিজে পি করবে হয়তো। এমনকি মাওরাও যদি ভোটে জিতে ক্ষমতাইয় আসতে চায় - তারাও তাই করবে
  • byaang | 37.61.248.178 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩২651527
  • পুলিশ আর ক্যাডারবাহিনী লেলিয়ে দিয়ে ভিসিবাবু যেভাবে ক্যাডারি-নিরাপত্তায় নিশ্চিন্ত হয়ে গাড়িতে উঠলেন, তা দেখে যে আমারই ভিসিবাবুটির এগেন্স্টে খুনের মতলব আঁটার অভিযোগ এনে মামলা করতে ইচ্ছে করছে।
  • সিকি | 131.241.127.1 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৪651528
  • ঠিক তাই।
  • sch | 233.223.145.64 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৪651529
  • আমাদের মন্ধু মহলে গুজব এর পর জুন মালিয়াকে হয়তো যাদবপুরের ভি শি করে দেওয়া হবে - সবাই মাংসের টুকড়ো পেয়েছে - ওই মনে হয় কিছু পায় নি
  • sm | 233.223.153.121 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৮651530
  • ব্যাং, ছাত্র রা কি ভি সি কে ঘেরাও করে রেখেছিল? থাকলে কয় ঘন্টা?
    আমার মতে অন্যায় করে থাকলে, ছাত্র রা কেস করুক,এফ আই আর করুক, কুনো আপত্তি নাই। ঘেরাও তে আছে।
  • Ekak | 24.99.83.252 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩৯651532
  • হু এইটা একদম বুঝলুম না ভিসির বিরুদ্ধে এফায়ার করা যাবে না কেন ? :):) বরং ওই রাস্তা তে চললেই অনেক বেটার । দরজার কাছে বসে ধর্না না দিয়ে ভার্সিটি তে স্ট্রং লিগাল সেল করা যেমন বেটার । পিটি একচুয়ালি যতক্ষণ বুজি লাইন আনতে না পারছেন ততক্ষণ ঠিক জায়গা পাচ্ছেন না :)

    দাঁড়ান আমি একটা লাইন দি : ছাত্রদের উপর এই নির্মম রাষ্ট্রীয় উতপীড়ন এর মুহুর্তে শঙ্খ ঘোষ কোথায় !!!!! চলবে ? :P

    [ কদিন ধরে এই বৃদ্ধ মানুষটিকে নিয়ে আবার টানাটানি শুরু হয়েছে দেখছি ]
  • সিকি | 135.19.34.86 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪১651533
  • অপেক্ষাকৃত কমবয়েসী কাউকে চাইলে অপন্না সেন দিয়ে চলবা?
  • anirban | 172.238.29.100 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৩651534
  • sch-কে অনেক্গুলো ক।
  • Reshmi | 129.226.173.2 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৭651535
  • sch, কেমিক্যালের সেই প্রোফেসরের নাম মধুমিতা নয়, মধুশ্রী ব্যানার্জী। কেমিক্যালে একজন অশিক্ষক কর্মচারী, নামটা এখন ঠিক মনে পড়ছে না, মধুশ্রী ব্যানার্জী-র নেতৃত্বে ধরে ধরে ফেটসুর ছেলেদের পিটিয়েছিল।
    কিছুই ভুলিনি।
  • pi | 24.139.221.129 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪৯651536
  • sm, আর পুলিশ দিয়ে ছাত্র পিটুনিতে আপত্তি নেই ? কোন অন্যায় দেখতে পান না ?
  • byaang | 37.61.248.178 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫০651537
  • এসেম, আমাকে এই কোশ্নো করার মানে কী? আমি জানতে চেয়েছি ভিসির নামে এফাইআর করা যাবে না কেন?
  • T | 24.139.128.15 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫২651538
  • সেদিন কিছু ধেড়ে শিক্ষক শিক্ষিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করেছিল না, সেদিন পুলিশ ডেকে প্যাঁদায় নি অবশ্য।
  • sch | 233.223.145.64 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১০:৫৪651539
  • হ্যাঁ রেশমী - নামটা ভুল হয়েছে। দুঃখিত
    ভুলবি কেন - যারা যারা চোখের সামনে দেখেছি ভোলার তো কথা না। আমার অবাক লেগেছিল - ছেলেমেয়েরা যারা ওই অধ্যাপিকাকে দেখে তেড়ে গিয়েছিল কেউই কিন্তু কোনোভাবে গায়ে হাত দেয় নি - তাদের অনেকেই কিন্তু জীবনেও ফেটসু SFI কিছুই করে নি -কিন্তু চোখের সামনে বন্ধুদের মার খেতে দেখে ক্ষেপে গিয়েছিল। কিন্তু অশিক্ষক কর্মচারীদের সেই মিছিলে প্ল্যাকার্ড ছিল "গায়ে হাত দেবার প্রতিবাদে..."
    এই যে সি পি এমের সাংগঠনিক শক্তি, এই যে পরিকল্পনা করে হারামিপনা করা এটা দেখে কিন্তু মুগ্ধ হয়েছিলাম । তিনোরা খুব বাজে প্ল্যানার, এবং সেই কারণেই সারদা এত দ্রুত ধরা পড়েছে। শয়তানিটাও একটা আর্ট - সেটা শিখতে হয় - নাহলে ওটা পাতি পাড়ার গুন্ডাবাজি হয়ে যায়। এখন যা হচ্ছে
  • s | 182.0.249.87 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:০৭651540
  • এই সময়ের রিপোর্ট।
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13820&boxid=1638515

    ঘটনার ইতিহাসঃ
    http://tinyurl.com/n4u69c6 ঃ ২৮ শে অগস্ট ঘটনা ঘটে, ২ সেপ্টেম্বর ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেন।
    প্রসঙ্গত ছাত্রীটি তৃনমূল ছাত্র পারিষদের প্রার্থী হয়েছিলেন।

    http://tinyurl.com/m7bgf5e ঃ- ৩ সেপ্টেম্বর
    হস্টেলের ঘরে বন্ধ করে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি-কে দিলেন যাদবপুর-কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ ঘোষ বুধবার এ কথা জানান। যত দ্রুত সম্ভব অভিযোগ খতিয়ে দেখে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দিতে হবে ওই কমিটিকে।

    http://tinyurl.com/mozc4ll ঃ ৪ সেপ্টেম্বর মহিলা কমিশনের সুনন্দা মুখোপাধ্যায়ের আগমন ও তদন্ত।

    http://tinyurl.com/mfgqy73 ঃ ৮ সেপ্টেম্বর যাদবপুরের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা আইসিসি)-র সদস্যদের ঘেরাও এবং হেনস্থার ঘটনা। ওই ঘটনায় অভিযুক্তেরা মূলত এসএফআই এবং আইসা-র সমর্থক। অভিযুক্তেরা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, সদস্যদের মোটেই ঘেরাও করা হয়নি। তাঁরা শুধু নিজেদের বক্তব্য জানাতে গিয়েছিলেন। শঙ্কুদেবের আগমন। আবাপর শঙ্কুদেবের পিন্ডীচর্চা।

    http://tinyurl.com/ozqmzdy ঃ ১৬ সেপ্টেম্বর দুপুর থেকে ফেটসুর ঘেরাও। পুলিশ এসে ভিসিকে উদ্ধার। বহিরাগত তিনোমূল গুন্ডা আসার অভিযোগ।

    এখন প্রশ্ন হচ্ছে তিনোমূলের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগের ঠিকমতো তদন্ত হচ্ছে না বলে তদন্ত কমিটি থেকে তিনোমূলের সদস্যকে হঠাতে হবে এই দাবীতে ছাত্রদের বিক্ষোভ ঘেরাও হচ্ছে? আর সেই ঘেরাও থেকে উদ্ধার করতে তিনোমূলের পুলিশ ও গুন্ডা ছাত্রদের ক্যালাচ্ছে? অংক একটু গোলমেলে লাগছে না? ফেটসু এসেফাই কি এতই সরল সুবোধ? তদন্ত হলে ঐ দশজন ছাত্র ফেঁসে যাচ্ছে দেখে তাদের বাঁচাবার প্রচেষ্টা নয় তো?
  • b | 135.20.82.164 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:১৩651541
  • 'এই যে পরিকল্পনা করে হারামিপনা করা',

    আহা, দারুণ লাগলো এই শব্দবন্ধটি। খাসা হইচে।
  • pi | 24.139.221.129 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:২২651543
  • আজ চারটেয় যাদবপুরের অরবিন্দ ভবন থেকে গোলপার্ক অব্দি মহামিছিল।
  • sm | 233.223.158.220 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৪651544
  • পুলিশ আর ক্যাডারবাহিনী লেলিয়ে দিয়ে ভিসিবাবু যেভাবে ক্যাডারি-নিরাপত্তায় নিশ্চিন্ত হয়ে গাড়িতে উঠলেন, তা দেখে যে আমারই ভিসিবাবুটির এগেন্স্টে খুনের মতলব আঁটার অভিযোগ এনে মামলা করতে ইচ্ছে করছে।
    ---
    @ ব্যাং,আপনার এই পোস্টার উত্তরে জিগালাম। এরা ভি সি কে কি ঘেরাও করে রেখেছিল। থাকলে কয় ঘন্টা?
    কারণ বেশ কয়েক ঘন্টা কোনো প্রাপ্ত বয়স্ক লোক কে আটকে রাখলে, তিনি পুলিশ ডাকতেই পারেন।
    ----
    sm, আর পুলিশ দিয়ে ছাত্র পিটুনিতে আপত্তি নেই ? কোন অন্যায় দেখতে পান না ?

    pi , পুলিশ দিয়ে ছাত্র পিটুনি তে ঘোরতর আপত্তি আছে। কিন্তু বেসিক ব্যাপার টা হলো, ঘেরাও করে ছাত্র রাই নিজের বিপদ ডেকে আনে। তারা একটা জিনিস ভালো মত জানে, ভি সি কে ঘেরাও করলেই তাদের আন্দোলন চরিতার্থ হবে, মিডিয়া তেও ভালো কভারেজ পাওয়া যাবে।
    তবে ভেবে দেখবেন ঘেরাও করা টা খুব প্রাচীন পদ্ধতি। বহু ব্যবহারে অকেজো। অধিকাংশ সময়ে ম্যাঙ্গ পাবলিকের সেন্টিমেন্ট ছাত্র দের এগায়ন্সতে চলে যায়।আবার বলছি আমার আপত্তি শুধু ঘেরাও তে ,অন্য কিছুতে নয়। তাই জিগাইছিলাম, আদপে ঘেরাও হয়েছিল কিনা বা হলে কয় ঘন্টা।
  • তাপস | 233.29.204.178 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৬651545
  • ছাত্রানাং অধ্যয়নয়ং তপঃ টা কখন আসবে? দ্রুত নিয়ে এলে ল্যাঠা চুকে যায় তো !
  • T | 24.139.128.15 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:২৮651546
  • গোলমাল শুরু হওয়ার ঠিক আগে তৃণমূল ছাত্র পরিষদের এক জন ভিসির ঘরে ঢুকে বাতচিত করে গেছিল।
  • Tim | 188.91.253.22 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩০651547
  • এখুনি সৈকতদার লেখাটা পড়লাম ও ভিডিও ক্লিপ দেখলাম। এইরকমভাবে একদল ছাত্রছাত্রীদের গভীর রাতে দল বেঁধে পেটানো যায়, না দেখলে সত্যিই বিশ্বাস হতনা।
    শ্চর পোস্টগুলোর সাথে একমত হলাম।

    পরিকল্পিত হারামিপনা বেশি খারাপ না অপরিকল্পিত মাৎসন্যায়, অনেক ভেবেও বের করতে পারলাম না।
  • T | 24.139.128.15 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪২651549
  • ভিসি এখন বাইট দিচ্ছে যে ছাত্রছাত্রীরা ঢিল ছুঁড়ে লাইট ভেঙ্গেছে।
  • quark | 125.115.171.250 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৩651550
  • s এর পোস্টে মোটামুটি সব ধরণের প্রশ্ন এবং "স্পেকুলেশন" থাকলেও, কিছু বাদ পড়েছে। ধরে নিচ্ছি ভুলক্রমেই। তদন্তকমিটিতে "তিনোমূলের সদস্য" (আমি জানি না, আপনার পোস্ট থেকেই লিখলাম) থাকবেই কেন এ প্রশ্নটা করা হয় নি। আর তিনি থাকলে তদন্ত ঠিকঠাক হবে না এ স্পেকুলেশন করতেই বা দোষ কী?
  • byaang | 132.167.205.39 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৬651551
  • এসেম, ভিসি শুধু পুলিশ ডাকেন নি, ক্যাম্পাসে ক্যাডারবাহিনীও ঢুকিয়েছিলেন।

    "পুলিশ ডাকতেই পারেন" বলে যখন জাস্টিফাই করছেন, তার সঙ্গে নীচের এই প্রশ্নগুলোর উত্তরও কি দেবেন?

    ভারতবর্ষের ঠিক কোন আইনের বলে গভীর রাতে মেয়েদের হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে পুলিশ ভ্যানে তোলা যায়?

    কোন আইনের জোরে ভিসি পুলিশের সঙ্গে অসংখ্য গুন্ডা ঢোকানোর অনুমতি দেন ক্যাম্পাসে?

    ক্যাম্পাসে যখন পুলিশ এবং ছাত্রদের মারামারি চলছে, সেই অবস্থায় উনি ক্যাম্পাস ছেড়ে পালান কেন?
  • pi | 24.139.221.129 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৮651552
  • sm, বহিরাগতদের দেখতে পেলেন ? আপত্তি আছে ?
  • byaang | 132.167.205.39 | ১৭ সেপ্টেম্বর ২০১৪ ১২:৪৯651554
  • টি, শুধু ঐটুকু বাণী দিয়েই ক্ষান্ত দিচ্ছেন না ভিসিবাবু। ছাত্ররা কীভাবে পুলিশদের ঘাড়ে লাঠি দিয়ে মারছিল, তার চাক্ষুস বিবরণও দিচ্ছেন। ঃ-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন