এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিহার - মোদির অশনি সঙ্কেত ?

    pi
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৫ | ২৯৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SC | 117.206.251.114 | ০৯ নভেম্বর ২০১৫ ১১:২৯688308
  • লালু প্রসাদ মুখ্যমন্ত্রী হলে কোনো অসুবিধা নেই। মানুষের ভোটে জিতে এসেছেন।
    লালুর আমি বরাবরই খুব ভক্ত। ভারতের দলিত রাজনীতি তো লালুর হাত ধরেই মেইনস্ট্রিম হয়েছে। সেই নয়ের দশকে ভারতের ক্ষমতার স্ট্রাকচার এর শিক্ষিত উচ্চবিত্ত সেন্ট স্তেভেনস jnu এর অ্যালুমনি এসোসিয়েশন এর ভিত টা লালুই নাড়িয়ে দিয়েছিলেন। মধ্যবিত্তের ড্রয়িং রুম এ যখন সেই নিরাপত্তাহীনতা ঢাকার জন্য "লালু জোকস" বলে একটা খুব রুচিশীল ব্যাপার চলত।
    লালু প্রসাদ জে পির শিষ্যদের মধ্যে সবচেয়ে talented , কিন্তু ওই অতি লোভই ওনাকে ডুবিয়েছে। নীতিশের ডিসিপ্লিন, ধৈর্য লালুর নেই। ওই কেলেঙ্কারির fnade না পড়লে অনেক আগেই লালু প্রধানমন্ত্রী হতে পারতেন।
    রেলমন্ত্রী হয়েও যা করেছেন, আগে তো সব উচ্চশিক্ষিত দের কি নাক সিন্ত্কোনো, পরে হার্ভার্ড বিসনেস স্কুল ডাকতে তাও জাতে উঠলেন।

    মোদিকে আটকাতে লালুর মত চতুর strategist এর প্রয়োজন ছিল। তবে আশা করব উনি এবারে শিক্ষা নিয়ে আরেকটু সত হবেন, নইলে আবার ডুববেন। মোটামুটি পলিটিকাল অবিচুয়ারি লেখা হয়ে গিয়েছিল লোকটার, কিন্তু ফর্ম ইস টেম্পোরারি, ক্লাস ইস পার্মানেন্ট। তাই ফিরে এলেন।
    তবে লং টার্ম এ লালুর থেকে নীতিশের উপরে আমার আস্থা বেশি। লালুর চেয়ে বেশি সত, ধীর স্থির, এবং অনেক বেটার এডমিনিস্ট্রেটর।
    তাই চাইব উনিই মুখ্যমন্ত্রী হন।
    লালু প্রসাদ এর contribution ভারতের রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু চুরি চামারি করতে গিয়ে নিজের ক্যারিয়ার তা কে ডোবালেন। আশা করি কিছু শিখেছেন।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৯ নভেম্বর ২০১৫ ১৩:১৬688309
  • চুরি'র ব্যাপারে লালু আর মদন মিত্র কে আমার এক রকম লাগে।

    সারদা'র বড়ো বড়ো চোর গুলো সময়ে নিজেদের বাঁচিয়ে নিলো আর ফান্দে পড়লো একা মদনা। অথচ আমার মনে হয় বাকী অনেকের তুলনায় কম খেয়েছিল।

    এদিকে শরদ পাওয়ার, নিতিন গাডকারী, প্রমোদ মহাজন রা বড়ো বড়ো খেয়েও দিব্বি বহাল তবিয়েতে আছে/ছিল আর লালু ওদের তুলনায় ছোটো খেয়েও ফেঁসে গিয়ে ভোটে দাড়ানোর ক্ষমতা টুকুও হারিয়েছে।
  • মিকটেক্স | 152.4.206.228 | ০৯ নভেম্বর ২০১৫ ১৪:২৯688310
  • বিহার ভোটের ফল আলোচনা করতে গেলে কয়েকটা ফ্যাক্টর মনে রাখলে বোধায় ভালো হবে।

    প্রথম, ভারতের নানান রাজ্যগুলোর পলিটিক্স বেশীরভাগই একে অপরের থেকে পুরো আলাদা। বিহারে পলিটিক্সের সাথে রাজস্থানের পলিটিক্সের কোন মিল নেই, রাজস্থানের সথে ইউপির কোন মিল নেই, ইউপির সাথে গুজরাটের কোন মিল নেই, মহারাষ্ট্রের সাথে পশ্চিম বঙ্গর কোন মিল নেই, উত্তর ভারতের সাথে দক্ষিন ভারতের রাজনীতির কোন মিল নেই। তাই এক রাজ্যের পলিটিক্স আরেক রাজ্যে সফল হওয়ার চান্স খুব কম।

    দ্বিতীয়, ভারতের মানুষ এখন সাধারনভাবে বিধানসভা আর লোকসভার ভোট বেশ আলাদা আলাদা ভাবে দিচ্ছে। আলাদা ইস্যুতে, আলাদা দলকে ভোট দিচ্ছে। যার জন্য বেশীর ভাগ সময়ে লোকসভা ভোট আর বিধানসভা ভোটের ফলের কোন মিল হচ্ছে না।

    তৃতীয়, "ন্যাশনাল লেভেল" পার্টি আর "রিজিয়নাল লেভেল" পার্টিকে মানুষ আলাদা ভাবে দেখছে (বোধায় দ্বিতীয় ফ্যাক্টরের ফলশ্রুতি)। রিজিয়নাল লেভেলে বেশ কিছু পার্টি থাকলেও ন্যাশনাল লেভেলে লোকে এখন মোটামুটি দুটো পার্টিকে ভোট দিচ্ছে - কংগ্রেস আর বিজেপি। এর মধ্যে কংগ্রেস বহুকাল ধরে "ন্যাশনাল" ইমেজটা ধরে রেখেছে, আর বিজেপি গত কুড়ি বছরে এই জায়গায় উঠে এসেছে। বামপন্থীরা আগে হয়তো কিছুটা এই জায়গায় ছিলো, কিন্তু গত দশ বছরে এই ইমেজটা খুইয়েছে।

    পিটি যে বল্লেন - "আর এই এক পরাজয়ে মোদী তাঁবু গুটিয়ে বাড়ীর পথে হাঁটা দেবে এমনটা ভাবারও কোন কারণ নেই" - একদম ঠিক। কারন মোদি-বিজেপির স্ট্রেংথ অন্য জায়গায়, বিহারে হেরে গেলেও এখনই মুছে যাবার সম্ভাবনাই নেই। আর "আআপ জেতার পরে তারাই ভারতীয় রাজনীতির ফাইনাল উত্তর এমনটাই অনেকে মনে করেছিল" - এটাও বোধায় এইজন্য যে আপ তাড়াহুড়ো করে নিজেদের ন্যাশনাল পার্টি হিসেবে প্রোজেক্ট করতে গেছিল, সাধারন মানুষ সেই ইমেজটা অ্যাক্সেপ্ট করেনি। লোকসভার জন্য আপকে ভোট দেওয়ার যোগ্য মনে করেনি। ঠিক এইজন্যই লালু বা আরজেডি ন্যাশনাল লেভেলে কতোটা সফল হবেন সেই নিয়ে সন্দেহ আছে। লালু দীর্ঘদিন দিল্লীতে কাটিয়েও, রেল মন্ত্রী হয়েও, কংগ্রেস বা বিজেপির মতো "ন্যাশনাল পার্টি" ইমেজটা বানাতে পারেননি।

    আর বিহার ভোটের সাফল্য আমার মনে হয় এটাই, যে অন্তত সাময়িকভাবেও গোমাতা-হিন্দুত্ব-উন্নয়ন এর স্টিমরোলারটাকে থমকে দিয়েছে।
  • ranjan roy | 24.98.100.14 | ০৯ নভেম্বর ২০১৫ ২০:১৫688311
  • মিকটেক্সের বিশ্লেষণের সঙ্গে আমার দিমাগ অনেকটাই সহমত; কিন্তু এই মুহুর্তে আমার দিল একদম De বহনজি কে সাথ হ্যায়। একদিন তো দিমাগ কো তাক মেঁ রখকর দিল কী বাত সুনুঁ! সাল মেঁ কেবল একদিন, ভাই!!
  • sm | 53.251.91.250 | ০৯ নভেম্বর ২০১৫ ২১:২৯688312
  • বামেরা নিজের মতো করে জল মাপছিল; তাই বিজেপির বিরুদ্ধে যায়নি।বিরাট শক্তি তো! কি যুক্তি! মুশকিল হলো, মমতা মধ্যিখান থেকে লালু নীতিশকে সাপোর্টের বার্তা দিয়ে নিজের ঘর অনেকটা গুছিয়ে রাখল।কলকেতায় বিহারী ভোটার কম নয়।
    এখন বামেরা, দুম করে লজ্জার খাতিরে নীতিশ লালু কে ডাকলে; পাওয়া যাবে না।কি মুশিকল!
  • Arpan | 125.118.147.85 | ০৯ নভেম্বর ২০১৫ ২১:৩৩688313
  • মিকটেক্সের সাথে একমত।

    আর মেক নো মিস্টেক। আরেক যাদব কুলপতি (মুলায়ম) অন্য দুই যাদবকে অত সহজে ন্যাশনাল এরিনায় জায়গা ছেড়ে দেবেন না।
  • Arpan | 125.118.147.85 | ০৯ নভেম্বর ২০১৫ ২১:৩৪688314
  • আর যেটা জানার ছিল।

    পিটির ভাজপাতঙ্ক কি একটু প্রশমিত হয়েছে?
  • PT | 213.110.246.25 | ০৯ নভেম্বর ২০১৫ ২১:৪৪688315
  • না।
    "A leopard never changes its spots!"
    কখনো বাবরি, কখনো গো মাংস আর হাতের পাঁচ পাকিস্থান তো রয়েইছে। এবারে কথা হচ্ছে যে নীতিশ-লালু-মুলায়ম-মায়া-মমতা এদের কারো সামনে পরবর্তী প্রধানমন্ত্রীত্বের বা সেরকম বড় মাপের কিছুর টোপ রাখলে কে কোন দিকে যাবে কেউ জানে?
    তার ওপরে যারা দেশ ও বিদেশ থেকে অনেক আশা-ভরসা করে বিজেপির পেছনে কোটি কোটি টাকা ঢেলেছিল তারা কি বুড়ো আঙুল চুষবে?
  • sm | 53.251.91.250 | ০৯ নভেম্বর ২০১৫ ২১:৫০688316
  • এবার দেখুন কে বুড়ো আঙ্গুল চুষছে।
    নিজেদের স্বার্থেই জোট হবে। কারাতের মত তাত্ত্বিক ছেলে খেলা হবেনা।
    দরকার পড়লে বাই রোটেশন প্রধান মন্ত্রী হবে।
  • cm | 127.247.98.47 | ০৯ নভেম্বর ২০১৫ ২২:০৬688318
  • বিদূষকের পোস্টটি বাই রোটেশন না হলেই হয়।
  • sm | 53.251.91.250 | ০৯ নভেম্বর ২০১৫ ২২:১৮688319
  • লেগেছে, মনে ব্যথা জমেছে।
    যাও যাও একটু ঘুনু কলে নাও তো বাবুসোনা।
    আজ বাদে কাল বিপ্লব হবে!
  • ranjan roy | 24.98.14.91 | ০৯ নভেম্বর ২০১৫ ২২:৪৬688320
  • এই দুটো খবর কেউ কনফার্ম করবেন?
    মাত্র দিন দশেক আগে ইউপিতে পঞ্চায়েত ইলেকশনে বিজেপি নাকি গোহারান হেরেছে! বিশেষ করে মোদির সংসদীয় ক্ষেত্র বারাণসীতে?
    আরে ইউপি ও বিহারে ৯০% প্রতিশত সিট জেতার জোরেই তো মোদির সংসদে অমন একচ্ছত্ররাজ! আগামী ইউপি বিধানসভাতেও বিহার নাটক রিপিট হলে ২০১৮-১৯শে মোদির রিপিট কঠিন হবে।
    কিন্তু কেরালা পঞ্চায়েতে নাকি বিজেপি ভাল করেছে? তবে সংসদে কেরালার সীট আর কয়টি? ইউপি/বিহার খোয়ালে কপালে দুঃখ আছে।
  • cb | 192.70.74.115 | ০৯ নভেম্বর ২০১৫ ২৩:২৫688321
  • রনজনদা, ফেবুতে একজন দেখলাম কেরলে বিজেপি র ভোট পারসেনটেজ কমে গেছে। এখন পাচ্ছি না সেটা কিন্তু কমেছে এটা ঠিক
  • ranjan roy | 24.98.134.158 | ১০ নভেম্বর ২০১৫ ০৫:৪৩688324
  • পিটি,
    ধন্যবাদ!

    অর্পণ,
    রুটি পাল্টানোর তত্ত্বের মডেল রাজ্য কেরালা। আমার মনে হয় অংকের নিয়মে এবার কেরালায় বামেরা আসবে।কারণ কেরালায় অন্য সব ফ্যাক্টর নিউট্রাল। চিট ফান্ড নিয়ম মেনে ঠিকমত চলছে, কোন স্ক্যাম হয় নি। করাপশন একটা লেভেলের মধ্যে বাঁধা আছে। খুন-টুন বাড়াবাড়ি রকমের নয়। প্রবাসী ও মিডল ইস্টের পাঠানো টাকায় সামান্য টান পড়েছে, ব্যস।ট্রেড ইউনিয়ন বাঁধাগতে চলছে।ইলেকশনের সময় কোন বেহায়াপনা বেয়াড়াপনা নেই।
    সোজা কং ভার্সাস কমি পলিটিক্স, পাটিগণিতের পলিটিক্স। বঙ্গের মত ডিফারেন্শিয়াল ইক্যুয়েশন নয়।
  • PT | 213.110.246.22 | ১০ নভেম্বর ২০১৫ ০৯:৩৫688326
  • "পিটির ভাজপাতঙ্ক কি একটু প্রশমিত হয়েছে?"
    আরো একটা তথ্য।
    বিজেপি একা পেয়েছে 24.4% ভোট। RJD: 18.4% আর JD(U) 16.8%। অর্থাৎ বিজেপির (তাত্বিকতার?) একক গ্রহণযোগ্যতা এখনো অনেক বেশী। হয়ত এবারে পাটীগণিত ও রসায়ন দুটো-ই বিজেপির বিরুদ্ধে গিয়েছে। সব সময়েই এমনটা হবে এমন ভাবার কোন কারণ নেই। ঐ ২৪ কে ২৯/৩০-এ তুলতে পারলেই ছবিটা বদলে যাবে।
  • Arpan | 125.118.14.249 | ১০ নভেম্বর ২০১৫ ০৯:৪৩688327
  • ২৪ কে ২৯/৩০ তুলতে খচ্চা আছে। ২০১৪-এর মত মোদি ওয়েভ বারবার তোলা চাপের আছে। বারবার ও জিনিস হয় না। তাছাড়া লোকজন গত বছর কং-এর ওপর খচে ছিল।

    মোটমাট জ্যানাগ্যান আপনার বিচারে ছাগল হলেও নির্বোধ পাঁঠা তো নয়। আচ্ছে দিনের ফানুস চুপসে গেছে তা সবাই ভালোই বুঝতে পারছে।
  • PT | 213.110.246.22 | ১০ নভেম্বর ২০১৫ ১০:১৬688329
  • চুপসে যাওয়া বেলুন কি আবার ফুলে ঢাউস হয়না? হয়েছিল বলেই তো মোদী আজ প্রধানমন্ত্রী!!
    আর ওদিকে বিজেপি কেরালাতেও ভাল ফল করছে........
  • cm | 127.247.98.47 | ১০ নভেম্বর ২০১৫ ১০:১৭688330
  • যা জানা গেলঃ ফানুসের অস্তিত্ব।

    জানা দরকারঃ
    ১) ফানুস কারা, কেন ফোলায়?
    ২) কে মজে ফানুসে?
    ছাগলে না মানুষে?
  • s | 60.158.184.196 | ১০ নভেম্বর ২০১৫ ১১:৫৭688331
  • এই বাজারে একটু ঘরের খবর।
  • PT | 213.110.243.22 | ১০ নভেম্বর ২০১৫ ১৩:৪৯688332
  • বিহারের ভোটে বিজেপির কোন "প্রচারশিল্পী" ছিলনা?
  • kc | 198.236.13.105 | ১০ নভেম্বর ২০১৫ ১৩:৫৮688333
  • এই প্রচারশিল্পীটিল্পী দিয়ে কচু হয়। লোকে যদি ভোটদ্যায় আর ম্যাথমেটিক্স ঠিক হয় তাইলে এমনিই জিতবে। এই অমিত শাহ কে নিয়েই তিড়িতঙ্ক লাগা ঢক্কানিনাদ, এই গুরুর পাতাতেই কত্ত দেখেছি।
  • ক্রুর সিং | 151.0.12.143 | ১০ নভেম্বর ২০১৫ ১৪:৫৪688334
  • পুরোপুরি একমত নই। ওসব শিল্পী টিল্পি বালের কয়েনেজ, কিন্তু পাল্স বুঝে স্ট্র্যাটেজী ঠিক করা এখন জরুরী। সময় অনেক বদলেছে, এখন শুধু রোটি-কাপড়া-মকানে বাক্স ভরে না, আর ক্যাম্পেনের স্টাইল, অ্যাপ্রোচ, ভাষা, স্লোগান পোস্টকোড অনুযায়ী বদলাতে হবে, নইলে লোকে মঙ্গলগ্রহের এলিয়েন ভাববে।
  • ক্যাল্কেশিয়ান | 116.51.28.22 | ১০ নভেম্বর ২০১৫ ১৫:৫০688336
  • আজও যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ ভোট হয়, মমতা জিতেই যাবে, হয়তো কিছু আসন কমতে পারে। তাই এবার জয়ন্ত কিশোরকেও বরাত দিতে হবে। আসন আরও বাড়াবার জন্যে। কিন্তু তবু কিছু মুষ্টিমেয় টেঁটিয়া বিরোধী জিতে আসতে পারে। কিন্তু তাতে এতদিন ধরে যে ক্লাব ও মস্তান পোষা হোল কোষাগার থেকে এতো খরচা করে তাদের কি কাজে লাগানো যাবেনা? তাই পাড়ায় পাড়ায় সেই বাহিনী ও থাকবে মার্জিন ও সীট আরও বাড়াবার জন্যে। অর্ধমৃত বিরোধীদের পুরো মেরে ফেলার জন্যে। বিরোধীশূন্য করতেই হবে পশ্চিমবাংলাকে। জরাগ্রস্ত বাম, নেতৃত্ববিহীন কংগ্রেস কিছুই করার নেই তাদের। করতে পারবেওনা।
  • cb | 208.147.160.75 | ১০ নভেম্বর ২০১৫ ১৬:৫০688337
  • "হঠাৎ গজিয়ে ওঠা অন্ধকারাচ্ছন্ন তালগাছ একপায়ে দাঁড়িয়ে।
    ......"

    দোষ তো বুদ্ধবাবুর, উনি সমস্কিতি মারাচ্ছিলেন। ওনাকে ডইউন করতে গিয়ে আজ এসব সহ্য করতে হচ্ছে
  • cm | 127.247.97.201 | ১০ নভেম্বর ২০১৫ ১৭:৩৬688338
  • পিটিদার গতকাল ৯ঃ৪৪ এর আশঙ্কা এত তাড়াতাড়ি সত্যি হবে ভাবা যায়নি। ১৫টি সেক্টর ১০০% বিদেশি বিনিয়োগের জন্য খোলা হবে বলছে।
  • pi | 192.66.97.36 | ২৪ নভেম্বর ২০১৫ ০০:২০688340
  • জমিবিল নিয়ে তৃণমূল, কংগ্রেস আবার সরব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন