এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 85.137.13.237 | ২৮ নভেম্বর ২০১৫ ১১:০৯687028
  • name: dd mail: country:

    IP Address : 116.51.27.129 (*) Date:28 Nov 2015 -- 11:08 AM

    আমি এট্টু ধরতাই দিয়ে দি

    "সেই ত্তো গতো বছরে একবার কোন্নোগড় থেকে পানাগর গেসলাম আর তার আগের বছর বৈঁচিগ্রাম থেকে বনহুগলী। কোন্নোগড়ের বিখ্যাত জাহাজ কোম্পানীর ক্রুজারে চেপেই সেই যাত্রা। তখনই ঠিক করেছিলাম এবারে স্থলপথে একটা লম্বা ট্রিপ নোবো।

    সেই মতন, এই ত্তো, গত সপ্তাতেই সব গোছ গাছ করে নিলাম। দু চাট্টে প্যাঁটরা ভরে টুক টাক কিছু গয়না গাটী, সকালে ফ্রেশ ডিম খাবার জন্য দুটি হাসী খুসী মুরগী, পা পুছবার জন্য সিল্কের পাপোষ আর ইমারজেন্সীর জন্য বোরোলীন আর সেগুলি গরম করার জন্য ইস্টোভ। আগের দিন রাত্রেই ডেরাইভার নিত্যানন্দকে নিয়ে গাড়ীর চাকা গুলো গুনে নিয়েছি।"

    বাকীটা তো কুমু লিখিবে।
  • dd | 116.51.25.163 | ২৯ নভেম্বর ২০১৫ ০০:৪৫687039
  • তো ভোর হতেই, একচুয়ালি অন্ধকার থাকতেই, নহবৎখানায় শুরু হয়ে গেলো ভৈঁরো রাগের মুর্চ্ছনা। আকাশে যাস্ট ফিকে এক্টা লালের আবেশ। কান পাতলে শোনা যায় পাখীদের অস্ফুট কাকলী। সির সির করছে আসন্ন শীতের বাতাস।

    ইচ্ছে করছিলো ঐ সব সানাইওয়ালাদের উপর ধড়াম করে দুটো হোঁৎকা হুলো ব্যারাল ছুঁড়ে মারি। কিন্তু শেষে উঠেই পড়লাম। চন্ডীগর যেতে হবে না ?

    কৈ হ্যায় বলতেই দাঁত মাজানেওয়ালা এসে পরিপাটি করে দাঁত মাজিয়ে গেলো। চার নম্বোর খানসামা এসে দার্জিলিং টি দিয়ে গেলো। বিস্কুট ভাঙানীওয়ালা এসে হরলিক্স বিস্কুট ছোটো ছোটো করে টুকরো করে খাইয়ে দিলো।মুখ মুছানীওয়ালা এসে আলতো করে মুখ মুছিয়ে দিলে আমি রওয়ানা দিলেম।

    ডেরাইভার নিত্যানন্দ হাজির।গাড়ী ঝকঝকে পরিষ্কার। দুগ্গা দুগ্গা বলনেওয়ালারা সমস্বরে দুগ্গা দুগ্গা বললে আমি যাত্রা শুরু কল্লেম।
    (প্রথম পর্ব শেষ)
  • dd | 116.51.27.46 | ২৯ নভেম্বর ২০১৫ ১১:১৭687050
  • আমি বাপু রাস্তায় দুম দাম খেতে পারি নে। ওসব সহ্য হয় না। আগের রাতেই হাতী আর লোক লষ্কর পাঠিয়ে দিয়েছিলেম।

    ঘন্টা খানেক গাড়ী চলবার পরে ,দিল্লী হয়ে সবে ব্যারাকপুর ছাড়িয়েছি।
    একদিকে রাজস্থানের ধু ধু মরুভুমি। সাড়ি সাড়ি উটের পাল চলছে মুখটি তুলে । মরুবালারা নানান রঙের ঘাগড়া পরে ফুত্তিতে সাওন ভাদোরে বলে গান গাইছে।

    আর ডানদিকে আবার সোঁদরবনের ঘন জংগল। মাঝে মাখেই বুনো শুয়রের হা হা হাসি আর কেঁদো বাঘের ক্রুদ্ধ গড়ড় গড়ড় আওয়াজ। জানেনই তো, দুই দিকেই একই দৃশ্য আমার খুবি বোরিং লাগে।

    অবশেষে চিৎপুর হয়ে কল্যানী পৌঁছিয়ে একটু ব্রেক। বিরাট তাঁবু খাটানো ছিলো। হালুইকরেরা রাত থেকেই উঠে কিমার মালপোয়া বানিয়ে রেখেছে। চাঁদোয়ার নীচে বসে সেই খেলাম তালের রস দিয়ে। তারপর সামান্য ড্রেস চেঞ্জ। অল্পো মেকাপ। গয়না বদল।চটজলদি একটু ফেসিয়াল করে নিয়ে আবার দৌড়।
    (দ্বিতীয় পর্বও শেষ)
  • | ২৯ নভেম্বর ২০১৫ ১২:১১687061
  • হা হা হা হা যা দেখছি ডিডিকেই দায়িত্ব নিয়ে পুরোটা শেষ করতে হবে।
  • Abhyu | 109.172.116.187 | ২৯ নভেম্বর ২০১৫ ১৮:৫৪687068
  • এখন অবধি বোরোলীন কোনো কাজে আসে নি। কল্যাণীর নামোল্লেখে বড়োই আহ্লাদিত হলাম।
  • Binary | ২৯ নভেম্বর ২০১৫ ২২:০৬687069
  • হেসোরাম হুসিয়ার-এর ছায়া অবলম্বনে :)
  • সে | 198.155.168.109 | ৩০ নভেম্বর ২০১৫ ১৬:৩৩687070
  • ডিডি পাড়েনও বটে।
  • cb | 208.147.160.75 | ৩০ নভেম্বর ২০১৫ ১৬:৩৪687071
  • ডিম?
  • ranjan roy | 24.99.46.106 | ৩০ নভেম্বর ২০১৫ ১৬:৪৫687072
  • অসাঃ)
    পেট ফেটে যাচ্ছে।

    "সাড়ি সাড়ি উটের পাল চলছে মুখটি তুলে । মরুবালারা নানান রঙের ঘাগড়া পরে ফুত্তিতে সাওন ভাদোরে বলে গান গাইছে।
    "
    --পারি না; আর পারি না।ঃ))
  • dd | ৩০ নভেম্বর ২০১৫ ২২:৫৭687029
  • বাদের পর বাদ। ইলাহাবাদ,ঔরংগাবাদ, আবাদ- হু হু করে পার হয়ে যাচ্ছি। শেষে এলাম প্রবাদে।এখানেই প্রবাদ প্রতিম ঝন্টুদার পটল ভাজার দোকান। কিন্তু এখন তো ক্লোনে ছেয়ে গেছে। কী সব নাম। আসলি ঝন্টুদার পটোল ভাজা। ঝন্টুদার আসলি পটোল ভাজা। ঝন্টুদার পটোলের আসলি ভাজা। বা যে পটল ঝন্টুদা ভেজেছিলেন, যে পটল ঝন্টুদা তুলেছিলেন। আমি শেষ মেশ ম্যাকপটল থেকে দুটি ভাজা কিনে - আরে য্যাঃ, কি বিদিকিশ্রী খেতে। বরোম ওদের মোচার বেগুনি আর ঝিঙের কচুরি তাও ও ভালো লাগলো।
  • T | 212.142.96.142 | ৩০ নভেম্বর ২০১৫ ২৩:০২687030
  • হা হা হা হা...এইটা চরম হচ্ছে।
  • dd | ০১ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৩687031
  • তো আর দেরী নয়। তাড়াতাড়ি দ্বিপ্রাহরিক প্রসাধন করে নিলেম টুক করে। গাধার দুধে মুখ ধুয়ে নিয়ে একটা নতুন মুকুট পড়ে নিলাম। ম্যাচিং রুমাল। দুপুর বেলা ঘুমানো বারন তাই এক ভুতের গল্পো বলিয়েকে সংগে নিলেম। সে কানের কাছে ফিস ফিস করে কী সব বিদকুটে গল্পো বল্লো যে ঘুম তো পালিয়ে পথ পায় না। পাছে নিত্যানন্দের কানে গেলে সে ঘাবড়ে যায় তাই তার কানে ভালো করে ময়দা ঠেসে দিয়েছিলেম।

    কিছু পরেই সিংগুড়ের সেই বিশাল মন্দির। যাতে আছে বারো হাত উঁচু তেরো হাত চওড়া মশা কালীর মুর্ত্তি।কিংবদন্তী বলে মধ্য ত্রেতা যুগে কালীর ইনসমনিয়া হয়, উনি সারা রাত একাই ক্যালোর ব্যালোর করায় বাকী সব দেবতাদের ঘুমের খুবি ব্যাঘাত ঘটছিলো। তাদের তপস্যায় তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু এক মশার রূপ ধারন করে কালীকে সাঁটিয়ে কামড়ে দিলে দেবী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। যদিও শেষ মুহুর্ত্তে এক সপাট চড়ে মশাদেবের লীলা ঘুচিয়ে দেন। এক সামান্য টোল খাওয়া এক সুবিশাল প্রস্তর খন্ড এখনো সেই কিংবদন্তীর সাক্ষী। শ্রী বিষ্ণু না কি এক চাপড় খেয়ে উক্ত পাথরটির উপর আছড়ে পড়েন ,ফলে সেটি সামান্য টোল খেয়ে যায়।

    কিছু ঐতিহাসিকেরা অবশ্য বলেন উটি কুবলাই খাঁ এনেছিলেন মন্দিরটি ভেঙে দিতে কিন্তু খুব ক্ষিদে পেয়ে যাওয়ায় আর সেটি করে উঠতে পারেন নি।

    ঐ মন্দিরের মাশরুপ পাই প্রসাদ খেয়ে অবশেষে আমরা আবার রওয়ানা দিলেম চন্ডীগড়ের উদ্দেশ্যে।
  • সে | 198.155.168.109 | ০১ ডিসেম্বর ২০১৫ ১২:২৪687032
  • ১টি অসাধারন ভ্রমনকাহিনি হচ্ছে।
  • নারদ | 135.20.82.164 | ০১ ডিসেম্বর ২০১৫ ১৪:৩৪687033
  • ডিডি শ্যাষে সিকি কে এইভাবে আবাজ দিলেন?
  • de | 69.185.236.51 | ০১ ডিসেম্বর ২০১৫ ১৫:১৬687034
  • আরে ---

    দারুণ হচ্চে, ফাটাফাটি!! ঃ)))))
  • পাঠক | 126.50.59.180 | ০১ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৬687035
  • ডিডি জাস্ট চূড়ান্ত ফর্মে।

    সিকি এইবারে ডিডিকে পটলপেটা না করে।
  • Abhyu | 85.137.13.237 | ০১ ডিসেম্বর ২০১৫ ১৯:২৯687036
  • বেশ বেশ। অতঃ কিম?
  • Atoz | 161.141.84.176 | ০২ ডিসেম্বর ২০১৫ ০১:১৫687037
  • কী চমৎকার!!!! ঃ-)
  • dd | ০২ ডিসেম্বর ২০১৫ ০৯:০৪687038
  • আর সময় নষ্ট করার নেই। ভালো করে ফেসিয়ালটাও করে উঠতে পারি নি। কোনোরকমে ঢাকাই শাড়ীটার উপর বেনারসী ঘাগড়াটা পরে নিয়েছি আর মাংকি ক্যাপ।

    সন্ধ্যা হয়ে গেলে বেশ ভয়ের ব্যাপার। আমরা তো মধ্যপ্রদেশ ছাড়িয়ে মালাবারে পৌঁছে গেছি। দু ধারেই ঘন জংগল - একধারে ট্রপিক্যাল রেইন ফরেস্ট তো অন্য দিকে আর্কটিকের কনিফার ফরেস্ট। অন্ধকার হয়ে আসলে নানান হিংস্র জোনাকীরা দপ দপ করে উড়ে বেড়ায় এ ছাড়া বদমেজাজী গুবড়ে পোকারা তো আছেই।

    এই জংগলেই কুবলাই খানের সেনাপতি গোপাল ভাঁড় ভবানীদেবীর মন্দির প্রতিষ্ঠা করেন যেটি ভাঁড়ে মা ভবানীর থান নামে সুপ্রসিদ্ধ হয়। এই খানের ম্যাগী প্রসাদের যেমন নামডাক তেমনি গন্ধো।

    কিন্তু সে না হয় পরের বার করবো। আজ চালাও পান্সী মালিপাঁচঘরা।
  • de | 69.185.236.54 | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:২৫687040
  • এটা যে কি পোচোন্ডো স্ট্রেস রিলিভার হচ্ছে - মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে যতবার পড়ছি!
  • d | 144.159.168.72 | ০২ ডিসেম্বর ২০১৫ ১১:২৯687041
  • আমি মনশ্চক্ষে দেখতে পাচ্ছি কুমু ঢাকাই শাড়ীর ওপরে বেনারসি ঘাগরা পরে আর মাথায় মাঙ্কি ক্যাপ লাগিয়ে দিল্লী বইমেলায় গুরুর স্টলে বসে ফরিদা, শ্রাবণীর বই বিক্রী করছে ...........
    হা হা হা হা হো হো হো হো
  • kc | 198.236.238.22 | ০২ ডিসেম্বর ২০১৫ ১২:০৬687042
  • ডিডিদার সেই প্ল্যাটিপাসগুলো একেবারে হারিয়েই গেছে? কিছুতেই খুঁজে পাইনা। :-((
  • dd | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৮:৩৫687043
  • বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। রং পাল্টাচ্ছে আকাশ। গাছেরা ঝাপসা হয়ে আসছে।এক চুড়ান্ত অপরূপ দৃশ্য। এই সময়ে বেশ ক্ষিদে পায়।

    মিনেকরা টিপিন বাস্কো থেকে লাউএর পোলাউ,কেনটাকি ফ্রায়েড ঢ্যাঁঢ়্শ আর মুলো সন্দেশ খেয়ে নিলেম ঝট করে। তাড়াতাড়ি আবার একটু ড্রেস মেস। ঐ ডেনিমের কাঁথা স্টিচের লং স্কার্ট। উপরে বালুচরী লেদার জ্যাকেট।ম্যাচিং গাম বুট।

    ঝপ করে আন্ধার হয়ে এলো চাদ্দিক আর এই এক গোব্দা পিৎজার মতন চাঁদ উঠলো এক লাফে। আজ কি পুন্নিমে? একটু পরেই ছ্যার ছ্যার করে জ্যোৎস্না নামবে। মাথায় জ্যোৎস্না পরলে আমার আবার ঠান্ডা লাগে, তাই শলমা চুমকি দেওয়া পাগড়ীটা কষে বেঁধে নিলেম। বেগনে রঙের চাঁদ চশমাও পরে নিলেম। হাতেও দুম দাম চাঁদের আলো পড়ে ফোস্কা পরতে পারে, বাব্বা,সাবধানের মার নেই। তাই ভেলভেটের দস্তানাও সেঁটে নিলেম।
  • dd | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৮:৪২687044
  • মালাবার ছাড়িয়ে হিমাচলে ঢুকলেই যায়গার নাম গুলো বড়ো মিষ্টি হয়। পার হয়ে এলাম চকিতনয়নাপুর, শিখরীদশনা গড় আর কাট্রিনাকোনা।

    এর পরেই নলেঙ্গুর। আর তার পরেই তো চন্ডীগর।

    পথেই দেখি তোরোন টোরোন লাগানো হয়েছে।বড়ো বড়ো ব্যানার।কয়েকটি কাট আউট। পতাকা টতাকা।আমার বাপু একটু লজ্জাই করে।

    চন্ডীগরের বাকিংহাম প্যালেসে গাড়ী এসে থামতেই নিত্যানন্দ সসম্ভ্রমে গাড়ীর দরোজা খুলে দাঁড়ায়।শুরু হয় পুষ্প বৃষ্টি। গোলাপ রজনীগন্ধা যুঁই ফুল। বকফুল।

    এক ব্যাটা ক্যাকটাস ছুঁড়ে মারলে দেখি নিত্যানন্দ "বাপরে" বলে বসে পরেছে। আচ্ছা ন্যাকা তো। আরে,পাব্লিকেরা তো একটু দামাল হবেই।

    তা হোক। আমার ভ্রমন কাহিনী শেষ। চন্ডীগর - হিয়ার আই কাম।
  • Abhyu | 85.137.13.237 | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৮:৪৬687045
  • আমেন।
  • pi | 74.233.173.198 | ০৩ ডিসেম্বর ২০১৫ ০৮:৫৪687046
  • জাস্ট যা তা !
  • d | 144.159.168.72 | ০৩ ডিসেম্বর ২০১৫ ১১:০০687047
  • কিন্তু বোরোলীন, ইস্টোভ আর হাসিখুশি মুরগিগুলো? তাদের কি ফেরার পথে লাগবে?
  • de | 69.185.236.53 | ০৩ ডিসেম্বর ২০১৫ ১১:৫৮687048
  • যাঃ এত্তো তাড়াতাড়ি পৌঁছিয়ে গেলেন - এবার তাইলে ফিরুন -

    খুব ভালো হচ্ছে - আরোচ্চাই!
  • phutki | 202.193.171.151 | ০৩ ডিসেম্বর ২০১৫ ১২:১০687049
  • ডিডি দা কিন্তু দারুণ ফ্যশনেবল। সেশদিনের পোশাক তো যাকে বলে ফাটাফাটি।
  • d | 144.159.168.72 | ০৩ ডিসেম্বর ২০১৫ ১২:১৫687051
  • হুঁ শেষদিনের পোশাকটআ আসলেই ব্যপক। :-)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন