এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নারী বর্জিত ইঞ্জিনিয়ারিং

    bip
    অন্যান্য | ২৪ ফেব্রুয়ারি ২০১৫ | ৩৬৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • UM | 125.113.42.99 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৭668750
  • ছোট্টো বাচ্চা থাকলে আর support system না থাকলে মেয়েটির অনেক সাময়ে কিছু করা থাকেনা ।
  • pi | 24.139.221.129 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৩:৫৮668751
  • অনেক মেয়েকে বাই চয়েসও হোমমেকিং বেছে নিতে দেখেছি। আর তার মধ্যে হোমমেকিং ভাল লাগা আর বাইরের চাকরির চাপ না নেওয়া এই দুই ফ্যাক্টরই কাজ করে দেখেছি।
    আর হ্যাঁ, মেয়েরা সংসার সামলাবে, সংসারের কাজকর্ম পপুলার পার্সেপশন এবং সমাজের চাপিয়ে দেওয়া ধারণা তো বটেই, কিন্তু সেটা আছে বলে শুধু দোষ দিয়ে গিয়ে লাভ নেই, এটা কাটাতে হলে মেয়েদের নিজেদেরও এই (চাপিয়ে দেওয়া) বিশ্বাস থেকে বেরোনো দরকার যে এসব কেবল মেয়েদেরই দায়িত্ব। যারা বেরোতে পারে তাদের কোন চাপ হয়না, এমন না, অনেক সংঘাতের মধ্যে দিয়েই যেতে হয়, কিন্তু তাহলেও, সেই চাপটা নেওয়া ওয়ার্থ।
    হ্যাঁ, যাঁরা বাই চয়েজ করছেন, তাঁদের নিয়ে বলার নেই।
  • Tim | 188.91.253.22 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:০৯668752
  • হ্যাঁ যার যার ক্রস তাকেই বইতে হয় না কি যেন কথা ছিলো। ছেলেদেরও বড়োলোক হবার ক্রস বইতে হয়, "পুরুষালী" হবার ক্রস বইতে হয়। কেউ কেউ লড়ে, অনেকেই লড়েনা।
  • Mandi | 102.16.54.231 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:১৫668753
  • আমার এক ডাক্তার সহ্পাঠিনির আমেরিকায় গিয়ে বিয়ে ভেঙ্গে যাবার স্টেজ হ য়ে্ছিল কারন বেচারী ভেবেছিল ঘরে বসে আরামে থাকবে আর তার বর চাইত সে দুপয়সা আনুক । আমি নিজে তখন বহু সাধনা করে পাওয়া এম ডি র স্টুডেন্ট । তার মা আমাদের হস্টেলে কান্নাকাটি কোরতেন আর কি কোরে আবার এম ডি পাঠ শুরু করা যায় তার উপায় জিন্গ্গেশ করতেন । এটা ঠিক মেয়েরাও ঠিক চ্যালেন্জ নেবার মানসিকতা দেখায় না সবসময় কারন সে মেয়েটির আমেরিকাতেও শুরু করার সুযোগ ছিল কিন্তু
  • pi | 24.139.221.129 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৫:২৮668754
  • হ্যাঁ, মেয়েদের উপর ঘর সংসার করার চাপের মতই ছেলেদের উপর রোজগার করে ঘর চালানোর চাপ রয়েছে।
  • dc | 132.164.208.44 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৬:২৪668755
  • এ হলো চাপের দুনিয়া। চাপ বেশী মনে হলে চিপকে যাওয়াই একমাত্র উপায়।
  • /\ | 118.171.159.41 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৮:৪০668756
  • যারা মন দিয়ে ঘর গেরস্থালি করবেন ই ঠিক করেছেন, তারাও পাস করে বেরিয়ে কয়েক বছর চাকরি করে নেন। বেশ করেন। এক্সপেরিয়েন্স হয়ে থাকল, কর্পো বা বাইরের কাজের পৃথিবী চেনা থাকল। নিজেকে যাচাই করা থাকল। কোনো দিন কখনো ভাগ্য বিপর্যয়ে প্রতিকুল পরিস্থিতিতে শুধু গেরস্থালি করার অব্স্থা অ্যাফোর্ড করতে না পারলে ভেসে যাবে না। আগের এক্সপেরিয়েন্সে, কানেকশনে কিছু একটা কাজ জুটিয়ে নিতে পারবে। কনফিডেন্স লেভেল ও অনেক ভালো জায়গায় থাকবে।

    পরিবারে একজন বাইরের কাজ করে যদি সংসার খরচ অ্যাফোর্ড করতে পারে, দুজনেই কাজ করার প্রয়োজন না থাকে, সেই অবস্থায় কেউ যদি সংসার সামলানো প্রেফার করে, সেই চয়েস কে হ্যাটা দেওয়ার চেষ্টা দেখলে কোনোভাবে মন্তব্যকারীদের নিজেদের চয়েস বা অবস্থানের জাস্টিফিকেশন দেওয়ার প্রয়াসই বেশি চোখে পড়ে।

    চাকরি করবে কি করবে না সেটা সম্পূর্ণ নিজের চয়েস হওয়া উচিত। কতদিন করবে সেটাও।

    বৃহত্তর জগতে মহিলাকুলের স্বাবলম্বীকরণের পটভূমি তৈরি করতে বা অনুপ্রেরণা জোগাতে সামাজিক দায়িত্বপালন হিসেবে চাকরি করার হ্যালোপ্রত্যাশাটুকু সেল্ফগ্লোরিফিকেশনের বাইরে কোনো স্বাক্ষরই রাখে না।
  • Tim | 101.185.15.77 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:০৪668757
  • চাকরি করা না করা শুধু চয়েস না, অন্য অনেক কিছুর ওপরেও নির্ভর করে। তার মধ্যে একটা হলো পছন্দসই চাকরি পাওয়া না পাওয়া।

    কয়েক বছর কথাটা ইনডেফিনিট। কত বছর? এক জায়গায় থেমে আছে এরম ফিল্ড বাদে পাঁচ বছর গ্যাপ মানেও অনেক গ্যাপ, এক্সপিরিয়েন্সের দাম কতটা পাওয়া যায় সন্দেহ। অভিজ্ঞতা থাকলে কনফিডেন্স লেভেল নিশ্চই ভালো থাকে, তবে ঐ আর কি, স্কিলসেট রেডি থাকলে আপনিই কনফিডেন্স আসে।

    বাই চয়েস সংসার সামলানোর সিদ্ধান্ত নেওয়াকে হ্যাটা করা খুব খারাপ। একদম একমত।

    তবে একটা জিনিসকে হ্যাটা করা খুব দরকার। তা হলো, চাকরি ছেড়ে দিয়ে সংসার করতে আগ্রহী না হওয়া সত্ত্বেও যে মানসিকতা গিন্নিকে সেটা করতে বাধ্য করে এবং প্রচার করে সেটা ফ্রি চয়েস(প্রত্যক্ষ ও পরোক্ষে) সেটা।
  • Reshmi | 192.68.203.71 | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১০668758
  • সবাই নিজের খুশী মতই চলবে এবং বেশ করবে, কনসিকোয়েন্স কী হতে পারে না ভেবে - এ তো খুবই ভালো কথা। তাহলে আর খামোখা আমার অফিসের সেই জিএম ভদ্রলোকের মত জনতার মাইন্ডসেট বদলানোর কথা বলারই বা কি দরকার আছে। এরাও নিজেদের ইচ্ছে মত চলছে, মেয়ে ক্যান্ডিডেট দেখলেই নিজেদের আগের অভিজ্ঞতার ভিত্তিতে বাতিল করে দিচ্ছে এক কথায় তার সব যোগ্যতা থাকা সত্ত্বেও, বেশ করছে!
  • বিপ | 79.138.209.156 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪668761
  • গুরুর এই উচ্চবর্গীয় সভাগৃহে, নিজেকে বড় অসহায় এবং ক্ষুদ্র লাগে!!

    যাইহোক লেখাটা শুরু করেছিলাম, একটা রুড রিয়ালিটি থেকে। আমি সারাজীবন কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরেই কাজ করেছি-এখনো প্রায় তাই। কোর সেক্টরই আমার ক্লায়েন্ট।
    এই কোর ইঞ্জিনিয়ারিং এ আমেরিকাতে মেয়েরা প্রায় নেই । শুন্য।

    কোর ইঞ্জিনিয়ারং বেসিক্যালি নারী বর্জিত নাটক।

    অনেক কারন থাকতে পারে। মেয়েদের স্যোসাইটি কি করে বড় করছে, সেটাই মূল কারন।

    আরেকটা কথা। স্বামী উচ্চ রোজগেরে হলে অধিকাংশ মেয়েই চাকরী করার ধকল নিতে চায় না সংসার সামলে।

    আমার মা এবং শাশুরী সারা জীবন চাকরী করেছেন-ঘর সামলেছেন। প্রচন্ড কষ্ট করেছেন।

    সেটা দেখে আমার বোন এবং স্ত্রী দুজনেই ঠিক করেছেন-এত খেটে কি হবে!! তারা ছেলে মেয়ে মানুষ করার দিকে মন দিয়েছেন।
    আমার বোন আবার এক কাঠি এগিয়ে গিয়ে এটাও প্রমান করেছে, ওর সাথে যারা হায়ার এডুকেশনে বা ইঞ্জিনিয়ারিং এ গেছে, তাদের
    সংসার জীবনে প্রচুর সমস্যা এসেছে-দেরীতে সন্তান-বরের সাথে একসাথে থাকার অসুবিধা-শশুর বাড়ির সাথে ঝামেলা। এন্ডলেস অসুবিধা।
    কেন ? কিসের জন্য? কেরিয়ার আগে না জীবন উপভোগ আগে?

    উল্টোরথ!
  • বিপ | 79.138.209.156 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪668760
  • গুরুর এই উচ্চবর্গীয় সভাগৃহে, নিজেকে বড় অসহায় এবং ক্ষুদ্র লাগে!!

    যাইহোক লেখাটা শুরু করেছিলাম, একটা রুড রিয়ালিটি থেকে। আমি সারাজীবন কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরেই কাজ করেছি-এখনো প্রায় তাই। কোর সেক্টরই আমার ক্লায়েন্ট।
    এই কোর ইঞ্জিনিয়ারিং এ আমেরিকাতে মেয়েরা প্রায় নেই । শুন্য।

    কোর ইঞ্জিনিয়ারং বেসিক্যালি নারী বর্জিত নাটক।

    অনেক কারন থাকতে পারে। মেয়েদের স্যোসাইটি কি করে বড় করছে, সেটাই মূল কারন।

    আরেকটা কথা। স্বামী উচ্চ রোজগেরে হলে অধিকাংশ মেয়েই চাকরী করার ধকল নিতে চায় না সংসার সামলে।

    আমার মা এবং শাশুরী সারা জীবন চাকরী করেছেন-ঘর সামলেছেন। প্রচন্ড কষ্ট করেছেন।

    সেটা দেখে আমার বোন এবং স্ত্রী দুজনেই ঠিক করেছেন-এত খেটে কি হবে!! তারা ছেলে মেয়ে মানুষ করার দিকে মন দিয়েছেন।
    আমার বোন আবার এক কাঠি এগিয়ে গিয়ে এটাও প্রমান করেছে, ওর সাথে যারা হায়ার এডুকেশনে বা ইঞ্জিনিয়ারিং এ গেছে, তাদের
    সংসার জীবনে প্রচুর সমস্যা এসেছে-দেরীতে সন্তান-বরের সাথে একসাথে থাকার অসুবিধা-শশুর বাড়ির সাথে ঝামেলা। এন্ডলেস অসুবিধা।
    কেন ? কিসের জন্য? কেরিয়ার আগে না জীবন উপভোগ আগে?

    উল্টোরথ!
  • kumu | 11.39.34.201 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৮668762
  • কেরিয়ারে মন না দিলেই জীবন (!!)উপভোগ করা যাবে?
    সমস্যা কেটে পথ করে নেওয়া যার যার নিজের দায়িত্ব।
    হায়ার এডুকেশনে যারা যায় তারাও সন্তান মানুষ করে থাকে।

    ভাবা যায় না।
  • Tim | 101.185.30.68 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৯668763
  • বিপের মত ভাবা মুশকিল হি নেহিঁ, না মুমকিন হ্যায়

    কেননা বিপ ভাবেইনা।
  • kumu | 11.39.34.201 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩০668764
  • দায়িত্ব ও ক্ষমতা।
  • সিকি | 125.249.13.82 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩০668765
  • বিপের ভাবনাগুলো সদাসর্বদাই কেমন একমাত্রিক। নিজের পরিবারের স্যাম্পল সাইজ নিয়েই সিদ্ধান্তে চলে আসে।
  • trx | 24.99.105.217 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৩৬668766
  • বিপের শেষ পোস্টটা পড়ে হেব্বি কৌতূহল হচ্ছে - বিপ কি কেসি পালের কেউ হয়?
  • Reshmi | 129.226.173.2 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪২668767
  • সংসার না কেরিয়ার এই টানাপোড়েনটা তো মনে হয় যতদিন বাচ্চা কাচ্চা ছোট থাকে ততদিনই চলে, তারা একটু বড় হয়ে যাবার পর আজকের এই আধুনিকতার যুগে সারাদিন ধরে সংসারের এত কিছু কাজ থাকে? বাচ্চা "মানুষ" করতে কত বছর লাগে? একটু পাখনা গজালেই তো তারা আর মায়ের দিকে ফিরেও চায় না সাধারণতঃ।

    পসন্দ আপনা আপনা, আশা করি এই অপশন স্বেচ্ছায় বেছে যারা নেন (তাদের কথা বলছি যাদের অন্য কোন সমস্যা বা চাপ ছিল না, শুধু "এত খেটে কি হবে, বর তো যথেষ্ট ভালো রোজগার করে" এই মানসিকতায় উচ্চশিক্ষা নিয়েও কোনদিন চাকরী করেন নি বা অন্য কোন কাজে নিজেদের ইনভলভ করেন নি), পরে কখনো তাই নিয়ে অনুতাপ করে না।
  • kumu | 11.39.34.201 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৪৯668768
  • রেশমী (বিশেষ করে ১২ ৫১ ) ও দেকেসমর্থন করে গেলাম।
    সময় পেলে লিখচি।
    সে অপেক্ষা করছি।
  • kum | 11.39.34.201 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৫668769
  • ওহ রেশমীকে আবারো ক্ক।ঠিক এটাই লিখতে যাচ্ছিলাম , স~ম্সারে কত কাজ থাকে যে একজন সক্ষম মানুষের সমস্ত জীবন তাতেই নিয়োজিত হবে?অবশ্যই যদি নিজের বা অন্য কারো অসুস্থতা বা অন্য গুরুতর অসুবিধা না থাকে।
  • de | 24.139.119.173 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৭668771
  • এই পোস্টের পর লেখার মানে হয় না যদিও তাও -

    স্বামী উচ্চ রোজগেরে হলেও বহু মেয়ে শুধু নিজেদের শিক্ষার অ্যাপ্লিকেশন দেখার জন্য চাকরী-বাকরী করে। শুধু সংসার একজনের টাকায় চলবেনা বলে চাগ্রী করতে বেরনো - সে দিন আর নেই!

    অন্যের অন্ন খাওয়ায় একটা অপমানবোধ হয় তাদের - ছোটবেলা থেকে বাপ -মা তাদের নিজের পায়ে দাঁড়ানোর কথা কানে আর মনে গেঁথে দিয়েছে। যা নিজে অর্জন করতে পারেনা - তা ভোগ করার অধিকার পাওয়ার চেষ্টাও তারা করেনা।

    ওইভাবে কোর এঞ্জিনিয়রিংয়ে মেয়ে নেই কেন খুঁজতে গেলে আরো জিনিস খোঁজা যায়। বম্বেতে রিসেন্ট ট্রেন্ড যা দেখি -

    কেমিস্ট্রি, বায়োলজি, সোস্যাল সায়েন্স, ল , মেডিসিন, বায়োকেম, ডিজাইনিং এরকম আরো ডজনে ডজনে ডিসিপ্লিন আছে যেখানে ছেলেদের মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বেড়াতে হয়। সেখানে মেয়েদেরও এমনি দীর্ঘশ্বাস পড়ে - কেন পুরুষবর্জিত আমাদের সেক্টর!

    একটি ছেলের জন্য কেরিয়ার আগে না জীবন উপভোগ আগে? কেরিয়ার দেখলে জীবন উপভোগ করা যায় না এমন মাথার দিব্বিই বা কে দিলো?
  • de | 69.185.236.51 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০২668772
  • কুমুদি আর রেশমীকে ক্ক।

    বাচ্চা মানুষের ভড়ং টড়ং না দেখিয়ে একটা কথা সোজাসুজি স্বীকার করা যায় না?

    ক্ষমতা নেই - তাই চাগ্রী করছিনা - এই সংসার সামলানো আর বাচ্চা পালা - এটুকুই শুধু পারি!

    তাহলেই তো হয়!
  • Ekak | 24.99.171.60 | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ১২:০৭668773
  • দুটো প্র্যাকটিকাল ব্যাপার মনে হয় ,অবশ্য সবার কাছে প্র্যাকটিকাল মনে নাও হতে পারে ।

    ১) ইকনমিক অস্থিরতার যুগে দুজনেরই রোজগার-সক্ষম থাকা ভালো । "একজনের রোজগারেই চলে যাচ্ছে" এরকম হতেই পারে কিন্তু সর্বদাই যে চলবে এরকম মানে নেই । সবচে ভালো যদি দুজনের জব মার্কেট আলাদা হয় ।
    ২)"চাকরি" করতেই হবে তার কোনো মানে নেই কিন্তু ক্রিয়েটিভ কিছু করা দরকার । নইলে মানুষ হিসেবে অসম্ভব কোল্ড বোরিং জীবন । তাই অন্যজন সরাসরি লাভজনক প্রজেক্ট রান করলে / চাকরি করলে আরেকজন ক্রিয়েটিভ কাজে মন দিতে পারে ।লিখতে পারে ,আঁকতে পারে , ফিল্ম বানাতে পারে,প্রোডাক্ট ইনোভেশন করতে পারে..... হওয়াটএভার । আফটার সার্টেইন পিরিয়ড এই রোল টা পাল্টেও যেতে পারে । এরকম অপশন যাতে খোলা থাকে তাই দুজনেরই তৈরী থাকা জরুরি ।
  • b | 118.171.159.41 (*) | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:৩৩668774
  • IP Address : 118.171.159.41 (*) Date:25 Feb 2015 -- 06:40 PM
    বেশ অভদ্র লাগলো বক্তব্যের প্রেজেন্টেশন।
  • সে | 188.83.87.102 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:১৯668775
  • আপনারা সবকিছুই বলে দিয়েছেন। নতুন কিছু বলবার নেই।
    তবু একটা জিনিস মনে হয়। একটা মেয়ে যখন ইঞ্জিনীয়ারিং এর চাকরি করতে যাচ্ছে, সে ইঞ্জিনীয়ারিং এর পড়াশুনো করেছে পরে চাকরি করবে বলেই। অনেক ক্ষেত্রে, চাকরি পাবার সময়, তাকে ইন্টারভিউ বোর্ডে এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনার সংসার বা বাচ্চাকাচ্চা কেমন করে সামলাবেন? হয়ত খুবই স্যাম্পেল সাইজ, কিন্তু এই প্রশ্নের সম্মুখীন আমায় হতে হয়েছে, এদেশে অনেক মেয়েকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। (শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয় আশাকরি এই স্যাম্পেলিং)।
    এই ধরণের প্রশ্নের জবাবে আমি পাল্টা প্রশ্ন করেছি - এই প্রশ্ন কি আপনারা পুরুষ ক্যান্ডিডেটদেরো করে থাকেন?
    তখন ইন্টারভিউয়াররা অনেকে থতোমতো খান, অনেকে স্বীকর করে নেন যে ঘর তো সাধারণতঃ ময়েরাই সামলায় - বিশেষ করে বাচ্চাকাচ্চা। কেউ আবার উল্টে তেড়ে উত্তর দেন, হ্যাঁ, ছেলেদেরো এই প্রশ্ন করে থাকি।
    মূলতঃ যেটা বুঝেছি, ছোটোছোটো বাচ্চা থাকলে সেই মেয়ের চাকরি পাবার সম্ভাবনা কম। বাচ্চা মানুষ করবার দায়িত্ব শুধু মায়ের কেন? বাপের নেই? বিধবা হলে অন্য কথা, কিংবা বাপ দূরে থাকে। মেয়েরা একধারসে মেনেই নিচ্ছে যে বাচ্চার দেখাশুনোর দায়িত্ব তাদের একার। এই মানসিকতা পাল্টালে মেয়েরা বেশি করে ইঙ্জীনিয়ারিং এর চাকরিতে আসবে হয়ত। বাচ্চার জন্ম দেওয়াটাতো কোনো নেগেটিভ কোয়ালিটি নয়, কোনো দুরারোগ্য ছোঁয়াচে ব্যাধিও নয়, যে বাচ্চা থাকলে সেই মেয়েকে চাকরি না করে ঘরে বসে থাকতে হবে।
  • Ekak | 24.96.76.137 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭668776
  • এই ত্যাঁদরামো টা ইস্কুলেও করে শুনেছি । মা দেখা করছেন না কেন ? মা আসেন না কেন ? সমস্ত মিটিং এ দুজন মিলে গিয়ে ওঠা সম্ভব না বা অল্টারনেটিভলি এটেন্ড করলে সুবিধে হয় এটা বুঝতে চায়না । কলীগের মুখে শোনা ।
  • potke | 126.202.157.22 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৫668777
  • আমি বেশ কয়েকবার শুনেছি, শনিবার বৌর আপিস থাকে, তাই আমি যাই। বিরক্তিকর ঘ্যানঘ্যান বার কয়েক শোনার পর বল্লাম " লিখে দিন, বাবা-মা দুজনে না এলে পিটিএম হবেনা"--তারপর থেকে আর বলেনা -ঃ)
  • pi | 24.139.221.129 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৭668778
  • আচ্ছা, কোন বিবাহিত ছেলে থানায় এফ আই আর দায়ের করাতে গেলে তাঁর স্ত্রীর নাম লিখতে হয় ? আমাকে বলা হল বাবার নাম বা বিবাহিত হলে বরের নাম লেখা মাস্ট। কোথায় লেখা আছে জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি, কিন্তু এটা না লিখলে যেহেতু অভিযোগ নিচ্ছিল না, এবং অভিযোগ করার জন্য বহু কাঠখড় পোড়াতে হয়েছে, তাই বাধ্য হয়ে লিখলাম। শুধু নাম না, তার ঠিকানা ফোন্নং ও দিতে হল। পরের দিন বয়ান রেকর্ড করাতে গেছি, তো সে তো এক মহিলা আপিসার আমার হয়ে আমার নামে লিখতে শুরু করলেন। আরেক আপিসার নানা প্রশ্ন। আমার নাম-ধাম-কামের বিবরণের পরেই জিগেশ করা হল আমি একা থাকি কিনা, কীকারণে থাকি ( এবং সেইনিয়ে বিস্ময়প্রকাশের সাথে সাথে ) সেটা লিপিবদ্ধ করা হল,তার সাথে আবার বরের নাম-ধাম-কাম । আমি বললাম , এগুলো কেন লিখতে হবে ? আমি লিখতে চাই না, উত্তর এল এটাই নাকি দস্তুর, এই ফরম্যাটেই লিখতে হয়। কেউ কি জানাতে পারবেন, ছেলেদের এগুলো লিখতে হয় কিনা ? আর এরকম কিছু লিখতে হবে,এমন কোন নিয়ম আদৌ আছে কিনা ?

    এই টইয়ের সাথে একেবারে না গেলেও প্রশ্নটা করে ফেল্লাম। এই পোস্টটাই ফেবুতে ছিল, সেখানে এই চাকরি সূত্রে মেয়েদের একা থাকতে হলে তার সুবিধে অসুবিধে , কতজন থাকে না থাকে , না থাকলে কেন থাকেনা, এসব নিয়ে তর্ক হচ্ছিল, সে প্রসঙ্গে এবং কিচুউটা আগের পোস্টগুলো পড়েও মনে হল এখানেই জিগাই।
  • একক | 24.96.76.137 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:২৪668779
  • না ,আমাকে থানায় জিগায়নি । বিবাহিত কিনা এইপর্যন্ত শুধু । নো নাম-ধাম । তবে থানা ছাড়া অন্যান্য ক্ষেত্রে ওই কেন আলাদা থাকেন, এক শহরে ব্যাঙ্ক একাউন্ট নেই কেন ,পাসপোর্টে কেন এটাচ করেননি বিয়ের এতবছর পরেও এইসব বাজে প্রশ্ন ফেস করেছি :/
  • একক | 24.96.76.137 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৩668780
  • আর এই "বিস্ময়্প্রকাশ" টা ছেলে-মেয়ে নির্বিশেষে সমান এটুকু বলতে পারি । একচুয়ালি ওই মজা টা নেওয়ার জন্যেই খোঁচায় বুঝতে পারি । একটা ইতরের দেশে আছি কী আর বলবো ।
  • - | 109.133.152.163 | ২৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৫668782
  • এর জিজ্ঞাসার মধ্যে "মজা"-র কি আছে যে "নেবে"?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন