এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সুখী থাকার রহস্য কি?

    bip
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১৬ | ৩৭৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২০691804
  • সুখী থাকার রহস্য কি?

    হার্ভাড বিশ্ববিদ্যালয়ে ১৯৩৪ থেকে একটি অখন্ড গবেষনা চলছে সুখী থাকার রহস্য সন্ধানে। ৭২৪জনকে নিয়ে এই রিসার্চের শুরু-যাদের ৬০জন এখনো বেঁচে আছে। ডেটা গ্যাদারিং ও চলছে।

    এটিই পৃথিবীর দীর্ঘতম গবেষনা। আপাতত যা ফলাফল-তাতে দেখা যাচ্ছে তারাই খুশী যারা সামাজিক এবং পারিবারিক সম্পর্কগুলি সুখী রাখতে সক্ষম। সেখানে অর্থ, যশ, খ্যাতির ভূমিকা কোথায়? অর্থ ততটাই দরকার, যতটাতে আমাদের বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্কগুলি ভালো থাকে। বেশী অর্থ বা ক্ষমতা যদি এই সম্পর্কগুলো নষ্ট করে তাহলে ফল উলটো হতে বাধ্য।

    আমি বাকীদের কথা বলতে পারবো না-তবে আমার দেখা সুখী পুরুষ তারাই যারা স্ত্রী, বোন, মা, শাশুড়ী-সবার সাথে ভাল সম্পর্ক রেখে চলতে পেরেছে। এর জন্য আর্থিক সামর্থ্য কিছুটা সাহায্য করে ঠিকই-কিন্ত সবটা নয়। যেসব পুরুষ মা বনাম বৌএর ঝামেলার মধ্যে ঢুকে সলভ করতে গেছে, তারা সবাই অখন্ড নারী রহস্যে ডিসলভড হয়ে, সম্পর্ক গুলোও নষ্ট করেছে-অনেকে ক্ষেত্রে তার নিজের জীবনটাও গেছে। যেসব পুরুষ, এই গুরুত্বপূর্ন নারী সম্পর্কগুলিতে সম্পূর্ন নির্লিপ্ত থাকতে সক্ষম, তারাই জানে সুখের চাবিকাঠি।

    অর্থ দিয়ে আপনি ততটাই সুখী হতে পারেন, যতক্ষন আপনার অর্থকে এই সম্পর্কগুলির উন্নতির জন্য কাজে লাগাবেন। শুধু অর্থ নয়- সম্পর্ক টেকাতে সময় ও যথেষ্ট দিতে হয়। উপার্জিত অর্থে বড় গাড়ী, বাড়ী বা ভ্যাকেশন সুখের উৎস না। নিজের অর্থ এবং ক্ষমতাকে সামাজিক এবং পারিবারিক সম্পর্কগুলিকে ভালো করতে কাজে লাগান। সেটাই আপনার সুখী থাকার রহস্য।
  • | 213.132.214.84 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২২691815
  • মরেচে!!
  • যাহ | 192.69.212.169 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৩691826
  • ভেবেছিলাম পলিগ্যামি ও টপলেস হয়ে থাকাতেই সুখ। বিপ সে রাস্তা দিয়েই হাঁটলো না।
  • avi | 113.24.84.203 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৫691837
  • মোল্লা নাসিরুদ্দিনের একটা এই সংক্রান্ত গল্প ছিল, সুখের সন্ধান দেওয়ার।
  • a | 30.139.67.50 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪১691859
  • pepe | 113.21.126.77 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৭691870
  • কিছু বলার নেই !
  • জীবন | 15.2.65.224 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০০691881
  • সুখী থাকার রহস্য পাঁচটি। তার মধ্যে প্রথম তিনটি টাকা - বছরে অন্তত তিরিশ-চল্লিশ লাখ উপার্জন করুন, সুখ আপনার কাছে হেঁটে হেঁটে আসবে। আপনার বৌ-মা-বাবা-ছেলে-মেয়েকে নানান অকেশানে বা অকেশান ছাড়াই গিফট দিতে পারবেন, মাঝে মাঝে ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে পারবেন, বছরে দুবার ছুটি কাটাতে যেতে পারবেন, মাঝে মাঝে উইকএন্ডে লং ড্রাইভে যেতে পারবেন, বন্ধুবান্ধব আত্মীয়দের বাড়িতে ডেকে এনে সবাই মিলে আনন্দ করতে পারবেন, মনের মতো জিনিষ দিয়ে ঘর সাজাতে পারবেন। একটা দুটো গাড়ী আর ব্যাঙ্গালোরে একটু ভিলা টাইপের বাড়ি কেনা তো আছেই। আর এসবের জন্যই চাই একটা সুন্দর দেখে ব্যাংক ব্যালেন্স।

    চতুর্থ রহস্য একটু নির্লিপ্তি ভাব। জীবনকে দামী মদের মতো করে উপভোগ করুন। মদ গ্লাসে ঢেলে অল্প অল্প করে পান করতে হয়, তারিয়ে তারিয়ে স্বাদ নিতে হয়, মাঝে মাঝে গ্লাসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে হয় কেমন সুন্দর আলোর রিফ্লেকশান। জীবনও তেমনি, অল্প অল্প করে পান করুন। ঢক ঢক করে গিলতে গেলেই বিষম খাবেন। বৌ-মা-বাবা-ছেলে-মেয়ের সাথে মাঝেসাঝে মনোমালিন্য হবেই, সেসব নিয়ে বেশী ভাববেন না। ওদেরকে ওদের মতো থাকতে দিন, আপনি আপনার মতো থাকুন। কারুর ব্যাপারে বেশী নাক গলাবেন না, নিজের ব্যাপারেও ডিসট্যান্স মেন্টেন করবেন। ওরা নিজেদের মধ্যে ঝগড়া করলে ভুলেও নাক গলাবেন না।

    পারলে একটা বেড়াল পুষুন। বিড়াল পৃথিবীর সুখীতম জীব, ওদের থেকে অনেক কিছু জানতে পারবেন। বেড়ালটাকে নিয়ম করে মাছ আর দুধ খাওয়াবেন, আর কিছু না। চাইলে একটু মিল্ক পাউডার বা মিল্কমেড অল্প জলে গুলে দিতে পারেন, ওতে ওরা ভারী খুশী হয় কারন অনেকক্ষন ধরে গোঁফ আর থাবা চাটতে পারে। সন্ধ্যেবেলা আপনি যখন ল্যাপটপে ক্লায়েন্ট সামলাচ্ছেন তখন দেখবেন বেড়ালটা আপনার পাশে এসে অল্প ঠেস দিয়ে শুয়ে থাকবে আর ঘর্ঘর করবে। তখন বুঝতে পারবেন সুখী কাকে বলে।

    আর পঞ্চম রহস্য? Wear sunscreen.
  • cm | 127.247.96.251 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৮691888
  • রাজার অসুখ গল্পটা পড়ুন, আবার পড়ুন, আবার আবার পড়ুন, না বোঝা অব্দি পড়ুন। বুঝে গেলেই এ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
  • rabaahuta | 149.72.158.28 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০০691805
  • বেড়ালের ব্যাপারটা ঠিক বলেছে। আপনার বেড়ালকে সুখে রাখতে পারলেই আপনি সুখী।
  • b | 135.20.82.164 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৯691806
  • একটু শীতকালের রোদ অর্ডার দিন। বেলা দশটা নাগাদ।বেশি গরম চাইবেন না, ছ্যাঁকা লাগবে। শুনেছি আজকাল একটু দুর্লভ হয়ে গেছে।

    একটা পিঠ লাগবে। সেটা কিনতে হবে না, আপনাদের সবারই আছে।

    এবারে ঐ রোদে পিঠ দিয়ে বসুন।
  • san | 11.39.34.46 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৩691807
  • আধাখ্যাঁচড়া লেখেন ক্যানো ? হাতের থালায় কড়াইশুঁটির কচুরি , আলুদ্দম , পাটিসাপটা আর নলেনগুড় - এইসব না বলে শুধু রোদ আর পিঠ বললে কি হবে ?
  • | 213.132.214.85 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৮691808
  • কয়েক টা সহজ উপায়ঃ

    ১।আরো চাই আরো চাই টা কমান
    ২। প্রতিবেশী/ব্যাচমেট/আত্মীয়স্বজন র সাথে নিজের গ্রস বা টেক হোম র তুলনা করবেন না
    ৩। নিজের পছন্দের কাজের জন্যে দিনে অন্ততঃ আধ ঘন্টা রাখুন
    ৪। আজকে বাঁচুন , কালকে কিংবা পরশু নয়
    ৫। নিজের প্রিয় মানুষ গুলো সাথে খানিক টা সময় কাটান
  • T | 190.255.241.31 | ০২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৯691809
  • কই কমপ্লিট হ'ল কোথায়? হাতের সামনে শীর্ষেন্দুর পটাশগড়ের জঙ্গলে থাকতে হবে। কাছে পিঠে একটা ঠাম্মা থাকলে মন্দ হয় না। ও, আর লাল মেঝে হতে হবে, তাতে শতরঞ্চি পাতা। সামনের জানলা দিয়ে নাটকের রিহার্সালের টুকরো টাকরা। রাস্তায় রিকশার ভ্যাঁ পো। আর শেষপাতে পরের হপ্তায় পরীক্ষার ভয়।

    আহা, কী সুখ। কী সুখ।
  • ranjan roy | 24.96.15.150 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৩৮691810
  • ঃ)))
  • তবে | 116.204.134.64 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:০৭691811
  • পটাশগড়ের জঙ্গলের চেয়েও ফারাওয়ের চুরুট বা অয়সটেরিক্স ও ক্লিওপেট্রা থাকলে সুখ আরও গাঢ় হয়।
  • Bratin | 74.233.173.198 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:২৮691812
  • "পটাশগড়ের জঙ্গল" বা অন্য প্রথম দিকের শীর্ষেন্দু কি সিকি পড়েছেন? " আর করতে হবে না। অঙ্ক টা প্রাণ পেয়ে গেছে" এই টার সাথে একাত্ম বোধ করেছেন? ঃ)
  • গড়ভুতুয়া | 117.167.108.63 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২১691813
  • পটাশগড়ের জঙ্গলে শীর্ষেন্দুর শেষ ভালো লেখা। আর ওটার চেয়ে গোঁসাইবাগানের ভুত, মনোজদের অদ্ভুত বাড়ি বা হেতমগড়ের গুপ্তধন অনেক ভালো।
  • raaghab raajaa | 108.192.41.166 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৬691814
  • পাগলা সাহেবের কবর হীরে আংটি গৌরের কবচ আরো ভালো। সত্যি বলতে কি পটাশগড়ও আমি পচাগুলোর মধ্যেই রেখে থাকি। আর প।জ আবার প্রথমদিকের হলো কবে?
  • T | 165.69.171.246 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৩691816
  • নাহ্‌, একমত নই। গৌরের কবচ বা হীরের আংটি ধারে কাছেই আসে না। স্রেফ ধারে কাছেই আসে না। ওগুলো জাস্ট অ্যানাদার স্টোরি। বাংলা সায়েন্স ফিকশনের পটাশগড়ের জঙ্গলে একটা মাইলস্টোন বলে মনেকরি। নিউম্যারালসের সাথে ভুতুর কথোপকথনের তুলনাই হয় না। অন্য ফ্রিকোয়েন্সির কন্সেপ্টটাও দূর্দান্ত। এর কাছাকাছি থাকবে ওঁরই লেখা বনি।

    গোঁসাইবাগানের ভূত বা মনোজদের অদ্ভুত বাড়ী ইত্যাদির সাথে হেতমগড়ের গুপ্তধন! ধুর। গোঁসাইবাগানের ভূত, মনোজদের অদ্ভুত বাড়ী, ছায়াময়, এবং নবীগঞ্জের দৈত্য এইগুলো এই ব্র্যাকেটে। প্রত্যেকটার মধ্যে একটা সার্টেন সেগমেন্ট ভীষণ রকম আলাদা। বাকি গল্প গুলোর মধ্যে ওঁর তৈরী চরিত্রের মধ্যে ভীষণ সিমিলারিটি দেখি। আলাদা কিছু না। কিন্তু সামসাদিঘি টক দই, হামলা খামলা বা দুটো হাতই বাঁহাত একেবারেই আলাদা।
  • sosen | 184.64.4.97 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২691817
  • পটাশগড়ের জঙ্গল বেস্ট
  • গড়ভুতুয়া | 125.112.74.130 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৩691818
  • জঁরাগত হিসেব করলে আলাদা ব্যাপার।

    আর সিমিলারিটির ব্যাপারে - মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভূত আর হেতমগড়ের গুপ্তধন - এগুলো প্রায় সমসাময়িক। পর পর বছরে বেরনো। শেষ দুটো শারদীয়ায়, আর মনোজদের অদ্ভুত বাড়ি ধারাবাহিক হিসেবে আনন্দমেলায়। চরিত্রের সিমিলারিটি পরের দিকে আসবেই, কারণ একটা লোকের পক্ষে বছরের পর বছর মৌলিক চরিত্র নামানো বেশ কঠিন ব্যাপার।
  • sosen | 184.64.4.97 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২০691819
  • পাগলা সাহেবের কবর ভুললে হবে না
  • জীবন | 47.48.65.116 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২২691820
  • হ্যাঁ পটাশগড়ের জঙ্গলের কনসেপ্টটা অসাধারন, কোন কথা হবেনা। বাংলা গল্পে এরকম প্লেটোনিক প্লেনের উল্লেখ তো আর কোন গল্পে পড়েছি বলে মনে পড়ছেনা।

    তবে কিনা আসল কথাটা হল, টাকা বিনে সুখ নাইরে দাদা! টাকা ইঞ্জিনের তেলের মতো - টাকা থাকলে ইঞ্জিনটা মসৃনভাবে চলবে, না থাকলে ক্যাঁচকোচ আওয়াজ করতে থাকবে আরে কিছুদিন পরে একেবারে থেমেই যাবে।
  • sosen | 50.128.208.34 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৯691821
  • ভুতুড়ে ঘড়ি, বনি, পটাশগড়ের জঙ্গলে এই তিনটে খুব অন্যরকম লেখা
  • | 213.132.214.81 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৫691822
  • ১। ইয়েস "পটাশগড়ের জঙ্গল শেষ ভালো লেখা। তবে ও টাই কি বেস্ট।

    ২। গৌড়ের কবচ, মনোজ দের অদ্ভুত বাড়ি, পাগলা সাহেবের কবর সবার মেজাজ ই আলাদা।সেই অদ্ভুতুড়ে ব্যাপার টা বাদ দিলে। কিন্তু পটাশগড়ের জঙ্গলে যেন সবাই কে ছপিয়ে গেছে।

    ৩। বনিও খুব ভালো লেগেছিল।

    ৪। তবে শেষের দিকে কেমন একটা রিপিটেসন এসে গিয়েছিল। পড়তে গেলে কেমন যেন মন খারাপ হয়ে যেত।
  • Tim | 108.228.61.183 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৭691823
  • ঠিক, বনি আমার খুবই অন্যরকম লেগেছিলো
  • PM | 37.97.118.65 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৯691824
  • ভুতুরে ঘড়ি আমার ছোটোবেলায় আনন্দমেলায় ধারাবাহিক হিসেবে বেরোতো। খুব ছোটো ছিলাম---আনদমেলাও বড় থেকে ছোটো হয়ে গেছিলো তখন । মনে পড়ে গেলো ঃ)
  • PM | 37.97.118.65 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫১691825
  • কনফিউস্ড, ভুতুরে ঘড়ি না হারানো কাকতুয়া ? ঃ( বারি গিয়ে পুরোনো বাঁধানো আনন্দমেলা খুলে দেখবো ।
  • | 213.132.214.83 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৫৩691827
  • পিএম , শনিবার বইমেলায় এসো। পাক্কা ।

    সারপ্রাইজ আছে। না এলে মিসাবে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন