এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জ্যোতি বোস- ব্যর্থ বাঙালীর উপযুক্ত নেতা !

    bip
    অন্যান্য | ০৮ জুলাই ২০১৫ | ৩৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.152.233 | ০৯ জুলাই ২০১৫ ১১:১৬680830
  • sc ,উচ্চমেধার রাজনীতিবিদ মানে কি বলতে চাইছেন? তুখোর রাজনীতিবিদ না,রাজনীতিবিদ যাদের এক্যাদেমিক কেরিয়ার জ্যোতি বসুর চেয়ে ভালো।আমার তো এ মুহুর্তে অন্তত ডজন খানেক রাজনীতিবিদের কথা, বঙ্গে ও ভারতে মনে পড়ছে যারা জ্যোতি বসু কে গুনে গুনে দশ গোল দেবে।
    বঙ্গে অশোক মিত্র, বিধান রয়,সিদ্ধার্থ রয়,অমিত মিত্র,সুগত বসু,প্রফুল্ল ঘোষ ইত্যাদি
    সারা ভারতে,মনমোহন সিংহ, অরুণ সৌরি,জয়রাম নরেশ,কপিল শিবাল ইত্যাদি।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০৯ জুলাই ২০১৫ ১১:২৮680831
  • তুখোড় রাজনীতিবিদ একজনই আছেন, কবিতা বুঝলে বুঝতেন।
  • sch | 132.160.114.140 | ০৯ জুলাই ২০১৫ ১১:৩৯680832
  • জয়ললিতা আর মমতা এদের সাথে এক আসনে আসবে না? আর সিদ্ধার্থশঙ্কর রায়। নেহেরু আর জ্যোতি বোস এক ব্র্যাকেটে ঠিক আছে। কোনো অসুবিধা নেই
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ০৯ জুলাই ২০১৫ ১১:৪৩680833
  • জয়ললিতা আর মমতাও এক আসনে বসবেনা। জয়ললিতা একজন সফল চিত্রাভিনেত্রী ছিলেন।
  • - | 109.133.152.163 | ০৯ জুলাই ২০১৫ ১১:৪৬680834
  • একাসনে বসাতে গেলে খুব মানে বিশা--ল বড় আসন চাই ঃ-)
  • quark | 24.139.199.12 | ০৯ জুলাই ২০১৫ ১১:৫৫680835
  • সুগত বসুও রাজনীতিবিদ্‌! মানে জ্যোতি বসুর সাথে তুলনা হচ্ছে কিনা, তাই ভাবছি আর কি।
  • SC | 83.222.179.56 | ০৯ জুলাই ২০১৫ ১১:৫৮680836
  • একাডেমিক নিয়ে কিছু বলিনি। জ্যোতিবাবু খুব উঁচুদরের একাডেমিক, এরকম দাবি করিনি। আমি বলেছি career politician জ্যোতি বসুর কথা। সব জিনিস অন্য কেউ করে দেওয়ার পরে সোজা লাগে। কিন্তুএকটা জিনিস অনেকেই ভাবেননা। একটা ডেমোক্রেটিক দেশে একটা কমিউনিস্ট দল, যেভাবেই হোক, ৩৪ বছর ধরে ক্ষমতায় রাখা, একটা মিরাকেল।
    কি কেন, কিভাবে সেই নিয়ে থিসিস নামাতে পারেন, কিন্তু সাফল্যের সাথে তর্ক করা যায় না।
    মমতা বন্দোপাধ্যায়ও খুব বড় রাজনীতিবিদ, নিস্সন্দেহে। এতদিন ধরে একটা এস্টাব্লিশমেন্ট পার্টি, মজবুত সংগঠন এর বিরুদ্ধে একা যে লড়াইটা করেছেন, একেবারে heroic (আবার, কিভাবে ইত্যাদি ওসব প্রশ্নে যাচ্ছি না, শুধুমাত্র অ্যাচিভমেন্ট তা দেখুন)।
    তবে মমতা খুব ভালো বিরোধী, শাসক হিসেবে অতটা ভালো নয়। জ্যোতি বাবু এডমিনিস্ট্রেটর হিসেবেও বেশ সফল, মমতার ক্ষেত্রে সেটা বলার মত জায়গায় আসিনি। আরো কয়েকটা নির্বাচন জিতে দেখান। এখনো শাসক মমতার একটাও ভোট পরীক্ষা হয়নি।
  • Bratin | 122.79.37.19 | ০৯ জুলাই ২০১৫ ১২:০৭680837
  • সে কি পিটি দা, হীরক রানীর নামে এত গুলো টই খোলা হল সেটার সময় অর্থহীন মনে হয় নি?

    'মহামান্য" জ্যোতি বসু র নামে টই খুললেই সেটা অর্থহীন।
  • PT | 213.110.243.21 | ০৯ জুলাই ২০১৫ ১২:২৯680838
  • হীরক রাণীর টইতে টইদার আগেই কোন সিদ্ধান্তে পোঁছে যায় নি। সেইজন্য আলোচনা এখনো চলছে।

    কিন্তু জ্যোতি বসুর টইতে টইদার আগেই সব সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তাহলে আর আলোচনা কিসের? তদুপরি কিসের ভিত্তিতে ব্যক্তি জ্যোতি বাবু "ভাল লোক নিঃসন্দেহে" আর রাজনীতিবিদ জ্যোতি বাবু "চূড়ান্ত অপদার্থ ব্যক্তিত্ব" এবং "মধ্য মেধার" এমৎ ফাইনাল সিদ্ধান্তে আসা গেল সেটাও খোলসা করে বলা হল না। এ এক বিস্ময়!!!

    ঐ কারণেই পব-তে বিশ্বের সকল গরীব মানুষ থাকে টইটারো একই হাল হয়েছে!!
  • - | 109.133.152.163 | ০৯ জুলাই ২০১৫ ১২:৩৪680840
  • "হীরক রাণীর টইতে টইদার" কে? ঃ-)
  • | 213.132.214.155 | ০৯ জুলাই ২০১৫ ১৩:২২680841
  • পিটি দা, "দিল পে নেহি লেনে কা" ঃ)
  • PT | 213.110.246.22 | ০৯ জুলাই ২০১৫ ১৩:৩০680842
  • নিইনি।
    কিন্তু আত্মঘাতী বাঙালীর উন্নাসিকতা খুব ক্লান্তিকর।
  • | 213.99.211.133 | ০৯ জুলাই ২০১৫ ১৩:৩৩680843
  • দেখো পিটি দা, কোন দলের ই সব কাজ ঠিক হতে পারে না। আদর্শগত,রাজনৈতিক,সামাজিক বা অন্য কারনে।

    তাই স্বাভাবিক ভাবে বাম দলের ও সব কাজ ঠিক হয় নি। এই সহজ সত্যি টা তুমি যদি স্বীকার করে নাও তাহলে বাম দলের ভুল গুলো তেও তোমাকে এত চাপ নিয়ে জাস্টিফিকেশন দিতে হত না।
  • PT | 213.110.246.22 | ০৯ জুলাই ২০১৫ ১৪:৩৮680844
  • "এই সহজ সত্যি টা তুমি যদি স্বীকার করে নাও"
    কোথায় লিখেছি যে তাদের সব কাজ ঠিক? আর আমার জাস্টিফিকেশন দেওয়ার মত কোন দায় নেই।

    কিন্তু যার আমলে দারিদ্র দূরীকরণে পব সবার আগে, কৃষি উৎপাদনে ওপরের দিকে তাকে "চূড়ান্ত অপদার্থ", "মধ্য মেধার" বলে দেগে দেওয়া যায় কি?

    যারা এসব লেখে তারা হয়ত জানেনা যে সত্তরের দশকের শেষের দিকেও কলকাতা শহরে খোলা বাজারে চাল কিনতে পাওয়া যেত না। কিংবা অনুষ্ঠান বাড়িতে ১৫০ বা ঐজাতীয় সংখ্যায় লোকেদের নিমন্ত্রণ করলে স্থানীয় পুলিশের অনুমতি নিতে হত। এসব বদল নিঃশব্দে হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে হাসিমুখের লম্বা লম্বা ছবি না ঝুলিয়েই।
  • sch | 132.160.114.140 | ০৯ জুলাই ২০১৫ ১৫:০৮680845
  • "জয়ললিতা আর মমতাও এক আসনে বসবেনা। জয়ললিতা একজন সফল চিত্রাভিনেত্রী ছিলেন।"

    এত্তবড়ো অপমান মমতাকে কেউ করে নি। ঊনি সফল অভিনেত্রী নন!!!!!

    জয়ললিতা যদ্দুর জানি তামিলনাড়ুর মাধ্যমকে ফার্স্ট হয়েছিলেন - কোনো চোতবাজি মনে হয় তখন হত না অই লেভেলে। এইটা একটা বড়ো পার্থক্য বলতে পারেন
  • | 77.98.72.126 | ০৯ জুলাই ২০১৫ ১৫:২৭680846
  • তুমি আমাকে তোমার লেখা একটা পোস্ট দেখাও যেখানে তুমি বাম দলের কোন কাজের সমালোচনা করেছো।

    একটা পোস্ট। যে কোন একটা পোস্ট!! তাহলে ই হবে।
  • PT | 213.110.246.22 | ০৯ জুলাই ২০১৫ ১৫:৫৮680847
  • কোন কোন কাজের কথা বলছ?

    আমি তো সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করে শিল্প স্থাপনের পক্ষে। এতেই তো তোমাদের তালিকার প্রধান ব্যাপারটাই ছেঁটে গেল।

    এক কাজ কর। তোমার অপছন্দের একটা তালিকা দাও। সেটাতে দেখি কটায় টিক মারতে পারি।
  • | 77.98.72.126 | ০৯ জুলাই ২০১৫ ১৫:৫৯680848
  • প্রশ্নের উত্তরে প্রশ্ন হতে পারে না। আমার দাবি প্লেন অ্যান্ড সিম্পল।

    একটা পোস্টঃ যেখানে তুমি বাম দলের কোন কাজের সমালোচনা করেছো!!
  • PT | 213.110.243.21 | ০৯ জুলাই ২০১৫ ১৬:৫৭680849
  • আরে খামোকা সমালোচনা করব কেন?
  • S | 109.27.138.238 | ০৯ জুলাই ২০১৫ ১৭:১৭680851
  • এস সির সাথে একমত। কেরিয়ার পলিটিশিয়ানের কাজ হোলো নিজেকে প্রাসঙ্গিক রাখা এবং ক্ষমতায় থাকা। সেই হিসেবে জ্যোতি বাবু আর দিদি দুজনেই খুব সফল। এছাড়া বর্তমান রাষ্ট্রপতি - একটা সিট নিজের ক্যালিবারে জিতবেন কিনা সন্দেহ, কিন্তু প্রধানমন্ত্রী ছাড়া প্রায় সব পোস্ট হোল্ড করেছেন - নিজেকে দলের মধ্যে ও বাইরে প্রাসঙ্গিক রেখেছেন কয়েক দশক ধরে। পস্চিম বঙ্গে আরেকজন আছেন - সুব্রত বাবু। দল বদলে, কখনো দিদিকে খারাপ বলে, কখনো সিপিয়েমের দিকে খেলে, কখনো বাম বিরোধি হয়ে - নিজের জন্যে ঠিক জায়গা করেছেন, এই লোকটার আরো অনেক উপরে ওঠা উচিত। এছাড়া দিল্লির লেভেলে লালুজি ও মুলায়মজি। মুলত আন্চলিক দল হয়েও নিজেদেরকে সবসময় ক্ষমতার আসে পাশে থেকেছেন।
  • S | 109.27.138.238 | ০৯ জুলাই ২০১৫ ১৭:২৩680852
  • মধ্য মেধার মানে মনে হয় অনেকে জানেননা। সর্বক্ষেত্রেই কে কোথা থেকে পড়াশুনা করেছেন আর কত নম্বর পেয়েছেন, সেইটা দিয়ে মেধা নির্ণয় করা যায়না। দেখতে হয় কেউ যে কেরিয়ারে আছে, সেইখানে তার স্কিল বা ইত্যাদি কেমন। নইলে পাশ দেওয়ার দিক থেকে দেখলে তেন্ডুলকরও মধ্যমেধা হয়ে যাবে।
  • | 77.98.72.126 | ০৯ জুলাই ২০১৫ ১৭:২৭680853
  • একজ্যাক্টিলি পিটি দা।

    কবি ঠিক এইখান টাতেই ভেউ ভেউ করে কেঁদেছেন!!
  • | 77.98.72.126 | ০৯ জুলাই ২০১৫ ১৭:৩১680854
  • রাজনৈতিক নেতা হিসাবে জ্যোতি বাবু এক দম প্রথমের সারি তে থাকবেন। একদাম হনেস্ট মতামত।

    যে নন্দী গ্রাম,সিঙ্গুর নিয়ে রজনৈতিক পালাবদল ঘটলো। জ্যোতি বাবু থাকলে এই আন্দোলন মাথাচাড়া দিতে অ্যালাও করতেন না। অঙ্কুরেই বিনষ্ট করে দিতেন। আমি ১০০% সিউর।
  • sm | 233.223.159.253 | ০৯ জুলাই ২০১৫ ১৭:৫৪680855
  • S , নিজেই বোধ হয় খেয়াল করেন না কি বলছেন। উচ্চ মেধা/ মধ্য মেধা প্রভৃতি বিশেষণ অন্তত রাজনীতিবিদ দের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেগুলো ব্যবহার হয়, সেগুলো হল তুখোর, কুশলী, বিচক্ষণ ইত্যাদি।
    যাই হোক, ক্ষমতায় টিকে থাকলেই তাকে, উচ্চ মেধার রাজনীতিবিদ বলতে হবে, এমন যুক্তি শুনলে বালখিল্য মনে হয়।
    নিজেই বলছেন লালু, মুলায়েম বহুদিন ক্ষমতায় ছিল। তা, তারা কি বিরাট উঁচুমানের পলিটিশিয়ান নাকি? মূলত জাতপাত ও ধর্ম নিয়েই তাদের রাজনৈতিক জীবন।রাজ্য চালনা ও রাজনৈতিক ডিসিশন নেবার ক্ষেত্রে বহু ক্ষেত্রেই অদক্ষ।
    জ্যোতি বসু ও ক্ষমতায় টিকে থাকার রাজনীতি করেছেন । বহু সতীর্থ কে দল থেকে ছাঁটাই বা নিস্ক্রিয় করতে দ্বিধা করেন নি।
    কংগ্রেসের সঙ্গে চুকলি করে,পার্টির আদর্শ কে জলাঞ্জলি দিয়েছেন।
    অকাজের কাজ কি কি করেছেন, তা তো বিপ লিখেই দিয়েছে ।
    বাকি রইলো একাডেমিক কওয়ালিফিকেশন , তা, আমি তো ভূতপূর্ব তিন জন পব র মুখ্য মন্ত্রী দেখালাম, যাদের কাছে জ্যোতি বসু নিতান্ত শিশু।
  • S | 109.27.138.238 | ০৯ জুলাই ২০১৫ ১৮:১৩680856
  • "ক্ষমতায় টিকে থাকলেই তাকে, উচ্চ মেধার রাজনীতিবিদ বলতে হবে, এমন যুক্তি শুনলে বালখিল্য মনে হয়।" - উচ্চ মেধা বলিনি, বলেছি খুব উঁচু জাতের পলিটিশিয়ান। আর সেইটা না মানলে বুঝলাম আপনি রাজনীতির কিসুই বোঝেন না। তাই বাকি কথাগুলোর উত্তর লেখার প্রয়োজন বোধ করলাম না।
  • PT | 213.110.243.21 | ০৯ জুলাই ২০১৫ ১৮:৫১680857
  • "কবি ঠিক এইখান টাতেই ভেউ ভেউ করে কেঁদেছেন!!"

    না, কবি কাঁদছে না।
    বিরস বদনে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে। ভাবছে কোথা থেকে শুরু করবে। কেননা এখানেই বহুবার বলা হয়েছে যে প্রথম ১৫-২০ বছর বামেরা পোকিত বাম ছিল!!
  • sm | 233.223.159.253 | ০৯ জুলাই ২০১৫ ১৯:০১680858
  • নিজেই তো লিখলেন মধ্য মেধার মানে অনেকেই জানেন না। হটাত করে মধ্য "মেধা" কথা টা উল্লেখ করে এখন গোটাচ্ছেন কেন?
    আপনার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অনর্থক ও যুক্তিহীন। কারণ গোল পোস্ট সরিয়েই যাবেন।টোটাল ফালতু, যাকে বলে।
  • পর্যবেক্ষক | 60.7.227.27 | ০৯ জুলাই ২০১৫ ১৯:০২680859
  • জ্যোতি বোস ছেল এক ম্যাকিয়াভেলিয়ান গিরগিটি, বাবু কালচারের শেষ অবশেষ । ইমোশনালি ফ্রিজিড ও ডোমিনিয়ারিং পার্সোল্যাটি, সফেদ ধুতি ও শক্ত চোয়াল, মেপে মেপে বাক্যব্যয়। চাটার দল এটাকেই গ্রাম্ভারি ব্যক্তিত্ব ভেবে আহ্লাদে আটখানা হয়ে যেত। রেজিমেন্টেড পার্টির রিজিড হায়ারার্কির অ্যাপেক্সে সুপ্রীম প্যাট্রিয়ার্কাল ফিগার।
  • riddhi | 117.217.133.50 | ১০ জুলাই ২০১৫ ০৭:২২680860
  • @SC Date:09 Jul 2015 -- 10:29 AM
    ঃ)))
  • PT | 213.110.247.221 | ১০ জুলাই ২০১৫ ০৯:০০680862
  • "তুমি আমাকে তোমার লেখা একটা পোস্ট দেখাও যেখানে তুমি বাম দলের কোন কাজের সমালোচনা করেছো।"

    অনেক ঘন্টা ভেবে একটা সিদ্ধান্তে এলাম যে বামেদের বিরুদ্ধে এত মিথ্যে প্রচার হয়েছে যে তাদের "আসল" দোষ সেই মিথ্যের পাহাড়ের নিচে চাপা পড়ে গিয়েছে। কাজেই তক্কাতক্কি করে মিথ্যের জঞ্জাল না সরানো পর্যন্ত সেই দোষগুলো দেখা যাবে না।

    কিন্তু সত্যি সত্যি আমি আশা করেছিলাম যে নতুন সরকার বড় না হলেও মাঝারি মাপের বেশ কিছু নেতাকে জেলে পুরবে আর ঝান্ডাধারী-কোয়ালিফিকেশন-না-থাকা বেশ কিছু মাস্টারদের উচ্চশিক্ষা থেকে ঝেঁটিয়ে বিদেয় করবে।

    সেসব তো কিছুই হল না। উল্টে যত দিন যাচ্ছে, তাপসী মালিক, কংকালকান্ড, নন্দীগ্রামের হত্যা ইত্যাদির মত হাই প্রোফাইল মামলায় বামেদের সংযোগ কেমন যেন সন্দেহজনক বলে মনে হচ্ছে। বাম-বিরোধী সরকার ক্ষমতায় থাকাকালীনই তো এইসব মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত ছিল-শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হলেও এক্ষেত্রে ঠিক আছে। কিন্তু সেসব কি হচ্ছে না কারণ আমার বিশ্বাস প্রমাণ করার কিছু নেই।

    যে জায়গাটা আমি মোটামুটি চিনি, সেই শিক্ষাক্ষেত্রের তিনোমুলী শিক্ষককদের একটা বিশাল অংশই তো বাম আমলে চাকরী পেয়েছে। তারাই তো সব চাইতে সহজে অন্যায়গুলো সামনে আনতে পারে। অরুনাভ ঘোষ JU-র একটিমাত্র ঘটনাকে নিয়ে মামলা লড়েছিলেন আর বোধহয় জিতেওছিলেন।

    তাই বলছি যে সত্যি প্রকাশের সব দায়িত্ব তো আমার নয়।

    @sm
    কোন প্র্শ্ন ছাড়াই এতগুলো বাক্য লিখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন