এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতের ছাত্রদের গণিতের মান কেমন ?

    bip
    অন্যান্য | ১৯ জুলাই ২০১৫ | ২৬৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • বিপ | 79.138.209.156 | ১৯ জুলাই ২০১৫ ১০:১৪683787
  • ভারতের ছাত্রদের গণিতে অবস্থা কেমন? বেশ খারাপ। ছাত্রদের ম্যাথ অলিম্পিয়াডে এবার ভারতের স্থান বাংলাদেশের ও চার র‍্যাঙ্ক পেছনে। বাংলাদেশের র‍্যাঙ্ক ৩৩, ভারতের ৩৭। এটা দুর্ঘটনা নয়। বাংলাদেশ গত তিন বছর ধরেই ভারতকে হারাচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে। ম্যাথ অলিম্পিয়াডে এবার বহু বছর বাদে আমেরিকা চীনকে হারিয়ে টপ করেছে। নইলে চীনে বরাবর প্রথম হয়। মজার ব্যপার হল ম্যাথ অলিম্পিয়াডে ইরান এবং উত্তর কোরিয়াও প্রতিবার প্রথম পাঁচে থাকে।

    ২০১৫ সালের ম্যাথ অলিম্পিয়াডের ফল এখানে পাওয়া যাবে ঃ
    https://www.imo-official.org/year_country_r.aspx?year=2015

    ভারতে ম্যাথের স্টান্ডার্ডের অবগতির জন্য অবশ্য ম্যাথ অলিম্পিয়াড না-আমার নিজের অভিজ্ঞতা থেকেও এক জিনিস বুঝছি। ডেটা সায়ন্সে ব্যবসার সুবাদে ইন্টারভিউ নিতে গিয়ে যেটা বুঝেছি, অন্যদের গণিতের স্কিলের কথা ছেড়ে দিলাম-আই আই টিয়ান দের অবস্থাও খুব ভাল না। আমাদের সময় এতটা বাজে ছিল না অবস্থা। এখন কোটা থেকে কোচিং করে সব আই আই টিতে আসছে। গড়পরতাই ম্যাথের স্কিল অনেক নেমে গেছে। আমাদের সময় ম্যাথ অলিম্পিয়াডে ভারত প্রথম ১৫ এর মধ্যে থাকত। এখন চল্লিশে ঘোরাফেরা করে।

    এর একটা বড় কারন স্কুল শিক্ষার প্রাইভেটাইজেশন। লক্ষ্য করুন-কোন দেশগুলো টপে। চীন, উত্তর কোরিয়া, আমেরিকা, রাশিয়া। যেখানে স্কুল প্রাইভেটাইজড না পাবলিক। আমেরিকাতে প্রাইভেট স্কুল আছে বটে তবে, তাতে খুব বেশী কেউ যায় না। পাবলিক স্কুলই মেইন। ভারতে স্কুল শিক্ষকদের ঠকানো হয় প্রাইভেট স্কুলে। সরকারি স্কেলের ৩০% বেতন দেয়। তাহলে ভাল শিক্ষক পাবে কি করে?

    শিক্ষার প্রাইভেটাইজেশন ভারতের পেছন মারছে, আরো মারবে। এটা না বুঝলে, ভারত অন্যান্য দেশের থেকে আরো পেছবে।
  • | 24.96.118.98 | ১৯ জুলাই ২০১৫ ১০:৩৯683798
  • ম্যাথস অলিম্পিয়াডে যেসব ছেলে যায় তারা মূল পপুলেশন র কত পারসেন্ট?

    এই রকম স্যাম্পেল কে স্ট্যাটিসটিক্সের পরিভাষায় বলে "নট রিপ্রেজেন্টিভ স্যাম্পেল "। এই স্যাম্পেলে র ভিত্তি তে কোন সিদ্ধান্ত নিলে তা ভূল হতে বাধ্য। এবং এর জন্যে খুব বেশী স্ট্যাটিসটিক্স জানর প্রয়োজন নেই।
  • S | 109.27.138.238 | ১৯ জুলাই ২০১৫ ১০:৫১683809
  • ভিয়েতনাম আর ইরানেও তো পাবলিক ইস্কুল সিস্টেমই চলে।

    এদের মধ্যে বেশিরভাগই পাবলিক ইস্কুলের ছাত্র।
    http://www.maa.org/news/winners-of-united-states-of-america-mathematical-olympiad-announced

    তবে ইজরায়েলকে ইন্ডিয়ারও পরে দেখে খুব অবাক হলাম। সেক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে ইন্ডিয়াতেও যেমন মুল লক্ষ্য জয়েন্ট, কিছু কিছু দেশে হয়তো লক্ষ্য এই অলিম্পিয়াড - সেখানেও অন্য ভাবে কোটা চলছে।
  • potke | 126.202.184.72 | ১৯ জুলাই ২০১৫ ১২:৩১683831
  • অলিম্পিয়াড বিসনেস হয়ে গেছে। পুটনাম বরং লেস গ্ল্যামারাস বলে অনেক বেশী গ্রহনযোগ্য।

    তবে মূল বক্তব্যের সাথে একমত, ভারতে স্কুল লেভেলে অন্ক শেখাবার পদ্ধ্বতি নিয়ে ভাবনা-চিন্তা করা দর্কার। আমেরিকার পাব্লিকে স্কুলেও অব্শ্য অবস্থা দারুন ভালো, এমন নয়, তবে ওরা সেটা জানে আর ইম্প্রুভ করার চেষ্টা করে।
  • SC | 83.222.179.56 | ১৯ জুলাই ২০১৫ ১৩:১৯683837
  • কোটা থেকে আসে বলে ম্যাথ স্কিল খারাপ! আমি তো কোটার অনেক ছেলেকে চিনি যাদের ম্যাথ স্কিল খুব ভালো।
    বিপ কি ইন্টারভিউ করেছে সেই নিয়েই আমার সন্দেহ হচ্ছে।
    বাকিটার আর কি উত্তর দেব জানিনা। ওই ব বলে দিয়েছে। ম্যাথ অলিম্পিয়াড দিয়ে একটা দেশের ম্যাথ স্কিল নিয়ে মন্তব্য করা বেশ চাপের।
    খুব ভাগ্য ভালো এই আর্টিকেল এ সিপিএম আসার জন্য বাঙালির ম্যাথ স্কিল খারাপ হয়ে গেছে এরকম বলেনি।

    কথায় কথায় কাপিতালিস্ম এর কথা বলা বিপ হটাথ পাবলিক স্কুলের পক্ষে? এ কি কথা শুনি আজ! এ কি!

    "আমেরিকাতে প্রাইভেট স্কুল আছে বটে তবে, তাতে খুব বেশী কেউ যায় না। পাবলিক স্কুলই মেইন"
    এইরকম একটা বিশাল বড় ক্লেমের পিছনে কোনো তথ্য? নাকি আপন মনের মাধুরী।
  • bip | 79.138.209.156 | ১৯ জুলাই ২০১৫ ১৭:০৩683838
  • ভাইসকল
    (১) আমি আমেরিকাতেই থাকি। আমার ছেলেপুলে আছে। এখানে সবাই পাবলিক স্কুলেই যায়। প্রাইভেট স্কুলে যায় হাতে গোনা কজন।
    (২) অস্ট্রেলিয়া ভারতকে ক্রিকেটে হারায়। সেটা কিন্ত ওই টপ এগারো জনের খেলা। তাই তাতে বলা যাবে না অস্ট্রেলিয়ানরা ভারতীয়দের থেকে
    ভাল খেলে। কারন তাতে স্যামপ্লিং এরর হতে পারে।

    সম্পূর্ন ভূল লজিক । কারন ওই এগারোজন টপ পারেসেন্টাইলের। ম্যাথ অলিম্পিয়াডেও তাই। ওগুলো র‍্যান্ডম স্যাম্পল না।
    এগুলো মোটামুটি গসিয়ান ড্রিস্ট্রিবিউটেড। তাই 99.9 পারসেন্টাইলের সাথে ৫০ পারসেন্টাইলের সম্পর্ক আছে।

    (৩) আমি বরাবর লিখেছি, শিক্ষা এবং স্বাস্থ্যের প্রাইভেটাজেশন বন্ধ হৌক।
  • sm | 233.223.159.170 | ১৯ জুলাই ২০১৫ ১৭:৪০683839
  • আমি ইংল্যান্ডে বহু বছর থেকেছি। ওখানে যাদের বাবা মায়ের পয়সা আছে তারা প্রাইভেট স্কুলে পাঠায়।অধিকাংশ ভারতীয় ( যারা এফোর্ড করতে পারে) তারা সেটাই প্রেফার করে। কারণ রেসাল্টও ভালো হয় এবং ডিসিপ্লিনও মেন্টেন করা হয় বলে, ছেলে মেয়েদের, বিগড়ে যাবার চান্স কম থাকে। বড়লোক বা উচ্চবিত্ত সাহেব রাও তাই ই করে থাকে।
    গ্রামার স্কুল কে আলোচনার বাইরে রাখছি; কারণ ওখানে মেরিট অনুযায়ী (ক্লাস সিক্স থেকে) ভর্তি হয়।
    আমেরিকায় উল্টো নিয়ম কিনা জানি না।
    এই লিস্টে দেখলাম ইস্রায়েল অনেক নিচে; শ্রীলংকাও তাই। এদের ম্যাথস এর মান কি বাংলাদেশের চাইতে খারাপ?
    জার্মানি, নেদার্ল্যান্দ ,ইংল্যান্ড ও তালিকায় অনেক নিচের(টপ টেনের মধ্যে নেই) দিকে। এদের দেশে এত বিজ্ঞানী পয়দা হয় কি ভাবে?

    পরিশেষে,আমাদের দেশে এখন প্রাইভেট স্কুল গুলো থেকেই বেশি সংখ্যক ছেলে মেয়ে, আই আই টি, ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি তে চান্স পায়।
    সরকারী স্কুল যত বেশি ই মাইনে দিকনা কেন,আউট পুট,অনেক কম। সুতরাং সবকিছু পাবলিক করে দাও, এটা আর একটা ভুলভাল যুক্তি।
    নিচে একটা লেখার অংশ দিলাম।
    According to available data, out of 9,700 students who qualified for the IIT this year, 5,500 were from the CBSE. It means the CBSE board students contributed to 56 per cent of the total students joining the IITs.

    In the year 2011, the success rate of CBSE board student was 56 per cent and in 2010 it was 58 per cent.
    আমার মনে হয় এই CBSE বোর্ডের স্কুল গুলো অধিকাংশই প্রাইভেট স্কুল। সরকারী বোর্ড পরিচালিত,পাবলিক স্কুল গুলো থেকে এত ছাত্র ছাত্রী চান্স পায় না কেন?
  • bip | 79.138.209.156 | ১৯ জুলাই ২০১৫ ১৮:৫১683840
  • CBSE বোর্ডের অধিকাংশ স্কুল প্রাইভেট না। পাবলিক। ওগুলো মূলত সেন্ট্রাল সরকারে নানান সংস্থার স্কুল। যেমন আই আই টির কর্মীদের জন্য
    সেন্ট্রাল স্কুল আছে। আই ও সি ওএন জিসির আছে। হ্যালের আছে।

    আর হ্যা। আই আই টির ছাত্রদের ম্যাথের স্কিল কোন কালেই খুব ভাল ছিল না। তাও কাজের ছিল। এখন সেটাও আস্তে আস্তে লুপ্ত হচ্ছে।
  • PT | 213.110.246.23 | ১৯ জুলাই ২০১৫ ১৮:৫৬683788
  • "আই আই টির ছাত্রদের ম্যাথের স্কিল কোন কালেই খুব ভাল ছিল না। "
    কত মানুষের কত রকমের দুঃসাহস থাকে। এই যেমন এই রকম সুইপিং স্টেটমেন্ট করার ক্ষমতা-সেও এক ধরণের দুঃসাহস!!
  • bip | 79.138.209.156 | ১৯ জুলাই ২০১৫ ১৯:১৩683789
  • আমার আছে -কারন আমার ব্যাচেলর, মাস্টার পি এই চ ডি সব কটাই আই আই টি থেকে। দশ বছর কাটিয়েছি আই আই টিতে।
    এই মুহুর্তে অন্তত আট জন আই আই টিয়ান
    আমার সাথে মডেলিং এর কাজ করছে নানান প্রজেক্টে। সাথে সাথে ইস্টার্ন ইউরোপিয়ান, রাশিয়ান ম্যাথেমেটিশিয়ানদের সাথেও
    আমি কাজ করেছি। সব দেখে শুনেই বলছি। আই আই টিতে ১-৩% ছেলের ম্যাথ স্কিল হয়ত ভাল। ঢোকার সময় স্কিলটা ঠিক থাকে।
    কিন্ত বিটেকে ম্যাথএর সিলেবাস বেস বাজে। ডিগ্রি নিয়ে বেড়িয়ে আসার পরে সেটা প্রায় গোল্লায় যায়। তারপরে জাভাতে ঢুকে গেলে,
    পুরোটাই গোল। ম্যাথ চর্চার জিনিস। ট্যালেন্টে কিস্যু হয় না।
  • SKM | 83.136.211.128 | ১৯ জুলাই ২০১৫ ১৯:১৮683790
  • Math Olympiad diyae ki Matth Skill jaz kora jai. America to Math ae khoob ei weak. Chineese/Indiain ra Math ae besh strong-from my experience in USA/Canada/Australia. IIT, math dept to amader somoy khoob bhalo chillo . I have seen many talented math students at IIT. Even professors were surprised to see that type of talents. people jaz according to their experience and knowledge
  • PT | 213.110.246.23 | ১৯ জুলাই ২০১৫ ২০:০৭683791
  • "ম্যাথ চর্চার জিনিস। ট্যালেন্টে কিস্যু হয় না" এই বাক্যটি প্রাইমারি স্কুলের বাংলার স্যারেরাও জানেন।
    যার যেমন প্রয়োজন সে সেরকম ভাবে অঙ্কের ব্যবহার করবে। তাই IIT-র যারা প্রফেশনের কারণে অঙ্ক ছেড়ে দিয়েছে তাদের পিন্ডি না চটকে যেসব যায়গায় science পড়ানো হয় তাদের অংকের বিভাগ নিয়ে আলোচনা করাটাই বেশী যুক্তিযুক্ত বলে মনে হয়।
    আর যে কোন আলোচনাতেই এইজাতীয় মৌলবাদী অবস্থান নেওয়ার দরকার কি?
  • shibir | 113.16.71.17 | ১৯ জুলাই ২০১৫ ২২:০১683792
  • কদিন আগে একজন US বেসড NRI এর সাথে কথা হলো । ও বলছিল যে ওখানে ম্যাথ খুব বাজে ভাবে শেখানো হয় । এমনকি টিচাররাও ভালো ম্যাথ জানেনা। কদিন আগে মনে হয় ওবামাও বলেছিলেন ভালো করে অঙ্ক শিখতে যাতে ইন্ডিয়ানদের সাথে কম্পিট করতে পারে।
    ম্যাথ অলিম্পিয়াড কোনো ক্রায়তেরিয়া হতে পারেনা । এখানে একটা অসাম্প্ষণ নেওয়া হচ্ছে যে সব ভালো ম্যাথ এর ছাত্ররাই অলিম্পিয়াডে অংশ নেয়। কিন্তু অনেক অঙ্কে ভালো ছেলের হয়ত অঙ্ক ভালো লাগেনা সে হয়তো অংশ নাও নিতে পারে । তাই 99.9 পারসেন্টাইল যে সব সময় দেশের সেরা ম্যাথ ছাত্র কে রিপ্রেসেন্ট করছে তার কোনো মানে নেই ।

    সব থেকে ভালো উপায় হলো জানা যে দু দেশের মধ্যে কোনো স্পেসিফিক এজ গ্রুপের ছাত্ররা কি রকম অঙ্ক করতে পারছে তার স্ট্যান্ডার্ড।
    মনে এখানে us ঝাড় খাবে ইন্ডিয়া আর অন্য এশিয়ান দেশ গুলোর কাছে ।
  • shibir | 113.16.71.17 | ১৯ জুলাই ২০১৫ ২২:০৬683793
  • BTW । USA তে প্রাইভেট স্কুলের থেকে পাবলিক স্কুল ভালো । আশা করি প্রাইভেট স্কুলে খরচ পাবলিক স্কুলের থেকে বেশি । তাহলে লো কোয়ালিটি হাই কস্ট নিয়ে প্রাইভেট স্কুল গুলো টিকে আছে কিভাবে?
  • pi | 233.180.133.175 | ১৯ জুলাই ২০১৫ ২২:২৮683794
  • অলিম্পিয়াড দিয়ে মাপা যায়না, এটা আমারও মনে হয়। কিন্তু ঐ স্পেসিফিক এক গ্রুপের ছাত্রদের তুলনামূলক পরীক্ষাতেও ভারত খুব বাজে করেছে। এটা দেখেছেন কিনা জানিনা, অনেকদিন আগে একবার দিয়েছিলাম মনে হয়।
    Fifteen-year-old Indians who were put, for the first time, on a global stage stood second to last, only beating Kyrgyzstan when tested on their reading, math and science abilities.

    India ranked second last among the 73 countries that participated in the Programme for International Student Assessment (PISA), conducted annually to evaluate education systems worldwide by the OECD (Organisation for Economic Co-operation and Development) Secretariat. The survey is based on two-hour tests that half a million students are put through.

    এবার এখানে দেশ থেকে তামিলনাড়ু আর হিমাচলের ছাত্রছাত্রীকে বাছ হয়েছিল, কারণ নাকি 'showpieces of India's education and development'। সেটা না হয়ে অন্য কোন রাজ্য বাছলে কী হত জানিনা, কিন্তু এক্ষেত্রে যদি রাজ্যের সব ছাত্রছাত্রীকে পরীক্ষা করা হয়, তাহলে এ ফলাফলে কিছুই আশ্চর্য হচ্ছি না। দেশের ৯৫% ছেলেপুলে কীভাবে কোন শিক্ষা পায় যে তারা ভাল ফল করবে এরকম আশা করব ? হাতে গোনা প্রিভিলেজড কিছু ছেলেপুলের জন্য আছে (হয়তো বা) প্রয়োজনের অতিরিক্ত যত্ন, সুযোগসুবিধা, আর মেজরিটির জন্য বেসিক যে ছাত্র শিক্ষক অনুপাত, যে ন্যূনতম পরিকাঠামো প্রয়োজন , তাই নেই ! এমনি যে সিলেবাস, পঠনপদ্ধতি আছে, পেডাগগি এসব নিয়ে তো তাও তর্কের অবকাশ আছ্হে, কিন্তু যা আছে, তার কতটাই বা অনুসরণ করা হয় ! দেখে আসুন গে, কত শত স্কুলে অঙ্ক মানে বেসিক্যালি মুখস্থ করা শেখানো হয় ! এরকম ছাত্রছাত্রীও পেয়েছি, যাদের অঙ্ক দিলে বলতো, দিদি কত নং পাতার অংক ? সেটা বললেই উত্তরটা মুখস্থ নামিয়ে দেবে !
    সরকারি স্কুলের থ্হেকে ধীরে ধীরে হাত গুটিয়ে নেওয়া হচ্ছে, আর বেসরকারি স্কুলে কোন কোয়ালিটি কন্ট্রোল, রেগুলেশন নেই। সরকারিতেও খুব আছে, এমন নয়। বিশেষ করে একটু গ্রামীণ এলাকা হলে তো আর কথাই নেই।
    বহুদিন আগে প্রথম এর রিপোর্ট দেখিয়েছিল, বেসিক পড়া লেখাই জানেনা সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী।

    এরা অংকে ফাটিয়ে দেবে এমন আশা কোদ্দিয়ে করা হয় !!
  • সুশ্রুত সরখেল | 212.54.102.201 | ১৯ জুলাই ২০১৫ ২৩:৫৯683796
  • খারাপ পারফর্ম্যান্সের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবেনাতো? আমি শঙ্কিত।
  • sm | 233.223.158.89 | ২০ জুলাই ২০১৫ ০০:৩২683797
  • CBSE বোর্ডের অধিকাংশ স্কুল প্রাইভেট না। পাবলিক। ওগুলো মূলত সেন্ট্রাল সরকারে নানান সংস্থার স্কুল। যেমন আই আই টির কর্মীদের জন্য
    সেন্ট্রাল স্কুল আছে। আই ও সি ওএন জিসির আছে। হ্যালের আছে।
    ---
    The Central Board of Secondary Education (CBSE) established in the year 1929, enjoys today the distinction of being one of the oldest and largest Board of Secondary Education in India. It has More then 16,000 affiliated schools in India and across 24 other countries of the world.
    ----
    This is a list of 1093 schools known as "Kendriya Vidyalayas", 1090 are in India and three are abroad.[1] A total of 11,21,012 students (as of 1 Oct 2012) and 56,445 employees are on the rolls (as of 1 Oct 2012). These have been divided amongst 25 regions, each headed by a deputy commissioner.
    ---
    ওপরের লিংক দুটো দিলাম, বিপের জ্ঞাতার্থে।দেখাযাচ্ছে, CBSE বোর্ডের পরিচালিত স্কুলের সংখ্যা ষোলো হাজারের ও বেশি, সেখানে সেন্ট্রাল গভ পরিচালিত স্কুল প্রায় এগারশ মতন।এর সঙ্গে সেন্ট্রাল গভ ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থার স্কুল যোগ করি, তাহলেও মোট সেন্ট্রাল গভ স্পন্সরদ স্কুলের সংখ্যা তিন হাজারের অধিক হবে না। বাকি স্কুল গুলো প্রইভেট ধরে নিলে, দেখা যাচ্ছে CBSE বোর্ড পরিচালিত স্কুলের মেজরিটি হলো প্রাইভেট।
    বিপ তোমার স্বপক্ষে কোনো তথ্য থাকলে দিতে পারো।নয়তো ভুল টা অন্তত স্বীকার করে নিও।
    দ্বিতীয় প্রশ্ন তো সযত্নে এড়িয়ে গেছ; তাই আবার তুলে দিলাম।
    "এই লিস্টে দেখলাম ইস্রায়েল অনেক নিচে; শ্রীলংকাও তাই। এদের ম্যাথস এর মান কি বাংলাদেশের চাইতে খারাপ?
    জার্মানি, নেদার্ল্যান্দ ,ইংল্যান্ড ও তালিকায় অনেক নিচের(টপ টেনের মধ্যে নেই) দিকে। এদের দেশে এত বিজ্ঞানী পয়দা হয় কি ভাবে?"
    তৃতীয় প্রশ্ন,তুমি কি আই আই টি থেকে, বি টেক করেছ না পিওর ম্যাথস নিয়ে পড়াশোনা করেছ?
    জাস্ট কৌতুহল, না বলতে চাইলে কাটিয়ে দিতে পারো।
  • Atoz | 161.141.84.176 | ২০ জুলাই ২০১৫ ০০:৪৪683799
  • এই এক ফ্যাশন হয়েছে। অমুক অলিম্পিয়াড তমুক অলিম্পিয়াড সায়েন্স অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়াড হ্যানো ত্যানো। এগুলো তো মূলতঃ সায়েন্স এন্টারটেইনমেন্ট। এগুলো দিয়ে সত্যিকারের স্কিল মাপা হয় নাকি? এগুলোর উদ্দেশ্যও তো তা বলে মনে হয় না।
  • S | 139.115.2.75 | ২০ জুলাই ২০১৫ ০০:৫২683800
  • কতগুলো কথা লিখে রাখি। সবই শোনা কথা, দেখা ইত্যাদি থেকে ধারনা করা ওপিনিয়ন। কেউ অন্য কোনো পরিসংখ্যান ইত্যাদি দিলে বরন্চ খুশিই হবো।

    আমেরিকাতে বেসরকারী ইস্কুলগুলোতে সাধারনতঃ বেশ পয়সা ওয়ালা বাড়ির ছেলে/মেয়ে না হলে পড়া যায়্না, কারণ পড়তে (আনুসঙ্গিক খরচ মিলিয়ে) বছরে ২৫০০০ মতন লাগে। অনেক শহরে বেশিও লাগতে পারে। এইবারে আপনার দুই বাচ্চা থাকলে কত যাবে ভেবে দেখুন। চলে দুটো কারণেঃ ক্লাসের সাইজ কম বলে অনেকে মনে করে ওখানে বেশি অ্যাটেনশন পাওয়া যাবে; ফলে, কেউ যদি তেমন জিনিয়াস না হয় তাহলে প্রাইভেট ইস্কুলে গেলে ভালো করার সম্ভাবনা বাড়ে, সরকারী ইস্কুলের ভীড়ে হারিয়ে যেতে হয়্না; এছাড়া বেসরকারী ইস্কুলে কিছু কিছু স্কিল বেশি ভালো শেখানো হয় (ঐ কম ছাত্র সংখ্যা বলেই) যেমন রাইটিঙ্গ।

    অন্যদিকে বেশি ছাত্র সংখ্যার জন্যই সরকারী ইস্কুল অনেকের জন্যে ভালো, কম্পিটিশান পায় বলে বেটার রেজাল্ট করে। কিছু কিছু ইস্কুলে খুব ফোকাস্ড ভাবে সায়েন্স, ম্যাথ, আর্টস, মেডিসিনের জন্যে তইরী করা হয় যেটা খুব লোভনীয় ব্যাপার।

    ইন্ডিয়ার সাধারণ ছাত্রদের কাছ থেকে দারুন কিছু আশা করা যায়্না, কারণ তাদের অনেকের বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কোনোমতে পাশ দিয়ে একটা চাকরি যোগাড় করতে পারলেই সেই পরিবারটি বেঁচে যায়। পস্চিম দুনিয়াতেও এমন অনেক ছাত্রই আছে, সপ্তাহে ৩০ ঘন্টা কাজ করে ৫ খানা ক্লাস করছে। কিন্তু অলিম্পিয়াডে তুলনা হচ্ছে বেস্টদের মধ্যে - সেখানে এমন পরিস্থিতি কোনো দেশের ছাত্রদেরকেই ফেস করতে হয়্না বলেই মনে হয়। ধরে নিচ্ছি সব দেশের প্রতিনিধিরাই যথেস্ট ভালো ঘর থেকে আসছে - ব্যাতিক্রম থাকবেই, তবুও। আর বেস্টের সঙ্গে বেস্টের তুলনা করা হচ্ছে, আর এই ট্রেন্ডটা এক বছরের ব্যাপার নয় - ফলে স্যাম্পেল নিয়ে যে প্রোস্নোটা তোলা হয়েছে সেটা খুবেকটা কার্যকরী হবেনা এক্ষেত্রে।

    আমি সায়েন্স বা টেকনলজি নিয়ে তেমন বলতে পারবোনা, কিন্তু সোশাল সায়েন্সে ইনস্টিটুশন গুলোর যাস্ট তুলনা হয়না। মানে আমেরিকার ইউনিভার্সিটিতে যেধরনের পেডাগজি ইউজ করা হয়, প্রফেসরদের কোয়ালিটি, রিসার্চ ইত্যাদি ইন্ডিয়াতে ভাবাও যায়্না।

    তাই কিরকমের ইস্কুল, বা বাড়ির অর্থনৈতীক অবস্থা, বা ঠিক স্যাম্পেল নেওয়া হচ্ছে কিনা সেই পোস্নো না করেও ইন্ডিয়ার শিক্ষাব্যবস্থার ব্যাপারে রীতিমত সন্দেহ হয় - বিশেষত হায়ার এডুকেশনে (যেখানে এই সমস্ত প্রোস্নো গুলো তেমন রেলেভ্যান্ট নয়)।

    আর একটা সম্ভাবনা আছে। ম্যাথ অলিম্পিয়াড আমেরিকাতে খুব পপুলার, ভারতে সেভাবে নয় (অন্য অনেক দেশেও নয়)। ফলে সেসব দেশ থেকে বেস্টরা আদৌ পার্টিশিপেট করছে কিনা বা কতটা প্রিপেরেশন নিচ্ছে সেইটাও দেখার আছে।
  • SC | 82.18.227.75 | ২০ জুলাই ২০১৫ ০৪:৫৮683802
  • "দশ বছর কাটিয়েছি আই আই টিতে।"
    সেরেছে! মিন তাকে একাই skew করে দিয়েছে। :(

    " আমি আমেরিকাতেই থাকি। আমার ছেলেপুলে আছে। এখানে সবাই পাবলিক স্কুলেই যায়। প্রাইভেট স্কুলে যায় হাতে গোনা কজন।"
    এটা বাঁধিয়ে রাখা যায়।

    আমেরিকা তে তো তুমি একা থাক না, আর তোমার একার anecdotal এভিডেন্স কি করে ডেটা হয়ে গেল? মানে তোমার দুই তিন খান ছেলেও যদি পাবলিক স্কুলে যায়, n =২ কি ৩, এই স্যাম্পল size থেকে আমরা ধরে নেব, আমেরিকা তে বেশিরভাগ ছেলেমেয়ে প্রাইভেট স্কুল এ যায় না?

    পি টি দা আবার বিপের কাছে একটা যুক্তিপূর্ণ অবস্থান আশা করেছে। :) কি দু:সাহস!

    বিপ, তোমাদের আমেরিকাতে নাকি শুনলাম এক রাজনীতিবিদ এয়েছেন, ডোনাল্ড trump বলে। তার কথার সাথে তোমার কথার খুব মিল পাচ্ছি। কোনো এভিডেন্স এর ধার না ধেরে একটা sweeping স্টেটমেন্ট, এরা বোকা, তারা অঙ্ক বোঝে na, ওরা ধর্ম বোঝে না, ওরা মার্কস বোঝেনি, তারা পপার বোঝেনি এইরকম।
  • Atoz | 161.141.84.176 | ২০ জুলাই ২০১৫ ০৫:০৩683803
  • ঃ-) ঃ-) ঃ-)
  • SS | 106.241.224.159 | ২০ জুলাই ২০১৫ ০৭:৩৪683805
  • ইয়ে মানে, বিপের কথা যুক্তিযুক্ত কিনা সেই ব্যাপারে কোন কথা বলতে চাই না কিন্তু একথাটা ঠিক যে আমেরিকাতে বেশিরভাগ ছেলেপুলে পাবলিক স্কুলেই যায়। পাবলিক স্কুলের সংখ্যা একশো হাজারের বেশি আর প্রাইভেট স্কুল হল গিয়ে কুড়ি হাজারের মতন। ডিপার্টমেন্ট অফ এডুকেশনে এইসব স্ট্যাটিসটিক্স নিশ্চই পাওয়া যাবে।
    আর S প্রাইভেট স্কুলের আসল কথাটাই বাদ দিয়ে দিয়েছেন। আপস্কেল প্রাইভেট স্কুল গুলো হল যাকে বলে ওল্ড বয়েজ নেটওয়ার্ক। স্কুল লেভেলে থেকেই নেটওয়ার্কিং শুরু হয়। এছাড়া আরো বিশেষ কিছু কিছু কারণ আছে যেমন সিকিওরিটি। সেনেটর ওবামার মেয়েরা শিকাগোতে পাবলিক স্কুলে যেত কিন্তু এখন ডিসিতে প্রাইভেট স্কুলে যায়। হলিউডের সেলেব্রিটিদের ও সেই ব্যাপার। এসব লোকেদের বাদ দিয়ে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যদি প্রাইভেট স্কুলে যায় তার কারণ হচ্ছে প্যারোকিয়াল বিশেষত ক্রিশ্চান স্কুল। অ্যাটেনশন ইত্যাদি হল উপরি পাওনা। আর একটা কারণ যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হল অঞ্চল বিশেষে প্রাইভেট স্কুলের প্রভাব। যেমন ডিসির প্রাইভেট স্কুল সিস্টেম হল গোটা দেশের মধ্যে সবথেকে বাজে। এখন ডিসিতে যদি কেউ থাকতে বাধ্য হয় চাকরি ইত্যাদির কারণে, তাহলে লোকে চেষ্টা করবে ছেলেপুলেকে প্রাইভেট স্কুলে পড়াতে অথবা মেরিল্যান্ড বা নর্দান ভার্জিনিয়ায় মুভ করতে।
  • S | 139.115.2.75 | ২০ জুলাই ২০১৫ ০৭:৩৬683806
  • ইয়েস নেটওয়ার্কিঙ্গ, এটা সত্যিই মিস করে গেছি।
  • SS | 106.241.224.159 | ২০ জুলাই ২০১৫ ০৭:৪২683807
  • ডিসির পাবলিক স্কুল সিস্টেম সবথেকে বাজে, প্রাইভেত নয়।
  • SC | 83.222.179.56 | ২০ জুলাই ২০১৫ ১০:১১683808
  • সরি, ক্লেমটা মনেহয় ছিল পাবলিক স্কুল ভালো, প্রাইভেট খারাপ, তাই কেউ যায় না। আমি sure পাবলিক স্কুলে বেশি লোকে যায়, ভারতেও যায়।
    কিন্তু তার এটা কারণ নয় যে পাবলিক স্কুল ভালো।
    এখানে তর্কের অনেক অবকাশ আছে। কোন স্কুল ডিস্ট্রিক্ট এ আছ, সেটা একটা বড় ব্যাপার। আর অনেক expensive প্রাইভেট স্কুল আছে, সেখানকার আইভি লীগ এ পাঠানোর রেকর্ড ইর্ষনীয়। এবারে কে ভালো কে খারাপ, এই নিয়ে অনেক বিতর্কের সুযোগ আছে। সাশা মালিয়া, এবং খুব সম্ভবত চেলসিও, কেন প্রাইভেট স্কুলে যায়, এই নিয়েও লেখালিখি হয়েছে।
  • PM | 37.97.255.17 | ২০ জুলাই ২০১৫ ১৫:৪২683810
  • IIT তে ১০ বছর পড়াশোনা করা মোটেও কাজের কথা নয়। অ্যানেকডটাল যদিও তবু আশে পাশে যা উদাহন দেখেছি তাত্র ভিত্তিতে নেহাত বাধ্য না হলে কেউ IIT তে বিটেক করে নেউ ওখানেই মাস্টার্স করে না (ইন্টিগ্রেটেড MSc ছাড়া)। MSc-র ছেলেপুলেরাও বাধ্য না হলে ওখানে PhD করে না এক্সেপসনাল কেস ছাড়া। অবশ্য বিপ এক্সেপসনাল এ দাবী যদি কেউ করেন আমার মতো অনেকেই দু হাত তুলে সমর্থন করবে, বিপ তো নিশ্চিত-ই করবে।

    IIT র অংকে কি দশা হয়েছে জানি না, কিন্তু ওখানে লজিকাল সেন্স যে খুব বাড়ে না সেটা নিয়ে কি কোনো কনক্লুসনে আসা যেতে পারে গুরুতে প্রাপ্ত এনেকডোটাল এভিডেন্সের ভিত্তিতে ? ঃ)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন