এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • পুজাবার্ষিকী

    raatri
    বইপত্তর | ১৬ সেপ্টেম্বর ২০০৬ | ৪৭৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 143.127.3.10 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ০১:৩৩671548
  • আজকাল বেলুইছে? মুছে যাওয়া দিনগুলো বা আমার বাবার জেঠুর বাড়ি বা জীবনের নানারঙের স্টিকার নিয়ে কার কি বেরোলো বলবে? আজকালের স্মৃতিচারণ ছাড়া পয়সা খচ্চা করে শারদীয়া কিনবো নাকো। ও না, সন্দেশটা কিনতেও পারি। গতবার বেশ ভালো লেগেছিলো নতুন গেটাপে। আর কিছু বড়োদের বই আসবেই জানি অনুষ্টুপ কোরক ইত্যাদি। রেডিও সংখ্যার মতো মিষ্টি কোরক বেরোলে সেটা কেড়ে নিয়ে পোথোমেই পড়ে ফেলবো। ত্রিপুরা সংখ্যা হলে পাশে রেখে দেবো, বড়ো হয়ে পড়বো। আর হ্যাঁ, নাক বেঁকাবো কিন্তু ঠিক ঝিলুদের বাড়িতে দিয়ে আনন্দলোকের ছবিগুলোন দেখে নেবো পাতা উল্টে।
  • m | 67.165.172.170 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ০১:৪৬671559
  • পারমিতা,
    এইবার নাকি সন্দেশ বেরুচ্ছে না,টাকা পয়সার কি সব সমস্যা-আমাকে এক বন্ধু বল্লো:-(
    দেশ তো এখনো বেরোয় নি।আমার কিন্তু আনন্দলোক আর বর্তমান দেখতে খুব ভাল্লাগে:-))
  • Pallab | 59.93.246.155 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ০২:১৩671570
  • শারদীয়া বেরোতো দেবসাহিত্য কুটিরের। মোটা মোটা বাধানো - একটা দুটো নয়। বেশ কয়েকটা!!! সেসব দিন গেছে! :-(((
    এখন তেমন জম্পেশ বই আর কই? এখন খিদে মেটে না, মুখ মেরে আসে। আর আগে খিদে চাগিয়ে যেত।

  • tania | 151.151.21.101 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ০২:১৯671581
  • শুনলাম এবার আবাপের শারদিয়ায় শীর্ষেন্দুর উপন্যাস আর তিলোত্তমা মজুমদারের একটা ছোটগল্প বেরিয়েছে। এদুটোতেই নাকি পয়্‌সা উশুল। কেউ পড়েছো?
  • Paramita | 143.127.3.10 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ০৩:০৩671592
  • কিছু পূজাবার্ষিকী ওয়ান টাইম ছিলো কিন্তু ভুলিনি - ঝলমল, পক্ষীরাজ, আলোর ফুলকি।
  • raatri | 59.93.200.38 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ১৫:৪৫671603
  • আলোর ফুলকি তো অনবদ্য!সেই কবেকার বই আজও পড়তে ইচ্ছে করে বারবার।ছেলেকে পড়ে শোনাই।বাকিগুলো দেখি নি।

    কে কবে পূজাবার্ষিকীতে কি ভালো পড়েছিলাম বা এবার কি ভালো পড়লাম,কি বাজে পড়লাম,তাই নিয়ে একটু কথা হবে না?
  • vikram | 134.226.1.62 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৪০671614
  • তোমরা তাইলে নিশ্চয় অমরেশকে চেনো?

    বিক্রম
  • dam | 125.23.29.154 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৪৭671625
  • নিশ্চয় চিনি। অমরেশ দীপা কে চিনি। পল্টু কানু বাঞ্ছুকে চিনি। বগলামামাকে চিনি।
  • a | 203.197.196.1 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ১৬:৫২671636
  • আপাতত শুধু হাতে পেলুম শারদীয়া "পত্রিকা"। অত্যন্ত ঢপের।কেউ কিনো না, ঠকবে!! কয়েক বছর আগে সুকান্ত গঙ্গো এতে একখান উপন্যাস লিখেছিল,""তিস্তা যাবেই""।আর এবারে সমরেশের অগোপণ্ড পোলাটা লিখেছে।এর দ্বারা ভালো কিছু নামানো মুশকিল আছে।নাম না ডুবিয়ে ছাড়বে না দেখছি!
  • Tina | 64.12.117.5 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৩৫671549
  • সব পড়েছি ঝলমল, পক্ষীরাজ, আলোর ফুলকি। বগলামামা র একটা গল্প মনে আছে। বগলামামা র খুব বিয়ে করার শখ হয়েছে। তা ভাগ্নেদের তো মাথায় হাত কারন তাহলে অন্যের বাড়ী থেকে মুর্গীর ডিম চুরি করে এনে বগলামামা র মাথায় কাঁঠাল ভেঙ্গে যে মোগলাই পরোটা খাওয়া চলছিলো তা তো আর চলবেনা। তারা ফন্দি করে একজন ছেলেকে মেয়ে সাজিয়ে তার সাথে বগলামামা র বিয়ে দিয়ে দিলো। ফুলসজ্জার রাতে বগলামামা তার কাছে গিয়ে মাথায় আদর করে হাত রেখেছে তো সে ভয়ে দৌড়ে পালিয়েছে আর মামা র হাতে তার বিনুনি করা পরচুলা রয়ে গেলো। ঐটা হাতে নিয়ে বগলামামা সেন্সলেস পুরো। বোধ হয় দেব সাহিত্য কুটির এর কোনো বই "বলাকা" কিম্বা "বোধন" এ ছিলো।
  • Pallab | 59.93.193.72 | ১৬ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৫১671550
  • বলাকা মনে হচ্ছে। বোধনে এতটা চড়া গল্প থাকতো না।
  • indo | 59.93.242.135 | ১৭ সেপ্টেম্বর ২০০৬ ১০:৪৯671551
  • হ্যা হ্যা বলাকা। আমারো মনে পড়েছে। খাসা গল্প।
  • b | 81.154.63.209 | ১৭ সেপ্টেম্বর ২০০৬ ১১:১৮671552
  • একটা এন্টায়ার গল্প ছিলো কোনো একটায়, বগলামামা কি ভাবে opponent party কে গোলাপজল খাইয়ে পেট খরাপ করিয়ে যাত্রা কম্পিটিশান জিতেছিলো বা হেরেছিলো ইত্যাদি।

    অসহ্য বাজে ছিলো বেশির ভাগ বই গুলো। বেশির ভাগ বই য়ে হয় ন্যাকা ন্যাকা কিসোর কিসোরী দের ছবি ওয়ালা ন্যাক ন্যাকা গল্প থাকতো, নয়ে্‌তা এই যাতীয় হাগু গল্প।

    একবার বেগুনী রংএর মলাটে আলোর ফুলকি বেরিয়েছিলো ঐটে ভালো ছিলো। ওতে ভোঁদোড় বাহাদুর ছিলো।

    কোনো পূজাবর্ষিকী তে আমি একবার থ্রি কমরেড্‌স এর কিশোর অনুবাদ পড়েছিলাম, মনে নাই, ঐটে খুব ভালো লেগেছিলো।

    সন্দেশে অজেয় রায় এর গপ্প গুলো আমার খুব মজার লাগতো। সেই একটা ক্রিকেট ম্যাচের গল্প ছিলো, এক্কেরে চমৎকার। আর মহাশ্বেতার ভাই ফল্গুর গল্প।উফ্‌হ পোচোন্ডো ভালো ছিলো।
  • Pallab | 59.93.247.18 | ১৭ সেপ্টেম্বর ২০০৬ ২২:২৭671553
  • বগলামামার এই গল্পটা বোধনের মনে হয়। সন্দেশের গ্রাহক ছিলাম আমিও। আমি অবিশ্যি ফ্যান ছিলুম লীলা মজুমদারের, একলা-সিরিজ, পুরোনোতুন এইসব হেব্বি লাগতো। তাছাড়া নলিনী দাশের গন্ডালু, হাত পাকাবার আসর এসব বেশ প্রিয় ছিল। আর দারুন লাগত মঞ্জিল সেন! সত্যজিতের ফ্যান হই "ক্যাঁপ্রোর কালো মুক্ত" পড়ে। তারপরের তিনমাসের মধ্যে ততকালীন সত্যজিত শেষ করেছিলাম - বাবার প্যাঁদানী সহ্য করেও। তোমরা কী বুঝবে এসব? সত্যজিতই বুঝলো না!!!! :-)
  • Samik | 125.23.122.111 | ১৭ সেপ্টেম্বর ২০০৬ ২২:৫৭671554
  • ১। পত্রিকা কিনলেও ক্ষতি নেই, না কিনলেও নেই। ২৫ টাকা মাত্র দাম।

    ২। আবাপ তে তিলোত্তমার উপন্যাস ভালই, কিন্তু ঐ স্টিরিওটাইপ লেখা, ছেলেরা সবাই খুব খারাপ, মেয়েরা সবাই খুব ভাল আর খুব অসহায়, এক্‌সেপ্ট শাশুড়িরা, তারা অতি দজ্জাল। এই নিয়ে উপন্যাস।

    ৩। আবাপতে বাণী বসুর উপন্যাস সো সো। ভোলগা থেকে গঙ্গার সেকেন্ড এডিশন।

    ওভারঅল আদ্যন্ত আবাপতে সমস্ত 'কিন্তু' শব্দ থেকে দন্ত্য ন-য়ে ত-য়ে হ্রস্ব-উ 'ন্তু' হাওয়া। কিন্তু-গুলো সব কি হয়ে গেছে।

    ৪। দেশ কাল কিনেছি, সুচিত্রা ভটচায পড়ছি। মন্দ না। রবীন্দ্রনাথ ঠাকুর এ বারেও অপ্রকাশিত লিখেছেন।
  • r | 61.95.167.91 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ১৭:৪৬671555
  • "প্যান্টি" পড়ুন।
  • Samik | 125.23.127.185 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ২০:৪৮671556
  • পড়ি নি এখনও। নামটা পড়ে সূচীপত্রে চা চলকে পড়েছিল।
  • Samik | 125.23.111.22 | ১৮ সেপ্টেম্বর ২০০৬ ২৩:৫৬671557
  • দেশে সুচিত্রা ভট্‌চায্‌ শেষ করে উঠলাম। ভালো।
  • Samik | 125.23.115.20 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১০:০১671558
  • প্যান্টি প্রথম দশ পাতা পড়লাম। ইহা নাকি এক্সপেরিমেন্টধর্মী লেখা। খানিকটা পড়েই গা গুলোতে লাগল, বয়েস হচ্ছে তো।

    তবে আবাপ-এর চোখ আছে। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঠিক সাবস্টিট্যুট এতদিনে খুঁজে বের করেছে ঠিক। পানু কুইন। শঙ্খিনী তো টোটাল বাংলা পানু ছিল। আ হা, সময় অবসরে এরকম এক্সপেরিমেন্টাল লেখা লিখতেও এক রকমের ইয়ে হয়।
  • s_r | 220.227.146.21 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১০:০৮671560
  • দেশে সুচিত্রা ভট্টাচার্য্য আমিও পড়্‌লাম। কিন্তু খুব ভালো লাগেনি। আজ্‌কাল মনে হয় আমাদের লেখক রা সোজা কিছু সুন্দর করে লিখতে পারেনা।আগে শীর্ষেন্দু র লেখার জন্য বসে থাকতাম কিন্তু এখ্‌ন ওনার ও সেই আগের মতো লেখা দেখিনা। 'প্যান্টি' শিরোনাম একটা চমক ছাড়া আর কিছুই নয়।'দেশ' সবরকমেই আমার প্রিয় পত্রিকা। আশাকরি তার এই দৈন্য চিরস্থায়ী হবেনা।
  • sumeru | 59.93.242.52 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৩:২১671561
  • রমানাথ রায় পড়লাম। বেশ ভালো।
  • ® | 203.197.96.50 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ১৯:৫৩671562
  • হেহে। পানু কুইন নাম টা ঠিক ই দিয়েছ বে থে। গল্পের নাম প্যান্টি দেখেই হাগোরে জনতা হামলে পড়বে।আবাপ বেওসা জানে
  • Sayantan | 59.160.140.1 | ১৯ সেপ্টেম্বর ২০০৬ ২০:১৬671563
  • আমেলা কিনিচি। তাতে সন্তু কাকাবাউ পড়ে বুজলুম ৫০% টাকা জলে গেছে। বরং ছবিতে "দার্জিলিং জমজমাট' অনেক ভালো, ছবিগুলো সাদাসিধে আঁকা অথচ ভালো এক্সপ্রেশান। ছোটগল্পগুলো বেশ ভালো।
  • maitri | 203.197.89.222 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১১:২৫671564
  • আবাপ তে তিলত্তমার লেখা টা ভালো ,তবে সমিক ঠিক ই বলেছেন স্টিরিওটাইপ, তবে এই রকম ঘটনা ও তো ঘটে।

    কালো সুখ লেখা টা বেশ ভালো লেগেছে।
  • s_r | 220.227.146.21 | ২১ সেপ্টেম্বর ২০০৬ ১৭:৪৮671565
  • দেশে বৈবস্বত পড়লাম কাল। মনে হল হঠাৎ শেষ হয়ে গেল। ফ্রেম টা বেশ ভালো ছিলো কিন্তু ছবি গুলো জমলো না।
    একটু haphazard ধরনের হয়ে গেছে।
  • Paramita | 64.105.168.210 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৩:২৫671566
  • দেশ থেকে দেশ উড়ে এসেছে। উল্টেপাল্টে চোখ আটকে গেল না কিছুতেই, শুধু কুকমি অ্যাড ছাড়া - শুক্তুনির গুঁড়ো মশলা বাজারে এসেছে। অভিনব ব্যাপার, দেখতে হচ্ছে আনিয়ে।

    এছাড়া বাণী বসুর গল্পটা পড়ে ফেললাম। ভাবতে কষ্ট হয় ইনিই এক সময় মৈত্রেয় জাতক লিখেছিলেন।
  • s_r | 220.227.146.21 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৫:০৩671567
  • একদম ঠিক, অনেক আগে পুজোসংখ্যা শেষ না করলে মাথায় ঘুরপাক খেতো, কাজের ফাঁকে ফাঁকে চরিত্র গুলো সব ভীড় করে আসত। অনেকদিনই এই অনুভূতিটা আসেনা, তবু এবারের মতো একপাতা দুপাতা পড়ার পর আর ছুঁতে ইচ্ছা করছে না এও হয়না।
    জয় ওটা কি লিখেছেন! সাঁঝবাতির রূপকথার পর এই?
  • r | 61.95.167.91 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৫:১৫671568
  • পুজোবাশ্‌শিকিতে আজকাল বেশ লাব হয়। কোনোটায় দেকি অ্যাডের মদ্যে ক্যালোরিলেস চিনির ছোট্টো অ্যাগটা প্যাকেট। পোতিদিন কিনলে অ্যাগটা গানের সি ডি ফিরি পাওয়া যাচ্চে। মাজে মাজে ক্যালেন্ডারও গোঁজা থাকে পোত্তিকার মোদ্যে। কিচু কিচু অ্যাডও বেশ কাজে দ্যায়। তবে এইবার পুজোর ম্যাপখানা অ্যাগদম বাজে। গড়িয়াহাটের পুবদিকের কোনো পুজোর ঠিকানাই দ্যায় নে কো।
  • umesh | 65.82.126.100 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ১৯:১৮671569
  • এটা জানতাম না যে নবকুমার বসু সবার সেরা সমরেশ বসু'র ছেলে। নবকুমার এর লেখা টা পড়লাম। খারাপ নয়, আবার আহামরি নয়।

    দেশ এ সুচিত্রা'র লেখা টা পড়্‌লাম। এ কি লিখেছে! কি বলতে চাই?
    যে মেয়ের আত্মকথা হয়, তার সাথে দিব্য শুয়েছে। শেষ পর্যন্ত যখন দিব্য'র মা এর আত্মকথা চালু হলো আমি তো রীতিমত ভয়ে ভয়ে পড়ছিলাম যে আবার কিছু শুরু না হয়ে যায়। দেশে'র সম্পাদক (হর্য দত্ত) কি পাতা ভরতে লিখেছে?
  • Samik | 125.23.115.186 | ২৫ সেপ্টেম্বর ২০০৬ ২১:৫৪671571
  • দেশে সুনীল গঙ্গো পড়লাম। অহো। সেই পুরনো ফর্ম। সেই বটতলা। কাকা ভাইঝির সেক্স। প্লট ফেলা হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। অবধারিত মাওবাদী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন