এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুতে লগ-ইন বা ব্লগ সংক্রান্ত সমস্যা

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ১৫০৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath Roy | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৫682369
  • amar pata o pachchina dekhchi
  • ঈশান | ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৬682370
  • সুমিতা সরকার, ফেসবুক দিয়ে লগ ইন করে লিখছিলেন। এখন লগ ইন করছেন গুগল আইডি দিয়ে। ফেসবুক আইডি দিয়ে ঢুকে দেখুন ব্লগ কাজ করছে কিনা।
  • ফরিদা | ২৬ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩২682371
  • নতুন লেখা লোড করতে পারছি না।
    হেল্পান।
  • Sumita Sarkar | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৩682372
  • ফেসবুক দিয়েও পারছি না লিখতে হরিদাস পালে। টইপত্তরে লেখা যাচ্ছে শুধু।
  • Alkazar Mcmurdo | ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৫682373
  • কি করে লিখব?
  • Alkazar Mcmurdo | ০২ মার্চ ২০১৬ ১৯:২৮682374
  • কেউ একটু সমস্যাটা বিবেচনা করুন । লিখতে পারছি না। কি করব বলুন
  • Alkazar Mcmurdo | ০২ মার্চ ২০১৬ ১৯:২৮682375
  • কেউ একটু সমস্যাটা বিবেচনা করুন । লিখতে পারছি না। কি করব বলুন
  • pi | 24.139.209.3 | ০২ মার্চ ২০১৬ ১৯:৩৫682376
  • এই তো লিখছেন ! ঃ)
  • Biplob Rahman | ০৩ মার্চ ২০১৬ ০৮:৪৭682377
  • অনেকদিন পর ঢুঁ মারছি। গুরুচণ্ডালি করে বলতে পারেন, ‘কাজের চাপে পিষ্ট হইয়া সাংবাদিক নিহত’!

    যা হোক। গুগল ক্রোমি থেকে লগ ইন হয় না। ফেবু বা গুগল কোনাটি দিয়েই নয়।

    পরে মোজিলা দিয়ে লগ ইন করতে পারলাম। আর সব ভেতো বাঙালির প্রথম কাজই অভিযোগ দাখিল। মওকা পেয়ে আমিও তাই একটা নালিশ ঠুকে গেলাম। লল :) জ্জয় গুরু!
  • Susupto Pathok | ১০ এপ্রিল ২০১৬ ১০:০৯682379
  • ব্লগ পোস্ট করতে যেতে হয়রান হয়ে গেলাম!! পোস্ট দেয়ার বাটনের নামটা নিশ্চয় হেয়ালী কোন ভাষায় করা হয়েছে যা আমার বোধগম্য নয়। একটু সহজ বাংলায় বলুন তো কি করতে হবে? ফেইসবুক থেকেই লগইন করা হয়েছে।
  • sumita sarkar | ২০ এপ্রিল ২০১৬ ১৭:৫৯682380
  • আমার নিজের পাতা খুঁজে পাচ্ছি না। কীভাবে পাব একটু বলবেন?
  • sumita sarkar | ২০ এপ্রিল ২০১৬ ১৮:০১682381
  • গুগল ফেসবুক কোনোটা দিয়ে লগিন করেই পাচ্ছি না। এটা বহুদিন ধরে চলছে। হতাশ লাগছে।
  • Prativa Sarker | ১৪ মে ২০১৬ ০৯:৩০682382
  • ফেসবুক আই ডি দিয়ে ঢুকলাম। নতুন পাতা শুরু করবো।লেখা পোস্টাবো। খুটখাট করতে দেখি নিজের ফেবু প্রোফাইলে চলে এলাম। বলে দিন না একটু ডিটেলে। আমি আবার বিশেষ ভাবে কম্পু অজ্ঞ। আর সম্বল এই মোবাইলটি
  • sumita sarkar | ২৭ মে ২০১৬ ১২:০৯682383
  • হচ্ছে না। ফেসবুক বা গুগল কোনটা দিয়েই নতুন লেখা দিতে পারছি না। কেবলই পুরনো লেখায় চলে যাচ্ছি।
  • ঈশান | ২৭ মে ২০১৬ ২৩:৪৭682384
  • @প্রতিভা সরকার -- মাথার উপরে মেনু থেকে User - Home এ চলে যান।

    @সুমিতা সরকার -- আপনি তো এখনও গুগল দিয়েই লগিন করে আছেন। চাইলে এটাকেও ব্লগ অ্যাক্সেস দিয়ে দেওয়া যায়। আপনি চাইলে দেব। কিন্তু সেক্ষেত্রে পুরোনো লেখাগুলো অন্য আইডিতেই থেকে যাবে। আর আপনাকে এটা দিয়েই লগিন করতে হবে।

    সব চেয়ে ভালো হয়, আপনি যদি পুরোনো ফেসবুক আইডি দিয়ে লগইন করেন। যেটা আগে ব্য়্হবহার করেছিলেন। তাহলেই আর কোনো সমস্যা থাকবেনা।
  • Sujit Kumar | ০২ জুলাই ২০১৬ ১৭:০২682385
  • ফেসবুক দিয়ে লগিন করে নিজের পাতা খুঁজে পেলাম। কিন্তু নতুন বিষয়ে লেখা কী করে দেব বুঝতে পারছি না।
  • Soumyadeep Bandyopadhyay | ১৪ জুলাই ২০১৬ ২১:৪৮682387
  • হয়েছে হয়েছে | গুগল প্লাস দিয়ে অবশ্য :)
  • bokapnatha kochupata | ১৬ জুলাই ২০১৬ ২৩:৫১682388
  • গুগল দিয়ে লগ ইন করে ব্লগ এক্সেস করা যাচ্ছে না
  • বিপ্লব রহমান | ২২ জুলাই ২০১৬ ১৮:৩০682390
  • বেশ কিছুদিন ধরে গুরুতে ফেসবুক দিয়ে লগইন করতে পারছি না। আগে তো মোবাইল থেকেও লগ ইন করা যেতো!

    গুগল দিয়ে লগ ইন করলে আবার নিজস্ব পাতা, আগের নোটপত্র খুজেঁ পাওয়া যায় না।

    কেমনে কী? :/
  • বিপ্লব রহমান | ২২ জুলাই ২০১৬ ১৮:৩৫682391
  • ঈশান,

    আরেকটি বিষয়, গুগল থেকে লগ ইন করেই বা ব্লগ লিখবো কী করে? #এসওএস :/ :/
  • Biplob Rahman | ২৯ জুলাই ২০১৬ ০৪:৪০682392
  • ঈশান কোনে এতো মেঘ, তবু ঈশান ঘুমোচ্ছেন! :পি

    ব্রাউজিং আইকন বদলে ফেবু দিয়েই গুরুতে লগিন করতে পারলাম। কিন্তু হরিদাস হিসেবে দু-পয়সা দান করবো কী ভাবে?

    অনুগ্রহ করে কেউ বলবেন?? :/
  • বিপ্লব রহমান | ০৬ আগস্ট ২০১৬ ১৬:১২682393
  • গুগল থেকেও লগিন করলেও একই সমস্যা।

    দুপয়সা দান করার কোনো খোপ পাচ্ছি না। ঈশাআআআআআন,,,,হেল্প :পি
  • বিপ্লব রহমান | ১৩ আগস্ট ২০১৬ ১০:৫০682394
  • লগিন করেও লিখতে পারছি না। গুরুতে ইমেল করেও জবাব পেলাম না। কেউ কী বলবেন, সমস্যাটা কোখায়??
  • Anindya Sengupta | ১৯ আগস্ট ২০১৬ ১৪:১৬682395
  • পোস্ট করা যাচ্ছেনা :(
  • বিপ্লব রহমান | ২৫ আগস্ট ২০১৬ ০০:৫৮682396
  • ভাই ঈশান,

    বিলম্বে হইলেও তোমার ঘুম ভাঙিয়াছে দেখিয়া যারপরনাই খুশী হইয়াছি।

    পর সমাচার এই যে,আরো আহ্লাদীত হইয়াছি লগিন করিয়া নিজের ব্লগপাতা খানি ফেরত পাইয়া, দু পয়সা দান করিয়া।

    বিশেষ আর কি? আশকরি কুশলে রহিয়াছো। মাঝে মাঝে পদধূলি দিলে সবিশেষ কৃতজ্ঞ থাকিব।

    জয় হউক!
  • অনিকেত পথিক | 147.59.158.254 | ০১ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৯682397
  • ফেসবুক আইডি দিয়ে লগিন করতে পারছি না। একটু দেখতে হয় যে !
  • অমানুষের শেষ সীমানা | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৪682398
  • বাল । আমি অনেক চেষ্টা কইরাও কিছু লেখতে পারতাছি না. আমি একজন প্রতিভাবান ছেলে এইডা জানস না .
  • Abhyu | 190.215.35.92 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৬682399
  • এখানে নাম দেখাচ্ছে "অমানুষের শেষ সীমানা" আর লিস্টিতে গেলে দেখাচ্ছে আসল নাম "অর্ধেন্দু কুমার দাস" - এ কি করে হয়?
  • Nilanjan Mukherjee | ২৬ নভেম্বর ২০১৬ ২০:৪৯682401
  • গল্প

    গোলেমালে পিরিতি

    নীলাঞ্জন মুখার্জ্জী

    (এক)

    ফি সন্ধের মত আজও আমরা একটু জড়ো হয়েছিলাম ক্লাবে। পাড়াটা ঠিকঠাক রাখার কত্তব্বে। হ্যাঁ, কত্তবোই তো। কারন মিচকে পাবলিকের ইচ্ছে মজ্জিতে এখন পাড়াসেবাও নাকি ত্যাঁদড়ামি। তবু দুলাল জ্যাঠার মতো লোকেদের ভরসাতেই আছি। জ্যাঠা বলল- ছ্যা ছ্যা ছ্যা দেবু ছ্যাঃ, তুমি থাকতে কিনা পাড়ার এই অবস্হা হল।

    বলে বেরনোর সময় ক্লাবের সামনে নাকটা ঝেড়ে আঙুলগুলো দেয়ালে ঘসে জ্যাঠা চলে গেল। দেবুদা গিয়ে পচ করে পানমশলার দশ মিনিটের জমা থুতুটা ফেলে বলল - মালটাকে দুদিনের মধ্যে তুলে লিয়ে আয়।

    কিছু পাবলিক, পাড়ার সেবা তায় আবার মেয়েদের - আমাদের এই নিঃসাত্থ বাসনায় খচে যেতেই পারে। আমরা তাতে দোষ দেখিনা। যেমন আমাদের পাড়ার মেয়েদের দুহাত দিয়ে আগলে রাখার সাধ তেমন খচে যাওয়ার ইচ্ছেটাও যার যার, তার তার।

    দেবুদাটা এমন নিরিমিষ হরিমটর ছিল না মাইরি। একবার এট্টা কলেজের মেয়েকে কটা দিন একতরফা ঝারি মেরে সবে এট্টু হাত ধরে ট্যাকসিতে ওঠাতে যাবে । এট্টু আদর টাদর করবে বলে। মেয়েটা দিল চিল চিৎকার। সেখানেও ওই পাবলিক, কি কেলান কেলাল। কয়েকজন তো টিপ করে নিচের দিকে গদাম গদাম করে যা লাথি মারল। প্রাণে গদাঘাত। বড় গভীর বেদনায় দেবুদা উল্টে গিয়ে পাল্টি খেল।

    এ পাড়ার পাবলিক আর মহিলাদের ইজ্জত এখন দেবুদা আমাদেরি দিয়ে রেখেচে । আমরাই মোলায়েম হাতে সব ম্যানেজ করি।

    (দুই)

    দুলালজ্যাঠার বাড়ীর একটু দূরেই কিছু ফুচকা ওয়ালা তাদের জরুবালবাচ্চা নিয়ে থাকে। বিকেল বেলা তাদের মেয়েরা খোলা বাথরুমে গা ধোয়ার সময় জেটু এট্টু তার ছাদে উঠে রোজ আনমনে পায়চারী করে, এদিক সেদিক সিনসিনারী দ্যাকে। কাল এইসব হাঁটাহাটি করে নামার সময় জেটু কুট করে দেখল তার ছাদের নিচের গলিতে বেপাড়ার বিলু চুমু খাচ্ছে এপাড়ার মিমিকে।

    কদিন আগে হাওয়া ছিল যে ডি - ১১।৪ এর বাপির সাথে সি - ৭।৮ এর টুকটুকির কিছু কেস চলছে। বাপি কে বাপমায়ের সামনে এমন প্যাঁদালাম যে বাপির রস শুকোনো তো কোন ছাড়, ওর বাপ ও নিজের বিয়ের ব্যাপারে আর একবার ভেবে দেখবে।

    কজন মিলে এক দুকুর বেলা খবরটা টুক করে টুকটুকির মাকে দিতে গেলাম। বৌদি মাই ডিয়ার টাইপের মহিলা। বরটা শালা হিটলার ।গরম কফি আর কাজু চাখলাম। আসার সম​য় টুকটুকির গালটা চুংকুমুনু করে টিপে দিলাম। আপাতত । কি নরম।

    আমাদের পাড়ায় মেয়েদের চামকু বানাতে হলে শুধু আমরা বানাব, সেখানে বিলু বেপাড়ার ছেলে হয়ে এমন আলতোর উপর হাত মারে কি করে?

    কদিন পর বিলুকে কোচিং থেকে বেরোনর সময় কৎ করে পাকড়ে হালকার উপর কেলানি দিতে দিতে ক্লাবে দেবুদার কাছে আনলাম সবাই মিলে।

    মিমির বাবা ব্যাঙ্কে চাকরী করে। এই খুচরো নোটের আক্রা বাজারে কখন কি দরকার হয় ভেবে এখন আর ওদের ঘাঁটালাম না। পরে দেখা যাবে।

    (তিন )

    অগ্নিপথের অমিতাবচ্চনের মতো বসে দেবুদা বিলুকে বলল- ওয়ারা তুই মিমিকে চুমু দিরেছিস? আমার এরিয়ার মেয়েকে চুমু?

    বিলু বলল - হ্যাঁ দিয়েছি দেবুদা, কিন্তু আমার কোন দোষ নেই।

    দেবুদা - মাজাকি হচ্ছে?

    বিলু - কাল আমাকে মিমি একটা বই দেবে বলে ডাকল।

    দেবুদা - তো কি হল? বই দিতে গিয়ে ভুল করে চুমু দিয়ে দিল?

    আমরা খ্যাঁক খ্যাঁক করে হাসলাম।

    বিলু - আমি কিন্তু বলেছিলাম, না যাব না ওটা দেবুদার পাড়া।

    দেবুদা - তারপর?

    বিলু - মিমি বলল, কিছু হবে না চলে আয়।

    দেবুদা একটু ভ্রু তুলে বলল - হুম, তারপর?

    বিলু- আমি এলাম, মিমি কথা বলতে বলতে আমার হাত ধরে কম আলোর গলিটার দিকে নিয়ে এল।

    দেবুদা (একটু আস্তে) – তা-র-প-র?

    বিলু - আমি বললাম এখানে দাঁড়াব না, দেবুদা জানতে পারলে কেলাবে।

    দেবুদা (একটু গলা ঝেড়ে) – হুঁ ?

    বিলু - মিমি বলল, কিছু হবে না। আমি বইটা নিতে গেলাম কিন্তু মিমি ছাড়ল না।আমার হাতটা ধরে নিজের কোমরে রাখল। আমি বললাম এটা দেবুদার পাড়া এসব কিছু করব না।

    দেবুদা (একটু উত্তেজিত) - তারপর কি করলি?

    বিলু - মিমি আমার দিকে এগিয়ে এল। ওর গরম নিঃশ্বাস আমার গলায় লাগল। আমি মনেমনে বললাম এটা ঠিক হচ্ছে না, দেবুদার পাড়া।।।।

    দেবুদা (বেশ উত্তেজিত) – তারপর, তারপর কি করলি বে ?

    বিলু শান্তভাবে বলল - মিমি চোখদুটো বন্ধ করে ওর ঠোঁটদুটো আমার ঠোঁটের কাছে নিয়ে এল। ওর নরম বুকটা আমার বুকের সাথে লেগে গেল, আমি চোখ বন্ধ করে ভাবলাম এটা যে দেবুদার এলাকা, এসব কি ঠিক হচ্ছে?

    এখন হাঁ করে শুনছি আমরাও।

    দেবুদা বেশ জোরে জোরে বলল – তারপর, তারপর কি করলি বল না হারামজাদা?

    বিলুর চোখ বন্ধ, ও যেন আবার মনেমনে ফিরে গেছে সেই সন্ধেতে

    - মিমির কোমরটা লেগে গেল​ আমার কোমরের সাথে। আমার একটা পা ওর দু পায়ের মাঝে, আমার একটা হাত ওর কোমরের পিছনে আর একটা পিঠে, বুকটা খুব জোরে ঢিব ঢিব করছে।।।আমরা দুজনেই একটু কাঁপছি।।।আমি ভাবলাম দেবুদার।।।।

    প্রচন্ড উত্তেজিত, চিৎকার করে দেবুদা বলল - তোর দেবুদার চোদ্দ গুষ্টির ট্যাঙ্কে গুলী বোকাহাঁদা, তুই কি করলি সেটা বল না বাপ?

    বিলু বলল - ব্যস্ আমি ও ঠিক ওই কথাটাই মনে মনে বললাম আর মিমির ঠোঁটদুটো ডুবিয়ে নিলাম আমার ঠোঁটে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন