এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বপ্নপূরণের কাহিনি, অথবা স্বপ্ন দেখার শুরু

    সিকি লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ২৭ জানুয়ারি ২০১৬ | ১৫৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৩692082
  • সোমনাথ,

    আমাকে এক মাস সময় দিন। নিজেও জানি না ঠিক কী কী লাগবে বা কী কী থাকলে যোগ্যতা অর্জন করা যায়। আমি এখনও ইনফর্মেশন কালেক্ট করছি। মাসখানেকের মধ্যে জানাতে পারব আশা করি।
  • aranya | 154.160.226.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩২692083
  • এইডা যে কি মারকাটারি ব্যাপার হবে, চিন্তাও করা যায় না। হিংসে কিঞ্চিৎ আমারও হচ্চে বটে, তবে ভাল লাগা, গর্ব অনেক বেশি।
    বাইকে ভারত থেকে ইউকে ট্রিপ আগেও কেউ করেছে, না কি সিকিই প্রথম?
  • aranya | 154.160.226.96 | ০১ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৬692084
  • দু, আড়াই সপ্তার বেশি ছুটি নেওয়া মুশকিল, তাই ছোট্ট করে আম্রিগায় একটা ক্রস কান্ট্রি ড্রাইভিং করে ফেলব ভাবছি, সিকির দ্বারা অনুপ্রাণিত হয়ে।

    'মাটির প্রদীপ কহে...
    আমার যেটুকু সাধ্য তা করিব আমি'
  • সোমনাথ | 24.139.160.5 | ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১১692085
  • ধন্যবাদ ,দাদা । আমি এই টই টা নিয়মত দেখবো । আশা করছি পজিটিভ খবর পাবো ।
  • কিকির জন্য | 132.163.18.69 | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৩১692086
  • হেঁইও।
  • 0 | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৭692087
  • আগেই পড়েছি, কিন্তু এতো বিরাট ব্যাপার যে এট্টু দিশেহারা লাগছিল। মনের জোর তো অদম্য অফুরন্ত আছেই কিন্তু এ'তে তো অনেকদিন একটানা শরীরের ধকল সইবার ক্ষমতাও খুবই দরকার। খাওয়া-দাওয়ার ব্যাপারে এখন থেকেই আরও মাপা,সাবধানী একটা চার্ট মেন্টেন করা, আর অল্পস্বল্প এক্সারসাইজ, হাঁটা, জগিং, স্পেশালি কোমর আর পিঠের ব্যায়াম, এ'সব যদি করা যায়, আর রেগুলার চেক আপ।
  • kiki | 113.192.119.253 | ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৭692088
  • হুম্ম!! থেঙ্কু।ঃ)
  • kiki | 113.192.118.179 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৫৮692089
  • সিকিকে আর হিংসে নয়। অপেক্ষায় রইলুম তোমার অ্যাডভেঞ্চারের গল্প পড়ার। আর আমারো কিছু স্বপ্ন আছে, আর এক্টা বছর অপেক্ষা, তারপর ব্যাকপ্যাক নিয়ে বেড়িয়ে পরবো। নবনীতা এমনিতেই উস্কে রেখেছে, তার উপর তুমি। ছোটাসা স্বপ্ন, আর কিছুই তো হলো না। এটা করতেই হবে। ন্যাকা বলাটা ক্ষমা করে দিলুম।:P
  • সিকি | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৬692090
  • কিকি, থেংকু। আপত্তি না থাকলে শুনতে পারি, তোমার ছোটাসা স্বপ্নের গল্প?
  • kiki | 113.192.116.215 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫০692092
  • ঐ তো, চুড়ান্ত বাউন্ডুলেপনা। ঘুরে বেড়াবো, এবং একা। আমার ফ্যামিলির বাকি দুজনের সংগে আমার আকাশ পাতাল তফাৎ। তারা একটু সফি মানুষ। ঘুরতে গেলে ভালো ঘরে থাকা, খাওয়া, আরামটাই প্রাধান্য পায়। এমনকি শপিং মলেও ঘুরতে যায় (মহাপাপ আর কাকে বলে) ।তারা ভেবে কথা বলতে ভালোবাসে । আমি সবার সাথে হুলিয়ে গল্প করি গল্পের খোঁজে । আর আমি আদারে বাদারে ঘুরতে ভালোবাসি।আর আমার ফ্যামিলির মানুষ আমায় দুহাত দিয়ে আগলে রাখে , কিন্তু মনের খোরাকের কথা ভাবে না। আমার আবার সেটাই বড্ড বেশী লাগে। কাজেই একা একা ঘুরে বেড়াবো। তবে এই, তার আগে কিছু একটা করার কথাও ভাবতে হবে। অনেক কম্প্রোমাইজ তো হলো, এবার একটু নিজের চাওয়া গুলো নিয়ে ভাববো।( অবশ্যই নিজের রেসপন্সিবিলিটি সামলে) কারোর থেকে কিছু চাইতে( বিশেষ করে এমন ইচ্ছে প্রকাশ করলেই মানকেটা হার্টফেল করবে) বিরক্ত লাগে। একটাই প্রবলেম, আমি বড্ড আতুসি টাইপ। নিজেকে শারিরীক ভাবে একটু শক্ত পোক্ত বানাতে হবে। হুম্ম। হাসবে না। দুঃখু পাবো । ব্যস।
  • সেকেন্দার মিত্র | 151.0.12.144 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫৭692093
  • এঃ কিকি অলরেডি মিলাক্রায় ভুগছে। এই বয়সেই।
  • Kaju | 131.242.160.210 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০১692094
  • ছোটাসা নান্নাসা মুন্নাসা প্‌য়ারাসা স্বপ্ন। ;-)
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১২692095
  • মিলাক্রা কি জিনিস?

    কিকি-দিদি,
    আমারও ফ্যামিলির লোক একটু আরামপ্রিয় ধরণের ছিল। কিন্তু মাঝে সাঝেই তাকে টেনে এদিক সেদিক নিয়ে গিয়ে গিয়ে অ্যায়সা ট্রেনিং দিয়েছি যে সে-ও একদিন নিজেরা গাড়ি চালিয়ে লাদাখ যাবার স্বপ্ন দেখে (আগে ঐ হার্ট অ্যাটাক টাইপের ছিল)। এদিকে তারই যমজ ভাইয়ের আবার কোথাও গেলে ভালো হোটেল, রয়ে সয়ে বেড়ানো, শপিং, খাওয়া দাওয়া না হলে মন ওঠে না। তাহলেই ভাবো, ট্রেনিং য়ে কি না হয়! :P
    আমার আবার কোথাও গেলে পায়ে চরকি লাগিয়ে ঘুরতে ভালোলাগে। সকাল থেকে রাত অবধি ঘুরে ঘুরে পা ব্যথা করে রাতে নিঃসাড় ঘুম। এখোনো টু ডু লিস্টে কত্ত জিনিস পড়ে রয়েছে। কবে যে হবে সে সব! ঃ(
  • T | 24.100.134.177 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৭692096
  • মিলাক্রা হইল মিড লাইফ ক্রাইসিস।
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২০692097
  • যাক তাহলে হাতে এখোনো সময় আছে।

    আর তিতাসদা, ঐটা আলস্য হবে। তোমার লেখাটা চমত্‌কার হচ্ছে। রয়ে সয়ে পড়ছি।
  • d | 144.159.168.72 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২১692098
  • পুপের পোস্ত পড়ে মনে পড়ল একটা মজার গল্প। ব্ল্যাঙ্কি একবার বেশ দুই না তিন হপ্তা ঘুরে এসে ফেবুতে স্ট্যাটাস দিয়েছে, সাথে ঐসব মারকাটারি ছবি, মানে ব্ল্যাংকি যেমন দেয় আর কি। তো তাই দেখে আমার ব্ল্যাঙ্কির সিকির অজ্জিতের এক কমন চে্না পাবলিক বলে সে বেড়াতে গেলে শফার ড্রিভেন গাড়ী, দামী হোতেল ভাল স্প এইসব ছাড়া ভাবতে পরে না। ঐসব না হলে আর হলিদে কি!। বুনু তকে খুব ইনোসেন্ট অবাক মুখ করে জিগাল যে তাদের শহরে ঐসব পাওয়া যায় না?? ও তো ঐসব কলকাতায় এমনিই সহজেই পয় ওর জন্যে আবার দূরে যেতে হয় নাকি কাউকে!
    উহ্‌ সে পাবলিক যা চিড়বিড়িয়ে চটে চতুর্ভুজ হয়ে গেছিল না ....
    :-))))))
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৪692099
  • দ-দি, :D

    আমার আবার বাতিক আছে একটা। কোথাও গেলে দর্শনীয় যা যা আছে সেখানে সব সব কিছু না দেখলে আমার কিরম মন খুঁতখুঁত করতে থাকে। যতক্ষণ না একদম হাক্লান্ত হয়ে যাই ততক্ষণ সব কভার করার চেষ্টা করি, হাতে যত কম সময়ই থাক না কেন। ঐজন্যে আবার আমার সাথে বেড়াতে গেলে অনেকের সমস্যা হয়। একবার ঠাকুর দেখতে গেছিলাম আমরা আর আরেকটা জুটি, সে প্রায় ৭-৮ বছর আগে। হঠাৎ দেখি তারা নেই। খানিক পিছনে গিয়ে দেখি সে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর ছেলেটা তাকে যেনতেনপ্রকারে ভোলাবার চেষ্টা করছে।

    ব্যাপারটা কি?

    না, আমি নাকি তাকে ঠাকুর দেখাবার নামে এত হাঁটিয়েছি যে তার পা দুটো খুলে পড়তেই খালি বাকি আছে!

    তারপর থেকে কক্ষনো তারা আমার সাথে ঠাকুর দেখতে যায়নি। ঃ(
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৯692100
  • এবং অ্যাদ্দিন পরেও একসাথে বেড়াতে যাবার নাম করলেই তারা "হ্যাঁ, দেখি" "ছুটি নেই" এইসব বলে কাটিয়ে দেয় ও দিচ্চে!
  • sinfaut | 74.233.173.198 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৫692101
  • আমার আবার ঐ দর্শনীয় স্থানে কিছু মিস করব কি করব না এই টেনশন ভালো লাগে না বলেই কোথাও বেড়াতে যাই না। কী দর্কার এতো টেনশনের। ফিরে এসে, এ বাবা ওটাও দেখিসনিই ই শুনতে মোটেও ভালো লাগেনা।
  • সেকেন্দার মিত্র | 192.66.79.226 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০৫692103
  • আমরা তো বেছে বেছে এমন জায়গায় যাই যেখানে রাস্তাটাই দর্শনীয়। ওসব মন্দির আর ভিউপয়েন্টে ছাই থাকে।

    আর যেম্নি বেরিয়ে এসেছি এই মেয়েটা গপ্পো করতে লেগেছে কেন?
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৬692104
  • আমার টেনশন হয়না, তবে বেড়াতে গিয়ে চরকিপাক ঘোরাতেই আমার মজা। কোথাও যাবার আগে থেকে পড়াশোনা করে যাই যে কি কি বিশেষ ব্যাপার আছে জায়গাটায়। তবে অ বেশ ভালোমানুষ, আমার "চল না ঘুরেই আসি, কাছেই তো" জাতীয় অত্যাচার সহ্য করে নেয়, বা হয়তো বুঝে গেছে একে বলে লাভ নেই। :P

    এই যেমন আলিবাগ গেছিলুম। সেখানে সমুদ্রের মাঝমধ্যিখানে (ঐ আর কি, তীর থেকে ১ কিমি কি তার কম হবে) একটা দুর্গ আছে। ভাটার সময় নাকি জল এত কমে যায় যে হেঁটেই দিব্যি পৌঁছে যাওয়া যায় জল পেরিয়ে সেখানে। সে তো ভাটার সময় ইত্যাদি জেনে টেনে বীচে এসেছি। দুপুর একটা থেকে ভাটা পড়বে। তখন মোটামুটি সাড়ে বারোটা। জল আস্তে আস্তে কমছে। আমরা সমুদ্রের জলে পা ভিজিয়ে দিব্যি হাঁটছিলাম; যেই না আমার মনে হল যে এবার জল কমছে, ভাবলাম এবার এগনো যাক। এগোতে এগোতে হাঁটু জলে এসে অ বল্ল আরেকটু দাঁড়িয়ে যা না! আমল না দিয়েই দেখিয়ে দিলুম ঐ দ্যাখ ঘোড়াগাড়ি টাও যাচ্ছে ফোর্টের দিকে, ডুবছে কি? এমন কিছু জল নেই, হয়তো এর থেকে নীচে জল নামে না, চল চল।

    এই করতে করতে কাঁচুমাচু মুখে বেচারা প্রায় কোমর জল ঠেলে কোলাবা ফোর্টে পৌঁছলো। দুর্গটার অতি ভগ্নদশা, বেশিক্ষণ সময়ও লাগলো না ঘুরতে। ফেরার সময় বেরিয়ে দেখি সমুদ্র কোথায় । পুরো বালির মাঠ! অ এত ভালো সুযোগ পেয়েও খুব একটা প্যাঁক না দিয়ে খালি বললো - আমরা শুধু শুধুই কোমর জল ঠেঙ্গিয়ে এলাম।

    আমি শুনতেই পাইনি কথা টা যেন, উত্তর দিলাম - সেরম তো কিছু নেই ফোর্টটায়, জল ভেঙ্গে আসতেই যা মজাটুকু হল! ;)
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:১৮692105
  • গল্প কই করলুম। পড়াশোনাই করছিলুম। একটানা পড়তে গেলে আমার মাথা ভেবলে যায়। তাই একটু এদিকে ঘুরে গেলাম।
  • Kaju | 131.242.160.210 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৩692106
  • পুপে কি অজিদ্দার আপিসে নাকি? কী পড়াশুনো বুঝলাম না।
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৫692107
  • আর আমি মোটেই মন্দির দেখতে যাবার কথা বলি নি, আমি দর্শনীয় স্থান বলতে বলেছি প্রাকৃতিক মমি, বহু পুরোনো গুহা ইত্যাদি। হুঃ। :-|
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৬692108
  • না হে কাজুদা, আজ বরং অজ্জিদ্দা পুপের আপিসে। ;)
  • Kaju | 131.242.160.210 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৫692109
  • ওক্কে তা কাছাকাছি তো গেস করেছি কথা থেকে। কোথাও একটা সামনাসামনি তো বটে।
  • cb | 208.147.160.75 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৭692110
  • প্রাকৃতিক মমি কি জিনিষ ভাই?
  • পুপে | 131.241.184.237 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪২692111
  • cb দা, প্রাকৃতিক মমি -
    "আমরা গিউ ভিলেজ কেন দেখতে এসেছি? এই গ্রামটা ভারত-চীন বর্ডারের একদম প্রান্তে তো বটেই, কিন্তু তাছাড়াও এখানে একটা দারুণ জিনিস আছে, ভারতের একমাত্র প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত এক বৌদ্ধ ভিক্ষু 'সাংহা তেনজিন'-এর মমি। ১৯৭৫ সালে ITBP'র লোক এখানে মাটি খুঁড়ছিল কোন কারণে, কিসে কোদাল লেগে রক্ত বেরোতে শুরু করে, তখনকার মত তো সব ভয়ে ভাগলবা। তারপর সেখান থেকে উদ্ধার হয় হাঁটু ভাঁজ করে বসে থাকা সেই মমি, তার তখনো গায়ে লোম, মাথায় চুলের আভাস, অবিকৃত নখ! ধ্যানমগ্ন লামার বুদ্ধের স্মরণ করতে করতেই প্রাণবায়ু নিঃশেষ হয়, তুষারচাপা পড়ে 'ন্যাচারাল মামিফিকেশন' ঘটে, তিনি নাকি দেহের ক্ষয়হার কোন বিশেষ উপায়ে এতই কমিয়ে এনেছিলেন যে ৫০০ বছর পরেও তা থেকে গিয়েছিল প্রায় অক্ষত! পরে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, জানা গেছে এইসব তথ্য। মমিটি এখন একটি ছোট্ট মন্দিরে রাখা কাঁচের বাক্সের মধ্যে। পাশেই তৈরী হচ্ছে বড় মন্দির, এই অসাধারণ লামার জন্যে। বিনোদ হাঁকডাক করায় এক বাড়ির দরজা খুললো, পাওয়া গেল মন্দিরের চাবি। অশোক গাড়ি নিয়ে তুললো একদম মন্দিরের সামনে। এখান থেকে পুরো গ্রামটার সুন্দর ছবি পাওয়া যায়। মন্দির খুলে ঢুকলাম, আজও তিনি বুদ্ধের মন্ত্রোচ্চারণে নিমগ্ন; চোখের কোটরের উপরে ছোট ছোট অক্ষিপল্লব, মাড়িতে দাঁতের সারি, অবিশ্বাস্য! এখন নাকি এই মমি ক্রমশ নষ্ট হয়ে যেতে বসেছে, কিভাবে এনাকে রক্ষা করা যায় সেই নিয়ে চলছে রিসার্চ, ভাবাই যায়না আজ থেকে কত বছর আগে লামারা এমন আশ্চর্য ভাবে মৃতদেহ সংরক্ষণের উপায় খুঁজে বের করেছিলেন!"
  • T | 24.100.134.161 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪৫692112
  • সুন্দর জায়গায় বেড়াতে গেলে, (মানে ঐ মন্দির মসজিদ নয় প্লীজ), মনে হয়ে থেকে যাই অনেকদিন। প্রতিদিন একটু করে ডেল্টা অ্যামাউন্ট দেখে তবে হ'ল আর কি। দৌড়োদৌড়ি পারি না। বেসিক্যালি একটু শামুক টাইপ। অনন্ত শীতকাল। লেপ। ঘুম থেকে উঠে ফের খাবার এবং ঘুম। মাঝে মধ্যে চরতে বেরোনো।
  • সেকেন্দার মিত্র | 151.0.12.143 | ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪৬692114
  • নাঃ ওসব "বহু পুরনো গুহা"-র যা হাইপ! ভীমবেটকা, বোরা কেভস। ঠেকে শিখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন