এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রিয়াল এস্টেট-শেয়ারমার্কেট- ফিক্সড ডিপোজিট ন্যাভ ঘিউ-ঘয় ইত্যাদি জাগতিক বিষয় সমূহ

    b
    অন্যান্য | ২২ জানুয়ারি ২০১৫ | ২১১৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 135.20.82.164 | ২২ জানুয়ারি ২০১৫ ১৫:৫৩657873
  • name: dc mail: country:

    IP Address : 213.187.246.67 (*) Date:22 Jan 2015 -- 03:47 PM

    ইনভেস্ট করার নিয়মকানুন নিয়ে একটা টই খুলুন না। আমার মতো অনেকেরই খুব লাভ হবে।
    *********

    যেমন বললেন স্যার।
    লিখুন তো এবার। গুছিয়ে।
  • dc | 213.187.246.67 | ২২ জানুয়ারি ২০১৫ ১৫:৫৯657884
  • অনেক ধন্যবাদ ঃ-)

    কিন্তু লেখার বা বলার থেকে প্রশ্ন অনেক বেশী। সিকি স্যার আর sm স্যার যে আলোচনাটা করছেন সেরকম ডিটেলস আলোচনা এখানে করতে অনুরোধ করছি।
  • b | 135.20.82.164 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:০৩657895
  • করুন করুন, এক এক করে।
  • dc | 213.187.246.67 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:০৪657906
  • এফ ডির ইন্টারেস্ট রেট তো বেশ কমে যাচ্ছে। আগের বছর সিনিয়র সিটিজেনে ৯।৫% আর আমাদের এজ গ্রুপে ৯।২৫% রেট পেয়েছি। এবার রেট ৯ য়ের নীচে নেমে গেছে, একজন আমাকে বললো নকি আরো কমতে পারে। এই অবস্থায় আগের এফ ডিগুলো অটো রিনিউ করা ছাড়া গতি নেই।
  • dc | 213.187.246.67 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:০৮657917
  • সিকি স্যার যেটা বল্লেন, দিল্লীতে রিয়েল এস্টেট খুব হাই, সেরকম চেন্নাইতেও দেখছি খুব হাই রেট। কেন জানিনা, তবে শহরে মোটামুটি একট ভালো লোকালিটিতে হাজার স্কোয়ার ফুটের কাছে গেলেই এক কোটি বা তার ওপরে দাম উঠে যায়। এবার হাউসিং লোন নেবো, নাকি এফ ডি ভেঙ্গে ডাউন পেমেন্ট করবো নাকি অন্য কোন অপশন আছে সেই সব হিসেব নিয়ে নাকাল হয়ে আছি। সিকি আর sm এর পোস্টগুলো পড়তে খুব ইন্টারেস্টিং লাগলো।
  • sm | 233.223.159.246 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:২৯657928
  • dc , এফ ডি ইন্টারেস্ট যে কমবে এটা জানা ছিল। নরেন বাবু কিছুতেই সেভারদের স্বস্তিতে থাকতে দেবে না। পরবর্তী স্টেপ হবে পি পি এফ আর পোস্ট অফিস এর আমানতের সুদ কমানো।
    আমার ব্যক্তিগত ভাবে একটা জিনিস আকর্ষনীয় লাগে। সেটা হলো এস বি আই, এর এফ ডি র এগেনস্টে লোন নেওয়া।
    ধরুন ৮।৫ শতাংশ হারে দশ বছরের জন্য ২০ লক্ষ টাকা এফ ডি করলেন। এর এগেনস্টে ৯০ শতাংশ অফ মূলধন , মানে ১৮ লক্ষ টাকা অবধি লোন নিতে পারেন ৯ শতাংশ হারে। অর্থাত দশমিক ৫ শতাংশ বেশি সুদ দিতে হচ্ছে।বাজারে যদি এস বি আই ১০ শতাংশ হারে হোম লোন দেয়, তবে এক্ষেত্রে অন্তত এক শতাংশ কমে টাকা ধার পেলেন।
    আবার এফ ডির এনুয়াল ইল্ড দশ বছর শেষে অন্তত ১৪ পার্সেন্ট দাড়াবে,কিন্তু লোনের টাকা যত তাড়াতাড়ি শোধ করবেন,লোনের ইল্ড তত কমে যাবে।
    ইনিশিয়াল ২ লক্ষ টাকার উপর ট্যাক্স ছাড়ের হিসেব টা ধরলাম না, যেটা আপনি এক্ষেত্রে এভেল করতে পারবেন না।
  • sm | 233.223.159.246 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:৩৩657939
  • আরেক টা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ২০ বছরের জন্য আমানত(৮।২৫ পার্সেন্ট হারে)। সেটা তে তো প্রায় ২০ পার্সেন্টের উপর এনুয়াল ইল্ড হচ্ছে।
    কোনো রিস্ক ছাড়াই।
  • sm | 233.223.159.246 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:৩৫657950
  • অরণ্য বাবু গতকাল পেনি স্টক নিয়ে একটি ভয়াবহ চিত্র দিয়েছিলেন। একটু বিশদে বুঝিয়ে বললে ভালো হয়।
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:৪৭657960
  • আমার উত্থানের গল্প যদি শোনেন ডিসি স্যার, তো দাউদ ইব্রাহিমকেও আমার তুলনায় চুনোপুঁটি মনে হবে। তখন ২০০৪ সাল, টিসিএসে চাগ্রি করি, মাইনে মাসে কুল্লে পঁচিশ হাজার টাকা। দিল্লি এসেছি সবে এক বছর হয়েছে। বাড়ি ভাড়া চার হাজার থেকে বেড়ে তখন সাড়ে পাঁচ হাজার হয়েছে। এই রেটে কদ্দিন টানতে পারব তাই নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো, অল্পবিস্তর খোঁজখবর নিয়ে দিল্লি গাজিয়াবাদ বর্ডারে একটা ফ্ল্যাট কিনে ফেললাম রিসেলে। মানে, আসল মালিক অমৃতসরে থাকেন, নিজে কখনও পজেশন নেন নি। নতুনের মতই। ফ্ল্যাট কিনলাম ন লাখ টাকায়। মানে দশ লাখ। এক লাখ ব্ল্যাক।

    তখন সবে সাড়ে তিন বছর চাকরি করেছি। পিএফ ভাঙলাম। বন্ধুর কাছ থেকে পঁচাত্তর হাজার টাকা ধার করলাম (সুদ বিহীন)। বাকি সাড়ে আট লাখ ব্যাঙ্ক লোন নিলাম। তখন কিচ্ছু জানি না, ব্যাঙ্ক আশি পার্সেন্ট লোন দেয় না পুরোটাই দেয়, কী কী রুল রেগুলেশন - যাই হোক, লোন শুরু হল। ইএমআই ৭৮৫২ টাকা। আজও মনে আছে। :-)

    ২০১০এ লোন শোধ করে ফেল্লাম। সেই নওলাখা বাড়ি আজ না জানি কত দাম হবে। ২০১০এই পঁয়তাল্লিশ লাখের অফার পেয়েছিলাম। পাঁচ বছরে পাঁচগুণ।

    সেই শুরু। ;-)
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:৪৯657874
  • এসেম, হ্যাঁ, এসবিআইয়ের এই স্কিমটা টু গুড লেগেছে। এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে।
  • Srpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:৫৩657875
  • একটা জিনিস বুঝছি না। আমর যদি ২০ লাখ টাকা থাকে তাহলে সেটা এফডিতে ঢুকিয়ে কেন ১৮ লাখ টাকা লোন নেব? ক্যা ফায়দা? তার থেকে কুড়ি লাখ দিয়ে বাড়ির ডাউন পেমেন্ট করা তো কাজের।
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৬:৫৪657876
  • উপ্স্স, আগেরটা আমার পোস্ট।
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:০২657877
  • প্রশ্নটা ঠিক করে সাজানো হয়নি।

    ১। ২০ লাখ টাকা বাড়ি কিনতে সেল্ফ কন্ট্রিবিউশন হিসেবে দিলাম।

    ২। এবার ১৮ লাখের লোন শোধ করতে যে ইএমাইটা দিতাম, সেটা দিয়ে এসাইপি বা আরডি করে দিলাম।

    এতে তো নেট রিটার্ন বেশি হবে। ঠিক কিনা?
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:০৭657878
  • তা হলে দুটো সিনারিও চিন্তা করি।

    ১) তুমি ২০ লাখ এফডি ভেঙে বাড়ির ডিপি করলে। লোন কম নিলে বা নিলেই না। তুমি ট্যাক্স বেনিফিট পাচ্ছো না, ফলে টেক হোম খানিকটা হলেও কমে যাচ্ছে। অন্যদিকে এফডি ভেঙে ফেলায় সেখানকার মূলধন আর ইন্টারেস্টও পাওয়া বন্ধ হয়ে গেল।

    ২) ২০ লাখ টাকা রইল এফডিতে, তার থেকে যা সুদ আসছে সে তোমারই থাকছে। ১৮ লাখ টাকা তুমি লোন নিলে ডিসকাউন্টেড রেটে। যা সুদ এফডি থেকে জমছে, তার থেকে বেশিই তুমি দিচ্ছো হয় তো ইএমআইতে, কিন্তু সেটা তুমি ট্যাক্স বেনিফিটে ক্লেম করছো, (পজেশন পাবার আগে লিগ্যালি ক্লেম করতে পারো না, সে আলাদা কথা) ফলে তোমার টেক হোম স্যালারিও বাড়ছে। ট্যাক্স কম কাটছে। লং রানে তোমারই ফায়দা।
  • 4z | 80.24.55.239 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:১১657879
  • অপ্পনদাকে ক। কুড়ি লাখ হাতে থাকলে সেটা রিয়েল এস্টেটে লাগাবো।

    এক পরিচিত ২০০৩/৪ সালে ১৫ লাখে একটা ফ্ল্যাট নিয়েছিল কোলকাতায়। কিছুদিন নিজে থাকে, পরে রেন্ট দিয়ে দেয়। বছর দুতিনেক আগে অফার পেয়েছিল এক কোটি প্লাস। এবারে বলুন দেবে এফডি এই রিটার্ন ১০ বছরে? ট্যাক্স এটসেটেরা ধরেই বলছি।
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:১১657880
  • ধুর ট্যাক্স বেনিফিট পাবো না কেন?

    ৭০ লাখের ফ্ল্যাট সেখানে ২০ লাখ লোন না নিয়ে নিজে ডাউন পেমেন্ট করলাম। টোটাল ডাউন পেমেন্ট ধর ৩৫। বাকি ৩৫ লোন নিলাম।

    এইবার ৩৫ এর ওপর ট্যাক্স বেনিফিট পাবো না কেন?
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:১৩657881
  • আরো এলিমেন্টারি কোশ্ন। এফডির ওপর লোন নিলে সেটার ওপর ট্যাক্স বেনিফিট দেবে কেন? সেটা তো আদৌ হাউসিং লোনই না!!
  • PM | 122.79.37.189 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:১৪657882
  • সিকি আর sm এর আগের লেখাগুলো এখানে কপি পেস্ট করুন না। কনটেক্স্ট টা বোঝা যাচ্ছে না।
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:১৪657883
  • অর্পণ, ৫-০২,

    এটাও একটা অপশন, আমি নতুন প্রপার্টিতে সেইভাবেই এগোচ্ছি। ক্যালকুলেট করে দেখতে হবে তোমার আরডি-র লাভ বেশি না ভেঙে ফেলা এফডি না ভাঙলে তার লাভ বেশি হত।

    শর্ট টার্ম গেন হিসেবে দেখলে এই পদ্ধতিটাই বেশি কাজের। আমি নয়ডার প্রপার্টি বেচে লোন শোধ করছি। প্রি-পে করছি। বাকি টাকা যা থাকছে, সেটা যদ্দিন পারছি আমার কাছে এফডি করে রাখছি, সিএলপিতে যখন যেমন দরকার, নতুন বিল্ডারকে সেই পরিমাণ অ্যামাউন্ট পাস করছি - ৫% করে করে। এই পদ্ধতিতে আমার কাছে সামান্য সুদ জমছে, তাই দিয়ে একটা দুটো ৫% আরও এক্সট্রা আমি দিতে পারব। এইভাবে বছর দুয়েক কেটে যাবে। এই দু বছরে আমার মাইনেতে মাসিক ৫০০০ করে কম টাকা আসবে ঠিকই, (ট্যাক্স বেনিফিট পাবো না, হোম লোন চলবে না বলে), কিন্তু সেটুকু হাসিমুখে মেনে নিয়ে যদি বেঁচে যাওয়া ইএমআইটা রেকারিং করে দিই (মানে, তাইই দেবো বলে ঠিক করেছি), তাতে আরও বেশ কয়েকটা ৫% এর সংস্থান হয়ে যাবে। মানে আমাকে আর প্রপার্টির দামের ৮০% তো নয়ই, খুব বেশি হলে হয় তো ২০% থেকে ২২% লোন নিতে হবে আজ থেকে তিন বছর বাদে। তখন আমার বয়েস চল্লিশ পেরিয়ে যাবে। হয় তো কুড়ি বছরের টেনিওরে লোন পাবো না। দরকার নেই। পনেরো বছরের টেনিওরে নেবো। টাকা বাঁচাতে থাকবো। ছ সাত বছরের মধ্যে শোধ করে দেবো।

    (যদি না তার আগেই লেড অফ হয়ে যাই)
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:১৭657885
  • আর সিকিকে সাধে বেথে বলে!

    ৫ঃ০২ এর পোস্টে যে আরডি করার কথা লিখলাম সেটা সিনারিও ১-এ কোথায় ধরলে?
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:২১657886
  • সরি, ৫ঃ১৪ দেখার আগেই পোস্ট করেছি।

    ২ নং সিনারিওতে এফডির ট্যাক্সও বাদ দাও। সে অবশ্য ১-এও আরডিতে ট্যাক্স কাটবে, তবে পরিমাণে কম।
  • সিকি | 135.19.34.86 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:২৫657887
  • ৫-০২ এর পোস্ট দেখার আগেই পোস্ট করেছিলাম।
  • সিকি | 135.19.34.86 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:২৮657888
  • অর্পন, ৫-১৩,

    কেন, হোম লোন হবে না কেন? তুমি তোমার সেল ডিড তো জমা রাখছো ব্যাংকের কাছে!

    (আমি নিজেও শিওর নই, নতুন অফার, খোঁজখবর নিয়ে দেখতে হবে, আগে সময় আসুক - এখন আমার লোন ক্লোজ করার সময়)।
  • সিকি | 135.19.34.86 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:৩০657889
  • এফডি আরডির ট্যাক্স খুবই কম। সুদের দশ না তিরিশ পার্সেন্ট। ও নিয়ে শোক করতে নেই।

    একটা কথা বলো, এফডি থেকে যদি পার্টলি উইথড্রয়াল করি, তা হলে কি ইন্টারেস্ট ক্যালকুলেশন রিসেট হয়ে যায় নতুন করে? নাকি সেই সময় থেকে রিডিউসড প্রিন্সিপালের ওপর ক্যালকুলেশন চলতে থাকে?
  • sm | 233.223.159.246 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:৩২657890
  • অর্পণ, আমাকে বলুন ২০ লক্ষ টাকা ২০ বছরের জন্য লোন নিলে কত টাকা ই এম আই হবে? ই এম আই এর টাকা যোগ করে ২০ দিয়ে ভাগ করে দেখুন বছরে কত পার্সেন্ট ফ্ল্যাট ইন্টারেস্ট হয়?
    আর ই এম আই এর টাকা আর ডি তে ৭।৫ শতাংশ হারে রাখলে কত টাকা মোট হয় আর তাতে ফ্ল্যাট কত পার্সেন্ট ইন্টারেস্ট হয় বছরে।
    খালি ই এম আই এর টাকার পরিমান টা জানলেও কলবে।
  • sm | 233.223.159.246 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:৪১657891
  • যদ্দুর জানি ,রিদিউসদ লোন এমাউন্টের উপর ইন্টারেস্ট হিসেব করা হয়।
    প্রিন্সিপাল এফ ডি যেমন আছে তেমন চলতে থাকে। অর্থাত মেয়াদ শেষে চুক্তি অনুযায়ী টাকা পাবেন। আমানত ও লোন সমান্তরাল চলতে থাকে।
    আর এটা পার্শিয়াল উইথ দ্রয়াল নয়, এটা হলো সিম্পুল ধার।
    ব্যাঙ্কের কোনো দায় নেই কারণ মেয়াদ শেষে শোধ না হওয়া অংশটুকু কেটে নেবে।
    কোনো পেপার ওয়ার্ক এরও ঝাম নেই।
  • d | 144.159.168.72 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:৪৫657892
  • এসেম,
    ইএমাই জানতে চাইলে একটা সহজ উপায় নিতে পারেন। 99acres.com এ যে কোনও একটা শহরের বাড়ী খুঁজুন। যে কোনও একটা বাড়ীর ডিটেইলসে ক্লিকান।। ডানদিকে দেখবেন Calculate EMI এইবারে ওখানে বিভিন্ন প্যারামিটার বদলে বদলে দেখুন মান্থলি কত আসছে।

    এটায় মোটামুটি ধারণা পাবেন। এরপরে মান্থলি না ডেইলি রিডিউসিং সেই অনুযায়ী অ্যামর্টাইজেশান ক্যালকুলেট হবে।
  • সিকি | 131.241.127.1 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:৪৬657893
  • ২০ লাখ টাকা ২০ বছরের জন্য কী লোন নেবেন? হোমলোন? 10.15% ধরলে ইএমআই হবে মাসে ১৯৫০০ টাকা। (সোর্সঃ http://emicalculator.net/)।

    ২০ বছর মানে ২৪০ মাস। এটা ২৪০ থাকে না ফ্লোটিং রেটে। রেট বেড়ে গেলে ২৬৪-ও হয়ে যায়, কমে গেলে ২২৪-ও হয়ে যায়। তাও ২৪০ মাসের ইএমআই ধরলে হচ্ছে ৪৬,৮০,০০০ টাকা। এর মধ্যে ইন্টারেস্ট কম্পোনেন্ট হচ্ছে ২৬,৭৯,৯০৮ টাকা। রিডিউসিং প্রিন্সিপালের বেসিসে এটা ক্যালকুলেট হয়, শুরুর দিকে ইন্টারেস্ট বেশি, প্রিন্সিপাল কম, শেষ দিকে উল্টোটা। এটাকে ২৪০ দিয়ে ভাগ করলে মাসে ফ্ল্যাট ইন্টারেস্ট দাঁড়ায় ১১,১৬৬ টাকা। বছরে ১,৩৩,৯৯৫ টাকা।

    এবার হিসেব করুন। আমি বাড়ি যাই।
  • Arpan | 233.177.8.66 | ২২ জানুয়ারি ২০১৫ ১৭:৫০657894
  • এসেম, ২০ লাখ লোন নেবো কেন? ঐ টাকা ধরে নিচ্ছি লাম্প সাম আপনার কাছে আছে যেটা এফডিতে না রেখে বাড়িতে পার্শিয়াল ডাউন পেমেন্ট করছেন। ঐ ২০ লাখ টাকার যে ইএমাই বেঁচে গেল সেটা দিয়ে মান্থলি ইনভেস্ট করবেন কোথাও।

    সিকি@৫ঃ২৮ - মোবাইলে টাইপে বোঝাতে পারছি না। বাড়ি গিয়ে ডিটেলসে লিখব।
  • :) | 118.171.159.41 | ২২ জানুয়ারি ২০১৫ ১৮:১৩657896
  • আরে নাও না ২০ লাখ টাকা লোন। নাহয় বাড়ির দাম ৪০ লাখই হল। ২০ লাখ ডাউন পেমেন্ট করলে আর ২০ লাখ লোন নিলে। সব হিসেব নিকেশ হয়ে যাওয়ার পর বাগড়া না দিলেই চলছে না?
    ১৯,৫০০ ই এম আই হল। যার ইন্টারেস্ট কম্পোনেন্ট ১১,১৬৬ টাকা। রেকারিং ডিপোজিট করলে ১৯৫০০ টাকার। এই তো সব জলবৎ । এবার বাকিটা বলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন