এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নিলয়কে আমরা বাঁচাতে পারলাম না

    bip
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ৩৯১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 79.138.209.156 | ০৭ আগস্ট ২০১৫ ১৬:৫১682411
  • নিলয়কেও ওরা মেরে দিল । অভিজিত, ওয়াশিকর, অনন্তর পরে নিলয় চ্যাটার্জি।

    অনন্ত বিজয়ের হত্যার সময়ে ওর মোবাইল ফোন নিয়ে নেয় আততায়ীরা। সেখানে ফেসবুক চ্যাটের মাধ্যমে সমস্ত ছদ্মনামী ব্লগারদের আইডেন্টি বেড়িয়ে আসে। নিলয় ছিল অনন্তর ঘনিষ্ট বন্ধুলিস্টে। ও এবং আরো দুজন এটা জানতে পেরে কিছুদিনের জন্য গ্রামে পালিয়েছিল। কারন ওদের অনুসরন করা শুরু হয়। সেই নিয়ে ফেসবুকে স্টাটাস ও দেয় নিলয়।

    বাংলাদেশে ব্লগারদের বাঁচানোর জন্য কিছু বিদেশী সংস্থা এগিয়ে আসে। অনেকেই বেঁচে গেছে। নিলয়ের নাম ও ওই লিস্টে ছিল। অনেকেই বাংলাদেশ ছাড়তে সক্ষম হয়েছে। ও কেন যেতে পারল না , সেটা আমার কাছে পরিস্কার না। আমার সাথে ওর যোগাযোগ ছিল। গ্রামে যখন আত্মগোপন করেছিল মাঝে মাঝে মেসেজ পাঠাতো।

    নিলয়ের সাথে অনেক বার অনেক প্রবন্ধ নিয়ে ফেসবুকে চ্যাট হয়েছে। কিছুদিন আত্মগোপন করে থাকার পরে হয়ত ওর মনে হয়েছিল সবকিছু ঠিক হয়ে গেছে। তাই ফিরে গিয়েছিল নিজের আস্তানায়।

    না-কিছুই ঠিক হয় নি।

    যারা এটা বাংলাদেশের ঘটনা বলে দিবানিদ্রা দেবেন-শুধু ফেসবুকে একটু রাগ দেখাবেন-সেই সব বুদ্ধিজীবিদের বলি-আপনি কোলকাতায় থাকুন বা নিউ উইয়ার্কেই থাকুন-আপনিও আজ নিরাপদ নন। আজ ঢাকাতে হচ্ছে, কাল কোলকাতায় ব্লগার হত্যা শুধু সময়ের অপেক্ষা। ইন্টালিজেন্স অনুযায়ী আনসারুল বাংলার সেফ হাউস হচ্ছে পশ্চিম বঙ্গ। বাংলাদেশের থেকে পশ্চিম বঙ্গে এই সব জঙ্গীদের প্যাট্রনের সংখ্যা আরো বেশী।

    মুসলিম ফ্যামিলিগুলিতে ছেলে মেয়ে মানুষ করার ব্যপারে গন্ডোগল আছে। জোর করে তাদের ধর্মপ্রান কমিউনিটিপ্রান বানানো হয়। এমন প্রোডাক্টের জঙ্গি হতে কদিন সময় লাগবে?

    এই মুহুর্তে ধর্মগ্রন্থ, ধর্মকে দোষ দিয়ে লাভ নেই। মূল সমস্যা রাজনীতির। রাষ্ট্রর সদিচ্ছা নেই ধর্মকে কোনঠাসা করার। কারন নিধার্মিকদের কোন ভোটিং ব্লক নেই। এ এক কঠিন যুদ্ধ। কিছু মধ্যযুগের ভাইরাসে আক্রান্ত উন্মাদ চাপাতি হাতে নৃত্ত্য করে যাবে , আর গণতন্ত্র ভোটের লোভে তাদের পায়ে শুয়ে যাবে। সুস্থ প্রগতিশীল মতাদর্শের লোকেরা ইসলামের বিরুদ্ধে এক হতে পারল কই? সবাই ত যেযার মতন ইন্টেলেকচুয়াল ভার্চুয়াল মাস্টারবেশনে ব্যস্ত। আগাছা পরিস্কার না করলে যে বাড়ি টেকে না-এই সহজ সত্য সবাই ভুলে গেছে। ধর্ম হচ্ছে আগাছা। ইসলাম হচ্ছে আগাছার মধ্যে বিচুটি পাতা। এদের ইগনোর করতেই পারেন। কিন্ত আগাছা না কাটলে একদিন আসবে নিলয়ের মতন আপনাকেও বাড়িতে এসে ওরা খুন করে দিয়ে যাবে।
  • quark | 24.139.199.12 | ০৭ আগস্ট ২০১৫ ১৭:০৬682422
  • ১। "এই মুহুর্তে ধর্মগ্রন্থ, ধর্মকে দোষ দিয়ে লাভ নেই।"
    ২। "সুস্থ প্রগতিশীল মতাদর্শের লোকেরা ইসলামের বিরুদ্ধে এক হতে পারল কই?"

    পরস্পরবিরোধী বক্তব্য। ধর্মের নামে ব্যক্তিহত্যা, আর ঘৃণার বিরুদ্ধে এক হওয়ার সময় এখন।
  • সৌমেন | ০৭ আগস্ট ২০১৫ ২০:১৬682433
  • ব্লগার হত্যার কারন কী?
    তিনি কোন ব্লগে লেখেন?
  • | ০৭ আগস্ট ২০১৫ ২০:২৩682444
  • ইষ্টিশান ব্লগে লিখতেন।

    কিন্তু 'ব্লগার হত্যার কারণ কী' এই প্রশ্ন দেখে জাস্ট হুব্বা হয়ে গেলাম।
  • Du | 34.238.130.225 | ০৭ আগস্ট ২০১৫ ২০:৪৪682455
  • সরকারকে সোজা বোঝাতে হবে, দেখো ভাই, আমরাই তোমার ভোটার। আমাদের লোক যদি এভাবে মরে যায়, তোমাকে ভোট দেব না , আর ওদিকেররা তো তোমাকে ভোট কখনো দেবে না। সুতরাং বুঝে দেখো চুপ করে বসে থাকবে কি না। আর ওরা ক্ষমতায় এলে কি করবে তা তো ওরা গলা বাজিয়েই বল্ছে।
  • aranya | 154.160.226.91 | ০৭ আগস্ট ২০১৫ ২১:১১682466
  • একেবারেই উল্টো ব্যাপার মনে হয়, দু।
    বাংলাদেশের বেশির ভাগ লোক এই ব্লগার-দের ইসলাম বিরোধী বলে মনে করে, এদের পছন্দ করে না। তাই সেই সংখ্যাগুরু ভোটের জন্যেই হাসিনা সরকার ব্লগার-দে কোন প্রোটেকশন দি্চ্ছে না, তাদের খুনীদের ধরার চেষ্টাও করছে না
  • aranya | 154.160.226.91 | ০৭ আগস্ট ২০১৫ ২১:১৫682477
  • আমেরিকা বা ইউরোপিয়ান দেশগুলো চাইলে কিছু করতে পরে হয়ত -বাংলাদেশ-কে এইড না দেওয়া / ট্রেড এমবার্গো, যদ্দিন না বাংলাদেশ সরকার সিরিয়াসলি কিছু করার চেষ্টা করছে এই মৌলবাদী খুনীদের বিরুদ্ধে
  • pi | 24.139.221.129 | ০৭ আগস্ট ২০১৫ ২১:৩৮682492
  • এটা আজই একজন নিলয়ের টাইমলাইনে পোস্ট করে গেছেন।

    শুভ্র শাহরিয়ার‎Niloy Neel
    2 hrs · Edited ·
    নিলয় নীলের হত্যাকান্ডের খবর শুনে এই পোস্ট।
    .
    নিলয় প্রথম থেকে আমার ফ্রেন্ডলিস্টে ছিল। উনি একটা পেইজও দেখতেন। চেলেব্রেটিদের স্ট্যাটাস সমগ্র। প্রথম কিছুদিন পেইজ চালানো, নিজের টাইমলাইনে বিভিন্ন নিউজের লিংক পোস্ট ছাড়া আর কোন একটিভিটি ছিল না। আমার দুটো লেখা উনার পেইজে যাওয়ার পর আমার সাথে পরিচয়। যদিও ইনবক্সে কথা হয়নি।
    .
    তো প্রথমদিকে উনি বিতর্কিত আর ধর্মীয় বিষয়- এইসব ব্যাপারে নির্মোহ ছিলেন। গত কিছুদিনের একটিভিটি তার বিপরীত। প্রায়ই ধর্মানুভূতিতে আঘাতমূলক লেখা দিতেন। বিশেষত প্রকাশ্যে এবং অধিকাংশ সময় প্যাচ মেরে মুসলিমদের আঘাত দেওয়ার চেষ্টা করতেন। এর বাইরে বিভিন্ন ব্লগ আর গোপন গ্রুপে উনার একটিভিটি ছিল। আমার আরেকটা আইডিতে আমি দীর্ঘদিন নাস্তিক (ইসলামবিদ্বেষিদের) লেখা পড়ে আসছি।
    .
    উনার এই ধরনের লেখায় আক্রোশের কারনে হয়ত কেউ হত্যা করেছে। আর করাটাই স্বাভাবিক। আমি হত্যাকান্ডকে সমর্থন জানাচ্ছি না। তবে এইটা বলতে চাচ্ছি, লেখার যদি সীমা নির্ধারন করা না যায়, তবে মানুষের আক্রোষেরও সীমা দেওয়া সম্ভব নয়। মুক্তবুদ্ধি আর মুক্ত হাতিয়ার- হয়ত উভয়ই মানুষের "মৌলিক অধিকার"…
    .
    দুঃখিত…

    'আর করাটাই স্বাভাবিক' .. এই ধারণাটাকে যতক্ষণ না অব্দি পাল্টানো যাবে ..
  • aranya | 154.160.226.91 | ০৭ আগস্ট ২০১৫ ২১:৪৬682412
  • মুক্ত হাতিয়ার মৌলিক অধিকার??? !!!!!!!!!!!!!!!!
  • সৌমেন | ০৭ আগস্ট ২০১৫ ২২:৩৯682413
  • এই ভাবে কি মুক্ত চিন্তা কে থামানো সম্ভব?
  • asmita | 162.79.255.200 | ০৭ আগস্ট ২০১৫ ২২:৪৬682414
  • আমি আশ্চর্য যে বিদেশে থাকা বাংলাদেশীদের মধ্যেও তেমন প্রতিবাদ দেখছি না। তবে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীরা যাঁরা claim করেন অনেকেই নাকি ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত, তাঁদের কিছু অভ্যাস আমাকে অবাক করত। বহুকাল থেকেই বাংলাদেশী মুসলমানদের অনেকেরই বাংলা এক ডাকনাম থাকে - যেমন তহমিনা ডলি, আহমেদ বাবু। কিন্তু এদেশে বসবাসকারী বাঙলাদেশীদের সন্তানদের বাংলা নাম না থাকাটাই নিয়ম।
    বছর দশেক আগেও যে প্রোফেশানাল দম্পতিকে দেখেছি ক্যাপ্রি বা শর্টস পরে পিকনিকে যেতে- হঠাৎ করেই দেখছি হিজাবে পরিবর্তিত। গরু বা পাঁঠাকে এখন religiously গোস্ত নমে ডাকা হয়।
    অমুসলমান বাঙালীদের বাড়ির নিমন্ত্রণ সযত্নে এড়িয়ে যাওয়া, বা তাঁদের নিজের পার্টি থেকে বাদ দেওয়াও চলছে।
    যদি ৯/১১-র পর থেকে হত তবে বলতাম insecurity,কিন্তু তা নয়, বাঙালীর আরবি করন প্রায় হয়েই এসেছে, বহু বছরের মুসলমান শাসন যা করে উঠতে পারেন নি, তেলের টাকা তা প্রায় করে ফেলেছে। খুন হওয়া ব্লগারদের পক্ষে একটা কথাও উচ্চারণ শুনিনা - কে জানে হয়ত এখনকার সময় হলে পাকিস্তানের বিরুদ্ধে ভাষা আন্দোলনের কোনো অস্তিত্ব থাকত কিনা?
  • mumu | 216.201.224.118 | ০৭ আগস্ট ২০১৫ ২২:৪৮682415
  • হত্যা হলেই সঙ্গে সঙ্গে এক খান টই,এক খান টেম্প্লেট বানিয়ে রাখলে হয়।আর এক ই কথা বারবার ,আর কিঈ বা করতে পারি আমরা?
  • Du | 34.238.130.225 | ০৭ আগস্ট ২০১৫ ২৩:০৩682416
  • সেই তো, অরন্য। যদি বেশির ভাগ লোক এদের মেরে ফেলা নিয়ে আশংকিত নয় দেন হেভেন হেল্প দেম। কিন্তু যদি দুটো লোকও এতে আতংকিত হয় -- সেই দুটো তো ট্র্যাডিশনালি আওয়ামি ভোটার, এরকম সেফলি ভাবতে পারি তো? সেই দুটো লোকেরও গলা উচিয়ে বলা দরকার যে - আমি গত নির্বাচনে তোমাদের ভোট দিয়েছিলাম, আগামীতে দেব না।
  • 4z | 79.157.35.160 | ০৮ আগস্ট ২০১৫ ০০:০০682417
  • দুদি, এই দুটো লোক সংখ্যায় এতই নগন্য যে সরকার এদের কথা শুনতে গিয়ে মেজরিটির ভোট কখনই হারাতে চাইবে না। নেট এ ফেবু সহ বিভিন্ন ফোরামে যে মানসিকতা চোখে পড়ে এগুলো তারই বহিঃপ্রকাশ। কথা বলে দেখ একদল সরাসরি এই মার্ডারকে বেশ হয়েছে বলে সমর্থন করছে, একদল উপরে পাইএর টুকে দেওয়া পোস্টের মত গা বাঁচানো একটা স্টেটমেন্ট দেবে আর এই মেজরিটি ভয়েসের আড়ালে চাপা পড়ে যাবে সত্যিকারের প্রতিবাদী আওয়াজগুলো। হয় তাদের লুকিয়ে থাকতে হবে নয়ত দেশ ছেড়ে পালাতে হবে।
  • pi | 24.139.221.129 | ০৮ আগস্ট ২০১৫ ০০:১৩682418
  • গ্রুপে এইমাত্র একজন পোস্ট করেছেন।

    'রাজীব,নিলয়,ওয়াশিকুরদের মত ব্লগারদের কেন হত্যা করা হবে না??
    নিলয়ের খুনের পর থেকে গ্রুপে এখন এটাই হট টপিক,,,তবে একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম,,, নিলয়ের মৃত্যুতে তার সমমনা মেম্বাররা নিজেদের পোস্টে শোক প্রকাশের চেয়ে "ধর্ম" তথা ইসলাম বিদ্বেষী মতামত প্রকাশেই বেশি আগ্রহী। । মাঝে মাঝে এরকম দু'চারটা খুন হলে এরা অমাবশ্যার চাঁদ হাতে পেয়ে যায়।।কারণ এই অজুহাতে ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ধর্মীয় দলের ওপর বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে কোণঠাসা করে রাখার সুযোগ পায়,আর সুযোগ টা তারা নিচ্ছেও।।
    এরা শোক কে শক্তি না বানিয়ে, শোক কে সুযোগ বানাচ্ছে।।
    যাইহোক, আমি বলছিলাম,এসব ব্লগারদের কেন হত্যা করা হবে না?
    বাংলাদেশে প্রায়ই খবরে আসে, শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর ব্যাঙ্গচিত্র ফেসবুকে শেয়ার করায় তাকে পুলিশ গ্রেফতার করে, পরবর্তীতে জেল - জরিমানার পাশাপাশি পুলিশ উত্তম ধোলায় দিয়ে ঘরের খোকাকে ঘরে পাঠায়।। এমন ঘটনা ভারতেও ঘটে না কি??
    সামান্য একজন প্রধানমন্ত্রীর অপমানের প্রতিকার যদি এভাবে করা হয়,তাহলে মুসলিমদের নয়নের মনি, তাদের প্রিয় নবীর অপমানের প্রতিকার কিভাবে করা হতে পারে??
    এখানে বলে রাখা আবশ্যক যে, মত প্রকাশের স্বাধীনতা মানে কিন্তু মত প্রকাশের স্বেচ্ছাচারিতা নয়।। আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন,এটা আপনার অধিকার।। তাই বলে মিথ্যা কথা বলাও কি আপনার?? কু বাক্য দিয়ে একজনের সম্মান নষ্ট করাও কি আপনার অধিকার?? অবশ্যই নয়,,অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতাও কিছু নিয়ম দ্বারা আবদ্ধ,,, আপনি নিয়ম ভাংবেন তো সমাজের শৃঙ্খলা নষ্ট হবে,, দু'চারটা লাশ পড়বে।।।
    আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলতে চান,আপনাকে স্বাগতম জানাচ্ছি।। আপনি ইসলামী আদর্শের গঠনমূলক সমালোচনা করুন,ভুল ধরুন,, এ অধিকার আমি না, স্বয়ং আল্লাহ আপনাকে দিয়েছেন,,, কুর আনের আয়াত টা হুবুহু মনে নাই,তবে অনেকটা এরকম,আল্লাহ ইসলাম বিরোধীদের বলেন,তোমরা যদি সত্যবাদী হও,তবে তোমরা আল্লাহ ছাড়া যাদের সাহায্যকারী হিসেবে পাও,তাদের একত্রিত কর এবং কুর আনের একটি আয়াতের মত আয়াত লিখে আনো অথবা,কুর আনে একটি মাত্র ভুল বের করে দেখাও। '
    আপনি চাইলেই ইসলামের ভুল ধরতে পারেন,,এ স্বাধীনতা আপনার আছে,,তাই বলে আপনি মিথ্যা তথ্য দিয়ে রাসুল কে অপমান করতে পারেন না,, যাকে ইহুদি খ্রিষ্টান রা পর্যন্ত "বিশ্বাসী " বলত, ইতিহাস বিকৃত করে উল্টো তার চরিত্রেই কলংক লাগাতে পারেন না,,
    রাজীব,ওয়াশিকুর রা এটাই করে,,তারা নিজেরাও জানে, তারা যা বলছে তা নেহায়েত তাদের ধর্মবিদ্বেষ থেকে আসা এবং মিথ্যাচারিতা এবং মূর্খতা,, আর এর পরিনাম একটাই,,"হত্যা " মিথ্যাচার কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না।। আপনার সামনে যদি কেউ আপনার মা-বাবা কে অপমান করে,আপনি নিশ্চয় চুপচাপ বসে থাকবেন না,আর অই সময় হাতে চাপাতি থাকলে কি করতেন,একটু ভেবে দেখুন তো,,,।।।
    বাংলাদেশে মুসলিম ছাড়াও আরো অনেক ধর্মের লোক বসবাস করে,,স্পষ্টত তাদের মনে ইসলাম বিরোধী মনোভাব আছে,,,কই তাদের তো হত্যা করা হচ্ছে না,,, আমাদের পরিচিত অনেক হিন্দু আছে,তাদের মৃত্যুতে আমরা শোকাহত হই,,আর নিলয়ের মৃত্যুতে হই আনন্দিত,,,
    তাহলে এ দুয়ের পার্থক্য কোথায়?? দুজনেই তো ইসলাম এর বিরোধীতা করে,রাসুলের বিরোধীতা করে,,,,তবে কেন একজন কে হত্যা করা হচ্ছে,আর অন্য জন কে ছেড়ে দেয়া হচ্ছে??? কারণ হল,, একজন রাসুলের বিরোধীতা কারী এবং অন্য জন অপমানকারী,,, আমি মনে হয় আপনাদের বোঝাতে পারলাম না
    বি.দ্র. আমি কমিউনিজম কিংবা জঙ্গিবাদ কোনটাই সমর্থন করি না,, তাই বলে,তারা যদি কোন ভালো কাজ করে, সেটার সমর্থন তো অবশ্যই করব'

    ইনি একজন পদার্থবিদ্যার ছাত্র। জানিনা, এঁদের সাথে কীভাবে ডায়লগে যাওয়া যায়, কিন্তু না গিয়েই বা উপায় কী ? একসাথেই তো সমাজে থাকতে হবে। সে অর্থে কি মৌলবাদীও বলা যায় এঁকে, বোধহয় না।
  • Du | 34.238.130.225 | ০৮ আগস্ট ২০১৫ ০১:৪৯682419
  • ব্যঙ্গচিত্র আঁকার জন্য জেলে ভরারও যে প্রতিবাদ করা দরকার সেটা মাথায় এল না।
    রসুল কথাটার মানে কি এরা কি জানেন?
  • pp | 174.67.157.216 | ০৮ আগস্ট ২০১৫ ০২:১৩682420
  • এরকম অপদার্থ কি করে পদার্থবিদ্যার ছাত্র হয়? ইনি মৌল বা যৌগ কোনো বাদী নন পাতি বিবাদী।
  • aranya | 83.197.98.233 | ০৮ আগস্ট ২০১৫ ০৯:৩১682421
  • 'আপনার সামনে যদি কেউ আপনার মা-বাবা কে অপমান করে,আপনি নিশ্চয় চুপচাপ বসে থাকবেন না,আর অই সময় হাতে চাপাতি থাকলে কি করতেন,একটু ভেবে দেখুন তো,,,'

    খুব ভাল করে ভেবে দেখলাম, অই সময় হাতে চাপাতি থাকলেও কিছুতেই অপমানকারীকে তা দিয়ে কোপাতাম না - পাই, এটা বলে দেখতে পার পদার্থবিদ্যার ছাত্রটিকে
  • ranjan roy | 24.97.157.84 | ০৮ আগস্ট ২০১৫ ০৯:৩৯682423
  • আমি ভয় পাচ্ছি।
    তাহলে সৃষ্টিতত্ত্ব নিয়ে কোন কথা বলা যাবে না? ধার্মিক বইপত্তর বা পুরাণকথা এবং মিথকে সত্যি বলতে হবে? এর উল্টো বললেই রসুলকে অপমান করা হবে?
    আর ভারতে যে রাষ্ট্রনেতাদের ব্যঙ্গচিত্রের কারণে অ্যারেস্টের বিরোধিতা করা হয় এবং দেশের আইনও তার সমর্থন করে ও সরকারকে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেয় --এই সত্যিটা এরা বলতে চায় না কেন?
  • ranjan roy | 24.97.157.84 | ০৮ আগস্ট ২০১৫ ০৯:৪৪682424
  • অরণ্যের সঙ্গে একমত।
    মা/বাবা/ সন্তান, নিজের বা অন্য কারও 'প্রাণ বাঁচানোর তাগিদ' ছাড়া অন্য কারও শরীরে আঘাত করার কথা ভাবব কেন? কেউ গাল দিলে তার প্রাণ নিতে হবে?
    এ কি বর্বর চিন্তা?
    ফোর্জি যা বললেন তার সঙ্গে দ্বিমত হতে পারছি না। আর কী উপায় আছে?
  • pi | 116.196.148.124 | ০৮ আগস্ট ২০১৫ ১৪:৩৪682425
  • ইন্টারেস্টিং।


    ভাল করে পড়ে দেখুন।
    বিশ্ব হিন্দু পরিষদ থেকে নিলয়ের অ্যাকাউণ্ট বন্ধ করানো হয়েছে, নিলয় 'নাস্তিক উগ্রবাদী' বলে আর বিএইচপি র শত্রু বলে।
  • সিকি | ০৮ আগস্ট ২০১৫ ১৪:৩৭682426
  • লেখাটা তো বাংলাদেশের কারুর। এটা পশ্চিমবঙ্গের বাংলা না। সত্যিই কি বন্ধ হয়েছে?
  • সিকি | ০৮ আগস্ট ২০১৫ ১৪:৩৮682427
  • হোক্স। নিলয়ের অ্যাকাউন্ট দিব্যি অ্যাকটিভ রয়েছে। আমি বন্ধু নই তাই কমেন্ট করতে পারলাম না। বিপ পাল পারবে।
  • pi | 116.196.148.124 | ০৮ আগস্ট ২০১৫ ১৪:৫০682428
  • হোক্স কেন হবে ? এটা ভাল করে দ্যাখো।
    অ্যাকাউন্ট বন্ধ না, অ্যাকাউন্ট রিপোর্ট করা হয়েছিল আর পোস্ট রিমুভ।
    https://www.facebook.com/photo.php?fbid=912535242132272&set=a.109112952474509.10430.100001274152936&type=1&fref=nf

    এটা আগের কাজ। ১৯ শে জানুয়ারির। নিলয়ই লিখেছিলেন।

    Niloy Neel
    গতকাল থেকে ফেসবুকের ম্যাসেজে হিন্দু যোদ্ধাদের কাছ থেকে একের পর এক দৈববাণী আসতে শুরু করে। এতো সুন্দর তারা আমাকে এবং আমার চোদ্দগুষ্ঠি নিয়া চণ্ডীপাঠ করে, না দেখালে বুঝানো যাবে না। হঠাৎ এতো মানুষ আমার একাউন্টের উপর ভার্চুয়াল আক্রমণের কারণটা বুঝছিলাম না। পরে বন্ধুদের সহযোগিতায় জানলাম কয়েকটি হিন্দু পেইজ থেকে তাদের মেম্বরদেরকে একযোগে প্রোমট করা হচ্ছে আমার আইডিতে রিপোর্ট করতে।

    ফেসবুক আমাকে আবারও সতর্ক করলো আর অব্যাহত রিপোর্টের জন্য হিন্দুদের অনুভূতিতে আঘাত লাগা সেই পোস্টটি আমার হাতেই রিমুভ করালো। যাক হিন্দুরাও আজকাল মুসলমানদের শয়তানী কনসেপ্টে আস্থা রাখে দেখলাম। আগে ছাপোষা এসব হিন্দুরা উগ্রবাদ খুঁজে পেতো শুধুমাত্র ইসলামে। তবে আজকাল ইসলামী উগ্রবাদের পাশাপাশি নাস্তিক উগ্রবাদও খুঁজে পেয়েছে তারা। নাস্তিকরা যখন ইসলাম নিয়ে কথা বলে তখন এইসব হিন্দুদের কাছে তারা পরম পূজনীয়, কিন্তু হিন্দুধর্ম নিয়ে কথা বললেই উগ্রবাদী হয়ে যায়। ব্যপক মজার জোকস হচ্ছে, হ্যাতেরা হিন্দু উগ্রবাদী হয়ে অন্য সব উগ্রবাদের বিরুদ্ধে। লে হালুয়া……
    (ছবি কারটেসি - Saurabh Shabdik)
  • pi | 116.196.148.124 | ০৮ আগস্ট ২০১৫ ১৫:১৩682429
  • এটাই ইন্টারেস্টিং।

    Amid the perceived and possible dangers of the terror group like the Islamic State (IS) radicalising and recruiting Muslim youths, the Barelwi sect among Muslims has decided to include a chapter against terrorism in all madrassas functioning under its fold across the country.

    The Dargahe-Aala-Hazrat, the headquarters of the sect in Bareilly, announced on Friday about the move which is the first-of-its-kind taken by a Muslim sect on its own. The leadership of the sect had recently issued a fatwa asking Muslims not to attend the funeral prayers of convicted “terrorists.”

    Barelwi sect, a prominent religious school of thought among Muslims in the Indian sub-continent, has millions of followers across the country and the world over. It runs thousands of religious seminaries across the country.

    Nasir Qureshi, a spokesperson of the sect, told The Hindu on the phone that the move was seen by the sect leadership as a strategy to counter the threats posed by terror groups like the IS and Taliban.

    “We have not come across direct involvement of any Barelwi Muslims in the IS and other terror groups. It has been our stand since very beginning that no form of violence has any place in Islam. The terror groups like the IS, which are using the name of Islam to justify the violence they perpetrate, are no Muslims,” he said.

    The chapter, titled “Terrorism and Islam”, will be included in Fazil course which is equivalent to graduation degree in Islamic studies.
  • pi | 116.196.148.124 | ০৮ আগস্ট ২০১৫ ১৬:০৩682431
  • আজ রাত আটটায় ইটিভি নিউজে এনিয়ে একটি আলোচনা আছে। গুরুর পক্ষ থেকে রৌহিন বলবে।
  • সিকি | ০৮ আগস্ট ২০১৫ ১৮:৫৫682432
  • ইটিভি বাংলা নিউজ তো? রেকর্ডিংয়ে দিয়ে রাখলাম।
  • pi | 233.176.5.12 | ০৮ আগস্ট ২০১৫ ১৯:২১682434
  • হুঁ। হলে শেয়ার কোরো একটু। আমিও দেখতে পাবোনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন