এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিহার - মোদির অশনি সঙ্কেত ?

    pi
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৫ | ২৯৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 233.176.8.87 | ০৮ নভেম্বর ২০১৫ ১৪:২৫688284
  • অশনি সঙ্কেত কিনা এই নিয়ে আলোচনা তো হোকই। কিন্তু আজকের ফলাফলের ধারাবিবরণীটাও একটু টইতে থাকলে ভাল হত। মিডিয়ার ভেল্কিবাজির একটা ক্রনিকল থাকতো। জি ( এবং সেহেতু চব্বিশ ঘণ্টা) বিজেপি র চ্যানেল, প্রভাব থাকবে, তাও বোঝা যায়, আজ তক ও হয়তো তাই, কিন্তু এন ডি টি ভি, এবিপি আনন্দ ( গোড়ার দিকে বেশ কিছুক্ষণ) ও ছড়ালো নাকি বায়াসড ছিল, এখনো ধাঁধা। প্রিপোল, এক্সিট পোল নিয়েও অনেক প্রশ্ন আবারো উঠে গেল।
    ভাটের ৩১৬০৭ পাতা থেকে আছে , http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=4&porletPage=1&porletSubPage=31607

    এখানেও।
    https://www.facebook.com/groups/guruchandali/1102494196435192/?notif_t=like

    যাহোক, কথা হোক।
  • কল্লোল | 125.242.186.138 | ০৮ নভেম্বর ২০১৫ ১৬:৫৪688295
  • একে বলে গো-হারা।
  • pi | 24.139.209.3 | ০৮ নভেম্বর ২০১৫ ১৭:০০688306
  • গো-হারান বলে গো-হারান ! এতো দেখি লালুর বলা ১৯০ এর দিকে এগোচ্ছে ! ১৭৯ -৫৮ !!
  • Shibir | 113.16.71.69 | ০৮ নভেম্বর ২০১৫ ১৮:৪৩688328
  • বিহারে হারের কারণ খুঁজতে মোদী আর অমিত শা কে এবার গবেষণা করতে হবে।
  • souvik ghoshal | ০৮ নভেম্বর ২০১৫ ১৮:৫৯688339
  • বিহার নির্বাচন একটি কম খারাপ বিকল্প বেছে নেবার নির্বাচনে পর্যবসিত হয়েছিল, কারণ জনগণের শক্তি আন্দোলন কয়েকটি সীমাবদ্ধ আসনের বাইরে তেমন সম্ভাবনা তৈরি করতে সক্ষম হয় নি। বামেরা গোটা রাজ্য জুড়েই প্রার্থী দিলেও পাঁচ ছয়টির বেশি আসনকে সম্ভাবনাপূর্ণর বেশি ভাবতে পারছিলেন না। শুধু মিডিয়াতেই নয় বাস্তবেও এটা ছিল বিজেপি বনাম জে ডি ইউ - আর জে ডি জোট এর লড়াই। মাঝি বা রামবিলাস রা পার্শ্বচরিত্র হিসেবে অবশ্যই হাজির ছিলেন বিজেপির এন ডি এ জোটে - নিজের নিজের সামাজিক বর্গ ও ভোটব্যাঙ্ক নিয়ে। কংগ্রেস এর (অবক্ষয়িত) জাতীয় গরিমা লালু নীতীশদের পাশে থেকেছে। যদিও বেসুর বেজেছিলেন মুলায়ম। আর ছিলেন সীমাঞ্চলে আসাদউদ্দিন ওয়াইসি, তার নিজস্ব নয়া জিন্না প্রকল্প নিয়ে।
    নির্বাচন চলাকালে গণতান্ত্রিক মহলের কাছে অবশ্যই এটা সহিষ্ণুতা ইস্যুতে দাঁড়িয়ে গেল এক বিজেপি বিরোধী নির্বাচনে, যেখানে বিজেপিকে হারাতে কংগ্রেস লালু থাকা নীতীশ এর জোটকে জেতানো ছাড়া কোনও পথ নেই। সেই সীমাবদ্ধ সুযোগই গ্রহণ করলেন বিহারের পিছিয়ে পড়া দরিদ্র দলিত জনসমাজ। বিহারে যারা হারলেন তাদের পরাজয় জাতীয় স্বার্থ হয়ে উঠছিল। কিন্তু যারা জিতলেন তারা অপরিচিত কোনও শক্তি নন। কংগ্রেস বা লালু শাসন এর হাসফাঁস অভিজ্ঞতা বিহারে এবং দেশে সুপরিচিত। লালুর এই জোটবদ্ধ বিজয় নব্বই এর শুরুতে ওঠা মণ্ডল হাওয়া ও উচ্চবর্গ বিরোধী আন্দোলন থেকে সূচীত হওয়া বিজয়ের সঙ্গে মৌলিক পার্থক্যের দাবি রাখে। নব্বই এর শুরুতে সেই বিজয়ে ছিল নিম্নবর্গের উচ্ছ্বাস, কিছুদিনের মধ্যেই অবশ্য যার সীমাবদ্ধতাগুলো প্রকট হয়ে উঠতে শুরু করেছিল এবং তার নিজের জবানী অনুযায়ীই মধ্যবিহারে কৃষক আন্দোলনের উত্তুঙ্গ শক্তি মার্কসবাদী লেনিনবাদীদের হারাতে তিনি শয়তানের হাত ধরতেও প্রস্তুত হয়েও ছিলেন। ধরেও ছিলেন। বিহার প্রত্যক্ষ করেছিল একের পর এক নারকীয় দলিত গণহত্যা। বাথে বাথানি লখীমপুর সহ আরো বেশ কিছু। সেই লালু আবার বিজেপি বিরোধিতার আবহে ক্ষমতায়।
    জঙ্গলরাজ ও পশুখাদ্য কেলেঙ্কারি কলঙ্কিত লালু বিরোধিতার সেই মহলকে কাজে লাগিয়ে নীতীশ যখন বিহারে ক্ষমতায় এলেন তখন বাবড়ি মসজিদ কাণ্ড পরবর্তী প্রায় একঘরে বিজেপির সাথেই জোট বাঁধলেন তিনি। এই নির্বাচন চলাকালে তাকে সমর্থন জানানো পাশের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই। দুজনের ট্রাজেক্টরিতে বেশ কিছু মিল। প্রয়োজনে বিজেপির হাত ধরা ও ছাড়ার ক্ষেত্রে, তবে সে অন্য প্রশ্ন। নীতীশ এর আমীর দাশ কমিশনকে বন্ধ করে দেওয়া বা বন্দ্যোপাধ্যায় কমিশনের ভূমিসংস্কার প্রস্তাবকে হিমঘরে পাঠানোর মধ্য দিয়ে কৃষক আন্দোলন ও নিম্নবর্গের উত্থান আকাঙ্ক্ষাকে যা বার্তা দেওয়ার ছিল তিনি দিয়ে দিয়েছেন।
    সব মিলিয়ে সামগ্রিকভাবে বিহার এর এই ফলাফল টু স্টেপ ব্যাক কে রোখার ফলাফল বলা যেতে পারে।
    পুনশ্চ - গতবার বামেরা একটি আসন জিতেছিল এবার তিনটি আসন জিতেছে। গতবারের আসন টি ছিল সি পি আই এর। এবার তিনটি আসন জিতেছেন সি পি আই (এম এল) লিবারেশন প্রার্থীরা।
  • souvik ghoshal | ০৮ নভেম্বর ২০১৫ ১৯:০০688350
  • বিহার বিধানসভায় তিনটি আসনে জয় পেল সি পি আই (এম এল) লিবারেশন। বলরামপুর আসনে জিতলেন মেহবুব আলম, দারৌলি আসনে জিতলেন সত্যদেও রাম, তারারি আসনে জিতলেন সুদামা প্রসাদ।

    পাটনা থেকে ১৩০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত এলাকা সিওয়ান। সেখানে রাজনীতি করতে এলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্র এবং ছাত্র সংসদের সভাপতি চন্দ্রশেখর। সিওয়ানের প্রত্যন্ত এলাকায় তখন লালু যাদব এর দল ও তার বাহুবলী নেতা শাহাবুদ্দিন রাজ চলছে। সেটাই চ্যালেঞ্জের মুখে পড়ল চন্দ্রশেখর ও সি পি আই (এম এল) এর আন্দোলনে। লালু শাহাবুদ্দিন এর মোকাবিলা করতে চাইলেন তরুণ নেতা সহ সি পি আই (এম এল) কর্মীদের হত্যা করার মধ্য দিয়ে। চন্দ্রশেখর বক্তৃতা দেওয়ার সময় শহীদ হলেন শাহাবুদ্দিন ও তার সাকরেদদের গুলিতে। আরো কয়েকজন সি পি আই (এম এল) নেতা কর্মী শহীদ হলেন।
    আন্দোলন চলল। সিওয়ানে আস্তে আস্তে বড় শক্তি হয়ে উঠল মালে। নতুন ভাষা পেল দলিত সংখ্যালঘু ভূমিহীন প্রান্তিক কৃষকের লড়াই।
    রাজনীতি সূত্রে কয়েকবার গেছি সিওয়ানে। চন্দ্রশেখরের বাড়িতেও গেছিলাম। দেখা হয়েছিল, কথা হয়েছিল তার মায়ের সঙ্গে। ছেলের মৃত্যু যন্ত্রণা সহ্য করে তিনিও সামিল আন্দোলনে। আমাদের যুব সম্মেলনে প্রয়াত পুত্রের প্রতিনিধি হিসেবে তিনিই তুলেছিলেন লাল পতাকা।
    সিওয়ানের সামনের সারির রাজনৈতিক ব্যক্তিত্ব অমরজিৎ খুশওয়া। আমার অনেক দিনের বন্ধু। দেশের বিভিন্ন প্রান্তে সভা সমিতি সম্মেলনে দেখা হয়, কথা হয়। সিওয়ান ও বিহার রাজনীতির হাল হকিকৎ শুনি তার কাছ থেকে। পাই মিথ্যা মামলায় তাকে বারবার ফাঁসানো আর কারাবন্দী করার খবর। তিনি এবার নেতৃত্ব দিলেন সিওয়ানের লড়াইতে। লড়লেন জিরাডি আসন থেকে। সিওয়ানের অন্য একটি আসন দারৌলি থেকে জিতলেন সত্যদেও রাম।
    সিওয়ানে লিবারেশন এর এই জয় বহু বছরের আন্দোলন আর রক্তক্ষয়ের ফসল। বিজয়ের পর যে লাল পতাকা দুলবে খুশিতে, সেই লাল পতাকা রঙীন হয়েছে চন্দ্রশেখর এর রক্তে, অন্যান্য শহীদদের রক্তে। তাদের লাল সেলাম।
  • b | 24.139.196.6 | ০৮ নভেম্বর ২০১৫ ১৯:০৯688361
  • জিরাদেই। জিরাডি নয়। অন্য ক্লেম টু ফেম হল রাজেন্দ্রপ্রসাদের জন্মস্থান।
  • | 183.17.193.253 | ০৮ নভেম্বর ২০১৫ ১৯:১৫688366
  • লিবারেশানের সাইট গুলোয় ধুলো পড়ে যাচ্ছে যে, এখনো পর্যন্ত নির্বাচনের আপডেট দেখলাম না।
  • pi | 233.176.7.86 | ০৮ নভেম্বর ২০১৫ ১৯:২৭688285
  • মজা হল, দিল্লি , বিহারে দু জায়গাতেই প্রোজেক্টেড মুখ ছিলেন মোদি। মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেটের পোস্টার ক'টা দেখা গেছে সন্দেহ, ক'জন নামও জানতেন তাতেও। হারটা তাই অবশ্যই মোদির। অমিত শাহের সাথে। সাম্প্রদায়িক রাজনীতির সাথে। এদিকে চ্যালারা চ্যানেলে চ্যানেলে এখনো সুপ্রিমোকে বাঁচাতে ব্যস্ত। অমিত শাহের চেয়ার নাড়িয়ে দিলেও পার্টি ওঁকে চেয়ার থেকে মোটেই নাকি সরাবে না। যত এমন কুড়ুল মারে ততই ভাল।

    ওদিকে কেজরি মিডিয়াকে একহাত নিলেন। বললেন কয়েকটা মিডিয়াকে কিনে নিয়ে , সারাদিন ধরে নিজেদের প্রচার করিয়ে, হাওয়া তৈরি ক'রেও দিনের শেষে এমনি হারতে হতে পারে, জনগণ মুখের উপর টমেটো ছুঁড়েছে ঃ)

    তাও, নানা খাতে নানা কাটের ঘোষণা, গুচ্ছ অতিরিক্ত পরিষেবা করের ঘোষণা বিহার নির্বাচনের পরে হয়েছে। আগে হলে মনে হয় ৫০ ও পার করতে হত না।
  • pi | 233.176.7.86 | ০৮ নভেম্বর ২০১৫ ১৯:৪১688286
  • ভোটের ফলাফল উল্টোপাল্টা দেখানো নিয়ে ২৪ ঘণ্টা যা গ্যাটিস মারার চেষ্টা করলো, হাসি পেয়ে যায়। এখন সবটাই প্রোজেক্টেড হচ্ছে ঢেঁ কুচকুচ, সাপ লুডো হিসেবে। একবার নাকি মোদি উঠেছে, একবার জোট। নিজেদের (ইচ্ছাকৃত?) ভুলভাল প্রোজেক্শনের ছড়ানো কি এভাবে গোটানো যায় ? অবশ্য সে সুযোগে বিজেপি র ভয়েসটাও ( জিতছে ভেবে সকাল থেকে নেতা সমর্থকেরা যে সব বারফাট্টাই দিচ্ছিলেন) বেশ কয়েকবার শুনিয়ে দেওয়া গেল।
    এই চ্যানেলটার বাম থেকে রাম ট্রান্জিশনটাও চোখে পড়ার মত ছিল। তবে এখন চক্ষুলজ্জার খাতিরেই কিছুদিন অন্তত মোদি সমালোচনা চলবে হয়তো। অন্য কিছু চ্যানেলেও।
  • souvik ghoshal | ০৮ নভেম্বর ২০১৫ ১৯:৫৭688287
  • বিহার বিধানসভায় সি পি আই (এম এল) লিবারেশন এর বিজয়গুলি গণহত্যা ও গণসংগ্রামের দীর্ঘ মূল্যে প্রাপ্ত। দয়া করে সাধারণ সংসদীয় বিজয়ের সঙ্গে - যেখানে মানি পাওয়ার মাসল পাওয়ার প্রায়শই নির্ণায়ক বিষয় হয়ে ওঠে, লগ্নি করা হয় দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল টাকা - এই বিজয়ের মৌলিক প্রভেদটা লক্ষ্য করবেন।
    বিহার বিধানসভায় তিনটি আসনে জয় পেল সি পি আই (এম এল) লিবারেশন। বলরামপুর আসনে জিতলেন মেহবুব আলম, দারৌলি আসনে জিতলেন সত্যদেও রাম, তারারি আসনে জিতলেন সুদামা প্রসাদ।
    মেহবুব আলমের কাটিহার আসনে জয় যদি সাম্প্রতিক সময়ের অসহিষ্ণুতার রাজনীতির বিরুদ্ধে সংখ্যালঘু প্রধান অঞ্চলের মানুষের বলিষ্ঠ প্রতিবাদ হয়, তবে দারৌলি জয়ের প্রেক্ষাপটে রয়েছে শহীদের রক্তর বিনিময়ে অর্জিত সাফল্য আর তারারি সেই বহু (কু)খ্যাত বাথানি গণহত্যার বিরুদ্ধে প্রান্তিক মানুষের নাছোর লড়াইয়ের নির্ণায়ক রায়।
    পাটনা থেকে ১৩০ কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত এলাকা সিওয়ান। সেখানে রাজনীতি করতে এলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্র এবং ছাত্র সংসদের সভাপতি চন্দ্রশেখর। সিওয়ানের প্রত্যন্ত এলাকায় তখন লালু যাদব এর দল ও তার বাহুবলী নেতা শাহাবুদ্দিন রাজ চলছে। সেটাই চ্যালেঞ্জের মুখে পড়ল চন্দ্রশেখর ও সি পি আই (এম এল) এর আন্দোলনে। লালু শাহাবুদ্দিন এর মোকাবিলা করতে চাইলেন তরুণ নেতা সহ সি পি আই (এম এল) কর্মীদের হত্যা করার মধ্য দিয়ে। চন্দ্রশেখর বক্তৃতা দেওয়ার সময় শহীদ হলেন; শাহাবুদ্দিন ও তার সাকরেদদের গুলিতে। আরো কয়েকজন সি পি আই (এম এল) নেতা কর্মী শহীদ হলেন। আন্দোলন চলল। সিওয়ানে আস্তে আস্তে বড় শক্তি হয়ে উঠল মালে। নতুন ভাষা পেল দলিত সংখ্যালঘু ভূমিহীন প্রান্তিক কৃষকের লড়াই।সিওয়ানে লিবারেশন এর এই জয় বহু বছরের আন্দোলন আর রক্তক্ষয়ের ফসল। বিজয়ের পর যে লাল পতাকা দুলবে খুশিতে, সেই লাল পতাকা রঙীন হয়েছে চন্দ্রশেখর এর রক্তে, অন্যান্য শহীদদের রক্তে। তাদের লাল সেলাম।
    ভোজপুর জেলার যেখানে বাথানিটোলা গণহত্যা ঘটেছিল সেখানেই তারারি বিধানসভা আসন। সেই তারারি আসনে এবার বিধানসভা নির্বাচনে জয়ী সি পি আই (এম এল) লিবারেশন।
    ষোল বছর আগে মধ্য বিহারের ভোজপুর জেলার বাথানিটোলায় একুশজনকে – যাদের বেশিরভাগই ছিল নারী ও নাবালক, এমনকী দুধের শিশুও –দিনের আলোয় কুপিয়ে খুন করা হয়েছিল। এই ঘটনার পরেই গোটা দেশ রণবীর সেণার মত সামন্তী শক্তির তৈরি এক জঘন্য বাহিনীর অস্তিত্ব সম্পর্কে সজাগ হয়, যারা উনিশশো নব্বই এর দশকের দ্বিতীয় পর্ব জুড়ে মধ্য বিহারে একের পর এক নারকীয় গণহত্যার মধ্য দিয়ে শয়ে শয়ে মানুষকে হত্যা করেছিল।
    বাথানিটোলা ছিল একটা রাজনৈতিক গণহত্যা। এখানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী লেনিনবাদী) লিবারেশনের সমর্থকদের একটা শিক্ষা দিতে চাওয়া হয়েছিল। নারী ও শিশু, এমনকী গর্ভবতী নারী ও দুধের শিশুদেরও নিশানা করে দিনের আলোয় সংগঠিত এই আক্রমণে যে নৃশংস বর্বরতা দেখা গিয়েছিল তা জনজাতিদের নিকেশ করার উদ্দেশ্যে সংগঠিত গণহত্যাতেই সাধারণত দেখা যায়। নারীদের নিশানা করা হয়েছিল কারণ তারা ‘নকশালপন্থীর জন্ম দেবে’, শিশুদের নিশানা করা হয়েছিল কারণ তারা ‘নকশালপন্থী হয়ে যাবে’।
    আজকের এই জয়ের মুহূর্তে বাথানিটোলার সেই শহীদদের আমরা স্মরণ করি। বাথানিটোলার প্রান্তিক মানুষদের নাছোড় সংগ্রাম লাল সেলাম।
  • pi | 233.176.7.86 | ০৮ নভেম্বর ২০১৫ ২০:০৫688288
  • এদিকে বলছে নাকি বিহারের লোকজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে আসাম , ইউ পি র নেতাদের ঢোকাবে !
  • pi | 233.176.7.86 | ০৮ নভেম্বর ২০১৫ ২০:২০688289
  • সৌভিক, বাথানিটোলা নিয়ে লড়াই, চন্দ্রশেখর ও তৎপরবর্তী লড়াই অবশ্যই প্রশংসনীয়, কিন্তু একটা প্রশ্ন রইলো প্রথম লাইনটা নিয়ে। এবারের নির্বাচন কতটা টাকা আর ক্ষমতার খেলা ছিল, এই মেজরিটি জায়গায় জোটের জয়কে কি 'মানি পাওয়ার মাসল পাওয়ার ' কতটা 'নির্ণায়ক বিষয়' হয়েচিল ?
    'দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল টাকা' কতটা লগ্নি হয়েছিল ?
    মানে, তুমি কি এবারে জোটের প্রার্থীদের জয় আর লিবারেশনের জয়ের পিছনের কারণ আলাদা বলছো ?
  • souvik ghoshal | ০৮ নভেম্বর ২০১৫ ২০:৪৫688290
  • আমি সাধারণভাবে নির্বাচন জয়ের সঙ্গে বিপ্লবী বামপন্থীদের জয়ের পার্থক্য করতে গিয়ে এটা বলেছি ইপ্সিতা। লক্ষ্য করো আমার লাইনটা
    "সাধারণ সংসদীয় বিজয়ের সঙ্গে - যেখানে মানি পাওয়ার মাসল পাওয়ার প্রায়শই নির্ণায়ক বিষয় হয়ে ওঠে" - প্রায়শই, সাধারণ শব্দগুলো জেনারেল ট্রেন্ডকে প্রকাশ করছে, এই নির্বাচনে সেগুলো ব্যবহৃত হয়েছে একেবারেই বলছি না, বরং এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার বলে প্রশংসিত।
    আমার লেখার মূল জোরটা বিপ্লবী বামেরা কীভাবে নির্বাচনে লড়েন, কীভাবে তাদের রাজনীতি করতে হয়, লড়তে হয়, জিততে হয় তা নিয়ে। কংগ্রেস, বিজেপি, তৃণমূল আদি দলগুলোর সাথে বিপ্লবী বামেদের এমনকী নির্বাচনী লড়াই এর পার্থক্য নিয়ে।
    আশা করি কোথাও আগে অস্পষ্টতা থেকে থাকতে স্পষ্ট করতে পেরেছি।
  • pi | 233.176.11.49 | ০৮ নভেম্বর ২০১৫ ২০:৫৮688291
  • হ্যাঁ, বুঝলাম।

    আর এবারে যেরকম অবাধ নির্বাচন হয়েছে বলছে, সেটা সত্যি হলে, সবার আগে সেটার প্রশংসা করতে হয়। বিহারে কীভাবে এটা সম্ভব হল, বাংলায় কেন হয় না ?
  • PT | 213.110.246.23 | ০৮ নভেম্বর ২০১৫ ২১:০৬688292
  • বাম-জোটের বিজেপির বিরুদ্ধে "মহাজোট"-এ যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমার মনে সংশয় ছিল। কিছুদিন আগে অসীম চাটুজ্জে আবাপ-তে বামেদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন।
    সৌভিককে ধন্যবাদ।
  • Sakyajit Bhattacharya | ০৮ নভেম্বর ২০১৫ ২৩:১০688293
  • বিজেপি-র বোঝা উচিত ছিল লালু বরাবর-ই গরুদের মুখের খাবার ছিনিয়ে নেওয়ায় এক্সপার্ট
  • Du | 106.226.144.2 | ০৮ নভেম্বর ২০১৫ ২৩:৩১688296
  • সিপিআই (এম এল) এর জয়ের জন্য লাল সেলাম। লালু নিতীশকে তো অভিনন্দন বটেই। আরো বড় কুর্নিশ জানাই বিহারের মানুষকে যে তারা মোদীর মুখের ওপর এমন সপাট জবাবটা দিতে পারলেন।
  • robu | 11.39.38.139 | ০৮ নভেম্বর ২০১৫ ২৩:৩১688294
  • ঃ-)
  • pi | 192.66.66.104 | ০৯ নভেম্বর ২০১৫ ০০:২৫688297
  • ঃ)
  • pinaki | 90.254.154.67 | ০৯ নভেম্বর ২০১৫ ০৩:১৩688298
  • এখানে দেখলাম সবাই যোগেন্দ্র যাদবকে গাল দিচ্ছে। কিন্তু উনি তো ইলেকশনের রেজাল্ট বেরোনোর আগেই ওনার ফেবুতে এইটা লিখেছিলেন।

    Grand Alliance headed for majority: My take on Bihar poll forecasts
    Habits of previous birth die hard. So, I have been following all the exit polls and media reporting on Bihar elections with a lot of interest. I did not get into making a forecast, for I did not have to. Also, I did not have access to survey data, nor did I travel to Bihar this time (I was busy with yatra of drought affected areas through the country).
    Now that the last vote is cast and all the polls and forecasts are out I can offer my take without fear of being misunderstood, except by die-hards who detect a conspiracy in everything. Statutory warning: I have no special access to any secret poll; my reading is based purely on electoral commonsense and some experience in reading exit polls over the years.
    I think the Grand Alliance is headed for a clear, perhaps even comfortable, majority. If my reading is correct, its tally could go well beyond the highest forecast of 130 seats.
    My reasoning is as follows. Over the last two decades, almost all exit polls have over-estimated the BJP or the alliance favoured by the upper caste. This error could be anything between 2-4% points. This is not due to any upper caste conspiracy (no media house wants to get its exit poll wrong) but due to a sampling bias built in the methodology of exit polls. When you stand outside the polling booth, the voters who agree to be interviewed tend to be more from powerful social groups. Although the situation has changed a lot in the last two decades, the voters from weaker communities are less likely to speak the truth in public.
    This error could be decisive in a close election like this one. All the polls are reporting that the difference between the two main rivals is around 1-2% votes. They also tell us that this has been a very polarising elections where the upper castes and OBCs (but not SCs) are sharply divided. So the sampling and reporting error would work almost entirely against the Grand Alliance (with the exception of BJP's dalit allies).
    Assuming that the error is around 2%, the findings of all the polls should be adjusted to reduce NDA vote share by 2% points and increase GA by 2%. This would dramatically change the balance in favour of the Grand Alliance, which would enjoy a lead of 3-5% over the NDA. (Please note that the CSDS survey, which uses post-poll and not exit poll, reported in the Indian Express today, projects a 4% lead for Grand Alliance. I have nothing to do with that survey any more, but continue to trust its methodology and fieldwork more than anything else) In a straight bipolar contest, it could give the GA a clear majority.
    One fine point that could help the GA in translation of votes into seats. The polls suggest (NDTV poll brought it out clearly) that this election has levelled the difference between different regions. In this situation, a small lead in terms of votes would be spread fairly evenly and could yield lots of seats to the leading party. To make matters worse for the NDA, it appears to be doing much better in urban areas. Concentration of votes in urban pockets could give NDA big victories in the few urban seats but leave it more vulnerable against the GA in the overwhelmingly rural Bihar.
    As I said, all this is pure speculation, devoid of any fresh evidence or political motives. Everyone is welcome to have fun at my expense tomorrow if this proves mistaken.
  • pi | 233.176.12.114 | ০৯ নভেম্বর ২০১৫ ০৮:২৮688299
  • পরপর ট্যুইটগুলো দেখুন। এক কনটেন্ট, খালি নাম ধাম বদলে গেছে ঃ)

    এর আগেও গুচ্ছ ফেকুগিরি করে ধরা পড়েছে, তাও শিক্ষা হয়না। আর 'শাইনিং' কনটেন্ট নিয়ে তো বলারই নেই। এরা লাথ খাবে না তো, কারা ?

    https://twitter.com/indophilia/status/663273226341085185
  • Sakyajit Bhattacharya | ০৯ নভেম্বর ২০১৫ ১০:০১688301
  • লালু যা তা দিচ্ছে। মোদীকে ব্রহ্মপিশাচ বলা দিয়ে শুরু। কাল শুনলাম অমিত শাহকে মুসলমান বলেছে।

    চুরিচামারীটা একটু কম করলে লালু ইন্ডিয়ার পলিটিকাল সিনারিওতে একটা সম্পদ হয়ে উঠতে পারত। এরকম পলিটিশিয়ান খুব কম দেখেছি। মাণিক সরকার এবং লালু, এই দুজনকে প্রধানমন্ত্রী দেখতে চাই
  • SC | 117.206.251.114 | ০৯ নভেম্বর ২০১৫ ১০:১৩688302
  • বাম জোট আবার কি? আমি পি টি র মত ফেকলু পার্টির দলের থেকে নীতিশ কুমারকে অনেক বড় বাম মনে করি।
    আগে ভোটে একটা দুটো সিট জিতুন, নইলে এসব হরিদাসের দল জোটের বাইরে থাকলো না ভেতরে থাকলো, তাতে ছেঁড়া যায়।
    নীতিশ কুমার কে লাল সেলাম। পারলে উনিই পারতেন।
    আমি লোকসভার সময় তেও নীতিশের উপরেই ভরসা করেছিলাম। সেবার পারেননি, কিন্তু এবার পেরেছেন।

    পরের লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট চাই। আজে বাজে বোকা theoretical পার্টি দের নয়, যারা মোদিকে রুখতে পেরেছে তাদের।
    পরের কেবিনেট এ নীতিশ প্রধানমন্ত্রী, কেজ্রীয়বল কে ফিনান্স মিনিস্টার দেখতে চাই।
    ভারতের রাজনীতির tallest রেভলিউশনারী জে পি র যোগ্য উত্তরসুরী নীতিশ কুমার। জে পি বেঁচে থাকলে আজ খুশি হতেন, হাতে পিঠে গড়ে তোলা পরের প্রজন্ম কিভাবে লড়াই করলো।
  • ক্রুর সিং | 125.112.74.130 | ০৯ নভেম্বর ২০১৫ ১০:১৫688303
  • লালুর মেঠো হিন্দি বক্তৃতা সামনে থেকে শুনেছি, দুর্ধর্ষ মাঠ জমানোর ক্ষমতা। বিহার ভোটের একটা ডায়লগ এক বন্ধু ফেসবুকে দিয়েছে - হেব্বি লাগলোঃ

    "পানসারেকা, দাওয়ালেকরকা, কালিবুর্গিকা, ইখলাক আহমেদকা, FTII-কা, দলিতোঁ কে খুন-কা

    সবকা বদলা লেগা রে

    তেরা ইয়ে লালু"
  • PT | 213.110.246.23 | ০৯ নভেম্বর ২০১৫ ১০:৩৭688304
  • SC
    রাজনীতি কথা বলুন না-ভাষা সন্ত্রাসের কি প্রয়োজন??
    বিহারের ফলাফল খুবই সুখকর-কিন্তু লালু এখনো তার "পাউন্ড অব ফ্লেস" দাবী করেনি। কেননা সর্বাধিক আসন পাওয়া দলের নেতা মুখ্যমন্ত্রী হচ্ছেনা এমনটা খুব একটা ঘটেনা।
    আর এই এক পরাজয়ে মোদী তাঁবু গুটিয়ে বাড়ীর পথে হাঁটা দেবে এমনটা ভাবারও কোন কারণ নেই।
    আআপ জেতার পরে তারাই ভারতীয় রাজনীতির ফাইনাল উত্তর এমনটাই অনেকে মনে করেছিল।
  • Arpan | 74.233.173.198 | ০৯ নভেম্বর ২০১৫ ১০:৫৩688305
  • ধুর, ব্যক্তি নির্ভরতা নয়, অ্যাদ্দিনে বিজেপিকে হারানোর একটা ছ্ক পাওয়া গেছে, এইটাই বড় কথা। আর লোকসভাতে বিজেপিকে আটকানো নীতিশের মোটেও প্রায়োরিটি ছিল না, খুব সচেতনভাবেই আলাদা আলাদা লড়ে উনি জল মেপে নিয়েছিলেন কে কোথায় দাঁড়িয়ে।

    বিজেপিকে হারানোর এই ছক বাস্তবায়িত হতে গেলে স্ট্রং রিজিওনাল পার্টি চাই, নইলে মুশকিল আছে। রাজস্থান, এমপি, ছত্তিশগড়, গুজরাত, হিমাচল এইসব রাজ্যে লড়াইটা সরাসরি কং বনাম বিজেপি কাজেই ওসব জায়গায় বিহার মেডেল প্রয়োগে ব্যথা আছে।

    বাকি জায়গায় লড়াইটা তুল্যমূল্য জায়গায় চলে এসেছে।
  • de | 69.185.236.52 | ০৯ নভেম্বর ২০১৫ ১১:১৭688307
  • বিশ্লেষণ গুলো পরে সময় করে পড়বো - আপাততঃ অনেকদিন বাদে একটা নির্মল আনন্দ হচ্ছে - সেটা তারিয়ে তারিয়ে অনুভব করি!

    এই মোদী-অমিত শার পার্টি ঝাড়ে বংশে সেশ হোক সমস্ত ভারতবর্ষে -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন