এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমিষের গন্ধে নিরামিষভোজীদের সমস্যা হয়। বিবেচনা করা উচিত

    কেউ বোঝে না কেন?
    অন্যান্য | ১১ সেপ্টেম্বর ২০১৫ | ৩৬৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৪684746
  • হ্যা উচিত । আমারও কোনো কোনো নিরামিষ রান্নার মশলার গন্ধে বমি আসে। আপিসে দুজন সেইসব খেত কিউবে বসে , মেইল করে জানিয়েছি প্যান্ত্রী তে গিয়ে খেতে ।
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১০684771
  • আরও আছে । হাত দিয়ে চটকে রাসাম ভাতা খেতে দেখলে এবং টু বি প্রিসাইসদ আঙ্গুলের ফাঁক দিয়ে সেই চটকানো ভাত বিনবিন করে বেরিয়ে আসছে দেখলে আমার মনে হয় কান দিয়ে গুটি গুটি কেন্নো পসছে । এই নিয়েও অভিযোগ জানিয়েছি । লাভ হয়নি অবশ্য ।
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৩684782
  • এছাড়া লঙ্কা গুঁড় ছেটানো দইবরা ভেঙ্গে ছেতরে ছত্তিরিশ করে খেতে দেখলে মনে হয় সাদা পাপোষে টমেটো খোর বেড়ালে বমি করেছে ।
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৫684793
  • বীচিসুদ্ধু পটল কাওকে খেতে দেখলে মনে হয় কাল সকালেই এ হাগবে আর তারপর বীজগুলো ভাসতে থাকবে বাত্থুমের বাইরে থেকে বারংবার জল ঢালার শব্দ ।
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৬684804
  • রাজমা চাওল সামনে বসে কেও খেলেই হিসেব কষি কতক্ষণ এর সঙ্গে কাটাতে হবে পাদাপাদি পর্ব শুরু হওয়ার আগেই কেটে পড়তে পারব কিনা ।
  • Vinod | 56.227.69.242 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২৭684815
  • Ekak, you need to contact a good mental health professional.
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৮684826
  • are you advertising your job /offerings sir ?

    if yes , this forum is not for professional advertisements ; if not ,you are not entitled to give such clinical advise :) have a good day !
  • | 213.99.211.133 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৩684837
  • কিন্তু বীচি ছাড়া পটল পাওয়া কি সম্ভব একক? ঃ))
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৬684848
  • ডিম ফুটে যে মুরগি বেরয় সে কি বোনলেস হয়েই বেরয় ? :)
  • | 213.99.211.18 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫৭684747
  • কিন্তু এই ভাবে কারোর ...
  • Arpan | 125.118.157.39 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১০684758
  • এরা কি কাঁটা বেছে খায়?

    জটায়ুর সেই অমর উক্তি মনে পড়ে গেল। ঃ)
  • | 213.99.211.18 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১২684763
  • ঃ))))
  • sinfaut | 11.39.63.168 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৫৯684764
  • হ্যা হ্যা হ্যা। একক যাতা দিয়েছে।
  • ঊমেশ | 118.171.128.168 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০৩684765
  • আমাকেও হয়তো ডাক্তারের কাছে যেতে হবে।
    কোন স্পেশালিস্ট, বিনোদ যদি হেল্প করে।

    আমার ভেজু দের প্রতি একটা জন্ম-ক্রোধ আছে। ভেজু মানুষ দেখলেই আমার কেমন যেন বিতৃষ্ণা আসে। দেখলেই ক্যালাতে ইচ্ছে করে।
  • aka | 107.45.1.205 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৬684766
  • একক ঃ)
  • b | 135.20.82.164 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৩১684767
  • দইবড়াটা হেব্বি হয়েছে।
  • Du | 107.79.230.34 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৩684768
  • আবার টোমেটো খোর ঃ)))
  • de | 24.97.185.223 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:৪৯684769
  • আমারো ভেজুদের ওই "ক্যায়সে খাতে হো ইয়ার" টাইপের নাকি কান্না শুরু হলেই থাবড়া লাগাতে ইচ্ছে করে -
  • mumu | 216.201.224.118 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৭684770
  • একক , আপনি কি এগুলো সিরিয়াসলি বোল্লেন?

    আবার মেইল করে কম্প্লেন ও করেন? সত্যি?

    রসম ভাত খেতে দেখলে বিবমীষা জাগে আর বাঙ্গালীদের মধ্যেই অনেকে ডাল- ভাত দলা পাকিয়ে পাকিয়ে নাচিয়ে নাচিয়ে খাই সেটা দেখে?এন্ঠো হাতে গ্লাস ধরতে দেখে?

    রাজম চাওল খেতে দেখে গন্ধের ভয় পান, আর কেও যখন ফুলকপির তরকারি আর ডিমের ডালনা একসাথে ভাত দিয়ে খান দুপুরে তখন কি সেই এক এ ভয় লাগেনা?

    সবার খাদ্যাভ্যাস তো আলাদা, খাবার রুচিও আলাদা।সেটা দেখে ভালো ন লাগতেই পারে , তাই বলে আপত্তি জানানো?

    কাল যদি কেও বলে , যে আলু -পোস্তো কে পুরো বমির মত দেখতে খাবেন না কি পরদিন থেকে?
  • lcm | 60.242.74.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৯684772
  • কথাটা কিছুটা ঠিক।
    মাংসের একটি গন্ধ তো আছেই, মাছ-এর গন্ধ তো সর্বজনবিদিত - অনেকে স্রেফ গন্ধের জন্যেই মাছ খেতে পারেন না।
    খেতে ভালো লাগে কি না সেটা সম্পুর্ণ আলাদা ব্যাপার, কিন্তু যদি জেনারেল ফুড অডার এর গপ্পো হয় তাহলে মাংস, মাছে গন্ধ আছে বই কি। তার মানে এই নয় রসুন-এ বা এলাচে বা মূলোতে গন্ধ নাই।
  • b | 24.139.196.6 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৭684774
  • খাইসে। লোকজন শেষে একককেও সিরিয়াসলি নিচ্ছে। ও মান্ধাতা, ও মোরস!
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪৭684773
  • সত্তি -মিথ্যে তো আমি বললে প্রমান হবেনা কাজেই ওটা থাক :) ব্যাপার হলো যাদের নামে কমপ্লেইন করেছি তারা আমার বীফ কিমা ও রুটি খাওয়া নিয়ে কমপ্লেইন করেছিল তার আগে । তার আগে একজনের চিকেন খাওয়া নিয়েও ।

    দ্বিতীয়ত ,যেগুলো লিখলুম সেগুলো আমি নিজেই খাই । যা বোল্লুম সেরকম ও আরও অনেকরকম ভাবতে ভাবতেই খাই । আমার অসুবিধে হয়না । যেমন ধরুন ফ্রিজে রাখা ঠান্ডা ডাল ওপরে হালকা সাদা জমে গ্যাছে তাকে গরম ভাতে ঢালার সময় একটা বেশ আম -আম আমাশা ব্যাপর আসে, মনে পরে ছোটবেলায় দাগ্দার্বাবুর পশ্ন : আম হয় ? .....আমার অসুবিধে হয়না, ভাবতেও ,খেতেও । সমস্ত অনুভুতির পোর্ট আলাদা ও সুইচেব্ল । একেবারে মুখের সামনে বাতকম্ম করলে বা বিকট উগ্র পারফিউম লাগিয়ে পাশে দাঁড়ালে বমি পায় ঠিকই তবে অধিকাংশ ক্ষেত্রেই না চাইলে তাও পায় না । ইনফ্যাক্ট যতক্ষণ না কেও আমার কোনো পছন্দকে নিজের "ছেন্চিতিভিতি" র কারণ দেখিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে বা ইস্পেশালী দল পাকাচ্ছে ,ততক্ষণ কিছুই বলিনা । সুইচ অফ থাকে ।দল পাকিয়ে বাওয়াল দেওয়ার চেষ্টা করলেই সুইচ অন হয়ে যায়, তখন মেইল কেন অনেক কিছুই করতে হয় । আমার টা "ন্যাচেরাল " আর তোমার টা ইনসেনসিটিভ এই উদ্ভট ব্যাদ্রাম দেখলেই মাথা জ্বলে ওঠে , কী করব বলুন :) আমি তো জাস্ট কিছু উদাহরণ দিলুম ব্যক্তিগত অনুভুতির জগত থেকে .....সেখান থেকে পালাই এমন না । আমার কাজে সেনসিটিভিটি র অজুহাত তুলে আপত্তি না জানালে আমিও কিচ্ছু বলিনে ।

    ...........।কিছু একটা গভীর গোলমাল আছে অনেক মানুষজনের মধ্যে ।ধরুন , ফ্রিজে রাখা ঠান্ডা তলানি কাঁচকলা র সুক্তো-র সঙ্গে বালিতে লোকানো বিড়ালের সাদা গুয়ের বর্ণ ও টেক্সচারগত সাদৃশ্য আছে । আবার বেড়ালের শুকনো গু হাতের তালুতে গুঁড় করে ফু দিয়ে ফেলে দিলে একটা অদ্ভুত গন্ধ অনেকক্ষণ থেকে যায় সেটা দূর দূর খেলনা বাড়ি র । এই চেইন অফ সেনসরি কনশাসনেস আসলে মজার । কোনকিছুতেই আঁতকে ওঠার কিছু নেই । কিন্তু কোথাও মানুষ এটা আর ওটায় ভাগ করেছে নিজের এক্সপ্লোর করার কুঁড়েমি জনিত কারণে (সেটা চয়েস, অপরাধ নয় ) এবং সেটাকেই ভালো -মন্দ -সুন্দর-অসুন্দর বলে চালাচ্চ্ছে অন্যের ওপর (এইটে মারাত্মক ) । ব্যাখ্যা জিনিসটাই সীমাবদ্ধ বলে ব্যাখ্যাযোগ্য । উই কান্ট চেঞ্জ ইট ,জানি, তবে মাঝে মধ্যে এদের মাথায় হেগে দেওয়া দরকার ।
  • Ekak | 125.99.196.27 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২১:৫৫684775
  • তাই দেখুন :(
  • | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০২684776
  • :-))))))
  • | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৩684777
  • কিন্তু টোমাটোখোর বেড়াল কোথায় দেখা যায়? আমি জীবনেও বেড়ালকে কোনও সব্জি বা ফল খেতে দেখি নি।
  • potke | 126.202.191.24 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৪684778
  • আমার ভেজ খেলে শরীল খারাপ হয়, আমার ব্যাপারটা একটু ভেবে দেখবেন স্যার!
  • dd | 116.51.26.37 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৮684779
  • একটি ইঁদুর আমার বাড়ীতে ইন্ভেড করেছিলো চার্দিন আগে। তাকে র‌্যাট পইজন দিলে সে অবলীলাক্রমে আদ্ধেক সাবাড় করে সর্বত্র হাগু করে রাখলো। গত পরশু মাঝ রাতে ঘুড়ে বেড়িয়ে তিন্টে টমেটো আর চাট্টে আলুকে খুবলে খেলো। কোনো কারনে প্যাঁজ সামনে অরক্ষিত থাকা স্বত্তেও নষ্ট করে নি। বোঝা যায় ইঁদুরটি বাজার দর নিয়ে ওয়াকিবহাল ও সেনসিটিভ।

    কিন্তু একটানা ৭২ ঘন্টা গেরিলা যুদ্ধ করে সেই টমেটোখোর ইন্দুরটি শেষে ভিটামিন সি ওভারডোজেই মৃত্যুবরন করলো। আজ সকালে তার শেষকৃত্য সমাপন হয়েছে।

    টমেটোখোর ব্যারাল নিয়ে যারা রিসার্চ করছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে গেলেম।
  • b | 24.139.196.6 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২১684780
  • কিন্তু এককের সাইকোঅ্যানালিটিক ইভ্যালুয়েশনের দরকার, এ বিষয়ে আমি একমত। সমস্ত ইয়ে শুধু বেড়ালের কেন?
  • Ekak | 125.99.196.27 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫১684781
  • আমি বেড়াল ভালবাসি । একচুয়ালি কুকুর ব্যারাল ভোন্দর সবই ভালবাসি । কিন্তু এরমধ্যে একমাত্র প্রাণী বেড়াল যার ম্যাওভাষা আছে । ম্যাও ভাষা একদম আলাদা একটা জগত । বেরাল্রা কখনো অন্য বেড়াল কে দেখে ম্যাও করেনা এক্সেপ্ট টেরিটোরিয়াল অর মেটিং রীসন । অথচ মানুষ কে দেখে করে । আবার একেকজন মানুষের সঙ্গে একেক বেড়ালের ম্যাও একেকরকম । আপনি কোন ম্যাও তে কিভাবে সারা দিচ্ছেন বা ইগনোর করছেন চটপট বুঝে নিয়ে বেড়াল আপনার জন্যে নির্ধারিত ইনিশিয়াল ম্যাও টি সেট করে নেয় । সেটাও রেসপন্স এর সূক্ষতা বুঝে পাল্টাতে পারে । একটা দুর্দান্ত লার্নিং সিস্টেম যারে কয় । এরকম প্রাণী কে ক্রমাগত লক্ষ্য করার মজাই আলাদা । সর্বপরি এরা প্যাক এনিম্যাল নয় কাজেই মানুষ বা কুত্তার মত আলফা-বাল্ফা চক্কর নাই ।
  • de | 24.97.25.43 | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৯684783
  • এইটা একদম্কারেক্ট অব্সার্ভেশন! বিল্লি সম্বন্ধে! আমার এক্কালে অনেক বেড়াল ছিলো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন