এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পায়ের তলায় সর্ষে - ভ্রমণ ও যাবতীয় ভুলভাল

    Sayantani
    অন্যান্য | ১৯ এপ্রিল ২০১৫ | ৬৩৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Sayantani | 126.203.188.217 | ১৯ এপ্রিল ২০১৫ ২০:৪৫673975
  • ভ্রমণের সঙ্গে ভ্রমের কি কোনও সম্পর্ক আছে? আমার তো মনে হয় আছে, খুবই নিকট সম্পর্ক। নাহলে প্রতিবার বেড়াতে গিয়ে গণ্ডগোল পেকে যায় কেন বলুন তো? নিন্দুকে অবশ্যি বলে আমার অগোছালো,অন্যমনষ্ক, বাউন্ডুলে মার্কা স্বভাবই এর জন্য দায়ী কিন্তু সেসব কথায় আমি কান দিইনা! আমার মোটেই অমন “কাকে কান নিয়ে গেল” মার্কা অভ্যাস নেই! এই তো সেবার রোমে গেলাম, আর গিয়ে শুনি... যাকগে, শুরু থেকেই শুরু করি বরং।
    বার্লিন গেছি পড়াশুনো করব বলে, তা ভেবে দেখলাম, ইউরোপে থেকে যদি দু চাট্টে জায়গা না ঘুরে ফিরে যাই, তবে লোকেই বা কি বোলবে, আর আমিই বা দেশে ফিরে গপ্পগাছা করব কি! তাই ভেবে স্থির করা গেল অন্তত রোম আর প্যারিস তা যেতেই হবে। তা ইতালীয় প্রিয় বান্ধবী বুদ্ধি দিলেন, গরম পড়ে যাওয়ার আগে রোম ঘুরে আসাই ভাল। দুরুদুরু বুকে বুকিং শুরু করা গেল, কিন্তু সমস্যা হল আমার ক্রেডিট কার্ড নেই তাই নেট বুকিং করতে এক জার্মান বন্ধুর শরণাপন্ন হলাম। তিনিও খুব উৎসাহ ভরে একটি সস্তা ও সুন্দর লেডিজ হোস্টেল বুক করে দিলেন দেখে শুনে (এবং আমাকে এক গাল হেসে জানালেন জায়গাটা লেসবিয়ান ফ্রেন্ডলি... আমি যদি এক্সপেরিমেন্ট করতে চাই...)। এই সব গুরুতর আলোচনার মধ্যেই ডেট এন্টার করে কনফারমেশন সহ মেল এসে গেল, আর সেই অনুযায়ী ফ্লাইটের টিকিটও কেটে নিলাম।
    নির্দিষ্ট দিনে পিঠে রাকসাক তুলে রওয়ানা দেওয়া গেল।না, আমি প্লেন মিস টিস করিনি, দিব্যি দের ঘণ্টার মধ্যে ফিউমিচিনি এয়ারপোর্ট। আমার হোস্টেল হল পোপের দেশে, মানে এয়ারপোর্ট থেকে প্রথমে ট্রেন আর তারপর বাস ধরে যেতে হবে। টুরিস্ট এনকুয়ারি তে ঢুকে একটা ম্যাপ বাগালাম, এবং হ্যান্ডসাম ইতালিয়ান কর্মী বুঝিয়ে দিলেন কিভাবে হস্টেলে যেতে হবে। (কেউ ভিসা চেক করলেন না, যদি করতেন... যাকগে সে অন্য গপ্প।)
    ম্যাপ কে অক্ষরে অক্ষরে ফলো করে ঘণ্টা খানেকের মধ্যেই ভ্যাটিকানের কাছে... উফফফ সে কি রোমাঞ্চ!! মানে ইতিহাসের ছাত্রী, থাকি এক গরীব দেশে, আর সেই আমিই কিনা রোমের পথে পিঠে ব্যাগ নিয়ে গটগট করে হেঁটে যাচ্ছি?? নিজেই একটু নিজের পিঠ চাপড়ে নেব কিনা ভাবতে ভাবতেই এঞ্জেল দের ব্রীজ পেরিয়ে পৌঁছে গেছি হস্টেলে... ভারী পছন্দও হয়ে গেছে পুরনো পাথর দিয়ে বানান ছিমছাম হস্টেলটা। ইউরোপ হলে কি হয়, রোমে বড় গরম, আর হিউমিডিটি বোধহয় কলকাতার সাথে প্রতিযোগিতা করার মত। বাব্বাঃ হোস্টেলে ঢুকে নিশ্চিন্তি... এইবার চেক ইন করে স্নান, তারপর বারনিনীর পরীদের সাথে ভাল করে ভাবসাব করা যাবে। এই না ভেবে খুব স্মার্ট পায়ে রিসেপ্সন এ গিয়ে সুন্দরী ইতালিয়ান মহিলা কে মিষ্টি করে হাই বলে বললাম আমার বুকিং আছে। তিনি নাম্বার জিগেস করলেন, আমি কি ভড়কাবার মেয়ে, পকেট থেকে ফোনটি বের করে বলে দিলাম নাম্বার। খুসিমনে সেটি কম্পুটার এ ভরে মহিলা হঠাৎ স্থানু... যাহ্‌ বাবা, হল কি? মাশকারা শোভিত দু চোখ তুলে অবাক বিস্ময়ে আমার দিকে তাকালেন (মানে, নাকে কালি টালি লেগেছে নাকি?? একটু কনশাশ হয়ে পরলাম...) এমন সময় খুব দুখি স্বরে তিনি বললেন, হ্যাঁ বুকিং ত আছে, কিন্তু সে ত আগামি মাসের ২৬ শে!!!
    ...... এরপর? না যেমন শারুক খান বলেছেন, শেষ পর্যন্ত সব ঠিক না হয়ে গেলে সেটা শেষই না... সেই মত কিছু কাঠখড় পুড়িয়ে সেদিন ওই হোস্টেল এবং পরেরদিন অন্যত্র জায়গা পেলাম।(পরের জায়গাটা একটু ঘিঞ্জি এলাকায় আর রিসেপ্সনিস্ট আমাকে প্রথম দিনই বল্ল “I know India. Saruk kaan. Chaammak chalo” এবং রোজ আমাকে দেখলেই বলত “hey chammak chalo, my duty is off in an hour, let’s go out? “ ) কিন্তু মোটের উপর প্রথম বিদেশ ভ্রমনের অভিজ্ঞতা হল, বাংলায় যাকে বলে ওওসাম! (অবশ্য সিস্টিন চ্যাপেল ও কলোসিও দেখার বিনিময়ে আমি ফুতপাথেও থেকে যেতাম...) তবে এই যে কাণ্ডটা ঘটল, এতে আমার কি দোষটা ছিল, বলুন দেখি??
  • Abhishek Mukherjee | ১৯ এপ্রিল ২০১৫ ২১:৩৪673986
  • সুন্দর, ছবির মত লেখা। আরও লেখ্‌।
  • Lama | 126.193.137.150 | ১৯ এপ্রিল ২০১৫ ২১:৫৪673997
  • চমৎকার হচ্ছে। আশা করি এখানেই শেষ নয় (মানে, অনেক লেখককে থেকে থেকেই ল্যাদ খেয়ে যেতে দেখি কিন)। একটা গোটা সিরিজের অপেক্ষা রইল।

    পুনশ্চঃ আগামী মাসের একই তারিখে বুকিং থাকার ব্যাপারটা আমার কমন পড়ল। অবশ্য পৃথিবীর ৯০% লোকের ৯০% অভিজ্ঞতার সঙ্গে আমার কিছু না কিছু কমন পড়ে। কি আর করা যাবে!

    মোটের ওপর, দিব্য লেখা।
  • Sayantani | 126.202.223.234 | ১৯ এপ্রিল ২০১৫ ২১:৫৯674008
  • অভিষেক দা, তুমি ভালো বললে, ইয়ে একটু লজ্জা পেলাম। আর বানান খানিক ছড়িয়েছি :-/
    লামা, এরপর পারি লিখব। আর তোমার অভিজ্ঞাতা র ঝুলি তো জাস্ট অসামান্য :)
  • aranya | 154.160.226.92 | ১৯ এপ্রিল ২০১৫ ২২:১৫674013
  • সুন্দর লেখা। কদিন আগেই রোম ঘুরে আসার কারণে আরও ভাল লাগল
  • Sayantani | 126.203.136.155 | ১৯ এপ্রিল ২০১৫ ২৩:৩৫674014
  • ধন্যবাদ, অরন্য
  • se | 87.59.50.19 | ২০ এপ্রিল ২০১৫ ০২:০৫674015
  • রোমান হলিডে আরো হোক। পড়ছি।
  • Sayantani | 126.203.219.64 | ২০ এপ্রিল ২০১৫ ০২:১৫674016
  • এই রে রোমান হলিডে ই চাই? আমি ভাবছিলাম যে last tango in Paris লিখব? ;) যাই হোক , ধন্যবাদ :)
  • | ২০ এপ্রিল ২০১৫ ০৮:২০674017
  • দেকি! এইটুকুনি কেন? আরেকটু লিখুন।
  • Sayantani | 122.79.35.136 | ২০ এপ্রিল ২০১৫ ১১:২৫673976
  • Na eta kromosho likhbo bhebrchu, dewa:)
  • Sayantani | 122.79.35.136 | ২০ এপ্রিল ২০১৫ ১১:২৬673977
  • Bhebechi.. Uff kisab likhlam
  • raj | 105.187.32.35 | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩৮673979
  • Aha besh besh... Besh vlo... :)
    Er sathe flight miss hle sonay sohaga hye jto puro... ;)
  • raj | 105.187.32.35 | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩৮673978
  • Aha besh besh... Besh vlo... :)
    Er sathe flight miss hle sonay sohaga hye jto puro... ;)
  • ছাগলছানা | 138.42.80.124 | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৬673980
  • আহা ঐসব "গুরুতর আলোচনা" এর মাঝে এসব কনফার্মেশন এ বুকিং এর দিন, খন দেখে নেবার মত ভুল হতেই পারে।
  • সে | 188.83.87.102 | ২০ এপ্রিল ২০১৫ ১১:৫৪673981
  • হ্যাঁ হ্যাঁ রোমান হলিডে তো চাইই, সেই সাথে পুনশ্চ পারী ও চাইই চাই।
  • Sayantani | 122.79.38.67 | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৬673982
  • Raj Chatterjee: gorib scholar Bhai, miss korle r jawa hoto Na :(
    Chagolchana- bolun to? Mane eshab life changing decision er bhire tushchu ekta date mone thake?? Tobe pore Ami o Amar German bondhu porer boshe dekhe chilam Italian e mash er nam thaka tei onurup gublet hoechilo :দ
    She : tahole to likhtei hochhe :)
  • কেডি | 74.233.173.152 | ২১ এপ্রিল ২০১৫ ০১:০৬673983
  • দু দু'টো বন্ধুর (ফ্যামিলি সমেত) কেসে (বিভিন্ন সময়ে) এই ঘটনা ঘটতে দেখেছি। দমদম থেকে ফ্লাইট ধরতে গিয়ে শুনলো ওদের ফ্লাইট আগের দিনের - সাহেবরা যে রাত বারোটার পর তারিখ এগিয়ে দেয়, খেয়াল করে নি।
  • কেডি | 74.233.173.152 | ২১ এপ্রিল ২০১৫ ০১:০৬673984
  • দু দু'টো বন্ধুর (ফ্যামিলি সমেত) কেসে (বিভিন্ন সময়ে) এই ঘটনা ঘটতে দেখেছি। দমদম থেকে ফ্লাইট ধরতে গিয়ে শুনলো ওদের ফ্লাইট আগের দিনের - সাহেবরা যে রাত বারোটার পর তারিখ এগিয়ে দেয়, খেয়াল করে নি।
  • Sayantani | 122.79.36.22 | ২১ এপ্রিল ২০১৫ ০৬:৪৫673985
  • Ekhane abashyo Ami nijo gunei...he হে
  • সে | 188.83.87.102 | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৮673987
  • আর লেখা কই? অপেক্ষা করছি তো।
  • Sayantani | 126.203.201.24 | ২১ এপ্রিল ২০১৫ ১৬:৪৫673988
  • সে, এবং অন্য সবাই, চাপ চলছে, কাল আশা করি লিখতে পারব। সরি!
  • Sayantani Adhikary | ২৩ এপ্রিল ২০১৫ ০২:২২673989
  • অতঃপর রোমে:
    একটু পিছনে ফিরি, যাকে বলে recap। জানা গেল, আমার বুকিং ডেট একমাস পর, এবং, হোস্টেল এ একদিন এর জন্য জায়গা হবে, তার পরদিন থেকে সবই বুকড। জীবনে প্রথম নিজেকে মনে হলো সীতা কিন্তু আমা হেন পাপিস্ঠার জন্য ধরণী দ্বিধা টিধা হলো না! অবশ্য পোপের দেশ তো, ঐখানে বোধহয় রাম বাবুর অত হোল্ড নেই!
    যাকগে, ওদিকে তো ঘাবড়ে গেছি, কিন্তু বীর এর মত প্রশ্ন করলাম, তাহলে কি করা যায়? কোনো সাজেশন? ভদ্রমহিলা বললেন, এই তো, এইখানে বসেই নেট বুকিং করে নিন, wi fi আছে তো। আবার নেট বুকিং? আরে ক্রেডিট কার্ড কোথায় পাব? যাকগে, wi fi এর দৌলতে অন্তত কোন হোস্টেল এ জায়গা আছে সেগুলো বের করা গেল। মাথায় উঠলো ঘোরাঘুরি, কোনমতে খেয়ে উর্দ্ধশ্বাসে ছুটলাম ঘর বুক করতে। অবশ্য হোস্টেলে এক অচেনা মার্কিনি আমাকে বলেছিল যে ঘর না পেলে আমি তার ঘর শেয়ার করতে পারি, কারণ তার বোন ব্যালে পারফরমেন্স এর রিহার্সাল দিচ্ছে তাই ট্রুপ এর সাথেই থাকছে! এইখানে সেই নাম ভুলে যাওয়া মেয়েটিকে একটা ধন্যবাদ দিয়ে রাখি, ওই সময় তাকে আমার literally দেবদূত মনে হযেছিল! যাই হোক সেকেন্ড টাইম লাকি হযে প্রথম হোস্টেলেই ঘর পাওয়া গেল, যদিও, সে ঘর এই হোস্টেল এর মত অত ভালো না! যাকগে কি আর করা যাবে! এইবার তাহলে বেড়ানোর প্ল্যান! একটা সুবিধা হলো সামার এ ওদেশে রাত ১০ ta অবধি আলো থাকে, কিন্তু অসুবিধা দ্বিবিধ - এক নম্বর অসুবিধা ট্রান্সপোর্ট ও সিকিউরিটি জনিত (আমাকে সবাই পই পই করে বলে দিয়েছিল, রোমে অতি নচ্ছার জায়গা, চোর ও ঠগ গিজগিজ করছে, তাই সাধু সাবধান) আর তার চেয়েও বড় ঝামেলা হলো, রোমান ফোরাম বা Colosseum বা ভ্যাটিকান মিউসিয়াম বন্ধ হযে যায় তার অনেক আগেই! এমনকি, খাবার দোকান বা বাস এর টিকেট এর দোকান ও বন্ধ হয়ে যায়, সেটা পরে হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।
    যাইহোক, সেদিনকার মত যথেষ্ট ম্যাড-ভেঞ্চার হযেছে এই বলে মানে মানে ফেরা গেল এঞ্জেল দের ব্রিজ এর ধারে- তখন সবে সূর্য্য ডুবু ডুবু, আর সারাদিন এর ক্লান্তি দূর করা একটা ফাটাফাটি tuscan সূর্যাস্ত দেখা গেল। সে রকম রং আমি কোনদিন দেখিনি, মানে কোনও কোম্পানির রঙের বাক্সে এত রং হয়না বোধহয়! আর সেই রং এসে পড়ছে castle Sant 'Angelo র ডানা মেলা পরি আর আকাশে লাফ দেওয়া ঘোড়া দের উপর। আরেকটু দুরে, St Peter 's Basilica র চূড়া ঝলমলিয়ে উঠেই মোমবাতির পেলব আগুন হযে গেল - তিবের নদীর ধারে জ্বলে উঠলো লন্ঠন এর মত সব আলো! এসব দেখে দেখতে মাথা ঠান্ডা হযে এলো, ঠিক করে নিলাম, যে দেড় দিন এখানে আছি, তার মধ্যে ভ্যাটিকান মিউসিয়াম ও পোপের কর্মভূমি দেখে নিতে হবে, কারণ, পরের হোস্টেল টা শহরের অন্যদিকে, ঐদিক থেকে Colosseo , ইম্পেরিয়াল ফোরাম প্রভৃতি দেখতে সুবিধা হবে! হাতে আছে মাত্র সাড়ে তিন দিন, ওদিক দেখার জিনিস এর সংখ্যা অগুন্তি। শেষ করে উঠতে পারলে হয়, বিশেষত নিজের বোকামির জন্য অর্ধেক দিন নষ্ট! তখন কি জানতাম, ভুল আগে অর ভী বাকি হ্যায় মেরে দোস্ত?
    পুনশ্চ: বলতে ভুলেছি, fb মারফত পরের দিন সাতসকালে খবর পাওয়া গেল, আমার প্রাক্তন পার্টনার ও তার নব বিবাহিতা স্ত্রীও ঐসময় রোমে!! এবং, নিকট জনেরা যার পর নাই চিন্তিত যে মুখোমুখি দেখা হয়ে গেলে আমার কতটা খারাপ লাগবে!! কিন্তু আমার তখন ওই নিয়ে মাথা ঘামাবার সময় নেই, pact schedule - ভ্যাটিকান মিউসিয়াম আর বাসিলিকা দেখে যেতে হবে কলোসিয়াম দেখতে! কোনো মতে হোস্টেল এ ব্রেক ফাস্ট করে, যথোপযুক্ত পোষাক পরে (আজ্ঞে হ্যা, পোপের সাথে দর্শন হোক বা না হোক, শর্টস বা অন্য 'revealing' পোষাক পরে যাওয়া মানা) পোপের বাড়ির দিকে!
  • Lama | 160.107.178.185 | ২৩ এপ্রিল ২০১৫ ০৬:৩৭673990
  • রোমাঞ্চকর!!!
  • Sayantani | 122.79.39.147 | ২৩ এপ্রিল ২০১৫ ০৬:৪৩673991
  • Romancho sabe to shuru
  • সে | 188.83.87.102 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:১৭673992
  • জমে গেছে। এট্টু হাত চালিয়ে... :-)
  • de | 69.185.236.51 | ২৪ এপ্রিল ২০১৫ ১৭:২৩673993
  • ভাটিকানে তো সব রকম ড্রেস পরেই যাওয়া যায় - মানে যেতো!
  • Sayantani | 126.202.192.156 | ২৪ এপ্রিল ২০১৫ ২০:৩৯673994
  • আমি গেছিলাম ২০১৩, যাওয়ার আগে ইন্টারনেট মারফত খবর পেয়েছিলাম যে কাঁধ বা হাঁটু ঢেকে যেতে হবে! লাইন এও দেখলাম একটি মেয়েকে হল্টার টপ এর উপর শার্ট জড়াতে হলো!
    সে, খুব চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারা যায়!
  • pi | 24.139.221.129 | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:৩৮673995
  • অনেকক্ষণ তো বেরিয়েছিস, এবার একটু পা চালা !
  • Lama | 125.187.35.16 | ২৪ এপ্রিল ২০১৫ ২৩:৫৩673996
  • 'একটু পা চালিয়ে ভাই' বইটা কার যেন লেখা?
  • Sayantani | 126.202.216.71 | ২৫ এপ্রিল ২০১৫ ২১:২৩673998
  • লামা, সুভাষ মুখোপাধ্যায়।
    জনগণ, এই weekend টা এ ক্ষমা করে দিন, দুটো presentation রেডি করতে হচ্ছে। কাল সময় পেলে চেষ্টা করব, তবে আশা কম
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন