এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নেট নিউট্রালিটিঃ পক্ষে ও বিপক্ষে

    Arpan
    অন্যান্য | ২৩ এপ্রিল ২০১৫ | ৪৯২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sayantani | 126.203.146.71 | ২৪ এপ্রিল ২০১৫ ০১:০৫673917
  • ফ্লিপ্কার্ট already এয়ারটেল জিরো থেকে বেরিয়ে গেছে, এবং বলেছে তারা নেট neutrality র পক্ষে! এইটা হযেছে প্রথম রাউন্ড মেইল ট্রাই তে পৌছানো ও সেই সংক্রান্ত হইচই এর পর।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:১১673918
  • ভবিষ্যতে ফ্লিপকার্ট স্রেফ অ্যাপ বেসড হতে চলেছে, ওরা নাকি সাইট তুলে দেবে।তো, সেই প্ল্যানের পার্ট হিসেবে এয়ারটেলের সাথে জুড়েছিল। ঐ মর্মে একটা সাক্ষাৎকারও দিয়্তেছিল। তাই নিয়ে বিরাট চেঁচামেচি হয়। অনেকেই ফোন থেকে ফ্লিপকার্টের অ্যাপ উড়িয়ে দেয় (আমিও দিয়েছি)। এর দুদিন পরে ক্ষমা টমা চেয়ে ফ্লিপকার্ট এয়ারটেল জিরো থেকে বেরিয়ে যায়।

    আর হ্যাঁ আমি সাধারণত ফ্লিপকার্টে কিছু দেখলেই ইক্যুইভ্যালেন্ট প্রোডাক্ট আমাজন ইন বা স্ন্যাপডিল, কখনও দুটোতেই একসাথে দেখে নিই। তো মাঝে কিছুদিন আমাজন মোবাইল থেকে বেশ স্লো ছিল। ট্যাব (আইডিয়া ব্যবহার করি) বা ল্যাপী(ফোটন) থেকে ঠিকঠাক।
  • pi | 24.139.221.129 | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৪৪673919
  • এই ভয়েসটাও থাকুক :P
    'Isn't it a good thing? The removal of net neutrality?
    Think again. How much do we use the internet? Lets peep in the past. Our parents. They lived their lives without internet and how legitimate they are as compared to our stupid generation. They value each and everything and the knowledge they gathered. Why? may be because they had to struggle a lot unlike us. "just Google it" That is what we say. One more thing. Most of the people are not what they are now a days. No?
    Cannot talk face to face but chat like a boss. How dull we have become due to so much use of Internet. We judge people on the basis of their popularity among peers on the social networking sites. And even worse thing is that we have started judging people. I agree Internet is very useful. But its not actually being used for what it was made. I want all of us to struggle a bit in life and go out and learn! Instead of Checking Phones after every few minutes and become a couch potato!'
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ০৯:৪৮673920
  • ফ্লিপকার্ট, অ্যামাজন আর স্ন্যাপডিল, এই তিনটে মিলে বেশীর ভাগ প্রোডাক্ট এখনো অনেকটা কম দামে পাওয়া যায়। অ্যামাজনে আজকাল মাঝে মাঝেই ফ্লিপকার্টের থেকে দু-পাঁচশো কমে পাওয়া যায়, কোন কিছু কেনার আগে অবশ্যই কম্পেয়ার করে নেবেন। তবে আমি তিনটে সাইটই কম্পুতে খুলি, ফোনে অ্যাপ ইনস্টল করা নেই। ফোনের ঐ ছোট্ট স্ক্রিনে ঠিকমতো দেখা যায়না।
  • sinfaut | 11.39.61.108 | ২৪ এপ্রিল ২০১৫ ১৫:৫৬673921
  • অনিউট্রাল হলে কিভাবে হ্যাভ নট্সদের সুবিধা হবে?
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৪ এপ্রিল ২০১৫ ১৬:০০673922
  • এই যুক্তিটা কিছুটা একজনের কাছে শুনলাম -

    নেট নিউট্রালিটি নিয়ে চেঁচামেচি করছে মেইনলি creamy layer - যাদের কনসার্ন হল ভাইবার/হোয়াট-অ্যাপের রেট বেড়ে যাওয়া। কিন্তু এই অ্যাপগুলোর জন্যে আইএসপিরা ঝাড় খাচ্ছে, কারণ কেউ আইএসডি করছে না। কাজেই, এই ধরণের সার্ভিসের চার্জ যদি না বাড়ানো হত, তাহলে আইএসপিরা সকলের জন্যে রেট বাড়িয়ে দেবে - সেটা non-creamy layerএর লোকেদের বেশি আঘাত করবে।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৪ এপ্রিল ২০১৫ ১৬:০৭673923
  • একটা গল্প (সত্যি ঘটনা) বলে যাই -

    তখন দিল্লীতে চাকরিজীবন শুরু করেছি। আপিস মোটামুটি জেলখানা, নেট তো বাদ্দ্যান, ইমেলও জুটতো না প্রোজেক্ট লীডার না হলে, বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার দরকার না পড়লে (আইটি ইন্ডাস্ট্রি যদিও) - সেসব সময় আপনারা দ্যাখেনওনি। সেই সময় দিল্লীতে এসটিডি/আইএসডি বুথগুলোই ভরসা - ওখানে অনেকে ইন্টারনেট কানেকশন নিয়ে রাখতো, বেশিরভাগই শেল অ্যাকাউন্ট, কিন্তু কেউ কেউ ব্রাউজার অ্যাকাউন্টটাও নিত। তো মেল করতে হলে সেরকম জায়গায় যেতে হত। আমার দিদি তখন ম্যাঞ্চেস্টারে, কাজেই মাঝে মাঝে মেলে যোগাযোগ করতাম। একদিন শঙ্কর রোডের কাছে একটা এসটিডি/আইএসডি বুথে যেতে দোকানমালিক জিগ্গেস করলেন - "কোথায় মেল করবে? ডোমেস্টিক হলে দশ টাকা আর ইন্টারন্যাশনাল হলে তিরিশ টাকা।"

    খোরাক দিচ্ছি না, এক্কেবারে সিরিয়াসঃ-)
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:১৭673924
  • ভাইবার/হোয়াটস্যাপ শুধু ক্রিমি লেয়ার ইউজ করে মনে হয়না, স্মার্টফোন যেভাবে মার্কেটে পেনিট্রেট করেছে তাতে হোয়াটস্যাপ মোটামুটি এসেমেসের মতো বেশীরভাগ মোবাইল ইউজারের আয়ত্বে এসে যাবে। কিছুদিন আগেই একটা স্ট্যাট দেখলাম, ভারতের ফেসবুক ইউজারের একটা বেশ বড় (ইফ নট বৃহত্তর) অংশ মোবাইল থেকে করে।
    আই এস ডি টেকনলজি অবসোলিট হয়ে যাওয়ার ঝাড় আই এস পি দের নিতেই হবে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন টেক ওয়ার্ল্ড। ইনোভেট করো নয়তো পিছিয়ে পড়ো। আমি তো মনে করি কয়েক দশক পরে এমন অবস্থা আসতেই পারে যে টেলিফোনি পুরোটাই আইপির থ্রু তে হবে, টেলিফোন এক্সচেঞ্জ, সুইচ, পি এসটিএন লাইন ইত্যাদির কোনো দরকার থাকবে না। পুরো সফটওয়ার ইম্প্লিমেন্টেশন। ইউজার জাস্ট একটা নেট কানেকশন নেবে, ব্যাস।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:২৯673925
  • ওটা তো নিউট্রালিটির বিপক্ষে যুক্তির কিছুটা, তার সাথে পাইপ মেইনটেনেন্সের কথাও তুলছে লোকে - আইএসপিগুলোর নাকি এর পিছনে খরচ বেড়ে গেছে।

    আমার কাছে ব্যাপারটা ইউটিলিটির মত - ইলেকট্রিসিটির বিল দিই, এবার বাড়ির ভিতরে কী করবো সেটা আমার ব্যাপার। আমি বেশি কনজিউম করলে বেশি পয়সা দেবো, বা এসি লাগাতে গেলে মিটার বদলাতে হবে বা অ্যাপ্রুভাল নিতে হবে - এই অবধি। কিন্তু পয়সা দিয়ে আমি লোডশেডিং-প্রুফ ইলেকট্রিক লাইন পাবো না। যদি আমার সেটা দরকার হয়, আমাকে ইনভার্টার বা জেনারেটর কিনতে হবে - তার সাথে সিইএসসি বা এসইবি-র সম্পর্ক নেই।
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:৩৪673927
  • আরেকটা জিনিস বোধয় আই এস পি গুলো চেপে যাচ্ছে, ফোনের নেট প্যাক বেচার লাভ টা। আমি যদি ফোন না করে হোয়াটাস্যাপ কল করি তাহলে আমার ফোনের খরচা বাঁচলেও নেটের খরচা বাড়ছে, এবং থ্রিজি নেট মোটেই সস্তা নয়।
  • Abbe Plumpness Calm | 125.112.74.130 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:৩৮673928
  • আমার ধারণা ভাইবারের জন্যে আইএসডি কমে যাওয়াটাও ঢপ। মানে কমেছে ঠিকই, এবং সেটা ভাইবারের জন্যেই - কিন্তু তার জন্যে এয়ারটেলের বিশেষ কিছু যায় আসে বলে মনে হয় না। সাধারণ লোক বিদেশ গেলে কলিং কার্ড কিনে বাড়িতে ফোন করতো (এখনো অনেকেই করে) বা ম্যাট্রিক্স টাইপ সিম নেয় - এয়ারটেল কি সেখানে ভাগ পেতো? কজন লোক ইন্টারন্যাশনাল রোমিং নিয়ে বাইরে থেকে ফোন করে?
  • Arpan | 233.238.15.108 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:৪৪673929
  • সিফোঁ, ঐটা জুকারবার্গের দাবি।
  • শ্রী সদা | 113.19.212.22 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:৫২673930
  • আরেকটা জিনিস এখনো পুরোপুরি সিওর নই। এই সার্ভিস বেসিসে বিলিং এর ব্যব্স্থা কী আপাতত শুধু মোবাইল ইন্টারনেটের জন্যে হবে নাকি ঘরে কেবল-নেট নিলেও স্কাইপ করার জন্যে এক্সট্রা পয়সা দিতে হবে। নেটে যা লেখালিখি চলছে পুরোটা মেইনলি মোবাইল ইউজারকে টার্গেট করে। কিন্তু মোবাইল নেট থেকে স্কাইপ বা হোয়াটস্যাপ কল করলে খরচা পোষাবে ? আমার তো সাড়ে আটশো এমবি থ্রিজি স্রেফ ফেসবুক, হোয়াটস্যাপ আর গুরু করেই খতম হয়ে যায়।
  • সিংগল k | 212.142.118.41 | ২৪ এপ্রিল ২০১৫ ১৮:৪৭673931
  • অজ্জিতদা, খোরাক কিসের! ঠিক ই বলেছে তো। নেটওলারা যে একই জিনিসের দুবার দাম নেয় সেটা তো কেউ খোরাক ভাবে না।
    মানে বলতে চাইছি আপনি অপাপবিদ্ধ সরকারী কোং বিএসেনেলের কাছ থেকে একটি ২এমবিপিএসের লাইন ভাড়া নিলেন ধরুন মাসে একশ টাকায়। তার মানে কি এই নয় যে সারা মাস আপনি প্রতি সেকেন্ডে ২এমবি করে ডাটা পেতে থাকবেন? এক মাসে কত সেকেন্ড? তত ইন্টু দুই, তত এমবি ডাটা। তাই নয় কি?
    কিন্তু বাস্তবে কি হয়? নানারকম ক্যাপ মানে টুপি পরানো হয় উপভোক্তাকে। ওই স্পীডে একটা নির্দিষ্ট পরিমান ডাটাই আপনাকে দেওয়া হবে, তার বেশী নিতে গেলে চড়া হারে দাম দিতে হবে। বহু ছা পোষা মানুষ কি এই অস্বচ্ছতার শিকার হন নি? আপনি নিজে না হতে পারেন আপনার পরিচিত কেউ না কেউ অবশ্যই ভুগেছেন, খোঁজ করে দেখুন।
    আপনি এক মাসের জন্য দু এমবিপিএসের লাইন নিয়েছেন মানে মাসে যত সেকেন্ড তার দ্বিগুন এমবি ডাটা আপনার প্রাপ্য, এর কোন দ্বিতীয় অর্থ থাকতে পারে না। যদি থেকে থাকে তবে সেটাই খোরাক। এবং সে খোরাক যোগাচ্ছে আপনার নেট প্রোভাইডার বিএসএনেল (বা অন্য কেউ)। ঠিক আপনার বলা ওই শঙ্কর রোডের আই এস ডি ওলার মত। তাই নয় কি?

    যে উপভোক্তা এতদিন এই প্রশ্ন তোলে নি সে কি বুঝবে নেট নিউট্রালিটির মর্ম? তাই যতই প্রতিবাদ হোক আমার মনে হচ্ছে এ হল স্রেফ কর্পোরেট লবিতে লবিতে লড়াই।

    ধরুন আই আর সিটিসি থেকে তাড়াতাড়ি টিকিট কাটা দরকার তার জন্য আমি বেশী পয়সা দিতে রাজী। আই আর সিটিসি কেন স্লো, না তার প্রধান কারন হল আইআর সিটিসি থেকে যতজন টিকিট কাটেন তার উপযুক্ত পরিকাঠামো আইআর সিটিসির নেই। মনে করুন প্ল্যাটফর্মে বিরাট লাইন কারন মোটে একটা কাউন্টার খোলা, বাকিগুলোয় লোক নেই। কাউন্টারে যে বয়স্ক ভদ্রমহিলা নির্বিকারভাবে ধীরে ধীরে কাজ করে চলেছেন তাঁকে খিস্তির বন্যা, মাঝে মাঝে কাঁচের ওপর চাপড়, উদ্বিগ্নভাবে ঘন ঘন ঘড়ি দেখা, তারই মাঝে লাইনের বাইরের লোকের কাউন্টারের সামনে করুন মিনতি বহুদূরে যাবেন তিনি এই গাড়ী চলে গেলে পরের গাড়ি মাঝরাতে গিয়ে পৌঁছবে সঙ্গে বাচ্চা রয়েছে, তাঁর টিকিটটা যদি একটু সহানুভুতির সঙ্গে আগে কেটে দেওয়া হয়। যাঁরা লাইনে দাঁড়িয়েছেন সকলেরই তো টিকিট কাটার ইচ্ছা, রেলকে ফাঁকি দেবার ইচ্ছা তো কারোরই নেই। যিনি বাচ্চা নিয়ে মাঝরাতে মফস্বলের কোন স্টেশনে নামবেন তাঁর কি টিকিট চেকারের ভয় আছে? প্রায় নেই বললেই হয়। তবু তিনি প্রায় ভিক্ষা চাইছেন যেন তাঁকে টিকিট কাটতে দেওয়া হয়। টিকিট টা কি জিনিস, না- টিকিট এর মাধ্যমে রেল চালাতে যা খরচ পড়ে তার একটা বড় অংশ তোলা হয়। তো সেই টাকা তো এতজন রেলকে দিতেই চান, তাঁদের হেনস্থা হতে হবে কেন? রেলের তো দায়িত্ব সসম্মানে এই সব লোককে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। পয়সা তো এরা দেবেনই। অর্থাত সিস্টেমটা পাল্টানো। বুঝতেই পারছেন কোন লাইনে রেলকে টেনে এনেছি। পাক্কা এনার্কিজম। রেল যদি এত টিকিট চেকার না পুষে কাউন্টার না খুলে টিকিট না ছাপিয়ে স্রেফ চাকায় তেল দিত তাহলেও রেল চলত। কাউন্টার/আই আর সিটিসি না বানিয়ে রেলের উচিত ছিল কেবল কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে কত টাকা খরচ পড়ে তার টেবিল বানিয়ে স্টেশনে স্টেশনে গাড়িতে গাড়িতে ঝুলিয়ে দেওয়া। আর এখানে সেখানে কালেকশনের বক্স রাখা। টিকিটের লাইনে দাঁড়িয়ে মাথা খুঁড়ে মরতে যাব কেন? জায়গা খালি থাকলে আরামসে গাড়ীতে উঠে টেবিল দেখে পয়সা বাস্কে ফেলে দেব। দু চার টাকা খুচরো এদিক সেদিক হলেও কোন চাপ নেই। পরে কম বা বেশী দিলেই চলবে। সেই অর্থহীন জিনিস 'টিকিট' কাটার জন্য বেশী স্পীডে আই আর সিটিসি খোলার জন্য এয়ার্টেলকে বেশী পয়সা দেওয়া? খোরাক ছাড়া আর কী ?
    যাঁরা রেলকে তার প্রাপ্য দিতে চান তাঁদের সামনে টিকিট, টিকিট কাউন্টার, চেকার, কোলাপসিবল গেট নামে নানা বাধা সৃষ্টি করে বুঝিয়ে দেওয়া হল এসব ঝামেলা এড়ানোর সেরা উপায় মাত্র এক টাকা বেশী দিয়ে এজেন্টের কাছ থেকে টিকিট কাটা। সেটা প্রায়রিটি/প্রীমিয়াম সার্ভিস। আর সেটা দিতেও অনেকেই রাজি। এটা শুনে আপনাদের হাস্যকর লাগছে না?

    এর সঙ্গে নেট নিউট্রালিটির কি সম্পর্ক? প্রায় কোন সম্পর্কই নেই। আমার চোখে এই প্রায়রিটি/প্রীমিয়াম সার্ভিসের পুরো ব্যাপারটাই খোরাক মনে হয়েছে তাই ওপরের কথাগুলো বললাম। আগে হাজারবার বলেছি তাও আর একবার রিপিট করলাম। ডিসিদা না কে যেন প্রীমিয়াম সার্ভিসের জন্য বা আইআরসিটিসির জন্য পয়সা বেশী দিতে চাইছিলেন তাঁকে কোন ব্যক্তিগত আক্রমন করছি না কিন্তু, তিনি যেই হোন তাঁর চাহিদা শুনে হাসছি কেবল। অপরাধ হয়ে থাকলে মাপ করবেন।

    নেটের স্পীডের জন্য বেশী পয়সা আমি তখনই দেব, যদি সেই সাইট আমার এই (সরু) নেটে খোলা সম্ভব না হয়, তার জন্য এমন কোন নেট নিতে হয় যার টেকনোলজিটাই আলাদা এবং সেটা চালানোর খরচ বেশী। খরচটা কেন বেশী সে কারনটা আমার বোধগম্য এবং আমি সেই কারন ও তার ব্যখ্যার সঙ্গে একমত। কিন্তু আইআর সিটিসি বা ইউ টিউব বা পানু সাইট তো আর অন্য কোন প্রোটোকল ব্যবহার করে না। যা খোলা সম্ভব তা সব নেটেই খোলা সম্ভব। স্পীড নির্ভর করবে কেবল আমার নেটের টেকনোলজির ওপরে, আমার নেটওলার পরিকাঠামোর ওপরে। নেটওলা যদি ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করে সেই বাধা দূর করতে বেশী পয়সা চায়, টিকিট কাটার সরকারী রেলওয়ে এজেন্টের মত, তবে পয়সা তো দেবই না উল্টে বেদম কলরব করব। ডাটা ক্যাপ পরানোর সময় কলরব করেছিলাম কারো কানে পৌঁছতে পারি নি। এখনও আবার করব, কারো কাছে পৌঁছক বা না পৌঁছক।

    স্পীড পোস্টে ধরুন ৫০ টাকায় ২০০ গ্রাম কাগজপত্র দু দিনের মধ্যে ভারতের যে কোন স্পীড পোস্ট সুবিধাসম্পন্ন অঞ্চলে পৌঁছান সম্ভব। ২০০ গ্রামে কতগুলো পোস্টকার্ড় হয়? তার খরচ এবং পৌঁছানোর সময় কত হওয়া উচিত? মানছি স্পীড পোস্টের মত হবে না। কিন্তু একটা পোস্টকার্ড কোথাও পৌঁছতে কত সময় লাগে ধারনা আছে নিশ্চয়ই। আজকাল আর বেশীভাগ ক্ষেত্রে পৌঁছায়ই না। …...কী করা যাবে, পৌঁছাচ্ছেই না যখন বেশী টাকার প্রীমিয়াম সার্ভিস নিন।
    নেওয়ার লোকও সঙ্গে সঙ্গে তৈরি। প্রশ্ন করার লোক কিছু কম আছে। যাঁরা আছেন তাঁরাও সনাতন ব্যাগড়াপন্থী হিসেবে চিহ্নিত।
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:০৮673932
  • "আমার তো সাড়ে আটশো এমবি থ্রিজি স্রেফ ফেসবুক, হোয়াটস্যাপ আর গুরু করেই খতম হয়ে যায়।"

    বলেন কি মহায়! আমি তো মাসে তিনশো এমবি মোবাইল ডাটা ফুরোতে পারিনা, যেটুকু ফুরোয় তাও গুগল ম্যাপ দেখতে গিয়ে! এইবারে বুঝসি আপ্নেরা নেট নিউট্রালিটি নিয়ে এতো ব্যস্ত কেন :p

    "ডিসিদা না কে যেন প্রীমিয়াম সার্ভিসের জন্য বা আইআরসিটিসির জন্য পয়সা বেশী দিতে চাইছিলেন তাঁকে কোন ব্যক্তিগত আক্রমন করছি না কিন্তু, তিনি যেই হোন তাঁর চাহিদা শুনে হাসছি কেবল। অপরাধ হয়ে থাকলে মাপ করবেন।"

    k আমাকে ডিসি বলেও ডাকতে পারেন, দা বলার কিছু নেই ঃ-) আমি শুধু আমার নিজের জন্য বলছিলাম, তা ঠিক নয়। আমাদের অফিসের সেলস টিমের লোকজন প্রচুর এদিক ওদিক ট্রেনে করে যায়, ফলে আমাদের আইআরসিটিসির থেকে অনেক বুকিং করতে হয়। তাই তাড়াতাড়ি আইআরসিটিসি খোলা, বিশেষ করে তৎকালের জন্য, এটা আমাদের বড়ো চাহিদা। অনেক সময়ে এমনও হয় যে আমার টিমে কেউ আমাকে ফোন করলো, হায়্দ্রাবাদ যাওয়ার ট্রেন টিকিট পাচ্ছিনা, তো আমি ফ্লাইট অ্যাপ্রুভ করে দিলাম। এটা জেনেও যে এই ওভারহেডটা আমার অ্যাকউন্ট থেকেই বেরোবে। কাজেই বুঝতেই পারছেন, যদি আমি কুড়ি বা চল্লিশ টাকা এক্স্ট্রা দিয়ে এয়ারটেলের থেকে প্রেফেরেন্সিয়াল সার্ভিস কিনতে পারি তো আমার তাতে লাভই হয়। এয়ারটেল হোক, বা আইআরসিটিসি, বেশী স্পিডের সার্ভিস কিনতে পারলে আমার লাভ। এবার আইআরসিটিসি কেন নিজেদের সার্ভিস ইমপ্রুভ করেনা সে অনেক বড়ো প্রশ্ন, ওসব প্রশ্ন করে আমার লাভ নেই। বরং আইআরসিটিসি বা এয়ারটেল যদি ফাস্ট অ্যাপ বাজারে ছাড়ে যেটা বেশী দাম দিয়ে কিনে আমি ঝটপট টিকিট কিনতে পারি, তাতে আমার লাভ। আমার মতো আরো অনেক বিজনেস নিশ্চয়ই আছে যারা এরকম নানান ধরনের প্রিমিয়াম সার্ভিসে আগ্রহী, কারন তাতে আল্টিমেটলি তাদের লাভই হচ্ছে। এই তো হলো ব্যাপার।
  • d | 24.97.194.61 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:১০673933
  • আই আর সি টি সি থেকে টিকিস কাটলে আবার একটা ৫০ টাকা কনভিনিয়েন্স ফী নেয়।

    তবে পয়সা কালেকশানের বাক্স বসিয়ে রাখলে যে বেশ বড় সংখ্যক লোক কিছু দিত না সে নিয়ে কোনও সন্দেহই নাই। যেমন দিব্বি স্যুটেড ব্যুটেড লোক, পকেটে স্মার্টফোন নিয়েও লোকাল কাউন্সিলার না কাকে ধরে যেন ২৫ টাকার মান্থলি কাটে, তেমনি বহু লোক স্রেফ ৫ টাকা বাঁচানোর জন্য এক বা দুই স্টেশান উজিয়ে বিনা টিকিটে এসে মান্থলি কাটে।
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:১৬673935
  • আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমি অ্যাজ আ কনজিউমার বেশী পয়সা দিয়ে প্রিমিয়াম সার্ভিস চাইতেই পারি। আর সেই চাওয়াকে আমি খুব ভালোমতো বিজনেস কেস দিয়ে জাস্টিফাইও করতে পারি। কিন্তু এই বিজনেস ডিমান্ড গুলো কি নেট নিউট্রালিটির পক্ষে না বিপক্ষে? বিপক্ষে হলে তো মুশকিল, কারন তার মানে আপনি বলছেন ইন্টারনেটকে বিজনেসের কাজে লাগানো যাবেনা, বা ব্যবসায়ীরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারবে না।
  • যম | 193.90.36.145 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:১৬673934
  • সিঙ্গেল ক এর সঙ্গে একমত। আই এস পির হাতে কন্ট্রোল ছাড়লে একসময় নরমাল সার্ভিস বলে কিছু থাকবে না, শুধু প্রিমিয়াম সার্ভিস। তারপর আসবে প্রিমিয়াম এর প্রিমিয়াম।

    একটা ঘটনা মনে পড়ল। বহু বছর আগে একবার তারাপীঠ গিয়েছিলাম। কোনো এক তিথিতে সকালে মন্দিরে ঢোকার বহু লম্বা লাইন। সেই লাইন পেরিয়ে পৌছাতে কয়েক ঘন্টা লাগবে। সেইসময় কিছু পান্ডা মিলে হেঁকে হেঁকে লোকপিছু ৩০ টাকা নিয়ে প্রিমিয়াম লাইন তৈরী করলো। একটু সময় পর দেখা গেল, নরমাল লাইন এর ৯০-৯৫% লোক টাকা দিয়ে প্রিমিয়াম লাইনে চলে এলো, আর প্রিমিয়াম লাইন এ দাঁড়িয়ে মন্দিরে পৌছাতে কয়েক ঘন্টাই লাগলো। মাঝখান থেকে কোনো সার্ভিস ইমপ্রুভ না করে, ফেসিলিটি ইমপ্রুভ না করে পান্ডারা ৪০-৫০ হাজার টাকা ইনকাম করে নিল। আর একবার প্রিমিয়াম সার্ভিস চালু হয়ে গেলে আর নরমাল সার্ভিস এ ফেরার উপায় নেই। সেই লাইন/সার্ভিস পান্ডারা আগেই বন্ধ করে দিয়েছে।

    একই ঘটনা প্রোভাইডাররা ঘটাতে চাইছে নেট নিউত্রালিটির বিপক্ষে।
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:১৯673936
  • "তবে পয়সা কালেকশানের বাক্স বসিয়ে রাখলে যে বেশ বড় সংখ্যক লোক কিছু দিত না সে নিয়ে কোনও সন্দেহই নাই।"

    হিহি, পয়সা কালেকশানের বাক্স বসালে আমি লাইফে কখনো টিকিট কাটবো না। স্টুডেন্ট লাইফে বহু বহু বার ট্রেনের টিকিট না কেটে যাতায়াত করেছি। চান্স পেলে এখনো কাটবো না, ট্রেনের টিকিট কাটি একমাত্র টিটির হাতে ধরা পড়ার ভয়ে :d
  • যম | 193.90.36.145 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:৩৮673938
  • "আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমি অ্যাজ আ কনজিউমার বেশী পয়সা দিয়ে প্রিমিয়াম সার্ভিস চাইতেই পারি। আর সেই চাওয়াকে আমি খুব ভালোমতো বিজনেস কেস দিয়ে জাস্টিফাইও করতে পারি।"
    ------------------------

    সেক্ষেত্রে যে অ্যাকচুয়াল সার্ভিস দিচ্ছে তার টাকা পাওয়া উচিত। যেমন ধরুন জিমেল-এর নরমাল আর প্রিমিয়াম ভার্সন। কিন্তু এখানে "মিডলম্যান" পান্ডাদের মত আই এস পি প্রোভাইডাররা ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করছে।

    অন্যভাবে দেখুন, আপনি জিমেল-এর প্রিমিয়াম মেম্বার হলেও যেহেতু এয়ারটেল এর মেলপ্যাক (এইরকম কিছু একটা ভেবে নিন) কেনেননি আপনার জিমেল সার্ভিস স্লো। অন্যদিকে আর এক জিমেল এর নরমাল ভার্সন নিয়েও মেলপ্যাক এর জন্য ভালো সার্ভিস পাচ্ছে। এখানে পান্ডাগিরিটা বুঝতে পারছেন?
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:৪৫673939
  • যম, এমনিতে পান্ডাগিরিটা বুঝতে পারছি। কিন্তু যদি এয়ারটেল আর জিমেল পার্টনারশিপ করে একটা কোব্র্যান্ডেড প্রোডাক্ট ছাড়ে, যেটা কিনলে আমার ইমেল নর্মাল ইমেলের থেকে তাড়াতাড়ি ডেলিভার হবে, তাহলে? আমি চাই ক্লায়েন্টের কাছে আমার চিঠি যেন তাড়াতাড়ি পৌঁছায়, তাহলে এরকম সার্ভিস কিনলে তো আমার লাভ হয়!

    আর মিডলম্যান তো পৃথিবীর সব ব্যবসাতেই টাকা পায়! তা নাহলে তো চ্যানেল সেলসের কনসেপ্টটাই থাকতো না! বা ডিলারশিপ বলে কিছু থাকতো না, কোম্পানি ডায়রেক্ট প্রোডাক্ট/সার্ভিস বেচতো।
  • Arpan | 233.228.186.254 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:৪৭673940
  • পয়সা কালেকশনের বাক্স না, ওটা একটা চরম অ্যানার্কিস্ট আইডিয়া, কিন্তু ইউকেতে দেখেছি ট্রেনে উঠে টিটির কাছে আরামসে টিকিট কাটা যায়। আরেকটা উপায় হল শহরের বেশ কিছু জায়গায় টিকিট কাটার মেশিন বসানো, সেখানে ক্যাশ বা কার্ডে পেমেন্ট করলে নিজে থেকেই টিকিট প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। যেভাবে আজকাল ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা যায়।
  • Arpan | 233.228.186.254 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:৫৩673941
  • ডিসি, প্রিমিয়াম সার্ভিস আমি কাস্টমার হিসেবে পছন্দই করব, কিন্তু মুশকিল হল সার্ভিসটা ঠিক কী হবে সেটা ইন্ডিয়াতে কাস্টমার কোনভাবেই ঠিক করে না। ঠিক করে অলিগোপলিতে চলা সার্ভিস প্রোভাইডার। এই ধরুন আমি চাইলাম শুধু স্পোর্টস চ্যানেল আমি আমার ডিটুহেইচ পরিষেবার মাধ্যমে দেখব। কিন্তু তার জন্যেও আপনাকে একটা বেস প্যাকেজ নিতে হবে, যার ৯০% চ্যানেল আপনি হয়ত কোনদিনই দেখবেন না।
  • যম | 193.90.36.145 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:৫৫673942
  • ডিসি সেটা হবে তখনই যদি competitor সাইট ফেয়ার ডিল পায়। এটা হবে যখন আমাকে বেসলাইন এগ্রিমেন্ট-এর থেকে ভালো সার্ভিস দেবে।

    যেমন, আমি ২ এমবিপিএস স্পিড নিলে নরমাল সাইট ২ এমবিপিএস-এ খোলা উচিত, মেলপ্যাক ২ এমবিপিএস+ এ খোলা উচিত। কিন্তু এয়ারটেল কি করছে, মেলপ্যাক দিচ্ছে দেড় এমবিপিএস আর নরমাল সার্ভিস দিচ্ছে হাফ এমবিপিএস।

    এই দুনম্বরী ব্যবহার আগে স্ট্রিক্ট করা দরকার।
  • Abbe Plumpness Calm | 47.228.105.78 | ২৪ এপ্রিল ২০১৫ ১৯:৫৬673943
  • ডিসি একটা জিনিস ভুলে যাচ্ছেন যে আপনার বিজনেসের চেয়েও বড় বিজনেস আরো বেশি টাকা দিয়ে আরো প্রেফারেনশিয়াল ট্রিটমেন্ট পেয়ে ট্রেনের সব টিকিট আরো আগে কেটে ফেলতে পারেন। এই প্রিমিয়াম সার্ভিসের শেষ কোথায় হবে?

    তারপরেও ফ্রীডম অফ ইনফরমেশন সংক্রান্ত প্রশ্নগুলো বাকি থাকে, সেগুলো আপাতত তুলছি না।
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ২০:১৫673944
  • অর্পন আর যম, একমত, ঠিকঠাক নিয়মকানুন চালু করা অবশ্যই উচিত। আমি তো অন্তত মনে করি কে কিভাবে ব্যবসা করবে সেটা না ঠিক করে সরকারের উচিত ব্যবসাটা ঠিকমতো রেগুলেশন করা। সেটা করতে পারলে কনজিউমার এমনিতেই সঠিক ভ্যালুর সার্ভিস পাবে।

    Calm, কিন্তু সেটা তো হয়ই! ইন্টারনেটের বাইরে এমনি দুনিয়ায় যার যতো ফিনান্সিয়াল স্ট্রেংথ তার ততো বেশী মার্কেট পাওয়ার। এবার এমন যদি হয় যে ইন্টারনেটে সেটা আটকানোর চেষ্টা হচ্ছে আর সেটার নাম নেট নিউট্রালিটি, তাহলে সেটা ভালো উদ্যোগ। তবে আমার সন্দেহ এরকম উদ্যোগ বোধায় টিঁকবে না, কারন ব্যবসায়ীদের বেশীদিন আটকানো মুশকিল।
  • Arpan | 233.228.186.254 | ২৪ এপ্রিল ২০১৫ ২০:২৭673945
  • ডিসি, সেই কারণেই তো ট্রাই এর কাছে চিঠিচাপাঠি পিটিশন ইঃ চলছে।
  • Abbe Plumpness Calm | 47.228.108.6 | ২৪ এপ্রিল ২০১৫ ২০:৩১673946
  • ডিসি বোধহয় ইউরোপে মাইক্রোসফট অ্যান্টিট্রাস্ট কেসগুলোর খবর রাখেন না, বা ওপেন সোর্স মুভমেন্টেরও। অবশ্য আশ্চর্য হই নি।
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ২০:৪১673947
  • না এগুলো সেরকম জানিনা, আমি কম্পু লাইনের লোক না ঃ-( এই রিসেন্টলি হৈচৈ হওয়ার আগে নেট নিউট্রালিটি ব্যাপারটাই জানতাম না।
  • dc | 132.164.239.47 | ২৪ এপ্রিল ২০১৫ ২০:৪২673949
  • ওপেন সোর্স জানি, যেটা ফ্রিতে সফটওয়ার ডাউনলোড করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন