এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • গুরু র নোতুন গেট আপ

    b
    বইপত্তর | ১৮ সেপ্টেম্বর ২০০৬ | ২২২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 193.61.28.1 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:২৬671462
  • আমার মোটে ভালো লাগে নি, এখোনো পজ্জন্ত চারবার বলেও থামতে পারছি না।
  • J | 160.62.4.10 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৩১671473
  • এই বেগুনী রং আমার অসম্ভব প্রিয় বলেই শুধু নয়, এই ছিমছাম অথচ অল্প সাজ আমার ভালো লেগেছে।
  • dam | 202.54.214.198 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৪০671484
  • 'ব',

    এত রেগে যেও না। এটা "বই" তে কেন? গুরু, নতুন হোক বা পুরানো, বই তো নয়।

    হ্যাঁ আমারও কালার কম্বিনেশান পছন্দ হয় নি। চক্ষু পীড়াদায়ক লাগছে আমার কাছে।
  • b | 193.61.28.1 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৪৩671495
  • আরে রেগে গিয়ে বিষয় টা বাছতে ভুলে গেচি।সমস্ত বিষয়ে এক সংগে রাগ করে থাকা কঠিন। তবে তুমি রাগ টা কমিয়ে দিয়ো না , তাইলে আবার কেনো রেগেছিলাম ভুলে যাবো।
  • vikram | 134.226.1.136 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৪৬671506
  • আমার মোটামুটি একটা লাগছে। আপত্তি নাই, কিন্তু বড়ো ক্লাটার। অবিশ্যি সাইটটা তো গুরুচণ্ডা৯। বেগুনী রং এর প্রতি অনীহাটাও একটা কারন হতে পারে।
    প্লাস আমি আবার চেনজ একদম নিতে পারি না। সেটাও কারন হতে পারে।
    বিক্রম

  • Arjit | 128.240.229.6 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৪৯671517
  • ক্লাটারে অসুবিধা নেই, কিন্তু সেই হ্যাফাজার্ড সাজের মধ্যেও একটা আর্টিস্টিক পয়েন্ট থাকতে হবে - সেটা মিসিং। কালার কম্বিনেশন তো বাদই দিলাম।
  • Samik | 125.23.119.57 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৬:১০671528
  • ঠিক। আর্টিস্টিক পয়েন্টটা মিসিং।

    আমার অফার এখনও ওপেন রাখলাম।
  • J | 160.62.4.10 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৫৮671539
  • ;-))
  • Parolin | 213.123.142.148 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৭:৫০671541
  • যোদি কে সেম পিন্‌চ।
    পার্পল আমারও প্রচন্ড ভালো লাগে।আমি নতুন গেট আপের পক্ষে ভোত দিলুম।আগে বড়ই বর্‌ণ্‌হীন ছিল।
    প্রথম পাতাও ভালো লেগেছে।তবে বাঁ দিকের হলুদ আইকনগুলোর সাথে পার্পলটার এট্টু কনফ্লিক্ট হচ্চে মনে হয়।
  • Pallab | 59.93.247.168 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৯:০১671463
  • এরকম করে দিলে হয় না? যে প্রত্যেকদিন datewise change করবে গুরুর রং! javaতে করাই যায়। তবে সেখানেও বেগুনি রাখা চলবে না। এটা বেগুনীর শাস্তি - আগে এলে বাঘে খায় কে না জানে!!!!
  • samran | 59.93.245.196 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৯:৩৯671464
  • আমি সক্কালবেলাতেই বলেছি, আমার বেশ লাগছে। আমি যে রঙই দেখতে পাচ্ছি, ভাল লাগছে।

    তবে, বুলবুলভাজার প্রথমপাতার লেখাটা উড়ে যাওয়াতে ভালো লাগছে না আর আলোচনাকে বুলবুলভাজার ঠোঙাতে দেওয়ার কি দরকার ছিল।

    কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে বড্ড ডাইরেক্ট বরঞ্চ একটু ট্যারা ব্যঁকা, ঘষা কাঁচ, উল্টানো রঙ এসবই গুরুর সঙ্গে ভাল যায়।

    ভাল লাগছে তাই গুরুর কাছে আশা করছি আরেকটু বেশি কিছু।
  • bozo | 129.6.235.159 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ২১:০৭671465
  • কোচ্চেন: 'গুরু তোর কাপড় কোথায়?'
    উত্তর: 'মামু কেড়ে নিয়েছে':-)
  • gaza | 170.213.132.253 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ২১:২৯671466
  • গুরু চালিএ যাও।
    calcuttaweb এর সঙ্গে দোস্তিটা ভালই জোমবে।
    United we stand
  • tan | 131.95.121.127 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ২১:৪৪671467
  • আমার বেশ ভালো লেগেছে, প্রথমপাতার সাজটাও ভালো লেগেছে।

  • Rana | 212.158.75.198 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ২২:১৪671468
  • বেগুনী-র উপর কেউ কেউ এতো চটা ক্যানো??

    -:))

    সকাল-এ খুলে-ই একটু চমকে গেছিলাম ঠিক-ই, কিন্তু বেশ ভালো-ই লেগেছে। বেশ যেন পুজো-র আগে একটা নতুন সাজ...
  • dri | 199.106.103.254 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০০:২৮671469
  • ইশেন তো দেখছি ভোটে জিতেই অরণ্যদেবের জার্সির রং মেরে দিয়েছেন! সাইটের মধ্যে বেশ একটা ডাইনামইক ডাইনামিক ভাব এসেছে। আমার অবশ্য ভালো মন্দ কিছুই লাগেনি। অন্যরকম লেগেছে। হাতে সময় থাকলে মাঝে মাঝেই বদলাতে পারেন।
  • Sumona | 75.18.237.73 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০৪:১৩671470
  • মন্দ না। কব্জা করতে সময় লাগবে।
  • a x | 207.69.137.15 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০৬:৫১671471
  • শ্রী শ্রী সম্পাদক জুলফেষু, সরি সমীপেষু, আপোনার এই চিত্রিত বর্ণাঢ্য পত্র খানি দেখিয়া অবধি মনের মধ্যে যেন কাট টু সিন - ফুল ফুল ছাপ দেওয়া শাড়ি পরিহিতা গোপালীর ভূমিকায়ে পাপিয়া অধিকারী কলতলায়ে চলেছেন ভর দুপুরে, ঠিক যখন চোঙ্গা প্যান্ট পড়া সুখেন দাস থুরি পিন্টু যাবে পাড়ার মোড়ে চায়ের দোকানের দিকে। রোজকার মত দুজন দুজনের দিকে আড়ে আড়ে চাহিবে, কেহ কিছু বলিবেনা। আহা। ইহার চেয়েও বাঙ্ময় আপনার ঐ ওঁ সহ কাস্তে হাতুরি, তারা টা বাদ দিলেন এই বাজারে? এ যেন ধর্ম জিরাফ পাতকূয়ো দেওয়াল লিখন সবেতে আছি।

  • Ishan | 67.173.95.163 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০৮:৩৪671472
  • অজ্জিত/শমীক,

    অফার গ্রহণ করিলাম।তবে লুক অ্যান্ড ফিলটা যেন উজ্বল হয়।
  • Paramita | 64.105.168.210 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০৮:৫৪671474
  • গুরুর "লেখাই নিয়তি সাজকে থোড়াই কেয়ার" একটা অ্যাটিচুড ছিলো বলে ধরে নিয়েছিলাম(কেন জানিনা), এখন বুঝলাম সেও অলঙ্করণের লিপস্টিক মাখতে চায়, অ্যাদ্দিন নিতান্ত সাজাবার বিউটিশিয়ান পায় নি বলে ..
  • Ishan | 67.173.95.163 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০৯:২৮671475
  • এইত্তো আপনারা ভুল করেন। পৃথিবীর সব কেয়ারলেসপনাই কেয়ারফুলি ডিজাইন করা। :-)

    আর চাট্টি ছবি নিয়ে, মাইরি, লোকে এমন করছে, আমার তো বেশ কিন্তু-কিন্তু লাগছে এখন। ভালো বা খারাপ, এতোটা রিয়্যাকশান আশাই করিনি। সত্যি।
  • Samik | 125.23.115.20 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ০৯:৫২671476
  • আ হা মামু, রাগ কোরো না। পারিপার্শ্বিক বলেও তো একটা কথা আছে। আমি মানুষটা বেশ সুন্দর, সবসময়ে মাথার পেছনে হ্যালো দেখা যায় বলে আমি আগোছালো ঘরে থাকব, সেইটা কি কোনও যুক্তি? অবশ্যই আমার হ্যালোতে লোকে যদি মোহিত হয়, আমার ঘর হাজার নোংরা থাকলেও লোকে আমার টানে ছুটে এসে ভিড় জমাবে। কিন্তু নিতান্ত দামি ঘরজোড়া আসবাবপত্তর না হোক, ছিমছাম ঘরের এককোণে একটা চেয়ার টেবিল, অন্য কোনায় একটা ফুলদানি দিলে পরে যদি আমার ঘরের মধ্যেও হ্যালো ছড়িয়ে পড়ে, তাতে তো পয়সা খরচ নেই!

    এই গেটআপ পছন্দ হল না বলে শিমূলমিতা বলছে অল্টারনেটিভটা নাকি অলঙ্করণের লিপস্টিক। তা কেন? দশ ভরি সোনার গয়না বা এল'ওরিয়েলের লিপস্টিক না মেখেও, শুধু চুলটা আঁচড়ে পাউডার মেখে একটা পরিষ্কার শাড়ি বা সালোয়ার কামিজ পরে এলেও তো সেটা অল্টারনেটিভ হতে পারে।

    গুরুর সাজ কেয়ারলেস থাকুক, অসুবিধা নেই, অন্তত বাজারে যতদিন না গুরুর কোনও প্রতিদ্বন্দ্বী আসে। গুরুর লেখার সৌন্দর্য এত বেশি যে সত্যিই সাজের দিকে নজর না যাওয়ারই কথা। কিন্তু, ধরো, কাল যদি আর কেউ এসে পড়ে, যে সুন্দরী আর বিদুষী একসাথে?

    মানুষের সাইকোলজি কী বলে?

    খুব ঝকঝকে গেটআপ কিন্তু ধারহীন লেখনী লোক টানে না, বাজারে যখন অল্টারনেটিভ আসে, সে তো তুমি দেখেছো।
  • Sayantan | 59.160.140.1 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৭:৪৮671477
  • বাসন্তী খারাপ একবারও বলিনি। পার্পল তো নয় ই। শুধু খাপ খাচ্ছে না। আচ্ছা খাপ না খেলেই বা কি! হোক না যা খুশী। বেতালমামু খাঁটি কথা কয়েছ "সব কেয়ারলেসপনাই কেয়ারফুলি ডিজাইন করা' - হক কথা, সেই যদি সাজানো বাগানই হতে হবে তো এতদিন এত উড়নচন্ডীপনা কীসের? হোক না যা খুশী, ট্যারাব্যাঁকা মাথামুন্ডুহীন কাঁটাঝোপ (শুধু হুসেনের ঘোড়া যেন না হয়)। কোনও বিউটিশিয়ানের দরকার নেই, গুরুর স্টাইল তার নিজস্বতাই গুরুর বিউটি।
  • r | 61.95.167.91 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৮:৪৭671478
  • গুরুচন্ডা৯র ভোলবদল এবং বেশবদলের সমস্ত কাজকর্ম ঈশেন প্রায় একাই সামলাচ্ছে। কাজেই সমস্ত ইঁটপাটকেল আপাতত: ঈশেনের দিকেই ধাবিত। কিন্তু আমার মনে হয় এই কথাটা পরিষ্কার হওয়া দরকার যে এই ভোলবদল এবং বেশবদলের সিদ্ধান্ত গুরুচন্ডালী টিমের যৌথ সিদ্ধান্ত। অন্তত: নীতিগতভাবে। স্পেসিফিক সমস্ত কিছুই "অরণ্যদেব" ঈশেন প্রায় একা হাতে করেছে এবং নিজেই সিদ্ধান্ত নিয়েছে, সুমেরুর সাহায্য নিয়ে। কিন্তু এই নীতির দায়ভার আমরা অন্য সদস্যরা এড়াতে পারি না। কাজেই গুরুচন্ডা৯ টিমের সদস্য হিসেবে আমার কিছু কথা (টিমের নয়, আমার (আন্ডারলাইন সহযোগে)):

    দুইটি ব্যাপারে মন্তব্য চোখে পড়েছে: গুরুচন্ডা৯র মুখে রুজ-লিপস্টিক লাগানো নিয়ে এবং ক্যালকাটাওয়েবের স্পন্সরশিপ নিয়ে।

    কে বলল মহায় আমরা সাজুগুজু করতে চাই না? ছোটোবেলায় ক্যাঁথা ভিজোতুম আর হাত পা ছুঁড়তুম বলে চোখের কোণে ধ্যাবড়া করে কাজল লাগিয়ে দিত। তাই বলে আপনারা এটাই ভেবে নিলেন যে চিরকাল আমায় ছোন্তুমনা-পান্তুমনা করে যাবেন। এখন রুজ-লিপস্টিক মাখছি, তো কাল পেডিকিয়োর-ফেসিয়াল-খ্যাঁকশিয়াল সব কিছু করব। যদি মনে হয় যে লাইনে দাঁড়াচ্ছি, তো তাই সই। না হয় লাইনেই দাঁড়িয়েছি। ফুল ফুল ছাপ শাড়ি পরে। সোবারনেসের ক্যাঁথায় আগুন! আমি ঈশেন হলে সারা গায়ে হলদে-সবজে-নীল-লাল-ক্যাট্‌কেটে বেগুনী-ফ্লুরোসেন্ট গোলাপী-গাঢ় রাণী কালার সব থ্যাপ্‌থ্যাপ্‌ করে মেরে দিতাম।

    ঠিক সেই ভাবে পয়সাও জোগাড় করব। যতক্ষণ না কেউ আমাদের মুখ বন্ধ করে। আলো চালের হবিষ্যিমার্কা ন্যাত্‌পেতে লিট্‌ল্‌ ম্যাগ বানানো আমাদের উদ্দেশ্য নয়। তারা বড়ো বিজ্ঞাপন পায় না বলে ছোটোভাবে কাগজ চালায় আর মুখে ভাব করে এইটাই হইল গিয়া পোতিষ্ঠানবিরোধিতা। ঐরকম পোতিষ্ঠানবিরোধিতার ইয়েতে দুই লাথ মারি। আমরা এইভাবে চালাই কারণ আমরা এই ভাবে চালাতে চাই। কাল সামর্থ্য হলে এই গুরুচন্ডা৯ আরও বড়ো হবে, একটা আস্ত প্রতিষ্ঠান হয়ে উঠবে, প্রফুল্ল সরকার ইস্ট্রিটে আপিস হবে। আমরা প্রতিযোগিতার বাইরে গিয়ে ন্যাকা ন্যাকা একা একা বিকল্প বানাতে চাই না। আমরা অ্যাংস্ট-জীবী হয়ে ক্রনিক ন্যাবারোগে ভোগা স্বল্পজীবী বিকল্প হতে চাই না।

    কারণ বিকল্প বানাবার কিছু নেই। আমরাই বিকল্প। লাইনে দাঁড়িয়ে, খদ্দের ধরে, পাঁচজনের সাথে শোয়ার পরেও আমরা গুরুচন্ডা৯-ই থাকব, যেটা আড়ালহীন কমিউনিটি, যেটা হরিদাস পালেদের নিজস্ব এম্পায়ার, যেটা পাতি বাওয়াল, যেটা ফেলুরাম এবং সি ই ও- সবার নাইট শেল্টার। বিশ্বাস না হলে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলি।
  • tan | 131.95.121.127 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৯:১৬671479
  • জ্জীও রঙ্গন জ্জীও।
    কী চমৎকার কথাবার্তা! থ্যাপথ্যাপ করে নীল লাল রানী কালার গোলাপী কমলা আহা আহা ... ফল কালারের কিছু ছবি স্মাগল করে রঙগুলো থ্যাপিয়ে দাও!
    মহারাজো এ কি সাজে...

  • ayan | 203.197.97.19 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৯:২৭671480
  • ও বাবা গুরুতেও "টীম গুরু" আছে জানতাম নি তো!!!

    তাইলে কোন সালা এখানে খোলা মাঠের হাওয়া খুজতে আসতাম!!!!

    যারা লিট্‌ল ম্যাগ মারাচ্ছে, তাদের দিকে ঐভাবে তাকানোর আগে নিজের দিকে তাকাবেন দাদারা... বিদেশে বসে দেশের বুলি চোদানো ছাড়া খুব বেসি কিছু আপনিও করছেন না। আর সত্যি বলতে প্রউল্ল সরকার স্ট্রীটে আপিস হওয়া যাদের যীবনের শেষ্‌তম স্বপ্ন, তাদের কাছ থেকে এর থেকে বেশী কিছু আশা করাটা আমরি মুর্খতা!!!!

    অয়ন
  • tan | 131.95.121.127 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৯:৩১671481
  • গালাগালির থ্রেডে যান অয়ন,শীগগীরে যান।অনেক ভালো ভালো আইডিয়া পাবেন,তারপরে এসে চুটিয়ে বলুন।
  • Arjit | 128.243.87.174 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৯:৫২671482
  • সাজুগুজুতে আপত্তি কে বল্ল? প্রথমপাতার সাজ আর রঙ - খাপ খাচ্ছে না, এইটেই আপত্তি। অফার দিলুম তো - ছবি বানিয়ে দেবো। বা ক্যালিগ্রাফি। কনফু আরো ভালো ছবি পারবে। কারো আইডিয়া থাকে তো বলো। আর রিয়েলি ভালো ছবি চাইলে শমিত রায়কে ধরো।
  • Sayantan | 59.160.140.1 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ২০:১০671483
  • অয়ন বাপ তুই ভুল বুঝছিস! গুরু টিম কথাটা শুদু কথার জন্য, এই টিমে যে কেউ আসতে পারে, র কথাটা বলল এটা বোঝাতে যে মোস্ট রিসেন্ট কাজকম্ম ওরা সকলে মিলে করেছে, তাগিদ নিয়ে, যেমন এখন শমীক আর অরিজিতদা ফ্রন্টএন্ড ডিজাইন/ক্যালিগ্রাফি নিয়ে মাথা ঘামাচ্ছে, তুই চাইলে তুইও কিছু করে দিতি পারিস, সেক্ষেত্রে এই টিমের কিছু কাজের অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট তুইও। ঘটনাটা এভাবে নে। ফালতু উল্টো ভাবিস না। গুরু পাতি কমার্শিয়াল সাইটের চাইতে অনেক বড় কিছু। আর একটা কথা, পোফুল্লো সরকার স্টিটে আপিস খোলবার কথা বলার মানে একটা বড় কিছু করে দেখানোর স্বপ্ন। ওটাই লক্ষ্য তোকে কে বলল!
  • Riju | 203.197.96.50 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ২০:৫৮671485
  • রঙ্গন দা কে ডিটো দিলাম। ঈশান দা গুরুকে রঙ্‌চঙে করেছে ভালো ই করেছে। আর এটা গুরু বলেই জনতা বেগুনীর ওপর নীল নিয়ে চেঁচালে মামু বলে চেঞ্জ করে দেবে।অন্য সাইট হলে সেটা হত না। বাকী রইলো সাজুগুজু - সেটা এক এক জনের চোখে এক এক রকম। আমার কথা এটুকুই - আড়াল হীন কমিউনিটির বাউন্ডুলে এসেন্স টা যেন থাকে। জানি থাকবে - টীম গুরুর ওপর আস্থা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন