এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মুখ ঢেকে যায় অ্যাডে......

    boo
    অন্যান্য | ২১ আগস্ট ২০০৬ | ১১৪৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dam | 125.23.39.232 | ২৪ আগস্ট ২০০৬ ২০:৩২673301
  • নান্নেমুন্নে বাচ্চে তেরি মুঠ্‌ঠি মেঁ কেয়া হ্যায়?
    মুঠ্‌ঠি মেঁ হ্যায় মেরি নান্নামুন্না রস্‌না ----
  • raatri | 59.93.254.76 | ২৫ আগস্ট ২০০৬ ২২:২১673302
  • কোনো একটা ফ্রীজের অ্যাড ছিলো(?),এক খুব মোটা মহিলা বলছেন'মেরে দো নিক্কে নিক্কে বাচ্চে,আপ্পু ঔর পাপ্পু,...'শেষে দেখাতো ঐ ছোটো বাচ্চাদের,দামড়া দুই ছয়-ফুটিয়া!

    আর একবার বিদেশী প্রাইজ পাওয়া কিছু অ্যাড দেখার সৌভাগ্য হয়েছিলো।একটা এখনো মনে আছে।একজন মেয়ে আর একজন ছেলে মাথার চুল ঝামরে ঝামরে বেজায় নাচছে।তারপর ভ্যাকুয়ম ক্লীনার দিয়ে মেঝে পরিষ্কার করছে।আমরা ভবছি ভ্যাকুয়ম ক্লীনার-এর অ্যাড।দেখা গেলো একটা শ্যাম্পুর অ্যাড।অন্য শ্যাম্পুতে সারাদিন যাতে যত্রতত্র চুল না ঝরে,তাই ওরা নাচতেছিলেন।এই শ্যাম্পু মাখলে আর ও সব ঝামেলা নেই।
  • A | 70.232.141.60 | ২৫ আগস্ট ২০০৬ ২২:৪২673303
  • আর সেই lifebuoy??
    "লাইফবয় হ্যায় যঁহা /তন্দুরুস্তী হ্যায় ওঁহাআআ... লাআআইফবয়"

    বা গোবিন্দার-টা "যো ওকে সাবুন সে নাহায়ে ওহ কমল সা খিল যায়ে"

    আর "হাতুড়ি মার্কা ফিনাইল এক্স/নিমেষে জলের সঙ্গে মিশে হয়ে ওঠে সাআআদাআআ"

    শিশুকালে আমীরের সাথে অ্যাশ বেবি'র সেই তিক্রমবাজি'র অ্যাডটা?" Hi , I'm Sanjana" এই অ্যাড-টা-তে আমীর আমাকে শিশু থেকে বিশুপনা-তে পাকিয়েছিল:) উ:..
  • *P | 203.200.40.194 | ২৬ আগস্ট ২০০৬ ০০:১৬673304
  • ভিকো টার্মারিক নেহি কসমেটিক ভিকো টার্মারিক আয়ুর্ভেদিক ক্রিম --

    আরেকটা মনে পড়ল --- utterly butterly delicious - -AmuuuuUUUL

    ইস ভুলে যাচচি,আমুল চকলেটের এড টা you are too old for nothing too young to be something (ভুলভাল লিখলাম) BUT I THINK YOU ARE RIIIIIIGHT FOR AMUL CHOCOLATEamul chocolate a gift for someone you love..
    প্রেম নিবেদন করার একটা ফাটাফাটি ফ্রেZ ছিল।

    তবে দূধ এর গানটা অসাধারন--
    দুধ দুধ দুধ দুধ পি সকতে হ্যয় রোজ গ্লাসফুল দুধ,দুধ হ্যয় মস্ত ইন এভরি সিজন,পিও দুধ ফর হ্যেলদি রিজন,রহোগে তুম ফিট আন্ড ফাইন,জিওগে বস নাইন্টি নাইন দুধ দুধ দুধ দুধ--দারুন
  • boo | 129.7.154.121 | ২৬ আগস্ট ২০০৬ ০০:৫৩673305
  • ১৯৮৫-১৯৮৬। রবিবারের রাত। ক্যুইজ টাইম। সিদ্ধার্থ বাসু। চোখা চোখা সব পার্টিসিপান্ট। স্পনসর you are just right for amul chocolate. আর limca। তখন-ই শুনে ফেলেছি মদের সঙ্গে আরো ভলো জমে লিমকা। আদ্যন্ত ঝকঝকে স্মার্ট প্রোগ্রাম ছিল। সঙ্গে স্মার্ট অ্যাড। কৃষি দর্শনের যুগের ব্যতিক্রম।

    কেউ কইলো না 'কুছ খাস হ্যায় হাম সবি মে' ক্যাডবেরি ডেয়ারি মিল্ক।
    মনপ্রীত কাউরের ক্রিকেট মাঠে সেই নাচ। ভারতের অন্যতম সেরা অ্যাড। এমন কি ক্যাডবেরীর। সেই বিখ্যাত বৃটেনের ১৯৬৯ এর ক্যাডবেরী ফ্লেক্স অ্যাদের চেয়েও ভাল।

    আরো দুটো ভার্শন দেখেছিলাম। এক জুহুর বীচে এক কাপল পাখীওয়ালার থেকে পাখী কিনে উড়িয়ে দিচ্ছে। পদমসি পরে বলেছিলেন ঐ অ্যাডের অনুপ্রেরনা ওনার নিজের বাবা ও মা। এক পুরানো গল্প।

    আর young vs old soccer match যেখানে grand pa কে আটকাতে না পেরে এক নাতি শেষে পেনাল্টি বক্সের সামনে ল্যাং মেরে ফেলে দিচ্ছে।

    এই অ্যাডের আরো কিছু ভার্শন ছিল, কিন্তু সঠিক করে মনে নেই।
  • tania | 151.151.73.169 | ২৬ আগস্ট ২০০৬ ০১:০৬673306
  • মেরি জান মেরি জান মুর্গি কে আন্ডে

    এটা হেব্বি হিট ছিল আমাদের স্কুলে। আমাদের এক টিচারের দোষের মধ্যে গলাটা একটু ইয়ে ছিল, মানে, যেমন লম্বা (দেখতে), তেমনই খনখনে। ওনাকে আমরা মুর্গি বলতাম। আর ওনার ক্লাস মানেই সমবেত সঙ্গীত 'সান্ডে হো ইয়া মান্ডে, রোজ খাও আন্ডে' :-)
  • Paramita | 143.127.3.10 | ২৬ আগস্ট ২০০৬ ০৬:০২673307
  • আর টাইটানের অ্যাডটার কথা কেউ বললে না তো?
  • Juju | 218.208.111.10 | ০১ সেপ্টেম্বর ২০০৬ ১৩:২৫673308
  • আরে পূজো এসে গেলো যে! পূজোর সময়ের সেই দুর্দান্ত অ্যাড গুলো? শালিমার, এসিয়ান পেইন্‌ট্‌স, ব্রিটানিয়া?
  • ® | 203.197.96.50 | ০১ সেপ্টেম্বর ২০০৬ ১৪:৩৮673309
  • সেই ১৯৯৯ কি ২০০০ সাল থেকে দেখছি। ঠিক মহালয়ার দিন থেকে টিভি তে এই অ্যাড টা
    আসে , এক দিন আগেও নয় পরেও নয়।

    এই প্রাণ ঢালা উৎসবে বারবার
    আলো আশা ভালোবাসা মিশে একাকার
    এই শরত তপনে প্রাণের স্বপনে চিরসাথী শালিমার
    এই উঙ্কÄলতার স্রোতে
    এই বুকে ভিতর হতে
    এই ফুটে ওঠা নি:শ্বাসে ফিরে আসে বার বার ....

    সেই সঙ্গে এক বনেদী বাড়ীর পারিবারিক দুগ্গাপুজোর ছবি ।আমরা যারা বাড়ির পুজো ছোটবেলা থেকে দেখি তারা বেশ নস্টালজিক হয়ে পড়ি
  • ® | 203.197.96.50 | ০১ সেপ্টেম্বর ২০০৬ ১৪:৪৬673311
  • আর গাট্টু (এশিয়ান পেন্টস এর চরিত্র টি মনে পড়ে ) ঢাকের বোলে বা ধুনুচি নিয়ে নাচার ছলে কোলকাতার পুজোর মাত্রা টাই পাল্টে দিলো -
    "শুদ্ধ শুচি সুস্থ্য রুচি সেরা বাছাই"
    (তলায় ক্যাচ লাইন )
    এশিয়ান পেন্টস শারদ সম্মান - উৎকর্ষের প্রতি আমাদের অর্ঘ্য
  • *.*P | 203.200.40.194 | ০২ সেপ্টেম্বর ২০০৬ ০১:১৬673312
  • বুম বুম সাকালাকা বুম বুম স্যাক
    স্ট্রিট ক্যাট গন্না নক ইউ ব্যাক।
    তারপর লিজ্জত পাপড এর এড টা। একটা খরগশ ছোট্ট দুটো দাঁত বের করে মাথা নাড়াত। গানটা ভুলে গেছি। লাস্টে লিইইইজ্জত পাঁপড় সুর করে বলত।

  • Jay | 195.10.45.235 | ২৫ অক্টোবর ২০০৭ ১১:২৪673313
  • ধন্যবাদ দ, সুতোটা খুঁজে দেওয়ার জন্যে। খুবই বিস্তারিত আলোচনা হয়েচে এখানে।
    (কান মুলচি, নতুন টই শুরুর আগে আট্টু পড়াশুনো করে আসব)
  • kallol | 122.167.79.194 | ২৫ অক্টোবর ২০০৭ ১৫:২৩673314
  • আমার বয়সী যারা, তারা অ্যাড শোনা দিয়ে শুরু করেছি বিবিধ ভারতীতে। তাই এখনো আপ্লুত করে - সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন............. ও: কি অসম্ভব সেন্সুয়াস।
  • Arijit | 128.240.229.68 | ২৫ অক্টোবর ২০০৭ ১৬:৫১673315
  • মাথার ঘন চুল যখন
    মরুভূমি হয়ে যায়
    ওয়েসিস নিয়ে আসে মরুর চাঁদ (নাকি অন্য কিছু)
    মেঘের ছায়ায় ছায়ায়।
  • Arijit | 128.240.229.68 | ২৫ অক্টোবর ২০০৭ ১৬:৫৬673316
  • আর সেই জ্যাবোর‌্যাণ্ডি...

    রাবণরাজার টাক ছিলো
    পরচুলাতে ঢাকছিলো
    জ্যাবোর‌্যাণ্ডি মেখে মাথায়
    চুল এলিয়ে হাসছিলো।

    তীত্থ এখন রাবন্দার সব ছড়া এই ছন্দে লেখে:-)
  • A | 66.41.202.93 | ২৫ অক্টোবর ২০০৭ ২০:০২673317
  • ওয়েসিস নিয়ে আসে মরুদ্যান।
  • Jay | 195.10.45.235 | ২৬ অক্টোবর ২০০৭ ০৫:০৮673318
  • ক্লোজ আপের ad: আঁপ ক্লোঁজ আঁপ কিঁউ নেহি কঁরতে হ্যাঁয়? অদ্ভুত নাকি সুরে লোকটা গাইত-
    পারোলিন ফেবিকলের কথা লিখেচেন: দুটো লিংক-
    -
    "পাকড়ে রহেনা,ছোড়না নেহি' টা অসা। কিংবা সেইযে ছায়াটা ফেবিকলের দোকানের কাছে গিয়ে আটকে যায়!
    আমুলের সব adগুলো এখানে পাবেন:
    http://www.amul.com/hits.html
    লোকাল ট্রেনে কচ্ছপ-ছাপের ad থাকত: মজাদার সব কার্টুন দিয়ে, কে আঁকতেন?
  • Jay | 195.10.45.235 | ২৬ অক্টোবর ২০০৭ ০৫:২৩673319
  • লোকাল ট্রেনে ছাতুর adএর সাথে সাথে লাল কাগজে আরেক রকম বিজ্ঞাপন থাকত। কবিরাজের গ্যারন্টি সহকারে অর্শ ইত্যাদির চিকিচ্ছে। ঠিকানাগুলো অবধারিতভাবে থাকত স্টেশন থেকে পশ্চিমে তিন মিনিটের হাঁটা পথ। ad পাব্লিক ইউরিনালেও থাকত- কোনো উৎসাহী anatomyর ডেমনস্ট্রেশন নিশ্চিত দিত।
    স্টেশনে হিংলা ad: এখানে বিশ্রামের সুবিধা উপলব্ধি আছে। অনুবাদকের তীব্র ধারণা, যাহা হিন্দী, তাহা বাংলা।
  • kallol | 220.226.209.5 | ২৬ অক্টোবর ২০০৭ ১২:২২673320
  • বেশ ছোটবেলায় ১৯৬৪-৬৫ নাগাদ Span পত্রিকায় পরপর দুটো অ্যাড খুব মনে আছে। পিশেমশাই এয়ার ইন্ডিয়ায় বেশ হোমড়া-চোমড়া ছিলেন, তার দৌলতে Span হাতে পাওয়া। মজার হলো, দুটো-ই কমিক স্ট্রিপে।
    প্রথমটা রনসন লাইটারের।
    এক সাহেব আরবে বেড়াতে গিয়ে আরবী ডাকাতের হাতে পড়েছে(মধ্যপ্রাচ্যের লোকজন যে সাধারন ভাবে ডাকাত - পশ্চিমের সে ধারনা আজকের নয়)। ডাকাত সর্দার তো অন্য সকলকে গর্দান নেবার হুকুম দিয়ে সাহেবকে নিয়ে পড়েছে। বললে, তুমি তো সেই সব দেশ থেকে এসেছো যেখানে নানা আশ্চর্য জিনিস পাওয়া যায়। আমায় যদি একটা আশ্চর্য জিনিস দেখাতে পরো তো ছেড়ে দেবো। সাহেব আর কি করে। সব জিনিস তো কেড়েই নিয়েছে - কিই বা দেখায়। পকেট হাৎরে একটা লাইটার পেলো। সেটাই দেখালো........ খচ করে একবার দাবাতেই আগুনের শিখা লাফ দিয়ে উঠলো। সর্দার খুশী।
    সাহেব এবার তার অতিথি। সে তাকে নিয়ে গেলো তার ধন দৌলত দেখাতে। এ তাঁবুতে হীরে তো ও তাঁবুতে সোনা, এই সব দেখাতে দেখাতে, একটা তাবুর সামনে এসে বললো - যাও দেখে এসো। সাহেব ঢুকে দেখে পাহাড় প্রমান লাইটারের স্তুপ। তার তো তো যাকে বলে ইয়ে রগে ওঠার অবস্থা। বেরিয়ে এসে সে হতভম্ব হয়ে দাঁড়াতেই সর্দার বললো - ভয় পেও না। লাইটার আমি অনেক দেখেছি। কিন্তু এটাই প্রথম একটা লাইটার যা প্রথম স্ট্রোকেই জ্বললো - That's Ronson
  • bhabuk | 198.80.153.10 | ২৬ অক্টোবর ২০০৭ ১৯:৩৫673322
  • বোরোলিন :

    প্রথম গোঁফের রেখা, দাড়ি কাটতে প্রথম বারে
    রানিং বাসে নামতে, প্রথম আছাড় পথের ধারে
    এমনি নানা স্মৃতির সাথে জড়িয়ে চিরদিন
    সুরভিত অ্যান্টিসেটিক ক্রীম বোরোলিন
    ..............

    রবিবার দুপুরে বিবিধ ভারতী তে বোরোলিনের সংসারে শ্রাবন্তী মজুমদার এর ভাট আর বেশ ভলো একটা রেডিও নাটক।
  • kallol | 122.167.105.162 | ২৬ অক্টোবর ২০০৭ ২০:২৫673323
  • শ্রাবন্তীর বোরোলিনের প্রথম ভার্সান বোধ হয় -

    ত্বক যদি ফেটে যায়, কেটে যায়
    খসখসে যদি হয় রোদ্দুরে ঝলসায়
    সারা গায়ে মেখে নিন
    সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিন।

    আমাদের কলেজকালে ৭৩ ব ৭৪-এ শিবপুর বি ইর সোশ্যালে শ্রাবন্তীকে এটা গাইতে বলায় খুব খচে গেছিলো।
  • Arijit | 128.240.229.68 | ২৬ অক্টোবর ২০০৭ ২০:৪০673324
  • কল্লোলদাও কি শিবপুর? ৭৩-৭৪? তাইলে একটা কোশ্চেন করবো।
  • Shuchismita | 12.1.219.253 | ২৬ অক্টোবর ২০০৭ ২০:৪৯673325
  • আরেকটা বোরোলীন: এটা টিভিতে হত ...

    জীবনের ওঠাপড়া রোজকার কাটাছেঁড়াতে
    যায় হারিয়ে কতকিছু সময়ের অগোচরে
    কিছু হাসি কিছু কথা যায় থেকে যায় চিরদিন
    সুরভিত অ্যান্টিসেপটিক ক্রীম বোরোলীন :)
  • kallol | 122.167.105.162 | ২৬ অক্টোবর ২০০৭ ২১:১৮673326
  • অ্যাই না না, আম্মো শিবপুর-যাদবপুর-খড়্‌গপুর-দুর্গাপুর কোনটাই নই।
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২১:৫৭673327
  • কল্লোলদা,
    বোরোলীনের গানটার প্রথম পঙ্কতিগুলো এইরকম ছিলো,

    শুষ্কতা আ আ র, রুক্ষতা আ আ র, অবসান যদি চান
    বারোমা আ আ আস সারা অঙ্গে মেখে নিন
    সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রীম
    বোরোলীন্‌

    ত্বক যদি... ইত্যাদি...
  • kallol | 122.167.105.162 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:০১673328
  • ঠিক ঠিক।
  • nyara | 67.88.241.3 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:০৪673329
  • কল্লোলদার স্প্যানের অ্যাডের কথা পড়ে মনে পড়ল এটা ঝেড়ে সুনীল না তারাপদ একটা গল্প নাবিয়েছিল। এক ইয়াংকি সাহেব নরখাদকদের হাতে ধরা পড়েছে। তাকে কেটেকুটে খাওয়া হবে, এমন সময়ে চিফ নরখাদক বলল, "তোর শেষ ইচ্ছে-টিচ্ছে কিছু থাকলে এইবেলা বলে ফেল।" সাহেব বলল, "একটা সিগারেট খাব স্যার"। চিফের কথায় চ্যালা নরখাদকরা এসে সাহেবের হাত-পা-র বাঁধন খুলে দিল। সাহেব পকেট থেকে সিগারেট বের করে লাইটারে 'খিচিক' করে আগুন ধরানো মাত্র চিফের চোখ জ্বলজ্বল করে উঠেছে। চিফ দুর্বোধ্য ভাষায় কি একটা হাঁক পাড়তেই পুরো নরখাদক পাড়া এসে সহেবকে ঘিরে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে নিজের ভাষায় অনেককিছু বলে গেল। সাহেব দেখল এই মওকা। সে অমনি লাইটার কয়েকবার খিচিক খিচিক করে জ্বালিয়ে 'বুহাহাহা' করে হেসে বলল, "এটা শয়তানের যন্ত্র। এক্ষুণি আমাকে ছেড়ে না দিলে আমি অপদেবতা নাবাবো। বুহাহাহা"। তখন চিফ এগিয়ে এসে সাহেবের মাথায় একটা রামচাঁটি লগিয়ে বলল, "আয় আমার সঙ্গে"। বলে একটা ঘরে নিয়ে গিয়ে লাইটারের স্তুপ দেখিয়ে বলল, "তোরটাই প্রথম লাইটার যেটা একবারে জ্বলতে দেখলাম।"
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:০৯673330
  • পি থ্রি র অ্যাড কেউ শুনেছো?
    মহিলাকণ্ঠে গান....

    পি ই থ্রী...
    পি প্লাস পি প্লাস পি
    পি ই থ্রী
    জাঙ্গিয়া মোজা গেঞ্জি
    পাবেন (ভুলে গেছি) জিনিসে তিনটি ই পি
    পি ই থ্রীর মনোমতো রং
    নরম মোলায়ম পরেও আরাম
    পি প্লাস পি প্লাস পি
    পি ই থ্রী

    এরপরেই একজন পুরুষের গলায় (গান নয়)
    পি মানে পারপেক্ট নিটিং মানে নিখুঁত বুনন
    পি মানে পারপেক্ট (ভুলে গেছি) মানে নিখুঁত সেলাই
    পি মানে পারপেক্ট ফিনিশিং মানে নিখুঁত (ভুলে গেছি)

    আবার নারী কন্ঠে গান
    পি প্লাস পি প্লাস পি
    পি ই থ্রী

  • tan | 131.95.121.132 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:১০673331
  • একটা অদ্ভুত বিজ্ঞাপণ দেখতাম,সুন্দর পোশাক পরা ফর্সা নায়ক নায়িকা দাঁড়িয়ে আছে,তাদের চারপাশ ঘিরে মারাত্মক কালো লোকেরা শুধুমাত্র খাটো গামছার কটিবস্ত্রসবল হয়ে তেলমাখা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে।এটা যে কি সিগনিফাই করছে কোনোদিন বুঝিনি,নাকি ড্রেসের দোকানের বিজ্ঞাপণ।
    :-)))))
  • J | 217.162.108.95 | ২৬ অক্টোবর ২০০৭ ২২:১২673333
  • আরেকটা, এটাও শ্রাবন্তীর গলায়।

    গুঁড়োমশলায় এলো ইন্‌কা আ আ,
    ইন্‌কা ইন্‌কা ইন্‌কা
    চন্দন মিহি গুঁড়োমশ্‌লায়
    সব রান্নার স্বাদ বদ্‌লায়
    শরীরও সুস্থ রাখে ইন্‌কা আ
    ইন্‌কা ইন্‌কা ইন্‌কা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন