এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Ishan | 130.36.62.140 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:০৯693774
  • সেল একটি খুব বড়ো সংস্থা। ইস্পাতের সঙ্গে উহাদের গভীর সম্পর্ক। সম্পর্কটা ঠিক কি জানা না থাকলেও ইস্পাত বানায় বা বেচে, বা দালালি করে, এই জাতীয় কিছু একটা।
  • tan | 131.95.121.127 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:১৩693785
  • আরে সে সেল না। চৈত্রসেল শোনে নাই ঈশেন?
    এদের বিজ্ঞাপণে থাকতো-
    "সেদিন শুরু চৈত্রসেলের মাস
    তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।"
    :-)))
  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:১৪693796
  • চৈত্রের, পুজোর, ক্রিসমাস, ব্ল্যাক ফাইডে বা যেকোন ধরনের সেল লিখুন। সেল! সেল!!
  • Arjit | 82.39.106.251 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:১৭693807
  • জোরে জোরে বলো - she sells sea shells on the sea shore

    সেল সমগ্র পুরুষজাতির পক্ষে একটি অভিশাপ।
  • Tirthankar | 130.207.93.156 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:১৮693818
  • ব্ল্যাক ফ্রাইডেতে চার বা পাঁচ সেলের টর্চ ছাড়া কিছুই দেখা যায় না। ফ্রাইডে দা থার্টিন্থ হ'লে তো কথাই নেই।
  • tan | 131.95.121.127 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:১৯693821
  • ধন্যবাদ জ্ঞাপন সেল! লোকে লোকারণ্য! ভোর চাট্টে থেকে গাড়ী গিজগিজ কচ্ছে বড়ো বড়ো দোকানের সামনের পার্কিলটে! কাতারের কাতারে লোকে সমুদ্রের মতন ঢুকে পর্বতপ্রমান জিনিসপত্তর হেন তেন কিনছে!
    লিখুন লিখুন!!!!
    সেল সেল সেল সেল্ল!!!!!!!

  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:৩৪693822
  • আই লাভ ব্ল্যাক ফ্রাইডে সেল। কিন্তু এ যাবৎ মাত্র দুবার ঘুম থেকে উঠতে ঐ মহানিধনে সামিল হতে পেরেছি। এবার প্রতিজ্ঞাবদ্ধ।

    এছাড়া আরো কতো আছে, গ্যারাজ সেল, গাড়ির ক্লিয়ারেন্স সেল, ধু ধু মাঠের মধ্যে চেরি-কুমড়ো-রশুন প্রোডিউস সেল।

  • Ishan | 130.36.62.140 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:৪৬693823
  • আমার আপিসের সহকর্মিনী এইমাত্র বিদায় নিলেন। যাবার আগে এই ধন্যবাদজ্ঞাপনের প্রাক্কালে আমার কেনাকাটির প্ল্যান নিয়ে খুঁটিয়ে প্রশ্ন করলেন। কোনো প্ল্যান নেই শুনে হরিনীর মতো চোখে সন্দেহের একটি তীব্র ভ্রুকুটি হেনে ত্রস্ত পায়ে আপিস ছেড়ে পালালেন। নুপুরের শব্দ শোনা গেলনা। আমি শুধু চলে যাওয়া দেখলাম। কাল সেলনবমী।
  • Lyadosh Chandra Mitra | 128.48.203.128 | ২৩ নভেম্বর ২০০৬ ০২:৪৯693824
  • বিতর্কিত সেল : স্টেম সেল
    হাতে হাতে সেল : সেল ফোন

  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০৩:৪২693775
  • হালুম
  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০৩:৪৩693776
  • ভুল জায়গায় হালুমিয়েছি।
  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০৪:৫৭693777
  • ২০০৩ সালেও এমনই প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। আগেরদিন এ¾ট্রান্স পরীক্ষার মতো করে অ্যাড পড়েছি ও স্ট্র্যাটেজি ঠিক করেছি যাতে একটাও মিস না হয়ে যায়। বড়ো আইটেমগুলো তিনি অ্যাটাক করবেন, ছোটোগুলো যেমন রান্নাঘর, জম্মদিনের উপহার, কাঁচের সামগ্রি, বেশীরভাগই অদরকারি, আমি। হুঁ হা করেছেন, কাজেই সহযোগিতা পাবো এমন আশা আছে। আর হীরের কানছাবির জেলসের অ্যাড বারবার দেখছি। পয়েণ্ট শূন্য শূন্য শূন্য দুই ক্যারাট থেকে চার ক্যারাট। শুধু দেখার জন্যেই চোখ ভরে দেখতে দোষ কি। যদিও ও দোকানে ব্ল্যাক ফ্রাইডে সেল নেই। লাস্ট মোমেন্টে সাড়ে তিন টাকার বারোটা সোয়েটার ও ফ্রি-অফ-কস্ট ছটা মাউস ঢুকিয়েছি লিস্টে। অ্যাপেক্স বলে একটা ডিভিডি প্লেয়ার পাওয়া যায়, সে নাকি সব চালাতে পারে, সিডি, ভিসিডি, ডিভিডি, এমনকি লুচি পর্যন্ত। বাইশ টাকা দাম, সেটা খান দুয়েক।

    ঝাঁঝড়ি করা বেড়ি হাতা
    শীতের র‌্যাপার নক্সা কাটা।

    সাদা ধপধপে, সুতোর কাজ করা কুইন সাইজ কুইল্ট। মাত্র সাড়ে উনচল্লিশ। এমনি সময়ে আটাত্তর। আর তাহলে ঐ ম্যাচিং বালিশের ওয়ার না নিলে খারাপ দেখায়। ইন্টারনেটে আজকাল অ্যাডে জুম করে করে সব কি সুন্দর দেখা যায়। লিস্ট দিব্যি গোকুলে বাড়ছে।
  • dri | 199.106.103.254 | ২৩ নভেম্বর ২০০৬ ০৫:০৬693778
  • সেবারে আমার গিন্নি বুঝিয়ে ছাড়ল ব্ল্যাক ফ্রাইডে সেলে না গিয়ে আমি কত পয়সা হারাই। ওর ল্যাবেরই একজন গত বছর বারোশো টাকার ল্যাপটপ সাতশো টাকায় পেয়েছে। এছাড়াও কেউ চল্লিশ টাকায় লেদার জ্যাকেট পেয়েছে, কেউ দশ টাকায় এস ডি কার্ড পেয়েছে, কেউ বিনে পয়সায় সিডি ড্রাইভ ক্লিনার (!) পেয়েছে।

    তো গেলাম। চারটেয় উঠে কুয়াশাচ্ছন্ন ফ্রিওয়ে বেয়ে দোকানে পৌঁছে দেখি নুডলের মত লাইন। দোকানের পেছন অব্দি পৌঁছেছে। বেশ একটা উৎসব উৎসব মুড। কেউ স্লিপিং ব্যাগের ওপর বসে চিপ্‌স খাচ্ছে, কেউ বুমবক্সে বাজা ঝম্পক বিট্‌সের তালে তালে নাচছে, কেউ মনোযোগ দিয়ে খবরকাগজের অ্যাডে টিক দিয়ে রাখছে। লাইনের প্রথমের দিকের একজন বললেন আমি কাল রাত থেকেই লাইন দিয়েছি, এখনে বসে টার্কি খেয়েছি। দোকানের লোকেরা ব্যস্তভাবে কুপন বিতরণ করছে। দেখে শুনে মনটা একটু দমে গেল। পাবো তো?

    তারপর যখন গেট খুলল, হুড়মার দুড়দাড় ঠেলাঠেলি গুঁতোগুঁতি। কোথায় সেই পেহেলে আপ মার্কা আম্রিকান? যাইহোক ভিতরে ঢুকে দেখি দোকানের মধ্যে সাজানোটা এক্কেবারে বদলে দেওয়া হয়েছে। যাতে কেউ এক ছুট্টে গিয়ে নিজের জিনিসটা আগে না নিয়ে নিতে পারে। খানিক বাদে কাঁচুমাচু মুখে দোকানের একজনকে জিজ্ঞেস করলাম কোথায় পাওয়া যাবে। জানতে পারলাম আমার ফাস্ট আর সেকেন্ড প্রেফারেন্সের জিনিষদুটো শেষ। অগত্যা থার্ড, ফোর্থ ও ফিফ্‌থ প্রেফারেন্সের জিনিষ নিয়ে এলাম। বিরাট লাইনে দাঁড়িয়ে বিরাট বিল দিলাম। বিলের দুটো করে কপি এবং একগাদা ফর্ম পেলাম। গাড়ীর ডিকি মালে ভরে গেল। পাসের দোকানে ডোনাট এবং কফি খেয়ে বাড়ী ফিরলাম।

    ফিরে দেখলাম পয়সা কিছুই কম লাগেনি। লাগবে যদি রিবেটগুলো সব ঠিকঠাক পাই। রিবেটের ফাইনপ্রিন্টগুলো পড়তে পড়তে একটা হাড় হিম করা তথ্য পেলাম। চার পাঁচ দিনের মধ্যে একগাদা ফর্ম, বাক্স থেকে কাটা লেবেল হ্যান ত্যান না পাঠালে রিবেট পাওয়াই যাবে না। আরো ঝামেলা আছে। কুড়ি টাকার রিবেট পেতে গেলে এক সেট ফর্ম পাঠানো যথেষ্ট নয়। দুটো আলাদা আলাদা দশ টাকার রিবেট ক্লেম করতে হবে। দুগুন পেপারওয়ার্ক।

    আমার মনে হয় সবারই এই ব্ল্যাক ফ্রাইডে সেলের একটা এক্সপেরিয়েন্স থাকা উচিত। গ্রেগ চ্যাপেলের কোচিংএর মত। অপশানকে এলিমিনেট করার জন্য একবার ট্রাই করে দেখতে হয়।
  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০৫:১১693779
  • দ্রি সত্যের থেকে বহুদূরে। জনতা দ্রি-এর কথায় কান দেবেন না। ব্ল্যাক ফ্রাইডের বন্ধুত্বপূর্ণ উপকারী হাতদুটি ধরুন ও আনন্দে থাকুন। বিশদ শিগগিরই।
  • Paramita | 143.127.3.10 | ২৩ নভেম্বর ২০০৬ ০৫:১৪693780
  • আর দ্রি-এর লেখা থেকেই বোঝা যাচ্ছে উনি কোনো হোমওয়ার্ক না করে খেলতে নেমেছেন এবং ডাহা ফেল করে মাস্টারদের দোষ দিচ্ছেন। বলি, আগেরদিন অ্যাডগুলো পড়েছিলেন? শর্টলিস্ট করেছিলেন? দোকানের আইলে আইলে গিয়ে দেখে এসেছিলেন প্রার্থিত জিনিসগুলো কোথায় রাখা আছে? নুডলের শেষে না দাঁড়িয়ে ডগায় দাঁড়াবার কোন চেষ্টা নিয়েছিলেন ভোর চারটেয় অ্যালার্ম দিয়ে?
  • dri | 199.106.103.254 | ২৩ নভেম্বর ২০০৬ ০৫:২৫693781
  • :-)। পারমিতার সাথে কিরণ মোরের মিল খুঁজে পাচ্ছি। কেমন যেন আক্রমণাত্মক হয়ে উঠছেন।

    তবে গুরুর পাঠকের ওপর আস্থা আছে। আপনারাই বিচার করবেন। এবং যারা এখনও ব্যাপারটা একবারও চেখে দেখেননি তাদেরকে বলছি একবার যান। হাতে নাতে টের পাবেন। ঠেকে শেখার চেয়ে বড় শেখা আর হয়না। শত উপদেশেও না।
  • tan | 131.95.121.127 | ২৩ নভেম্বর ২০০৬ ০৫:৪৭693782
  • আপনেরা,এই জেন্টলম্যানেরা,কিছুতেই শাস্ত্রবাক্য মানেন না,ধম্মকম্মও করেন না,অর্থনীতিও বোঝেন না।
    আরে সেল থেকে সেলে ঘুরবেন! ফ্রাইডে সেলে কিনবেন,গ্যারেজ সেলে বেচবেন।ক্রিসমাস সেলে কিনবেন,ইয়ার্ড সেলে বেচবেন। ক্লিয়ারেন্স সেলে কিনবেন,বাড়ীবদল সেলে বেচবেন।
    এইভাবে সেল থেকে সেলে চলতে চলতে শুনতে পাবেন চরৈবেতি চরৈবেতি!!!!
    শরীরের প্রতিটি সেল খুশী হয়ে গান গাইবে!

  • ® | 203.197.96.50 | ২৩ নভেম্বর ২০০৬ ১১:১৩693783
  • গতবছর আমাকেও ১০০ টাকা রিবেট পেতে ৫টা ফর্ম ফিল আপ কত্তে হয়েছিলো আর ৬ মাস অপেক্ষা
  • Samik | 202.56.239.67 | ২৩ নভেম্বর ২০০৬ ১২:০৪693784
  • পাব্লিক গ্রিভ্যান্স সেল, ইনফর্মেশন সেল, মহিলা কমিশন সেল ... এসব নিয়ে কতা হবেনি?
  • r | 61.95.167.91 | ২৩ নভেম্বর ২০০৬ ১৪:০০693786
  • গুপীবাঘা ছিল সব থেকে সাহসী সেল্‌স্‌ম্যান। বিক্কিরি করার আগেই খদ্দেরকে বলছে - মহারাজা, তোমারে সেলাম। আর সবাই জানে স্কটল্যান্ডের লোকেরা জাতে সেল্‌স্‌ম্যান, যে কারণে ওদের সেল্টিক বলা হত।
  • Parolin | 213.94.228.210 | ২৩ নভেম্বর ২০০৬ ১৫:২০693787
  • আমি সেল দেখলেই নেচে নেচে সে দোকানে ঢুকি এবং এবং সেই বিখ্যাত গানখানি গেয়ে নিই -
    এভরি সিঙ্গল সেল ও মাই বডি ইজ হ্যাপি
    এভরি সিঙ্গল সেল অফ মাই বডি ইজ ফাইন।
    অত:পর , আক্রামান !!!!!
    সেলসাগরে জাঁপ দিই।
  • d | 202.54.214.198 | ২৩ নভেম্বর ২০০৬ ১৮:০৬693788
  • হ্যা: এই দ্রিয়ের তো দেখি শপিঙের কোন হ্রস্যি দিঘ্‌ঘী জ্ঞানই নেই!!

    যাগ্গে, আমার ব্ল্যাক ফ্রাইডে সেলের গপ্প আজ কালের মধ্যেই বলে দেবো। তাছাড়াও বলব আরো অনেক সেল এবং প্রি-সেলের খবর।
  • Paramita | 64.105.168.210 | ২৩ নভেম্বর ২০০৬ ২১:৪৯693789
  • হ্যাঁ দম, ভালো করে লেখো তো।

    কাল সন্ধেবেলা একটু দেখেশুনে আসতে গিয়েছিলাম ক্যালিফোর্নিয়ার অন্যতম বৃহৎ আউটলেটটিতে। ব্যবস্থা ভালোই। চলবে। এক বাহারি কাঁচের বাসনদোকানে জিগেশ করলাম, আচ্ছা তোমাদের ব্ল্যাক ফ্রাইডে সেলে কি কি আছে একটু বলো না। সে আমায় প্রচন্ড বকে দিলো "ব্ল্যাক ফ্রাইডে ইস ব্ল্যাক ফ্রাইডে ম্যাম। ইউ কাম অন ড্যাট ডে অ্যান্ড ফাইন্ড আউট"।

    তবে সবাই অমন নয়। অনেকে আগে থেকে সিলেবাস বলে দিয়েছে।
  • a x | 207.69.137.20 | ২৪ নভেম্বর ২০০৬ ০৮:১৪693790
  • নভেম্বরের কনকনে ঠান্ডায়ে ভোর চারটে তে উঠে তিন মাইল লম্বা লাইনে দাঁড়িয়ে, অসংখ্য লোকের গুঁতোগুঁতি, ঠেলাঠেলি পেরিয়ে, চেক আউটে আবার ঘন্টাখানেক দাঁড়িয়ে ডি ভি ডি প্লেয়ার = $22.00। সোয়েটার = $12.00। কুইল্ট = $39.00

    ছুটির দিন বহু ব্যবহারে নরম হয়ে যাওয়া ওয়াল মার্টের $14.00'র কম্ফার্টরের তলায়ে ঢুকে বেলা এগারোটা অবধি ঘুম = priceless :-))

  • ® | 203.197.96.50 | ২৪ নভেম্বর ২০০৬ ১১:১৩693791
  • ব্ল্যাক ফ্রাইডের সেলে কে কি দিচ্চে সেটা bfads.net সাইটে অনেক আগে থেকে পাওয়া যায় তো। অবশ্য ঐ দেখে বাছাই করার ধৈর্য্য ছিলো না আমার
  • tania | 151.151.21.101 | ২৭ নভেম্বর ২০০৬ ২২:৫৯693792
  • একি! সেল শেষে সবার মুখে সেলোটেপ কেন? সবাই লেখো, কে কি নামালে, বা নামাতে পাল্লে না। আমি কিসু কিনি নাই, কেনার চেষ্টাও করি নাই। অতয়েব আমার কিসু লেখার নাই।
  • Ishan | 130.36.62.139 | ২৮ নভেম্বর ২০০৬ ০৪:১২693793
  • ফ্রাইডে যদি কালো তবে, মান্ডে এলে কান্দো ক্যান :-(
  • S | 61.95.167.91 | ২৮ নভেম্বর ২০০৬ ১১:২৮693794
  • মান্ডে যে বুলু হয়!
  • S | 61.95.167.91 | ২৮ নভেম্বর ২০০৬ ১৬:৫৮693795
  • সেলের কথায় হগ্গলডি কেমুন সেলুলায়িত হয়ে পড়সে।
  • Lyadosh Chandra Mitra | 24.5.216.83 | ২৯ নভেম্বর ২০০৬ ১২:৫৫693797
  • একবার এক সহকর্মী টিপ্‌স দিয়েছিল, ঠিক দোকান খোলার সময় যেতে হবে। আমি বেলা এগারোটা নাগাদ (রোজ যে সময় খোলে) বেস্ট বায় তে গিয়েছিলাম... সেই প্রথম, সেই শেষ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন