এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টুক করে ক্যান্সার ধরা পরলে কী করবেন ?

    একক
    অন্যান্য | ০১ এপ্রিল ২০১৫ | ১১৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • একক | 24.99.137.238 | ০১ এপ্রিল ২০১৫ ২২:৩৩674806
  • টুক করেই ধরা পরে । আজ পেটজ্বালা কাল গলাজ্বালা এইসব চলতে চলতেই পরিচিত ডাক্তারবাবু একদিন সিরিয়াস মত হয়ে খানকয়েক টেস্ট লিখে দ্যান । পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকলে আগে থেকেই শুকনো মত মুখ করে টেস্ট গুলো করাতে হয় । তারপর অমুক চন্দ্র তুসুক কার্সিনোমা ইত্যাদি গালভারি নাম জেনে তক্ষুনি ভর্তি হয়ে যাওয়া বা বাড়ি ফেরা । অমুককে দেখালে হত -তমুক ডাক্তার কী এখন বসেন -চলো ভেলোর যাই -নাহ মুম্বাই -না থাক পিজি এইসব করতে করতে ক্রমশ শুকিয়ে হর্তুকি হয়ে যেতে যেতে সমস্ত জমানো টাকা -সার্টিফিকেট-লক্ষীর ঝাঁপি ভেঙ্গে মোটামুটি কারো তিন কারো সাত কারো একটু বেশি মাস ।

    আমরা তো সবকিছুর জন্যেই পিস্তুত থাকি । ক্যান্সার ধরা পল্লে কী করবেন ?
  • dd | 132.171.127.228 | ০১ এপ্রিল ২০১৫ ২২:৪৩674817
  • আমি আর আমার ইস্ত্রী - দু জনেই প্যাক্ট করে নিইছি। ক্যান্সার ধরা পরলে চিকিৎসা করাবো না।

    আর কিছু না - যে খর্চাপাতি হতে পারে সেটা ভাবলেই এখন থেকেই ক্যামোন এলিয়ে পড়ি। জাস্ট সম্ভব না।
  • dc | 132.164.180.118 | ০১ এপ্রিল ২০১৫ ২২:৪৯674828
  • আমি কয়েকদিনের জন্য পাহাড়ে কোথাও ঘুরে আসবো।
  • S | 160.148.14.8 | ০১ এপ্রিল ২০১৫ ২২:৫৪674839
  • সিদ্ধার্থ মুখার্জির Cancer: The Emperor of All Maladies বইটা একটা ডকুমেন্টারি চলছে PBS এ। আজ লাস্ট পার্টটা দেখানো হবে। ওয়েব্সাইট থেকেও দেখা যাবে। এই হল লিংক -
    http://www.pbs.org/kenburns/cancer-emperor-of-all-maladies/home/
  • একক | 24.99.137.238 | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৩৬674849
  • পরিবারে বা চারপাশে ক্যান্সারে সব মরতে থাকলে কেমন একটা গুটি গুটি এগিয়ে অসচে মনে হয় ।
  • | 132.171.94.15 | ০২ এপ্রিল ২০১৫ ০০:২১674850
  • "The glories of our blood and state
    Are shadows, not substantial things;
    There is no armour against Fate;
    Death lays his icy hand on kings:
    Sceptre and Crown
    Must tumble down,
    And in the dust be equal made
    With the poor crooked scythe and spade."

    : James Shirley
  • sm | 233.223.159.253 | ০২ এপ্রিল ২০১৫ ০০:২৬674851
  • ক্যান্সার ধরা পরার পর দু একটি জিনিস ভাবুন। কোন পদ্ধতিতে চিকিত্সা করবেন? হোমিওপ্যাথি হলে চিন্তা নাই। খরচা কম।
    কিন্তু, সাফল্য কতটা ভগা জানে।
    এলোপ্যাথি হলে, ঘাবড়ে না গিয়ে একটু পড়াশোনা করুন।দেখুন কোন কোন ক্যান্সার চিকিত্স্যায় ভালো সাড়া দেয়। সেগুলো হলে, ভালো ও বড় সেন্টার থেকে চিকিত্স্যা করান। অবশ্যই পকেটের হিসেব রাখবেন, আগে থেকে ইন্সিউওর করিয়ে রাখবেন; যতটা পারা যায়। কোথায় থামতে হয় জানবেন। একজন কে (?বাঁচাতে) গিয়ে, পরিবার শুদ্ধু পথে যেন না বসতে হয়।
    যাদের এখনো ক্যান্সার বা সেরকম কিছু হয়নি, তারা ওই বিষয়ক কাজ করে এমন এন জি ওর সঙ্গে যোগাযোগ রাখুন। এটা ভবিষ্যতে ঘাবড়ে যাওয়া বা প্যানিক করা সিচুএশন টা কমাতে সাহায্য করবে।
    দেশের ভালো চাইলে ইংল্যান্ডের এন এইচ এস এর মডেল ফলো করেন। ওখনে ক্যান্সারের জন্য প্রসিদ্ধ হাসপাতাল রয়াল মার্সদেন,ও বিভিন্ন হসপাইস সরকারের সাহায্য ছাড়াও, চ্যারিটির অর্থানুকুল্যে চলে। ম্যাক মিলন বা ক্যান্সারের জন্য স্পেশাল নার্স দের অর্থ এদের থেকেই আসে।
    আমাদের দেশেও দরকার এমনি কিছু হাসপাতাল আর হস পাইস।চিকিত্স্যায় সাড়া না দেওয়া প্রবল শারীরিক যন্ত্রনায় ভোগা রোগীদের জন্য এই হসপাইস গুলির ভূমিকা অনবদ্য।
    আমাদের দেশে যে যা পারেন ক্যান্সার বিষয়ক এন জি ও, এবং সোসাইটি গুলির নাম ধাম উল্লেখ করুন এবং নিজেরা জড়িয়ে পড়ুন। বাকি কাজ বিজ্ঞান করে দেবে।
  • Bhagidaar | 216.208.217.6 | ০২ এপ্রিল ২০১৫ ০০:৩৬674852
  • অবশ্যই অর্গ্যান ও স্টেজ বুঝে ব্যবস্থা। প্যানক্রিয়াটিক (যা কিনা বেশ এগিয়ে গিয়েই ধরা পরে) স্টেজ ফোর হলে যা ইচ্ছে যত খুশি ইচ্ছে খাব, না করা কাজ (তাজ মহল দর্শন) কিছু করার চেষ্টা করব। আর্লি স্টেজ টেস্টিকুলার/ওভারিয়ান/সর্ভাইকাল এসবে অন্য এপ্রোচ। চিকিত্সা করাব কিছু।
  • S | 160.148.14.8 | ০২ এপ্রিল ২০১৫ ০০:৪৬674853
  • ক্যানসারের জন্যে হোমিওপ্যাথিক চিকিৎসা করে সময় নষ্ট করার দরকার নেই। করা না করা সমান।
    আর ভবিষ্যতে ক্যানসারের চিকিৎসা পার্সোনালাইজড মেডিসিনের দিকে যাচ্ছে। মানে কারোর জেনেটিক মেকাপ অনুসারে চিকিৎসা ঠিক হবে। দেশে ডাক্তাররা এই অ্যাপ্রোচ কতটা ফলো করেন জানা নেই। কিন্তু এটা শুরু করা খুব দরকার।
    স্টেজ ফোরে এসে যা খুশি খাবার বা বেড়াবার সুযোগ খুব একটা পাওয়া যাবে বলে মনে হয় না।
  • Bhagidaar | 216.208.217.6 | ০২ এপ্রিল ২০১৫ ০১:০৪674807
  • তা দর দামই যদি করবেন তো বলি যে স্টেজ এ আর বিশেষ আশা নেই কিন্তু শারীরিক ক্ষমতা আছে। হয়ছে? ব্যাপারটা তো বুঝেছিলেন, নাকি?
  • b | 24.139.196.6 | ০২ এপ্রিল ২০১৫ ০১:১৭674808
  • দিদির ধরা পড়েছিলো। প্যাংক্রিয়াস, বেশ অ্যাডভান্সড স্টেজ। দিদি কেমোর দিকে যায়-ই নি। হরিদ্বার থেকে রামদেবের আয়ুর্বেদের ওষুধ এনে খেতো, আর কিছু মিশনারী সপ্তাহে একবার করে এসে কাউন্সেলিং করতেন, ব্যাথা কমাবার ওষুধ দিতেন। এইভাবেই সাত মাস নিজের টার্মে কাটিয়ে চলে গেলো।
  • ranjan roy | 24.99.169.180 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৩৬674809
  • মেডিক্লেম করানো আছে।
    কিন্তু এক্স্টার্নাল অর্গান এবং আর্লি স্টেজ হলে চিকি`ৎসা করাব , নইলে পেইন কিলার নেব। ক্যাসিনো গিয়ে জুয়ো খেলব। পছন্দের কিছু গান শুনব, কিছু সিনেমা দেখব।
    আর নাটক দেখব।
    পরিবারে ছোট ভাই, এক দাদা, তিন কাকিমা চলে গেল, বেশ হুড়মুড়িয়ে।
    তারপর থেকে সিনিক হয়ে গেছি।
    হোমিওপ্যাথিক শাস্ত্রে এর কোন চিকিৎসা নাই। কোন মেটিরিয়া মেডিকায় ল্যাখা নাই।
  • tania | 27.246.53.51 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৩৯674811
  • গত বছর ঠিক এই দিনটায় আমার বাবা চলে যান। ক্যান্সারে। এই টইয়ের পোস্টগুলো দেখে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। লিখব। খাতা খুলে রাখলাম।
  • S | 160.148.14.8 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৩৯674810
  • ভাগীদার,
    শারীরিক ক্ষমতা থাকলে তো খুব ভাল কথা। কিন্তু কতজনের থাকে? এক জন ক্যানসার পেশেন্টের লেখা পড়্লাম কদিন আগে, একজন নিউরোসার্জন উইথ মেটাস্ট্যাটিক লাং ক্যানসার, লিখেছেন -
    I emerged from the hospital weakened, with thin limbs and thinned hair. Now unable to work, I was left at home to convalesce. Getting up from a chair or lifting a glass of water took concentration and effort. If time dilates when one moves at high speeds, does it contract when one moves barely at all? It must: The day shortened considerably. A full day’s activity might be a medical appointment, or a visit from a friend. The rest of the time was rest.
    পুরো লেখাটা -
    Before I Go: A Stanford neurosurgeon’s parting wisdom about life and time

    http://www.washingtonpost.com/news/inspired-life/wp/2015/03/12/before-i-go-a-stanford-neurosurgeons-parting-wisdom-about-life-and-time/
  • bhagidaar | 106.2.247.250 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৫১674812
  • সেটাই ত বলছি। একদিন ধরা পড়ল পরের দিনই শয্যাশায়ী তা তো নাও হতে পারে । না করা কাজের মধ্যে sob যে ghure বেরিয়ে করতে হবে তা তো না! যা পারব করব।
  • Abhyu | 85.137.13.237 | ০২ এপ্রিল ২০১৫ ০৯:০৫674813
  • রঞ্জনদা, হোমিওপ্যাথিতে চিকিৎসা নেই সেটা ঠিক নয়। আমি পড়েছিলাম যে লোকে প্রথমে অ্যালোপ্যাথি করে তারপরে স্টেজ ফোর নাগাদ হোমিওপ্যাথি করতে আসে, এবং যার ম্যাক্সিমাম কয়েক মাস বাঁচার কথা ছিল সে আরো কয়েক বছর ভালোভাবে বেঁচে থাকে। অফ কোর্স সারিয়ে দিতে পারে এমন ক্লেম ডাক্তারবাবু করেন নি, কিন্তু অনেক পেশেন্টের কথা বলেছিলেন যারা প্রত্যাশার চেয়ে বেশিদিন ভালোভাবে বেঁচে ছিলেন। উনি ওষুধের নামগুলোও বলেছিলেন। নানারকম পারমুটেশন কম্বিনেশন করে প্রেসক্রাইব করেন উনি। এখন বাড়ি মুভ করছি - চট করে খুঁজে পেলাম না, কিন্তু কারো সিরিয়াস দরকার থাকলে আশা করি যে ডাক্তারের কথা পড়েছিলাম সেই রেফারেন্স বার করতে পারবো।
  • Paramita | 172.233.205.42 | ০২ এপ্রিল ২০১৫ ১২:১৬674814
  • পরিবারে থাকলে প্রোঅ্যাকটিভ টেস্ট করান। জেনেটিক কাউন্সেলিং ইত্যাদি। আর্লি ধরা পড়লে এখন চিকিৎসা অনেকদূর নিয়ে যেতে পারছে।
  • SC | 34.3.17.255 | ০২ এপ্রিল ২০১৫ ১২:২২674815
  • ভিতরের সবচেয়ে গোপন ভয়টাকে সামনে এনে দিয়েছে একক।
    একটা অন্য প্রশ্ন করি। কান্সেরের থেকে যখন পালানো যাবে না, নিজেই ধরা দেওয়া ভালো না?
    মানে আর্লি স্টেজ এ ধরা পরা বেটার তো? কি কি টেস্ট রেগুলারলি করা দরকার ? (হেবি বকর মত প্রশ্ন হলো মনেহয়, মানে অনেক ধরনের ক্যান্সার হয় তো)
  • সিকি | 166.107.82.66 | ০২ এপ্রিল ২০১৫ ১২:২৮674816
  • অন্যদিকে মনীষা কৈরালা, অ্যাঞ্জেলিনা জোলি, যুবরাজ সিংয়ের উদাহরণও আছে। এরা না হয় সেলিব্রিটি, আমেরিকা গিয়ে চিকিচ্ছে করিয়ে আসতে পারে - কিন্তু এর মানে কি এই যে, টাকা থাকলে ক্যানসারের চিকিৎসা সম্ভব?
  • pi | 192.66.15.174 | ০২ এপ্রিল ২০১৫ ১২:৩১674818
  • আমার একসময়ে খুব শখ ছিল ক্যান্সারে মরার। মানে, এমন কোন রোগ, যেখানে আমি ও অন্যেরা জানবে আমার দিন হাতে গোণা। এবং দিনকতকের জীবনযাপন নিয়ে একটা অসম্ভব রোমাণ্টিকতা ছিল।
    ঐ টেলিগ্রাফ রবিবারের সাময়িকীর শেষ পাতায় একটা প্রশ্ন থাকতো না, How do you like to die?, সেটা পড়ে থেকেই মনে হওয়া শুরু হয়েছিল।
    এখনো নেই বলবো না, তবে আশেপাশের লোক্জনের জন্য এটাই কতটা চাপের হয় দেখার পর সেই রোম্যাণ্টিকতাউ অনেকটাই ভাঁটা পড়েছে।
    আমার কাছে নিজের ক্যান্সার ধরা পড়ার ভয় নেই, কিন্তু ভীষণ ভীষণ ভয় আছে প্রিয়জনের ক্যান্সার ধরা পড়া নিয়ে।
  • hu | 188.91.253.22 | ০২ এপ্রিল ২০১৫ ১২:৩৬674819
  • পাই, তুমিও অনেকের প্রিয়জন ঃ-) রোগ-ভোগ নিয়ে এই রোম্যান্টিসিজম আমার কিছুটা ছিল এবং আছে। কিন্তু আশেপাশে বেশ কিছু ঘটনা দেখার পর এই রোম্যান্টিসিজম নিয়ে নিজের কাছেই লজ্জা পাই।
  • a | 30.139.67.50 | ০২ এপ্রিল ২০১৫ ১২:৪৯674820
  • রাজারহাট টাটা মেমোরিয়াল খুব ভালো। আমার এক প্রিয় আত্মীয়র চিকিস্যা চলছে ওখানে। খুব কেয়ারিং।
  • সিকি | 166.107.82.66 | ০২ এপ্রিল ২০১৫ ১৪:১৫674821
  • আর রোম্যান্টিসিজম। ছোটবেলা থেকে নমকহারাম, দেয়া নেয়া, এই জাতীয় সিনেমা দেখে জেনে এসেছিলাম টিবি মানে ক্ষয়রোগ, মৃত্যু অবধারিত। নিজে যেদিন অজ্ঞান হয়ে বিছানার ওপর এলিয়ে পড়লাম, মাক্কালী বলছি জ্ঞান হারানোর আগে সেই দেয়ানেয়ার সীন মাথায় এসেছিল। তারপরে দীর্ঘদিন সেই পেনফুল চিকিচ্ছের শেষে আর আমার রোগভোগ নিয়ে কোনও রোম্যান্টিসিজম নেই। বড় কষ্টের - ঐ মৃত্যুর কাছাকাছি চলে যাওয়াটা।
  • ranjan roy | 24.99.25.25 | ০২ এপ্রিল ২০১৫ ১৮:৫৪674822
  • আমি দুজনের সঙ্গে কথা বলেছিলাম। একজন আমার বন্ধুর দাদা, সম্ভবতঃ Ohio তে ডাক্তারি করেন।
    ওনার মতে শরীরের বেরিয়ে থাকা অঙ্গ-প্রত্যঙ্গের ক্যান্সার সহজে ধরা পড়ে এবং সময়মত অপারেশন করে সারিয়ে নেওয়া যায়।
    যেমন, জিভ,স্তন, পুরুষাঙ্গ ইত্যাদি। কিন্তু আভ্যন্তরীণ অঙ্গের ক্ষেত্রে মুশকিল। ফুসফুস, পিত্তাশয় ইত্যাদি।
    বলতে বলতে মনে পড়ল আমার শ্বশুরমশাই চলে গেলেন ফুসফুসের ক্যান্সারে-- ছোট্ট একটু দাগ ধরা পড়েছিল।
    তবে এও বলব যে আজকাল চিকিৎসা অনেক উন্নত। ৩৩% কেস বেঁচে যায়।
    আমার এক মাসী আলজিভের অপারেশন করিয়ে বেঁচে যান।০কল্যাণীর বড় মাসী ৯০ বছর অবধি বাঁচলেন।

    আমার বন্ধু ক্যান্সার-সার্জন দম্পতি বলেছিলেন যে মানুষের জীবনীশক্তিও একটা ফ্যাক্টর। অনেক ক্ষেত্রে মেডিক্যালি টার্মিনাল কেসও বেঁচে গেছে, আবার খুব সাধারণ কেসেও দুম করে চলে গেছে। যেমন দু'বছর আগে আমার হাসিখুশি মামাতো বোন, বাঘাযতীনের নামী বাম পরিবারের বউ, স্কিন ক্যান্সারে চলে গেল। কেউ ভাবেনি এমন হবে।
    তফাৎ করে দেয় জীবনীশক্তি। অভ্যু কথিত হোমিওতে কয়মাস বেশি বাঁচা রোগীদের প্রকরণ, আমার মনে হয়, ওই জীবনীশক্তির খেলা।
    তবে ভয় পাবেন না। ভয় পেয়ে কাঁদলে মৃত্যু ছেড়ে দেবে না।
    তাই "হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস"।
    বিজ্ঞানী জে বি এস হ্যালডেন অত বছর আগে রেকটাম এর ক্যান্সারে ভুগে মারা গেলেন। যাবার আগে ক্যান্সার নিয়ে পরিহাস করে মজার কবিতা লিখে গেলেন।

    পারমিতা ঠিক বলেছেন।
    জেনেটিক ফ্যাক্টর আছে; কার্যকারণ সম্পর্ক এখনও বোঝা যায় নি। কিন্তু কোরিলেশন ফ্যাক্টর বড্ড বেশি।
  • ranjan roy | 24.99.25.25 | ০২ এপ্রিল ২০১৫ ১৯:০৬674823
  • SC,
    যে কোন সরকারি হাসপাতালে গেলেই কী কী লক্ষণ দেখলে টেস্ট করানো উচিত তা লেখা থাকে দেখেছি। আমাদের ৩৬ গড়ের হতচ্ছাড়া হাসপাতালেও। প্রায় গোটা দশ কি বারো।
    যে কয়টা মনে আছে লিখছিঃ
    ১) কোন আপাত কারণ বিনা দ্রুত ওজন কমে যাওয়া। এ বং কমতে থাকা, সঙ্গে ক্লান্তি।
    ২) শরীরের কোন ক্ষত (সুগারের আধিক্য না থাকলেও) শুকোতে সময় লাগা।
    ৩) কোন ক্ষতের/ কাশির অ্যান্টিবায়োটিক ওষুধেও ( ১৫ দিন খাবার পরেও) কোন পরিবর্তন না হওয়া।
    ৪) গলা বা রেকটাম থেকে হটাৎ হটাৎ রক্তপাত। কোন
    ৫) পায়খানার ধরনটা বদলে যাওয়া।
    ৬) শরীরের কোন আঁচিল/তিল হটাৎ সাইজ বেড়ে যাওয়া।
    ৭) ব্রেস্টে লাম্প।

    এগুলো হলেই ক্যান্সার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই benign ,।
    কিন্তু এগুলো চোখে পড়লে ডাক্তারের কাছে সময় থাকতে চলে যাওয়া ভাল। চেক করে কিছু না পেলে খুব খুশি হবেন, ধুর! খামোকা টাকা নষ্ট হল ভাববেন না। টেস্টে কিছু পাওয়া গেলে কি বেশি খুশি হবেন?
    আমার ছোট ভাই (জিভের ক্যান্সার) এবং বন্ধুর দিদি (স্তনের) লুকিয়েছিল।
    না, না-- আমার ওসব হতে পারে না। জেনারেল হেল্থ ভালই তো। শেষে কেঁদেও কুল পেলো না।
  • a x | 138.249.1.202 | ০২ এপ্রিল ২০১৫ ১৯:২৪674824
  • সিগারেট খাবেন না - লাং ক্যান্সার
    ওজন ঠিক রাখবেন - জেনেরাল, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার
    ৪৫'র ওপরে হলে ম্যামোগ্রাফি করতে পারেন, তার আগে নিজেই ব্রেস্টে লাম্প আছে কিনা বা ডাক্তার রেগুলার চেকাপের সময় দেখতে পারেন - ব্রেস্ট ক্যান্সার
    প্যাপ স্মিয়ার - সার্ভাইকাল/ইউটেরাইন
    PSA চেক - প্রস্টেট স্পেফিক অ্যান্টিজেন - ৫০'র ওপরে - প্রস্টেট ক্যান্সার
    ফ্যামিলিয়াল প্যাটার্ণ দেখলে (বাড়িতে কোনো একটা লিনিয়েজ ধরে দেখতে পাচ্ছেন) - ডাক্তারের সাথে কথা বলুন।
    একদম ছোট বাচ্চাদের - HPV ভ্যাক্সিনেশন, সার্ভাইকাল ক্যান্সার এড়াতে।
  • a x | 138.249.1.202 | ০২ এপ্রিল ২০১৫ ১৯:৩১674825
  • আমার পুরো উল্টো, রোগভোগ নিয়ে কোনো রোম্যান্টিসিজম কোনো কালে ছিলনা, বরং এই ভেজিটেবল হয়ে বেঁচে থাকা, অন্যের ওপর নির্ভর করতে হবে, বেসিক জৈবিক কাজকর্মগুলো অন্যকে দিয়ে করাতে হবে, এর চেয়ে ভয়ংকর কিছু নেই। একদিন ঘুমোতে যাব, আর উঠবনা, এরকম যদি নিজের আর সবার হত!
  • Abhyu | 138.192.7.51 | ০২ এপ্রিল ২০১৫ ২০:৪১674826
  • "চেক করে কিছু না পেলে খুব খুশি হবেন, ধুর! খামোকা টাকা নষ্ট হল ভাববেন না। টেস্টে কিছু পাওয়া গেলে কি বেশি খুশি হবেন?"
    - হাজারটা ক।
  • b | 135.20.82.164 | ০৩ এপ্রিল ২০১৫ ১২:৩৫674827
  • কোথায় পড়েছিলাম একটা।
    যেনারা হাইপোকন্ড্রিয়াক, নুনছাল উঠে গেলে বিধান রায়কে ভিজিট দ্যান, প্রত্যেকদিন ফোনে ঘ্যান ঘ্যান ঘ্যান করে মল মূত্র থুতু কফের বিস্তারিত বিবরণ দিয়ে বোর করেন, তাঁরা ক্যান্সারের বেটার সারভাইভার। আর যাঁরা চিত্ত যেথা ভয়শূন্য ও উচ্চ যেথা শির টাইপের, তেনাদের ডিটেকশনে এতো দেরি হয়।
  • I | 192.66.56.228 | ০৪ এপ্রিল ২০১৫ ১৫:১৬674829
  • ওপরের আই আমি নই - ইন্দো।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন