এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপিএমের প্রকৃত লক্ষ্য কি হওয়া উচিত ?

    Free Rock লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ ডিসেম্বর ২০১৫ | ৮৯৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Free Rock | ১৬ ডিসেম্বর ২০১৫ ২০:১৮690803
  • আমি আজও কলেজ স্ট্রিট গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম | বামপন্থী সংগঠনগুলি স্লোগান দিচ্ছে পোস্টারে যে বিশ্বায়নের কালো হাত গুঁড়িয়ে দাও | বিশ্বায়নকে যেভাবে হোক আটকাও ইত্যাদি | কিন্তু মুশকিলটা হচ্ছে যে বিশ্বায়নকে তো আর আটকানো যাবে না দাদা | গ্যাট চুক্তি স্বাক্ষরের সাথে সাথে বিশ্বায়নের শুরু হয়েছিল | সেটা নয়ের দশক ধরে একটু একটু করে চলেছে | তখন বামপন্থীরা এইরকমই স্লোগান দিছিলেন যে বিশ্বায়ন আটকাও, কালো হাত গুঁড়িয়ে দাও ইত্যাদি | মোদী সরকার আসার পরে যেভাবে বিদেশীদের জন্য ভারতের সেক্টরগুলি দুমদাম খুলে দেয়া হলো , এর পরে এইধরনের স্লোগান নিতান্ত হাস্যকর , সন্দেহ নাই |

    এখন তো স্লোগান হওয়া উচিত " বিশ্বায়নের সাথে মানিয়ে চল" | অর্থাৎ কিভাবে শ্রমিকরা বিশ্বায়নের সাথে মানিয়ে চললে তাদের হিত হবে সেটাই এখন বামপন্থীদের ভাবা উচিত | এর জন্য বিশ্বায়নকে স্টাডি করা উচিত | তার ভালোমন্দ কি তা জানা উচিত | ভালো দিকগুলি থেকে শ্রমিকরা কিভাবে লাভবান হবে তা দেখা উচিত | মন্দ দিকগুলি থেকে শ্রমিকদের কিভাবে বাঁচানো যাবে তাও ভাবা উচিত |

    কেউ কেউ হয়ত বলে বসবেন যে বিশ্বায়ন থেকে কেবল মালিকদের লাভ হয় , শ্রমিকদের নয় | কিন্তু কেন শ্রমিকদের লাভ হয় না ? একটা কারণ হতে পারে যে মজুরি খুবই কম আর আরেকটা হতে পারে যে চাকরির সুরক্ষা নেই : যখন তখন ছাটাই | এই সমস্যা হতে পারে যখন শ্রমিকরা ফুল টাইম কাজ করে | তাহলে শ্রমিকরা পার্ট টাইম করুক ফ্যাক্টরিতে আর বাকি সময়টা টুক টাক ছোট ছোট ব্যবসা করুক | এতে করে শ্রমিকরা যদি মজুরি নাও পায় তাহলেও তাদের চলবে | সমবায় করে ব্যবসা শুরু করা যেতে পারে | এতে করে শ্রমিকদের ফ্যাক্টরির মালিকও শোষণ করতে পারবে না আবার ফ্যাক্টরিও বন্ধ হবে না |

    আমি একটা আইডিয়া দিলাম উপরের প্যারাটাতে | বাকিগুলো পাঠক আপনারা তৈরী করুন | কিভাবে শ্রমিকরা বিশ্বায়নের সাথে মানিয়ে চলে লাভবান হতে পারে |
  • Ekak | 113.6.157.186 | ১৬ ডিসেম্বর ২০১৫ ২০:৪৫690814
  • সিপুএম একদম ঠিক কাজ করছে । গ্লোবালায়সেসনের বিরোধিতা না করতে চাইলে দলের নাম থেকে কমিউনিস্ট-মার্ক্সিস্ট এসব বাদদিয়ে খাওবাদী বাম লিবারেল পার্টি নাম রাখুক । লোকে একটা সারফেস লেভেল ইন্টিগ্রিটি দ্যাখে আর কিছুনা । পৃথিবী জুড়ে যতই গ্লোবলাইসেশোন হোক না ক্যানো একটা ছোট পার্টি যদি তার বিরোধিতা করে নিজেদের ফোকাসে রাখতে পারে সেটা খারাপ কিছুনা । ব্র্যন্দেদ দোকান ফোকান ভাঙ্গুক ।জ্বালিয়ে দিক । শপিং মলে পিকেটিং করুক । সব মানুষের কি এসব এফর্দ করার ক্ষমতা আছে না কি । তারা ঠিক পেছনে জুটে যাবে । "মানিয়ে চলো " নীতিতে গেলেই বরং ভোগে যাবে আরো তারাতারি । নুনের পুতুল সমুদ্রে মানিয়ে চলে না ।
  • ranjan roy | 24.99.161.239 | ১৬ ডিসেম্বর ২০১৫ ২২:৫৫690825
  • একক,
    ঃ))))।
  • riddhi | 146.165.153.26 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৩:০৮690836
  • "লোকে একটা সারফেস লেভেল ইন্টিগ্রিটি দ্যাখে আর কিছুনা" ঃ))) একক দা ফর্মে।
  • Free Rock | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৩690847
  • কিন্তু একক দা এইভাবে চললে তো মানুষেরই বিপদ | বিশ্বায়নের বিরোধিতা ততদিন পর্যন্ত করা উচিত ছিল যতদিন গ্যাট চুক্তি সই হয় নি | চুক্তি সই হবার পরে যখন বিশ্বায়নের দরজা খুলে গেল তখন আর বিশ্বায়নের বিরোধিতা করে কার লাভ ? তখন তো কিভাবে ওই বিশ্বায়নকে মানিয়ে নেয়া যায় সেটাই দেখা উচিত নয় কি ? ঘরে আগুন লাগলে কুয়ো খোঁড়ার চেষ্টা করে কি লাভ ? তার আগে খোঁড়া উচিত ছিল এখন তো পালানো উচিত | দান্দ্বিক বস্তুবাদ বলে যে একজাতীয় নিয়ম দুটো ভিন্ন পরিবেশে চলে না , তাই না ? তাহলে বিশ্বায়নের আগে ও পরে একই নীতি কিভাবে চলবে ? এটা তো মার্কস বাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধ কথা হলো , নয় কি ?

    ব্র্যন্দেদ দোকান ফোকান ভাঙ্গুক ।জ্বালিয়ে দিক । শপিং মলে পিকেটিং করুক । সব মানুষের কি এসব এফর্দ করার ক্ষমতা আছে না কি । তারা ঠিক পেছনে জুটে যাবে । ব্র্যান্ডেড দোকান, শপিং মল ভেঙ্গে মানুষ কোথায় যাবে ? হারু মুদির দোকানে, যেখানে একটা আইটেম কিনতে গেলে ১০০ জন লোকের পিছনে লাইন দিতে হয় ? এতে তো মানুষেরই অসুবিধা | এই জন্যই এই বঙ্গে উন্নয়ন হচ্ছে না | আর কর্মসংস্থানের কি হবে ? একটা মলে কত লোক কাজ করে জানেন ? সেই মল ভাঙ্গলে অতগুলি লোক বেকার হয়ে যাবে | আর কেনই বা মানুষ শপিং মল আর ব্র্যান্ডেড দোকান ভাঙ্গবে ? আপনি কি মনে করেন শপার্স স্টপ আর যদু দর্জির কাজের কোয়ালিটি একই রকম ? এত ভালো কোয়ালিটি মল ছাড়া কোথায় পাবে সাধারণ মানুষ ?

    লোকে একটা সারফেস লেভেল ইন্টিগ্রিটি দ্যাখে আর কিছুনা" ঠিক তাই | এই উপর উপর জ্ঞানের জন্যই তো লোকে বেকুব বনছে এত পাইকারী দরে | তারা নিজেদের ভালো বুঝতে পারছে না | আর আপনারা তাদেরকে বেকুব বানাচ্ছেন |

    আসলে কি জানেন দাদা , আপনাদের মার্কসবাদী ফিলোসফিটা আমি ঠিক বুঝি না | আপনারা যাবতীয় উন্নয়ন বিরোধী কাজ করবেন, মল জ্বালাবেন, ব্র্যান্ডেড দোকান ভাঙ্গবেন, শিল্প আসতে দেবেন না : এটাই কি মার্কস চেয়েছিলেন? রাশিয়া কমিউনিস্ট আমলে শিল্পে উন্নতির শিখরে উঠেছিল , দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম শক্তি হয়ে উঠেছিল | চীন কমিউনিস্ট পার্টির হাত ধরে আজ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে | এরা মনে হয় অন্যরকম কম্মুনিসম করেছিল | এরা বোধহয় ওই আপনার খাওবাদী লিবারাল পার্টি হয়ে গিয়েছিল | আর আসল কম্মুনিসম তো আপনারাই করছেন | লোককে উন্নয়ের কথা বলে ক্ষমতায় আসছেন আর এসে লোকের উন্নতির পথ আটকে দিচ্ছেন | আসলে আপনারা ক্ষমতাটাই চান | সাধারণ মানুষ চুলোয় যাক |

    "মানিয়ে চলো " নীতিতে গেলেই বরং ভোগে যাবে আরো তারাতারি । আপনি কখনো দেখেছেন মানিয়ে চলে যে তারা ভেগে যায় কিনা ? মোদী সরকার উন্নয়নের ডাক দিয়ে বিশ্বায়নের ডাক দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ ভাবে কেন্দ্রে ক্ষমতায় এলো | আমার মনে হয় না যে বিশ্বায়নের সাথে মানিয়ে চলতে গেলে মানুষ ভেগে যাবে | বরং তারা বিশ্বায়নের সুফল অলরেডি পেতে শুরু করেছে | মল আর ব্র্যান্ডেড দোকানে এখন তথাকথিত গরিব মানুষরাও ভিড় করে কিনছে | আর আপনি এখনো সেই আছেন সেই পুরনো স্ট্রাটেজি নিয়ে |

    নুনের পুতুল সমুদ্রে মানিয়ে চলে না | কে নুনের পুতুল দাদা ? আপনি ? না মানুষ ? মানুষ অলরেডি বিশ্বায়নের সুফল ভোগ করছে | তারা বিশ্বমানের জিনিসপত্র ভোগ করছে | তারা বিশ্বায়নের সাথে মানিয়ে নিয়েছে | আর সিপিএম এখনো বিশ্বায়নের বিরোধিতা করে যাচ্ছে | ইডিয়ট আর কাকে বলে ?
  • sm | 53.251.88.117 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৫690858
  • আমি তো বিশ্বায়ন কে ভালো মতন সমর্থন করি। যদি তেলের জন্য বহুজাতিক কোম্পানি গুলো কে সরকার ছেড়ে দেয় আর লিটার প্রতি ১০ টাকা কম নেয়; তো আমি তাকেই সমর্থন করব।
    যদি ইউরোপ, নিউজিল্যাযান্ড,আমেরিকা থেকে ৪০ টাকা লিটার দুধ কিনতে পাই, তাহলে ডিটারজেন্ট গোলা দুধ কিনতে যাব কেন?
    আজকে চাইনিজ জিনিসে ছেয়ে না গেলে, দেশী কোম্পানি গুলো কমদামে জিনিস পত্র ছাড়ত না।কওয়ালিটি ও ভালো করতে চাইতো না আর মান্ধাতা টেকনোলজি নিয়েই সন্তুষ্ট থাকতে হত।
    যদি মালয়েশিয়া ভালো হাই ওয়ে বানাতে পারে, তবে তাকে দিয়ে করানোই ভালো।বুলেট ট্রেন করতে, চিন , জাপান কে ধরতে হবেই।
  • সত্যি! | 132.177.222.69 | ১৭ ডিসেম্বর ২০১৫ ০৯:৪৮690869
  • কী নিষ্পাপ! কী পবিত্র! দেখলেও আশা জাগে।
  • Free Rock | ১৭ ডিসেম্বর ২০১৫ ১২:১৩690875
  • এস এম এর সাথে একমত | যদি দেশী কোম্পানি না পারে তাহলে বিদেশী কেন নয় ?
  • sm | 233.223.152.105 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৭690876
  • আমি তো একটা কথা বুঝি না এত সাম্রাজ্যবাদ, বিশ্বায়ন নিয়ে সি পু এম চেঁচায় কেন? ছেলে মেয়েরা আমেরিকা বা ইউরোপ চাকরি বা পড়াশনা করতে গেলে; ভালো ভালো ছবি ফেসবুকে পেস্ট করে।
    বহুজাতিক কোম্পানির মোটা বেতনের চাকরি পেলে, বাবা মা সারা পাড়া মাইকে করে বলে বেড়ায়।
    কোনো অন্যায় তো নেই। যুগের চাহিদা এটাই। শিক্ষা , জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যারা, তাদের সংস্পর্শে থাকা তো ভালই।
    প্রশ্ন হচ্ছে; নিজের নীতি ঠিক করা। ঠিক কতটুকু নেব আর কতটুকু দেব।
    চীন তো দেখছি ভালো নীতি নিয়েছে।
    ইউরোপ এ ঢালাও জামা, কাপড় , খেলনা পাঠাচ্ছে আর মাছ, মাংশ, দুধ কিনে তন্দ্রুস্তি বাড়াচ্ছে।
  • sm | 233.223.152.105 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৫৬690804
  • কদিন আগে দেখলাম, সরকার ডেআরি পণ্যের ওপর আর গমের ওপর বহু শতাংশ ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছে।
    দশ শতাংশের ওপর ইম্পোর্ট ডিউটি দিয়েও অস্ট্রেলিয়া আর কানাডা থেকে আমদানি করা গমের দাম ও মান, দেশীয় পণ্যের থেকে অনেক ভালো ছিল।এগুলো সমর্থন করা কি জাস্টি ফায়েদ?
  • de | 24.139.119.174 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৪৫690805
  • দেশের চাষী আর দেশের ডেয়ারীর পণ্যের মান খারাপ এরকম কোন ডেটা আছে না এমনিই বিলিতি বায়াস?
  • কী ঝাম | 132.177.222.69 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৮:১৪690806
  • সব কথায় প্যাচাল পাড়েন কেন? সারল্য দেখে মুগ্ধ হতে পারেন্না?
  • Ekak | 83.225.150.191 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৮:৪১690807
  • চিনের সঙ্গে যারা তুলনা করে তাদের বুধ্ধিশুদ্ধি হাঁটু তে । চীন এ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় ক্ষমতা নিয়ে সোয়েটসপ চালায় তাই কম দামে জিনিস বানিয়ে এক্সপোর্ট করতে পারে । ভারতে গন্ততন্ত্রের অন্দরে থেকে একটা রাজ্যের কমিউনিস্ট পার্টির পক্ষে লেবার ল্য চেঞ্জ করা সম্ভব না সোয়েট শপ চালানো দূর কি বাত । আবলতাবল ভাট বকার আগে কোন ক্ষেত্র তুলনীয় আর কোনটা নয় ভাবা জরুরি । গণতন্ত্রের আন্ডারে থেকে রাজ্যের একটা দল হিসেবে সিপিএম কি করতে পারে :

    ১) বিকল্প অর্থনৈতিক মডেল তুলে ধরতে পারে যেখানে রাজ্যের ব্যবসায়ী দের প্রায়োরিটি দেওয়া হবে । মিডল স্কেল ইন্দাস্ত্রী কে এসিজেদ এর আওতায় আনুক । শুধু লার্জ স্কেল নয় । ব্র্যান্ড অনেক দেখলুম । বাটা যা জুতো বানায় আর লি কুপার - উদ্ল্যান্দ যা বানায় তার বেসিক তফাত কি সেটা বোঝা জরুরি । চামড়ার কোয়ালিটি আলাদা কিছু না । ব্র্যন্দেদ কোম্পানি দুটো জায়গায় এগিয়ে থাকে । আর্গনমি রিসার্চ , মেটেরিয়াল রিসার্চ এন্ড ফিনিশিং । একজন ইউসার এর স্তেপিং এঙ্গেল কি , ট্রেইল রানিং এর জন্যে সোল্ এর ডিকে কীরকম , নরমাল অফিস ইউসের জন্যেই বা কিরকম এমন নানা কেস এরা ডীল করে যেটা বাটা করেনা । দ্বিতীয় হলো প্রাইস । এদের প্রডাকশন আউটপুট ভেরি ভেরি হাই তাই কম দামে ভালো জুতো দিতে পারে । এগুলো এচীভ করা বিশাল কিছু ব্যাপার না । কিছু অলরেডি বাজারে এভেলেবল কিছু ইন্দেজেনাস রিসার্চ করাতে হবে । বাঙালি ইঞ্জিনিয়ার রা পারবেনা এরকম আদৌ নয় । ইন্ডিজেনাস ইন্দাস্ত্রী কে ফুল সাপোর্ট দিক পাঁচ বছরে সেটাপ দাঁড়িয়ে যাবে ।

    ২) বিকল্প কৃষি মডেল তুলে ধরুক । কৃষিকে ইন্দাস্ত্রী হিসেবে দেখা হোক । চাষীভাই মার্কা ন্যাকামি করে চাষী কে ফোর্সদ এন্তার্প্রেনীয়র বানানোর কোনো মানে হয়না । দরকার হলে আধুনিক যন্ত্রপাতি কিনুক ইউরোপ থেকে । ফার্মিং কারখানায় যে চাষীর যেমন যোগ্যতা তেমন কাজ পাবে । নৈলে জমি বেচে কেটে পরুক । জমি অধিগ্রহণ করতে গেলে ক্যাচাল হবে । লোকাল ফার্মিং ইন্দাস্ত্রী মালিক দের ব্যাক আপ দিক। তারা নিজেদের মত করে চাষীদের সঙ্গে সাল্টে নেবে ।

    ৩) বিকল্প শিক্ষা নীতি নিক । প্রাথমিক শিক্ষার পুরো দায়ীত্ব সরকার নিক এবং উচ্চমানের শিক্ষা দিক । উচ্চশিক্ষায় বাজেট মিনিমাম করুক । এখানে পড়ে বাইরে কাজ করতে গিয়ে রাজ্যের কোনো লাভ হচ্ছেনা । বরং সবকটা উচ্চশিক্ষা র ইন্স্তিতিউত কে ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করে নিজের ভালো নিজে বোঝো বলে দিক । তাতে উচ্চশিখালয় গুলো খেপে যাবে কিন্তু ইন্দাস্ত্রী লাভবান হবে । আলটিমেটলি ইন্দাস্ত্রী দাঁড়ালে যারা রাগ করে বাইরে পড়তে গেসলো তারা কাজ করতে ফিরে আসবে ।

    ৪) জাতীয়তাবাদ ছাড়া গনতন্ত্রে সশালিস্ম সাকসেসফুল হয়না । রাষ্ট্রক্ষমতা নিরঙ্কুশ যখন নয় তখন কোনো একটা আঠা দরকার যা লোকজনকে আটকে রাখে । লোকজন কে শুধু গ্লোবলাইসেশোন নয় ইমিগ্রেশন সমস্যা নিয়েও খেপিয়ে তুলুক । তাতে ব্লু কলার রেঞ্জে শ্রমের মূল্য বাড়বে । সস্তায় কাজের লোক- মুটে মজুর ইত্যাদি পাওয়া যাবেনা । এটা জরুরি ।

    ৫) শ্রমিক ইউনিয়ন কড়া হাতে দমন করতে হবে । তার মানে শ্রমিক দের গায়ে পুলিশ হাত তুলবে তা নয় । তাহলে লিবেড়াল দের পোয়াবারো । দলের প্রতি আনুগত্য -জাতীযতা এসব মিলিয়ে এমনভাবে পরিবেশন করতে হবে যে প্রডাকশন করতে করতে মরে গেলে সেই শ্রমিক শহীদ মর্যাদা পাবে । সবাই সেরকম শহীদ হবার স্বপ্ন দেখবে ।

    এগুলো সবই বামপন্থা । বামপন্থা ফেইল করেছে , ওই মোদী সব নিয়ে নিল এরকম ভয় পাওয়ার কিছু নেই । সমৃদ্ধশালী পশ্চিমবঙ্গ রাষ্ট্র গড়ার মত ক্ষমতা বামপন্থার আগেও ছিল । এখনো আছে । গণতন্ত্র জিনিষটা খুব ডুবিযাস । আছি গণতন্ত্রে আর চোখের সামনে আদর্শ রাশিয়া কিম্বা চীন এই করতে গিয়ে ডুবেছে । প্রপার খার্খাত্তা নেতা দরকার যে দরকারে কোথায় আঙ্গুল বাঁকাতে হবে জানে আর এক ডাকে লোক খ্যাপাতে পারে । টেকনোলজি -নলেজ এ গ্লোবাল লেভেলে থাকা আর আমেরিকার কোম্পানির কাছে রাজ্যের বাজার বেচে দেওয়া দুটো সেম জিনিস নয়। উল্লুক গুলো আঁতেলল্যান্ড কলেজস্ট্রিট এ গিয়ে কালো হাতের স্লোগান দিচ্ছে , দুটো ম্যাক ডোনাল্ড ভাঙ্গার সাহস নেই । এই হতভাগা গুলোকে তাড়ালেই বামপন্থা হবে । বামপন্থা খুব কঠিন একটা রাষ্ট্রচিন্তা রে ভাই । পিড়িং পিড়িং করে নদের নিমাই গাওয়াকে বাঙালি বামপন্থা নাম দিয়েছে বলে সেটা তাই , তা নয় ।
  • Blank | 213.132.214.84 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৮:৫৯690808
  • কিন্তু বাটা করে তো। weinbrenner এক ই লেভেলের যে কোনো উডল্যান্ডের জুতো কে বলে বলে গোল দেবে। hush puppies এর লেদার লী কুপার্সের চেয়েও সফট
  • Ekak | 83.225.150.191 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৩690809
  • হাস পাপিস আমি নিজেই ইউস করি এক কপি । ইটস গুড । ইন ফ্যাক্ট উডল্যান্ড এর জুতো ট্রেকের পক্ষে ভালো ঠিকই কিন্তু আয়ু মেরেকেটে দুবছর । বাটা আবার ট্রেইল রানিং শু ভালো করেনা ।
  • Ekak | 83.225.150.191 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৭690810
  • বাটা র নাম নিলুম ইন্ডিজেনাস হলেই প্রডাকশন জঘন্য হবে এরকম নয় বোঝাতে । নইলে ইন ফ্যাক্ট বেশ কিছু মেশিন টুলস কোম্পানি আছে কলকাতার যারা গ্লোবালি সাপ্লাই করে সেগুলো ঠিক তত পরিচিত নাম নয় ।
  • Blank | 213.132.214.85 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৮690811
  • নাহ, বাটার ঐ ধরনের রানিং শু নেই। বাটা weinbrenner বানায় ট্রেকিং এর জন্য। তুমি ইউজ করে দেখো, উডল্যান্ডের দেখে অনেক ভালো। বোল্ডার হপিং, গ্লেসিয়ার ক্রসিং, হাই স্নো সবেতেই টিকে থাকে, গ্রীপ খুব ভালো যদি হাই টেক বা কেঁচুয়ার সাথে তুলনা না করো।
  • Blank | 213.132.214.85 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৯690812
  • তাই বলে সুইস কোম্পানি কে খিস্তি মার্বে অ্যা !!
  • Ekak | 83.225.150.191 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১০690813
  • তুমি বলছো যখন ট্রাই নেব । উডল্যান্ড এর ওপর আমি একদম সন্তুষ্ট না । গ্রিপ চলে যায় খুব তারাতারি ।
  • Ekak | 83.225.150.191 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১২690816
  • আরে সে তো বাটা ও বাইরের কোম্পানি কিন্তু প্রডাকশন -মেটেরিয়াল -ইঞ্জিনিয়ার সব এখানকার ।
  • Blank | 213.132.214.85 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:১২690815
  • আমি জুতো র এমনি প্রায়োরিটি রাখবো
    ১। হাইটেক
    ২। কেঁচুয়া
    ৩। ওয়েইনব্রেনার
  • Div0 | 132.179.71.97 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:২৮690817
  • উডল্যান্ডস এর শ্যু ল্যুজ গ্র্যাভেল, ড্রাই কন্ডিশন ছাড়া অত্যন্ত খারাপ। ওয়েট, স্লিপারি সারফেসে শুধু ঐ পেয়ার অফ উডল্যান্ডস কারুর অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। ওয়াটারপ্রুফিং, রাবার কম্পাউন্ড এই সবকে যদি ডিসকাউন্ট দিয়েও দিই, ঐ গাম্বাট ওজন লং ট্রেইলে জাস্ট প্যাথেটিক।

    রিসেন্টলি কেশুয়া'র Forclaz 500 কিনেছি। আরও আগে কিনলে একটা হার্ড ফল এড়ানো যেত। কেশুয়ার সাথে তুলনায় উডল্যান্ডস জাস্ট ধারেকাছে আসে না।

    আরেকটা ব্র্যান্ড আছে, Solomon, ভবিষ্যতে কোনওদিন যদি হাত দিতে পারি...
  • Abhyu | 126.203.169.166 | ১৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৩১690818
  • হ্যাঁ এমনকি বাটাতে যারা চাকরি করে তারাও সব এখানকার লোক।
  • Blank | 213.99.211.18 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:৩১690819
  • আমি হাই টেক কিনলাম। লাস্ট বছরখানেক ধরে হাইটেক বলছে কেঁচুয়ার থেকে বেটার রেজাল্ট দিচ্ছে।
    সলোমন আগুন জিনিস।
  • dd | 116.51.30.253 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২০:৪৬690820
  • কী জুতো গরিমা
  • Bilbo Baggins | 117.167.116.246 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:০৯690821
  • উডল্যান্ডস যাচ্ছেতাই। ভেজা জমিতে উডল্যান্ডস হাতে নিয়ে চলতে হয়।
  • aka | 81.92.62.181 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:১২690822
  • উডল্যান্ডসের জুতো ভিজলে ভয়ংকর গন্ধ হয়। খবর্দার ট্রেকিংয়ের পার্টনারের উডল্যাণ্ডসের জুতো থাকলে তার থেকে দুরে থাকুন।
  • Free Rock | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:১৪690823
  • বাহ একক দা শেষমেষ ফর্মে এসেছেন |

    চিনের সঙ্গে যারা তুলনা করে তাদের বুধ্ধিশুদ্ধি হাঁটু তে । চীন এ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় ক্ষমতা নিয়ে সোয়েটসপ চালায় তাই কম দামে জিনিস বানিয়ে এক্সপোর্ট করতে পারে । ভারতে গন্ততন্ত্রের অন্দরে থেকে একটা রাজ্যের কমিউনিস্ট পার্টির পক্ষে লেবার ল্য চেঞ্জ করা সম্ভব না সোয়েট শপ চালানো দূর কি বাত ।

    মানতে পারলাম না | বামফ্রন্ট ৩৪ বছর একছত্র ক্ষমতায় ছিল | তখন তারা কেন কমদামে জিনিস বানাতে পারল না ? সেটাও তো একরকম চীনে পরিস্থিতি ছিল বাংলায় | লাল পার্টির জয় তাই না ? লাল পার্টির স্ট্রং হোল্ড ছিল বাংলা | তখন তারা শুধু একের পর এক কারখানা বন্ধ করেছে | খোলেনি কিছুই |

    বিকল্প অর্থনীতিতে শুধু মিডল আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি লার্জ স্কেলের সঙ্গে পাল্লা দিতে পারে না | লার্জ ইন্ডাস্ট্রি গুলি শুধু রিসার্চ আর ফিনিশিং-এ এগিয়ে নয় , মার্কেটিং-এও এগিয়ে | সেটা মিডল আর স্মল ইন্ডাস্ট্রি পারবে না | এরকম করলে মাঝারি আর কুটির শিল্পের শুধু মৃত্যুই ঘটবে | আমাদের ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষে ইনোভেশন কেউ করে না | সবাই পুরনো টেকনিক নিয়ে চলে আর তাই মার খায় | বিদেশী কোম্পানি ইনোভেশন করে নতুন টেকনিক বানায় সুতরাং তাদের সাথে দিশিরা পারবে না | দিশিদের অনেক দিন সাপোর্ট দেয়া হয়েছে তারা ওই উপরে বলা কারণের জন্য পারবে না |

    তাহলে উপায় ? বাংলাকে ইনোভেশন শিখতে হবে | নতুন কিছু করা শিখতে হবে | যাতে করে বিদেশী কোম্পানিকে মারা যায় তার উপায় বার করতে হবে | এই দুনিয়ায় সবারই কিছু দুর্বলতা আছে | বিদেশী কোম্পানির সেই দুর্বলতাটা দেশী কোম্পানিকে খুঁজে দিতে হবে | তবেই দেশী কোম্পানিগুলি প্রতিযোগিতায় পেরে উঠবে | নচেত নয় |

    বিকল্প কৃষি মডেল তুলে ধরুক । কৃষিকে ইন্দাস্ত্রী হিসেবে দেখা হোক । চাষীভাই মার্কা ন্যাকামি করে চাষী কে ফোর্সদ এন্তার্প্রেনীয়র বানানোর কোনো মানে হয়না । দরকার হলে আধুনিক যন্ত্রপাতি কিনুক ইউরোপ থেকে । ফার্মিং কারখানায় যে চাষীর যেমন যোগ্যতা তেমন কাজ পাবে । নৈলে জমি বেচে কেটে পরুক ।

    সেই আধুনিক যন্ত্রপাতি কিনতে যে খরচা হবে আজকের মিডল ম্যানের বাজারে ফসল বেচে তার কতটুকু উঠে আসবে ? আর চাষী জমি বেচে কেটে পড়বে ? কভি নেহি | অন্য রাজনৈতিক দল মুহুর্তে ইসুটা নিয়ে নেবে | উচিত মিডল ম্যান গুলোকে বেআইনি ঘোষণা করে দেয়া আর চাষীদের ডাইরেক্ট শহরের বাজারে নিয়ে আসা | পারবে বামুরা ?

    লোকাল ফার্মিং ইন্দাস্ত্রী মালিক দের ব্যাক আপ দিক। তারা নিজেদের মত করে চাষীদের সঙ্গে সাল্টে নেবে । মানে ওই চাষীরা আরো বেশি শোষিত হবে |

    বিকল্প শিক্ষানীতি হওয়া উচিত , সমস্ত শিক্ষা প্রাইভেট করে দাও | রাজনীতি ও স্টুডেন্ট ইউনিয়ন থাকবে না | আমি নিজে এম বি এ পড়তে গিয়ে দেখেছি ছাত্র রাজনীতি মুক্ত কলেজের পরিবেশই আলাদা | সেখানে প্রকৃত কেরিয়ার তৈরী হবে |

    জাতীয়তাবাদ ছাড়া গনতন্ত্রে সশালিস্ম সাকসেসফুল হয়না । কথাটা শুনলে মনে হয় যে বিজেপি ছাড়া গণতন্ত্রে সিপিএমরা সফল হবে না | সেটাই কি এখনকার স্ট্রাটেজি ?

    লোকজন কে শুধু গ্লোবলাইসেশোন নয় ইমিগ্রেশন সমস্যা নিয়েও খেপিয়ে তুলুক । তাতে ব্লু কলার রেঞ্জে শ্রমের মূল্য বাড়বে । সস্তায় কাজের লোক- মুটে মজুর ইত্যাদি পাওয়া যাবেনা । তাহলে তো মশায় শিল্পতে লেবর কস্ট অনেক বেড়ে যাবে | তাতে তো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে |

    দলের প্রতি আনুগত্য -জাতীযতা এসব মিলিয়ে এমনভাবে পরিবেশন করতে হবে যে প্রডাকশন করতে করতে মরে গেলে সেই শ্রমিক শহীদ মর্যাদা পাবে । সবাই সেরকম শহীদ হবার স্বপ্ন দেখবে । দেখা যাক বামুরা এই জিনিস করতে পারে কিনা |

    টেকনোলজি -নলেজ এ গ্লোবাল লেভেলে থাকা আর আমেরিকার কোম্পানির কাছে রাজ্যের বাজার বেচে দেওয়া দুটো সেম জিনিস নয়। আমেরিকার কোম্পানির এলে তাদের কাছ থেকে কিছু টেকনোলজি শিখা যাবে তবেই টেকনোলজি তে গ্লোবাল লেভেলে থাকা যাবে |

    যা বলবেন একটু ভেবে বলুন এককবাবু |
  • Ekak | 113.6.157.186 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:১৮690824
  • ভেজা জমিতে জঘন্য কোনো সন্দেহ নেই । আমি নিজেই পা পিছ্লেছিলুম ভেজা পাথরে উড ল্যান্ডস পরে । প্র্যাক্টিকালি জুতোর কথা কেন প্রথম মাথায় আসে বলি। কলকাতার সঙ্গে টাচ যতকাল ছিল এক কপি জুতো বানিয়ে নিতুম অর্ডার দিয়ে । ব্যারাকপুর এর মরে কামাল সু স্টোরস । পুলুশ দের অর্ডার সাপ্লায়ার । খাসা জুতো বানায় । ভেজা-শুকনো সবেতে ঠিকঠাক। তবে স্নো তে গ্রিপ রাখতে পারেনা সেটা একবার গোমুখের রুটে আছাড় খেয়ে টের পেয়েছিলুম। অদোরোযাইস ভালো জুতো ।
  • Blank | 213.132.214.84 | ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:১৯690826
  • একক বাবু ভেবে বলুন, এখন হাঁটবেন না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন