এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Blank | 127.194.52.221 | ০৫ জানুয়ারি ২০১৫ ০০:৩৭667329
  • হাঁদা ভোঁদা !
  • একক | 24.99.75.221 | ০৫ জানুয়ারি ২০১৫ ০০:৪৭667340
  • কলকাতায় কমিক কন কবে শুরু হবে ? দারুন toi । কোন কোন জনর পড় লেখো ।
  • R | 131.241.218.132 | ৩০ জানুয়ারি ২০১৫ ২১:১৯667351
  • এই টইটা একেবারে ডুবে যাচ্ছে দেখে একটু অবাকই হলাম। কমিক্স নিয়ে গড়্পড়তা জনগনের মধ্যে আর একটু হইচই আশা করছিলাম।

    আমিই দু আনা দিই - ব্যক্তিগত চাওয়া পাওয়া

    বাংলা - নারায়ণ দেবনাথ একমেবাদ্বিতীয়ম। বাংলা কমিক্সে একমাত্র Qualitative আর Quantitative। তাছাড়া নোলেদা আর সদাশিব। সেকালের আনন্দমেলা বেশ যত্ন নিয়ে কমিক্স ছাপত। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুবাদে টিনটিন তো আমার ইংরেজী অনুবাদ্গুলির থেকেও ভালো লাগে। অ্যাস্টেরিক্স ও। অ্যাস্টেরিক্সগুলি যদিও কে অনুবাদ করেছেন জানা নেই। বাকি ইন্দ্রজাল, ডায়্মন্ড এগুলিও সবই অনুবাদ । তবে অতটা জুতের লাগে না এখন আর।

    ইংরেজী বা ইংরেজী অনুবাদে - যা যা পড়েছি;

    স্পাইরু আর ফ্যান্টাসিও (এটা যে কেন টিনটিনের মত নাম করল না, সেই কারন এখনো বুঝতে পারি না)
    কুইক আর ফ্লুপকে
    জো জেট জোকো
    আর্চি
    লাকি লিউক
    মার্ভেল গাদা গাদা
    সমস্ত টিনটিন
    সমস্ত অ্যাস্টেরিক্স
    সমস্ত ক্যালভিন আর হবস (সব থেকে পছন্দের)
    ডিলবার্ট
    জাজ ড্রেড
    পিনাট
    গারফিল্ড
    সাইমন্স ক্যাট (হালফিলের, পেলে পড়ে দেখবেন, আমার বেশ ভালো লেগেছে)
    ডি সি

    আর কিছু আপাতত মনে পড়ছেনা, জনগন দু পয়সা ছড়ালে যদি কিছু মনে পড়ে।
  • C | 127.194.192.225 | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:৪০667358
  • আলোচনা টা ঠিক কি নিয়ে বা কিভাবে করতে হবে বোঝা যাচ্ছে না। সেটা একটু বোঝা গেলে তবু কথা বলা যায়। ঐজন্যেই ধরতাই পোস্টটা একটু ডিটেল হলে ভালো হয়। (R কি রানা? কেলভিন হবস দেখে মনে হল।)

    প্রথমত কমিকস কাকে বলব সেটা সর্বাগ্রে ক্লিয়ার করে নেওয়া দরকার। কার্টুন আর কমিকসের সীমানাটা একটু ঝাপসা। সংজ্ঞাটা আবার নিজে দেওয়ার চেষ্টা না করে স্ট্যান্ডার্ড ইন্টার্ন্যাশানালি স্বীকৃত কিছু থাকলে সেটাই আলোচনা করা বেটার মনে হয়। এটা দেখে উঠিনি এখনো।

    বাংলায় ময়ুখ চৌধুরী, কাফি খাঁ, গৌতম কর্মকার, দিলীপ দাস এদের বাদ দেওয়া যায় না। এখন তো অভিজিৎ বাবু, সুযোগ ইত্যাদি নতুন জনতাও ভালো কাজ করছেন। অহিভূষন মালিক আর বিমল দাস যথাক্রমে কার্টুন আর ইলাস্ট্রেশন বাদ দিলে কার্টুনের জগতে ঐ ওয়ান পীস ওয়ান্ডার।

    সিরিজের মধ্যে ইন্দ্রজাল আর অমর চিত্র কথা একই সঙ্গে আসবে। সেখানে প্রদীপ সাঠে আর আবিদ সূর্তির নাম উঠে আসবে ভারতীয় অরিজিনে, প্রাণ আর অনন্ত পাই একসাথে উচ্চারিত হবেন, চাঁদমামার মাঝের পাতায় যে ছবিতে গল্প থাকত কমিকসের মধ্যে গুনলে সেটাও গুনতিতে আসবে।

    কৌশিক মজুমদারের কমিকসের ইতিহাস নিয়ে একটা বড় কাজ বেরোচ্ছে লালমাটি থেকে পয়লা বৈশাখ। ওখানে দেশ-বিদেশের কমিকস নিয়ে নানান প্যাঁচাল থাকবে আশা করা যায়।

    লাকি লুকের বাংলাগুলো যে লেভেলে গেছিল, গোসিনির করা অন্য চরিত্র ইজনোগুড এর বাংলা সেই কোয়ালিটিতে যায় নি বোধয়।

    কুন্তলদা অনেক দিন ধরে এই আলোচনাটা চালাচ্ছেন, দেখা যেতে পারেঃ http://galpoghar.blogspot.in/
  • byaang | 132.178.251.59 | ৩০ জানুয়ারি ২০১৫ ২২:৫২667359
  • ঐ ব্লগটায় ময়ূখ চৌধুরিকে নিয়ে লেখাটা ভালো লাগল।
  • R | 131.241.218.132 | ৩০ জানুয়ারি ২০১৫ ২৩:১৭667360
  • তাই তো বলছি, জনগন যদি দু চার পয়সা দেয়।

    লাকি লুক আর ইজনোগুডের যে বাংলা অনুবাদ আছে তাই জানতাম না। হ্যাঁ, দু -চার খানা তাও পড়েছি মনে পড়্ল।

    সম্প্রতি ফেবুতে গারবেজ বিন ও দারুন লাগে। প্রথম বইটার একটা কাস্টমাইসড এডিশন তুলেছিলাম।
  • C | 127.194.192.48 | ৩১ জানুয়ারি ২০১৫ ০০:৩৩667361
  • ময়ূখ চৌধুরী নিয়ে মহাস্থবিরঃ http://b4boi.blogspot.in/2014/02/blog-post.html

    লিজেন্ডারি পোস্ট ব্লগের ইতিহাসে। এখানে মহাস্থবিরের নেওয়া নারায়ণ দেবনাথের সাক্ষাৎকারটা নিশ্চয়ই পড়েছেন ইতিমধ্যে।

    এছাড়া হোজোঃ http://dara-indrajal.blogspot.in/search/label/Mayukh%20Chawdhury

    "বিষয় কার্টুন"এর ময়ূখ চৌধুরী সংখ্যাটা ও পড়া উচিত।

    bengali treasure trove blogspot এ স্বাগত র করা ময়ূখ চৌধুরীর উপর পোস্ট টা ডিলিট করা হয়েছে, তবে স্বাগত ময়ুখ চৌধুরী রচনা সমগ্রর তৃতীয় খন্ডটা সম্পাদনা করছে, লালমাটি থেকে এই বইমেলাতেই বেরোনোর কথা।

    এছাড়া ইন্দ্রনাথ ব্যনার্জীঃ http://indraindrajal.blogspot.in/search/label/%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%82%E0%A6%96%20%E0%A6%9A%E0%A7%8C%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A7%80

    সপ্তর্ষি ঃ http://amarsonarbanglaamitomaybhalobasi.blogspot.in/2012/06/blog-post_28.html

    বাংলা গ্রাফিক নভেল ও কমিকসের একছত্র সম্রাট ময়ূখ।

    লাকি লুকের বাংলা অনুবাদ লীলা মজুমদার ও করেছেন। হুঁ হুঁ বাবা। সে বইয়ের নাম সব্বনেশে জেন। ঃ)
  • Abhyu | 138.192.7.51 | ৩১ জানুয়ারি ২০১৫ ০১:৩০667362
  • লাকি লুকের চারটে বাংলা কমিকস ছিল - মা ডালটন, সব্বনেশে জেন, ডালটনদের শহর আর একটা কি যেন?
  • C | 127.194.193.93 | ৩১ জানুয়ারি ২০১৫ ০৯:২৪667363
  • মা ডালটন (অনুঃ হীরেন চট্টোপাধ্যায়),
    ডালটনদের ডাক্তার (অনুঃ হীরেন চট্টোপাধ্যায়)।
    ওয়েস্টার্ন সার্কাস (অনুঃ হীরেন চট্টোপাধ্যায়),
    সব্বনেশে জেন (অনুঃ লীলা মজুমদার)
    সমস্ত শিশু সাহিত্য সংসদ থেকে।

    অভ্যু আবার শহর কোথায় পেল? সেটা সিওর না স্মৃতি(বি)তাড়িত?
  • Abhyu | 85.137.12.52 | ৩১ জানুয়ারি ২০১৫ ০৯:২৮667330
  • ডালটনদের ডাক্তার হত, শহর না :)
  • Abhyu | 85.137.12.52 | ৩১ জানুয়ারি ২০১৫ ০৯:২৯667331
  • ঐ কমিকসটা শেষ হচ্ছে - মিসেস ফ্রয়েড, মিসেস ফ্রয়েড, দেখুন দেখুন সিগমন্ড কি করেছে !!!
  • C | 127.194.202.197 | ৩১ জানুয়ারি ২০১৫ ১১:২০667332
  • Comics Lover | 108.234.252.97 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০১667333
  • ইজনোগুড আর লাকি লুকের নতুন যুগের কিছু বাংলায় অনুবাদ করা কমিকস পাওয়া যাবে http://galpoghar.blogspot.in/ ব্লগে
  • | 213.132.214.84 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৫667334
  • কালকে লাল্মাটি থেকে

    সন্দেশ এ প্রকাশিত সব ছবিতে গল্প নিয়ে সন্দেশ কমিক্স আর প্রখ্যাত কার্টুনিস্ট শৈল চক্রবর্তী র সমস্ত কার্টুন/ছবিতে গল্প ইত্যাদি নিয়ে প্রকাশিত বই দুটো কিনলুম। বেশ ভালো।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০৭667335
  • আমি তো অনেক দিন পর্যন্ত জানতাম না আনন্দমেলা তে টিনটিন বঙ্গানুবাদ টা নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় করেছেন।
    অনবদ্য অনুবাদ।

    ইংলিশ টা পড়তে শুরু করলে বোঝা যায় বাংলা অনুবাদটা অসম্ভব ভালো হয়েছিল। ইংরেজি আর বাংলা দুটোতেই আলাদা মজা পাওয়া যায় আর দুটো-ই পড়তে ভালো লাগে।
  • | 213.99.211.18 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৫667336
  • উমেশ, লালমাটি কমিক্স র ওপরে ভালো কাজ করছেঃ

    কমিক্স সমগ্র ১-৮ বেরিয়েছে। ৫ বইমেলায় বেরোবে। তাতে দুষ্প্রাপ্য বাঁটুল, হাঁদা ভোঁদা, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল থেকে শুরু করে কৌশিক ইত্যাদি সব আছে।

    তিন খন্ডে ময়ুর চৌধুরী কমিক্স সমগ্র

    কাফি খাঁ সমগ্র।

    ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
    নোলে দা

    কিচ্ছু বাকি নেই.. ঃ))
  • Blank | 213.132.214.84 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৩667337
  • লালমাটি কমিক্সের হিস্ট্রি র ওপর একখানি বাজে বই বার করেছে। পয়সা খরচা করে না কেনাই ভালো।
    ভালো কিছু গ্রাফিক্স নভেল শুনলাম এসেছে বই মেলায়, উইকেন্ডে ট্রাই করে দেখি।
  • anag | 208.182.52.26 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১২667338
  • কিন্তু কমিক্স ও গ্রাফিক্স বলে যে বইটা বেরিয়েছে, সেটা অনেক ভাল। আমি কমিক্সের ইতিহাস অর্ডার করেছিলাম, কিন্তু স্টক না থাকায় পাই নি। কি ভাগ্যি।

    এই টইতে ইলাস্ট্রেশন এর কথাও বলুন। ময়ূখ চৌধুরীর কি কাজ আছে। ভয়াবহ শিকার কাহিনী নামে এক বই ছিল, দেখে নিন। নির্মল প্রকাশিত।
  • | 213.132.214.83 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৪667339
  • হ্যাঁ লালমাটির প্রকাশিত সেই বই টা দেখলাম।

    আর আগের বই টা বেশ ভালো । অনেকেই কিনেছে ।

    বুনু বই মেলায় গেলে নাকি?
  • achintyarup | 125.111.242.141 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৫667341
  • গ্রাফিক নভেল এবং রিপোর্টাজের কথা কেউ লেখে না কেন? কত্ত ভালো ভালো কাজ হয় পিথিমি জুড়ে
  • achintyarup | 125.111.242.141 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৭667343
  • যাঁরা উৎসাহী, তাঁদের জন্য শুরুতে আমি তিনটি বই রেকমেন্ড করব, ফিকশন নন-ফিকশন মিলিয়ে।
    ১) Fun Home by Alison Bechdel
    ২) Footnotes in Gaza by Joe Sacco
    ৩) Blue is the Warmest Color by Julie Maroh
  • ঊমেশ | 118.171.128.168 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৭667342
  • ব্রতীন
    ঠিক বলেছো, লালমাটি বাংলা কমিক্স এর ওপর বেশ ভালো কাজ করছে।
    নারায়্ন দেবনাথের আর ময়ুখ চৌধুরি'র সমগ্র গুলো বেশ ভালো কাজ হয়েছে।
    চারিদিকে বিভিন্ন পত্রিকা তে ছড়িয়ে থাকা বাংলা কমিক্স গুলো যে ভাবে এক মলাটে নিয়ে আসছে, সেটা বাহবা'র যোগ্য।
  • achintyarup | 125.111.242.141 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫২667344
  • আর কলকাতা-উৎসাহী যাঁরা, তাঁরা পড়ে দেখতে পারেন সারনাথ ব্যানার্জীর Barn Owl's Wondrous Capers
  • একক | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৩667345
  • গ্রাফিক নভেল টার্ম টা খুব প্রীটেনসাস লাগে। কমিক্স এর জায়গা ইতিহাস থেকে বর্তমান জুড়ে এবং প্রচন্ড এডভান্সদ আর্ট ফর্ম। এই ব্যাটা ডিসি মার্ভেল কমিক্স কে জাতে তোলার দায় নিয়ে গ্রাফিক নভেল টার্ম টা ছেড়েছে। গ্রাফিক নভেল খারাপ লাগে তা বলছিনা। কিন্তু ওদেরকে কমিক্স বলতে কি অসুবিধে বুঝিনে। নভেল বললে কি বেশি ভক্তি প্রকাশ পায় :|
  • dd | 116.51.31.189 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৪667346
  • গুড হেভেন্স।

    এই সবই কমিক্স না কি?
  • dd | 116.51.31.189 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৫667347
  • মানে অচিন্তের রেকো বই গুলান? কমিক্স? ও গুলো কমিক্স?
  • sinfaut | 127.195.42.36 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১২667348
  • Barns owl's wondrous capers, বাপরে, কী খাজা লেগেছিল। অসম্ভব প্রিটেনশাস। শেষে বইটা কাকে একটা দিয়েই দিলাম মনে হয়।

    আমি এই ক'টা খুঁজছিঃ

    The Photographer - Emmanuel Guibert
    The Incal - Alejandro Jodorowski
  • একক | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৪667349
  • কমিক্স ইস সিকয়েন্শিয়াল আর্ট পার্সীভড বাই ক্লোসার এন্ড বাউন্ড বাই টাইম এন্ড স্পেস অর এটলিস্ট ওয়ান অফ ইট। এটা ডেফিনিশন। এর মাঝে যা যা পরে সব কমিক্স । আল্টামিরা র ষাঁড় কমিক্স নয়। বুদ্ধের মহাপরিনির্বান নিয়ে আঁকা থংকা আসলে কমিক্স । রাস্তার "গো দিস ওয়ে " কমিক্স নয় কিন্তু টাইম ফ্রেম কে স্টাটিক করে আঁকা জাপানি স্ক্রল হলো কমিক্স। এত দমদার ইতিহাস আর কোনো আর্ট ফর্ম এর আছে কিনা সন্দেহ। দেশ কাল -অর্থনীতি -টেকনোলজি র পরিবর্তন সব ধরা পরে এজ ধরে ধরে বিভিন্ন দেশের কমিক্স পড়লে।

    জনদের কাছে "কমিক্স " মানে শুধুই ছেলেভোলানো কিছু একটা তাঁরা আর্ট স্পায়জেল্ম্যান এর মাউস বা ওসামু তেজুকার কোনো সিরিস দিয়ে শুরু করতে পারেন :)
  • achintyarup | 125.111.242.141 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২১667350
  • @ সিঁফোঃ প্রথম বইটা আমার কাছে আছে, কিন্তু হার্ড কপি। দ্বিতীয়টা নাই
  • sinfaut | 127.195.42.36 | ০৪ ফেব্রুয়ারি ২০১৬ ২১:২৭667352
  • কেমন লেগেছে বইটা?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন