এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আরশোলাপুরাণম

    sosen
    অন্যান্য | ১২ মার্চ ২০১৫ | ৪৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | 53.230.133.101 | ১৩ মার্চ ২০১৫ ২০:২১667776
  • বোঝো!
  • ranjan roy | 24.96.17.92 | ১৩ মার্চ ২০১৫ ২৩:৪৯667777
  • আরশোলা-এলিজি
    ============
    Rশোলার বাড়ি দমুর বাসা,
    চটি ঢাকা পা।
    খায় দায়, অফিস যায়
    -তাইরে নাইরে না।

    সুবুদ্ধি বাঙাল মাইয়াটার
    কুবুদ্ধি হইল।
    চটি দিয়া ১৩৭৯
    আর্শোলা মারিল।

    হিট ছড়াইয়া জেল লাগাইয়া
    কইরবে মোদের ধ্বংস!
    জান না কি আমরা হইলাম
    রক্তবীজের বংশ।

    পুণে বা বেদিক ভিলেজ
    কিংবা বইদ্যবাটি,
    সারা দেশে মজবুত আছে,
    আমাদের ঘাঁটি।

    তোমার বইয়ের আলমারি গো,
    তোমার থালা বাসন,
    আমাদের সংগ্রাম চলিবে
    মানি না তোর শাসন।

    তুমি কি বোকো-হারাম
    না আইসিস তোমার ভাই?
    চটির ঘায়ে মুন্ডচ্ছেদ,
    একটু দয়া নাই!

    চটির ঘায়ে আমরা মরি,
    মরে আমার পোলা।
    আগামী জনমে তুমি
    হইও গো আরশোলা গো,
    হইও গো আরশোলা।!!
    ============
  • Abhyu | 118.85.88.75 | ১৪ মার্চ ২০১৫ ০০:০২667778
  • কিস্যু হয় নি :)
  • d | 24.97.131.69 | ১৬ মার্চ ২০১৫ ১৩:৫৩667780
  • এহ্‌ রঞ্জনদার কবিতাটা অতীব ঢপের হয়েছে। স্যাঃ

    'এগিয়ে দিলাম' কি হুতো নাকি? দুর্দান্তিস!
  • :( | 118.171.159.41 | ১৬ মার্চ ২০১৫ ১৪:১৭667781
  • বেনীমাধব টা ৫ মাত্রার মাত্রাবৃত্ত না? ওটুকু অন্তত খেয়াল রাখবেন প্লীজ।
  • Tim | 188.91.253.22 | ১৬ মার্চ ২০১৫ ১৪:২১667782
  • হ্যাঁ বলা হয়নি। ভালো হয়েছে এগিয়ে দিলাম এর পদ্য। আমি আরেকটু হলেই ধুয়ো ধরে টিরানোসোরাস টিরানোসোরাস তোমার বাড়ি যাবো করে "পিছিয়ে" দিচ্ছিলাম তারপর চেপে গেলাম। কনসিকোয়েন্স ভাবা প্র্যাক্টিস কচ্ছি।
  • এগিয়ে দিলাম | 132.177.128.84 | ১৬ মার্চ ২০১৫ ১৮:৫২667783
  • থেঙ্কু।

    না, মাত্রাবৃত্ত খেয়াল করে লিখি নি, জাস্ট ইমপ্রম্পচু বানানো।
  • rabaahuta | 82.209.12.191 | ১৬ মার্চ ২০১৫ ২১:০২667784
  • আরে না না এগিয়ে দিলাম আমি নই। আমি ও আমার পদ্যরা আজকাল কেবলই পিছিয়ে গেলাম।
  • nina | 83.193.157.237 | ১৭ মার্চ ২০১৫ ০৮:৫৪667786
  • হুতো না হলে নিগ্ঘাত লামা ঃ-)))))))))
  • দমুদির ঝ্যাঁটা ভগবান | 179.237.46.240 | ১৭ মার্চ ২০১৫ ২২:২৭667787
  • name: d mail: country:

    IP Address : 144.159.168.72 (*) Date:17 Mar 2015 -- 01:26 PM

    শুশু অ্যাক্টিভেট করে আর কিছু না করলে, মানে লাইকানো, স্ট্যাটাস দেওয়া, মন্তব্য, ছবি বদলানো ইঃ না করলে ঘাপটি মেরে বসে থাকলে কেউ টের পাবে না। সেই ফাঁকে টুপটাপ ডিলিট মেরে ব্লক করে দিলে তারা আর ফেরত এসে ঘ্যানঘ্যান করতেও পারবে না। এমনিতেও তাদের FB Purity না থাকলে সম্ভবতঃ তেরও পাবে না।
    অথবা অ্যাক্টিভেটিয়ে ডিলিট মেরে আবার ডি-অ্যাক্টি করে কদিন বাদে ফিরলেও হবে। মাঝে যদি ডিলিটেড লোকেরা মাঝে খোঁজও করে তাইলেও অ্যাকাউন্ট ডিসেবল দেখে হতাশ হয়ে চুপিয়ে যাবে

    name: Arpan mail: country:

    IP Address : 233.187.174.146 (*) Date:17 Mar 2015 -- 04:45 PM

    শুশু শোধনাগার? দময়ন্তী তার অধিকর্তা?

    name: d mail: country:

    IP Address : 144.159.168.72 (*) Date:17 Mar 2015 -- 04:51 PM

    উফ্‌ এই মিডলাইফ ক্রাইসিসে ভোগা পুংকুল .....

    name: Arpan mail: country:

    IP Address : 233.187.174.146 (*) Date:17 Mar 2015 -- 04:58 PM

    টিম কি পুংকুলের বাইরে?

    name: Tim mail: country:

    IP Address : 101.185.27.37 (*) Date:17 Mar 2015 -- 05:05 PM

    @ অর্পনঃ
    কে কয়? কে কয়? যে কয় তার কথা ঠিক নয়। এবার শোনো রাজা কি কয়ঃ

    যে মারে চটিতে বাগ
    তার মনে ভারি রাগ
    আরশোলা নাড়ে শুঁড়
    মিডলাইফ বহুদূর
    ধন্য গরীবের দান
    দমুদির ঝ্যাঁটা ভগবান
  • সিকি | ১৭ মার্চ ২০১৫ ২৩:১৪667788
  • নাঃ। ওটি লামাও নয়। যদিও আমাদের সকলেরই পরিচিত।
  • Nina | 83.193.157.237 | ১৭ মার্চ ২০১৫ ২৩:৫৭667789
  • কি রহ্স্য এক্কেরে ব্যোমকেশ বক্সি লাগবে ভেদ করতে ঃ-(
  • | 116.77.225.134 | ১৮ মার্চ ২০১৫ ০০:০০667790
  • না না পরের পোস্ট দেখে চিনেছি ত।
  • Lama | 213.99.211.133 | ১৯ মার্চ ২০১৫ ১৯:১৫667791
  • ব্যাং আনন্দমেলায় আরশোলার ওপর কবিতা লিখে দশ টাকার চেক পেয়েছিল। তখন ছোটবেলা। আমার আর ব্যাঙের। আরো ছোটবেলা। হুতোর
  • রাঘব বোয়াল | 82.209.12.191 | ২৬ মার্চ ২০১৫ ০১:০৩667792
  • আরশোলা আরশোলা কোথা যাও একা একা গোষ্পদে জমেছে গোধুলি
    কেন কর তাড়াহুড়া এ দুয়ারে তাঁর কড়া ভ্রুকুটিতে ঝিকিমিকি আলো
    সন্ধ্যা নামার মুখে রাতপাখি জেগে ওঠে ভয়েদের নানান পশরা
    আমার ভয়্সে শোনো গড্ডলিকার থেকে রেখে দিও পাঁজরের পিস
    আরশোলা আরশোলা চুপি চুপি রাতচরা নিঝুমের প্রিয় কলঘর
    খরতর সন্ধিতে পদে পদে প্রাণ দিও এঁটোকাঁটা বাসি অক্ষর
    রাত চরে দিন চরে পরমাণু ঘরে থেকে গোপনীয় সংশপ্তক
    বিস্ফোটে ধুলো ওড়ে ঢুলে পড়ে ঘোড়াগুলি রক্তেরা নিদ্রাকাতর
    আরশোলা আরশোলা নিবিড় পাতালমুখী লাভাস্রোত প্রতিবেশী প্রায়
    স্থিত, ধীর টিঁকে থাকা ভিক্ষার শষ্য আকাঁড়া
    তাড়াহুড়া করে আর কবে নীর চির স্থির, রাতগতে ব্যাঙের আধুলি।
  • কই ভোলা | 213.132.214.155 | ২৬ মার্চ ২০১৫ ২০:২৭667793
  • ১৯৯৮ এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হতেও হয়ে না ওঠা তেলাপোকার রেসের বাজির ব্যাপারটাও ডকুমেন্টিত থাকা উচিত
  • আরশোলা | 82.209.12.191 | ৩১ মার্চ ২০১৫ ২০:৩৫667794
  • আমার স্যর মারপিট নেই
    বোমা বন্দুক সবুজ বোতাম
    ওম শান্তি জংলা জমি জলপাই রং
    আজি এ প্রভাতে
    এসব কিছুই নাই স্যর।

    আমার স্যর বিশ্বভ্রাতৃত্ব
    কামারাদারী একতা বিশ্বাস
    এসব কিছুই নেই, শুধু গুটিগুটি বেঁচে থাকি।
    প্রতিবাদ প্রতিশোধ পরাক্রম
    সাম্রাজ্য চৈত্রসেল পুজোসংখ্যা
    পালকের বালিশ জানলা দিয়ে রোদ।

    খাদ্য খাদকের মাথাব্যথা তা ধরুন সকলেরই থাকে।

    কিন্তু আমার স্যর কোন মারপিট নেই
    সহ`আরশোলাদের সঙ্গে কিংবা ধরুন
    ফুটপাথে কেনই বা লাশ ফেলে দেব
    চাপাতি বা ত্রিশূলের ভ্রূণ দূরগামী বোম পটকা
    আপনাকেও তো ধরুন স্যর কামড়াই না মোটে।

    আমি শুধু অন্ধকার সিঙ্কের নীচে খাইদাই খরখরে শুঁড়
    আরশোলা জন্ম স্যর, এই এলেবেলে।
  • আরশোলা | 82.209.12.191 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৫৩667795
  • আবডালে হেঁটে যাই চুপিচুপি নিজেদের মত
    আমার ভয়েস থাক এত বেশী না শোনাই ভালো
    শেষে যদি ভয় হয় ঘৃণা হয় অচেনা অন্যমত লাগে
    তারকাঁটা চটিজুতো বিষ রসায়ন শেষে যদি খাবারের চারদিকে
    মিশে যায় যদি
    আমার ভয়্সে থাক, কোনমতে ফেলা শষ্যদিন।

    সবান্ধব একাও কখনো
    হেঁটে যাই তাড়াহুড়ো ছায়াচ্ছন্ন গলিঘুঁজি
    জল কল পাইপের খাঁজে খাঁজে সন্ধিপদ আরশোলাপুর
    কলোনীতে অমাদের মিলিত দৃশ্য শুধু ভয়েসের পরোয়া করি না।

    আড়ালে ছায়ার মত লোকগান যেমন মিশেছে নদীতে
    আড়ালে যেমন দিন মিশে যায় অন্ধকার প্রগাঢ় রাত খুঁজে
    আড়ালে যেমন বাজে কুয়াশার জলীয় বিভ্রম
    আড়ালে যেমন কোন স্বপ্ন নেই স্বর নেই, ঘুম জেগে ওঠা
    এইমত আড়ালে, গোপন।

    আমার ভয়েস থাক, চুপি চুপি বেঁচে থাকি সবান্ধব
    আমাদের দিনহীন রাতহীন জিহ্বাহীন জীবনের মোহে।
  • ranjan roy | 24.99.169.180 | ০২ এপ্রিল ২০১৫ ০২:০৪667797
  • আজকে রান্নাঘরে বাসন ধোয়ার সময় যেই ককরোচ ট্র্যাপটা খুলিচি, অমনি নীচের থেকে হিলহিলিয়ে বেরিয়ে এল একটা আরশোলা নয়, মস্ত বড় চ্যালা! বেশ দু'বেঘদা বড়! আমি কখনও অত বড় চ্যালা দেখিনি।
    ভয়ে ফ্রিজ হয়ে দেখলাম ওয়াটার পিউরিফায়ারের পেচনে সেঁধিয়েছে।

    কিছু করার নেই। শুধু রান্নাঘরে ঢুকলেই ওই দিকে সতর্ক চোখে তাকিয়ে থাকি। কী যে করি! খালি বাড়ি।
  • Tim | 101.185.27.225 | ০২ এপ্রিল ২০১৫ ১০:০৩667798
  • রঞ্জনদা, চ্যালাদের লাই দিতে নেই এইজন্যে। চ্যালাটার নাম মুকুল রেখে দিতে পারো।
    জোকস অ্যাপার্ট, সাবধানে চলাফেরা কোরো। আমাদের পুরোনো বাড়ির এখান সেখান থেকে তেল চুকচুকে কালচে সব চ্যালা বেরোতো। ওদের ভয়েসকে পাত্তা দিই নি। ঃ-)
  • Abhyu | 85.137.13.237 | ০২ এপ্রিল ২০১৫ ১০:১২667800
  • চ্যালা কি জিনিস রে?
  • d | 144.159.168.72 | ০২ এপ্রিল ২০১৫ ১০:১২667799
  • এহ চ্যালা কামড়ালে বহুত বাজে, কেমন ঘা মত হয়ে যায় আর যন্ত্রনা হয়। আমার মা আপনার মত খুব ভয় পায়, একবার ওরকম কাসুন্দীর বয়ামের পেছন থেকে বেরিয়ে কামড়ে দিয়েছিল।

    ওটাকে পিটিয়ে মেরে ফেলুন। ফুলঝাড়ুগোছের কিছু দিয়ে বের করুন যাতে চ্যালচ্যালিয়ে পালাতে না পারে, আটকে যায়, তারপর আরেকটা শলার ঝ্টাঁটা দিয়ে ঝপাস ঝপাস করে পিটিয়ে মারুন।
  • Abhyu | 85.137.13.237 | ০২ এপ্রিল ২০১৫ ১০:১৪667801
  • কিছু একটা পোকা বুঝছি। ইনসেক্ট স্প্রে গোছের কিছু দিয়ে হবে না?
  • d | 144.159.168.72 | ০২ এপ্রিল ২০১৫ ১০:১৫667802
  • না রে বাবা পোকা নয়। বিছের ছোটভাই।
  • Abhyu | 85.137.13.237 | ০২ এপ্রিল ২০১৫ ১০:১৮667803
  • অ্যাঁ? কি সাঙ্ঘাতিক!
  • Tim | 101.185.27.225 | ০২ এপ্রিল ২০১৫ ১১:২৫667804
  • হ্যাঁ বাজে জিনিস। এদের ব্যাপারে আপনাকে সাইড নিতেই হবে। আনফরচুনেটলি।
  • Arpan | 116.197.166.2 | ০২ এপ্রিল ২০১৫ ১১:৫২667805
  • চ্যালাদের চেনা অত সোজা না।

    এই অভ্যুকেই দেখো।
  • সিকি | 166.107.82.66 | ০২ এপ্রিল ২০১৫ ১২:০৮667806
  • আমি চ্যালা নামটা আজ প্রথম শুনলাম। এই নামে সত্যি কোনও পোকা আছে? চ্যালা মাছ শুনেছি।
  • আরশোলা | 82.209.12.191 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:৩৩667808
  • আমরা অন্ধকার লিখিনা রূপকথাও
    জালের অন্তরাল নীরব হুল ভীষন
    গন্ধ বাঘডাষের ফেউয়ের রাত আকুল
    নিছক অন্ধকার পদ্যে ছন্দ হীন
    আমরা ষত্বহীন ণত্ত্বে ভুল বিধান
    শয়ন তেলচিটেয় ভোজন যত্র হোক
    তোমার ঘি পোলাও তোমার বাড়তি থাক
    বাঁচবে তেলচোরা ঝড়তি পড়তি চাল
    তোমার ঢোল সুরে লোকেরা থমকে যাক
    আমাকে এক ছটাক অন্ধ তেল ঠেকাও
    আমার এক বিঘৎ জন্ম নির্বিবাদ
    আমার এক বিঘৎ শরীর বর্তে থাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন