এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১৬ এ মধ্যবিত্ত, educated বঙ্গ সমাজ কাকে মুখ্যমন্ত্রী দেখতে চাইছেন -?

    adhuli
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১৪ | ৯২৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.110.246.230 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২২:৪৭655573
  • পার্কিন্সন্স কি অপারেশন করে সারানো যায় নাকি?
  • ranjan roy | 24.97.234.175 | ১৭ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৬655574
  • না, অন্য কোন জটিল স্নায়বিক রোগ। গত সপ্তাহে চেন্নাইয়ে কোন বড় হাসপাতালে মেজর অপারেশন করিয়ে এসেছেন; ডাক্তারের কেয়ারে বিশ্রামে আছেন। যদিও দলের সঙ্গে ডেমো তে যেতে উৎসাহী, কিন্তু ডাক্তার এখনও ছাড়পত্র দেয় নি।
    একটা কথা মনে হয়, ভদ্রলোক তিনোর বদামির বেশ কিছু খবর ঠিকই জোগাড় করেছিলেন, কিন্তু আদালতে পেশ করার মতন ডকু হাতে পান নি। তবু লড়ে গেছিলেন যাতে আগে ভাগে বাজারে সতর্কতা মেসেজ দেওয়া যায়, দলেরও কিছু লাভ হয়। হাতে গরম প্রমাণ দিতে না পারায় তখন খোরাক হয়েছেন।কিন্তু এখন মনে হয় ওঁর করা অনেক অভিযোগের ভিত্তি আছে।
  • S | 160.148.14.8 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০০:০৫655575
  • পার্কিনসন'স আর অ্যালজাইমার্স - এই দুটো রোগের নভেল থেরাপিউটিকস সিনারিও খুব একটা আশাপ্রদ নয়। লাস্ট চার পাঁচ বছরে বেশিরভাগ ক্লিনিকাল ট্রায়াল ফেল করেছে।
    এই ছবিটা দেখুন -
    http://www.neurology.org/content/68/5/384/F2.expansion.html
    ২০৩০ নাগাদ ভারত, চিন, ব্রাজিল ইত্যাদি দেশে পার্কিনসন'সের প্রজেক্টেড গ্রোথ ১০০% বা তারো বেশি।
  • aranya | 154.160.226.91 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৩:৪৩655576
  • :-(
  • adhuli | 131.223.94.54 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৭:৫৬655577
  • শুধু মুখ্যমন্ত্রী হলে নয়, হলে তার দিশা কি হবে-? একটা দিশা থাকাটা বড় বেশি জরুরি মনে হয়, বুদ্ধ-বাবুর একটা দিশা ছিল, সেটার ভালো খারাপ নিয়ে অবশ্যই আমরা আলোচনা করতে পারি। অদমিস্নিস্ত্রাতর হিসেবে ওনার খারাপ দিক অবশ্যি আছে। কিন্তু কৃষি থেকে শিল্পের দিকে অর্থনীতির চাকাটা চালানোর চেষ্টা উনি করেছিলেন, যাতে বেড়ে যাওয়া জনসংখ্যা-র বেকার সমস্যা টা হয়ত কিছুটা মিটতে পারে, অন্তত লং টার্ম-এ। তার আগে জ্যোতিবাবু কে শিল্পের বারোটা বাজানোর জন্য অনেক গালি দিলেও মনে হয়, ভূমি সংস্কার এ ওনার একটা মেজর রোল ছিল। আরও আগে আর যাচ্ছি না, সময় পাল্টে গেছে তাড়াতাড়ি।

    আমার নিজের মনে হয় মমতার সবথেকে বড় ব্যর্থতা হলো ওনার দিশাহীনতা । উনি নিজেই জানেন না উনি কি চান। সরদার এত কেলেঙ্কারী-র পরেও আমার মনে হয়, উনি ব্যক্তিগত ভাবে অতটা টাকা খান নি হয়ত, যতটা ওনার সাঙ্গপাঙ্গরা সাবাড় করেছে। কিন্তু ওনার টার্ম-এর পুরোটাই তো মেলা আর উত্সব-এ কেটে গেল, না কৃষি নিয়ে কোনো সমাধান, না শিল্প নিয়ে কোনো উদ্যোগ, একটা রাজ্য তো আর হাওয়া তে চলতে পারে না। সত্যি বলতে কোনো বড় প্রজেক্ট এ দুর্নীতি গোটা দুনিয়া তে থাকে, কিন্তু প্রজেক্ট গুলো হলে তার যে বেনিফিট গুলো আসে, সেটার দরকার টা আরো বেশি। একটা বড় প্রজেক্ট-এ সবার ভালো এক সাথে করা ভগবান-এর ও অসাধ্য। সে ভাবে ভাবতে গেলে আজকে কোনো প্রজেক্ট করা যাবে না। আমি বহু বছর আগে দুর্গাপুর এ ছিলাম কর্মসূত্রে, সেখানেও বৃধ্হ কর্মচারীদের -দের আক্ষেপ দেখেছি যে, ওনাদের চাষের জমি কেড়ে নিয়ে ওখানে শিল্প হয়েছে, ওনারা চাকরি পেয়েছেন, কিন্তু আগের চাষের জীবন টা আরো কত ভালো ছিল। কিন্তু একটা দুর্গাপুর স্টিল প্লান্ট আজকে ৩০,০০০ লোককে ডাইরেক্ট দিয়েছে, আশে পাশের ইন্ডাস্ট্রি, অনুসারী শিল্প আর কন্ট্রাক্ট লেবার গুনে দেখলে সংখাটা কযেক লক্ষ হবে। আমাদের পপুলেশন বাড়ছে, কমছে না, তাদের চাহিদা বাড়ছে, এই বেড়ে চলা জনসংখা কে সাপোর্ট করার জন্য বড় শিল্প ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ প্লান থাকলে অবশ্যই জানাবেন।

    আজকে প্রবাসে দেখছি, একের পর এক পুরনো শিল্প বন্ধ হচ্ছে, কারণ তৃতীয় বিশ্ব-তে ম্যানুফ্যাকচারিং অনেক সস্তা, কিন্তু এখানকার সরকার-গুলো হাত গুটিয়ে বসে নেই, তারা চেষ্টা করে যাচ্ছে, কি ভাবে অন্য ভাবে ইকোনমি দিভের্সিফ্য় করা যায়। সেটা তে কিছু ওয়েলফেয়ার কাটা পরছে, কিছু ট্যাক্স বেনিফিট দেওয়া হছে বড় ব্যবসাদার দের, অথবা চেষ্টা হয় ম্যানুফ্যাকচারিং থেকে শিফট করে টেকনোলজি বা রিসোর্সে বেসড অর্থনীতি-তে যাওয়া যায় কি না, কিছু দেশ বেশি ভালো করে, কিছু দেশ অত-টা ভালো পারে না, কিন্তু চেষ্টা-টা চলতে থাকে। এখানে লোকসভাতে যে বিতর্ক গুলো হয়, অথবা মানস্ত্রিয়াম কাগজ-এ যে আলোচনা গুলি থাকে, সেগুলো অনেক বেশি পলিসি বেসড বা ডাইরেকশন বেসড , যেটা হওয়া উচিত। লোকসভা কেন শুধু ধর্ম আর দুর্নীতি নিয়ে খেউর এর আখড়া হবে-?

    চেঞ্জ আর উন্নতি একটা পরিবর্তনশীল প্রসেস, একটা রিজিদ মানসিকতা নিয়ে পরে থাকলে তো বড় বিপদ।
  • cm | 127.247.115.125 | ১৮ ডিসেম্বর ২০১৪ ০৮:২০655578
  • " উনি নিজেই জানেন না উনি কি চান। " উনি আগে মুখ্যমন্ত্রী হতে চাইতেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও ছিল।

    "একটা বড় প্রজেক্ট-এ সবার ভালো এক সাথে করা ভগবান-এর ও অসাধ্য। " সেকি!
  • সিকি | 131.241.127.1 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১০:০৮655579
  • গৌতম দেবের সত্যিকারের সমস্যাটা কী, সেটা সকলে জানেন না। কিছুদিন আগে পর্যন্ত আমিও জানতাম না। গৌতম দেব নিজে বা তাঁর দলের লোক কেউই এই অসুস্থতার ব্যাপারটা কোনওদিনই পাবলিসাইজ করতে চান নি, ক্ষমতায় থাকাকালীনও না, ক্ষমতা থেকে সরে যাবার পরেও না। তাঁর মুখ হাত নাড়ানোকে অনেক কদর্য ভাষায় আক্রমণ করেছে বর্তমান তিনো সরকারের মন্ত্রীসান্ত্রীরা, তাও গৌতম দেব নিজে বা তাঁর দলের কেউই তার বিরোধিতা করে সঠিক ঘটনা জানিয়ে একটা অফিশিয়াল স্টেটমেন্টও দেন নি।

    যে জিনিসটা ব্যক্তিগত, সেটা ব্যক্তিগত রাখাই ভালো। কাজু জানত না, সেটা এমন কোনও অস্বাভাবিক ঘটনা নয়, কিন্তু সেই না-জানাকে * -নামধারী ব্যক্তি যে ভাবে টন্ট করে গেলেন কয়েকটি পোস্টে, সেটা অত্যন্ত দৃষ্টিকটূ লেগেছে।

    খারাপ লাগাটুকু জানিয়ে গেলাম।
  • aranya | 83.197.98.233 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১০:১৫655580
  • পিটি, আমার বাবার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল সার্জারি করেছিলেন ভেলোরের এক সার্জন, অপারেশন করলেই ভাল হয়ে যাবেন এই আশা দিয়ে এবং এক্সপেরিমেন্টাল সার্জারির জন্য গিনিপিগ হিসাবে ব্যবহার করার কথা চেপে গিয়ে।
    মিড সিক্সটিজ-এর কথা। ঐ পার্টিকুলার সার্জিকাল মেথড কদিন পরেই পরিত্যক্ত হয়
  • dc | 11.39.63.193 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১০:৫৬655581
  • "আমার নিজের মনে হয় .. সবথেকে বড় ব্যর্থতা হলো ওনার দিশাহীনতা । উনি নিজেই জানেন না উনি কি চান।"

    এটা পুরোপুরি ভুল। গত কুড়ি বছর ধরেই উনি জানেন উনি কি চান - রাইটার্সের গদি। শুধুমাত্র এটাই উনি চান, আর কিছু না। বাকি পশ্চিমবঙ্গবাসী কি চায় বা কিসে তাদের ভালো হয় তা নিয়ে ওনার কোনো মাথাব্যথা নেই, কারন ওই একটাই জিনিষ উনি চান। ওনার সাঙ্গপাঙ্গ হওয়ার একটাই শর্থ, ওনার ওই লক্ষ্যপূরনে সাহায্য করতে হবে। আর সেই জন্য সাঙ্গপাঙ্গরা কি করল তাই নিয়ে ওনার কোন মাথাব্যথা নেই। ঠিক সেই কারনেই অনেকে ওনার সাঙ্গপাঙ্গ হয়েছে, যাতে ওনাকে লক্ষ্যপূরনে সাহায্য করে নিজের আখের গুছিয়ে নেওয়া যায়।
  • aranya | 83.197.98.233 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১০:৫৭655583
  • ডিসি-কে বিরাট ক
  • cm | 127.247.115.125 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:১৫655585
  • আমিও একই কথাই কয়েছিলুম। প্যাটার্ণ রিকগনিশন ভারি মজার জিনিস।
  • PM | 131.97.75.56 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:১৫655584
  • যাঃ , তাহলে যে আসে আসুক তত্ত্বের কি হবে? গুরুর পেটেন্ডেড মৌলিক থিওরির অবমাননা মানছি না, মানবো না।
  • . | 132.248.182.50 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:২৭655586
  • adhuli যে সত্যি কথাটা বলেছেন সেটাই আসল বিষয়। কিছু করতে গেলেই কিছু লোক ব্যাগড়া দেবে - যেমন টাটার প্রকল্পের সময় দেখা গেলো বিভিন্ন বিশেষঞ উড়ে এল যারা গাড়ী তৈরী আর জমির ব্যাপারে সব জানেন। তাদের কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতের নেমে পড়েছিল কিছু সুবিধাবাদী - আজ তারা সবাই উদ্দেশ্য সিদ্ধ করে নিজ নিজ কাজে ফিরে গেছে - মাঝখান থেকে রাজ্যটার আরও অবনতি হয়েছে।
  • sm | 233.223.153.57 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:৩৫655587
  • অরন্য, ভেলোর এর সার্জেন যে সার্জারি করেছিলেন সেটি কিছুদিন পরে অবসলিট হয়ে যায়। সেই সময়ে কি ওই পদ্ধতি চালু ছিল অর্থাত রেকগনায়সেদ ছিল? পাস্ট ইস পাস্ট; কিন্তু কোনো জটিল অপারেশন করার আগে দু তিন জায়গায় অপিনিয়ন নেওয়া উচিত।আর সার্জেনের তরফেও জানানো উচিত তার অভিজ্ঞতা,ওই পার্টিকুলার সার্জারিতে কত পার্সেন্ট ভালো হয়েছেঅন্তত তার হাতে; এবং সার্জারী না করে খালি ঔষধের উপরে থাকলে কি অসুবিধে হবে।
  • jenegan | 122.79.38.139 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:৩৮655588
  • যে আসে আসুক গুরুর মৌলিক দাবি ছিল নাকি? পেটেন্টও ছিল? রেসিডেন্ট সিপুয়েমরা কী কর্ছিল তখন?
  • aranya | 83.197.98.233 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:৪৪655589
  • sm, এগ্রিড। যথেষ্ট খোঁজ খবর হয়ত নেওয়া হয় নি। সে যুগে পারকিনসন্স ডিজিজ-এর কথা তেমন শোনা যেত না, ইন্টারনেট-ও ছিল না। আজকাল অনেক বেশি শোনা যায়।
    আমার বাবা খুবই অ্যাকটিভ লোক ছিলেন, পার্কিনসন্স ডিজিজ-এর আক্রমণে ডান হাত অচল হতে শুরু করায়, বাঁ হাতে লেখা অভ্যাস করে ডিএসসি থিসিস লিখেছিলেন বাঁ হাতে। অসুস্থ অব্স্থাটা কিছুতেই মেনে নিতে পরেন নি, অপারেশন করালেই ঠিক হয়ে যাবে, এই আশ্বাসে বোকা-র মত বিশ্বাস করেছিলেন - এমনই শুনেছি
  • sm | 233.223.153.57 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১১:৫৫655590
  • আধুলির লেখা পরে ভানুর সিনেমার কথা মনে পড়ে গেল।বুদ্ধবাবু রাজ্যের উন্নতির জন্য অনেক কিছু ভেবেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুহয়নি; দেখাই যাচ্ছে।মমতাও তো রেল মন্ত্রী থাকার সময় প্রচুর শিল্প, কারখানা এসবের কথা বলেছিলেন;তাহলে তাকে নম্বর দেওয়া হবেনা কেন?
    আর জ্যোতিবাবু ভূমি সংস্কার করে, ২৪ বছর ঘুমিয়ে ছিলেন। তবুও সেই ভূমি সংস্কারের পোলাযের গন্ধ শোকানো হবে । ভূমি সংস্কার করে যে কি হাতি ঘোড়া উন্নতি হয়েছে; তাও বোঝা ভার।মাঝে মধ্যে অবশ্য শিল্পপতি ধরতে লন্ডন ,আমেরিকা যেতেন।যেহেতু জ্যোতিবাবু,তাই নম্বর পাবেন।
    টাটা চলে গেলে রাজ্য শুকিয়ে যাবে;এটাও অ বপ র প্রচার ছিল।এখনো রাজ্য টা চলছে।জি ডি পি গ্রোথ ও খারাপ নয়।আর পূর্বতন দুই মুখ্যমন্ত্রীর একমাত্র লক্ষ্য ছিল রাইটার্সের গদি।অন্য কিছু তো চোখে পড়ে নি।

    পরিশেষে ভারী শিল্প ছাড়া ঔষধ শিল্প, এই টি,পরিষেবা,কৃষিভিত্তিক শিল্পে পব র উন্নতির যথেষ্ট স্কোপ আছে।পব, পূর্ব ভারতের সবচেয়ে বড় ট্রেডিং এর জায়গা। ভারী শিল্প বাঁকুড়া, প মেদিনীপুর আর উত্তরর বঙ্গের জেলা গুলোতে সম্ভব।অহেতুক হা হুতাশ করার কুনো কারণ নেই।
  • sm | 233.223.153.57 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:০০655591
  • ডাক্তারের উচিত হলো বুঝিয়ে বলা ওষুধ ছাড়া সার্জারী এবং সারা জীবন ওষুধ খেয়ে চললে কি বিশেষ পার্থক্য হবে।এই দিক তা গোপন করা একজন ডাক্তারের অপরাধ।
    আর বিদেশে এখনো খুব কম পার্কিনসন্স রোগে ভোগা লোক সার্জারী করে।
  • * | 47.228.106.78 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:১২655592
  • Siki

    Maf korben kintu kaju babur por por post pore mone hoy uni nishchit je eta osusthota jonito noy. Bishesh kore 05:15 ar 05:17. Na jana r modhye lojja nei, kintu jani na seta sweekar na kora murkhami.
  • সিকি | 135.19.34.86 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:২৩655594
  • * ,

    হয় তো বোঝবার ভুল হয়েছে। আমি নিজেও যখন ঋতুপর্ণর মেয়েলিপনা নিয়ে টন্ট করতাম, কিছু না জেনেই করতাম। এর পেছনে যে কিছু জানার আছে, সেইটাই জানতাম না। গৌতম দেবের অঙ্গভঙ্গী নিয়ে যখন টন্ট করতাম, কিছু না জেনেই করতাম। এর পেছনে যে কিছু জানার আছে, সেটাই জানতাম না। জানবার পরে বুঝেছি, কী ভুল করেছি।

    কোনও ব্যাপার না - ভুল বোঝাবুঝি সবার হয়ে থাকে। একটা সময়ে ঠিকটা বুঝলেই হবে। :)
  • kiki | 125.124.41.34 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৩৫655595
  • টি দাঁড়ালে কইয়ো, ভোট দিতে যামুনে........................

    নইলে আর গিয়ে কাজ নাই। কিন্তু এক সময়ে আমি বিপ দাদাদের এক ই ম্যাগ ছিলো, তাতে এক ল্যাখা পাঠিয়েছিলাম যে ঐ মুকখো মন্ত্রী , প্রধান মন্ত্রীদেরো আই এ এস বা ডাব্লু বি সি এস পরীক্ষা দিয়ে নিয়ে আসা হোক, সব পাট্টি টাট্টি ভোগে পাঠায়ে, এরকম কিছু। বিরোধি রাও অমন ভাবেই আসুক, ঐ যারা সেকেন্ড পজিশনে থাকবে টাগবে, তারা , এভাবে। তাতে বিপদাদা মেল করেছিলেন এরকম লেখা লিখতে নাই বলে( এমনি তে উনি বেশ ভদ্র মানুষ, সে নিয়ে আমি কিন্তু কিছু কইতে চাই নি। সম্পাদক হয়েও আমার বাস্তববুদ্ধিহীনতা নিয়ে দুঃখ পেয়ে অনেক বই পড়তেও কয়েছিলেন)। আমি এখন ও সে স্বপ্নে বিভোর আছি।লিডারশিপের পরীক্ষা হউক না কেন!
  • de | 69.185.236.53 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৪১655596
  • আমরা গুরুর পক্ষ থেকে মামুকে মু ম বানানোর পিটিশন দিতে পারি - পিটিদা উপ মু ম - পাই স্বাস্থ্য, সিকি পর্য্যটন, রঞ্জন দা অর্থ, কল্লোলদা স্বরাষ্ট্র, গান্ধী/নেতাই ক্রীড়া, প্পন শিক্ষা মন্ত্রকের দায়িত্ব নিতে পারে/পারেন --

    তারপরে কি হইবে জানে শ্যামলাল ঃ)
  • de | 69.185.236.53 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৪২655597
  • ও হ্যাঁ, অরণ্যদাকে অবশ্যই বনমন্ত্রক!
  • jhiki | 121.95.121.24 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৪৩655598
  • একক??????
  • de | 69.185.236.53 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৪৫655599
  • এক্স্ক্লুসিভ আইডিয়া মন্ত্রক বলে কিছু হয়? না থাকলে বানানো হোক, তাপ্পর একককে তার মাথায় বসানো হোক!
  • Kaju | 131.242.160.210 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৫৬655600
  • *-বাবুকে বলি - ভুল জানি হয়ত, স্বীকার করব ঠিকটা আগে জানি তবে তো। আপনি ঠিকটা অকাট্য ভাবে বুঝিয়ে দিন, মিটে গেল।

    আপনি মার্ক টোয়েন পড়ুন বললেন দেখে ভাবলাম হয়ত এই জাতীয় রোগের বিষয়ে নিশ্চয়ই কোনো রেফারেন্স আছে মার্ক টোয়েনের কোনো বইতে, তাই দ্বিতীয় উত্তরটাও দিয়েছিলাম। পরে বুঝলাম ওটা নিছকই গায়ে পড়া উপদেশ। আপনার যদি আমার ভুল জানাটা যুক্তিগ্রাহ্য ও তথ্যসহ সংশোধনের কোনো নলেজ থেকে থাকে সেটুকুই বলুন, শুনছি।

    অচেনা লোকের তায় আবার বাংলিশে লেখা ফালতু জ্ঞান ও টন্টিং আমি ফুৎকারে উড়িয়ে দিয়ে থাকি। একটু খেয়াল রাখবেন প্লিজ।
  • kumu | 11.39.25.220 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৫৭655601
  • আমি পাইএর দিপের স্র্ক্রেটারী হতে চাই।
    আর, শ্যামলালকে টানাটানি কেন??
  • kumu | 11.39.25.220 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১২:৫৯655602
  • ডিপের সেক্রেটারী
  • PM | 132.52.254.242 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৩:১৭655603
  • আমাকে শিল্প মন্ত্রক না দিলে খেলবো না ঃ)
  • de | 69.185.236.53 | ১৮ ডিসেম্বর ২০১৪ ১৩:২০655605
  • শিল্প মন্ত্রকের দুই দাবীদার - আপনি আর ডিসি - আর কুটির্সিল্পো তে এসেম ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন