এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অভিবাসন, রিফিউজি ও ইউরোপিয়ান ফুটবল

    রোবু
    অন্যান্য | ০৫ সেপ্টেম্বর ২০১৫ | ২১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | 113.10.210.162 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫২684974
  • মনে হয় না লেখাটা কখনো শেষ করতে পারব। তবু চেষ্টা করি।
  • রোবু | 113.10.210.162 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৫৫684996
  • কায়িকচি
    -----------------------
    “আমার মা তেমন গোঁড়া নন। আমরা এখানেই বড় হয়েছি আর পাঁচ জন জার্মানের মতই।“ - উনিশ বছর বয়েসী হসরাত কায়িকচি। তিনি বর্তমানে জার্মান মহিলা জাতীয় লিগে খেলেন।

    আইলান
    ----------------------
    ছোট্ট আইলান কুর্দির মৃতদেহ ভেসে উঠেছে তুরস্কের সাগরতটে, ডিঙ্গি নৌকো উলটে গিয়ে মৃত্যু হয়েছে আইলানের, বাবা মায়ের সঙ্গে ইজিয়ান পার হয়ে ইউরোপে পালিয়ে আসতে গিয়ে। মৃত তার মা ও দাদাও।
    একদম চোখের সামনে চলে এসেছে মধ্য প্রাচ্যের সমস্যা। ইউরোপের টালমাটাল অর্থনীতি পারবে কি ইরাক সিরিয়া (এবং উত্তর আফ্রিকা) –র এই বিপুল শরণার্থীর চাপ সহ্য করতে?

    এশিয়া মাইনর
    -----------------------
    আব্রাহামিক ধর্ম-গুলোর চারনিং ফিল্ড, বোধ হয় মানবসভ্যতার দীর্ঘ ইতিহাসেরও, এশিয়া মাইনর বা আনাতোলিয়া, বহুযুগ ধরেই অশান্ত। অথচ কী আশ্চর্য, সেই মন্থনের চিহ্নগুলো কিন্তু আজও রয়ে গ্যাছে, অন্ততঃ কিছুদিন আগে অবধিও ছিল। বাগদাদে এখনো রয়েছে পৃথিবীর একমাত্র নেস্টোরিয়ান চার্চ (তর্কসাপেক্ষ) । যীশুর কথিত ভাষা আরামিক আজ ইরান, সিরিয়া ও তুরস্কের মাত্র কয়েকটি অঞ্চলে ব্যবহৃত হয়। চার্চ অব দা ইস্টের কিছু কিছু সেক্ট এর প্রার্থনার পদ্ধতি-র সাথে ইসলামের নামাজ পড়ার পদ্ধতি তুলনীয়। ধরাই যেতে পারে অপেক্ষাকৃত নবীন ধর্ম ইসলাম তাদের নমাজের পদ্ধতির জন্য চার্চ অব দা ইস্টের কাছেই ঋণী। কিছু কিছু ক্রিশ্চান শ্রাইনে আজও মুসলিম ও ক্রিশ্চানেরা আসেন একসাথে, প্রার্থনা করতে, সন্তান চাইতে।
  • I | 192.66.113.111 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:২১685007
  • চালিয়ে যা। পড়ছি। খুব ইন্টারেস্টিং বিষয়।
  • I | 192.66.113.111 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৫685018
  • চার্চ অফ দ্য ইস্ট ইত্যাদির প্রসঙ্গে ড্যানিয়েল মেটকাফের দ্য লস্ট পিপলস অফ সেন্ট্রাল এশিয়া মনে এল। তবে তাতে কোনো ফুটবল নাই।
  • রোবু | 113.10.210.162 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৫685029
  • জার্মানি আর বায়ার্ন
    ---------------------
    বায়ার্ন মিউনিখ রিফিউজিদের জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করার কথা ঘোষণা করেছে। বিভিন্ন রিফিউজি প্রজেক্ট-এর জন্য আরও এক মিলিয়ন ইউরো তারা খরচ করতে প্রস্তুত।
    জার্মানির বিভিন্ন রাস্তায় ‘ওয়েলকাম রিফিউজিস’ পোস্টার নিয়ে মিছিল বেরিয়েছে। অনেকক্ষেত্রেই উদ্যোক্তা বিভিন্ন ফুটবল ক্লাব।
    ইউরোপের দেশগুলির মধ্যে জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মরকেলকেই এই রিফিউজিদের প্রতি সবচেয়ে নমনীয় মনে হচ্ছে, আপাততঃ।

    বেলারাবি
    --------
    গতরাতে ৩-১ এ ফ্রাঙ্কফুর্টে পোল্যান্ডকে হারাল জার্মানি। ইউরোর কোয়ালিফাইং রাউন্ডে। প্রথম গোলের অ্যাসিস্ট বেলারাবির। অ্যাওয়ে ম্যাচে ২-০ হেরেছিল জার্মানি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ওটাই বেলারাবির অভিষেক ম্যাচ ছিল। বাবা মরক্কান। অভিবাসী।

    জিদান ও ফ্রান্স ৯৮
    --------
    তিনবার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দা ইয়ার, জিজু, উয়েফা গোল্ডেন জুবিলী পোলে গত পঞ্চাশ বছরে ইউরোপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই ফুটবলার এর বাবা-মা জন্মসূত্রে আলজিরিয়ান। ১৯৫৩ সালে তাঁরা ফ্রান্সে চলে আসেন, আলজিরিয়া যুদ্ধের ঠিক আগে আগেই। শরণার্থী নন, তবে অভিবাসী তো বটেই।
    থিয়েরি অন্রির বাবা ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিজের গুয়াদেলুপ থেকে ফ্রান্সে আসেন। ফ্রান্সের হয়ে এখনো অবধি সবচেয়ে বেশী ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্লেয়ার লিলিয়ান থুরাম এর তো গুয়াদেলুপ এই জন্ম। ভিয়েরার জন্ম সেনেগালে, ফ্রান্সে আসেন ৮ বছর বয়সে। চার বছর বয়সে ঘানা থেকে ফ্রান্সে আসেন দেসাইলির পরিবার। কারেম্বু আসেন সতেরো বছর বয়সে, নিউ ক্যালেডোনিয়া থেকে। এঁরা সবাই ৯৮ এর বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
  • রোবু | 113.10.210.162 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:২১685036
  • আসাদ ও আইসিস
    ------------
    সিরিয়া আগ্নেয়গিরির শিখরে বসেইছিল।
    ইরানে ইস্লামিক রেভলিউশন এবং তারপর একে একে উপসাগরীয় যুদ্ধ যখন গ্রাস করে সিরিয়ার সমস্ত প্রতিবেশী দেশগুলোকে, আনাতোলিয়ার বিভিন্ন দেশ থেকে রিফিউজি ক্রিশ্চানরা জড়ো হতে থাকেন সিরিয়াতে। এরা ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট নন, এরা এশিয়া মাইনরের ইস্টার্ন চার্চগুলোর বিভিন্ন সংখ্যালঘু সেক্ট-এর ক্রিশ্চান। তুরস্ক, ইরাক, ইরান, জর্ডন থেকে। শুধু ক্রিশ্চানরাই নন, ইয়েজিদিরাও পালিয়ে আসতে থাকেন সিরিয়াতে। ইয়েজিদিরা মূলতঃ কুরদিস্তানের বাসিন্দা, উপসাগরীয় যুদ্ধের উলুখাগড়া। এঁরা একটি এথনো রিলিজিয়াস গ্রুপ। প্রাচীন মেসোপটেমিয়ান ধর্ম, জরাথুস্ট্র ধর্ম ও প্রাককথিত চারনিং-এর দ্বারা প্রভাবিত এঁদের সিঙ্ক্রেটিক ধর্মবিশ্বাস। ইরাকের নিনেভেহ প্রদেশেই এঁদের সর্বাধিক উপস্থিতি।
    "It was this, if I remember right: Jonah was swallowed by the whale in the Mediterranean Sea, and after three days he was vomited up somewhere within three days' journey of Nineveh, a city on the Tigris, very much more than three days' journey across from the nearest point of the Mediterranean coast" – মবি ডিক ( হারমান মেলভিল)
    নিনেভেহ-র প্রধান শহর মসুলের মিউজিয়ামে ২৬সে ফেব্রুয়ারী ২০১৫তে হামলা চালায় আইসিস, ব্লাসফেমি ও পৌত্তলিকতার অভিযোগে নষ্ট করে অগণিত মূর্তি। নিনেভেহর সাতশ খ্রিস্টপূর্বের পাথর দিয়ে তৈরী দেয়ালগুলোকে ধংস করার হুমকিও দিয়ে রেখেছে আইসিস। সিরিয়ার পালমিরা-র পতনের পর সে হুমকি যে ফাঁকা আওয়াজ নয়, তাই নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু এসবই তো অনেক পরের কথা। আমরা এখন কথা বলছি নব্বই এর দশকের।
    সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এর বাবা হাফেজ এল-আসাদ। সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট ছিলেন ১৯৭১ থেকে ২০০০ এ মৃত্যু অবধি। আসাদ-রা আলোয়াইট। এরা শিয়াদের একটি সংখ্যালঘু সেক্ট এবং ক্ষেত্রবিশেষে ইসলামি মতে হেরেটিক। সিরিয়া তুরস্ক ও লেবাননের বাইরে এঁদের উপস্থিতি নেই বললেই চলে, এবং প্রত্যেকটি দেশেই এঁরা সংখ্যালঘু।
    কিন্তু সিরিয়ায় মাত্র বারো শতাংশ উপস্থিতি স্বত্বেও সমস্ত রাজনৈতিক ক্ষমতাই কুক্ষিগত ছিল আলোয়াইটদের হাতে। আসাদরা ছিলেন এঁদেরই প্রতিনিধি। এবং সেকুলার।
    দেশের সংখ্যাগুরু মেনস্ট্রীম মুসলিমরা আলোয়াইটদের খুব পছন্দ করতেননা। আসাদদের স্বৈরাচারকে তো নয়ই। কিন্তু ভয় করতেন। তাই হাফেজ এর আমলে সংখ্যালঘুদের জন্য সিরিয়া ছিল মরূদ্যান।
    হাফেজের মৃত্যুর পর তাঁর ছেলে বাশার ক্ষমতায় আসেন। ২০০৬ থেকে ২০১১ এ সিরিয়ার ক্লাইমেট চেঞ্জ (কেউ কেউ বলেন পশিমি শক্তির প্রভাবে, আসাদদেরকে সরাতে) আর আরব বসন্ত পালটে দিল সব কিছু। স্বৈরাচারী আসাদদের সরাতে পশ্চিমি দুনিয়া বিদ্রোহীদের পাঠালো প্রচুর অস্ত্র। এবং সেগুলোই ক্রমশঃ পৌঁছল আইসিস এর হাতে। ইরানের রেভলিউশন এর মতই। নয়?
    এই ঘটনা পরম্পরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলেন সিরিয়াতে সেই সত্তরের দশকের শেষ থেকে সিরিয়াতে পালিয়ে এসে নতুন করে জীবন খুঁজে পাওয়া ক্রিশ্চান আর ইয়েজিদিরা, যারা আইসিসের ঘোষিত শত্রু।
    জিনান, ১৮, একজন ইয়েজিদি। আইসিসের হাতে ধরা পড়েছিলেন ২০১৪ তে। এটা অবশ্য ইরাকের ঘটনা। হ্যাঁ, ইরাকেও সাদ্দামের পতনের পর ইয়েজিদিরা পায়ের তলায় জমি খুঁজে পেয়েছিল।
    কিন্তু দিন পালটে যায়। ইরাক থেকে ধরা পড়েন জিনান। জিনান এর মতো আরো অনেক মেয়েকে যৌন ক্রিতদাসী হিসেবে ব্যবহার করে আইসিস। আইসিসের ওয়ার ইকনমির একটা অংশ এই সেক্স স্লেভ ট্রেড। জিনান এই সবই লিখেছেন তাঁর বই Esclave de daesh এ। আইসিস এর হাত থেকে পালিয়ে তিনি একটি ইয়েজদি ক্যাম্পে আশ্রয় পেয়েছেন এখন।
  • pi | 24.139.209.3 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৩685037
  • পড়ছি।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:০৭685038
  • একটু লেগেবেঁধে লেখাটা শেষ কোরো বাপু। খুবই ইন্টারেস্টিং হচ্ছে।
  • রোবু | 113.10.210.162 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৩684975
  • অভিবাসী ও শরণার্থী
    ------------------------------
    আসুন, পার্থক্যটা দেখে নিই।
    ব্যাপারটা ইচ্ছের। মাইগ্র্যান্টরা খোঁজ খবর নিয়ে গন্তব্য স্থির করে রুজি রোজগার এর ব্যবস্থা করে দেশ ছাড়েন। ইচ্ছে হলে ফিরেও আসতে পারেন।
    রিফিউজিদের ইচ্ছের বিরুদ্ধে নির্যাতন ও মৃত্যুর থেকে রক্ষা পেতে দেশ ও পরিবার পরিজন ছাড়তে হয়। বেশীরভাগ ক্ষেত্রেই ফিরে যাবার আর উপায় থাকে না।
    আইলানরা রিফিউজিই ছিল। পালিয়েই আসতে চেয়েছিলেন আইলানের বাবা-মা। তাড়াহুড়োয়। যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমে। কানাডায়। নাকি জার্মানিতে।
    মারিও স্টানিচ এই রকমই একজন রিফিউজি ফুটবলার। বা জর্জ উইয়ার কাজিন ক্রিস্টোফার রেহ।

    মাঝে মাঝেই শরণার্থী আর রিফিউজির এই সীমারেখাটা খুব তুচ্ছ হয়ে যায়। এবং এক সময়ে এঁরা দুজনেই এক হয়ে যান, অ্যাম্বিশনে। দুজনেই মিশে যেতে চান মেনস্ট্রীমে। তাই এঁদের চ্যালেঞ্জটাও হয়ে যায় অনেকটা একই রকম।

    গুল
    -----
    গুল কেসকিনলার জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ইন্টিগ্রেশন কমিশনার। তাঁর মতে টিম স্পোর্টস হওয়ার কারণে ফুটবল তরুণ প্রজন্মের মধ্যে একাত্মতা বাড়াতে সাহায্য করে। "I think that these are the most important feelings that immigrants need in this society."
  • kc | 198.71.254.103 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৪684976
  • ভীষণ ভালো লাগছে।
  • lcm | 118.91.116.131 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৮684977
  • রোবু লিখুক, ভালো পয়েন্ট ধরেছে।

    কালোরা কেন আমেরিকায় স্পোর্ট্‌স এবং মিউজিক-এ সাফল্য পায় এবং অন্য ফিল্ডে তত পায় না - এবং সব খেলায় নয়, শুধু কয়েকটি খেলায় কেনো, তাই নিয়ে আর্টিক্‌ল পড়েছিলাম।
  • potke | 116.216.176.170 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪০684978
  • অনেকদিন বাদে একটা পড়ার মত টই। লেখ ধীরে সুস্থে।
  • I | 192.66.66.255 | ০৫ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৭684979
  • পোটকেসার ঠিক কয়েছেন।
  • PP | 86.175.75.119 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০১:১৮684980
  • লসাগু দা আর্টিক্‌ল এর লিংক টা দিন না। রোবু আপনি লিখে যান ।
  • aranya | 83.197.98.233 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২৩684981
  • রোবু রকস, টু গুড হচ্ছে
  • Tim | 108.228.61.183 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৫:২৭684982
  • রোবুকে থ্যাঙ্কু এমন একটা টই খুলে লেখার জন্য। লেখা ভালো হচ্ছে, পড়ছি।
  • byaang | 132.172.29.77 | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৫৬684983
  • রোবু, খুব মন দিয়ে পড়ছি। খুব ভালো হচ্ছে লেখাটা। প্লিজ লেখাটা চলতে থাকুক।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১২:০২684984
  • রোবু, দ্য গানার্স, চালিয়ে যাও।
    দারুন হচ্ছে।
  • + | 175.246.93.79 | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩১684986
  • পড়ছি
  • ... | 177.124.124.21 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৬684988
  • নিজেদের পবিত্র ভুমি তে আশ্রয় চায় না কেনো? সেখানে তো কেউ হিজাব পরতে বারন করবে না! উঠতে বসতে শ্বেতাঙ্গ দের গাল দেবে আর থাকার জন্য ওদের দেশটাতেই যাওয়া চাই।
  • 0 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৩684989
  • এটা আপনি কি বলছেন ?! ছোট্ট আয়লানের শরীরটা দেখে আপনার কালসাপের কথা মনে হয়েছিল?
    কতোটা অবর্ণনীয় দুঃখকষ্ট সহ্য করতে না পেরে অসহায়, নিরস্ত্র, প্রায় নিঃসম্বল অবস্থায় ঘরবাড়ি ছেড়ে মানুষ পালিয়ে ফেরে একটু নিরাপদ আশ্রয়ে একটু ভালোভাবে বাঁচবে ব'লে, তা নিয়ে নতুন ক'রে কিছু বলার নেই। দেশভাগের আর দেশছাড়ার যন্ত্রণা কি আমরাও একদিন পাইনি?
    আজ ইওরোপ যদি শুধু জাতিধর্মবিদ্বেষে এই মানুষগুলোর থেকে মুখ ফিরিয়ে থাকে, তাহলে সেটা মানবিকতার দিক দিয়ে অমার্জনীয় অপরাধ হবে।
    আধুনিক, উন্নত, গণতান্ত্রিক, সভ্যতার কাছ থেকে মানবতার আদর্শকে বিশ্ববাসীর সামনে সুপ্রতিষ্ঠিত করার পদক্ষেপের আশা করাই স্বাভাবিক।
  • sg | 24.139.196.6 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৪৮684990
  • উনি link দিচ্ছেন ডেইলি মেল থেকে যেটার Right wing conservative stance সর্বজনবিদিত। এরপরও যদি কেউ cross check না করে ওদের গল্প বিশ্বাস করে তো তার চিন্তাভাবনা নিয়ে সন্দেহের অবকাশ আছে।
  • ... | 74.233.173.203 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৩684991
  • কালসাপ নয় বলছেন? আমার কথা ভুল হলে আমিই খুশি হব। আশা করি আনজেম চৌধুরীর মত শুওরের বাচ্চা তৈরী হবে না কেউ উদারনিতিকে আশ্রয় করে।
  • ... | 74.233.173.193 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৯684992
  • আপনি ক্রস চেক করে কি পেলেন জানাবেন। এখন আবার জনগনকে খাওয়ানো হচ্ছে স্টিভ জবস ও মাইগ্রান্ট ছিল। আহারে জার্মানির উন্নতি আটকায় কে, কিছু বছর বাদ লক্ষ খানেক জবস পয়দা হতে চলেছে দেশে।
  • | ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৯684993
  • ও রোবুউউউ, রোবুরেএএএ, ও-ও-ও-ও- রোওওওবুউউউউউ কোথাআআআয়?
  • aranya | 154.160.226.96 | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৯684994
  • এমন বুকফাটা, কানভরা ডাকের পরেও লিখচে না, নিষ্ঠুর, নির্মম, পাষাণহৃদয় রোবু :-(
  • Mmu | 87.154.202.109 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫০684995
  • ডট ডট ডট, আপনার কথায় আমি একমত। যে সব দেশ ওদের নিচ্ছে তারা এখন নয় কয়েক দশক পরে বুঝবে। যেমন ফ্রান্স, ব্রিটেন , আমেরিকা স্বীকার না করলেও এখন টের পায়। ৫০ বছর পরে ভয়ানক অবস্থা দাড়াবে। আর সত্যিই তো 'প্রান' বাচাবার জন্য ঐ দেশ গুলো তে যায় না কেন, শান্তির সেই সব মধ্য প্রাচ্যের ধনী দেশ।
  • pi | 233.176.2.66 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৮684997
  • সত্যি কিনা ভেরিফাই করিনি, রিচার্ড ডকিন্সের একটা ট্যুইট দেখলাম, সৌদি আরব নাকি জার্মানিতে এই অভিবাসীদের জন্য ৫০০ মসজিদ বানিয়ে দেবে বলেছে। সত্যি হলে কিছু বলার নেই। মানে, যদি এর সাথে আর কিছু সাহায্য না করে বা নিজেদের দেশে জায়গা না দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন