এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এই তো তোমার হাঙরগুলি সূর্য তারা দলে দলে কোথায় ব'সে বাজাও বেণু, চরাও মহাসাগরতলে

    Abhyu
    অন্যান্য | ০৮ জুলাই ২০১৫ | ৩৬৩৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 118.85.88.75 | ০৮ জুলাই ২০১৫ ০০:৪২680885
  • name: rabaahuta

    IP Address : 215.174.22.27 (*) Date:06 Jul 2015 -- 10:58 PM



    name: rabaahuta

    IP Address : 215.174.22.27 (*) Date:06 Jul 2015 -- 10:58 PM



    name: ম

    IP Address : 183.17.193.253 (*) Date:07 Jul 2015 -- 12:31 AM

    বাব্বাঃ হুতো জলে নেমে সেলফি তুলছে দেখে ভয়ে হাঙর শুকনো ডাঙায় উঠে এসেছে!!!!

    name: Pallin

    IP Address : 102.233.71.50 (*) Date:07 Jul 2015 -- 12:45 AM

    কুমুদি :D

    মাইমা , ঐটে সেল্ফি ? আমি ভাবলুম গেলাস ! একটা ক্যাপশান ও দিতে যাচ্চিলুম - আমি মদের সাগর পাড়ি দেবো ও ও ও ।

    zআর zআ চিন্তা !

    name: rabaahuta

    IP Address : 215.174.22.27 (*) Date:07 Jul 2015 -- 12:56 AM



    name: rabaahuta

    IP Address : 215.174.22.27 (*) Date:07 Jul 2015 -- 01:02 AM

    সমুদ্রে দাঁড়িয়ে কেউ মদ খায়? হাঙরে কামড়ালে যে অসাবধানে জিনিসটা জলে পড়ে নষ্ট হবে। বেড়াতে গিয়ে শুধু সেলফি তুলতে হয়।

    name: ম

    IP Address : 183.17.193.253 (*) Date:07 Jul 2015 -- 01:19 AM

    পাল্লিনঃ)

    আরে শুনুন, সমুদ্দুরে নামার আগে চকরাবকরা জামা, উজ্জ্বল গয়না,হাতে খাবার যেন না থাকে- ঐসব নিয়ে যাবতীয় ন্যাকামি বিচের ধারে ঘুরে২ সেরে নেবেন। নইলে হাঙর আকৃষ্ট হয়ে হামি দিতে পারে। আর হ্যাঁ,ভুলেও জলের মধ্যে হিসু করবেন না- হিসুর আকর্ষণে ওরা খুবই আহ্লাদিত হয়ে পড়তে পারে।

    সেফ থাকতে চাইলে একটা ছোট বালতি কি মগ নিয়ে যাবেন।চান বা হিসু ওতেই সারবেন।

    name: Ishan

    IP Address : 214.54.36.245 (*) Date:07 Jul 2015 -- 01:21 AM

    ওটা অ্যাকচুয়ালি রাধিকা সিরিজের গান। হুতো লজ্জা পেয়ে বলেনি।

    গভীর জলের ফিশ গো আমি অল্প জলের ফিশ
    যমুনায় জল আনতে গেলে দিইগো আমি কিস
    দাঁতটা আমার লম্বা স্লাইট
    ভয় পেওনা রাধিকা মাইট
    দন্ত মাজি স্কচব্রাইটে নেইতো কোনো বিষ।

    গভীর জলের ফিশ গো আমি মিষ্টি জলের ফিশ।

    name: rabaahuta

    IP Address : 114.179.72.200 (*) Date:07 Jul 2015 -- 06:42 AM

    দিন গেছে রাত গেছে গ্রীষ্ম বর্ষা শীত
    দুয়ারে, দালানে কত খসে গেছে ছাতের চাঙর
    বসন্তে ভেঙেছে খোঁয়াড়ি যদি
    ডাঙায় বিরহী রাধা, জলে থাকে ভুখারী হাঙর।

    কি আশ্চর্য, আপনারা হাঙরের সঙ্গে অন্ত্যমিল দিয়ে পদ্য লিখতে শুরু করলে তো মহা মুশকিল।

    name: kumu

    IP Address : 132.161.248.183 (*) Date:07 Jul 2015 -- 07:24 AM

    অনন্ত কংকল শেষে রাধিকা পেয়েছে আজ ছুটি,
    কাচ্চিঘানি লংকা ও মুড়ি,স্মিতহাস্য মোচাচপ দুটি।
    ঝিকিঝিকি চড়ে বসে রাধা,যাত্রা করে সুদূর ভাঙর,
    ইস্টিশনে অভ্রান্ত জেগেছে চায়ওলা নওল হাঙর।

    name: Ishan

    IP Address : 183.17.193.253 (*) Date:07 Jul 2015 -- 07:29 AM

    আরে হাঙরে একটা তীব্র ব্যাপার থাকবে তো। এমনকি ভুখা উপোসী হাঙরেও। দাঁড়ান স্যাম্পুল দিচ্ছি।

    name: Ishan

    IP Address : 183.17.193.253 (*) Date:07 Jul 2015 -- 07:32 AM

    একবার থেমেছ এসে একবারই ফেলেছ নোঙর
    নেমে এসো জলস্পর্শে ভেসে যাক চিকন কোমর
    একবার হয়েছ বড়ো, একবারই হয়েছ ডাঙর
    নেশা চাও হে রাধিকা? পাশে দেখ তরুণ হাঙর।

    জল ছুঁয়ে চলে যাওয়া লং স্কার্টে গরবিনী চাল
    বন্ধ কর দোলাচল শেষ কর বন্দরের কাল
    খুলে ফেল কটিবস্ত্র স্কিনফিট মাংসের তাল
    তরতাজা শীৎকারে যমুনার জল হোক লাল।

    ব্যস।

    name: rabaahuta

    IP Address : 114.179.72.200 (*) Date:07 Jul 2015 -- 08:34 AM

    খুবই তান্ত্রিক ধরনের হাঙর।

    name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:07 Jul 2015 -- 08:36 AM

    এখনও ভাবলে অবাক লাগে,
    এখনও ঘুমে বিস্ময় জাগে,
    এই ভেবে যে এত কিছু থাকতে অমলকান্তি কি না হাঙর হতে চেয়েছিল।
    আমরা সবাই যে যার মতন সিনেমায় চান্স পেয়েছি,
    পুরোদমে অভিনয়ও করে যাচ্ছি,
    আমরা যারা শাহরুখ হয়েছি তারা আমির হলে কিইই বা হত
    শাহরুখ তো এমনিতেই আমীর,
    আমরা যারা রেখা হয়েছি তারা হেমা হলে কোনো ক্ষতি হত না,
    হেমার মুখে তো আজ কত রেখা।
    কিন্তু অমলকান্তির হাঙর হওয়া হল না,
    সেই অমলকান্তি, যে একদিন টাইগারে জস দেখতে দেখতে হাঙর হতে চেয়েছিল।

    name: T

    IP Address : 233.227.143.249 (*) Date:07 Jul 2015 -- 09:14 AM

    অ্যাঁ! পদ্য চলছে, আম্মো লিখব,

    স্টিরিওটাইপ শুধু, হাঙর নাকি আসে ও খায়,
    বদরাগী না পসন্দ নোনাজলে ঘাড় মটকায়,
    সাদা দাঁতে একসাথে অমল ও রাধিকার শব,
    ভাবে সব থাক শখ বেঁচে থাক বালতি ও মগ,
    ব্যতিক্রম কবি, সে তো ছবিতেই বোঝা গ্যাছে
    হাফজলে চীৎকার, ওরে হাঙরেরও প্রাণ আছে।

    name: h

    IP Address : 127.248.139.173 (*) Date:07 Jul 2015 -- 09:17 AM

    এক্ষপার্ট কারেকশান ---

    "হাফজলে চীৎকার, ওরে হাঙরেরও প্রাণ আছে।"

    --হাপজলে চিৎকার ওরে, হাঙরের ভয়েস আছে।

    পাঠনির্দেশ--

    ওরে র পরে যতি হবে, 'ভ' য়ে জোর হবে, 'য়ে' তে কম জোর।

    ;-)

    name: san

    IP Address : 113.245.15.23 (*) Date:07 Jul 2015 -- 09:23 AM

    হায় হাঙর , বেচারি করুণ হাঙর !

    name: h

    IP Address : 127.248.139.173 (*) Date:07 Jul 2015 -- 09:26 AM

    তরুণ না লিখে করুণ লেখায় স্যান কে আবাজ ও দিতে পারছি না।

    name: kumu

    IP Address : 132.161.248.183 (*) Date:07 Jul 2015 -- 10:11 AM

    রাতের ইস্টিশনে একাকী প্রেমিক হাঙর চায়ের খুরি হাতে নিয়ে অনন্ত প্রতীক্ষায় ,এই রূপ রূপ( আহা তাড়াতড়িতে একটা ক থা যদি মনে আসে )ইয়েস রূপকল্পও যদি আপ্নাদের মনে আঁচড় না কাটে তবে আর কুমুর কিছু করার নাই।

    সে ছাতার আপিসেই যাক।

    name: T

    IP Address : 233.227.17.85 (*) Date:07 Jul 2015 -- 10:33 AM

    রাতের স্টেশনে হাঙর দাঁড়িয়ে হাতের খুরিতে চা,
    রাধিকা আইলে খাইব অখুনি আপাতত ডিমে তা।

    চা এর সাথে তা এর মিল। এলিমেন্টারী ওয়াটসন। এলিমেন্টারী।

    name: Abhyu

    IP Address : 118.85.88.75 (*) Date:07 Jul 2015 -- 11:38 AM

    স্যান খাবে আজ হাঙরের পাখনার সুপ -
    কাঁদবে গুংগা বলে, নইলে একদম চুপ
    করিয়ে দেবার জিনিস তো ছিল
    হানুদার নোটবই, সাড়ে বারো টাকা কিলো।
    দমুদি পড়িবে বলে কবিতা লিখিল।।

    name: h

    IP Address : 213.99.211.18 (*) Date:07 Jul 2015 -- 12:05 PM

    এতো ধারাপাত ছন্দ। অভ্যুর মদ্যে একটা ঊনবিংশ শতকের মত সেকেলেপনা রয়েই গেল। আমি এটাকে একটু আর্বান কনটেম্পোরারি করে মোটামুটি হাতে নেওয়ার মত করে দিলম, যাতে প্রবাসী মহাকবিরা মুখ তুলে চান।

    পাখনা মূলক সুপের চুমুকে
    করাত মূলক দাঁত।
    অকারণ যত অংকমূলক
    বিটকেল ধারাপাত।
    গরিমা যেমতি কেজিতে বিলোয়
    ভূগোল মূলক বাইক,
    তরুণ হাঙর কোথা হতে পেল
    ফুলবাগানের লাইক।

    তালিয়াঁ।

    name: Atoz

    IP Address : 161.141.84.176 (*) Date:07 Jul 2015 -- 11:46 PM

    উদাসী হাঙর বলে কপালে নাই স্বস্তি
    অস্থিও নাই মোর, শুধু তরুণাস্থি।

    name: Tim

    IP Address : 113.52.244.250 (*) Date:07 Jul 2015 -- 11:40 PM

    হাঙর বিষয়ক প্রেমের কবিতা-১

    জলের ধারালো জীব তরতরে প্রাণের চাঙড়
    লেজের ঝাপটা খাপে ভোজালীর লাজুক সাফাই
    ঘরে নেই পাড় ঘেঁষে পাখনার নকশি কাঁথায়
    সারি সারি ধবধবে দাঁতে তার আঁকশি নাছোড়
    ক্লোজাপের হাসি নয়, সকরুণ প্রেমিক হাঙর
    উস্কোখুস্কো লেজ চোয়ালেও অবহেলা বাঁক
    নাগালে হাঁটুর বাটি উজানেই হ্যান্ডিকাবাব
    চোখে বিষাদের জের হার্টবিটে হাঁচোরপাঁচোড়

    name: Tim

    IP Address : 113.52.244.250 (*) Date:08 Jul 2015 -- 12:20 AM

    হাঙর ও প্রেম -২

    সমুদ্রসইকতে, জাঙিয়া পরনে
    সফেন বীয়ার যেই পৌঁছিলো মনে
    প্রবন্ধবিলাসী এক মধ্যবয়সে
    হাঙরের পাতা ফাঁদে আছাড় খাইলো
    পিছল শরীর তার দাঁতে নিকোটিন
    পলিটিস গুলে গুলে কফিখানি লাল
    লেজের ঝাপটা যেন তর্ক কঠিন
    টিনেজ আবেগ, তাই গেরিলার চাল

    জীবন গিয়েছে চলে কুড়িটি বছরে
    হাঙর লড়াই ফেলে জলকেলি করে

    name: h

    IP Address : 127.194.237.99 (*) Date:08 Jul 2015 -- 12:10 AM

    আমার মধ্যে একটা পেলব কবি মতন কেউ আছে, যে ডাক্তার না হলেও সরু মতন, তাকে তোমরা ব্যাথা দিও না, তাতে কবিতা র রোগ সারে না, এ বয়সে প্যাসন এলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভাটিয়ালি ;-)

    name: h

    IP Address : 127.194.237.99 (*) Date:08 Jul 2015 -- 12:06 AM

    হ্যাঁ চওড়া যেন না হয়। এবার ট্যানারি থেকে চামড়া ধার নিতে হবে।

    name: h

    IP Address : 127.194.237.99 (*) Date:08 Jul 2015 -- 12:05 AM

    টিম, তোর হাঙর বিষয়`ক শ্রেষ্ঠ কবিতা আমি ই বাছবো, আর কটা লেখ। আর এবার এলি না যে বড়। খালি গুল। ফোন ও তো করলি না। আজ আবার ভিকি ও এসেছিলাম কিন্তু কানাডা গেলাম বলে ফোন রেখে দিলাম। সাধে আমার মইদ্যে একটা এই তো শ্মশান গোছের স্পিরিচুয়াল দিক এসে যাছে।

    name: ম

    IP Address : 183.17.193.253 (*) Date:08 Jul 2015 -- 12:00 AM

    বাঃ, এই কবিতায় বেশ একটা যাপনের ঝাপটা শোনা যাচ্ছে।তবে ঐ ধ্পধপে র জায়গায় হলদে দাঁত করে না দিলে চেতনা এবং শ্রেনীসংগ্রামে খাপ খাইয়ে নিতে হনুর অল্প অসুবিধে হতে পারে;)
  • rabaahuta | 215.174.22.27 | ০৮ জুলাই ২০১৫ ০১:০১680896
  • কখনো হাঙর ছিল কখনো দন্তরুচিসার
    কখনো প্রত্নশিলা কোন দিন ক্ষুধামান্দ্য তার
    কবে সে মুক্তো ছিল চরাচর উইঢিপি জুড়ে
    দ্বাপরে কদম্ববন ত্রেতায় অতল জলদাগ
    অথৈ কানকো ছিল দৃশ্যমান শিখরদশন
    পক্কবিম্বাধরে খুন ভরি মাঙ, আর, স্খলিত বসন
    নীল যমুনার জল মুক্তির রঙে রাঙা হে হাঙর গভীরের ফিশ
    ফ্রাই করে খেয়ে নিলি, রাধিকার চটি জোড়া,
    জোয়ারে ভাঁটায় যেন, অযথা নালিশ।
  • Atoz | 161.141.84.176 | ০৮ জুলাই ২০১৫ ০১:২০680907
  • নতমুখে থরথর প্রেমিক হাঙর
    কট করে রাধিকাকে দিয়েছে কামড়।
    রাধিকা রেগে বলে দেবো থাপ্পড়
    বত্রিশ দাঁত তোর যাবে রে পামর।
  • byaang | 132.172.240.118 | ০৮ জুলাই ২০১৫ ০১:২৮680918
  • গহিন সাগরের নওল হাঙরের অভিমানী কাজল চোখে দুঃখু ঘনায়েছে ভারি,
    দজ্জাল রাধিকার থাপ্পড়ে ফোকলা সে আজ, ঐ দেখা যায় তার গোলাপি মাড়ি।
  • apps | 122.79.39.188 | ০৮ জুলাই ২০১৫ ০৩:২১680929
  • কেয়্যা উস্কে টুথপেস্ট মে নমক হ্যায়?
  • a x | 138.249.1.202 | ০৮ জুলাই ২০১৫ ০৩:৩৬680938
  • হাহাহিহির অন্য কূলের রাগী লোকটা কে?
  • Atoz | 161.141.84.176 | ০৮ জুলাই ২০১৫ ০৩:৩৯680939
  • নির্ঘাৎ দুর্বাসা মুনি। ঃ-)
  • pi | 216.71.243.2 | ০৮ জুলাই ২০১৫ ০৪:০০680940
  • একটি গাল ফুলেছিল অভিমানে, অন্যটি থাপ্পড়ে
    নওলকে গোবিন্দো ডাকবে কি, শ্রীরাধিকা ফাঁপড়ে
  • rabaahuta | 114.179.72.200 | ০৮ জুলাই ২০১৫ ০৫:৩৩680941
  • Abhyu | 118.85.88.75 | ০৮ জুলাই ২০১৫ ০৬:১৯680886
  • নিঙাড়িয়া নীল শাড়ি
    হাঙর বলে
    ময়ূরপুচ্ছ কানে
    ভিজিবে জলে
    ফর্ক স্পুন ফাঁকা প্লেট
    সবই চলে
    আসল জিনিস আছে
    জিভের তলে
  • Atoz | 161.141.84.199 | ০৮ জুলাই ২০১৫ ০৬:২৯680887
  • জলে আমায় রাখবে কেন
    রাখো তোমার কোলে
    মানময়ী শ্রীরাধিকা
    হাঙরকৃষ্ণে বলে।
    তোমার উপর প্লেট রেখে আজ
    পিকনিক ভোজ খাবো
    কাঁটাচামচ দিয়ে তোমার
    পিঠটি খোঁচাবো।
  • rabaahuta | 114.179.72.200 | ০৮ জুলাই ২০১৫ ০৮:০৫680888
  • হাঘরে হাঙর সড়গড় নয় মধ্যমা সামাজিকে
    দাঁত মিশমিশে মেওয়া কিশমিশে রক্ত আখরে লিখে
    ভেঙেছে দুয়ার এসেছে শূয়ার বেকনের অবতারে
    চুমু খেয়ে শেষে আলজিভ ঘেঁষে বৃহদন্ত্রে ধারে
    পেয়ালা পিরিচে লবনে মরিচে প্রেম তার ছিনিমিনি
    বলেছে পাষানী আশনাই মাখা ম্যারিনেড নিশীথিনী।
    প্রেমিকাটি তার যমুনা সলিলে নিঙাড়িয়া দুই ফালি
    বাসনার শেষে রসনার বসে লোলুপ গুঞ্জামালি।
  • দানবকৃষ্ণ | 114.179.72.200 | ০৮ জুলাই ২০১৫ ০৮:০৯680889
  • অন্যকূলের রাগী লোক হচ্ছে অহাহাহিহিপন্থী একানড়ে, যে একা থাকতে ভালবাসে বলে দাবী করে। তাকে আপনারা কবি বলেও সম্বোধন করতে পারেন, আমি আপত্তি করবো না।
  • kumu | 11.39.40.108 | ০৮ জুলাই ২০১৫ ০৮:৫৬680890
  • এলসিএম টি টিম হুতো অভ্যু ব্যাং পাই আতোজ - চমৎকার,অনবদ্য,তুলনাহীন।
  • Ishan | 183.17.193.253 | ০৮ জুলাই ২০১৫ ০৯:০২680891
  • প্রহরশেষে চক্ষু রাঙাও without any cause
    গ্লোবে বসে দেখেছিলেম তোমার কঠিন jaws

    সাদা আলোয়, লিখছিলাম, বিশ্বের প্রথম প্রকৃত দ্বিভাষিক পইদ্য। বাংলা ও ইংরিজি, স্পিলবার্গ ও রবীন্দ্রনাথ, লক্ষ্য করুন, দুই মহারথী কেমন গলা জড়িয়ে, পাশাপাশি। কোনো শব্দ নেই, শুধু কিছু বুদবুদ ভেসে ওঠে জলতলে। ভাবতে ভাবতেই তৈরি হয়ে যায় আরেকটি কবিতার মুহূর্ত।

    কোথাও বিবাদ নেই, সাপে আর নেউলে
    পাশাপাশি শুয়ে আছে মন্দিরে দেউলে।
    কা তব কান্তা, প্রেমিকই বা কার কে
    গলা জড়াজড়ি করে মানবে ও শার্কে।
  • Tim | 113.52.244.21 | ০৮ জুলাই ২০১৫ ০৯:১৬680892
  • আপনারা সাবল্টানের কথাগুলো ভুলবেন্না। বেদের মে জোস্না আর জলের ছেলে হাঙর। গান ভালোবেসে গান, চন্দ্রবিন্দু পান।

    হাঙরের ডাক যদি আসে
    সেশ খেয়া হয় পাড়ি দিতে
    দাঁতের ফোকর থেকে জেনো
    পারবেনা কেউ কেড়ে নিতে

    ও ও ও এবং আমি যে কে তোমার ইত্যাদি। কাছেই কিছু কুমীর দুলে দুলে ফুঁপিয়ে একসা। রাধিকার কনুই থেকে কেটে নেওয়া হাতের টুকরো রক্তের রক্তকরবীর মত দোল খাচ্চে দেখে দর্শকদের সমবেত আর্তনাদ ও যবনিকা পতন।
  • byaang | 132.167.243.94 | ০৮ জুলাই ২০১৫ ০৯:৩০680893
  • লোহিতসাগরের নওল হাঙরের নরম মনে লেগেছে নতুন দোলা
    জাঁহাবাজ রাধিকার জন্য আর নাইকো কোনো জানালা খোলা।
    রাধিকার পুরোনো আলনায় ঝোলে যে দেখি গোলাপি শুয়োরের ফলসা শাড়ি,
    নতুন খেলা জমিয়েছে কি তবে গোলাপি শুয়োর আর হাঙরের গোলাপি মাড়ি?
  • kumu | 132.161.5.244 | ০৮ জুলাই ২০১৫ ০৯:৩২680894
  • রাধিকার আজ হাতখোঁপা,ঘুচিমুচি নীলতাঁত শাড়ি,
    বেভুলবেতাল মেয়ে খুব,গড়ে ভাঙেপুতুলের বাড়ি।
    সত্য ছিল রাতপ্লাটফর্ম?,মনে মন খারাপের গান?
    প্রতি ঢেউয়ে লিখেছে হাঙর কঠিন, কঠিন অভিমান।
  • PM | 116.76.180.85 | ০৮ জুলাই ২০১৫ ১১:৪৯680895
  • এতো দেখি "হাঙরে ভুবন ভরা " ঃ)
  • apps | 122.79.39.5 | ০৮ জুলাই ২০১৫ ১২:৩৬680897
  • রবাহুত- লেভেল লেভেল (Y)
  • de | 69.185.236.55 | ০৮ জুলাই ২০১৫ ১২:৪২680898
  • ঘুটঘুটি রাতে একলাটি ছাতে
    মাদুরের 'পরে গামছাটি পাতে
    ছাপোষা হাঙর হাতপাখা নাড়ে
    মশাদের গান কানে আসে তেড়ে
    সারাদিন গেছে কেজো কথা বলে
    চুপচাপ থাকা লোকেদের দলে
    ভালোই তো ছিলো, বাজারের চাপে
    হাঙরের এই দশা কার পাপে -
    রাধিকার ছাদে, চিলেকোঠা ঘরে
    টিমটিমে বাতি জ্বলে আর পোড়ে!
    রাধিকা স্বপ্নে কখনো বা আসে
    এলোচুলে হাওয়া ছুঁয়ে আশেপাশে
    আঁচলে জড়ানো কবিতার খাতা
    লেখা তো হয়নি, সাদা সব পাতা!
    রাত ভোর হলে আপিসের তাড়া
    হেঁটে হনহন পেরোচ্ছে পাড়া
    রাধিকার ছাতে তাকালো হাঙর
    গোলাপী তোয়ালে দড়ির ওপর
    রাধিকা কলেজে, সেই ভোরবেলা
    এমনি করেই সারা হয় পালা-
    হাঙরীয় সেই রাতের স্বপ্নে
    গোলাপী তোয়ালে হাওয়াতেই ভাসে
    দিনমান কাটে ভয়ের তরাসে
    গোলাপী সিলিপ ফিরে ফিরে আসে।
  • kumu | 11.39.35.201 | ০৮ জুলাই ২০১৫ ১৩:০৬680899
  • দে ব্যাং খুব ভাল।মধুর বিস্ময়।ভাগ্যে ছিল হাঙর গুরুর কাছে!!
  • rabaahuta | 215.174.22.27 | ০৮ জুলাই ২০১৫ ২০:৪০680900
  • সবাইকে মারহাব্বা বলে যাই। দে'দির লেখা পদ্য আগে পড়েছি কিনা মনে পড়ছে না তাই স্পেশাল। ব্যাংদিরও পদ্য পড়িনি তবে খুবই কাব্যিক গদ্য পড়েছি তাই একটু কম স্পেশাল। বাকী সব চেনা কবি। ব্যাংদি আবার দেখছি হাঙরের টইতে একটু শূয়োরের টইয়েরও মিশেল দিয়েছে।
  • Atoz | 161.141.84.176 | ০৮ জুলাই ২০১৫ ২০:৪৪680901
  • হাঙর আর শোয়োরের মিক্সড ডিশ, গার্নিশ করেছে সামান্য কাঁচালঙ্কা আর ধনিয়াপাতা দিয়ে। ঃ-)
  • Atoz | 161.141.84.176 | ০৮ জুলাই ২০১৫ ২০:৪৫680902
  • হাঙর আর শোয়োরের না, হাঙরের আর শুয়োরের। ঃ-)
  • byaang | 132.167.83.85 | ০৮ জুলাই ২০১৫ ২০:৪৮680903
  • সবই এদের বুঝিয়ে দিতে হয়। গোলাপি শুয়োরের ফলসা শাড়ি মানে শুয়োরের চামড়াটা খুলে নিয়ে শুকুতে দেওয়া হয়েছে, আর ফোকলা হাঙর গোলাপি রঙের তুলতুলে শুয়োরের মাংস খাচ্ছে। শুয়োরের মাংস এতই নরম যে ফোকলা মুখেও খাওয়া যায়, দাঁত লাগে না।
    এই হল গিয়ে আমার পদ্যের ভাব্সম্প্রসারণ।
  • | 213.132.214.155 | ০৮ জুলাই ২০১৫ ২১:০৩680904
  • ওফ এইটা আগে দেখিনি তো। সব্বাই তো ফাটিয়ে দিয়েছে!! ঃ))
  • kumu | 132.161.251.53 | ০৯ জুলাই ২০১৫ ০৯:২৫680905
  • হাঙরদের ভুলবেন না।
  • hzbz | 186.10.99.200 | ০৯ জুলাই ২০১৫ ১১:১৪680906
  • তোদের গাধার লাডি দিয়ে পেটাব।
  • I | 192.66.30.104 | ০৯ জুলাই ২০১৫ ১৮:৩৩680908
  • শোরের একান্ত কাছে বসে আছে চিরহ্যাংলা অসুখী হাঙর
    চোখের সুমুখে চলে বিকিকিনি, তালতাল শূকর চাঙড়

    কিনিবে ক্ষ্যামতা নাই, বটুয়াটি নিতান্তই ফাঁকা
    একদিন সব ছিল, আজ শুধু হা-টাকা যো-টাকা

    রাধিকা পগাড়পাড়, পুঁজি তারে লয়ে গেছে নিশি ডেকে, দুরন্ত নাঙর
    বাহিরে বরষা ঝরে, একাকী হাঙর ঘরে, লুরুময় ব্যাঙের গ্যাঙর

    বেকন, না রাধুসোনা? কারে miss করো তুমি? কও দেখি বিবাগী হাঙর?

    (হাঙর সিরিজঃ সরল হাঙর ও তার নির্দয়া প্রেমিকার অবিশ্বাস্য করুণ কাহিনী)

    ফুটনোট ঃ নাঙর শব্দটি কিঞ্চিৎ গ্রাম্যতাদোষে দুষ্ট, "নাগর" অর্থে ব্যবহৃত। আর শোর যে একটি পানবাচক শব্দ, শুয়োর ও shore উভয়ার্থেই ব্যবহৃত, সে নিশ্চয় আপনাদের বুঝিয়ে না দিলেও চলবে, নাকি? এনকোর না দিলে বয়েই গেল, রবিবাবুকে গিয়ে ধরছি দাঁড়ান। তিনি ঠিকই শেক্সপীয়র, কীটস ও বায়রন সায়েবের সঙ্গে শলাপরামর্শ করে কিছু একটা ব্যবস্থা করবেন।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন