এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অটল পেন্সন যোজনা

    Abhyu
    অন্যান্য | ২৭ মে ২০১৫ | ২৭০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 118.85.88.75 | ২৭ মে ২০১৫ ০৭:৫৯679571
  • শান্তনুদা ও অন্যান্যরা, এইখানে একটু লিখুন তো ডিটেলে।
  • aka | 34.96.239.132 | ২৭ মে ২০১৫ ০৮:৪১679593
  • খুবই সন্খেপ হল। একটা লিন্ক মাত্তর। কিছু লেখা যায় না?
  • Arpan | 125.118.176.109 | ২৭ মে ২০১৫ ০৮:৪৪679604
  • লিখব মানে? আমি ফাইনান্সিয়াল অ্যানালিস্ট নাকি?

    না হলে ইংরেজি পিডিএফের বাংলা করতে হয় বসে বসে। আকা নিশ্চয় সেটা চায়নি।
  • Abhyu | 118.85.88.75 | ২৭ মে ২০১৫ ০৮:৪৮679615
  • একটু মানে কাইন্ডলি একটু যদি...

    তো, হ্যাঁ ঐ লিংকটা দেখেছি, বা এটাও ফলো করা যেতে পারে http://financialservices.gov.in/jansuraksha/Atal_Pension_Yojana-Scheme.pdf

    কথা হল, এখন যাঁর বয়স চল্লিশ বা তার কম, তিনিই শুধু জয়েন করতে পারবেন। সেটা মেনে নেওয়া গেল, আটান্ন বছর বয়সের লোককে ষাট থেকে পেন্সন দিতে গেলে সরকার দেউলিয়া হয়ে যাবে হয়ত।

    তো চল্লিশই ধরি। মাসে পাঁচ হাজার টাকা পেতে গেলে প্রিমিয়াম হচ্ছে ১৪৫৪ টাকা। হুট বলতে মাসে দেড় হাজার টাকা বার করা সোজা কথা? এবার, আজ থেকে কুড়ি বছর পরে পাঁচ হাজার টাকায় কদিন চলবে? আর সেটা পেতে গেলে কতো টাকা দিতে হবে? 1454 x 12 x 20 = 348960 বা প্রায় সাড়ে তিন লাখ। ঐকিক নিয়মে ঐ টাকা তুলতে কত বছর লাগবে? 348960/5000/12 = 5.8 বা প্রায় ছ বছর।

    মাসে এক হাজার পেতে গেলেও ঐ 291 x 12 x 20 মানে সত্তর হাজার টাকা ও প্রায় ছবছরের ব্যাপার।

    আর এখন যার বয়স কুড়ি তার কাছে আজ থেকে চল্লিশ বছর পরে মাসে হাজার/পাঁচ হাজার টাকা কতটা কাজের?

    সব মিলিয়ে খুব আকর্ষণীয় কি? নাকি আমি কিছু মিস করছি?
  • cm | 127.247.96.71 | ২৭ মে ২০১৫ ০৮:৫৪679625
  • আরো প্রশ্ন আছে, এই টাকা কোথায় লাগবে? কে চালাবে? এখনই NPS স্কীমের কোন ডিটেল কেউ জানে? সন্দেহপিশাচ মন বলছে নতুন ধাপ্পা বাজি, পরে কতগুলো কাগজ ছাপিয়ে দেবে। টাকা একটা নোশনাল জিনিস তাই তখন ৫০০০ পাওয়া যাবে এ এক ননসেন্স। তার চেয়ে র‌্যাশনের গ্যারান্টী দিক।
  • Arpan | 125.118.176.109 | ২৭ মে ২০১৫ ০৮:৫৫679626
  • এইটা হ্যাভ-নটসদের জন্য। তোমার-আমার জন্য না।

    দ্বিতীয়ত, ইনফ্লেশন ধরে রিটার্ন এখনো খুব কম প্রোডাক্টেই দেয়, বাজারে যা কিছু চালু আছে তাদের মধ্যে।
  • Abhyu | 118.85.88.75 | ২৭ মে ২০১৫ ০৮:৫৭679627
  • না আমি হ্যাভ নটসদের একজনকে অ্যাকাউন্ট খোলাবো বলেই ভেবেছিলাম। কিন্তু তাকে কনভিন্স করব কি, নিজেই কনভিন্সড হচ্ছি না। শান্তনুদা অ্যাকাউন্ট খুলিয়েছেন বলে জানতে চাইলাম।
  • S | 109.27.138.238 | ২৭ মে ২০১৫ ০৯:০৮679628
  • না ঠিকই আছে। আমি আরেকটু সফি হিসেব দিচ্ছি। ধরুন যিনি স্কিমে টাকা রাখছেন তার বয়স ৪০। যে টাকা রাখ হবে সেটা তো কোথাও ইনভেস্ট করা হবে তার রিটার্ণ মাসে ০।৬% (আগামী ২০ বছরের জন্যে ফিক্স্ড ধরলাম - কারণ এখন ১০ বছরের জিসেক অ্যানুয়ালাইজ্ড ঈল্ড দিচ্ছে ৭।৬৭%)। প্রতি মাসে ১৪৫৪ রাখছেন। তাহলে ৬০ বছর বয়সে সেই ইনভেস্টমেন্টের ভ্যালু দাড়াবে ৭৭৬,০৯০।

    এইবারে ধরুন গভ ঐ টাকা মাসে ০।৬% রেটেই ইনভেস্ট করে রাখছে আর মাসে মাসে ৫০০০ টাকা পেনসন দিচ্ছে। তাহলে গভ ঐ অ্যামাউন্ট থেকেই ৪৪৭ মাস পেনসন দেওয়া যাবে।

    এইবারে বলুন তো ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি কত?
  • Arpan | 125.118.176.109 | ২৭ মে ২০১৫ ০৯:১২679572
  • ওই কানামামা টাইপের হয়েছে।

    তবে আমি সাজেস্ট করব একবার পিপিএফের রিটার্নেত হিসাব পাশাপাশি কষে দেখতে।
  • sm | 53.251.89.198 | ২৭ মে ২০১৫ ০৯:৫০679573
  • অর্পণ এক্কেরে ঠিক কথা কইসে।পি পি এফ এর য়িল্ড মেপে দেখা হোক।এর চাইতে অনেক ভালো হবে। ও, আর এক টা কথা, ভারতে গরিব মানুষ ও অর্থবান মানুষের লাইফ এক্স্পেক্তান্সির বিস্তর তফাত।
    অটল পেনশন তাই গরিব মানুষের পয়সা মারার একটি কল।সরকারী পেনশন স্কিমের মত স্বামীর অবর্তমানে স্ত্রী কি পেনশন পেয়ে যাবে? নিশ্চয় নয়।
    বরঞ্চ কম প্রিমিয়ামে লাইফ ইন্সুরেন্স টা অপেক্ষাকৃত ভালো স্কিম।
  • S | 109.27.138.238 | ২৭ মে ২০১৫ ০৯:৫৬679574
  • আমার মনে হয় সবথেকে ভালো স্কিম হোলো ব্যান্কের রেকারিঙ্গ টাইপের। বা গুচ্ছের ফিক্স্ড ডিপোজিট করে দেও, যখনই কিছু টাকা জমবে। এগুলোতে দরকার হলে টাকাটাও তোলা যাবে। এছাড়া লাইফ ইন্সিউরেন্সের স্কিমও ভালো - দুদিকই থকে। তাছাড়া পিপিএফ আর পোস্টাপিস স্কিম তো আছেই।

    ইন্ডিয়ার লাইফ এক্স্পেক্টেন্সি ৬৫ এর কম। গরীব লোকেদের আরো কম। তবে যিনি ৪০ বছর বাঁচছেন সেরকম পপুলেশনের একটু বেশি হবেই। কিন্তু ৯৭ এর কম বলেই তো মনে হয়। অতএব।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৭ মে ২০১৫ ১০:০১679576
  • আমিও এই একই পন্থা নিয়েছি, ফিক্সড ডিপোসিট্। যখনি করি সঙ্গে সঙ্গে ইন্স্ত্রাক্ষন দিয়ে দি রিইনভেস্টমেন্ট এর, ও টাকা আমি এখন দেখিওনা, বার চারেক রিইনভেস্ট হয়ে যখন ফিরবে দেখব।
  • Abhyu | 138.192.7.51 | ২৭ মে ২০১৫ ১০:০১679575
  • শান্তনুদার হয়ে
    Ei paper advertisement aar http://www.jansuraksha.gov.in/# er baire ami ar ja ja jani ta holo…..

    1. Document mainly laage Age proof (Ration card in case of Baby) ar serokom kichu noy. Form o kichu jotil noy (Nahole meye amake char bar jiges korto)

    2. Kothao ekta porechilam je eta only for ‘unorganized sector not submitting Income Tax Return’; kintu ekhon kothao seta to dekhte pelam na.

    3. UBI te kebol form ta joma niyeche but ekhon o kono document haat e paai ni. Boleche June mas theke account theke taka auto debit hobe.

    4. Setaa hok, tappor meye abar jabe, document er jonne.

    5. Bima Yojona r premium fixed, yearly Rs. 12 and 330 for Accident and Life Insurance

    6. Pension er premium indicative website e deoya aache.

    7. Kon kon Agency Fund manage korbe – kichchu jani na.

    8. Fine Print – Jani na. bhablam, it is so little money (Bima), let’s join, then will see.

    9. Pension er premium er onko koshe mone holo, ‘Pension + Corpus’ is interesting sum compared to market rate of interest.

  • Abhyu | 118.85.88.75 | ২৭ মে ২০১৫ ১০:০৪679577
  • অটল পেন্সন যোজনা, যা বুঝলাম, খুব সিম্পল প্রসিডিওর আর বেনিফিটস খুব কম। :(
  • S | 109.27.138.238 | ২৭ মে ২০১৫ ১০:০৫679578
  • আপনি তো পয়সাওয়ালা, ৫ ঘরের বাড়ি, লাক্সারি গাড়ি, সারমেয়। আপনি বরন্চ কোলকতার রিয়েল এস্টেটে ইনভেস্ট করুন।
  • Bhagidaar | 218.107.71.70 | ২৭ মে ২০১৫ ১০:০৯679579
  • ভেউ!
  • S | 109.27.138.238 | ২৭ মে ২০১৫ ১০:২০679581
  • বীমা যোজনা নিয়ে একটু হিসেব।
    ধরা যাক একজন অ্যাভারেজ যোজনাকারীর বয়স ৪০ (১৮ থেকে ৫০ বলেছ, কিন্তু কম বয়সে লোকে সাধারণত এইসব স্কিমে যায়্না)।

    এইবারে এই লোকের মরার সম্ভাবনা কত ৫৫এর মধ্যে?

    তার ঝখন ৫৫ বয়স হোলো তখন সরকারের হাতে টাকা থাকছে (আগের হিসেব দেখুন) ৮৮৭০ টাকা। তার মানে অন অ্যাভারেজও যদি দেখি তাহলে প্রোবাবিলিটি হোলো প্রায় ৪।৫%। কিন্তু কথা হোলো ইন্ডিয়ার লাইফ এক্স্পেক্টেন্সি হোলো ৬৫ এর একটু কাম। আর লোকে ৪০ বছরের থেকে ৫৫ বছরে মরার সম্ভাবনা বেশি। অর্থাৎ একটা থ্রেসহোল্ডের পড়ে বয়স বাড়লে সম্ভাবনা বেশি হয়ে যায়।
  • ab | 125.112.74.130 | ২৭ মে ২০১৫ ১০:৩৩679583
  • অটল পেনসন যোজনা ফান্ড ম্যানেজ LIC করছে আর রেগুলেটরি বডি PFRDA
    http://www.onlinelic.co.in/atal-pension-yojana-scheme/
  • dc | 132.164.148.212 | ২৭ মে ২০১৫ ১০:৪৬679584
  • "সরকারী পেনশন স্কিমের মত স্বামীর অবর্তমানে স্ত্রী কি পেনশন পেয়ে যাবে?" হ্যাঁ পাবেন। আর দুজনেরই মৃত্যু হলে নমিনি পাবেন।

    কিন্তু দুয়েকটা ব্যাপার ক্লিয়ার না। পেনশন কি আমৃত্যু দেওয়া হবে? আর একজন স্কিমের মেম্বার হলো, তখন সে ইনকাম ট্যাক্সাম ব্র্যাকেটে নেই, কিন্তু পরে ব্র্যাকেটে ঢুকে পড়লো, তখন কি হবে? আমি এটা নিয়ে ইউবিআইতে খোঁজ করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। অফিসার বল্লেন সার্কুলারের জন্য অপেক্ষা করছি। অবশ্য এটা মাস খানেক আগে, তারপর কোন আপডেট এসেছে কিনা জানিনা। অফিসার এটা বল্লেন যে মিনিমাম দুটো শর্ত আছেঃ মেম্বার ইনকাম ট্যাক্সাম দিলে চলবে না, আর মেম্বারের কোনরকম ইপিয়েফ থাকলে সরকার কন্ট্রিবিউট করবেনা।
  • santanu | 102.99.150.251 | ২৭ মে ২০১৫ ২২:৪৬679585
  • 'মরে যাবে', 'লাইফ এক্স্পেক্টেন্সি' এইসব নিয়ে মাথা ঘামানোর দরকার আছে?
    আমার মনে হলো কর্পাস ফান্ড হবে সাড়ে আট লাখ মত, তার সুদে ৫০০০ করে পেনসন দেবে, বউ মরলে বরকে বা উল্টো, দুজনেই মরে গেলে ছেলে মেয়েকে সাড়ে আট লাখ দিয়ে গল্প শেষ।
  • sm | 233.223.159.253 | ২৭ মে ২০১৫ ২৩:০০679586
  • এটা কিরকম হলো? ধরা যাক স্বামী স্ত্রী বয়সে ৭ বছরের তফাত। তাইলে যদি স্বামী পলিসি হোল্ডার হয় এবং ৮০ বছর বয়সে মৃত্যু হয়, তাহলে, ২০ বছরে পেনশন বাবদ ১২ লক্ষ মতন পাওনা হচ্ছে।সাড়ে ৮ লাখের গল্পের কি হবে? সেত ১৫ বছরেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে কি ৭৫ বছর বয়সে পেনশন বন্ধ করে দেওয়া হবে? যদি স্বামীর মৃত্যুর পর আরো ১০ বছর স্ত্রী বাঁচেন, সে কি পুরো পেনশন পাবে? আমৃত্যু ?
    সরকারী চাকরি ওয়ালা দের ক্ষেত্রে কিন্তু স্ত্রী এক তৃতীয়াংশ মতন পেনশন পান, আমৃত্যু।
    কর্তা গিন্নি দুজনেই মরে গেলে, ছেলে মেয়েদের দেওয়া হবে?
    এও কি সম্ভব?
  • Ekak | 24.99.35.3 | ২৭ মে ২০১৫ ২৩:০৮679587
  • লাইফ এক্স্পেক্তেন্সী দেখা দরকার তো ! । স্কীম টা কতটা ফীসিবল বুঝবো কীকরে ? আর যদি ফীসিবল না হয় তবু সরকারী টাকা ধ্বংস করে চলে একটা পপুলিস্ট মেসার হিসেবে ,সেটারও বিরুদ্ধে বলা দরকার । তবে ফীসিবল হতেও পারে । লাইফ এক্স্পেক্তেন্সী বাড়ছে । কোয়ালিটি সার্ভিস দিতে গিয়ে প্রাইভেট কোম্পানি একটা নিশ সেক্টরে বেশি কাজ করছে । সরকার যদি ছমাস একবছর ক্লেইম ঝুলিয়ে রেখেও উইদাউত লস চালাতে পারে তাহলে মন্দ না । কিন্তু এটা আদৌ ফীসিবল কিনা প্রশ্ন থাকে। আমি খুশি হয়েছি মেডিক্যাল ইন্সিওরেন্স এ ডাক্তার সার্টিফিকেট ব্যাপারটা তুলে দেওয়ায় । ওটা একটা করাপশনের পয়েন্ট এন্ড টপ অফ এনিথিং আণরিলায়েবল ডেটা সোর্স । দেয়ার আর বেটার ওয়েস টু ডু দ্যাট । সরকার এটা ভালো করেছে ।
  • sm | 233.223.159.253 | ২৭ মে ২০১৫ ২৩:১৫679588
  • ডাক্তারের সার্টিফিকেট ছাড়া আর কি কি বেটার উপায় আছে বলে ফেলুন দিকি। যদি সরকার জন হিতার্থে প্রকল্প করে থাকে, তাহলে কিছুর ই দরকার নেই। কারণ ক্রিটিকাল ইল পারসন ও তাঁর পরিবার ই পেনশনে বেশি উপকৃত হবে। তবে ৫৫ বছর বয়স অবধি পে করতেই হবে , এমন একটি ক্লস রাখা হয়্রচে মনে হয়।
  • একক | 24.99.35.3 | ২৭ মে ২০১৫ ২৩:২৯679589
  • আমার বলার দরকার কী ,আপনি ভাবুন । আপনার কাছে যদি এথনিসিটি-এজ-জেন্ডার-লোকেশন ধরে ধরে মর্টালিটি,এইলমেন্ট ডেটা থাকে ; ইভেন এতকিছুরও দরকার নেই ,প্রেসেন্ট ইন্সিওরেন্স ক্লেইম থেকেই প্যাটার্ন উদ্ধার করে নেওয়া যায় আপনি কদ্দিন বাঁচবেন বা কী রোগ হতে পারে ।তারপর ওটা আপডেট করে যাওয়া । ইন্সিওরেন্স এর শুরুতেই ডাক্তার ডাকা একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মত চিন্তাভাবনা ।মাল্টিপল পকেট থেকে পাওয়া ডেটা ইস ইনাফ ।ম্যাক্রো লেভেলে দেখলে আপনার বেরিবেরি ধরা পরলো না আমার গলগন্ড তা দিয়ে কিছু এসে যায়না । রেগুলার ক্লেইম ডেটা থেকে স্টাডি করলেই যথেষ্ট।তখন ডাক্তার মোক্তার আসুক গে ।
  • একক | 24.99.35.3 | ২৭ মে ২০১৫ ২৩:৩৬679590
  • মানে এখন যেটা হয় রোগী খালি ডাক্তার আর এজেন্ট কে জপায় ,এটা দেখাবেন না ওটা চেপে দিন । একটা এটাক হয়ে গ্যাছে বলবেননা ......এই গোটা প্রসেসটা বোকা বোকা । আমি একটা সায়ন্তিরিশ বছরের মেল এশিয়ান অপগন্ড ,আমাকে জিগ্যেস না করেই ধারণা করা উচিত আমার সুগার আছে না হৃতপিন্ডে ফুটোফাটা ।
  • sm | 53.251.90.83 | ২৭ মে ২০১৫ ২৩:৪২679591
  • আরে আপনি ই তো বহুবার লিখেছেন ইন্ডিয়া তে এত ডেটা মেন্টেন করা হয়না বা জল মেশানো থাকে।
    বিদেশে ( ধরুন ইউ কে) তো ডাক্তারের কোনো দরকারই নেই কারণ জিপির কাছেই আপনার জন্ম থেকে সমস্ত হেলথ রেকর্ড রয়েছে। উকি মেরে দেখে নিলেই হলো।
    কিন্তু ইন্ডিয়া তে ডাক্তারের সার্টিফিকেট মাস্ট। কারণ রুটিন চেক আপ আপনার অন্তত ৫০ শতাংশ রোগ ধরে দেবে।
    আর এটা তো জনহিতার্থে প্রকল্প, এখানে কোনো ঝাড়াই বাছাই এর দরকার নেই বলেই মনে হয়।
  • potke | 126.202.177.55 | ২৭ মে ২০১৫ ২৩:৪৪679592
  • একক আন্ডার-রাইটার হবি? ( পান ইন্টেন্ডেড)
  • potke | 126.202.177.55 | ২৭ মে ২০১৫ ২৩:৪৫679594
  • এস এর রেকারিং আইডিয়া কে ক্ক।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন