এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চমাধ্যমিকের পর পেশাদারি জীবনে কি?

    bip
    অন্যান্য | ২০ জুন ২০১৫ | ১৯৭৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.223.159.253 | ২১ জুন ২০১৫ ২১:৪৬682203
  • বাঙালী যেদিন বুঝবে আলু পটলের ব্যবসা করতে রিসার্চের থেকে অনেক বেশি ট্যালেন্ট লাগে, সেই দিন বাঙালী
    ভিখিরী জাতি থেকে একটা সলিড ফাউন্ডেশনে উন্নিত হবে।
    ---
    খুব ভালো কথা। ওপরে যেটা লিখলে, সেটা অবশ্যই তোমার বিশ্বাস।বিশ্বাসের সঙ্গে তর্ক করা বৃথা।
    আমি বিশ্বাস কে প্রচন্ড দাম দিই।
    তুমি যদি তোমার বিশ্বাসে অটল থাক, তাহলে তোমার ছেলে/মেয়েদের (প্লেস হোল্ডার ) আলু পটলের বিজনেসে নামাচ্ছ না কেন?
    তোমার তো উচিত তাদের দেশে পাঠিয়ে রেডিও দোকানির বা পরিচিত আলু ব্যবসায়ীর কাছে শিক্ষনবিশী করতে বলা।
    এ বিষয়ে কোনো বক্তব্য?
    আর দেশে কজন আলু বিক্রেতা পাঁচ কোটির ব্যবসা করছে?
  • bip | 79.138.209.156 | ২১ জুন ২০১৫ ২২:০২682204
  • আমার ছেলে মেয়েরা জীবনে কি করবে সেটা তাদের ব্যপার। আমার কাজ তাদের শুধু শিক্ষা দেওয়া। তারা যদি রেটেলার হতে চায়, হবে। আমি
    আপত্তি করতে যাব কেন?

    এই ধরনের মন্তব্য যিনি করছেন তিনি যে বস্তাপচা বাঙালী বাপ সেই ব্যপারে দ্বিমত থাকা উচিত না।

    আর আমেরিকাতে চাষী হওয়া সৌভাগ্যের ব্যপার। বড় চাষীরা কোম্পানীর সি ই ও দের থেকে বেশী কামায়।
    আমার ছেলে যদি চাষাবাদ করার সিদ্ধান্ত নেয় স্বাগত জানাব। কারন এখানে চাষাবাদ করতেও প্রচুর পড়াশোনা করতে হয়
    -শিখতে হয়-জানতে হয়। তবে সে যাই করুক, প্যাশনের সাথে সততার সাথে করবে, বাপ হিসাবে এটাই প্রত্যাশা থাকবে।
  • শ্রী সদা | 24.99.40.174 | ২১ জুন ২০১৫ ২৩:০২682205
  • যতই হোক, বিপ ই তো। এরকম একটু হবে।
    তা, হে বিপ, এই যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের জনতার ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা, ব্যাঙ্গালোরের মার্কেট সম্পর্কে আইডিয়া আছে ? এখানে প্রাইভেট কলেজ থেকে প্রত্যেক বছর রাশি রাশি ছেলেমেয়ে মাইক্রোসফট, ওরাকল, স্যাপ ল্যাব্স, ফ্লিপকার্ট, নেট-অ্যাপ, ভিএমওয়ার, সিসকো, জুনিপারের ইন্টারভিউ ক্লিয়ার করে। আমাদের আর অ্যান্ড ডি তে প্রচুর লোকজন প্রাইভেট কলেজের বি টেক। কোলকাতার কয়েকটা কলেজের হাল দেখে নিদান হেঁকে দিলে তো ঘোড়ায় হাসবে।
    কোলকাতার সমস্যা হল সব সস্তা চাই। প্রাইভেট কলেজগুলোতে ফি লুরুর কলেজগুলোর অর্ধেক, লেকচারারদের মাইনে ১৫-১৬ হাজার ম্যাক্স - ভালো ফান্ডাওয়ালা লোকজন কেন যাবে ? যারা পড়াতে যায় বেশীরভাগই চাকরী না পেয়ে যায়, আর মেয়েদের অনেকে যায় বিয়ের পরে ইন্ডাস্ট্রিতে থাকলে শশুরবাড়ি বাওয়াল দেবে বলে (নিজের চোখে দেখা কেস)।আর রাজ্যের ইকোনমির যা হাল তাতে লুরুর কলেজগুলোর মতো খরচা দিয়ে পড়ানোর মতো লোকজন কম। তাতে যা হওয়ার তাই হচ্ছে। এর সাথে প্রাইভেট বা সরকারী কলেজের সম্পর্ক খুব কম। একটু লিংডিন ঘাঁটলেই দেখা যায় প্রথম সারির কোম্পানীগুলোর অনেক হাইফান্ডা ইঞ্জিনিয়ার প্রাইভেট কলেজের প্রোডাক্ট।
  • শ্রী সদা | 24.99.40.174 | ২১ জুন ২০১৫ ২৩:১৯682207
  • পশ্চিমবঙ্গে যেহেতু প্রাইভেট কলেজগুলোর ফী লিমিট বেঁধে দেওয়া থাকে, কলেজগুলো একটু সেফ খেলে। ইনফাস্ট্রাকচার গুলি মারো, ল্যাব মানে কিছু কম্পুটার, কোর কোম্পানী এমনিতেও ক্যাম্পাসিং এ আসবে না, সেরকম বড় সফটওয়ার প্রোডাক্ট কোং ও কাছাকাছি নেই যে লোকজন ইন্টার্ন্শিপে যাবে, টার্গেট করো ঐ তিন চারটি বৃহৎ আইটি সার্ভিস কোং কে যারা একটা ব্যাচ থেকে ২০০-৩০০ ছেলেমেয়ে তুলবে তিন-সাড়ে তিন লাখের প্যাকেজে। সবাই খুশী, যে কজন চাগ্রী পাবেনা তাদের ভয়েস কেউ শুনতে পাবেনা মাস প্লেসমেন্টের উল্লাসে।
    অন্ততঃ এক দশক এই করে চলছিল ও বেশ। কিন্তু গত কয়েক বছর সার্ভিস কোং গুলো রিক্রুটমেন্ট অনেক কমিয়ে দিয়েছে, প্লাস ফী বেড়ে এমন জায়গায় গেছে যে ঐ চার বছর পর তিন লাখের চাগ্রীটা যথেষ্ট RoI দেয় না। ফলে প্রথমদিকের কলেজগুলো ছাড়া বেশীরভাগ কলেজে সিট ভর্তি ই হচ্ছে না, কলেজগুলো বন্ধ হয়ে যাওয়ার মুখে।কাঁচা ক্যাপিটালিজম যাকে বলে।

    আর একটা জিনিস মিস করে গেছিলাম। বিপ বললো বিটেক না করে বি এস সি করতে। হে সর্বজ্ঞ মহামানব, আজকাল একটা পাতি টেক সাপোর্টের কাজ এর জন্যেও বিটেক ডিগ্রী চায়। অত সোজা হলে আমি একগাদা টাকা খসিয়ে বিটেক করতাম না। বি এস সি তো ছেড়েই দিলাম, কম্পু সায়েন্স বা ইলেকট্রনিক সায়েন্সে মাস্টার্স একটা মাসে দশহাজারের চাগ্রী জোটাতে চটি খইয়ে ফেলছে কোলকাতায়, আমার চেনা একটা কোং এ রাজাবাজারের ইলেকট্রনিক্স এম এস সি একটা মেয়ে সোল্ডারিং/অ্যাসেম্বলিং এর কাজ করতো/করে।
  • T | 24.139.128.21 | ২১ জুন ২০১৫ ২৩:১৯682206
  • সদা ঠিকই বলেছে, ইনফ্যাক্ট আমার তো মনে হয়, দক্ষিণ ভারতে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস আউট জনতার স্কিল সেট কলকাতার সরকারী কলেজগুলোর থেকে বেশ বেশী।
  • শ্রী সদা | 24.99.40.174 | ২১ জুন ২০১৫ ২৩:২৭682208
  • তিতাস দা, স্কিল সেটটার পেছনে একটা বড় কারণ এনভায়রনমেন্ট। একটা ছেলে যে কোলকাতার প্রাইভেট কলেজে পড়ছে সে শুরু থেকেই জানে যে ঐ সার্ভিস কোং এ ঢোকা ছাড়া আমার আর কোনো গতি নেই। সে কোর সাবজেক্ট কেন, পাতি সি-ডিএস-অ্যালগো ও পড়ার উৎসাহ পাবে না কখনো।
    অন্যদিকে এখানের কলেজের লোকজন জানে যে অন ক্যাম্পাসে যাই হোক, এত ওয়াক ইন আর পুল হয় যে আমি যে কোনো কোং এ চেষ্টা করলে অ্যাট লিস্ট ইন্টারভিউটা দিতে পারবো, সে নিজেকে সেইভাবেই তৈরী করে। লোকজন আমি নিজে এই গতমাস অব্দি গীকসফরগীকসের নাম শুনিনি, এখানে ফ্রেশাররা অব্দি ঐ থেকে প্রিপেয়ার করে , কোন কোং এর ইন্টারভিউ প্যাটার্ণ কী সেই নিয়ে ভালো আইডিয়া থাকে ওদের।
  • se | 94.75.173.148 | ২১ জুন ২০১৫ ২৩:৩৭682209
  • Date:21 Jun 2015 -- 10:02 PM
    এই পোস্টে ক দিলাম। একদম ঠিক বলেছেন।
  • sm | 233.223.159.253 | ২১ জুন ২০১৫ ২৩:৩৮682210
  • বিপ, তোমার নিজের বিশ্বাসের ওপর তোমার বিশ্বাস নেই বোঝা গেল। তুমি বলেছ, উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়া ছেলেরা কোটি কোটি টাকা রেডিও র দোকান খুলে আর ডিলারশিপ নিয়ে , ব্যবসা করে কামাচ্ছে। আলুর ব্যবসা করে বাংলাদেশে কোটি কোটি কামাচ্ছে। ধরে নেওয়া যায় ইনিও উচ্চ শিক্ষিত নয়। এবং দেশেই এরা আমেরিকার চেয়ে অনেক বেশি কামাচ্ছে।
    তাহলে ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া, ইত্যাদি নিয়ে এত ভাটাচ্চ কেন?
    তোমার তো তাদের দেশে পাঠিয়ে, এদের কাছে হাতে কলমে শিক্ষা নেওয়া উচিত বলে প্রাইম করা উচিত।বেসিক শিক্ষা তো দেশেও নেওয়া যেতে পারে।
  • SKM | 83.6.121.117 | ২১ জুন ২০১৫ ২৩:৪৬682211
  • আমি জানি অনেক কোম্পানি তে প্রচুর ENgg'পিএইচডি AAchhae। ইন ফ্যাক্ট আমাদের ডিভিশন ae আউট অফ ১৫/১২ Phd-আমাকে niyae। আমাদের co। তে ৬২০০০ employee। ভালো benefits।
  • শ্রী সদা | 24.99.40.174 | ২১ জুন ২০১৫ ২৩:৫১681718
  • VLSI, EDA, Data Analytics এর মতো অ্যালগোরিদম ইনটেনসিভ ডোমেনগুলোতে পি এইচ ডি ভালোই নেয়। মাইনেও বেশ কিছুটা বেশী হয়। কিছু সিনিয়র ঐ ডোমেনগুলোতে আছে, সেই সূত্রে জানি।
  • lcm | 138.32.84.27 | ২১ জুন ২০১৫ ২৩:৫৭681719
  • ..."আর আমেরিকাতে চাষী হওয়া সৌভাগ্যের ব্যপার। বড় চাষীরা কোম্পানীর সি ই ও দের থেকে বেশী কামায়।"...

    ছোট তথ্য (লিট্‌ল ডেটা) -
    Farmers and ranchers earned a median annual income of nearly $61,000 in 2010, according to the U.S. Bureau of Labor Statistics. The top 10 percent of earners in the field made about $107,000 a year, while the bottom 10 percent made less than $30,000.

    The median expected annual pay for a typical Chief Executive Officer in the United States is $683,697. The top 10% makes more than $998,383 and the bottom 10% makes less than $370,354. (data 2014-2015)
  • sm | 233.223.159.253 | ২২ জুন ২০১৫ ০০:০২681720
  • আর রাজ্যের ইকোনমির যা হাল তাতে লুরুর কলেজগুলোর মতো খরচা দিয়ে পড়ানোর মতো লোকজন কম। তাতে যা হওয়ার তাই হচ্ছে। এর সাথে প্রাইভেট বা সরকারী কলেজের সম্পর্ক খুব কম।
    ---
    সদা, এটা কি কইলো? এরাজ্য থেকেই তো ম্যাক্সিমাম ছেলে ভিন রাজ্যে প্রাইভেট কলেজ গুলোতে দল বেঁধে পড়তে যায়।লুরুর অধিকাংশ কলেজে পব ছেলের সংখ্যাধিক্য চোখে পড়ার মত।তাহলে রাজ্যের অর্থনীতির হাল খারাপ, এটা ধোপে টেঁকে না।
    লোকে দক্ষিনে পড়তে যায়, চাকরির সুযোগ অপেক্ষা কৃত বেশি বলে।সুযোগ কেন বেশি, তা আপনি বলে দিয়েছেন।
    আইটি, ইন্দাস্ত্রী বহু লোকের জব দিছে এটা সময়ের গুণ। যাদের হাই ফান্ডা বলা হচ্ছে, তারা অনেকেই একাদেমিক্যালি বেশ সাধারণ।
    আবার অনেকে মেক্যানিকাল,সিভিল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং পড়েও আইটি তে ঢুকে পড়ছে।
    সুতরাং এটাতে বড় ধরনের ফান্ডার চাহিদা কম।
    একদিন আমেরিকা বা ইউরোপ চাহিদা কমে গেলে লুরু/ পব , সব রাজ্যের প্রাইভেট কলেজ গুলোতেই তালা পড়ে যাবে। ফান্ডা দেখানোর সুযোগ ই থাকবেনা।সরকারী কলেজ গুলো টিকে থাকবে কারণ সেগুলো সরকারের পয়সায় চলে তাই।
    বরঞ্চ অনেক মেধাবী ছাত্র ছাত্রী কোর্ সায়েন্সে যায়।
  • Bratin | 122.79.35.19 | ২২ জুন ২০১৫ ০০:০৪681721
  • কিন্তু এল ই এম দা, মিডিয়ান কি সেন্ট্রাল টেন্ডেন্সি র ভালো মেজার হবে? হোয়াট অ্যাবাউট মিন?
  • lcm | 138.32.84.27 | ২২ জুন ২০১৫ ০০:০৭681722
  • খাইসে, বোতিন এর মধ্যে মিন-মিডিয়ান-মোড এনে ফ্যাল্‌সে।
  • শ্রী সদা | 24.99.40.174 | ২২ জুন ২০১৫ ০০:১১681723
  • sm, হাই ফান্ডা মানে সেই ইন্ডাস্ট্রির এবং কোম্পানীর পার্সস্পেকটিভে একজনের অ্যাচিভমেন্টস। অ্যাকাডেমিক রেকর্ড না।
  • sm | 233.223.157.204 | ২২ জুন ২০১৫ ০০:১৩681724
  • থেন্কুস সদা।
  • সে | ২২ জুন ২০১৫ ০০:৪২681725
  • বিপ যেটা বলতে চাইছেন, সেটা সম্ভবতঃ এই যে অন্ত্র্যপ্রনর হবার জন্যে বিশেষ ধরণের মেধা/ট্যালেন্ট লাগে যেটা ঠিক ভালো রেজাল্ট করার ওপরে নির্ভরশীল নয়। ব্যবসা করে সাকসেসফুল হবার পেছনে দরকার উদ্ভাবনী শক্তি এবং প্রচুর পরিশ্রম, দশটা পাঁচটার চাকরির মতো নয়। অনেক বেশি দায়িত্ব নিতে হয়।
    আমি একজনকে চিনি। পাকিস্তানি ভদ্রলোক। প্রথম জীবনে ব্যাঙ্কের অ্যাকাউন্টেন্ট ছিলেন। ব্যাঙ্ক উঠে যায়। সামান্য কিছু বেনিফিট পান। লাখে নয়, হাজারে। বছর দশ কি পনের আগে। ওঁর স্ত্রী চাকরি করতেন। ভদ্রলোক চাকরির চেষ্টায় (সম্ভবতঃ লাহোর শহরে কি শহরতলীতে) সারাদিন ঘুরে বাড়ী ফিরে খিদের মুখে দেখলেন, ফ্রিজে তরকারি পড়ে আছে, কিন্তু রুটি নেই। স্ত্রীও বাড়ীতে নেই। পড়ন্ত বিকেলে তিনি তন্দুরী রুটি কিনতে বেরোলেন রাস্তায়। আশেপাশে কোনো রুটির দোকান নেই। অনেক ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে শেষে একটা জায়গায় রুটির দোকান পেলেন। এরপরে সেই এককালীন যে বিশ পঁচিশ হাজার টাকা ছিলো, সেই সম্বল করে ও ব্যাঙ্কের জমানো কিছু টাকা তার সঙ্গে জুড়ে উনি পাড়াতেই তন্দুর কিনে রুটির দোকান দেন। সাফল্য আসে। প্রথমে নিজের দোকানে নিজেই বসতেন, তারপরে খদ্দের বাড়তে লাগলো এত বেশী যে আরেকজনকে দেখভালের জন্যে বহাল করলেন। মাস ছয়েক পরে অল্প দূরে আরেকটি দোকান খুললেন, তারপরে ক্রমধঃ ব্যবসা বাড়তেই থাকল। অচিরেই মিলিওনেয়ার হয়ে গেলেন। ওঁর চেইন অফ তন্দুর আছে পাকিস্তানে। প্লেনে ফার্স্টক্লাস ছাড়া ট্র্যাভেল করেন না।
    ব্যবসা জিনিসটাকে নীচুচোখে দেখেননি বলেই উনি সাকসেসফুল হতে পেরেছিলেন। দেখবার চোখ ছিলো, উপস্থিত বুদ্ধি এবং অসম্ভব পরিশ্রম করবার সাহস।
    এখন ওঁকে নকল করে কেউ যদি আরো তন্দুর খোলে সেটা হয়ত সাকসেসফুল হবে না। উনি বুঝেছিলেন মার্কেটে কী দরকার, কেমন চাহিদা, পাবলিক সেটা কিনবে কি না।
    ঠিক তেমনি, বিপ যেরকম উদাহরণ দিলেন, ঐ ব্যবসায়ী যে বিদেশী সবজির চাষ করে বাংলাদেশের জমিতে। তার বুদ্ধি উদ্ভাবনী শক্তি চ্যালেঞ্জ সাহস পরিশ্রম খদ্দেরদের চাহিদা বুঝতে পারা, এ সমস্তর জন্যে যে ট্যালেন্ট লাগে, সেই ট্যালেন্ট সকলের থাকে না। প্রচুর ব্যবসা খুলবার বছর দুয়েকের মধ্যেই ডুবে যায়, এর মূল কারণ দূরদৃষ্টির অভাব।
  • S | 109.27.138.238 | ২২ জুন ২০১৫ ০১:৩০681726
  • তাইলে গুজ্জু মারোয়ারিদের কারোরই পিএইচডি করার কথা নয়।
  • bip | 79.138.209.156 | ২২ জুন ২০১৫ ০২:২০681727
  • আর একটা জিনিস মিস করে গেছিলাম। বিপ বললো বিটেক না করে বি এস সি করতে। হে সর্বজ্ঞ মহামানব, আজকাল একটা পাতি টেক সাপোর্টের কাজ এর জন্যেও বিটেক ডিগ্রী চায়। অত সোজা হলে আমি একগাদা টাকা খসিয়ে বিটেক করতাম না। বি এস সি তো ছেড়েই দিলাম, কম্পু সায়েন্স বা ইলেকট্রনিক সায়েন্সে মাস্টার্স একটা মাসে দশহাজারের চাগ্রী জোটাতে চটি খইয়ে ফেলছে কোলকাতায়, আমার চেনা একটা কোং এ রাজাবাজারের ইলেকট্রনিক্স এম এস সি একটা মেয়ে সোল্ডারিং/অ্যাসেম্বলিং এর কাজ করতো/করে।

    >>
    সদা
    আমি খুব দ্বায়িত্ব নিয়ে বিটেক ছেরে বি এস সি করতে বলেছি। হয়ত লক্ষ্য করো নি, আমি লিখেছি, পাশাপাশি কোডিংটা সলিড শিখতে হবে।
    কারন সেটাই আসল।

    গত তিন মাসে কোলকাতায় আমরা প্রায় ৩৫ জনের ইন্টারভিউ নিয়েছি-পাতি ৩-৭ বছরের অভিজ্ঞতা, ভালো জাভা জানা, একটু ম্যাথ এলগো
    বুঝলেই হবে। বছরে সাত লাখ থেকে বিশ লাখের সিটিসি। একজন ও ঠিক ঠাক পাওয়া যায় নি যে জাভাটা একটু ভাল জানে তার সাথে
    ম্যাথ আর এলগোর বেসিকগুলো বোঝে। এগুলো সব প্রাইভেট কলেজের বিটেক। এদের কেও রিগ্রেশন, কার্ভ ফিটিং এর নাম ই শোনে নি।
    একটা হ্যাশিং এলগো ঘুরিয়ে দিলেই বুঝতে পারে না।
    এগুলোত ইঞ্জিনিয়ারিং ম্যাথের প্রথম বছরে শেখার কথা। যা বুঝেছি, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে কিছুই শেখে না।

    ভারতে যেসব কোডার পাওয়া যায় সব গুগল থেকে ঝাড়া কাটা করা মাল। ভালো ওরিজিনাল প্রোগ্রামিং করতে পারে, ম্যাথের
    ব্যাকগ্রাউনন্ড আছে এমন লোক খুব কম। যেকজন আছে, লুরুতে আকাশ ছোঁয়া মাইনা পায়।
  • S | 139.115.2.75 | ২২ জুন ২০১৫ ০৪:৪৪681729
  • বিপদা আপনি আইআইটির ছেলে দেখুন। পেয়ে যাবেন।
  • SC | 83.222.179.56 | ২২ জুন ২০১৫ ০৬:০৫681730
  • কিন্তু সে বিপদার কোং এ কাজ করতে আসবে কেন?
    দেখো বাবা বিপ, এ হচ্ছে capitalism । :) তোমার ম্যাথ এ ফান্ডা ওয়ালা চাই, আবার ভালো কোডিং চাই, তাহলে candidate এর ও আকাশ ছোঁয়া মাইনে চাই। ব্যাঙ্গালোরে এ এধরনের লোককে আকাশ ছোঁয়া মাইনে দেওয়া হচ্ছে তুমি নিজেই বলছ।
    তাহলে সে কম মাইনে তে, তারপরে কলকাতার মত একটা থার্ড ক্লাস শহরে তোমার কোং এ কাজ করতে রাজি হবে কেন?
    আই আই টি র কোনো বিটেকও রাজি হবে বলে মনে হয় না, ফান্ডা তো পরের ব্যাপার। এম টেক হলে হয়ত হতেও পারে।
  • PT | 213.110.247.221 | ২২ জুন ২০১৫ ০৭:২৩681731
  • বিটেক পড়লেই চাগ্রী কিন্তু ২৪ হাজারের ওপরে সিট ফাঁকা পব-র পেরাইভেট কলেজে। আশ্চর্য-কেউ কোন খবর রাখে না নাকি?
    http://wbjeeb.nic.in/counsinfo/PDF/Final_Vacancy_After_Reporting_at_Participating_Institutes.pdf

    আরো একটা খপর। অন্ধ্রে ৪৫ হাজারের কাছাকাছি IITJEE পরীক্ষা দেয়। পব-তে সেইখানে হাজার ১২। কাজেই বাঙালী এখনো সুপ্ত রোমান্টিসিজিম দ্বারা চালিত। ওসব লাখ টাকার ফাঁদে পা দিতে এখনো বেশীর ভাগই রাজী নয়।
  • S | 139.115.2.75 | ২২ জুন ২০১৫ ০৭:৩৮681732
  • আমিও তো আইআইটি দিই নি। আসলে কিছু কিছু রজ্যে যেমন বিহার, ইউপি, অন্ধ্রতে আইআইটি একটা কালচার। লোকে বছর দু-চারেক শুধু এইনিয়েই রয়েছে। এটাও হতে পারে যে যেহেতু অনেক রাজ্যে তেমন ভালো ইন্জিনিয়ারিঙ্গ বা অন্য শিক্ষার বন্দোবস্থা নেই, তাই সেখানকার ভালো ছেলেরা আইআইটি বা ঐ জাতীয় পরীক্ষাগুলো দেয়।

    পিটিবাবুর লিস্টিতে তো যদুপুরেও কিছু ফাঁকা আছে মনে হচ্ছে। কেন?

    ম্যাথের ভালো ফান্ডা + জাভার ভালো কোডার - এদের তো বিশ্বজোরা দর। তাই সেখানে মাইনেও বেশি হবে। তারপরে যদি স্টার্টাপে ঢোকে। অবশ্যি বিপদা যদি প্রফিট শেয়ারিঙ্গ করেন, তাইলে অন্য ব্যাপার। বলছেন ২০ লাখ দিতেও রাজি আছেন। তাই ভাবছিলাম আইআইটি হয়েও যেতে পারে। ওদের ম্যথের ফান্ডা এমনিতেই ভালো। আর বছর তিনেক জাভার এক্সপির লোকের জন্যে ২০ লাখ তো ভালো আছে।
  • শ্রী সদা | 24.99.32.245 | ২২ জুন ২০১৫ ০৮:১৪681733
  • বিপ বোধয় অন্য ডাইমেনশনে থাকে। কোলকাতাতেই এরকম অন্ততঃ খানতিনেক কোম্পানী আছে যারা যদুপুর/শিবপুর বি ই বা আই আই টি মাস্টার্স রিক্রুট করে সাত-আট লাখ দিয়ে। সেসব জায়গা থেকে লোকজন তুলে আনলেই হয়। এই পরিমান হায়ারিং বাজেট নিয়েও প্রাইভেট কলেজের লোকজনকে (যারা বিপ এর মতে কিসুই জানেনা) সাধাসাধি করা কেন ? তাহলে কি আরো কিছু ফাইন প্রিন্ট আছে ? সেই যেমন আগেরবার বিপের স্টার্টাপ নিয়ে বাওয়ালের সময় জানা গিয়েছিল ? কোলকাতায় সাত বছরে কুড়ি লাখ দিলে বিপের আপিসের বাইরে লাইন লেগে যাওয়ার কথা ঃ) লুরুতেও ঐ টাকা খুব হাতে গোনা কিছু কোং দেয়।
    আর ঐ রিগ্রেশন কার্ভ ফিটিং কোলকাতার প্রাইভেট কলেজের লোকজন কেন শিখতে যাবে ? সার্ভিস কোং এ ম্যানুয়াল টেস্টিং বা সাপোর্টের কাজে ওসব লাগেনা, আর ৯৫% জনতা ঐ চাগ্রীই পায়।
  • শ্রী সদা | 24.99.32.245 | ২২ জুন ২০১৫ ০৮:১৭681734
  • আর বিটেক ডিগ্রী না থাকলে কোডিং শিখে বাল হবে। কোম্পানীগুলো ইন্টারভিউতেই ডাকবে না। নোকরি, মনস্টার, গ্লাসডোর একটু ঘেঁটে দেখলেই বুঝবে কেন বলছি।
  • S | 139.115.2.75 | ২২ জুন ২০১৫ ০৮:১৯681735
  • আর ও তো আমাকেই কোলকাতা যাওয়া আসার পয়সা দিলেই আমি এক হপ্তাহে লোককে শিখিয়ে দেবো। বেসিক লেভেলে রিগ্রেশন শিখতে কি সময় লাগে নাকি। হ্যাঁ এখন অ্যাডভান্সড লেভেলে শিখতে গেলে বছর পেরিয়েও যেতে পারে, তবে ঐ লেভেলে মনে হয় কোথাও লাগে না।
  • শ্রী সদা | 24.99.32.245 | ২২ জুন ২০১৫ ০৮:২৩681736
  • তবে বিপকে অযাচিত পরামর্শ - এবারে লোকজন নেওয়ার আগে ডিগ্রী সার্টিফিকেটটা একটু খুঁটিয়ে দেখে নিও। আগেরবার যা হল সে আর বলার নয়।
  • S | 139.115.2.75 | ২২ জুন ২০১৫ ০৮:২৪681737
  • আগের বার কি হয়েছিলো।
  • শ্রী সদা | 24.99.32.245 | ২২ জুন ২০১৫ ০৮:২৬681738
  • সে ইতিহাস গোপন থাকাই ভালো। লেটস গিভ বিপ অ্যানাদার চান্স।
  • S | 139.115.2.75 | ২২ জুন ২০১৫ ০৮:২৭681740
  • না না ট্রান্সপারেন্সি চাই। বলুন বলুন। গুরুভাইয়ের কাছে কথা গোপন করলে জিন্জিরিয়া না কি যেন হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন