এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অমিত্রাক্ষর নন্দ | 233.179.152.3 | ০৩ আগস্ট ২০১৫ ২১:০১682721
  • বৃষ্টির ঠেলায় গৃহবন্দী হয়ে একলা ঘরে পড়ে ফেললাম আস্ত একটা পুজো সংখ্যাই। হ্যাঁ অনেককাল পড়া হয়না আনন্দমেলা। বিখ্যাত লেখকদের ছায়া পাতলা হতে হতে পড়ার মতো আর কিছু পাচ্ছিলাম না। বিরক্তিকর কাকাবাবু, ফিকে অদ্ভুতূড়ে সিরিজ। মিতিনমাসি আর দীপকাকুকে মনে জায়গা দিতে পারিনি। তাই ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ হাতে পেয়ে মনে হল আজকাল কত আগে বেড়িয়ে যায় পুজোসংখা। দেখে অবাকই হলাম।
    পড়তে বসে আরও অবাক হলাম। নতুন নতুন নাম। বিষয়গুলোও নতুন নতুন।
    প্রথমেই পড়ে ফেললাম একটা কল্পবিজ্ঞানের উপন্যাস । " ইচ্ছেপলাশ" । লেখক দেবজ্যোতি ভট্টাচার্য । ভবিষ্যত থেকে এসেছে মধুলিকা। জীষ্ণু নামে একটি ছোট ছেলেকে পর্বত আরোহণের শিক্ষা দেবে বলে। জীষ্ণুর বাবা বিখ্যাত পর্বতারোহী। কারাকোরাম পর্বতমালার একজায়াগায় তৈরী করা আছে এক আসা যাওয়ার পথ। বরফ ঘরের মধ্যে। সেখানে চিরবসন্ত বিরাজমান। জীষ্ণু বড় পর্বত আরোহী হয়ে আবিষ্কার করবে সময় যাত্রার একটা প্রাকৃতিক ফাটল। যে পথ জানিয়ে দেবে অভিজিত নক্ষত্রের কক্ষপথে ভবিষ্যতের ধরনী-২ এর নির্মাণর গল্প।
    মধুলিকা সেখান থেকেই এসেছে এই রাস্তা তৈরি করতে।
    কিন্তু ট্রেনিং চলতে চলতে ভবিষ্যত গ্রহের দুঃসংবাদ। ঘটনা তো অন্য দিকেই এগোচ্ছে। কিছু করতে হবে মধুলিকাকে -
    পড়ে ফেললাম। এমন গল্প নিয়ে হলিউডে ছবি হয়েছে। তবু খুব ভাল লাগল। অনেকদিক পড়ে বাংলায় একটা ভাল কল্পবিজ্ঞান পড়লাম। গল্প টানটান। শুদ্ধ বাংলা ব্যবহার করে ন্যারেটিভ। মনে মনে ধন্যবাদ দিলাম লেখককে। তবে লেখাটা ছোটদের কাছে একটু জটিল লাগতে পারে। বিশেষ করে শুরুর ধাক্কাটা।

    দু নম্বর উপন্যাস পড়লাম প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। "হাবু ভুঁইমালির পুতুল" । তাঁর নিজস্ব ঘরানার লেখা। হাসি মজা আছে।আছে চরিত্রদের অদ্ভুর জীবনদর্শন। বেশ কয়েক বছর পড়ে পড়লাম বলেই কিনা জানিনা মন্দ লাগল না।

    লেখক রাজেশ বসু লিখেছেন রহস্য উপন্যাস " রহস্যের গোলকধাঁধায়"। এখানে কাবুলদা। রহস্যভেদী। সঙ্গে অবশ্যই চেলা রয়েছে। ছকটা পুরোন হলেও গল্পের বাঁধন আছে। পড়ে ফেলাই যায়। পটভূমি ডিগবয়। ইংরাজ সৈনিকের বাড়ির পোষা ভাল্লুক। জীবজন্তুর মডেল। তার মধ্যে গুপ্তধনের গন্ধে আসা কালপ্রিট। নকল নাতি। কিংবা সে নকল নয়। রহস্যের ও অভিযানের জাল বুনেছেন ভালই। পড়ে ফেললাম।

    মিতিনঅমাসির এবারে অভিযান লাদাখে। বৌদ্ধ পুথি নিয়ে হারিয়ে যাওয়া যুবকের খোঁজে। গোয়েন্দা গল্পের চেয়ে ভ্রমণ বেশি। সেই জনপ্রিয় লেখকদের কায়দা করে নামিয়ে দেওয়া গল্প। এই জ্বালাতেই এক সময় আনন্দমেলা ছেড়েছিলাম। তবে এবারে একটা মন কেমন করা অনুভূতি লাগল। জনপ্রিয় লেখকার শেষ উপন্যাসের যাত্রা সঙ্গী হয়ে গেলাম শেষ পর্যন্তই।

    "অতল জলের বন্ধু"। এই নাম স্মরণজিৎ চক্রবর্তীর কিশোর উপন্যাসের। সমুদ্র গবেষণা সংস্থার তরুণ বৈজ্ঞানিক খোঁজ পান মারমেডের অস্তিত্ব । কিন্তু তাকে ওপরওয়ালারা চেপে যেতে বলে। সে চাকরি থেকে লম্বা ছুটি নিয়ে সন্ধানে নামে। লোভি সাহেবও সঙ্গে জুটে যায়। সে তার লোভ টের পায়না। এদিকে চব্বিশ পরগনার খাঁড়িতে একটি মা মরা ছোট ছেলের সঙ্গে বন্ধু হয় ভেড়িতে আটকে পড়া ছোট্ট মারম্যানের। রাগি বাবা। মা জলে ডুবে মারা গেছে বলে জলে নামা মানা। তবু অতল জলের বন্ধু সাথে ডুব সাঁতার। শেষে জানা জানি। নানা কান্ড। গল্প নতুন কিছু নয়। সবচেয়ে বড় কথা এই লেখা বিশ্বাস করানোর কোনও দায় নেননি লেখক। উপকথার প্রাণীর জন্য তেমন পরিবেশ তো চাই। গঙ্গায় ডলফিনের ঝাঁক মারম্যানকে গাইড করছে। হজম করতে পারলাম না।

    শেষ উপন্যাস "হানাবাড়ির জাভাস্ক্রিপ্ট" । লেখক দেবাশিস বন্দ্যোপাধ্যায়। ইনি অবশ্যই আনন্দমেলার প্রাক্তন সম্পাদক নন। নতুন কেউ হবেন। প্রথমে ভেবেছিলাম কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে কিছু রহস্য টহস্য হবে। কিন্তু পড়তে গিয়ে মুগ্ধ হলাম। চন্দননগরের আশে পাশে ছুটিপুর গ্রাম। সেখানে একটা হানাবাড়ি। ভবঘুরে এক শিক্ষক সেই হানাবাড়িতে কিছু খুঁজত। তাকে পাওয়া যাচ্ছে না। তিনি এর আগেও হারিয়ে গিয়ে ফিরে এসেছেন। এই হারানোও নতুন কিছু নয়। কিন্তু গ্রামের একটা ছোট ছেলে উলটো কথা বলছে। বলছে আগের দিন বিকেলে ওই দাদুর সঙ্গে হানাবাড়িতে গিয়ে একটা রহস্যে গন্ধ পেয়েছিল। বড়দের চোখে যে রহস্য ধরা পড়ে না ছোট দের চোখে পড়ে। প্রাজ্ঞ ভুবনদাদু রহস্য পাগল তিন নবম শ্রেণীতে পড়া বন্ধু বান্ধবীকে নিয়ে এলেন ছুটিপুরে। হারানো শিক্ষকের একটা দিনপঞ্জী ও অন্য কিছু সূত্র ধরে। ইতিহাস হাত বাড়ালো। চুঁচুড়ার ডাচ কলোনী। মিরপুরের পর্তুগিজ। হারিয়ে যাওয়া সরস্বতী নদী। বাংলার ডাকাত। ইংরেজ ও ডাচেদের বিদেড়ার যুদ্ধ। ডাচেদের বাটাভিয়ায় বাণিজ্য। সেই রাস্তা ধরে প্রাচীণ পূর্ব জাভা রাজার নিজের রাণীর আদলে বানানো সোনার বুদ্ধ দেবীর মুর্তী।
    ছোট ছেলে মেয়েগুলোর নিজেদের খুনসুটি। ইংরেজ দের জয়ের কারণ হিসাবে "ক্লাইভ কী ক্যারাটে জানত?"। এমন অদ্ভুত জিজ্ঞাসা। পড়তে পড়তে ঘরের পাশেই পড়ে থাকা একটা ভুলে যাওয়া অতীত ভাসিয়ে নিয়ে গেল। যেখানে রহস্য ছিল না । সেই না থাকা থেকে এই তো চোখ মেলে দেখ, কত রহস্য, কত ইতিহাস তোমার পাশেই পড়ে রয়েছে দেখিয়ে দিয়ে গেল লেখক। আমি এই সময় ওই অঞ্চলে থাকতাম বলেই কি না জানিনা। এই উপন্যাস আনন্দমেলায় আমার এক পরম পাওয়া। এত আলো, এত সব জেনে যাওয়া রহস্যহীন পরিবেশে এই হানাবাড়ির দেওয়ালে লেখা জাভা সুমাত্রার চিত্রনাট্য মনে থেকে যাবে বহুকাল।

    গল্পের মধ্যে প্রচেত গুপ্তের নানা কাজে হেরে যাওয়া ক্লাবের। মেডেলে নয় খুশিতে জিতব অনুভুতির গল্পটা ভাল লাগল। আছে উল্লাস মল্লিকের গবীর ছেলের সাথে মজা করতে গিয়ে নিজেরা চমকে যাওয়ার গল্প। ছন্দা বিশ্বাসের ঠিক না জমা পরমানু বিজ্ঞানীর অন্তর্ধানের গল্প। অন্য লেখক লেখিকা হলেন সীজার বাগচি, ঋতিকা নাথ, নবনীতা দত্ত ও তিলোত্তমা মজুমদার।

    রাপ্পা রায়ের কমিক্সটা মজার। "টেকো হাতি" , "প্রতিবাদ মিছিলের ড্রেস ডিজাইনার", "জেলে মার খেয়ে বাতের ব্যাথা সেরে যাওয়ার" মতো বুদ্ধিদীপ্ত মজা।

    বাকি কমিক্স ফেলুদার "হত্যাপুরী" ও সুনীল গঙ্গোপাধ্যায়ের "নীল রঙের মানুষ" গল্প নিয়ে।
    মোটের ওপর বেশ কাটল বর্ষায় শারদীয় পাঠ।
  • nita | 60.180.250.166 | ০৪ আগস্ট ২০১৫ ০১:৩৬682732
  • বেশ ভালো লাগলো রিভিউ।
  • অর্ক | 75.49.14.159 | ০৪ আগস্ট ২০১৫ ০৮:৪৪682743
  • এই বইটা কি টরেন্ট বা কোন সাইট থেকে ফ্রিতে পাওয়া যাচ্ছে?
  • MR | 81.252.246.44 | ০৪ আগস্ট ২০১৫ ০৯:০০682754
  • শারদীয়া পত্রিকার সফ্ট কপি ঐ সংস্থার ওয়েবসাইটে লগ ইন করলেই পাওয়া যাবে। এখন না হলেও কিছুদিনের মধ্যেই ।আর তার খুব একটা খরচও নয়। সব কিছু ফ্রি চাওয়াটা ঠিক নয়। তাই বোধহয় আর ভালো লেখকও হচ্ছে না।
  • অর্ক | 75.49.14.150 | ০৪ আগস্ট ২০১৫ ০৯:১৮682765
  • আপনি বোধায় এই সাইটের নাম শোনেননি

    ওখানে দেখুন লেখা আছে A world with free access to knowledge a world without copyright. The Sci-Hub project works to fight inequality in information access across the world. The goal is to dismantle all barriers to knowledge distribution. Our vision is the world without paywalls, where any piece of knowledge can be accessed freely by any person.

    The website works for 4 years by now. Since the project started in 2011, we have distributed tens of millions of research papers for free. And we work to increase these numbers.

    এছাড়াও বহু বই স্ক্যান করে আপলোড করা হচ্ছে যাতে ফ্রিতে ডাউনলোড করে সবাই পড়তে পারে। আপনার মতো লোকেদের রক্তচক্ষু উপেক্ষা করে।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ০৯:১৯682776
  • জাভাস্ক্রিপ্ট !
  • সিকি | ০৪ আগস্ট ২০১৫ ০৯:৩৭682787
  • আনন্দমেলাও আজকাল নলেজ ডিস্ট্রিবিউশনের আওতায় পড়ে। কী দিনকালই এল!
  • অর্ক | 75.49.14.150 | ০৪ আগস্ট ২০১৫ ০৯:৫১682788
  • বই, গান, কমিক্স, সিনেমা ইত্যাদি সবকিছুই নলেজ ডিস্ট্রিবিউশনের আওতায় পড়ে। কেউ হয়তো ইন্দ্রজাল কমিক্স দেখে মুখ ভ্যাটকায়, কিন্তু অনেকে সেগুলো স্ক্যান করে আপলোড করে। তাছাড়া সবকটা পুজো সংখ্যা প্রত্যেক বছর পিডিএফ বানিয়ে আপলোড করা হয়, এটা নতুন কিছু না। আনন্দমেলাও প্রতিবছর আপলোড হয়।
  • সিকি | ০৪ আগস্ট ২০১৫ ১০:০১682789
  • যাব্বাবা - মুখ না ভ্যাট্কালেই সেটা নলেজ?

    যাক, যে যেমন ভাবে।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:০৩682722
  • নতুন বই ছাপিয়ে দু পয়সা ইনকামের সুযোগ লাটে তুলবে এরা।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১০:০৫682723
  • ঠিক, যে যেমন ভাবে। কারন কোনটা নলেজ আর কোনটা না সেটা সাবজেক্টিভ।
  • Abhyu | 118.85.88.75 | ০৪ আগস্ট ২০১৫ ১০:০৯682724
  • গান শুনব, পয়সা দিয়ে সিডি কিনব না। বই পড়ব, পয়সা দিয়ে বই কিনব না। এমনি করে ভাবলে যাঁরা এগুলো প্রডিউস করছে তাদের চলবে কি করে? আর শিল্পীর রয়্যালটিরই বা কি হবে?
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:১১682725
  • সিনেমা কপি/ডাউনলোড করা ফেডারেল অফেন্স, আপ টু আড়াই লাখ ডলার বা পাঁচ বছর জেল --- ডিভিডি-র শুরুতে এফবিআই ওয়ার্নিং থাকে
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:১৬682727
  • লিংক আছে তো, আমিই দিয়েছি কিছু লিংক, কিন্তু কনটেন্ট ওনার অবজেক্ট করলে বই/গান/সিনেমা সাইট থেকে সরিয়ে নেয়।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১০:১৯682728
  • আবার অন্য কোন সাইটে আপলোড করে দেয়।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:২৩682729
  • পাঠক/দর্শক/শ্রোতার লায়াবিলিটি কম, কিন্তু যে কপি করছে তার পুরোটাই।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১০:২৮682730
  • সেটা /\ আর সোমনাথ আর h আর Nishan আর অন্যান্যরা জানেন বোধায়।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৩১682731
  • খেয়েছে, জানে না - তা তো বলি নি।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৪০682733
  • তাহলে তো মিটেই গেল। টইএর লিংক থেকে ফ্রিতে গান, বই আর সিনেমা ডাউনলোড করতে অসুবিধা রইল না।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৪৩682734
  • একদম ঠিক।
    শুধু এও কথাটা - "বই, গান, কমিক্স, সিনেমা ইত্যাদি সবকিছুই নলেজ ডিস্ট্রিবিউশনের আওতায় পড়ে। " -- -এটা ভুল।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৪৭682735
  • ভুল বলতে, মিডিয়া আইটেম কপি এন্ড ডিস্ট্রিবিউট - এইটা।

    অর্থাৎ, ধরো কোনো শিল্পী একটা গান গাইল। একজন শ্রোতা সেটা শুনল, শুনে ভালো লাগল, ধরা যাক গানটা সে গাইল - তাই শুনে আর একজন শ্রোতা তাকে একটা টাকা পুরস্কার দিল। এটা কিন্তু প্রবলেম না। সুরকার/লিরিসিস্ট/গায়ক তাকে খ্যাঁক করে এসে চেপে ধরবে না।

    কিন্তু কেউ যদি গানের সিডি বা মিডিয়া ফাইলটিএ একটি কপি বানিয়ে কাউকে দেয়, পয়সা নিয়ে বা না নিয়ে - তখন প্রবলেম।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৫৩682736
  • না ওটা ঠিকই আছে।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৫৬682737
  • ডিস্ট্রিবিউশন=কপি হলে ঠিক নেই - জেইল, উইথ অর উইদাউট বেইল।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১০:৫৬682738
  • তোমার মতে প্রবলেম হতে পারে, শেয়ারিং কম্যুনিটির মতে না। যারা টরেন্ট বানায় আর বই স্ক্যান করে আপলোড করে তাদের সাথে কথা বলে দেখতে পারো। এই লাইনটাও আরেকবার পড়ে নাওঃ The goal is to dismantle all barriers to knowledge distribution. Our vision is the world without paywalls, where any piece of knowledge can be accessed freely by any person.
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১১:০১682739
  • জেল, বেল ওসব মুনাফাখোরদের আর নিওলিবারালদের লেখা লাইন। সবাইকে ওই মতে চলতে হবে? তাহলে ওদের সুবিধা হয় বটে, তবে অনেকে আছে যারা ওদের হুমকি থোড়াই কেয়ার করে। আর সেজন্যেই তো বই গান সিনেমা কমিক্স ফ্রিতে ডাউনলোড করা যায়।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১১:০৬682740
  • এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছো কি, যারা গান/সিনেমা/বই কপি করে আপলোড করছে, তাদের থেকে কেউ কপি করে অন্য কোথাও আপলোড করলে তারা ক্ষুব্ধ হয় - আমার পরিশ্রমের কাজ কপি করে নিল !

    "dismantle all barriers" - যে লেখকের জীবিকা লেখা, যে গায়কের জীবিকা গান গাওয়া, যে পরিচালকের জীবিকা সিনেমা বানানো --- তাদের জীবিকার ব্যারিয়ার হয়ে গেলে তো মুশকিল। একটা বাধা ভাঙতে গিয়ে, অন্য একটা বাধা তৈরী করা কি ঠিক হবে। আর জীবিকা হিসেবে না নিতে পারলে এসব তৈরী হবে কি করে। মুর্গি-ডিম-মুর্গি।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১১:০৮682741
  • "আর সেজন্যেই তো বই গান সিনেমা কমিক্স ফ্রিতে ডাউনলোড করা যায়।" - লেখক/গায়ক/শিল্পীদের ভাতে মারার কল।
  • Ishani | 24.96.180.54 | ০৪ আগস্ট ২০১৫ ১১:১০682742
  • পুজোসংখ্যা আনন্দমেলা হতাশ করল | ছোট গল্পগুলো মনে হল স্রেফ পাতা ভরানোর জন্য | একমাত্র উল্লাস মল্লিকের গল্পটি মন্দের ভালো | উপন্যাস সব এখনও পড়ে উঠিনি | আশ্চর্য ব্যাপার ! টেবিলে রয়েছে , কিন্তু উল্টে দেখার তাগিদ অনুভব করছি না | আজকাল বাচ্চারা সবাই খুব টেক স্যাভি বলেই কি বেশিরভাগ লেখক সায়েন্স ফিকশন জাতীয় কিশোর সাহিত্য লিখতে চাইছেন শুধু ? আর তা না হলে অন্য কিছু বিষয়ের ওপর গভীর জ্ঞানের গন্ধমাখা গল্পসল্প ? তাও তো খানিক পরেই দেখি মনে করতে পারছি না কী পড়লাম এতক্ষণ ! যা পড়ছি তা যদি এভাবেই প্রায় সঙ্গে সঙ্গেই ভুলে যাই , তাহলে তার থেকে তো আমার সেই কাকাবাবু , কিকিরা , গোগোল বা ওদিকে মতি নন্দী , দুলেন্দ্র ভৌমিকই অনেক ভালো ছিল ! নিদেনপক্ষে পুরোনো কিছু অর্জুন , ঋজুদা | গোঁসাইবাগানের ভূত কোথায় যে গেল বা শৈলেন বাবুর কলমে জীবন্ত রূপকথারা ? সে তো এখনো ভুলিনি বা ফিরে ফিরে বারবার পড়ি | সেই সব হলুদ হয়ে যাওয়া পাতারা এখনো তো বাতিল জঞ্জাল হয়ে যায়নি আমার কাছে ! বয়স বাড়ছে ? আমি এখন আর যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না বলেই এসব নিন্দেমন্দ আক্ষেপ করছি ? আমি বায়াসড ? তাহলে তাই | অসমাপ্ত আনন্দমেলা | আপাতত | ফিরে পড়ছি আবার গজ উকিলের হত্যা রহস্য , ,মনোজদের অদ্ভূত বাড়ি , স্ট্রাইকার , সবুজ দ্বীপের রাজা , সোনালী পাড়ের রহস্য , কাপালিকেরা এখনো আছে , স্টপার , অ্যালবিনো , কলাবতী .....
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১১:১২682744
  • কেউ কেউ ক্ষুব্ধ হয় বটে, কিন্তু অনেকেই হয়না। শুনলে অবাক হবে যে অনেক সাইটে চেষ্টা করা হয় কোন ওয়াটারমার্ক না দিয়ে যতোটা সম্ভব অবিকৃত অবস্থায় স্ক্যান করে বই আপলোড করতে। এখানে শেয়ারিং মুখ্য, কে আপলোড করছে সেটা মুখ্য না। অথচ যারা কষ্ট করে স্ক্যান করে আপলোড করছে তাদের সবাই ধন্যবাদও জানায়। আর ক্রাইডসোর্সিং করে সিনেমা বানায় জানো তো! ভালো কাজ করলে টাকা দিতেও অনেকে এগিয়ে আসে। কিন্তু সেটা মুনাফাখোরদের বাঁধা লাইনে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন