এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Direwolf | 117.167.108.173 | ০৪ আগস্ট ২০১৫ ১১:১৭682745
  • শীর্ষেন্দু শুরু করলেন ভালো - অতরকম চরিত্র দেখে ভাবলুম আবার হয়তো একটা মনোজদের অদ্ভুত বাড়ির মত জম্পেশ কিছু একটা হবে। কোথায় কী! মনে হল পেনের কালি ফুরিয়ে যাচ্ছে বলে ধড়াম করে শেষ করে দিলেন।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১১:১৭682746
  • মুনাফাখোর --- হে হে, বেশির ভাগ বই প্রকাশনার যা অবস্থা, মুনাফা পেলে তো খাবে।
    ক্রাউডসোর্সিং সিনেমার ভরসায় সংসার চলে না রে ভাইটি।
  • pi | 24.139.221.129 | ০৪ আগস্ট ২০১৫ ১১:২৩682747
  • মুনাফা অনেক দূরের কথা অর্ক, পকেট থেকে রেস্ত দিয়ে লোকজন এসব করে। ক্রাউডসোর্সিং এ সিনেমা করা লোকজনকেও দেখে জিগেশ করতে পারেন, কী অবস্থা।

    যাহোক, অন্য একটা প্রশ্ন ছিল। আনন্দমেলার বিক্রি এখন কেমন বা অন্যান্য শিশু-কিশোর পাঠ্য ম্যাগাজিনের ? বাড়ির বড়রা, মানে আমাদের জেনেরেশনেরও অনেকে নিজেদের জন্য কেনে, তাদের কথা বলছিনা। শিশু কিশোরদের মধ্যে বিক্রি কেমন, কমেছে না বেড়েছে, জানা যাবে ? জনসংখ্যা বাড়ার জন্য কিছু বাড়া উচিত, কিন্তু এই যে পরের জেনেরেশনে বাংলা পড়ার চল এত কমে যাচ্ছে, বা ইন জেনেরেল বই পড়াও, বলে শুনি, সেটা কি কিছু রিফ্লেক্টেড হয় ?
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১১:২৫682748
  • আনন্দবাজার পত্রিকা প্রকাশনার মুনাফা হয়না বলছো? আর ক্রাউডসোর্সিং সিনেমার ভরসায় হলিউড সংসার হয়তো চলে না তবে তার বাইরেও কিছু কাজ হয়। সেগুলো খারাপ কাজও না। আমাদের বাংলাতেও ক্রাউডসোর্সিং সিনেমা হয়েছে আর করার চেষ্টা হচ্ছে।
  • অর্ক | 75.49.14.89 | ০৪ আগস্ট ২০১৫ ১১:২৮682749
  • বিক্রিবাটা নিয়ে তেমন আইডিয়া নেই তবে আনন্দমেলা আনন্দবাজার আজকাল এরকম কিছু পুজো সংখ্যা তো ভালো বিক্রি হয় দেখি। প্রায় ঘরে ঘরে আনন্দমেলা বাঁধা।
  • pi | 24.139.221.129 | ০৪ আগস্ট ২০১৫ ১১:৩১682751
  • অর্ক, বাংলায় যারা ক্রাউডসোর্সিং করে সিনেমা করার চেষ্টা করছে, তাদের সাথে আমার নিয়মিত কথা হয় ঃ) আপনিও চাইলে বলতে পারেন, কী পরিমাণ চাপে আছে।

    আনন্দবাজারের কথা বলিনি,অন্য অনেক বই প্রকাশনা সংস্থার কথা বলেছি।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১১:৩১682750
  • এগজ্যাক্টলি, পাই যা বলল।

    এটা একটা সংকট। সারা পৃথিবী জুড়ে। প্রিন্ট মিডিয়া সংবাদপত্র, ম্যাগাজিন, বা, বই প্রকাশনা, মিউজিক - শুধু হাজার হাজার মানুষের জীবিকা।
  • অর্ক | 75.49.14.163 | ০৪ আগস্ট ২০১৫ ১১:৪০682752
  • pi আনন্দবাজারের পোস্টটা আপনাকে না lcm কে উদ্দেশ্য করে ছিল। পোস্ট করার পর দেখলাম আপনার পোস্ট মাঝে এসে গেছে ঃ)

    বাংলায় ক্রাউডসোর্সিং যারা করছেন তাদের স্ট্রাগল করতে হচ্ছে সে আমিও শুনেছি। তবে ওটা একটা বিকল্প মডেল, সেও lcm কে বলেছিলাম এটা দেখাতে যে মুনাফাখোর বিগ পাবলিশার আর বিগ প্রোডিউসারদের বাঁধা পথে সবাই চলে না। এমনকি কিছু গায়ক আর আর্টিস্ট নিজেরাই বড়ো লেবেল ছেড়ে বেরিয়ে এসে নিজেদের গান আর লেখা নিজেরাই ফ্রিতে ডিস্ট্রিবিউট করছেন।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১১:৪৮682753
  • সে তো খুব ভালো কথা, যারা ফ্রি-তে নিজেদের সৃষ্ট কনটেন্ট দিচ্ছেন, তাদের কনটেন্ট রিডিস্ট্রিবিউট করাতে তো কোনো অসুবিধে নেই, বরং তাতে করে তাদের সুবিধেই করা হবে।
    কিন্তু, যাদের ক্ষেত্রে এটা থেকে দু পয়সা আয় হয়, তাদের তো খুব মুশকিল হবে, ফ্রি হয়ে গেলে।
  • pi | 24.139.221.129 | ০৪ আগস্ট ২০১৫ ১১:৫১682755
  • মুনাফা তো অনেক পরের কথা, কিন্তু নিজেদের, মানে কন্ট্রিবিউটরদের সাসটেইন করার, সারভাবিভ মত টাকাটাও তো চাই। সেটা নিয়ে আপনার কী মত, কীভাবে আসবে সেই টাকা ? যারা এধরণের কিছু কাজ করতে চাইবেন বা করার ক্ষমতা আছে, তাঁদের সবাইকে অন্য কোন পেশায় নিযুক্ত থেকে পেট চালানোর ব্যবস্থা করে সেই টাকা দিয়ে এগুলো চালিয়ে যেতে হবে, এটা তো মডেল হতে পারেনা , তাইনা ?
    প্রতিষ্ঠিত গায়ক , আর্টিস্টদের কথা বলছিনা। প্রতিষ্ঠা পাওয়ার আগের পার্টটায় লোকে কীকরে সারভাইভ করবে?
    আপনি এটা নিয়ে কী ভাবছেন, বা কীভাবে কী করা যায়, একটু কথা হোক।
  • অর্ক | 75.49.14.163 | ০৪ আগস্ট ২০১৫ ১১:৫৯682756
  • আমার ভাবনা প্রথমত পাব্লিশার আর প্রোডিউসাররা যে অত্যধিক মুনাফা করে সেটা বন্ধ করতে হবে। pi যে আর্টিস্ট গায়কদের কথা বলছেন তাদেরও এরা এক্সপ্লয়েট করে। lcm যে রয়ালটির কথা বলছো, সেই রয়ালটিও দেখো গিয়ে খুব কম পরিমানে দেয়, বেশীরভাগটা মালিকের পকেটে যায়। আর উঠতি গায়ক বা লেখক হলে তো কথাই নেই, কতোজন আদৌ রয়ালটি পায় তার ঠিক নেই। এই ব্যবস্থাটা ভাঙ্গতে পারলে মুনাফাখোর ছাড়া আর বাকি সবার উপকার হয়।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১২:০৭682757
  • সেটা ঠিক। কিন্তু, প্রাইভেট এন্টারপ্রাইজের প্রফিট পুল থেকে টাকা স্কিম করে আসল কারিগরদের হাতে পৌঁছে দেওয়া - এটা তো প্রায় সব রকম শিল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। ব্যব্সা পুরো বন্ধ করে দেওয়া তো সল্যুশন নয়।
  • অর্ক | 75.49.14.163 | ০৪ আগস্ট ২০১৫ ১২:১৯682758
  • তুমি ব্যাবসাদার আর প্রাইভেট এন্টারপ্রাইজের কথা ভাবছো, আমি শিল্পী কারিগর আর সাধারন লোকের কথা ভাবছি। যার যেরকম দৃষ্টিভঙ্গী। এটা জেনে রাখো যে মনোপলি প্রফিট না করেও আর প্রাইভেট এন্টারপ্রাইজ না করেও শিল্পী আর সাধারন মানুষ সবাই যৌথ ভাবে সুন্দর বাঁচতে পারে। শুধু অন্য রকম ভাবে ভাবতে হবে, অন্য মডেলের চিন্তা করতে হবে। তাহলে দেখবে সল্যুশন বেরিয়ে আসছে।
  • lcm | 118.91.116.131 | ০৪ আগস্ট ২০১৫ ১২:২৭682759
  • ভালো কথা। বের করো সল্যুশন, চেষ্টা করতে তো ক্ষতি নেই।
  • Ekak | 113.6.157.185 | ০৪ আগস্ট ২০১৫ ১২:৩১682760
  • "Name: lcm

    IP Address : 118.91.116.131 (*) Date:04 Aug 2015 -- 11:06 AM

    এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছো কি, যারা গান/সিনেমা/বই কপি করে আপলোড করছে, তাদের থেকে কেউ কপি করে অন্য কোথাও আপলোড করলে তারা ক্ষুব্ধ হয় - আমার পরিশ্রমের কাজ কপি করে নিল !
    "

    এল্সিয়েম কে একসঙ্গে অনেক অনেক ক । অনেকদিন ধরে এই ঘ্যানঘেন টা দেখছি ।

    Name: অর্ক

    IP Address : 75.49.14.163 (*) Date:04 Aug 2015 -- 12:19 PM
    "এটা জেনে রাখো যে মনোপলি প্রফিট না করেও আর প্রাইভেট এন্টারপ্রাইজ না করেও শিল্পী আর সাধারন মানুষ সবাই যৌথ ভাবে সুন্দর বাঁচতে পারে।"

    সেইরকম "যৌথ " ধারণার মধ্যে থেকে কোন শিল্পী যদি সম্পূর্ণ ভাবে যৌথ ধারণার বিরুদ্ধে গিয়ে একটা বই লিখে বসেন সেটাও সুন্দর ভাবে প্রচারিত হবে আশা করি । তখন আবার পলিটব্যুর আর মিলিশিয়ার আপিসে এক কপি করে পাঠিয়ে অনুমতি চাইতে হবে না তো ? :)

    আপনার মডেল টা একদম খোলসা করে লিখুন । পড়তে আগ্রহী । চিন্তা করলেই সলিউশন বেরিয়ে আসবে এত কোয়াক ডাগদারের মত কথা । সেরে গেলে ঠিক হবে কে না জানে :)
  • | 77.98.72.126 | ০৪ আগস্ট ২০১৫ ১২:৩৩682761
  • সেই ছোটবেলা থেকে আনন্দমেলা পড়ে এসে এইবার প্রথম সচেতন সিদ্ধান্ত শারদীয়া আনন্দমেলা কিনবো না ঃ((
  • অর্ক | 75.49.14.77 | ০৪ আগস্ট ২০১৫ ১২:৩৬682762
  • হচ্ছে হচ্ছে চেষ্টা চলছে ঃ)
    এটা পড়োঃ http://www.theguardian.com/commentisfree/2014/mar/31/capitalism-age-of-free-internet-of-things-economic-shift

    আর এটাঃ http://www.huffingtonpost.com/jeremy-rifkin/collaborative-commons-zero-marginal-cost-society_b_5064767.html

    Over the past decade millions of consumers have become prosumers, producing and sharing music, videos, news, and knowledge at near-zero marginal cost and nearly for free, shrinking revenues in the music, newspaper and book-publishing industries.

    A growing legion of prosumers is producing and sharing information, not only knowledge, news and entertainment, but also renewable energy, 3D printed products and online college courses at near-zero marginal cost on the collaborative commons. They are even sharing cars, homes, clothes and tools, entirely bypassing the conventional capitalist market.

    The capitalist era is passing... not quickly, but inevitably. A new economic paradigm -- the Collaborative Commons -- is rising in its wake that will transform our way of life. We are already witnessing the emergence of a hybrid economy, part capitalist market and part Collaborative Commons. The two economic systems often work in tandem and sometimes compete.

    চেষ্টা চলছে তোমার আমার মতো সাধারন মানুষরাই সেই চেষ্টা করে চলেছি।
  • Ekak | 113.6.157.185 | ০৪ আগস্ট ২০১৫ ১২:৩৯682763
  • ইন্ডিয়া তে পাবলিশিং মডেল , সেখানে আপনার অবস্থান জানান । গার্ডিয়ান এর লিংক পরে কি করব । ওদের দেশে তো প্রপার্টি রাইট ও আছে । আমাদের দেশে নেই । টু দি পয়েন্ট লিখুন প্লিস ।
  • অর্ক | 75.49.14.77 | ০৪ আগস্ট ২০১৫ ১২:৪১682764
  • Ekak পলিটবুরোর ভুতের ভয় পেলেন কেন? আর শুধু চিন্তা করার কথা তো বলিনি, ওপরের লিংকগুলো দেখুন করার কথাও আছে। চিন্তা অবশ্য দরকার মনের মধ্যের মাকড়সার জালগুলো পরিষ্কার করার জন্য। আর এক শতকের ক্যাপিটালিস্ট মডেল সে কি একদিনে মিলিয়ে যাবে? অন্য মডেল আসতেও সময় নেবে, তবে অন্য মডেল আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে।
  • অর্ক | 75.49.14.77 | ০৪ আগস্ট ২০১৫ ১২:৪২682766
  • এই রে হুকুম জারি করলে আমার আবার ভারি ঘুম পায়। যাই ঘুমাই।
  • nir | 212.78.26.26 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:০৮682767
  • নিজের চুরি ঢাকতে ক্যাপিটালিজম কে গাল দাও। মজা মন্দ না।
  • Ekak | 113.6.157.185 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:০৯682768
  • আরে মশাই আপনার লিংক দেওয়া আর যৌথতার কথা শুনেই তো টের পাওয়া যাচ্ছে কেমন ঘেন্তেছেন । এসব ঘুম ফাম বলে কি পার পাওয়া যাবে ?

    কোনদিন ভেবে দেখেছেন রাইট লিবার্তেরিয়ান রা কেন আইপিয়ার আর বিরোধিতা করে ? এটা জাস্ট অনেক লিংক এর একটা : http://www.stephankinsella.com/2010/10/how-intellectual-property-hampers-capitalism-transcript/

    ক্যাপিতালিস্ম কোনো ফিক্সড মডেল না । কোনো দায় নেই মডেল হওয়ার ।
    আপনাদের ক্যাপিতালিস্ম পাঠ এর বেসিক টাই ফোপরা । ভাবেন ওটাও বুঝি সশালিস্ম এর মত ডিফাইনড হার্ড স্ট্রাকচার । আদৌ তা না । এই থ্রি ডি প্রিন্ট , ভার্চুয়াল প্রতটাইপিং এর ঘাড়ের ওপর পা দিয়েই নেক্সট জেনেরেশন ক্যাপিতালিস্ম এগুবে । লেফট লিব ছাগলের তৃতীয় ছানা রা ভাবছে এসব এসে গেলেই যৌথ খামারের পতাকা উড়বে :))) এদের নির্বোধ সাধে বলি ।

    একটা রিয়াল টাইম কেস স্টাডি দিচ্ছি প্রতটাইপিং এর । একজন ফ্যাশন মডেল এর মাত্র কয়েক ঘন্টার সিটিং নিয়ে তাঁর ভার্চুয়াল প্রোতোটাইপ বানানো যায় । যে প্রতটাইপ চলতে ফিরতে হাসতে পারে (হাসি টা কঠিন , ইউএস ইউনিভ এ কাজ হচ্ছে । খুঁজে পেপার পড়ে নিন ) । এবার ওই মডেল কে আর দরকার নেই । থ্রিডি প্রিন্ট করিয়ে ম্যানেকিন বানান । যেমন খুশি পোশাক পরিয়ে বিজ্ঞাপন এ ইউস করুন । মডেল একটিও পয়সা পাবেনা । এটা আপনার যৌথ ধারণার পক্ষে গ্যালো ???

    আপনার লেখার কন্টেন্ট থেকে লেখার ভাষা-বৈশিষ্ট নিয়ে প্রোতোটাইপ করে আপনাকে জাস্ট হাটিয়ে দিয়ে অর্ক ফ্লেভার প্রবন্ধ ছাপা হবে । রয়ালটি দূর কি বাত এককালীন টাকাও পাবেন না ।

    একচুয়ালি এগুলো তৈরী হয়ে গেলে তারাই রোজগার করবে যারা ব্যাকবোন প্রভায়দ করে । মানে সেই বৃহত পুঁজি আর মার্কেট । লিবার্তেরিয়ান ক্যাপিতালিস্ম এর এটাই সবচে বড় সাফল্য যে এরা একটা আপাদমস্তক ক্যাপিটালিস্ট ফ্রেময়ারকে কিছু লেফটি কেও চুদু বানিয়ে সামিল করে নিয়েছে :))
  • Ekak | 113.6.157.185 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:১১682769
  • এনিওয়ে । অর্ক কে পার্সোনালি চিনি না । নাথিং পারসনাল । একই বোকা বোকা লজিক অনেকদিন দেখছি অনেকের কাছ থেকে । অর্কবাবু হ্যাপেন টু বি সামনে পরে গেলেন । ভালো থাকবেন । অন্যকে পড়তে বলার আগে নিজেও ভেবে দেখবেন ।
  • সিকি | ০৪ আগস্ট ২০১৫ ১৩:১৮682770
  • এবার কি ইন্টারনেট অফ থিংসও এসে গেল আলোচনায়? চাল আর চালকুমড়ো এক হয়ে যাবে গা?
  • pi | 24.139.221.129 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:১৯682771
  • অর্ক, শিল্পীর সুন্দরভাবে বেঁচে থাকার মডেলটাই জানতে চাইছি। শিল্পীর কাজ অনেকের মধ্যে ছড়ালো, খুব ভালো কথা, সেটা মানুষ ফ্রিতে পেলে তাই নিয়েও আমার আপত্তি নেই, শিল্পীর কাজ নিয়ে অন্য কেউ কিছু না করে কেবল মুনাফা লুটলেও আপত্তি আছে, কিন্তু শিল্পের জন্য যা খরচ হয়েছে, সেটা উঠবে কীকরে, আর সেটা ওঠার পরেও শিল্পীর ( বা এই কাজের সাথে কোন না কোন ভাবে জড়িত, অর্থাৎ কাজের কোন না কোন পর্যায়ে কোনো না কোনোভাবে সিগনিফিক্যান্টলি কন্ট্রিবিউটকারী আরো অন্যান্যদের) চলবে কী করে, সেই মডেলটা জানতে চাই।
  • Ekak | 113.6.157.185 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:২৮682772
  • অনলাইন কোর্স : অদূর ভবিষ্যতে এই কোর্স গুলো ভিআর দিয়ে হবে । তখন আর কেও ঐরকম কাঠের পুতুলের মত ভিডিও তে কোর্স নেবেনা । রিয়াল টাইম অভিজ্ঞতা চাইবে । ভিয়ার কি বিনাপয়সায় হবে ? প্রত্যেকটা লেয়ার রেন্ডার করতে কি পরিমান হার্ডওয়ার সাপোর্ট লাগে জানা আছে তো ? পল ম্যাক্কাতর্নির ভিয়ার দিয়ে তোলা মিউসিক এলবাম টা নিয়ে খোঁজ নিন জেনে যাবেন । তখন আইদার আপনাকে প্রচন্ড দামী ডিভাইস কিনতে হবে নিলে ভিএম এর ভাড়া গুনতে হবে । নাথিং উইল বি ফ্রি :))) জাস্ট বিসনেস মডেল টা আরও বেশি করে বেঁধে ফেলছে । কিন্তু ইত উইল টেক টাইম টু ইমপ্লিমেন্ট অল দিস থিংস । মীন হোয়াইল জনতাকে বার খাওয়ানো হচ্ছে যাতে তারা ব্যাগার দিয়ে প্রচুর প্রততায়প ওয়েব এ তোলে । নিড টা জেনেরেট হয় ।
  • Direwolf | 125.112.74.130 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:৩২682773
  • Augmented reality ঃ-)
  • Direwolf | 125.112.74.130 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:৩৬682774
  • ডেভিড ফেরুচি (যে ভদ্রলোক আইবিএম ওয়াটসনের আসল ব্রেইন) - ওয়াটসনে ঢোকার আগে এঁর পেট প্রোজেক্ট ছিলো একটা মেশিনকে গাঁতিয়ে ফিকশন পড়িয়ে (এবং বুঝিয়ে) এমন বানিয়ে ফেলা যে ওটা নিজে নিজে ফিকশন লিখবে। এবং লিখেছিলোও। একক যা বলেছে তার বাইরে কিছু নয়।
  • Ekak | 113.6.157.185 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:৪৭682775
  • নতুন কিছু তো বলছিনা । পুরো ব্যাপারটাই সেই দিকে এগুচ্ছে । আলটিমেটলি ব্যাকবোন আর সার্ভিস ওয়ালারাই কামাবে । লিবার্তেরিয়ান দের আইপিয়ার বিরোধিতার কারণ টাই হলো মার্কেট স্পেস কে বাড়িয়ে দেওয়া । আদৌ কোনো যৌথ তার মধ্যে দিয়ে সবাইকে খুশি করা না :) তখন সাধারণ শিল্পী রা হবেন চাকরিজীবি ।আর খুব ব্যতিক্রমী কিছু নাবাতে পারলে এক কালীন কিছু টাকা । সেটাও হাজারে একজন সুযোগ পাবেন কিনা সন্দেহ।
  • T | 24.139.128.21 | ০৪ আগস্ট ২০১৫ ১৩:৫১682777
  • Direwolf , ভাটে উত্তর দিয়েছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন