এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজকাল পুরোহিত,মুশকিল আসান,তান্ত্রিক,ঝাড়ফুঁক,জলপড়া ,ওঝা এনাদের রোজগার কেমন ? একটা পেশা হিসেবে কোনজায়গায় ?

    একক
    অন্যান্য | ১২ নভেম্বর ২০১৪ | ১৭৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 229.64.66.119 | ১২ নভেম্বর ২০১৪ ২৩:২৬652867
  • কীরকম রোজগার এর নিম্ন ও উর্ধসীমা ?
  • একক | 229.64.66.119 | ১২ নভেম্বর ২০১৪ ২৩:২৯652878
  • "পৌরহিত্য" একটা পেশা বলতে তিরুপতির পুরোহিত থেকে গ্রামের ইতুপুজোর পুরোহিত পুরোটাই জানতে চাই ।
  • সিকি | ১২ নভেম্বর ২০১৪ ২৩:৩০652889
  • "পৌরোহিত্য"
  • sch | 126.203.188.1 | ১২ নভেম্বর ২০১৪ ২৩:৪৮652900
  • naukri dei na kono data?
  • pi | 24.139.221.129 | ১২ নভেম্বর ২০১৪ ২৩:৫৩652911
  • পুরুতদের তো মনে হয় বেশ ভালোই।
    এক আত্মীয় মারা গেলেন ক'দিন আগে, শুনলাম শ্রাদ্ধের জন্য দাবি করা হয়েছিল ৩০০০০+ টাকা। তারপর একজন্কে বোধহয় বারোহাজারে পাওয়া যায়।
  • b | 135.20.82.164 | ১৩ নভেম্বর ২০১৪ ০৮:২২652922
  • খ্যাক। আমার শাশুড়ী মারা গেলেন, তো পুরোহিত পুরো একটা প্যাকেজ ডিলঃ মানে উনি-ই সব কিছু জোগাড় করে আনবেন, এমনকি বাছুর অবধি। শুধু বাড়ি ভাড়া আমাদের করতে হল। পুরোহিত মশাই শুধোলেন, তা আপনাদের কত খরচ হল? বাড়ি ভাড়ার অংকটা শুনে লাফ দিয়ে বললেন, "এ কি, এতো খরচ করলেন? আমার গৌড়ীয় মঠে খুব চেনাজানা আছে, এর সিকি ভাগে হয়ে যেত। এ হে হে হে...", শ্বশুরমশাইয়ের একবার দিকে তাকিয়ে, "এর পরের বার আমাকে আগে থেকে বলবেন"।
  • dc | 11.39.61.82 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:০০652928
  • রিসেন্টলি আমার এক নিকটাত্মীয় মারা গেলেন, পুরোহিত নিলেন ১০০০০ টাকা। ঐ প্যাকেজ ডিল টাইপের, মানে কাজ বাবদ যা কিছু লাগবে সব উনি নিয়ে এসেছিলেন। গীতা পাঠেরও একজন লোক নিয়ে এসেছিলেন, তিনি সারাদিন পাঠ করে ৫০০ টাকা নিলেন। তবে এই রেটগুলো সাবসিডাইজড কিনা জানিনা, কারন পুরুতমশাই আমাদের আত্মীয়দের মধ্যে খুব পরিচিত আর এমনি সময়েও যাতায়াত আছে। ওনার দুই ছেলে আছে জানি, দুজনেই চাকরি করে। আমার আন্দাজ পুরুতমশাই মাসে অন্তত দুতিনটে শ্রাদ্ধ অর্ডার পান।
  • তাপস | 233.29.204.178 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:০৩652929
  • শ্রাদ্ধের পুরোহিত আলাদা হন । মানে যিনি পুজো করেন, তিনি অনেক সময় শ্রাদ্ধ করেন না । শ্রাদ্ধ যিনি করেন, তিনি পুজো করতেও পারেন বা না পারেন । একটা ভাগ আছে কিছু ।
  • dd | 132.172.45.210 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:১০652868
  • পুরোহিত এমন এক পেশা সম্প্রদায় যা প্রায় পুরীর পান্ডাদের মতনই অসহ্য। আমার তো মনে পরে না কখনো কাউকে দেখিছি/শুনেছি যারা কোনো পুরোহিতকে চেনে ও শ্রদ্ধা করে।

    একটা অসম্ভব ভুঁড়ু কোঁচকানো বিরক্তির ভাব ফোটে বাড়ীতে পুরুত ঢুকলেই। "এও রেঃ, আবার টাকা খসাতে এয়েছে।"

    পুরোহিতহীন সংসার করা সকলের পক্ষে সহজ নয়। এটা মানি। কিন্তু এইসব বিয়ে শাদী শ্রাদ্ধতে ইঃ, আর্য্য সমাজকে ডাকলে পারেন। দুটো এক্ষ্পেরিয়েন্স আছে। দুটোই প্রীতিপ্রদ।
  • jhiki | 149.194.228.58 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:১০652930
  • আমার শ্বশুরবাড়ীর যিনি পুরুত তিনি রেলে বা ঐরকম কোথাও চাকরী করতেন, এখন চাকরী ছেড়ে দিয়ে পেশাদার পুরুত। তাঁরা বেশ কয়েক পুরুষ ধরে এই পেশায় আছেন।অনেকঘর ফিক্সড ক্লায়েন্ট আছে, বেশীরভাগই ব্যবসায়ী।
  • dc | 11.39.61.82 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:১৪652869
  • এই লাইনে এক্সপেরিয়েন্সের খুব দাম। বয়স্ক পুরুতরা বেশী অর্ডার পায় আর ছোকরারা কম।
  • dc | 11.39.61.82 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:২২652870
  • তাপস, এটা জানতাম না। তবে আমাদের চেনা পুরুতমশাই তো সরস্বতী পুজোও করেন। আমার সবচেয়ে ছোটবেলার স্মৃতিগুলোর একটা হলো, সরস্বতী পুজোর ভোরবেলা মা টেনে ঘুম থেকে উঠাত, তারপর হাত মুখ ধুয়ে ঠাকুরের সামনে এসে বসতাম, আর পুরুত মশাই নানান কিছু তৈরি করতেন আর আমাদের সাথে গল্প করতেন। আর আমাকে মাঝে মাঝে বলতেন, উঠ বাবা উঠ, দেবীর সামনে ঘুমাইলে চলে? উঠ (কারন আমি বসে বসে ঝিমোতাম) ঃ-)

    ডিডিদার সাথে পুরো একমত। পুরোহিতহীন, পাদ্রীহীন, মৌলবীহীন সংসার যে কবে হবে!
  • jhiki | 149.194.228.58 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:২৬652872
  • হতে হবে কেন?
    বাচ্চর জমদিনে বাচ্চাদের খেলানোর জন্য লোক ভাড়া করে আনা হয়, ঠাকুর নিয়ে খেলাধুলোর জন্য কাউকে ভাড়া করে আনলে ক্ষতি কী? হোস্টের কাজ উপভোগ করা।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ১২:২৬652871
  • আমার দাদু (মাতামহ) প্রথমে পার্টটাইম, পরে ডানলপ থেকে রিটায়ার করে ফুলটাইম পুরোহিত ছিলেন। জীবনের শেষদিন অবধি পাড়া বেপাড়ায় পুজো করে বেরিয়েছেন।

    স্মরণকালের মধ্যে একবারই পুরোহিতের এক্সপিরিয়েন্স হয়েছে, গতবছর শ্বশুরমশাই মারা যাবার পরে, উনি পাঁচ হাজার তিনশো নিয়েছিলেন, আমরা ছ হাজার দেবার পরে উনি খুব কুণ্ঠিত হয়ে বাকি টাকা ফেরত দিতে এসেছিলেন। ডিসেম্বরে শালীর বিয়েতে তিনিই পৌরোহিত্য করছেন। বোধ হয় হাজার দশেক নিচ্ছেন। শিওর নই।
  • একক | 24.96.5.222 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:৪০652873
  • ডিডি দার কথা ঠিক । পুরোহিত,ঝাড়ফুঁক ,ব্ল্যাক ম্যাজিক এনাদের মার্কেট একেবারেই প্রপারলি এক্সপ্লোরড নয় যে কারনে শিক্ষিত -পেশাদার লোক পাওয়া মুশকিল । আর শুধু পুজো তো নয় ধরুন সপ্তাহে দুদিন এসে গীতাপাঠ করবেন-ব্যখ্যা দেবেন এরকম লোকই বা কোথায়। তারপর ধরুন শরীর গতিক খারাপ -মন গুরগুর,মাথার কাছে বসে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে। ছোটো বাচ্চাকে এসে একটু মুশকিল আসান করে দিয়ে গেল । কালারফুল ড্রেস দেখে বাচ্চাও আমোদ পেল।
  • তাপস | 233.29.204.178 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:৪৩652874
  • ডিডিদা র কথাটা অনেকটা সত্যি । কিন্তু উল্টো দিকও আছে । সরস্বতী পুজোর সব জোগাড় সাড়া, রাত জেগে সুতোর প্যান্ডেল অব্দি, ফল-ফুল কোষাকুষি যথাস্থানে - কিন্তু পুরুত বলা হয়নি । খিদে পেয়ে গেছে, ইদিকে পুজো না হলে খাওয়া যাচ্ছে না । ব্যস্তসমস্ত পুরুত মশাই যাচ্ছেন, এক বাড়ি থেকে অন্য বাড়ি, রাস্তার মধ্যে পাকড়ে প্রায় কান্না কাটি - তাঁর দয়া হল, এসে পুজো করে দিলেন । তখন পুরুতঠাকুরকে বেশ লাগে । অবিশ্যি এর ঠিক পরেই ইমার্জেন্সি ডিউটির জন্যে এক্সট্রা চার্জ যখন নিলেন, তখন আবার দাঁত কিরিমিরি ।
  • jhiki | 149.194.228.58 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:৫৩652875
  • অনেক মন্দিরে শিক্ষিত পেশাদার পুরুত থাকেন, তাঁরা মন্দির কমিটির ধার্য্য করা প্যাকেজ অনুযায়ী বাইরেরও পুজো করে থাকেন। এঁদের মধ্যে কেউ কেউ সংস্কৃতে এম-এ গোল্ড মেডালিস্টও থাকেন।
    আমাদের সি আর পার্কের শিবমন্দিরেই এই ধরণের পুরোহিত পাওয়া যায়।
  • Kaju | 131.242.160.210 | ১৩ নভেম্বর ২০১৪ ১২:৫৯652876
  • আমাদের দেশের বাড়ি দুর্গাপুজো যিনি করেন, তাঁর চার্জ তো এত এত নয়। আর্থিক অবস্থাও খুবই খারাপ, কেননা অন্য ইনকাম নেই। অন্য যিনি তন্ত্রধর হন, তিনি ওনারই ছোট ভাই, স্কুল মাস্টারিও করেন তাই চলে যায়।
  • একক | 24.96.5.222 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:০০652877
  • হ্যা,এখানেও মানে ব্যাঙ্গালোরে অনেক মন্দির কমিটি তে ওরকম আছেন । তবে শুধু পুজো এবং হোম-এ সীমাবদ্ধ। কৃষ্ণযজুরবেদীয় দের নাগরী উচ্চারণ অনভ্যস্ত লোকদের কানে লাগে বলে খোঁজ করেননা । তবে দক্ষিণী বন্ধুদের অনুষ্ঠানে মূলত এসব জায়গা থেকেই আসেন স্পিরিচুয়াল সার্ভিসের লোকরা।
  • jhiki | 149.194.228.58 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:০৩652879
  • আমি যাঁদের কথা লিখেছি, তাঁরা বাঙালী।
  • একক | 24.96.5.222 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:১৭652880
  • সবাই একটু লিখুন । স্পিরিচুয়াল সার্ভিস থাকবে না উঠে যাবে সেটা নিদান দেওয়া কোনো সেন্ট্রাল সিস্টেমের কাজ নয়। মার্কেট স্ফিয়ারে যাতে সব পেশার মানুষ প্রপারলি থাকতে পারেন এটা নিশ্চিত করা দরকার । ধর্ম উঠে গেলে কী হয়-রাষ্ট্র উঠে গেলে কী হয় এসব পার্সোনাল ইউটোপিযা থাকুক ক্ষতি নেই কিন্তু সেটার দোহাই দিয়ে মার্কেটটাকে ভোগে পাঠালে ক্ষতি আছে লাভ নেই ।
  • lcm | 118.91.116.131 | ১৩ নভেম্বর ২০১৪ ১৩:৫৬652881
  • হ্যাঁ, একক ভালো পয়েন্ট ধরেছে।

    কত লক্ষ মানুষের জীবিকা - পুরোহিত এরা তো আছেনই...এরা তো ডাইরেক্ট... এছাড়া কত সেকেন্ডারি পেশা আছে - প্রতিমা শিল্পী, ঢাকি, কীর্তন গানের দল, প্যান্ডেল কর্মী, কুক, এমনকি ধর্মস্থানে প্রফেশনাল প্যানহ্যান্ড্‌লাররা...

    একটা আন্ডারলায়িং স্মল ইন্ডাস্ট্রি আছে --- সাপ্লাই ডিমান্ড ঘিরে - পূজোর সাজসরঞ্জাম (চাঁদমালা থেকে পঞ্চপ্রদীপ), দশকর্মা দ্রব্যাদি, নানা সাইজের মূর্তি, ধূপকাঠি, প্রদীপ, ফুল, মালা, ফল....

    এখানে মন্দিরে এক হিন্দু পুরোহিতের সঙ্গে আলাপ হয়েছিল - ইউএস R1 বা R2 এরকম কোনো ভিসায় এসেছেন, মন্দিরে ফুলটাইম কাজ করেন। স্যান ফ্র্যানসিস্কো এলাকায় হাউস ওয়ার্মিং-এ বাড়ি এসে পুজোর রেট ২৫০-১০০০ ডলার, বাড়ির সাইজের ওপর নির্ভর করে।

    আমার এক প্রতিবেশী সাহেব ছিলেন প্যাস্টর। পৌরোহিত্য পেশা সম্বল করে চার ছেলেমেয়ে মানুষ করেছেন, খেলাধূলা ভালোবাসেন, বিকেলে দৌড়োতে যান, নতুন আইফোন এলে কেনেন - বেড়াতে যান, ভারতে কয়েকবার গেছেন, রোববার বাড়িতে লোকজন এসে কয়্যার গান প্র্যাকটিস করে মাঝেমধ্যে।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:০৪652882
  • একককে বোধ হয় চত্ববেলায় বাড়ি থেকে একদম বাজার করতে দিত না। বড় হয়ে একক তাই এমন গোঁড়া বাজারপ্রেমিক হয়ে গেছে। যে কোনও টপিককে মার্কেটের রচনায় এনে ফ্যালে :)
  • Ekak | 24.96.5.222 | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:১১652883
  • উল্টোটা :) আমাকে খুব ছোটবেলাতেও হাতে পয়সা দিয়ে ছোটখাটো জিনিস কিনে আনতে বলা হত। বাসে-ট্রামে উঠলেও হাতে ভাড়া দিয়ে কন্ডাক্টর কে দিতে বলত । এইভাবেই বাজার সেন্স গ্রো করেছে ।
  • lcm | 118.91.116.131 | ১৩ নভেম্বর ২০১৪ ১৪:২৩652884
  • ধর্ম ও বাজার --- এতো বহুচর্চিত টপিক --- নেট ভর্তি রেফারেন্স।
    এইতা দেখো -- হার্ভার্ডের দুই গবেষক -- ৫৯টি দেশের ডেটা সংগ্রহ করেছেন

    A pair of Harvard researchers recently examined 40 years of data from dozens of countries, trying to sort out the economic impact of religious beliefs or practices.

    The two collected data from 59 countries where a majority of the population followed one of the four major religions, Christianity, Islam, Hinduism, or Buddhism.

    Their results show a strong correlation between economic growth and certain shifts in beliefs, though only in developing countries.

    গবেষকেরা বলছে জিডিপি বাড়ে, করাপশন কমে

    In recent years, Italian economists have presented findings that religion can boost GDP by increasing trust within a society; researchers in the United States showed that religion reduces corruption and increases respect for law in ways that boost overall economic growth.

    http://www.boston.com/bostonglobe/ideas/articles/2009/11/15/the_curious_economic_effects_of_religion/
  • hu | 188.91.253.3 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:০৩652885
  • পুরোহিতের বাজার তৈরী হোক এতে ক্ষতি নেই। কিন্তু পুরোহিত হতে গেলে ব্রাহ্মণ হতেই হবে এটা কেমন না? বাজারের গ্রোথ আনতে গিয়ে জাতিভেদ প্রথাকে টিকিয়ে রাখা কতটা সমর্থনযোগ্য? আর কোন পেশা আছে যাতে একটা বিশেষ বংশে জন্মানোর জন্যই মানুষ একটা চাকরীতে এলিজিবল হয়ে যায়? আমি ট্রাইবাল টুরিজমকে এর থেকে আলাদা রাখছি। ট্রাইবাল কালচার বাঁচিয়ে রাখার জন্য ওটা জরুরী হতে পারে। কিন্তু ব্রাহ্মণরা তো কোন এনডেঞ্জারড স্পিসিস নয়।
  • de | 69.185.236.53 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:০৬652886
  • ধর্মের বাজার তৈরী হওয়া ভালো তো - কতো পয়সা যে ওড়ে ধর্ম রিলেটেড ব্যাপার-স্যাপারে!

    আমিই বোধহয় সংখ্যালঘু এখেনে - যার বাড়িতে (বাবা-মায়ের বাড়িতে নয়) কোনদিন কোন পুরুত ঢোকেনি। আমার বাড়িতে পুজো করারও কিছুই নেই।
  • de | 69.185.236.53 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:০৯652887
  • ব্রাহ্মন হওয়ার নিয়মটাও বিচ্ছিরি - ভালো সংস্কৃত জানা আর রীতি-রেওয়াজ ঠিকঠাক জানলে যেকেউই প্রুত হতে পারবে - এমনই নিয়ম হওয়া উচিত। মহিলা পুরুতও খুব কম!
  • জটাশঙ্কর ওঝা | 99.0.182.97 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:১০652888
  • পুরোহিত হতে ব্রাহ্মণ হওয়া জরুরী নয় মনে হয়। অন্তত সেরকম আইন আছে বলেই আমার ধারণা।
  • b | 135.20.82.164 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:১৩652890
  • হু,ওর একটা সহজ উত্তর আছে। ডাকবেন না কোনো ব্রাহ্মণ পুরুত। নিজে পূজো করুন। আমাদের বাড়িতে (দেশের নিয়ম অনুযায়ী), ইন ফ্যাক্ট, লক্ষ্মী সরস্বতী দুটই গৃহপূজা, আমার মা-ই করে আসছেন, ছেঁড়াখোঁড়া একটা বই দেখে। ছোটবেলা থেকে দেখছি। পুরুতের বালাই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন