এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে, আমার কলেজ পুড়ে ছাই হয় প্রতিদিন প্রতিরাতে।

    অর্কোপল দত্ত
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ৩১৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্কোপল দত্ত | 233.223.148.58 | ০৭ আগস্ট ২০১৫ ০৩:০৭682603
  • ছুটি কাটিয়ে আবার ফেরা বই-পাড়াতে। ট্রামলাইনের ঝমরঝম, কফিহাউসের ইনফিউসন, অল্প বৃষ্টিতে কোমড় সমান জলের ছলাতছল আওয়াজ কে পাশে রেখে যেই চোখ পড়লো এই ২০০ বছরের বুড়ো বাড়িতে; দেখি এর মধ্যেই ঘটে গেছে নানান ঘটনা -

    ১) মাস্টার্স প্রবেশিকা পরীক্ষায় বাংলা এবং হিন্দী সাবজেক্ট ছাড়া বাকি সব বিষয়েই ইংরেজী ভাষায় পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

    ২) সায়েন্স এর কোনো বিষয়ে হনার্স পাস-আউট স্টুডেন্টরা লিটেরেচার বা হিউম্যানিটিস এর কোনো সাবজেক্টে মাস্টার্সের পরীক্ষা দিতে পারবে না। লিটেরেচার বা হিউম্যানিটিস এ হনার্স পাস আউট স্টুডেন্টরা ও পারবে না সায়েন্স এর কোনো সাবজেক্টে মাস্টার্স করতে।

    ৩) মাস্টার্স আডমিশনের জন্য হোম স্টুডেন্টস দের সিজিপিএ কাটঅফ, আর্টসের ক্ষেত্রে গ্রেড ৫.৫ থেকে বেড়ে ৬.৫ এবং সায়েন্সে গ্রেড ৬.৫ থেকে বেড়ে ৭.৫ হয়েছে।

    বাকস্বাধীনতা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক অধিকার। অথচ, আমি যে ভাষায় কথা বলি, সেই ভাষায় লিখতে পারার স্বাধীনতা নেই আমার? জোর করে ইংরেজী ভাষায় পরীক্ষা দেওয়ার হুকুম আদপে সেই গণতান্ত্রিক অধিকার কেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বারবার। ‘হায়ার স্টাডিস করে ‘স্কলার’ হতে গেলে আমাকে ইংরেজীতে মোক্ষম হতে হবে’! আগে বুঝি স্কলার রা ছিল না একুশ শতকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লাইট হাউস যদি এই রকমের ফতোয়া জারি করে, তবে এই প্রেসিডেন্সির ইতিহাস ই কিন্তু তার জবাব চাইবে। প্রাদেশিকতা থেকে নয়, আমার নিজের পছন্দের ভাষার উপর গভীর দায়বদ্ধতা, ভালোবাসা থেকেই প্রশ্নটা তোলা। কেড়ে নেওয়া হচ্ছে ভাষা। কেড়ে নেওয়া হচ্ছে পছন্দ কে। স্ট্যাটিসস্টিক্স এ হনার্স পাস করে কেউ সোসিওলজি পড়তে পারবে না। একটা ঘেরাটোপেই যেন বেধে ফেলা এক্সেলেন্স কে। বারবার। একুশ শতক যখন সমস্ত ঘটনার মধ্যে ইনার-রিলেশন খোঁজার চেষ্টা করছে, পাশাপাশি, যাদবপুর, ডেল্লি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি এই সুযোগ করে দিচ্ছে পড়ুয়া দের; তখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই ‘একুশে আইন’ তার মেধার শেষে একটা বিরাট প্রশ্নচিনহ একে দিয়ে যাচ্ছে অগোচরে। সিজিপিএ কাটঅফ ১ পয়েন্ট বাড়িয়ে যেন এক ঝোঁক বোনার চেষ্টা চলছে। সে ঝোঁক মেধার প্রতি নয়, ঝুড়ি ঝুড়ি নম্বরের প্রতি।

    কুড়ুলের ঘা এর শব্দ প্রেসিডেন্সির দেওয়ালে দেওয়ালে। সে সব কিছু ভাঙতে চাইছে। ভালোলাগা, শিকড় গুলো উপড়ে ফেলে তোতাপাখি দের এক মস্ত চিড়িয়াখানা বানিয়ে ফেলা চাই রাতারাতি। সেই পৃথিবী তে কোনো শব্দ নেই, কোনো পছন্দ নেই, ভালোবাসা ও নেই। আছে পুঁথি ভরা পাকস্থলী এবং বমি করে তা উগড়ানো! ঝা চকচকে করিডোরে আজকাল সুকুমার রায়, সত্যজিত রায়, জীবনানন্দ দাশ, জগদীশ বোস’রা ও আর আসেন না। আমরা মিথ্যেই একটি উত্তরাধিকার বহনের কথা বলি; আসলে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজের উত্তরাধিকার কে বহন করে না। বরং তাকে ভুলতে চায়। আমরাও কি তাই চাই?

    মুষ্টিবদ্ধ হাত কিন্তু শুধু পোস্টারে আঁকা রোমান্টিসিসম নয়। দামামা বাজছে। কলরব আবার উঠলো বলে!
  • a | 70.240.142.115 | ০৭ আগস্ট ২০১৫ ০৬:৫০682614
  • ২ নম্বরটা জেনু ইসু। এটা কি কোন সার্কুলার? নেটে মিলবে?
    বাকি দুটো মনে হচ্ছে দাবিলিস্ট লম্বা করার জন্যে
  • ranjan roy | 125.117.233.225 | ০৭ আগস্ট ২০১৫ ০৭:৩৫682625
  • স্ট্যাটিসটিকসের ছাত্র সোশ্যাল সায়েন্সে ( ধরুন ইকনমিক্স বা সোশিও অ্যান্থ্রপলজি) মাস্টার্স করতে পারবে না? এ তো একুশে আইনের হদ্দ! যাঁরা এই অদ্ভূত নিয়ম বানিয়েছেন তাঁরা কি--?
  • অর্কোপল দত্ত | 233.223.149.28 | ০৭ আগস্ট ২০১৫ ২৩:৩১682636
  • আপনার মনে হওয়াটাকে সাধুবাদ। কিন্তু, যে কোনো মনে হওয়ার পিছনেই আসলে তো একটি লজিস্টিকাল ফ্রেম থাকে। সেটি একটু বলবেন।
    আর, দ্বিতীয় 'জেনু ইসু' মাস্টার্স পরীক্ষার ক্রাইটেরিয়ায় চোখ বোলালেই দেখতে পাবেন।
  • অর্কোপল দত্ত | 233.223.149.28 | ০৭ আগস্ট ২০১৫ ২৩:৩৪682647
  • রঞ্জন বাবু, একটা খাপে কাউকে আটকাতে না পারলে তো বিপদ। সায়েন্সের ছাত্র সমাজ নিয়ে মাথা ঘামাক এটা তো তারা চায় না। পাছে, সেই ছেলেটি দু-চার বেফাঁস কথা বলে দেয়! প্রকাশ্যে যদি বলে ওঠে- 'রাজা, তোর কাপড় কোথায়?' -তাহলে তো মস্ত বিপদ।
  • PT | 213.110.243.23 | ০৮ আগস্ট ২০১৫ ০৮:৩৬682658
  • সেসব তো ঠিক আছে।
    কিন্তু যারা ক্লাসের রুটিন তৈরি করে তারা উন্মাদ হয়ে যাবে কেমিস্ট্রি-পলসায়েন্স কিংবা ফিসিক্স-সোসিওলজি কম্বোর স্লট বের করতে। মাস্টারমশাইদের তাহলে ভোর বা সন্ধ্যেবেলায় ক্লাশ নিতে হবে!!
  • ranjan roy | 24.97.157.84 | ০৮ আগস্ট ২০১৫ ০৯:০৬682669
  • পিটি,
    আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। কথা হচ্ছে মাস্টার্স এর। সেখানে এই কম্বো-প্রবলেম কোত্থেকে আসছে?
    ধরুন কেমিস্ট্রিতে স্নাতক যদি ইকনমিক্স বা ইংরিজিতে
    মাস্টার্স করতে চায় তো অধ্যাপকদের সমস্যা বা লোড কেন হবে? সে তো নিজের দায়িত্বেই সেই বিষয়ে প্রাথমিক পাঠ তৈরি করেই মাস্টার্স ক্লাসে আসছে। অধ্যাপক তো ইউনির সিলেবাসই মাস্টার্স ক্লাস পড়াবেন।
  • sg | 135.20.82.164 | ০৮ আগস্ট ২০১৫ ১২:২৯682680
  • PT দার কি সবেতেই না বুঝে মন্তব্য করতে হবে? যে Masters করবে Sociology তে সে তো শুধু Sociology ই পড়বে, Physics-Sociology-combo র কথা আসছে কোথা থেকে?
  • PT | 213.110.246.230 | ০৮ আগস্ট ২০১৫ ১২:৩৩682683
  • তার কারণ যে একতলায় ওঠেনি তাকে চার তলায় পাঠানো যায় না।

    যে কেমিস্ট্রিতে স্নাতক সে ২+৩ ইংরিজি পড়েনি। কাজেই তাকে হঠাৎ সেক্ষপিয়ার পড়ানো বা সেটা হৃদয়্ঙ্গম করার মত ওরিয়েন্টেশন তৈরি করানো বেশ কঠিন ব্যাপার। আর যে ৫ বছর কেমিস্ট্রি পড়েনি তাকে মাস্টার্স লেভেলে কেমিস্ট্রি শেখানো জাস্ট সম্ভব নয়।

    সব চাইতে বড় কথা "সায়েন্সের ছাত্র সমাজ নিয়ে মাথা ঘামাক এটা তো তারা চায় না"-এই বাক্যটি আমার পক্ষে হজম করা কঠিন। এর একটা টেকনিকাল ব্যাপার আছে। সায়েন্সের ছাত্রদের প্রচুর সময় ব্যয় হয়ে যায় প্র্যাকটিকাল ক্লাশে। অনেক সময়ে একটা ক্লাশ বাদ গেলে সেটা রিপিট করা যায় না। কাজেই কোথাও কলরব হলে তারা "হোক কলরব" বলে প্র্যাকটিকাল করতে চলে যায়।

    যে ছাত্র সমাজ নিয়ে মাথা ঘামাতে চায় সে আর্টস না পড়লেও ঘামাবে। আর আমি "অসাধারণ" ছাত্রদের বাদ দিয়ে বলছি।
  • kumu | 132.161.35.222 | ০৮ আগস্ট ২০১৫ ১৩:০৭682604
  • পিটি,একদম।
    যে একতলায় ওঠেনি সেচারতলায় উঠবে কিভাবে?যে গ্রাজুয়েশন লেভেলে ফিজিক্স /কেমিষ্ট্রি/ম্যাথস বা নায়োসায়েন্স পড়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় নি তার পক্ষে এম এসসি লেভেলে এইসব বিষয় পড়া অসম্ভব।একই কথা সমস্ত হিউম্যানিটিজ বিভাগের বিষয় নিয়েও।প্রাথমিক ভাবে নিজদায়িত্বে করাজ্ঞানার্জনের ভিত্তিতে মাস্টার্স করা যায় না বলেই মনে হয়।
  • kumu | 132.161.35.222 | ০৮ আগস্ট ২০১৫ ১৩:১০682605
  • বায়োসায়েন্স।
    আর বিজ্ঞানের ছাত্ররা সোশ্যাল সায়েন্স নিয়ে মাথা ঘামাতে চাইলে আটকায় কে?লাইব্রেরী আছে,ইন্টারনেটের সুবিশাল জগৎ আছে ,ডিস্ট্যান্স কোর্স আছে।
  • PT | 213.110.246.230 | ০৮ আগস্ট ২০১৫ ১৩:১৪682606
  • গুরুতে জারা লেখেন তাঁরা বোধহয় অনেকেই (বেশীরভাগ?) সায়েন্স পড়েছেন। তাঁরা তো দিব্যি সমাজ ও রাজনীতি নিয়ে প্রচুর আলোচনা করেন।
  • kumu | 132.161.35.222 | ০৮ আগস্ট ২০১৫ ১৩:১৫682607
  • আর একটি প্রশ্ন-
    অর্কোপল ৭ অগাস্ট ৩ ০৭ এ র ১,২ নং নিয়ম কি এর আগে ছিল না?
  • Abhyu | 118.85.88.75 | ০৮ আগস্ট ২০১৫ ১৩:৪২682608
  • রঞ্জনদা, আপনার "কেমিস্ট্রিতে স্নাতক যদি ইকনমিক্স বা ইংরিজিতে মাস্টার্স করতে চায় তো অধ্যাপকদের সমস্যা বা লোড কেন হবে?" প্রশ্নটার উত্তরে লিখি। এই রকম কিছু ছাত্রছাত্রী কখনো কখনো আমাদের হাতে আসে - এরা স্ট্যাটিসটিক্স প্রায় কিছু না জেনে স্ট্যাটিসটিক্সে মাস্টার্স করতে আসে ভালো চাকরির আশায়। সাধারণভাবে দু একটি কোর্স করেই বুঝে যায় যে তাদের আশা দুরাশা মাত্র। কিন্তু সেই দু একটি কোর্স যাঁদের পড়াতে হয়, তাঁরাই বোঝেন প্রবলেমটা কোথায়, বিশেষতঃ যে দেশে ছাত্রছাত্রীরা অধ্যাপকদের মূল্যায়ন করে এবং সেই মূল্যায়নের মূল্য আছে।
  • pi | 116.196.148.124 | ০৮ আগস্ট ২০১৫ ১৪:০৬682609
  • গ্র্যাজুয়েশন লেভেলে বায়োসায়েন্স নিয়ে না পড়লে পরবর্তী লেভেলে পড়া অসম্ভব ? ঃ)
  • aka | 80.193.104.122 | ০৮ আগস্ট ২০১৫ ১৬:০৮682610
  • স্ট্যাট আণ্ডারগ্র্যাজুয়েট না করে গ্র্যাজুয়েট করা প্রায় অসম্ভব। কেমিস্ট্রী, ফিজিক্সও তাই। কিন্তু ইকোনমিক্স আণ্ডারগ্র্যাজুয়েটে না পড়েও বা কম্প সায়েন্স না পড়েও তাতে পিএইচডি করা লোকজন চোখের সামনেই দেখেছি।
  • cm | 116.208.199.223 | ০৮ আগস্ট ২০১৫ ১৬:৪৮682611
  • জোলো বিষয়ে ওসব হয়। যেমন লুডোর অলিম্পিক।
  • cm | 127.247.99.105 | ০৮ আগস্ট ২০১৫ ১৬:৫৭682612
  • তবে পরীক্ষার অপশন সবার জন্য থাকা উচিত। ঐ সব হঠাৎ করে স্ট্রীম চেঞ্জ করার পরীক্ষার ব্যয় বইতে হবে অকৃতকার্য পরীক্ষার্থীদের এরকম মডেল হওয়া উচিত।
  • shibir | 113.16.71.17 | ০৮ আগস্ট ২০১৫ ১৮:২৬682613
  • বিটেক করা লোককে stat এ পিএইচডি করতেও দেখেছি
  • pi | 233.176.5.12 | ০৮ আগস্ট ২০১৫ ১৯:১২682615
  • এক বিটেক ডিগ্রির লোক টি আয় এফ আর-এন সি বি এস এর ডায়রেক্টর ছিলেন ঃ)
  • cm | 127.247.96.109 | ০৮ আগস্ট ২০১৫ ১৯:২৩682616
  • ইতিহাসে বিএ ফিল্ড্স মেডাল নিয়ে বেরিয়ে গেল তো বাকি সব ছার। তবে তাদের ঐ এন্ট্রান্স টেস্ট নিলেও তারা কাঁপিয়ে দিত। তাই যারা ফালতু ঐ টেস্টে বসে সময় নষ্ট করবে তাদের চার্জ করা উচিত।
  • a x | 83.136.18.161 | ০৮ আগস্ট ২০১৫ ২০:৩১682617
  • একেবারেই অসম্ভব না। ফিজিক্স পড়ে সোশ্যাল সায়েন্স পড়া। ইনফ্যাক্ট আপনাদের অবগতির জন্য জানাই, এদেশেই, ব্যাঙ্গালোরেই আমার বন্ধু বায়োলজি পড়ে, পিএইচডির ৪থ ইয়ারে সেটি ছেড়ে এখন সোশ্যাল সায়েন্সে পিএইচডি করছে। এই মুহূর্তে।

    এবং এটি হালের ঘটনাও না। আরেকবন্ধু বছর দশেক আগে কানপুরের ইঞ্জিনিয়ারিং ছেড়ে জেএনিউতে ইকনমিক্স পড়তে যায়, মাস্টার্স করে এদেশে আসে। এখন সে ইকনমিক্সের অধ্যাপক।

    এদেশে তো এটা হামেশা হয়। এদেশে প্রয়োজন হলে কিছু "ব্রিজ" কোর্স করে লোকে।
  • a x | 83.136.18.161 | ০৮ আগস্ট ২০১৫ ২০:৩৪682618
  • ও, স্ট্যাট হয় না? আমার নিজের দাদাই ফিজিক্স পড়ে বিএসসির পর আইএসাই। বহু বছর আগে।
  • a x | 83.136.18.161 | ০৮ আগস্ট ২০১৫ ২০:৩৭682619
  • যা, ব্যঙ্গালোরটাও এদেশ হয়ে গেল, এদেশটাও এদেশ। বুঝে নেবেন।
  • সে | 94.75.173.148 | ০৮ আগস্ট ২০১৫ ২০:৪৫682620
  • এদেশেও যা খুশি পড়া যায় ইউনিভার্সিটিতে। এখন তো দুটো ভাগে পড়া চালু হয়েছে বোলোনিয়া চুক্তির পরে - ব্যাচেলর ও মাস্টার। কিন্তু দুই ভাগে আলাদা শাখা নেওয়া যায়। শুধু তাইই নয় মেজর ও মাইনর সাবজেক্টের কম্বিনেশনে বাধানিষেধ নেই। ছাত্রের নিজের যেমন পছন্দ। ব্যতিক্রম ডাক্তারি ও ইঞ্জিনীয়ারীং এর কিছু শাখা।
  • একক | 24.99.228.121 | ০৮ আগস্ট ২০১৫ ২১:৩৯682621
  • যে যা পড়তে চায় টেস্ট এ বসার সুযোগ দিতে ক্ষতি কী ।এডমিশন টেস্ট টা কঠিন রাখলেই হলো ।সেখানেই তো ফিল্টার হয়ে যাবে যার ব্যাকগ্রাউন্ড দুর্বল । আগে কোথায় কোন সাবজেক্ট নিয়ে পড়েছে এটা সম্পূর্ণ অগ্রাহ্য করে একটা কড়া ধাতের এডমিশন সিস্টেম সংশ্লিষ্ট সাবজেক্ট এর মাস্টার্স এ ঢুকতে হলে ,এরকম হলে ভালো হয়না ?
  • PT | 213.110.243.23 | ০৮ আগস্ট ২০১৫ ২১:৫৪682622
  • "বায়োলজি পড়ে,।।।। সোশ্যাল সায়েন্সে পিএইচডি করছে"
    কানপুরের ইঞ্জিনিয়ারিং ছেড়ে জেএনিউতে ইকনমিক্স পড়তে যায়"

    হুম!! উল্টোটি হওয়ার নয়কো।
  • ranjan roy | 131.245.146.131 | ০৮ আগস্ট ২০১৫ ২২:৫৪682623
  • খেয়াল করুনঃ
    ১) কখনই আর্টসের গ্র্যাজুয়েটদের সায়েন্সে মাস্টার্স করার দাবি করা হয় নি। আগেও স্পষ্টঃ টেকনিক্যাল কারনেই হত না। সেই দাবি আজও অর্কপ্রভ করেনি।
    ২) দাবি করা হয়েছে ফিজিক্স/ম্যাথস/ অংকের গ্র্যাজুয়েট যদি ইংরেজি, বাংলা, ইতিহাস, দর্শন, সোশিওলজি ও ইকনমিক্সে মাস্টার্স করতে চায় তো সমস্যা কী?
    অভ্যু,
    আমার প্রশ্ন ছিল ঠিক উল্টোটাঃ
    যদি স্ট্যাটিসটিকস এর ছাত্র ইকনমিক্স বা সোশিওলজিতে মাস্টার্স করতে চায় সে তো অ্যাডভান্টেজাস পজিশনে থাকবে। কারণ এগুলোয় মাস্টার্স করতে গেলে স্ট্যাটিসটিকস স্যামপ্লিং, গিনি কোএফিশিয়েন্ট, কার্ভ ফিটিং, এস্টিমেশন জানতে হবে। তাহলে এদের কেন আটকাতে হবে।
    কুমুদিদি,
    যে ইংরেজি সাহিত্যে রস পেয়েছে শেকসপীয়রের নাটকের বা কোলরিজের কবিতার , সেই তো মাস্টার্স করতে যাবে। তাতে অনার্সে ইংরেজি পড়েছে কি না তাতে কি এসে যায়!
    আর মাস্টার্সে অ্যাডমিশনের জন্যে তো এন্ট্রান্সে পাশ হতেই হবে, যেমন একক বলেছে। সমস্যা কোথায়?
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ০১:৩৪682624
  • আমার মনে হয় Stat , eco আর maths এই তিনটের মধ্যে both way মুভমেন্ট সম্ভব । যারা eco তে স্পেশাল পেপার econometrics নেই তারা একরকম stat এই মাস্টার্স করে ।
  • shibir | 113.16.71.17 | ০৯ আগস্ট ২০১৫ ০১:৩৪682626
  • * নেয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন