এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিরুদ্ধতার চাবুক ওঠাও হাতে, আমার কলেজ পুড়ে ছাই হয় প্রতিদিন প্রতিরাতে।

    অর্কোপল দত্ত
    অন্যান্য | ০৭ আগস্ট ২০১৫ | ৩১৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 34.96.239.132 | ০৯ আগস্ট ২০১৫ ০৩:০১682627
  • অক্ষ সিওর ওটা ম্যাস্ট্যাট ছিল? এমটেক নয়?
  • aka | 34.96.239.132 | ০৯ আগস্ট ২০১৫ ০৩:০৫682628
  • স্ট্যাটে গ্র্যাজুএশন আর ইকনোমেট্রিক্স স্পেশাল নিয়ে ইকো তে মাস্টার্স এ অনেক পার্থক্য।

    কাউকে কোন কিছুই পড়ত দিতে আপত্তি থাকাত কথা নয় যদি নিজের পয়সায় পড়ে। প্রেসি তো গুচ্ছের সরকারী সাবসিডি পায় মানে পাব্লিক মানি তার প্রতি অ্যাকাউন্টিবিলিটি তো রাখতেই হবে।
  • a x | 83.136.18.161 | ০৯ আগস্ট ২০১৫ ০৩:৪৪682629
  • হ্যাঁ, একদম শিওর।
  • Abhyu | 118.85.88.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৩:৫৮682630
  • ফিজিক্সে বি এস সি করে তার পরেই আই এস আই থেকে এম স্ট্যাট? কতো সালের ব্যাচ অক্ষ? এই অপশন সম্ভবতঃ বহুদিন বন্ধ হয়ে গেছে...
  • SC | 14.59.216.86 | ০৯ আগস্ট ২০১৫ ০৪:২১682631
  • প্রথম পোস্ট টা পড়ে আমার খুব ভালো লেগেছে। গুরুতে এলে বেশ এক এক ধরনের আঁতেল দেখা যায়, পরিচয়, এই পোস্টার।
    ভালো এন্টারটেইনমেন্ট। :)

    আর এই সিপিএম ছাড়া অন্যান্য ব্যাপারে পি টি দার কথাগুলোর সাথে আমি মোটামুটি একমত হই। এখানেও একমত।

    আর এখানে বেশিরভাগ বিজ্ঞান পড়েছে বলে মনে হতেই পারে, যে শুধু বিজ্ঞানেই রিগার দরকার হয়। humanities এও হয়। ইংরিজি জানতে ইচ্ছুক বলে মাস্টার্স এ ভর্তি হওয়া যায় না। সেখানেও তো অনেক একাডেমিক ব্যাপার আছে।
    আর খুব ভালো কথা তো, অন্য সাবজেক্ট এ অনেকে পরীক্ষায় বসতে চায়। কিন্তু এই experiment গুলো নিজের পয়সায় করলেই হয়, সরকারী পয়সায় নয়।
    তখন আবার কেউ জিগাস করবে, সিঙ্গুরের চাষীর ছেলের যদি physics পরার পরে শেক্সপীয়ার জানতে ইচ্ছে করে, কি করবে।
  • Abhyu | 118.85.88.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৪:৪৯682632
  • এখানে ব্যতিক্রমীদের কথা হচ্ছে না, তবু একটা জিনিস শেয়ার লোভ সামলাতে পারলাম না। শ্রদ্ধেয় দীপেশ চক্রবর্তী ফিজিক্সের বিএসসি। তারপরে এমবিয়ে। ইতিহাসে এসেছেন তারও পরে। তবে ঐ আর কি - জিনিয়াসের কথা আলাদা। (বলতে মনে পড়ল, এক এন আর আই মা তাঁর মেয়ের সামনে আমাকে বলছিলেন অমুক কতো অল্প বয়সে এই করেছে, তমুক এই করেছে। ক্লাস সিক্সের বাচ্চাটা অনেকক্ষণ চুপ করে থেকে আমায় বলল, uncle, it is not my fault that I am not a genius!)
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৫ ০৪:৫৬682633
  • ইতিহাসে এমএ-তে ভর্তি হতে গেলে ইতিহাস অনার্স নিয়ে বিএ পাশ করতে হয় না? সেরকম নিয়ম ছিল না?
  • b | 24.139.196.6 | ০৯ আগস্ট ২০১৫ ০৬:৪৮682634
  • উনি আই আই এম থেকেই ইতিহাসে পি এইচ ডি (ওখানে বোধ হয় অন্য একটা নাম) করেছিলেন।

    তবে এই ফ্লেক্সিবিলিটি বিদেশে বেশি, এদেশে কম। বিদেশে একাডেমিক্সে চাকরি দেবার আগে শুধু কোন বিষয়ে পি এইচ ডি/পোস্ট ডক সেটা দেখা হয়। এদেশে , ধরুন, কেউ অংকে এ এম এস সি করে সোশিওলজিতে পি এইচ ডি করলঃ কোনো সরকারি পড়ানোর চাকরি পাওয়া ( আই আই এস সি বা অন্য রকম ইন্স্তিগুলোর কথা বাদ রেখে বলছি) এক রকম অসম্ভব। শুধু তাই নয়, হাঃ সেঃ আর মাধ্যামিকের নম্বর-ও দেখতে হয়।

    আমাদের দেশে স্টুডেন্ট বেশি, শিক্ষক , ল্যাব, ক্লাশরুম ইত্যাদির অপ্রাচুর্য্য। ফলে সবটাই এলিমিনেশন। এর ভূত একবার ঘাড়ে চাপলে নামানো খুব কঠিন।
  • aka | 80.193.132.145 | ০৯ আগস্ট ২০১৫ ০৭:২৬682635
  • সমীকরণ খুব সিম্পল।

    নিজের টাকা যেখানে খুশী লাগাও, পাব্লিক মানি বুঝে শুনে।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৭:৪৮682637
  • এই আলোচোনাটা পড়ে খুব মজা লাগলো।

    আমি নিজেই লাইন চেন্জ করেছি। আমাকে জোড় করে কেমিস্ট্রি বা বায়োতে আন্ডারগ্রাড করালেও (যদি আদৌ পাস করতে পারতাম) মাস্টার্স করতে পারতাম বলে মনে হয়না। কিন্তু ম্যাথ (এইটাতে হয়তো একটু খাটতে হোতো) বা স্ট্যাটে আন্ডারগ্রাড না থাকলেও করতে পারতাম।

    আমার এক প্রফ ছিলেন যিনি নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করে এইচার পড়াচ্ছেন (লেবার ইকনমিক্স নয় কিন্তু)।

    আমি যে লাইনে আছি সেইখানে বেশিরভাগ পিএইচডি অন্য লাইন থেকে আসে, ইন্জিনিয়ারিঙ্গ, সায়েন্স, স্ট্যাটে আন্ডারগ্র্যাড থাকে। কিছু কোর্স নিতে হয়।

    আমার মনে হয় এগুলো কারো কিসে ইন্টারেস্ট আছে, বা কে কিসে ভালো তার উপরে নির্ভর করে। অতএব কোনো ব্ল্যান্কেট স্টেটমেন্ট বা নিয়ম নেই।

    এখন কেউ বলতেই পারেন যে সোশাল সায়েন্সে বা সোজা সাবজেক্টে করা যেতেই পারে। আমি এথিক্স নিয়ে কিছু পেপার পড়তে গেছিলাম। বাপরে! ওর থেকে ইকনমেট্রিক্সের পেপারও বোধয় সহজ।
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৭:৫৯682638
  • "উনি আই আই এম থেকেই ইতিহাসে পি এইচ ডি (ওখানে বোধ হয় অন্য একটা নাম) করেছিলেন।"

    আইআইএম থেকে ইতিহাসে পিএইচ্ডি (ফেলোশিপ) হয়না। উনি আইআইএম থেকে এম্বিএ করেন, আর অস্ট্রেলিয়া থেকে ইতিহাসে পিএইচডি।
  • kumu | 132.161.35.222 | ০৯ আগস্ট ২০১৫ ০৮:৩০682639
  • পাই,বায়োসায়েন্সের লোকজন অবশ্যই আমার থেকে অনেক ভল বলতে পারবে।

    কলকাতা ও দিল্লী ইউনির ইংলিশ এম এর সিলেবাস নেটে আছে।(কী সুন্দর সব কবিতা,নাটক ইত্যাদি!!মরতে কেন আমি কেমিস্ট্রি,ফোঁৎ ৪,পাইএর ওড়নায় নাক মোছন) ।ফোন থেকে লেখার কারণে লিং দিতে পারা গেল না।তা সেই কোর্স দেখে আমার অন্তত মনে হয়নি যে কোন সাধারণ মেধার ছাত্রী/ত্র +১২ লেভেলের জ্ঞান নিয়ে খুব সুবিধে করতে পারবে।অবশ্যই জিনিয়াসদের কথা এখানে বলা হচ্ছে না।সব ক্ষেত্রেই সাহিত্য হোক বা বিজ্ঞান ধাপে ধাপে ওঠার ব্যাপার থাকে।
    সাহিত্যের রসগ্রহণের বা ডিগ্রী নেবার বাসনা থাকলে প্রাইভেট এম এ(দেওয়া যায় তো আজকাল?),ইন্টারনেট ক্লাশ ইত্যাদি উপায় আছে।

    আর একটা কথা প্রবেশিকা পরীক্ষা কেন শুধু ইংলিশে এই নিয়েও ক্ষোভপ্রকাশ দেখলাম।ইং ছাড়া অন্য ভাষায় বিজ্ঞান ,ইকো,স্ট্যাট ইত্যাদি পড়ানোর ব্যবস্থা হয়েছে ?
  • h.haldar | 77.191.245.247 | ০৯ আগস্ট ২০১৫ ০৮:৪০682640
  • 'সায়েন্সের ছাত্র সমাজ নিয়ে মাথা ঘামাক এটা তো তারা চায় না' এইটা পড়ে আমি ভাবার চেষ্টা করছিলাম যে তারা ঠিক কারা, কেমন দেখতে। চামচিকে অধ্যুষিত অন্ধকার গুহা, তাতে তারা বসে আছে, তাদের নীল মাথাতে সবুজ রঙের চুল, সামনে মস্ত বড় কড়াই আর ভবিষ্যতের স্ফটিক গোলক এইসব, গুহার ছাতে মস্ত মনিটার, তাতে নানানরকম সঙ্কেত।
    তারা কারা? সে আমি কি করে জানবো, আমার কি উচ্চশিক্ষা হয়েছে, না আমি সাইন্সের ছাত্র, না আমি সমাজ নিয়ে মাথা ঘামাই?
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ০৮:৪৪682641
  • প্রফেসর হা-দুন চ্যাঙ্গ বলেছিলেন যে ডেমোক্র্যাসিতে ধরা হয় একজন নাগরিক সব ব্যাপারে এক্স্পার্ট। রাজনীতি, ডোমেস্টিক পলিসি, ফরেন পলিসি, ইকনমিক পলিসি, সোশাল পলিসি এগুলো সব দেখে তবেই তো সে ভোটটা দেয়। ঃ)
  • cm | 127.247.100.50 | ০৯ আগস্ট ২০১৫ ০৯:০১682642
  • পড়ে প্রায় সবই শিখে নেওয়া যায়, কিন্তু অনুভূতি আসতে সময় লাগে। আর সেটি নাএলে কোন বিষয়েই মজা নেই।
  • pi | 192.66.8.101 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৩৯682643
  • কুমুদি, বায়োসায়েন্সে যাওয়া যায়। দেশের ই কিছু ইন্স্টিতে পি এইচ ডি করার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস বা ইঞ্জিনীয়ারিং, ডাক্তারিতে ডিগ্রি আর পি এইচ ডি র জন্য নিজের বিষয়ে কোয়ালিফিকেশন থাকলেও হয়। আমাদের অ্যাডমিশন টেস্টে ই বায়োর ক্লাস টেন অব্দি বিদ্যে নিয়ে টেনে দেওয়া গেছিল ঃ), ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস দিয়ে উতরে দেওয়া যায়। এমনকি ইন্টারভিউতেও অসুবিধে হয় না। অন্য স্ট্রিমের লোক মাথায় রেখে প্রশ্ন করে, উত্তর শোনে। আমাকেই বলেছিল, অমুক প্রশ্নের উত্তরে সত্যি সত্যি ফিজিওলজিক্যালি কী হয়, তা তুমি না বলতে পারলেও চলবে, লজিক্যালি কী কী ভাবে কী কী হতে পারে হাইপোথিসিস দাও, তাই শুনব।
  • একক | 24.99.114.59 | ০৯ আগস্ট ২০১৫ ১০:৫২682644
  • বাযসায়েনস এর ও সবক্ষেত্রে যাওয়া যায় কী ? যেমন কম্পিউটার সায়েন্স এর লোক ডিএনে সিকোয়েন্সিং এ চলে গেছে এরকম আছে । আমাদের এক সিনিয়র দাদা ইলেকট্রনিক্স থেকে ব্রেন ম্যাপিং এ গেসলো ।এখন অস্ট্রিয়ান একাডেমি তে আছে । কিন্তু আবার অঙ্কো-প্যাথলজি তে ডক করছে যারা তাদের প্যাথ বা রেডিও তে এমডি লাগে । সামহাউ কানেক্টেড ফিল্ড হওয়া জরুরি মনে হয় । তবে ডিটেলে জানিনা ।
  • Abhyu | 118.85.88.75 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৩০682645
  • দীপেশকাকুর এম বি এ করার সময় স্পেশাল পেপার ছিল ইতিহাস। কিন্তু তাতে ওনাকে ডাইরেক্ট পি এইচ ডি করতে দেওয়া হয় নি। ইতিহাসে বি এ (বা তার ইক্যুইভ্যালেন্ট কিছু একটা পরীক্ষা দিতে হয়েছিল) তারপরে উনি পি এইচ ডি করতে যান। আমি যতদূর জানি (খুব শিওর নই) উনি ইতিহাসে মাস্টার্স নন, একেবারে পি এইচ ডি। তবে সে অনেককাল আগের কথা। আর আজকালকার এই "পরীক্ষা দিতেই দেব না" অ্যাটিচিউডটা মেনে নিতে অসুবিধে হয় আমার।
    ভালো কথা, আপনারা কি জানতেন এই গানটি ওনার লেখা ও সুর দেওয়া?
  • S | 139.115.2.75 | ০৯ আগস্ট ২০১৫ ১১:৩৮682646
  • আইআইএমে অবশ্যি এখন একটা কোর্স পড়ানো হয়ঃ Indian Economic and Political History। তা সেই প্রফের আন্ডারে টার্ম পেপার করা যেতেই পারে। তবে অনেক দিন আগের কথা, নিস্চই কিছু বদলেছে।
  • cb | 11.39.62.237 | ০৯ আগস্ট ২০১৫ ১৮:১৩682648
  • পিটিদার টাইম টেবল রিলেটেড প্রশ্নটা নিয়ে চিন্তা করতে গিয়ে সেই হারমাইওনি আর টাইম টার্নারের ঘটনাটা মনে পড়ে গেল :)

    প্রিসনার অফ আজকাবান
  • PM | 233.223.154.201 | ০৯ আগস্ট ২০১৫ ১৮:৫১682649
  • মাস্টার্সে একদম উল্টো রকমের সাবজেক্টে সুইচ করার ব্যাপারে বা ৭-৮ বছর এক ফিল্ডে চাকরী করার পরে ১০ বছর একদম অন্য ননরিলেটেড ফিল্ডে তারপর আবার অন্য ডোমেনে চাকরী করা সংক্রান্ত ব্যাপারে কেউ যদি কন্সালটেন্সি নিতে চান তো আমার কাছে নিতে পারেন ঃ)

    গ্রাজুএসন পর্য্যন্ত সরকারী খরচে পড়লেও , তারপর থেকে নিজের রোজগারের টাকাতেই পড়েছি মূলতঃ। কখনো কখনো বাবার কাছে অল্প ধার নিলেও ফেরত দিয়ে দিয়েছি সময়মতো । মানে কেরিয়ার নিয়ে এক্সপেরিমেন্ট্গুলো (আক্ষরীক অর্থে) প্রায় নিজের পয়্সায় করা ঃ)।

    তবে পেছন দিকে তাকালে এখন মনে হয় সুস্থ্য স্বাভাবিক লোকেদের এসব ঝামেলা না করাই ভালো ঃ(
  • শ্রী সদা | 113.16.71.8 | ১০ আগস্ট ২০১৫ ০০:০৬682650
  • "সায়েন্সের ছাত্র সমাজ নিয়ে মাথা ঘামাক এটা তো তারা চায় না। পাছে, সেই ছেলেটি দু-চার বেফাঁস কথা বলে দেয়! প্রকাশ্যে যদি বলে ওঠে- 'রাজা, তোর কাপড় কোথায়?"
    ~ এটা জাস্ট টুউউউ সুইট।
    এই দুকূলপ্লাবী আবেগ, এই কোনো এক জেনেরিক হাওয়াকলের বিরুদ্ধে ঘুমে নির্ঘুমে নিরন্তর ছায়াকুস্তি, এই চোথা কমন পড়ে যাওয়ার অমলিন কনফিডেন্সই নকুদের স্পেশালিটি।
  • a x | 83.136.18.161 | ১০ আগস্ট ২০১৫ ০৩:২৬682651
  • অভ্যু, হ্যাঁ বিএসসির পরেই। বছর ৩০ আগে।

    অপশন বন্ধ হয়ে গেছে কিনা জানিনা - কিন্তু স্ট্রীম চেঞ্জ করা মানে সাকসেসফুলি করতে পারা যে সম্ভব সেটা জানি। করে যথেষ্ট ভালো করেছে আমার চেনা প্রতিটি উদাহরণই।

    আর বায়োতে তো হামেশা করে কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পু সায়েন্স থেকে। বায়োতে মাল্টিডিসিপ্লিন অনেক কিছু ব্যবহার হয়, তাই।

    কিন্তু বায়োফিজিক্স বা সিমুলেশন বা ইনফর্মেটিক্সের বাইরেও বেসিক বায়োতে স্ট্রীম চেঞ্জ করা এমন কিছু কঠিন না। প্রথম একবছর একটু ক্যাচ-আপ করতে হবে, এই যা।
  • de | 24.139.119.172 | ১০ আগস্ট ২০১৫ ১৬:০৬682652
  • সায়েন্স থেকে হিউম্যানিটিজে আসা অতো টাফ কিছু নয়। উল্টোটা প্রায় অসম্ভব!

    সোস্যাল সায়েন্সে গ্রাজুয়েশন করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে মাস্টার্স করা লোক আমি একজনও দেখিনি!

    সায়েন্স সাবজেক্টগুলোর মধ্যে, ইকো-স্ট্যাট-ম্যাথ বা হিউম্যানিটিজএর বিভিন্ন সাবজেক্টের মধ্যে জাম্প করা বেশ কমন।
  • S | 109.27.138.238 | ১০ আগস্ট ২০১৫ ১৬:২২682653
  • ফিজিক্স কেমিস্ট্রি করা মুশ্কিল আছে। ম্যাথ করা যায়। ম্যাথ পাশ কোর্সে থাকলেই হয়। তাছাড়া, আম্রিগায় তো হিউম্যানিটিজিএর আন্ডারগ্র্যাডদের কদর এমডি তে বেশি হয় শুনেছি। তবে সবই ডিপেন্ড করছে ইন্টারেস্ট মেধা ইত্যাদির উপরে।
  • a | 213.219.201.58 | ১০ আগস্ট ২০১৫ ১৬:৫৮682654
  • রন্জনদা আবার বিপ্লবী কথাবার্তা শুনলে কাপড়ে চোপড়ে হয়ে যান।

    ২) সায়েন্স এর কোনো বিষয়ে হনার্স পাস-আউট স্টুডেন্টরা লিটেরেচার বা হিউম্যানিটিস এর কোনো সাবজেক্টে মাস্টার্সের পরীক্ষা দিতে পারবে না। লিটেরেচার বা হিউম্যানিটিস এ হনার্স পাস আউট স্টুডেন্টরা ও পারবে না সায়েন্স এর কোনো সাবজেক্টে মাস্টার্স করতে।

    "অর্কপ্রভ" এর দ্বিতীয় বাক্যটি "খেয়াল" না করেই লিখে দিয়েছেন

    খেয়াল করুনঃ
    ১) কখনই আর্টসের গ্র্যাজুয়েটদের সায়েন্সে মাস্টার্স করার দাবি করা হয় নি। আগেও স্পষ্টঃ টেকনিক্যাল কারনেই হত না। সেই দাবি আজও অর্কপ্রভ করেনি।

    মাস্টার্স, পিহেচডি এসব বিষয়ে বাস্তব বা দূরবর্তী সামান্যতম ধারণাও আমার নেই। তবু, প্রিন্সিপালি, উচ্চ শিক্ষায় এইরকম কোন লাইন টানা উচিত নয়। লজিস্টিকাল সমস্যা থাকলে সেটাকে ওভারকাম করা অসম্ভব নয়।

    এবার, অর্কপ্রভর জন্যে,

    ১। মাস্টার্স প্রবেশিকা পরীক্ষায় বাংলা এবং হিন্দী সাবজেক্ট ছাড়া বাকি সব বিষয়েই ইংরেজী ভাষায় পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
    - about time। এতে কারোর সত্যি অসুবিধা হবে কি?

    ২। ৩) মাস্টার্স আডমিশনের জন্য হোম স্টুডেন্টস দের সিজিপিএ কাটঅফ, আর্টসের ক্ষেত্রে গ্রেড ৫।৫ থেকে বেড়ে ৬।৫ এবং সায়েন্সে গ্রেড ৬।৫ থেকে বেড়ে ৭।৫ হয়েছে।
    - হোম স্টুডেন্ট? মানে যারা কলেজ থেকেই গ্রাজুয়েট করেছে তো? তাদের জন্যে কাট অফ আলাদা হবে কেন এটাই তো বোধগম্য নয়।

    সিজিপিএ কাটঅফ ১ পয়েন্ট বাড়িয়ে যেন এক ঝোঁক বোনার চেষ্টা চলছে। সে ঝোঁক মেধার প্রতি নয়, ঝুড়ি ঝুড়ি নম্বরের প্রতি। - এই লাইনটার মানে কি? মেধা মাপার উপায়টা কি জানা যায়? আর সেক্ষেত্রে সিজিপিএ তুলে দেবার দাবি হচ্ছে না কেন?

    নইলে তো মনে হচ্ছে জাস্ট কম নম্বর পেয়েও পড়তে দিতে হবে টাইপের দাবি।
  • b | 24.139.196.6 | ১০ আগস্ট ২০১৫ ১৭:৩১682655
  • দে, আছে তো। ইতিহাসে বি এ করে ফিজিক্সে নোবেল লরিয়েট?

    অবশ্য ক্ষণজন্মা মহাপুরুষ।
  • de | 24.139.119.173 | ১০ আগস্ট ২০১৫ ১৭:৫৭682656
  • স্টিভেন ওয়াইনবার্গ কি? নাকি বিসিএস থিওরির বার্ডিন - মনে পড়ছে না!
  • ranjan roy | 24.97.167.226 | ১০ আগস্ট ২০১৫ ২০:১৫682657
  • a,
    অনেক ধন্যবাদ! আমার ভুলটা ধরিয়ে দেবার জন্যে। সত্যিই অর্কপ্রভর দ্বিতীয় পয়েন্টের দ্বিতীয় পংক্তি মিস করে গেছলাম। ভবিষ্যতে অমন নী-জার্ক রিয়্যাক্শনের আগে খতিয়ে দেখে নেব।
  • Atoz | 161.141.84.176 | ১০ আগস্ট ২০১৫ ২০:৪৯682659
  • এড উইটেন ---ইতিহাস থেকে পদার্থবিদ্যা- যুগান্তকারী কাজ সুপার্স্ট্রিং তত্ত্বে-কিন্তু ফিজিক্সে নোবেল কি পেয়ে গেছেন উনি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন