এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঈশ্বর আপনাকে মানে, যে আপনি ঈশ্বর কে মানবেন

    Lyadosh Chandra Mitra
    অন্যান্য | ২২ সেপ্টেম্বর ২০০৬ | ৭৫৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Lyadosh Chandra Mitra | 128.48.199.54 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ০৪:২৬671220
  • প্রশ্নটা হল যে উনি কি আমাকে মানেন? মনে তো হয় না।
    সেই আমিবা থেকে শুরু করে কয়েক লক্ষ কোটি পিস 'প্রাণী' নামক মাল বানিয়ে, এখন নিজেই তাল রাখতে পারে না। আর লোকের খেয়ে দেয়ে কাজ নেই, সুভাষ চক্কোত্তি ওনাকে মানে কি না তাই নিয়ে পড়েছে।

  • tan | 131.95.121.127 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ০৪:৩১671231
  • উদ্ভিদ বাদ দেবেন না ল্যাদোশদা!:-)))
  • s_r | 220.227.146.21 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ১০:২৯671242
  • এই বিষয়ে কথা হোলেই আমার একটা উক্তিই বার বার মনে হয়, কথাটা হিন্দীতে শুনেছিলাম,

    "ভগবান নে হমকো বনায়া হ্যায় কী নহী মালুম নহী পর হমনে জরুর ভগবান কো বনায়া হ্যায়"
  • Paramita | 64.105.168.210 | ২২ সেপ্টেম্বর ২০০৬ ১৩:১৬671253
  • মানবো না কেন? পিংক বর্ণপরিচয় এখনো চোখের সামনে ভাসে।
  • shyamal | 67.60.248.108 | ০৯ জুন ২০০৯ ০৩:৪২671264
  • আচ্ছা, সব ধর্মই তো বলে ভগবান আমাদের আর বিশ্ব ব্রম্ভান্ড বানিয়েছে। ডারউইনের বিবর্তনবাদ কি এর বিপক্ষে?

    আমি তো ঐ ধর্মীয় থিওরিই বিশ্বাস করি। এছাড়া আজকাল যে ""ইন্টেলিজেন্ট ডিজাইন"" থিওরি বেরিয়েছে তাও বিশ্বাস করি। সেই এককোষী উদ্ভিদ থেকে অ্যামিবা হয়ে ব্যাঙ, টিকটিকি, ময়না , বানর ইত্যাদি হয়ে শেষে মানুষ। এ কি আপনাআপনি হয়েছে শুধু হঠাৎ করে?

    মানে ব্যাপারটা কি এরকম যে সমুদ্রের ধারে কয়েকটি নিউক্লিক অ্যাসিড অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন এদিক ওদিক পড়ে ছিল। হঠাৎ করে নিজের থেকে তারা কাছাকাছি চলে এল আর একজনের সঙ্গে আরেকজন খট খট করে জুড়ে গেল। তাতে তৈরী হল ডি এন এ। কোন বাইরের সাহায্য ছাড়া এটা আপনাআপনি হয়েছে বিশ্বাস করতে বেশ কষ্ট হয়।
    যদিবা এটা হয়ে থাকে, তো ডি এন এ , প্রোটীন এগুলো তো আজকাল বোধ হয় ল্যাবে বানানো যাচ্ছে। কিন্তু প্রাণ? সেটা কি বস্তু যাতে এককোষী অ্যামিবার পর্যন্ত খিদে পায় আর সে নিকটে খাবার আছে অনুভব করলে নিজের কোষটিকে বাঁকিয়ে খাবারকে বেষ্টন করে এবং আত্মসাৎ করে। অর্থাৎ ""বুদ্ধি"" ব্যবহার করে।

    প্রথম যখন মিয়োসিসের পর একটি কোষ তৈরী হয় , যার প্রতি জিন তৈরী হয়েছে বাবা ও মার জিনের অর্ধেক জুড়ে, সে কি করে জানে কখন তার মাইটোসিস অর্থাৎ বিভাজন করতে হবে? আর শুনেছি, প্রথম গোটা দশেক বিভাজন আইডেন্টিক্যাল কপি তৈরী করে। কিন্তু তার পর কোষের নিজ নিজ বৈশিষ্ট্য দেখা দেয় : যেমন ত্বক, রক্ত, লিভার ইত্যাদি। কোষেরা কি করে জানে কখন বিশেষ কোষ তৈরী করতে হবে?

    আমি যখন ঘুমিয়ে থাকি তখনও শরীর কাজ করে যায়। খাবার হজম হয়, নিশ্বাস পড়ে ইত্যাদি। সেগুলো কি ""আমি"" করি? আমি তো ঘুমিয়ে। শরীর কি "'আমার"" থেকে আলাদা?

    কতগুলো প্রশ্ন করলাম। ইচ্ছে হলে উত্তর দেবেন, আলোচনা করবেন।
  • babu | 66.31.28.184 | ০৯ জুন ২০০৯ ০৪:৩৬671275
  • ঠিক খটা-খট নয়, বিশেষ তাপমত্রা আর প্রেশার এ রান্না। রেসিপির বকি পার্ট-অর্থাৎ আনবিক জোড়াজুড়ি র বেপার গুলো তো মোটামুটি explained বলেই জনি।
    cell divison ও এই জাতীয় biological কর্মকান্ডে তেনাকে খো'ঁজার এন্থু পাওয়া মুশকিল- কারণ এগুলো বেশীরভাগী science-এর আওতায় পড়ে গেচে ও যাছে, যা বাকি তার উত্তর গুলো না জানা থাকলেও সেগুলো যে সার্বান্তে ফিজিক্সের কিছু বেসিক রুল্‌স থেকে অসবে এ ব্যাপারে নিশ্চিত। শুধু পড়ে থাকে ঐ রুল্‌স গুলো দিয়ে phenomena explain করা।
    তাই তেনাকে পেতে হলে supersructure ছেড়ে ঐ core রুল্‌স গুলো নিয়ে ঘাঁটলে কাজে দেবে। theoretical physics এর এই boundary টাই আল্টিমেট ঘাঁটা জায়গা, ও সেখানকর 'gaps' নিয়েই আধুনিক বিশ্বসী রা বাওয়াল
    দেন ।

    ওখানেও না পেলে পড়ে থাকে y2kr সেই ঐতিহাসিক গ্রন্থাগার। :)

  • shyamal | 67.60.248.108 | ০৯ জুন ২০০৯ ০৫:০৮671283
  • বিশেষ তাপমাত্রা ও চাপে ঠিক ঐ জিনিষগুলোই এক জায়গায় এল কি করে? তাও এত নিকটে , হয়তো কয়েক মাইক্রনের মধ্যে যাতে তাদের জোড়া লাগে যাতে ডি এন এ তৈরী হয়। এটা নেহাতই প্রোবেবিলিটির ব্যাপার বলাটা বেশ নাঈভ শোনায়।
    যেমন জর্জ গ্যামো এক জায়গায় বলেছেন , ইংরেজির ২৬টা অক্ষরকে পারমুটেশন কম্বিনেশন করলে মোট যা আউটপুট হবে তাতে বেশীর ভাগই জাঙ্ক। কিন্তু তার মধ্যে সেক্সপীয়ার, মিল্টন, শেলী, কীট্‌স থেকে নিউটন, মিল, বেন্থাম অর্থাৎ যত ইংরেজ বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক যা লিখেছেন বা লিখবেন সব থাকবে।

    কিন্তু নিউটন বা কীট্‌স সেভাবে চান্সের ওপর ছেড়ে দিয়ে অক্ষরগুলোকে একটি বাক্সে ঝাঁকাননি। বুদ্ধি ব্যবহার করেছিলেন। সেরকম কোন অপরিসীম বুদ্ধিমান ও শক্তিমান সত্তা হয়তো ডিএন এ থেকে শুরু করে সব কিছু তৈরী করেছে, করছে।

    হয়তো ফিজিক্স সম্পুর্ণ ভুল পথে হাঁটছে। হয়তো অনেক বড় এক বিজ্ঞানী যা বলে গেছেন :

    প্রথম আদি তব শক্তি, আদি পরমোঙ্কÄল
    কিংবা
    তোমাতে রয়েছে কত শশী ভানু, হারায়না তবু অনু পরমাণু

    কিংবা
    আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে
    নিদ্রাবিহীন গগনতলে

    এসবের মধ্যে হয়তো লুকিয়ে আছে বিশ্ব, ঈশ্বর, প্রাণ, জন্মান্তর ইত্যাদির ব্যাখ্যা। জানিনা।
  • dipu | 207.179.11.216 | ০৯ জুন ২০০৯ ০৯:৫৮671284
  • না না, প্রাণের সৃষ্টি মোটেই ওসব ডিএনএ, প্রোটিন ইত্যাদি হাবিজাবি থেকে হয় নি। ব্রহ্মান্ড পুরাণ পড়ে নিন। সব জানতে পারবেন।
  • a | 203.201.231.35 | ০৯ জুন ২০০৯ ১০:৩০671285
  • amiba বুদ্ধি ব্যাবহার করে না স্যার, করে প্রতিবর্ত ক্রিয়া (not intelligence, instinct)।

    কিন্তু, একটা কোচ্চেনের উত্তর পেলাম না, "প্রাণ" জিনিসটা অজো ল্যাবে বানানো যায়নি, কেন?

    এই কোচ্চেন করেই মনে হল সেই ঝিল পিপি তো আজকাল আর আসে না বাল্লিন থেকে, তার হল কি? ভুতো কিচু জানিস?
  • kd | 72.229.130.144 | ০৯ জুন ২০০৯ ১০:৫৫671221
  • সে এখন অ্যান্টিমনি হয়ে গ্যাছে।
  • ranjan roy | 122.168.76.85 | ০৯ জুন ২০০৯ ১১:১৩671222
  • উ:, শ্যামল!
    সরি! উ: টা আপনাকে নয়, উত্তেজিত হয়ে নড়তে গিয়ে পশ্চাদদেশের ফোঁড়া ফেটে গেল।
    যাকগে, আপনার "প্রথম-আদি-তব-শক্তি'' বা প্রথম-ধাক্কাটা-কে -দিলো বা সুপার-ইন্টেলিজেন্সের থিওরি নিয়ে অনেক আগেই অনেক দার্শনিক তর্ক হয়ে গেছে।
    সত্যি কথা, বাইরের কোন চেতনা ছাড়া জগৎনির্মাণের থিওরি আপনর কাছে মেকানিক্যাল বা নাইভ লাগছে। প্রোবাবিলিটি বা চান্স থিওরি ভিত্তিক ব্যাখ্যাকে মনে হচ্ছে সফিস্ট্রি, বাকতাল্লা-- কী, ঠিক বুঝেছি তো?
    আমি আপনার বক্তব্যটাকে একটু সাজিয়ে বলছি, ভুল বল্লে ধরিয়ে দেবেন।
    শ্যামল: পুরো সৃষ্টি ব্যাপারটাতে একটা ডেফিনিট ডিজাইন, প্ল্যানিং দেখতে পাচ্ছি। এইটাকে কোন সুপার-মাইন্ড বা স্বতন্ত্র চেতনা ছাড়া কিভাবে ব্যাখ্যা করা যায়?
    আমি সেই সুপার-মাইন্ড বা সুপার- ইন্টেলিজেন্সকেই ঈশ্বর বলছি। এর সঙ্গে র‌্যাশনাল চিন্তার বা বিজ্ঞানের বিরোধ কোথায়?
    রঞ্জন: হক কথা, শ্যামল। কিন্তু তাহলে প্রশ্ন উঠবে ঐ সুপার-মাইন্ড বা সুপার -কন্‌শাসনেসকে আবার কে ডিজাইন করলো?
    কারণ, আপনার বেসিক প্রেমিস হচ্ছে- কোন কিছুর অস্তিত্বের জন্যে তার কোন ""বানানেওয়ালা'' হওয়া necessary precondition.
    এই অন্তহীন রিডাকশনিস্ট লজিকও তাহলে দীন-দুনিয়ার কোন ডেফিনিটিভ ব্যাখ্যা দিতে অপারগ।
    তারচেয়ে একটু ওমর খৈয়াম শুনুন।
    ""উপুড়করা পাত্রটি ঐ, আকাশ মোরা বলছি যাকে;
    ------------ -------------
    ওর কাছে আর হাত পেতে ভাই
    হয়োনা আর রিক্ত-দীন,
    তোমার আমার মতই ওটা
    অক্ষমতায় ক্লান্তিহীন।''
    ( কান্তিচন্দ্র দে'র অনুবাদ।)

  • ranjan roy | 122.168.76.85 | ০৯ জুন ২০০৯ ১১:১৮671223
  • কেডিদা,
    এই অ্যান্টিমনি কে?
    আমার কলেজে পড়ার সময় শিবপুরের বন্ধুদের কাছে এক সিনিয়র মহিলার গুণগান শুনতাম-- স্নিগ্‌ধা বসু, অর্থাৎ sb, অর্থাৎ অ্যান্টিমনি। সবার বেবিদি।
    বাই এনি চান্স?
  • Arijit | 61.95.144.123 | ০৯ জুন ২০০৯ ১১:৪৭671224
  • ওরে amiba নয় - amoeba
  • kd | 72.229.130.144 | ০৯ জুন ২০০৯ ১১:৫৯671225
  • একসঙ্গে পড়েছি (আলাদা ডিপার্টমেন্ট)।
  • Samik | 219.64.11.35 | ০৯ জুন ২০০৯ ১৩:২৫671226
  • :-)
  • shyamal | 67.60.248.108 | ০৯ জুন ২০০৯ ১৬:৫৮671227
  • a বলছেন অ্যামিবা বুদ্ধি ব্যবহার করেনা, করে instinct। আমি যদি বলি instinct ও এক রকমের বুদ্ধি? কে বলেছে এদুটো আলাদা আর সে কি বেসিসে বলেছে?
    বিবেকানন্দ বলেছেন, এক জীবনে মানুষ যেটা শিখে ধাতস্থ করে ফেলে সেটা তার কাছে নিশ্বাস ফেলার মত সহজ হয়ে যায়। সেটাকে বলে প্রবৃত্তি। মানুষ মরলেও সামহাউ প্রবৃত্তিগুলো যায়না। পরবর্তি জীবনে সেগুলো instinct হিসেবে ফিরে আসে। এগুলো বিবেকানন্দ গীতা, উপনিষদ ঘেঁটে বের করেছেন আর আমাদের সরল বাংলায় (সরি, ইংরেজিতে) বুঝিয়েছেন। আমি বলছিনা, বিবেকানন্দই ঠিক। কিন্তু এটাও নয় যে কোন বই লেখক যে বলেছে instinct আর বুদ্ধি আলাদা, সে ঠিক।

    রঞ্জনদা, আশা করি আপনি ফোঁড়ার যত্ন নিচ্ছেন। যে এসব বানিয়েছে তাকে কে বানাল?
    সে সব সময়েই ছিল, আছে, থাকবে। হিন্দু ধর্মে বলে সচ্চিদানন্দ (সৎ চিৎ আনন্দ) বা পরমাত্মা। আরো নানারকম নাম আছে। তবে বেসিক ব্যাপারটা হল, মানুষ জন্মায়, মরে। সেই একই রুল যে মানুষ বানাচ্ছে তার ক্ষেত্রে না চলতেই পারে।

    ঠিক যেমন বানরকে শত ট্রেনিং দিলেও সে ক্যালকুলাস করতে পারবেনা, সেরকম মানুষেরও বুদ্ধির হয়তো এমন লিমিট আছে যে তার পক্ষে কোনদিনই তার সৃষ্টিকর্তার প্ল্যান ডিসাইফার করা সম্ভব নয়। আমাদের চিন্তার একটা বেসিক ভুল হল আমরা ধরেই নেই, যে আমাদের চেয়ে বুদ্ধিমান প্রাণী হতে পারেনা।
  • Samik | 219.64.11.35 | ০৯ জুন ২০০৯ ১৭:০৪671228
  • পরবর্তী জন্ম বলে কিছু আছে, শ্যামলদা? মানেন?
  • r | 198.96.180.245 | ০৯ জুন ২০০৯ ১৭:১২671229
  • আমি মানি তো। অর্জুনকে তো সেই কবেই বলেছিলুম- ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
  • dipu | 207.179.11.216 | ০৯ জুন ২০০৯ ১৭:১৩671230
  • আমি আগের জন্মে রবীন্দ্রনাথ ছিলুম। পষ্ট মনে আছে।
  • Onke Kancha | 117.194.198.110 | ০৯ জুন ২০০৯ ১৭:১৬671232
  • আমিও ক্যালকুলাস করতে পারি না। বাই এনি চান্স, আমি কি বানর?
  • r | 198.96.180.245 | ০৯ জুন ২০০৯ ১৭:১৭671233
  • রবীন্দ্রনাথ মানে ঘোষপাড়ার রবি চাটুজ্জে?
  • r | 198.96.180.245 | ০৯ জুন ২০০৯ ১৭:১৮671234
  • না, আপনি মালাই কুলফি।
  • Onke Kacha | 117.194.198.110 | ০৯ জুন ২০০৯ ১৭:২৪671236
  • কেন? মালাই কুলফি-ও কি আমারই মত অংকে কাঁচা?
  • dipu | 207.179.11.216 | ০৯ জুন ২০০৯ ১৭:২৪671235
  • আরে না। ক্ষিতিমোহনের নাতির ভালনাম তো আমিই রাখলাম। এখন শুনি সে ব্যাটা খুব নাম করেছে।
  • r | 198.96.180.245 | ০৯ জুন ২০০৯ ১৭:৩১671237
  • হ্যাঁ। মালাই কুলফি, বুনো কুল, মাছরাঙা, জাগুয়ার, পান্থপাদপ, সপ্তপর্ণী,অদ্বৈতবাদ- এরা সবাই অঙ্কে কাঁচা।
  • dipu | 207.179.11.216 | ০৯ জুন ২০০৯ ১৭:৩৮671238
  • তার আগের জন্মে আমি যুধিষ্ঠির ছিলুম। সেদিন আপিস আসার সময় দেকি একটা কুকুর পেচুন পেচুন আসচে। দেকেই চিনতে পেরিচি। ধর্ম।
  • dipu | 207.179.11.216 | ০৯ জুন ২০০৯ ১৭:৪১671239
  • র দা, মনে পড়ে? কুরুক্ষেত্র যুদ্ধুর আগে তুমি আমাকে কি গ্যানটাই দিয়েছিলে! উ:, অ্যাকনো কানমাথা ভোঁ ভোঁ কচ্চে!
  • Tom Marvolo Riddle | 61.95.144.123 | ০৯ জুন ২০০৯ ১৭:৪৫671240
  • জন্মটন্ম নয় - আমি অমরত্বের খোঁজ রাখি। সাতখান horcrux বানিয়েছি কি এম্নি এম্নি?
  • r | 198.96.180.245 | ০৯ জুন ২০০৯ ১৭:৪৯671241
  • রোলটা আগে ঠিক করো বাপু- যুধিষ্ঠির সাজবে না অর্জুন সাজবে। যুদ্ধের আগে নার্ভ ফেল করা অর্জুনকে ভোকাল টনিক দিয়েছিলুম। পরে যেটা আব্রাহাম লিঙ্কনকে আর পি কে ব্যানার্জীকে শিখিয়ে দিই।
  • dipu | 207.179.11.216 | ০৯ জুন ২০০৯ ১৭:৫৫671243
  • ধুস! কেষ্টদা আপনি সঅঅব ভুলে গেলেন! আমি তো মাঠে নামতেই চাইছিলুম না! আপনি কি টনিকটাই দিলেন! সেজ কে টনিক, সে তো মাঠে নামার পর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন