এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ব্যাপম কেলেঙ্কারি আর আমার জুনিয়ার ছেলেটার নাগরিক অধিকার

    Ratul Banerjee লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১২ জুলাই ২০১৫ | ১১১৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • abcd | 4512.139.346712.172 | ০৫ জুন ২০১৮ ১৩:১৭684080
  • ভূমি সংস্কারের মাধ্যমে বর্ণভেদে শোষণের উচ্ছেদ, এই বিষয়ের যুক্তিগুলোর উপরে যদি কেউ একটু আলোকপাত করেন ভালো হয়। আমার ঠিক করে জানা নেই এই যোগাযোগটি। হয়তো অনেকেরই নেই।

    @কল্লোল বাবু বা আর কেউ? কোনও বইএর খোঁজ অথবা স্কেচি ওয়েতে মূল যুক্তিগুলো যদি কেউ জানান, ভালো হয়।
  • Atoz | 125612.141.4589.119 | ০৫ জুন ২০১৮ ২২:৩২684081
  • @sm , আপনার নাম কুনাল গঙ্গোপাধ্যায়, আপনার নাম চন্ডীচরণ মুখোপাধ্যায়, আপনার নাম হেমন্ত দাশগুপ্ত, আপনার নাম কুলভূষণ চক্রবর্তী,আপনার নাম কৃষ্ণমোহিনী বসু।

    কী, বোঝা যাচ্ছে না? এইসব নাম দ্যাখেন না? চারিদিকে বিশিষ্ট নাগরিক সভাটভায়? বড় বড় নামী লোকেরা, গায়ক নায়ক লেখক ---এঁরা কি এইসব পদবীর মধ্যেই না?
  • Atoz | 125612.141.4589.119 | ০৫ জুন ২০১৮ ২২:৪০684082
  • হেড পড়লে আমার জিত, টেল পড়লে তোর হার।
    পদবীও ছাড়বো না, কোটাও লোপাট হোক---যাকে বলে উইন-উইন। ঃ-)
  • sm | 7845.15.786712.222 | ০৫ জুন ২০১৮ ২৩:৩০684083
  • পদবী ছাড়ার জন্য এতো ব্যগ্র কেন?অমিত শাহ, দিগ্বিজ়য় সিং,আদিত্য যোগী, চরন সিং,দেব গৌড়া কোন জাতের বা বর্ণের বুঝে নিতে পারবেন?
    অতো সহজ নাকি এসব ব্যাপার!
    আমাদের বঙ্গে, দাস, ব্রাহ্মন হয় না; ওরিষায় উচ্চ শ্রেণীর ব্রাহ্মন। পদবী দেখে বুঝতে গেলে, পদে পদে ধোঁকা খাবেন।
    দুই, আপনি কোর্টে এফিডেভিটের দ্বারা যেকোন সার্নেম নিতে পারেন।
    তিন ,রাম যদি হিন্দু হয় ,রহিম মুসলমান।
    তাহলে বাপের দেওয়া নাম পর্যন্ত পাল্টাতে হয়।যাতে নাম দেখে জাত না বোঝা যায়।
    কেন পাল্টাবে, লোকজন?
    ভারতে ১২৫ কোটি লোকের মধ্যে ধরা যাক, ২৫কোটি মানুষ উচ্চ বর্ণের।
    সুতরাং বাকি ,১০০কোটি জনতার জন্য কত চাকরি দিতে পারে ,সরকার?
    ধরা যাক, ১কোটি!তাহলে বাকি ৯৯ কোটির কি হবে?
    এর মধ্যে, আবার বংশ পরম্পরায় বহু লোক কোটার সুবিধে নেবে।
    এতে করে সরকার কতটা বর্ণবাদ কমাতে পারবে?
    গত ৬০বছরে কতটা বর্ণবাদ কমেছে?
  • Atoz | 125612.141.5689.8 | ০৫ জুন ২০১৮ ২৩:৫৮684084
  • বর্ণবাদ ফর্ণবাদ তো কমবে না! না কমলেই তো সুবিধে। চাকরি কেন দেবে বা সরকার? বলবে, চাকরি ফাকরি ভুলে যা। যা গিয়ে গৃহপরিচারক , রাঁধুনী, দারোয়ান, ড্রাইভার, হুঁকোবর্দার, মুনিষ, ভূমিদাস, বাটলার, খানসামা ইত্যাদি হয়ে ২৫ কোটি উচ্চবর্ণের সেবা কর একশো কোটি তোরা ছাগলের দল।
    ব্যস, সব সমাধান। উইন উইন। ঃ-)
  • sm | 7845.15.786712.222 | ০৬ জুন ২০১৮ ০০:২৮684085
  • ওসব ফালতু কথার কোন মানে হয়?
    ধরা যাক, একটা সরকারি অফিসে ২০ টা,পোস্ট।১০, টা অফিসার ও কেরানীর আর বাকি দশ টা ক্লিনার ও পিয়নের পোস্ট।
    এখন ১০০পার্সেন্ট সংরক্ষণ থাকলে, কারা ক্লিনার ও পিয়নের পোস্ট নেবে?
    নাকি পোস্ট গুলো ফাঁকা পড়ে থাকবে?
    ভাবুন, ভেবে উত্তর দিন।
  • sm | 7845.15.786712.222 | ০৬ জুন ২০১৮ ০০:৩৩684087
  • সরকার এর প্রধান তো ,পিছিয়ে পড়া গোষ্ঠীর প্রতিনিধি। তো, আপনি ছায়ার সঙ্গে কেন যুদ্ধ করছেন?
  • Atoz | 125612.141.5689.8 | ০৬ জুন ২০১৮ ০০:৩৩684086
  • আহা, ফালতু কেন? এ তো সিম্পল ম্যাথ। প্রতি উচ্চ লোক পিছু চারটি সেবক। নিখুঁত হিসেব।
    তাসে তাসে জোড় মিলিয়ে কেটে গেল, বাকী রইল গোলামচোর। ঃ-)
  • Atoz | 125612.141.5689.8 | ০৬ জুন ২০১৮ ০১:৩৮684088
  • আহা আহা আহা যুদ্ধু কেন? সবার কর্মের ব্যবস্থা হয়ে গেল তো! কর্ম শুধু? অশন বসন আশ্রয় , এক্কেবারে সব ব্যব্স্থা হয়ে গেল। কোনো ভাগশেষ রইল না তো। বিশ্বাস না হয়, ১০০ কে ২৫ দিয়ে ভাগ করে দেখুন। ঃ-)
  • ... | 450123.145.451212.6 | ০৬ জুন ২০১৮ ০১:৫২684090
  • বেকার হ্যাজানো।
  • Atoz | 125612.141.5689.8 | ০৬ জুন ২০১৮ ০১:৫৫684091
  • এই তো !!!! কী বুদ্ধি!!!! তিনফুটকি মূল ব্যাপাট্টা বুঝতে পেরে গ্যাছেন। ঃ-)
  • Du | 890123.54.6789.212 | ০৬ জুন ২০১৮ ০২:৪০684092
  • ১০০ শতাংশ কোটা করে সকলকেই কোটায় নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ বর্ণান্তর। তাহলেই আর সমস্যা থাকে না।
  • Du | 890123.54.6789.212 | ০৬ জুন ২০১৮ ০২:৪৩684093
  • টাকা ই টোকাতে আমাদের তত আপত্তি নেই যতটা কোটাতে।
  • Atoz | 125612.141.5689.8 | ০৬ জুন ২০১৮ ০৩:০৭684094
  • টাকা দিয়ে সীট কিনে নিয়ে ছেলেপিলে ঢোকাচ্ছে, দেদার টুকিয়ে (অথবা পরীক্ষা দেনেওয়ালা ভাড়া করে এনে তাকে দিয়ে পরীক্ষা দেওয়ার কাজ করিয়ে) ছেলেপিলে ঢোকাচ্ছে---আরে অর্থনৈতিক সংরক্ষণই তো এটা! ধনীরা টাকার জোরে সংরক্ষিত।

    আর মাঝে মাঝেই দেখি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সংরক্ষণ থাক ---ইত্যাদি প্রস্তাব ওঠে। এর মানেটা কী? দরিদ্র মেধাবীদের জন্য সংরক্ষণ? কী অদ্ভুত অপমান! সে যদি মেধাবীই হয়, তাকে তো শুধু পড়ার সুযোগই নয়, সঙ্গে স্কলারশিপও দেওয়ার কথা!

    নাকি অর্থনৈতিক সংরক্ষণ বলতে এরা অন্য কিছু বলতে চান?
  • S | 458912.167.23.96 | ০৬ জুন ২০১৮ ০৪:৫২684095
  • "ধনীরা টাকার জোরে সংরক্ষিত।"

    একদম। আর এই ধনীদের জাত ধর্মের ডিস্ট্রিবিউশনটা জানতে চাই।
  • Hrym | 781212.194.9002323.117 | ০৬ জুন ২০১৮ ০৭:৩৮684096
  • "ধরা যাক বাবা আইএসএস..."

    রাণা আয়ুবের গুজরাট ফাইলস পড়ে দেখা যায়। ভানজারা বা ওরকম গুজরাট ক্যাডারের বড় অফিসারদের নিজেদের গ্রামে কী স্ট্যান্ডিং ছিলো - তাদের কোন দুর্বলতাগুলোকে এক্সপ্লয়েট করা হয়েছিলো।
  • Hrym | 781212.194.9002323.117 | ০৬ জুন ২০১৮ ০৭:৫৩684097
  • Ar eTaao থাকঃ

  • PT | 340123.110.234523.18 | ০৬ জুন ২০১৮ ০৮:০৬684098
  • sm | 2345.110.125612.110 | ০৬ জুন ২০১৮ ০৮:২৫684099
  • এতজ, বুঝতেই পারেন নি।আর্থিক ভাবে পিছিয়ে পড়া লোকজন দের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি করার কথা বলা হয়েছে।
    টাকা দিয়ে সিট কিনে,লোকজন বিদেশে চাকরি করছে।
    তাতে অসুবিধে কোথায়?

    তারাও তো যোগ্যতার প্রমাণ দিয়েই বিদেশে চাকরি করার সুযোগ পেয়েছে।
    টাকা উপার্জন তো খারাপ জিনিস নয়। তাহলে তো, আম্বানি, টাটা, আদনি, বিড়লা;এদের টাকা পয়সা
    ছিনিয়ে নিতে হয়।
    আমি তো ১০০শতাংশ কোটা করে দেবার পক্ষে।অবশ্যই ১০ বা ২০বছরের জন্য।
    তবে, সব পোস্টের মধ্যে du এর পোস্ট টা মনে ধরলো।
    মৌলিকতা আছে।
  • abcd | 4512.139.346712.172 | ০৬ জুন ২০১৮ ০৯:০০684101
  • @Hrym
    বাহ্, রানা আয়ুবের লেখা থেকে দারুণ একটা তথ্য দিলেন।
    পরের ফ্লো চার্টের ইনফো-টাও খুব জরুরি। ওইতো পুঁচকে এক রিজার্ভেশন তা তুলে দেওয়া নিয়েও এত্ত দাবি।
  • sm | 7845.15.9000123.186 | ০৬ জুন ২০১৮ ০৯:২৭684102
  • এই ফ্লো চার্ট টা দারুন।ওই পুঁচকে ২--৩শতাংশ সরকারি জব নিয়েই সংরক্ষণ পন্থী ও বিরোধীদের মধ্যে এতো বাগ বিতন্ডা।
    যাঁরা সংরক্ষণ পন্থী তাদের বাকি ৯৭শতাংশ জব, যাদের মধ্যে অধিকাংশ অসংগঠিত কর্মী, সেখানে ফোকাস বাড়ানো উচিত নয় কি?
    আসলে ঐ তিন শতাংশের মধ্যে আসে, ডাক্তার, ইঞ্জিনিয়ার,ব্যাংককর্মী, কেন্দ্রীয় দপ্তর, পুলিশ ইত্যাদি জব গুলো।
    আবার যাঁরা উচ্চ শিক্ষা নেন, তাঁরা মূলত এই জব গুলোই বেছে নেন।
    এই আর কি!
  • Hrym | 781212.194.9002323.117 | ০৬ জুন ২০১৮ ০৯:৩৮684103
  • চার্টটার মানে হল সংরক্ষণের জন্যে সব ডুবে গেল এইটা পাতি ঢপ। বরং ৯৭% অসংগঠিত ক্ষেত্র এইটা ডোবার বড় কারণ।
  • amit | 340123.0.34.2 | ০৬ জুন ২০১৮ ০৯:৫০684104
  • এই চার্ট টার সোর্স দেওয়া যাবে ? জাস্ট জানার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। 8-% organized আর 92-% unorganized সেক্টর এর মধ্যে ঠিক কি কি সেক্টরকে ধরা হচ্ছে, সেটা একটু জানতে চাই।
  • sm | 7845.15.9000123.186 | ০৬ জুন ২০১৮ ০৯:৫৭684105
  • সেই কথাই তো বলছি। অসংগঠিত ক্ষেত্রে সংরক্ষণ পন্থী দের ফোকাস দেওয়া জরুরি। রাতা রাতি তো আর জব পরিসংখ্যান বা প্যাটার্ণ চেঞ্জ হয়ে যাবে না!
    আপনি কি বলেন?
  • sm | 7845.15.5656.155 | ০৬ জুন ২০১৮ ১০:০২684106
  • আর আমার মতে ওই বাকি ৯২শতাংশ অসংগঠিত কর্মীদের জন্যই দেশটা ডোবার হাত থেকে বেঁচে গেলো!
    মতের পার্থক্য তো থাকবেই।
  • aranya | 3478.160.342312.238 | ১১ জুন ২০১৮ ০৩:১৭684107
  • সরকারী উচ্চ শিক্ষাক্ষেত্রে ( ব্যাচেলরস, মাস্টার্স, পিএইচডি ইঃ) সংরক্ষিত বনাম অসংরক্ষিত এমন কোন চার্ট থাকলে, দেবেন কেউ।

    দু লিখেছেন - '১০০ শতাংশ কোটা করে সকলকেই কোটায় নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হোক। অর্থাৎ বর্ণান্তর।

    কয়েকটি সো কলড উচ্চবর্নের ছেলের সাথে কথা হচ্ছিল, সরকারী মেডিকাল কলেজে চান্স পায় নি, কোটা না থাকলে র‌্যাংক অনুযায়ী হেসে খেলে পেত। তাদের বর্ণ-টর্ণ নিয়ে কিছু যায় আসে না, সম্ভব হলে এফিডেবিট করে নিম্ন বর্ণের পদবী নিতে চায়, যাতে কোটার সুযোগ নিতে পারে।

    দেশের আইনে নাকি এখনও এমন কোন সুযোগ নেই যাতে এফিডেবিট করে পদবী পাল্টে কোটা-র তালিকাভুক্ত নিম্ন বর্ণের অন্তর্ভুক্ত হওয়া যায়।
  • aranya | 3478.160.342312.238 | ১১ জুন ২০১৮ ০৩:২৭684108
  • আর একটা পয়েন্ট, যেটা কেউ কেউ লিখেছেন, কোটার সুবিধাপ্রাপ্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে নিজ সম্প্রদায়ের লোকেদের কোন ভাবে সাহায্য করছেন কিনা, ওপরে ওঠার জন্য।

    এ নিয়ে কোন স্টাডি থাকলে দেখতে আগ্রহী। নিজস্ব অভিজ্ঞতা একেবারেই অন্য রকম।
  • S | 458912.167.23.96 | ১১ জুন ২০১৮ ১১:৪৪684109
  • "কোটার সুবিধাপ্রাপ্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে নিজ সম্প্রদায়ের লোকেদের কোন ভাবে সাহায্য করছেন কিনা, ওপরে ওঠার জন্য।"

    এটার প্রয়োজনীয়তা দেখছিনা।
  • sm | 2345.110.894512.228 | ১১ জুন ২০১৮ ১১:৫১684110
  • কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন