এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজকাল পুরোহিত,মুশকিল আসান,তান্ত্রিক,ঝাড়ফুঁক,জলপড়া ,ওঝা এনাদের রোজগার কেমন ? একটা পেশা হিসেবে কোনজায়গায় ?

    একক
    অন্যান্য | ১২ নভেম্বর ২০১৪ | ১৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.169.233 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:১৬652891
  • নিয়ম হোক ,নিয়ম ভাঙ্গুক কোনো অসুবিধে নেই তো । আমার শুধু অসুবিধে সেন্ট্রালি চাপিয়ে দিলে । চাহিদা-যোগানের শর্ত মেনে বাজার যেদিকে যেতে চায় যাক । অশিক্ষিত ভুল উচ্চারণ করা সো কল্ড ব্রাহ্মন দের পেড়িয়ে শিক্ষিত স্পিরিচুয়াল সার্ভিসের লোকজন যদি উঠে আসেন আসুন । আমি শুধু পুজো-অর্চা র কথা তো বলছিনা । না দেখে সুর করে হনুমান চালিশা আবৃত্তি করার লোকও তো কমে আসছে !
  • একক | 24.99.169.233 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:১৯652892
  • "এমনই নিয়ম হওয়া উচিত।"

    এই নিয়ম হওয়াটায় বিশ্বাস করিনা :) ওটা সিঙ্গল গড সিস্টেম ।
  • hu | 188.91.253.3 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:২০652893
  • বি, নিজের কথা বলছি না। পুরুত ডাকিও না, নিজেও পুজো করিনা। একক পুরুত মার্কেটের কথা বললেন। তো তাই বলছি পুরুত মার্কেট প্রোমোট করতে গিয়ে সেই ফাঁকে জাতিভেদ প্রথা প্রোমোট হয়ে যাচ্ছে না তো!
  • hu | 188.91.253.3 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:২২652894
  • পুরোহিত হওয়ার কোয়ালিফিকেশন নিয়ে আইন আছে? সত্যিই জানতাম না। কোন রেফারেন্স পাওয়া যাবে?
  • একক | 24.99.169.233 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৩৪652895
  • মার্কেটের কুনো সেন্ট্রাল মরালিটি নাই । জাতিভেদ প্রথা প্রমোট হবে কিনা মার্কেট ভাববে কেন :) দেখুন আমি পুরোহিতের পাশাপাশি জলপড়া/মুশকিল আসান এনাদেরকেও চাইছি । অথচ শুধু পুরোহিত নিয়ে উত্তর আসছে । অর্থাত একটা স্ট্রাকচার আছেই যেটা মার্কেট বুম না করলেও থাকবে বরং ঘেট হওয়ার সম্ভাবনা বেশি । এবং লং টার্মে কোন দরজা দিয়ে বুম করবে কেও জানেনা । তাই যে কোনো ফিল্ডে চরম প্রতিযোগিতা দরকার।সেটাই ডায়ালগ তৈরী করবে এবং জাতিভেদ খাবে না মাথায় দেবে ঠিক করবে ।
  • hu | 188.91.253.3 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৩৯652896
  • না ভাই একক। আমি তো ভাবতেই পারছি না সতী পোড়ানো হচ্ছে আর তাকে ঘিরে বাজার বসেছে। কেউ সিঁদুর বিক্রি করছে, কেউ সতীর পা ছোঁয়ানো আলতা তো কেউ আফিমের গুলি। কিছু কিছু জিনিস সেন্ট্রালি চাপিয়ে দিতেই হবে।
    জলপড়া/মুশকিল আসান নিয়ে উত্তর পাচ্ছেন না তার কারন সম্ভবত এখানে যাঁরা লিখছেন তাঁদের এই বিষয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। পুরোহিত শ্রেনী এখনও অতটা প্রান্তিক হয়ে যায় নি।
  • একক | 24.99.169.233 | ১৩ নভেম্বর ২০১৪ ১৫:৪৮652897
  • সতীদাহ প্রথা সমর্থন করিনা সতী-থিওরির রাইট/রং ইদীয়লোজির জন্যে নয় ।ওটা সেন্স অফ প্রাইভেট প্রপার্টি এস ল্যান্ড-এস কন্সিউমেব্ল-এস ফিসিকাল বিইং এই সবকটা কে ভায়োলেট করে বলে । সেন্ট্রালি একটা জিনিসই দেওয়া যায় তা হলো এক্সট্রিম রাইট টু প্রাইভেট প্রপার্টি ।ব্যাস । বাকি সব ক্ষেত্রে নন এগ্রেষণ প্রিন্সিপল । এই প্রাইভেট প্রপার্টি থেকেই ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং সমস্ত কিছু ডিফাইনড হচ্ছে । পুরো ন্যাচেরাল রাইটস এর ভিত । ইন্ডিয়ানদের ওইখানে গোলমাল বলে আলাদা আলাদা করে হাইড্রা মাথা তোলে আর কেটেই যায় আর কেটেই যায় :(

    যাইহোক,এসব ভাট পরে বকবো :) সবাই একটু সবরকম স্পিরিচুয়াল সার্ভিস নিয়ে সবাই বলুন পীলিজ :)
  • de | 69.185.236.51 | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:১৭652898
  • বম্বেতে মাঝে সাঝে তান্ত্রিকের বিজ্ঞাপন দেখা যায় - প্রায় সবারই নাম বাঙালীবাবা!
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৪ ১৭:২২652899
  • দিল্লিতে এসে জানলাম এখানে নাকি বাংগালি কালা জাদু নামে এক ধরণের ভুডু প্র্যাকটিস চলে গ্রাম টামের মধ্যে। যত বলি বাংলায় কালা জাদু কনসেপ্টটাই নেই, তারা বলে, তুমি জানো না, এখানে তো সবাই বলে ওরা বাংগাল থেকে এসেছে।
  • dd | 132.171.98.208 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৩৩652901
  • কালা জাদু? ও তো দক্ষিন ভারোতে প্রচন্ড চলে। কর্ণাটকে বিশেষ রমরমা।

    ধরুন আপনি কোনো ফেলাট কিনছেন, তো বাস্থুজ্ঞানী এসে প্রথোমে কম্পাস সাঁটিয়ে সব দেখে শুনে রায় দিবেন (আলমারীটা ঐ কোনটেয় রাখবেন, আর আর ভেজিটেবিলের ঝুড়িটো এই সাইডে)। এর পর নিশ্চিন্তি থাকতে হলে অল্পো কিছু ফেং শুইও করে নিতে পারেন।

    এইবারে কালাজাদুওয়ালাকে ডাকলে উনি প্রতি ঘর ঘুড়ে কোনো একটি দ্যায়েলের সামনে এসে কইবেন "হেথায় শাগচুন্নী রয়েছে" তারপরে সামান্য দক্ষিনার বিনিময়ে ঘরেকে প্রেতশুণ্য করে দিবেন। তবেই আপুনি গৃহপ্রবেশ করবেন।

    তবে পেস্ট কন্ট্রোলের মতোন প্রতি ছ মাসে একবার ভুত তাড়ন কত্তে হয় কি না জানি না।

    আর একককে বলি আমাদের হিঁদু ধর্মে বোধয় স্পিরিচুয়াল কাউন্সেলিং নেই। অ্যাতো পুরুত সর্বস্ব রিলিজিয়ন যে সব কিছুতেই পুজো আচ্চা মদুলী স্ব্স্ত্যয়ণ করে দেবে। কাউন্সেলিং করবে না। তার জন্য ভালো গুরু চাই। তবে খচ্চা আছে।
  • b | 135.20.82.164 | ১৪ নভেম্বর ২০১৪ ০৮:৫৫652902
  • একক মনে হচ্চে খুব মন দিয়ে এক্কালে ফাউন্টেনহেড ইত্যাদি পড়েছেন।
  • dc | 11.39.61.189 | ১৪ নভেম্বর ২০১৪ ১৪:১৬652903
  • "বাংগালি কালা জাদু" টা প্রথম শুনলাম, ব্যাপক লাগল ঃ-)

    তামিল নাড়ুতে অনেক বাড়ীতেই আলাদা পুজোর জায়্গা থাকে। কোন বাড়ীতে দেখেছি পুরুত এসে পুজো করে আবার কোন বাড়ীতে নিজেরাও পুজো করে। গৃহপ্রবেশ বা শ্রাদ্ধ হলে কয়েকটা লোক জড়ো হয়ে যতোটা পারা যায় বিকট শব্দ করে ঢোল পেটায় আর ভেপু বাজায়। সেগুলো বাজনা না, শুধু শব্দ। আর এমন শব্দ যে কানে তালা পড়ে যাবে, হার্টফেল হয়ে যাবে, সুস্থ লোক হাসপাতালে ছুটবে আর মড়া উঠে বসবে। ওরকম শব্দ করলে নাকি ভুতপ্রেত পালিয়ে যায়।
  • rabaahuta | 172.136.192.1 | ১৫ নভেম্বর ২০১৪ ০২:০৬652904
  • কালা যাদু (এই বাঙ্গালী কালা যাদু ব্যাপারটা আমিও দিল্লী গিয়ে প্রথম শুনতে পাই। এর সঙ্গে কামাখ্যা ইত্যাদির কোন যোগ থাকতে পারে বোধয়। ছগল টাগল নিয়ে কিসব আছে।) তান্ত্রিক এরা তো অন্য লোক।

    টিকিতে গাঁদা ফুল নামাবলী গায়ে নিরীহ বঙ্গীয় পুরুত মশাই অন্য লোক। সাধারন বাড়ি বাড়ি পুজো করা পুরুত মশাইঅরা এমন কিছু বিলাস ব্যসনে দিন কাটান না। অনেকে পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা করেন। আমাদের ছিলেন জয়কালী (তাঁর ডাক্তারখানার নাম ছিল জয়কালী হোমিও হল, আসল নাম একেবারেই অন্য)। খুবই কষ্টে আছেন এখন। চেনাশোনা বা ছোটবেলায় দেখা পুরুতমশাইরা কেউই খুব একটা ভালো নেই। ধর্মব্যাবসায়ীদের রমরমা ফিরে এলে মোটেই খুশি হবোনা, এইসব প্রথা/আচার/অভ্যাস দূর হওয়াই ভালো। ব্যাক্তিগতভাবে চেনা লোকজনের জন্যে খারাপ লাগে আরকি।

    জীবিকার জন্যে একটু এদিক ওদিক ভন্ডামি অনেককেই করতে হয়, আবার অনেকে সরল বিশ্বাসেও করেন - ভন্ডামির বোধটা না থেকেই। সরল বিশ্বাসে লোক ঠকালে সেটা মার্জনীয় সেরকম কোন দাবী নেই যদিও।
    অশনী সঙ্কেত মনে পড়লো।

    উত্তর ভারতে বোধয় একটু অন্যরকম।

    দোকানে দোকানে সকালবেলা যেসব পুরুতরা দ্রুতবেগে মন্ত্র পড়ে দুচারটাকা পেয়ে থাকেন, তাঁদের দেখে খুব একটা স্বচ্ছল তো মনে হয় না।

    মন্দির বিয়ে আনন্দ অনুষ্ঠান, বাড়ির ধর্মীয় কাজ ইত্যাদির পুরুত তাও একরকম, গঙ্গার ঘাটে কিংবা শ্মশানে বসে থাকা পুরুতরা নিতান্তই প্রান্তিক লোক।
  • rabaahuta | 172.136.192.1 | ১৫ নভেম্বর ২০১৪ ০২:০৭652905
  • উফ, অশনি সঙ্কেত
  • aranya | 154.160.226.91 | ১৫ নভেম্বর ২০১৪ ০৯:৪০652906
  • আমাদের পাড়ায় এক বাড়িতে সরস্বতী পুজো করতেন পন্ডিত স্যার, তার আসল নামটা এখনও জানি না। অত্যন্ত গরিব, অনেকগুলো ছেলেমেয়ে। কল্যাণীর একটা স্কুলে সংস্কৃত শিক্ষক ছিলেন।
    ক্লাস টেনে তার কাছে প্রাইভেটে সংস্কৃত পড়তাম। হেঁটে পড়াতে আসতেন বেশ দূর থেকে। একটি মুসলিম ছাত্রকেও পড়াতেন, তার খুব প্রশংসা শুনতাম স্যারের কাছে। আমাদের ব্যাচের পর থেকে মাধ্যমিকে সংস্কৃত উঠে যায়। পন্ডিত স্যার আরও অর্থাভাবে পড়েন, প্রাইভেট পড়ার লোক নাই। স্কুল-টা উচ্চ মাধ্যমিক ছিল, আর ইলেভেন-টুয়েলভে অ্যাডিশনাল সংস্কৃত নেওয়া যেত। তাই চাকরিটা থাকে।
    রিটায়ার করে কিছুতেই পেনশন পাচ্ছিলেন না। পুরনো দিনের কংগ্রেসী। কলকাতায় প্রশাসনের দরজায় ঘুরে জুতোর শুকতলা খইয়ে ফেলেছিলেন, তাও অনেক দিন পেনশন জোটেনি। রাজনীতির ব্যাপার।
    খুবই কষ্টে ছিলেন এই পুরুত। আমার দেখা গুটি কয় সৎ ও ভাল মানুষদের একজন।
  • a | 69.167.178.117 | ১৫ ডিসেম্বর ২০১৪ ০৯:১৬652908
  • এককের আসল প্রশ্নের উত্তরঃ
    পুজোর উপর ভ্যারি করে দক্ষিণা, মোটামুটি ৩-৩০,০০০। তবে উপরি আছে, প্রণামী, খওয়া আর পরার জিনিস। একটা দুর্গাপুজায় (লুরুতে) ৭৫-১০০, ০০০ পর্যন্ত যেতে পারে
  • Tim | 101.185.27.187 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:১৪652909
  • জলপড়া ইত্যাদি নিয়ে একক কি জানতে চায়? আমি দেখেছি তো। জলপড়া, লঙ্কা পুড়িয়ে ঝাড়ফুঁক, চালপড়া। একবার চোর ধরতে বাটি চালানের কথা উঠেছিলো। তবে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এসব মেমোয়ার টইতে লিখে কি হবা? বই লিখে নোবেল পেলে বই বিক্রি, নোবেলের টাকা প্লাস নোবেল বিক্রি করেই দিব্যি টুপাইস করা যাবে রিটায়ার করার পরে (বা চাগ্রি গেলে)। ;-)
  • Tim | 101.185.27.187 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১০:২৫652910
  • অরণ্যদা, হুতোদার মত আমারো স্মৃতি আছে। কবে যেন একটু লিখেওছিলাম, গরীব পুরুতের কথা। কিন্তু নাম থেকে শুরু করে তার গোটা জীবনটাই এমন ঠাট্টা, ভাবা যায়না। নাম রবি এবং পেশায় পুরুত/কবিরাজ/জ্যোতিষী হওয়ায় সব মিলিয়ে লোকে তাকে রবিঠাকুর বলতো।
    নাহ আজ কাজের বারোটা।
  • Ekak | 24.99.91.170 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১২:২১652912
  • ঝিকির লিঙ্কের খবর টা পড়ে ভাল্লাগলো । কিন্তু এখানেও দেখুন পব পিছিয়ে আছে ।
    জলপড়া , ঝাড়ফুঁক সবই ছোটবেলায় দেখেছি ।আমাকে তো মাঝে মাঝেই মুশকিল আসান করানো হত :( নিশ্চই সেই বয়েস থেকেই যথেষ্ট মুশকিল হিসেবে দেখা দিয়েছিলুম ।

    দক্ষিন ভারতে দেখছি পুজো-অর্চার বেশ ভালো নেটওয়ার্ক আছে । শুধু বেদ পাঠ নয় , আপনি চাইলে নির্দিষ্ট হোম ,যজ্ঞ করার জন্যেও লোক পাবেন ।অনেক সংস্কৃত শিক্ষা স্থান। পশ্চিমবঙ্গে এককালে ন্যয় শাস্ত্র শিক্ষার বিপুল পরিবেশ ছিল । সেটাও নেই । শুনলুম যম পুজো বেড়েছে বাংলার আনাচে কানাচে (এটা চারজনের কাছ থেকে কনফার্ম করিচি )। যম পুজো বেড়ে যাওয়া অনেকটা বাঁশে ফুল আসার মীথের সঙ্গে তুলনীয় ,জানেন নিশ্চই । সমাজে আকারহীন মৃত্যুভয় ছড়ালে যম পুজো বাড়ে । মৃত্যু সর্বদা আকার নিয়ে আসে । কখনো অলাউঠো কখনো আন্ত্রিক রোগ । তাই আলাদা আলাদা দেব -দেবী । যম পুজো তখনি বাড়ে যখোন মানুষ আর কারণ ঠাহর করতে পারেনা । অপঘাত বেড়ে যায় । খুবই ইন্দিকেটিভ ।

    যাইহোক, মোদ্দা কথা এই যে আর সমস্ত দিকের মত স্পিরিচুয়াল সার্ভিসের বাজারেও আমরা পিছিয়ে পরছি ! কলকাতায় কয়েকটি সংস্কৃত শিক্ষা ইস্কুল খুলেছে খবর পেলুম । মন্দের মধ্যে ভালো ।
  • dd | 132.167.129.4 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৪652913
  • ওঃ। খালি থিউরী।

    আরে আমি তো সেই সত্তোর সাল থেকেই দেখে আসছি। ঠাকুর বেড়েই চলছে। আগে ছিলো না, কিন্তু ফুটপাথে ফুটপাথে টুক টাক শণি ঠাকুর আসতে শুরু কল্লেন। গাছের নীচে ছোট্টো মন্দির। টকাটাক শণি ছড়িয়ে গ্যালো।

    সন্তোষী মা (জানেন তো, ব্যাকরণ মতে সন্তোষী কোনো মে' মানুষের নাম হতে পারে না?) তো বাদই দিলেম।

    তারপর হোলো শিবরাত্রি। এমন কি বারোয়ারি ভাবেও। এখোন জানি না নতুন আর কি hayechhe?

    আরে ধুর, এসবের কোনো তাত্ত্বিক ব্যাখ্যা নেই। পাড়ার ছেলেদের মাল্লুর পয়সা। কিছু বুজরুকের ধান্দা। এইসবই।গুছিয়ে। ব্যাস, আর কিছু না।

    তবে সি আই এ ও থাকতে পারে।
  • Kaju | 131.242.160.210 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৫652914
  • ব্যাকারণগতভাবে সন্তোষী কেন নাম হতে পারে না, সন্তোষ নাম তো দিব্যি হয়। ও রাজকুমার সন্তোষী ডিরেক্টর আছে বলে?
  • dd | 132.167.129.4 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:১৫652915
  • "সন্তোষ যার আছে,এই অর্থে সন্তোষ শব্দে ইন প্রত্যয় করে সন্তোষিণ শব্দ নিষ্পন্ন হতে পারে। প্রথম বচনে সন্তোষী হতে পারে। সেক্ষেত্রে সন্তোষী পুংলিংগ।স্ত্রী লিংগে সন্তোষিনী হওয়াই উচিৎ।" - ইটি আমাকে লিখেছিলেন হংশ নারায়ণ ভট্টাচার্য্য মশাই।

    ব্যাস ব্যাস।
  • একক | 24.96.181.37 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:২৫652916
  • এই হংস বাবুর ভারতের দেবদেবী (নাকী প্রাচিন ভারতের) নামে বই পড়েছিলুম মনে হচ্ছে ।
  • Kaju | 131.242.160.210 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:৩৮652917
  • ওক্কে তাইলে সন্তোষী হইল গিয়া সন্তুষ্ট। এমনি সন্তুষ্ট-র কোনো পুং স্ত্রী লিঙ্গ নাই, সন্তুষ্টা বলে কিছু শুনিনি। সেই হিসেবে 'সন্তোষী' বোধায় উভলিঙ্গ ধরে নিয়েছে।
  • Kaju | 131.242.160.210 | ১৫ ডিসেম্বর ২০১৪ ১৬:৪১652918
  • এই রে না না 'সন্তুষ্টা' হয় বোধায়।
    কী জানি ল্ব্ল্ব্ল্ব্ল্ব্ল্ব্ল...
  • Atoz | 161.141.84.164 | ১৫ ডিসেম্বর ২০১৪ ২১:৫৯652919
  • বিভিন্ন গার্হস্থ্য ধর্মীয় কাজেকর্মে যেমন গৃহপ্রবেশ, ভিটপুজো, সত্যনারায়ণ, অন্নপ্রাশণ, বিবাহাদি নানা অনুষ্ঠান, শ্রাদ্ধাদিকর্ম---সব কাজে কি আলাদা আলাদা রকম পুরোহিত দরকার? নাকি একই পুরোহিত করতে পারেন যদি নিয়ম আর প্রক্রিয়াগুলো জানেন?
  • Du | 24.99.25.41 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২০:০০652920
  • অশুভ শক্তি কাটানোর পুজো এমনিতে হাজার পনেরো, কিন্তু চেনা যজমান হলে হাজার চার।
    টিপিকাল চাল কলা মার্কা ঠাকুর পুজোর পুজারীদের এই মার্কেটে কোন শেয়ার নেই।
  • Ekak | 53.224.129.49 | ৩০ জুন ২০১৬ ১৮:২১652923
  • *ইনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন