এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৭৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • se | 87.59.50.3 | ২১ জুন ২০১৫ ১৭:২৫682170
  • প্লীজ প্লীজ প্লীজ এতে সিপিয়েম ঢোকাবেন না। করজোড়ে অনুরোধ।
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৮:২৪682171
  • পাই এজ ইউসুয়াল, আমার লেখা না পড়ে সীতা রামের মাসী বানিয়ে ভর্তা করে দিল!!
  • Bratin | 122.79.36.186 | ২১ জুন ২০১৫ ১৮:৪১682172
  • বিপ ঠিক বলেছেন।কিন্তু পি এইচ ডি করে ইন্ডাষ্ট্রি তে অনেকে আসেন।আবার পড়ানো টা অনেকের প্যাশন।

    সেই অর্থে ঠিক ঈ আছে।আপনি যেভাবে জীবন কে দেখবেন।
  • বিপ | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৮:৪৯682173
  • পি এই চ ডি লাইফ নন লুক্রেটিভ না লুক্রেটিভ-সেইসব আলোচনাতে আনি নি। আমার বক্তব্য পি এই চ ডি করে কেরিয়ার কি?

    ইঞ্জিনিয়ারিং এর অসুবিধা নেই। সায়েন্সে আছে। অনেকেই পোষ্ট ডক্ট করে করে হতাশ হয়ে শেষে লাইন ছেড়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছে একেডিমক্সে কিছু না পেয়ে।
    এটা কি কেও অস্বীকার করবে?

    আর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেক করা ইউজলেস। কিছু শিখবে না ওখানে। আমি বি এস সি, করতে বলেছি , সায়েন্সের কেরিয়ারের জন্য না। পরিস্কার ভাবে লিখেছি, তারা কোডিং শিখুক
    পাশাপাশি কোন কোম্পানীতে কাজ নিয়ে। অরকম গলির কোম্পানী কোলকাতাতে অনেক আছে। সেখানে কোডিং তারা শিখুক কাজ করতে করতে। বি এস সি পড়তে বলেছি যাতে বেসিক ম্যাথটা যাতে ক্লিয়ার থাকে। তার দাম বিটেক ডিগ্রির থেকে বেশী এই বাজারে। কারন কোডিং টা তাকে নিজেকেই শিখতে হবে।

    মুশকিল হচ্ছে যা বুঝলাম, কেও আমার লেখাটা পড়ে নি-বা বোঝে নি। ফালতু আলফাল বকে চলেছে না পড়ে, না বুঝে।
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৮:৫৫682174
  • গবেষনা প্যাশনের জিনিস। কিন্ত তাতে কি সংসার চলে? যারা পেশাদার গবেষক, তারা ওই প্যাশন ছেড়ে, ৯৫% টাইম খরচ করছে শুধু প্রপোজাল লিখতে। আর
    একটা বড় অংশ হতাশ হয়ে গবেষনার কেরিয়ার ছেড়ে দিয়েছে। গবেষনা আর গণিকাবৃত্তি হচ্ছে একমাত্র পেশা, যেখানে লোকে নিজের এনজইয়মেন্টের জন্য টাকা পায়।
    মুশকিলটা হচ্ছে গণিকাবৃত্তির যাওবা একাউন্টিবিলিটি আছে ক্লায়েন্টের কাছে-গবেষনার সেটা নেই-যেহেতু ফান্ডিং মূলত সরকারি। বেসরকারি গবেষনাতেও যে খুব বেশী
    একাউন্টিবিলিটি আছে তাও না। ফলে অনেকে গবেষনার লাইন ছেড়ে দিয়েছে প্রায় এক দশক টানার পরেও।

    সুতরাং ইস্যুটা প্যাশন নিয়ে না । ইস্যুটা হচ্ছে ওটা আদৌ সাসটেনেবল কেরিয়ার কি না? আমি চোখের সামনে দেখছি, ওটা সাসটেনেবল কেরিয়ার না বিজ্ঞানের ক্ষেত্রে।
    প্রযুক্তির ক্ষেত্রে পি এই চ ডি করাটা জাস্ট ডিগ্রি বাড়াবার মত-১০-২০% স্যালারি বাড়ে। ওই টুকুই।
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ১৮:৫৯682175
  • কয়েকশ ছেলেমেয়েকে আমি জানি যারা কেমিস্ট্রিতে PhD করে দিব্য সুখে আছে।

    আর "অনেকেই পোষ্ট ডক্ট করে করে হতাশ হয়ে শেষে লাইন ছেড়ে ইন্ডাস্ট্রিতে ঢুকছে একেডিমক্সে কিছু না পেয়ে"-এই অদ্ভুত বাক্যটির মানে কি?
    PhD করে ইন্ডাস্ট্রিতে ঢোকাটাও একটা "লাইন"।

    আমার বেশ কয়েকটি বন্ধুবান্ধব, ছাত্র পোস্টডক করে দিব্য আনন্দে ইন্ডাস্ট্রিতে চাকরী করছে।

    শুধু অন্যেরাই "আলফাল" বকছে এই ধারণাটাও বেশ চিত্তাকর্ষক!!
  • PT | 213.110.243.22 | ২১ জুন ২০১৫ ১৯:০১682176
  • "গবেষনা আর গণিকাবৃত্তি হচ্ছে একমাত্র পেশা, যেখানে লোকে নিজের এনজইয়মেন্টের জন্য টাকা পায়।"

    এবার সত্যি সত্যি মস্তিষ্কের গবেষণায় জোর দেওয়ার সময় হয়েছে।
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৯:০৫682177
  • স্টার্টাপ করাটা কোন কেরিয়ার না। ওটা কনক্লুশন। আমি নিজের স্টার্টাপ বানানোর আগে দুটো ফান্ডেড স্টার্টাপে কাজ করেছি। এখন গত চার বছর আগে চাকরি ছেড়ে
    নিজেই স্টার্টাপ চালাচ্ছি। দুটো স্টার্টাপকে মেন্টর ও করেছি। কোন সন্দেহ নেই স্টার্টাপে স্যাটিসফ্যাকশন ইন্ডেক্স সব থেকে বেশী-কারন একটা স্ট্রং পারপাস থাকে। প্রচুর পরিশ্রম করার স্কোপ থাকে। শেখার স্কোপ থাকে। কোন রাজনীতি নেই। গত চার বছর আমার জীবনের সব থেকে বেশী প্রোডাক্টিভ গেছে। চাকরি থেকে যা কিছু পাওয়ার তার থেকে সব কিছুই
    অনেক বেশী পেয়েছি।

    কিন্ত আমি অন্যকে স্টার্টাপে উৎসাহিত করবো না-আনটিল-তারা ডাই হার্ড পাবলিক। এটা প্রচন্ড টাফ লাইফ। একটা সাফল্যের জন্য একশোটা ব্যার্থতা হজম করার শক্তি থাকা চায়।
    জীবনে যা কিছু রোম্যান্টিসিজম আছে, সব ছুড়ে ফেলে, হার্ডকোর রিয়ালিস্ট হতে হবে ব্যবসা টানতে।
    আমার ব্যাচের অন্তত ত্রিশ জন স্টার্টাপ খোলার চেষ্টা করেছে। আমি শুধু দুজনকে জানি, যারা এখনো টানছি-খুব বড় কিছু সাফল্য ছাড়া। ঠিক ঠাক চলছে-এই যা। বাকীরা ব্যর্থ হয়েছে।
  • Bratin | 122.79.36.186 | ২১ জুন ২০১৫ ১৯:০৭682180
  • ভিপের এই কথ টা অত্যন্ত নিম্মরুচি র লাগলো। তীব্র প্রতিবাদ জানাচ্ছি
  • বিপ | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৯:০৭682178
  • PhD করে ইন্ডাস্ট্রিতে ঢোকাটাও একটা "লাইন"।

    >> ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এবং বায়োলজি তে।
    অন্যত্র না।
  • SKM | 83.6.121.117 | ২১ জুন ২০১৫ ১৯:০৯682181
  • বিপ CNR রাও_ইউং age- খুব ভালো kaaj KORAE ছিল।
    গেটস ড্রপ out। অনেক exceptional। case- thakae-Generalized। করা muskil-_
  • sm | 233.223.159.253 | ২১ জুন ২০১৫ ১৯:১০682182
  • বিপ, তুমি নিজেই লিখেছ, তোমার বন্ধু উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন পেয়ে, প্রথমে রেডিওর দোকান খোলে ও তারপরে কি একটা ডিলারশিপ করে কোটি কোটি টাকা কামাচ্ছে। অনেক বন্ধুই এভাবে কোটি কোটি কামাচ্ছে। ঠিক কি কারণে তুমি বন্ধুর মত রেডিও বা অন্য কোনো দোকান খুললে না?
    তুমি ই যুক্তি দিয়ে বললে, ওই ধরনের লোকেদের প্রচুর ট্যালেন্ট।
    তাহলে কি ধরে নিতে হবে ট্যালেন্টের অভাব বলে লোকে রিসার্চ লাইনে যায়?
    আট ভাট না বকে, সহজ ভাবে উত্তর দাও।
  • বিপ | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৯:১৮682183
  • অনেক ক্ষেত্রেই লোকে এটা করে কেরিয়ার এডভান্স করতে। সায়ন্সে পি এই চ ডি না করলে কেও পাট্টাই দেবে না।
    আমি করেছিলাম একাডেমিক্সে থাকা জন্য।
  • বিপ | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৯:২০682184
  • গবেষনা এবং গণিকাবৃত্তির এই সহাবস্থানটি বিপের আবিস্কার না !!! এটি যারা গবেষনার লাইনে আছেন, তারা এখনো কি করে শোনেনি কে জানে!!
  • Bratin | 122.79.36.186 | ২১ জুন ২০১৫ ১৯:২২682185
  • কিন্তু তাহলে ইন্ডাষ্ট্রি ঘুরে ব্যবদায় কেন?
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৯:৩৩682187
  • ইন্ড্রাস্ট্রি ঘুরে ব্যবসা মানে? ব্যবসা করা মানে নিজের ইন্ডাস্ট্রি বানানো। আর চাকরি হচ্ছে অন্যের ইন্ড্রাস্ট্রিতে কাজ করা। আরে ভাই
    সেদিন লিখলাম ত-আলু পটলের ব্যবসা করা খুব কঠিন-অত ট্যালেন্ট নেই।

    মাইরী এই ফোরামে লোকের রামধেনু লেভেল দেখে এবার মোদি বর্ণিত শীর্ষাশন করিব।
  • pandit | 117.77.92.127 | ২১ জুন ২০১৫ ১৯:৩৩682186
  • স্টার্টাপ প্রচুর বাতেলা দেয়, কিন্তু মাইনে মেরে দেয়। গণিকাবৃত্তি অনেক সৎ প্রফেশন।
  • Bratin | 122.79.36.186 | ২১ জুন ২০১৫ ১৯:৩৬682188
  • না না সেটা খুব ভালো। মানে অ্যাকাডেমিক্স কি ভালো লাগলো না?
  • sm | 233.223.157.92 | ২১ জুন ২০১৫ ১৯:৪২682191
  • বিপের মূল্যবান মতামত।
    আলু পটলের ব্যবসা করা খুব কঠিন; প্রচুর ট্যালেন্ট লাগে।
    চাকরি করা কঠিন, মাঝারি ট্যালেন্ট লাগে।
    স্টার্ট আপ করা অল্প কঠিন, ট্যালেন্ট লাগে যত সামান্য।
    রিসার্চ করা মোজা ছেঁড়ার মত সোজা কাজ; কুনো ট্যালেন্ট লাগে না।
    মহায়, বাড়িতে ইশাবগুল আছে; নিদেন পক্ষে প্রুন জুস?
  • PT | 213.110.246.23 | ২১ জুন ২০১৫ ১৯:৪২682189
  • > "ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি এবং বায়োলজি তে।"
    যাক হাওয়া বেলুন এতক্ষণে খানিকটা মাটির দিকে নামানো গেছে।

    "সায়ন্সে পি এই চ ডি না করলে কেও পাট্টাই দেবে না।"
    তক্কের জন্যে যে যেভাবে দেখে। এক একটা সাবজেক্টের এক এক রকম ট্রেনিং হয়। সায়েন্সে থাকতে গেলে PhD করা জরুরী। কত ছেলে কেমিস্ট্রি, বিশেশতঃ ফিসিক্স থেকে সরাসরি IT বা ফাইনান্সিয়াল সেক্টরে গিয়েছে সে খবর রাখেন আশা করি। এও নতুন কিছু নয়। আমাদের কলেজকালে অনেক দাদা দিদিরাই প্রবেশনরি অফিসার হয়ে ব্যাঙ্কে চাকরী করতে যেত।
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ২১ জুন ২০১৫ ১৯:৫১682192
  • শীর্ষাশন অর্থাৎ শীর্ষ + অশন। একেবারে ফেলে দেবার মত শব্দ নয়। তায় আবার মোদী বর্ণিত। ওর মানে ১) কেক ইত্যাদির টপিং খেয়ে নেওয়া ২) অপরের কাজের সুবিধা লাভ অর্থে ক্ষীর খাওয়া গোত্রের প্রয়োগ (নেপোয় মারে দই)।
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ১৯:৫৮682193
  • মানে অ্যাকাডেমিক্স কি ভালো লাগলো না?

    >>
    না, একেডেমিক্স ভাল লাগে নি। কারন আমি নাস্তিক। একটাই জীবনে বিশ্বাস করি । আর সেই জন্য মনে হয়,
    জীবনে কিছু করা উচিত যা সমাজের কাজে লাগে। পি এই চ ডি লাইফে পাবলিকেশন করার চাপে, আমাদের
    লাইনে টপ জার্নালেই পাবলিশ করেছিলাম। কিন্ত দেখলাম, তাতে একটা ক্ষুদ্র সার্কেলে নিজের নাম ডাক হবে হয়ত
    -কিন্ত আমি যে চার বছর খেটে একটা এলগো বানালাম, তাত আদৌ কেও কাজে লাগাচ্ছে না। আমার পেপার দেখে, সিলিকন ভ্যালি থেকে একটা স্টার্টাপ
    কল করে বললো, তোমার কাজটাকে একটা ডিজাইন সফটোউয়ারে নামাতে হবে। এখানে চলে আস। ব্যস পি এই চ ডি শেষ করে
    সোজা আমেরিকান স্টার্টাপে। তারপরে দেখলাম, ইঞ্জিনিয়ারিং এ -আমাদের টেলিকম লাইনে একাডেমিক্সে মোটেও ভাল কাজ হয় না।
    ইন্ডাস্ট্রি আর এন ডি গুলোর প্রচুর টাকা আর ইকুইপমেন্ট। ওই ফেসিলিটি আর টিম ছাড়া কাজ করা যায়-যেগুলো থিওরিটিকাল হবে।
    এই সব কারনে আর একাডেমিক্সে ফেরা হয় নি।

    তবে একাডেমিক্সের লাইফ ভাই অনেক ভাল। রিসার্চ লাইফে প্রচুর উপভোগ করেছি।
    শুধু ওই জীবনে কি করিলাম কুট প্রশ্ন গুলো মাথা না খেলেই হবে।

    আমেরিকাতে ইদানিং একাডেমিক্সের অবস্থা খুব বাজে। ফান্ডিং এ প্রচন্ড প্রতিযোগিতা। ভারতে তুলনামূলক ভাবে অনেক
    ভাল। আমেরিকান প্রফেসার দের থেকে বেটার আছি। অন্তত ক্লায়েন্টের অভাব আমার নেই। আমার পেইন পয়েন্ট অন্যত্র। ভাল টাকা দিয়েও
    কাজ করার জন্য যোগ্য লোক পাওয়া খুব মুশকিল। ভারতে ক্যালিবান টালেন্টেড
    ছেলেগুলো বিলিয়ান ডলারের ব্রান্ডেড কোম্পানী ছেরে স্টার্টাপে ঢোকে না।
  • sm | 233.223.157.92 | ২১ জুন ২০১৫ ২০:০৬682194
  • ক্যালিবান ট্যালেন্ট এড ছেলেদের তো , আলু- পটলের ব্যবসা করা উচিত কারণ ওখানেই,সবচেয়ে বেশি ট্যালেন্ট এর দরকার পড়ে।
  • Bratin | 122.79.36.186 | ২১ জুন ২০১৫ ২০:১১682195
  • না না বিপ তাহলে তো ঠিক অছে। যেটা প্যাশন যেটা মন চায় সেটা করাই ভালো।

    আমার কথ বলতে পারি। আই টি তে প্রায় ১৫ বছর চাকরী করলাম। মাঝে দেড় বছর পড়ালাম বিজ্নেস স্কুল, ক বি আর একটা ইউনি তে পড়ালাম। আমার পি রিচ ডি ণেই ণেই।তই পর্ত টাইম। আবার আই টি ফিরলাম। কিন্তু পর্ত টাইম পি রিচ ডি Kঅরচি।সুযোগ এলে অ্যাকাডেমিক্সে ফেরার ইচ্ছা অছে।পড়ায়ে খুব ভালো লাগে
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ২০:২০682196
  • পড়াতে আমার খুব ভাল লাগে। আর ছাত্রী পেলে আরো ভাল লাগে। কিন্ত ওই ভাল্লাগাগুলো ডেঞ্জারাস !!!
  • বিপ | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ২০:২৭682197
  • ভাইসব
    একটা সহজ সরল কথা বলি? বাঙালী যেদিন বুঝবে আলু পটলের ব্যবসা করতে রিসার্চের থেকে অনেক বেশি ট্যালেন্ট লাগে, সেই দিন বাঙালী
    ভিখিরী জাতি থেকে একটা সলিড ফাউন্ডেশনে উন্নিত হবে।

    না। আলু পটলের ব্যবসা কোন দিন করি নি। কিন্ত আলু পটলের ব্যবসা তুল্য সিম্পল আই টি আউটসোর্সিং এ ব্যবসা প্রথমে কিছুদিন করার চেষ্টা করেছি।
    তাতে প্রথম বুঝি কম্পিটিশন কি জিনিস। কম্পিটিশনে মার্জিন অপ্টিমাইজেশন ভীষন টালেন্টের কাজ।

    কাল এক বাংলাদেশী সব্জি বিক্রেতার নিউজ পড়লাম । সে এখন বছরে পাচ কোটির ব্যবসা করছে। দশ বছর আগেও ছিল এক সাধারন গরীব সব্জি বিক্রেতা।
    দিন আনতে পান্তা ফুরাত।
    সে কি করেছে ? সে দেখে বাংলাদেশে একটা আপার ক্লাস বিদেশী সব্জি খায়-যা জাহাজে করে আসে-অনেক দাম। সে বন্ধুর সাহায্য ১২ বিঘা
    জমি নিয়ে আজ বাংলাদেশেই ফলাচ্ছে বিদেশী সব্জি।

    এটাকে ট্যালেন্ট বা বললে ট্যালেন্টের সংজ্ঞা কি এক ইকোয়েশন সলভ করা না পেপার পাবলিশ করা?
  • pi | 116.212.33.238 | ২১ জুন ২০১৫ ২০:৩২682198
  • 'যাদবপুর, আই আই টি, শিবপুর বা সরকারি কলেজে না পেলে, বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াতে আমি নিরুৎসাহিত করব। আমার অভিজ্ঞতা বলছে বেসরকারি কলেজগুলিতে শিক্ষক বা পরিকাঠামো কোনটাই নেই। কিন্ত তাও এদ্দিন তারা চাকরি পেয়ে এসেছে -কারন ভারতে আই টি কর্মীর চাহিদা বেড়েছে বিপুল হারে। ফলে গরু গাধা সবাই গোয়াল পেয়েছে!'
    --

    এটা পড়ে আমি লিখেছিলাম, বিপদা একদিকে লিখেছেন প্রাইভেট ইন্জিনীয়াতিং কলেজে পরিকাঠামো, শিক্ষকের অভাব, অন্যদিকে বলেছেন, ওখানকার ছেলেপুলে গাধা। এমনিতে এই গাধা ফাধা বলে দেওয়া বাজেই লাগে, কিন্তু তাছাড়াও প্রশ্ন, আপনি কি শিক্ষক, পরিকাঠামোর অভাব বলে গাধা থেকে যায় বলছেন নাকি তারা বেসিক্যালিই গাধা, এটা মিন করছেন ? কোনটা সীতা কার মাসি করলাম?
    গাধাটা কাদের বলেছিলেন ?
  • Bratin | 122.79.36.186 | ২১ জুন ২০১৫ ২০:৩৯682199
  • হিপ, হা হা।

    চাত্র ছায়্রী নির্বিশেষে।ভালো স্টুডেন্ট
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ২০:৫২682200
  • পাই
    কে কত ভাল তার পুরোটাই কন্ডিশনিং। ওই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেগুলো ম্যাথ বা ফিজিক্সের অনার্স নিয়ে পড়লে এটলিস্ট কিছু শিখত।
    পরিবেশের চাপে লোকে গাধা হয়- কেও গাধা হয়ে জন্মায় না-সবাই অনন্ত সম্ভাবনা নিয়েই জন্মায়। ফ্যামিলি, সমাজ, রাষ্ট্র, স্কুল তাকে গাধা বানায়।
  • se | 87.59.50.5 | ২১ জুন ২০১৫ ২১:৩৭682202
  • ব্যবসা করতে ট্যালেন্ট লাগে - এ ব্যাপারে আমিও একমত।
    বিভিন্ন ব্যবসার আইডিয়া দিন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন