এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এই মাসেই বন্ধ হয়ে গেল রিসার্চ পেপার আর এইচ ডি কোয়ালিটি সিনেমা-র দুই বহুপরিচিত পাইরেটেড ওয়েবসাইট

    abcd
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১৫ | ৩৬৪১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • abcd | 24.139.222.66 | ১৩ নভেম্বর ২০১৫ ১২:১৪688053
  • সাই হাব, লাইব্রেরি জেনেসিস এসব ওয়েবসাইট থেকেই অতি সহজে রিসার্চ পেপার ডাউনলোড করা যেত বিনি পয়সায়, বাড়িতে বসেই। এলসভিয়ার-এর করা আপিলে সায় দিয়ে নিউ ইয়র্ক ডিসট্রিক্ট কোর্ট ইঞ্জাংশন জারি করল সাই-হাব, লাইব্রেরি জেনেসিস, বুকফি-র উপরে। আকাডেমিক ইন্সটিটিউশনের সাথে যেসব গবেষকরা সরাসরি জড়িত নন, যারা এলসভিয়ারের মতো পাবলিশিং হাউসের পেপার ইচ্ছেমতো সাবস্ক্রাইব করতে সবসময় সক্ষম নন তাদের অন্যতম মাধ্যম বন্ধ হয়ে গেল এই মাসেই। যদিও লাইব্রেরি জেনেসিস থেকে এখনও বই ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু পেপার ডাউনলোড বন্ধ হয়ে গেছে। আর সাই-হাব-এর সাইটটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না।

    ওয়াই টি এস, পপকর্ন টাইম ছিল শেষ কয়েক বছরে ফ্রি-তে এইচ ডি সিনেমা ডাউনলোড করার অন্যতম বিখ্যাত ওয়েবসাইট। তাও বন্ধ হয়ে গেল এই মাসেই। মোশন পিকচার্স এসোসিয়েশন অফ আমেরিকা-র হস্তক্ষেপে বন্ধ হল এই দুটি ওয়েবসাইট। ওয়াই টি এস-এ নতুন পুরনো মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার সিনেমা পাওয়া যেত ৭২০পি, ১০৮০পি, ৩ডি-তে।
  • সে | 198.155.168.109 | ১৩ নভেম্বর ২০১৫ ১৭:১৫688064
  • এইটে?
    http://gen.lib.rus.ec/
  • Blank | 213.132.214.85 | ১৩ নভেম্বর ২০১৫ ১৯:৫৫688075
  • সিনেমার জন্য আপনাদের টরেন্ট নেই?
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ নভেম্বর ২০১৫ ২০:১১688086
  • বেশীর ভাগ টরেন্ট সাইট পশ্চিম দেশ গুলোতে ব্লক হয়ে গেছে/যাচ্ছে।
  • Blank | 213.132.214.84 | ১৩ নভেম্বর ২০১৫ ২০:১৪688097
  • লোকে তো চিরকাল প্রক্সি দিয়ে নামায়।
  • T | 165.69.193.40 | ১৩ নভেম্বর ২০১৫ ২০:১৭688099
  • লাইব্রেরী জেনেসিস থেকে এখনো পেপার ডাউনলোড করা যাচ্ছে। রাশিয়ান ভার্সনটা দিয়ে ট্রাই করে দেখুন।
  • শ্রী সদা | 212.142.69.160 | ১৩ নভেম্বর ২০১৫ ২০:২০688101
  • রিসার্চ পেপারের আইডিয়া নেই, তবে সিনেমা পাইরেসি বন্ধ করলে কী প্রবলেম বুঝলাম না। লোকজন ঠিকঠাক পয়সা দিয়ে সিনেমা দেখুক বা ডিভিডি ভাড়া করুক।
  • ঊমেশ | 118.171.128.168 | ১৩ নভেম্বর ২০১৫ ২০:২০688100
  • একটা সময় প্রক্সি দরকার হতো না, ডাইরেক্ট চালু ছিল।
  • শ্রী সদা | 212.142.69.160 | ১৩ নভেম্বর ২০১৫ ২১:০৭688102
  • টরেন্ট নিয়ে সময় করে কিছু লেখার ইচ্ছে আছে। ছোটো ছোটো আই এস পি গুলো লোকাল পিয়ারিং আর ক্যাশিং ব্যবহার করে প্যারালাল হাই স্পিড পি টু পি নেটওয়ার্ক বানিয়ে ফেলছে যার বেশীরভাগটাই ইউজ হচ্ছে পাইরেসির জন্যে।
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ০৯:৪৩688054
  • ইহিরাম সাই হাব ডাউন হওয়ায় কান্না করছেন? EZproxyর মতো ইজি ফাইল থাকতে ভয়ের কি? শুনুন abcd, ইন্টারনেটে হাজার হাজার লাইব্রেরির ইউজারনেম/পাসোয়ার্ড মাছির মতো ভনভন করছে। যেকোন একটা দিয়ে কোন ইউনিভের লাইব্রেরিতে লগইন করুন, সেখান থেকে পেপার ডাউনলোড করতএ থাকুন। জেস্টর, আইট্রিপ্লি, সাইন্সডিরেক্ট, টেলর অ্যান্ড ফ্রান্সিস, এবস্কো, যা মন চায়। পেপার ডাউনলোড করা তো ছেলের হাতে মোয়া দাদা!

    আর মুভির জন্যও তো পাইরেটবে আছেই! আমি গেলো হপ্তায় এজ অফ আলট্রন ডাউনলোড করলাম হাই-রেজ ব্লু রে রিপ, খাসা প্রিন্ট। কলকাতায় থাকলে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের কানকশান নিয়ে নিন, ১৫০০-২০০০ এমবিপিয়েসের স্পিডে টরেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। শুধু টরেন্ট থেকে কিন্তু। ওরা ঐসব ক্যাশিং ট্যাশিং করে থাকে আর কি। পাইরেসি জিন্দাবাদ।
  • abcd | 233.223.145.78 | ১৪ নভেম্বর ২০১৫ ১০:৪৩688055
  • @T লিব জেন-এর কোন রাশিয়ান ভার্সনটার কথা বলছেন? লিঙ্কটা একটু দিতে পারবেন?
  • potke | 126.202.88.108 | ১৪ নভেম্বর ২০১৫ ১১:০৩688056
  • gen.lib.rus.ec
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ১১:২৫688057
  • আরেকটা কথা চুপি চুপি বলে দি, আমেরিকান ইউনিভের লাইব্রেরিতে লগইন করবেন না। ও ব্যাটারা খুব কিপ্টে, সব ডেটাবেসে সাবস্ক্রাইব করেনা (একটা এক্সেপশান ইউনিভ অফ ফিনিক্স)।

    তার্চেয়ে অস্টের্লিয়ান ইউনিভ বেছে নিন, ওরা দিলদরিয়া হয়। এতে সুবিধে কি, আপনি যে পেপারটা খুঁজছেন সেটা সরাসরি ওদের লাইব্রেরিতে না থাকলেও ওদের থ্রু দিয়ে ডেটাবেসে লগইন করে পেয়ে যাবেন। ধরুন আপনি গুগল স্কলারে সার্চ করে একটা পেপার ডাউনলোড করতে চান, Insights on the effective incorporation of a foam-based methanol reformer in a high temperature polymer electrolyte membrane fuel cell। পেপারটা এলসেভিয়ের এর, তাই সাইন্সডিরেক্টে আছে। কিন্তু আপনি যে ইউনিভ লাইব্রেরিতে লগইন করেছেন তাতে সার্চ মেরে এই পেপারটা পাচ্ছেন না। তাহলে উপায়?

    ভয় পাবেন না। লাইব্রেরিতে যেকোন একটা ওয়ার্ড দিয়ে সার্চ মারুন, যেমন carbon, যাতে প্রচুর রেজাল্ট আসে। এবার ইনক্লুশন/এক্সক্লুশন লিস্টে যান। সেখানে দেখুন একটা ফিল্ড আছে, পাবলিশার। সেখানে Science Direct Freedom Collection নামে একটা বাক্সো থাকবে। সেটায় টিক মেরে ওকে করুন, তাহলে সায়েন্সডিরেক্ট এর থেকে প্রচুর পেপারের লিংক পেয়ে গেলেন। যেকোন একটা ফলো করে সায়েন্সডিরেক্টে ড্জুকে যান। পেইজের ওপরে দেখুন Advanced Search, ওতে ক্লিক করুন। এবার আপনি যে পেপারটা চাইছেন সেটার নাম টাইপ করে সার্চ মারুন। আপনার সামনে হাজির পুরো পেপারটা, অ্যাক্সেস প্রোভাইডেড বাই ... ইউনিভ (যেটায় আপনি লগইন করেছেন)।
  • abcd | 233.223.145.78 | ১৪ নভেম্বর ২০১৫ ১১:৪৯688058
  • @নাল, কিন্তু মুশকিলটা ওই লগইন নিয়ে, ওটাই টপকাতে পারিনি। সার্চ দিয়েও ঠিক ঠাক জিনিষ খুঁজে পাচ্ছি না।

    @potke, ওই লিঙ্কটা থেকেও পেপার ডাউনলোড করা যাচ্ছে না আজকাল। আগে ওখানে সাইন্টিফিক আর্টিকেলস বলে একটা অপশন থাকত, তাতে ডি ও আই দিয়ে সার্চ দিলে এক্সাক্ট পেপার টা পাওয়া যেত। ৪-৫মাস যাবৎ ওটা বন্ধ।
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ১২:২০688059
  • আচ্ছা তাহলে আপনাকে শুরু করিয়ে দি। এদুটো আপাতত ব্যবহার করতে থাকুন

    http://search.proquest.com/?accountid=130654
    user name: KYHAXWIFRT
    Password: welcome

    http://search.ebscohost.com/
    user name: glion
    Password: library

    আর ইউনিভের পসোয়ার্ড গুগলে পেয়ে যাবেন, বুলিয়ান সার্চ মারুন। এখানেও মেম্বার হয়ে দেখতে পারেন http://ezproxy.catsboard.com/f10-ezproxy-passwords
  • ক্রূর সিং | 117.167.108.73 | ১৪ নভেম্বর ২০১৫ ১২:৩৩688060
  • লিব জেনের পেজে বাঁদিকের কোণে রাশিয়ান সাইটের লিঙ্কে ক্লিক করুন - রাশিয়ান স্ক্রিপ্টে যে পেজটা আছে সেখানে সায়েন্টিফিক আর্টিকলের অপশনটা আছে।
  • abcd | 233.223.145.78 | ১৪ নভেম্বর ২০১৫ ১২:৫৭688061
  • @নাল, @ক্রূর সিং ; ধন্যবাদ।

    সাই হাব-এর নতুন লিঙ্কটাও লিব জেন-এর রাশিয়ান পেজটায় দেওয়া আছে।
  • potke | 126.202.177.246 | ১৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৬688062
  • বেন আর্ফা বলে দিয়েছে।

    এরকম আরো হবে। কর্পো ইন্টারেস্ট ঢুকলে যা হবার তাই হচ্ছে। গুগল স্কলার দেখুন। মাইন করতেই দেয় না।

    এদিকে, স্প্রিংগার নেচার কে নিয়ে নিচ্ছে বলে জোর গুজব।
  • potke | 126.202.177.246 | ১৪ নভেম্বর ২০১৫ ১৪:৩০688063
  • মুভি পাইরেসি নিয়ে শ্রী সদার সাথে দ্বিমত নাই।
  • lcm | 118.91.116.131 | ১৪ নভেম্বর ২০১৫ ১৪:৩৬688065
  • ন্যাশনাল জিওগ্রাফিক-ও কিনে নিয়েছে ফক্স নিউজ
  • SC | 117.206.251.114 | ১৪ নভেম্বর ২০১৫ ১৫:১২688066
  • ইন্টারনেট একটা দারুন সোসিও ইকোনমিক experiment । আসলে দেখায় অনেকেই চোর, অন্যের জিনিস বিনাপয়সায় চুরি করতে কোনো অসুবিধা নেই, যতক্ষণ না আইনের লম্বা হাতের ভয় আছে। আসলে পুলিশে ধরবে বলেই বেশিরভাগ লোক চুরি করেনা, নইলে হই হই করে মিষ্টির দোকান থেকে মিষ্টি, সিডির দোকান থেকে গান, শাড়ির দোকান থেকে শাড়ি চুরি করত। রেস্টুরেন্টে খেয়ে পয়সা না দিয়ে বুক চিতিয়ে বেরিয়ে আসত, গয়নার দোকান থেকে পটাপট পছন্দের নাকছাবি উঠিয়ে নিত ইত্যাদি।
    এগুলো করতে যদি সামাজিকভাবে বাধে, তাহলে ওই এ সাইট ও সাইট ঘুরে, মাছির মত ভন ভন করা পাসওয়ার্ড নিয়ে বেআইনি ভাবে সাইটে ঢুকে সেখান থেকে ডাউনলোড করতেও বাধা উচিত।
  • abcd | 233.223.145.78 | ১৪ নভেম্বর ২০১৫ ১৫:২৪688068
  • ২০১২-তে লাইব্রেরি ডট এন ইউ বন্ধ করে দেওয়া নিয়ে একটা লেখার লিঙ্ক প্রসঙ্গত দিয়ে রাখি।
    https://knowledgeutopia.wordpress.com/2014/01/22/the-burning-of-library-nu/
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ২১:৪৭688069
  • SC আমার মনে কথা বলেছেন। আর এজন্যই সাই হাবের আলেক্সান্ড্রা এলবাকিয়ানের কথা শুনে কুলকুল করে আমার হাসি পায়। পাতি কথা এলসেভিয়ের এর থেকে পেপার চুরি করছে, সেকথা আবার সোজাসুজি স্বীকারও করবেনা। আমি তো পেপার ডাউনলোড করি, বই, গান, মুভি ডাউনলোড করি একথা জেনেই যে চুরি করছি। চুরিকে চুরি বলবো না? আর পুলিশের হাতে ধরা পড়ার ভয় না থাকলে যে আমি চুরি করে ফাঁক করে দিতাম বা আমার মতো আরো অনেকে দোকানশুদ্ধু লোপাট করে দিতো এনিয়ে আমার কোন সন্দেহ নেই।

    ইন্টারনেটে যদি পুলিশ পাহারা বসে আর যারা ডাউনলোড করছে তাদের যদি পুলিশ ধরতে শুরু করে, মানে আমাদের মতো পাব্লিকদের যারা টরেন্ট, সাই হাব, ন্যাপস্টার, জিরো ডে ক্র্যাক করে বেড়াই তাদের, তাহলে দেখবেন ইন্টারনেটে চুরি আপসে কমে যাবে। পাতি ইউজার যারা তাদের জেলের ভয় না দেখানো অবধি ইন্টার্নেটে চুরি বন্ধ হবেনা। জাস্ট লাইক রিয়েল লাইফ।
  • T | 165.69.193.30 | ১৪ নভেম্বর ২০১৫ ২২:০৫688070
  • এখানে একটা কথা। স্প্রিঙ্গারের বইগুলোর বেশীরভাগের দাম আকাশছোঁয়া। সেরকম মাপের লাইব্রেরী না হলে সব বই পাওয়াও যায় না। এইসব বই বিক্রী হয় খুব কম। প্রথমদিকে যখন গিগাপিডিয়া ছিল, তখন স্প্রিঙ্গারের প্রায় সমস্ত বইয়ের পিডিএফই গিগাপিডিয়াতে পাওয়া যেত। চরম মামলা মোকদ্দমার সময় গিগার তরফে এও প্রস্তাব দেওয়া হয় যে ইউজাররা নিজেদের অ্যাকাউন্টে প্রতি বই ডাউনলোড পিছু এক ডলার করে দেবে। ওরা হিসেব কষে দেখিয়েছিল যে, এর থেকে কিছুটাকা যদি স্প্রিঙ্গারকে দেওয়া হয় তাহলেও সেটা বইয়ের অ্যাকচুয়াল বিক্রী বাবদ যে দাম হয় তার থেকেও বেশী। স্প্রিঙ্গার এ প্রস্তাবে রাজী হয় নি। কেন হয়নি কে জানে!
  • ক্রূর সিং | 117.167.108.172 | ১৪ নভেম্বর ২০১৫ ২২:১৯688071
  • স্প্রিঙ্গার, এলসেভিয়ার, এসিএম, আই-ট্রিপল-ই বা পাবমেড ইঃ যাই নাম করুন - রিসার্চ পেপার কুক্ষিগত করে রাখা মানতে পারি না। কনফারেন্সে লোকে প্রেজেন্ট করে বাকিদের জানানোর জন্যে, আর এঁয়ারা ইন্ডেক্সিংএর নাম করে সেটিকে লুকিয়ে রেখে দেবেন, বা একটা আর্টিকলের জন্যে উনিশ ডলার চাইবেন। বেশ করে লোকে লিবজেন থেকে ডাউনলোডায়।
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ২২:২১688072
  • বইএর দাম আকাশছোঁয়া হলে বা পেপারের সাবস্ক্রিপশান রেট বেশী হলে সেগুলো ইল্লিগালি ডাউনলোড করা অবশ্য জাস্টিফায়েড হয়ে যায়না, যেটা আলেক্সান্ড্রা এলবাকিয়ান ইমপ্লাই করতে চেয়েছে। চুরি ইজ চুরি। আমি এলসেভিয়ারের পেপার সাই হাব থেকে ডাউনলোড করি সেটাও চুরি, পুজোবার্ষিকি আনন্দবাজার দরিদ্রডটকম থেকে ডাউনলোড করি সেটাও চুরি। আবার অনেকে বলে স্টুডিওগুলো মুভি বানিয়ে কতো লাভ করে তাই টরেন্ট থেকে মুভি ডাউনলোড করাই যায়। যাক্কলা! টরেন্ট থেকে গান বা মুভি ডাউনলোড করা বা লিবজেন থেকে বই ডাউনলোড করা মানে চুরি করা সেকথা স্বীকার করতে এতো কষ্ট কেন বাপু? আমি সেদিন লিবজেন থেকে কোটজ আর টাউনসেন্ডের কেমিস্ট্রি বই ডাউনলোড করলাম। সে তো চুরিই করলাম! সে বইটার দাম আকাশছোঁয়া হলে কি এলবাকিআনের মতো বলবো নাকি যে চুরি করিনি ভাই শুধু ডাউনলোড করলাম?
  • ক্রূর সিং | 117.167.108.172 | ১৪ নভেম্বর ২০১৫ ২২:২৪688073
  • তাও আশার কথা একটা বড় সংখ্যার রিসার্চার এই পাবলিশিং হাউজগুলোর মত ঢ্যামনা নয়, অনেকেই arXiv এ তুলে রাখে, বা রিসার্চগেটে রিকো দিলে অফলাইনে পাঠিএ দেয়।
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ২২:২৪688074
  • ক্রূর সিং জিন্দাবাদ! আমি লিবজেন আর ezproxy দিয়ে পেপার আর বই ডাউনলোড করি (নাকি চুরি করি?) বেশ করি। প্রায় চব্বিশ ঘন্টা টরেন্ট চালিয়ে রাখি তাতে কার কি? সোজা কথা ভারতে যদ্দিন না পুলিশি ব্যবস্থা কড়া হচ্ছে তদ্দিন ডাউনলোড (নাকি চুরি?) চালিয়েই যাবো।
  • নাল | 208.7.62.204 | ১৪ নভেম্বর ২০১৫ ২২:২৬688076
  • আস্তে আস্তে ওপেন সোর্স সাইটও হচ্ছে। তাই সবসময়ে চুরি করেই ডাউনলোড করতে হবে, ভবিষ্যতে এরকম নাও হতে পারে।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন