এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বুদ্ধিমত্তা কি বংশানুক্রমিক?

    tan
    অন্যান্য | ০৯ নভেম্বর ২০০৬ | ২৩৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Circus | 203.99.212.54 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:০৩694304
  • ব্যপার টা বংশানুক্রমিক হলে Tan এর বংশ ধর দের কপালে দু:খ আছে।
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:০৪694315
  • মনোবিদ ও চিকিৎসকেরা আগুয়ান হোন,এই বিতর্কিত বিষয়টি নিয়ে একটু আলোকপাত করার জন্য।
    আমাদের পরিবারপরিজন পাড়া পিতিবেশী অনেকের মধ্যেই সাধারণ ধারনা দেখা যায়,ছেলেপিলের বুদ্ধিশুদ্ধি হয় বাবামায়ের মতন। বাবামা স্মার্ট আর জ্ঞানীগুণী হলে ছেলেপিলের তেমন হওয়ার সম্ভাবনা থাকে।
    এটা কতটা সত্যি? বুদ্ধি কতটা জেনেটিক আর কতটা মানুষ করার উপরে নির্ভর?
    পালিত ছেলেমেয়েদের ক্ষেত্রে কি হয়?
    বিশদে লিখুন প্লীজ।একেবারে ডিবেটের মতন করে।
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:০৯694326
  • দত্তক নেবার ব্যাপারে বাঙালিদের বিরাট অংশের অনীহা হয়তো এই ধারনার জন্যেই।
    প্রচুর নি:সন্তান দম্পতি সন্তান পেতে ইচ্ছুক,কিন্তু দত্তক নেন না, কারণ বেশীরভাগ ক্ষেত্রেই কোনো হোম থেকে আনলে এদের জেনেটিক বাবামায়ের পরিচয় জানা থাকে না, সেই বাবামা যদি বোকাসোকা আনসফিস্টিকেটেড হন, তাইলে বাচ্চাটাও কালে কালে সেইরকম দাঁড়াবে, সেই ভয়ে বহু ইচ্ছুক দম্পতি দত্তক নেন না।
    ব্যাপারটা নিয়ে আলোচনা হওয়া দরকার।
  • Arjit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:১৩694348
  • দুটো জিনিস মনে পড়ে গেলো -

    (১) বার্ণার্ড শ-এর সেই গপ্পোটা
    (২) টিসিএস-এ একটা ট্রেনিং হত - যার মূল বক্তব্য ছিলো talent is a myth... - ট্রেনিংটার নাম ভুলে গেছি।

    দত্তকের প্রশ্নে - সফিস্টিকেশন কত বড় ইস্যু জানা নেই, তবে জেনেটিক ডিসর্ডারটা কিন্তু বড় ইস্যু। এর কোন উত্তর আছে কিনা তাও জানা নেই।
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:১৭694351
  • সার্কাস,
    Tan এর বংশধরদের কপালে কোনো দু:খ নাই,কারণ Tan এর কোনো বংশধর বা বংশধরী নাই,সবাই দত্তক।
    :-))))
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:২২694352
  • জেনেটিক ডিসর্ডার নিয়ে বিশদে বলো অরিজিৎ।
  • Arjit | 128.240.229.67 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:৩৩694305
  • দত্তক না হয়ে নিজের ছেলেমেয়ে হলে কি জেনেটিক ডিসর্ডার থাকতে পারে না? দিব্যি পারে। কিন্তু ওই - লোকে একটু ভরসা বেশি পায়, এই যা।

    আরেকটা যুক্তি ইদানিং খুব শুনছি - ধরো একটা ছেলেমেয়ের কিছু বড় অসুখ হল, যার জন্যে বোন-ম্যারো ট্র্যান্সপ্লান্ট বা ওইরকম কিছু (স্টেম সেল জাতীয়) প্রয়োজন - তখন কিন্তু সেই ছেলেটি বা মেয়েটির নিজের ভাই-বোন থাকলে চান্স বেশি। কেন সেটা অত ডিটেলস বলতে পারবো না, রিসেন্টলি খবরে কয়েকবার এটা শুনেছি, তাই বল্লম।
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:৩৬694306
  • আরে! খালি লিংক দ্যায়!
    লেখো না বড়ো বড়ো করে! নিজেদের আদি ধারণা,পরে পড়াশোনা ও অভিজ্ঞতায় সেই ধারণা বদলালো কি বদলালো না,পুরানো আমলে কি ধারনা ছিলো,এখন অফিশিয়ালি মানুষে কি মনে করে... এইসব নিয়ে।একেবারে নিজেদের দৃষ্টিভঙ্গী থেকে,শুধু সাহেবেরে গল্প বললে চলবে না।
    পশ্চিমী সমাজে দত্তক ইত্যাদি ব্যাপার অনেক সহজভাবে চলে আসছে বহুকাল ধরে।আর ওরা এত বংশপরিচয় গুণেও সবসময় কাজ করে না। যে পারে সেই দৌড়ায়। কলম্বাসের বাবার নাম কেউ জানে? ফ্যারাডের বাবামা কেমন ছিলেন কেউ জানেন? আইনস্টাইনের বাবা কি করতেন কেউ সে খবর রাখেন?
    চার্লস ডারউইনের ঠাকুর্দা ছিলেন বিজ্ঞানী,হকিং এর বাবা ডাক্তার।
    সবই মেলানো মেশানো ব্যাপার।
    আবার সবসময় এইসব বুদ্ধিমানেদের ছেলেপুলেরা বুদ্ধিমান হয়েছে তা না,রবিঠাকুরের ছেলে,মাইকেলের ছেলে,বিদ্যাসাগরের ছেলে বা আইনসটাইনের ছেলেপিলে বা ডারউইনের...
    অসংখ্য সম্ভাবনা।
  • tan | 131.95.121.127 | ০৯ নভেম্বর ২০০৬ ২০:৪৮694307
  • দুই সমাজের তুলনায় আরো একটা কথা মনে এলো, আমাদের বাঙালি বা ভারতীয়দের মধ্যে বড়ো বড়ো লোকেরা সব উঁচুজাতের লোক,বর্ণে উঁচু, টাকায় পয়সায় উঁচু সমাজে প্রভাবে উঁচু ইত্যাদি ইত্যাদি।বড়োলোক বাপামা ছেলেপিলের জন্য সোনার ভবিষ্যৎ আগে থেকেই ইন্সিওর করে রাখতে পারলে তবেই...
    মনে হয় না কি প্রচুর নীচুজাতের ট্যালেন্ট আমরা হেলায় হারিয়েছি তাই আজকে আমাদের এই সবার পিছে সবার নিচে অবস্থা, অলিম্পিকে মেডেল পাই না,বিশ্বকাপে ও কিছুই করতে পারিনা,শিল্পবিপ্লব করতে পারিনি, কৃষিতেও পারিনি,বিজ্ঞানেও কর্তাভজা সম্প্রদায়ে পরিণত হয়েছি...

  • ar | 141.154.242.92 | ১২ নভেম্বর ২০০৬ ০০:৫১694308
  • tan

    ভালো টপিক।
    এককথায় বললে, উত্তরটা জানা নেই।

    সেই সঙ্গে এই প্রশ্নটা এসে যায়। বুদ্ধিমান বলতে আমরা কি বুঝি? বুদ্ধিমত্তা কি ভাবে নির্ধারণ করা যাবে? প্রচলিত (বুদ্ধি=ভালো লেখাপড়া + ডিগ্রী + ভালো রোজগার) ধারণাটা বড়ই একমাত্রিক।

    Ishan অনেকদিন আগে অন্য একটা থ্রেডে একটা উদাহরণ দিয়েছিলেন। D. রুইদাস ভালো মাছ ধরেন। A. আইনষ্টাইন ভালো অঙ্ক কষেন।
    (রেসিজম; পূর্ব ও পশ্চিম-২, ঈশান)।

    রুইদাস অঙ্ক জানেন না। ধরে নিলাম আইনষ্টাইন জীবনে কখনও মৎসশিকার করেন নি, মাছ ধরতে জানেনও না। মাছ ধরার ব্যাপারে তার কোনো talent নেই। আর মাছ ধরার ব্যাপারে রুইদাস অসম্ভব ট্যালেনটেড। সফল মৎস-ব্যবসায়ী, সারা ভারতে হাওড়ার মাছের আড়তের মতন নেটওয়ার্ক চালান। এই বিশ্বায়নের বাজারে আরো অনেক কিছু করার চেষ্টা করছেন। রুইদাসের কলেজ ডিগ্রী নেই।

    পরেরজন বিশ্বসেরা বৈজ্ঞানিক !!!!

    এই দুই জনের বুদ্ধির তুলনা করার উপায় কি?

    কিন্তু আমরা সবাই তো চাইব আমাদের ছানাপোনারা যেন রুইদাসের মতন না হয়।
  • tan | 131.95.121.127 | ১২ নভেম্বর ২০০৬ ০২:২৭694309
  • ar,
    আপনার কথাগুলি খুবই মূল্যবান। আমারা বলতে যদি বর্তমান শহুরে বাঙালিদের কথা বলে থাকেন(সর্বভারতীয় ক্ষেত্রে কি হবে জানা নেই),তাহলে সত্যিই আমরা কেউ চাইবোনা আমাদের ছেলেপিলে রুইদাস জেলের মতন হোক,প্রাণপণে তাকে সেইদিকে ঠেলবো যেদিকে মোটা টাকার চাকরি ও সমাজে সম্মান এর নিশ্চয়তা আছে।তাকে অবশ্যই ভালো রেজাল্ট করে বেশী টাকার চাকরি যোগাড় করার মতন হতে হবে(সেই হয়ে ওঠার প্রক্রিয়া আবার ঘোরতর বাপমায়ের টাকানির্ভর,এক অলাতচক্র)।আজকাল অবশ্য আরেকটা অপশনও বেশ গ্ল্যামারাস মিডিয়ার কল্যাণে,বড়ো ক্রিকেটার হওয়া(সেখানেও অবশ্যই অর্থ বিত্ত একটা বিরাট ব্যাপার)।
    আসলে আমাদের বুদ্ধিমত্তার ধারনা বেশ ঘাঁটা,সমাজিক সম্মানের ধারণা আরো ঘাঁটা।
    বলুন তো যে ছেলেটা অতি দক্ষভাবে সাইকেল মোটর সাইকেল এইসব কিশোর বয়স থেকে সারাই করে সে যখন ইস্কুলে গিয়ে ইতিহাস ভূগোল বা অংকের মুখস্থমার্কা পরীক্ষায় ভালো করতে পারেনা,তখন তাঁর শিক্ষক তাকে মাথায়&%$##@@**পোরা বলে গালাগালি করেন,এইটা কি শিক্ষকেরই(বা শিক্ষা সমাজ ইত্যাদি ব্যবস্থারই) ব্যর্থতা না? যে ছেলে যে বিষয়ে ভালো পারে,সেটাকে কাজে লাগাবার কোনো ব্যবস্থা কেন নেই?
    প্রায় বছরখানেক আগে স্টিভ জবের ইন্টার্ভিউ নেটে খুব আবেগ তৈরী করেছিলো বন্ধুবান্ধবের মধ্যে, দেখেছিলাম নানা নেট ঠেকে।কথা হলো এই যে তিনি পোষ্যপুত্র হিসাবে গৃহীত হতে পেরেছিলেন প্রতিপত্তিশালী বাবামায়ের কাছে,এই প্রথমটুকুই তো আমাদের সমাজে অসম্ভব! বংশপরিচয়হীন বাচ্চাকে কে গ্রহণের রিস্ক নেবে?

  • Paramita | 64.105.168.210 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:২৭694310
  • ট্যানের কথার উত্তরে জানাই : দিন পাল্টাচ্ছে। আমার ছোট স্যাম্পল সাইজে অনেক উদাহরণ দেখেছি, প্রচুর নি:সন্তান বাবা-মা হাত বাড়িয়ে কোলে তুলে নিচ্ছেন অনাথ আশ্রমের শিশুকে। প্রথম সন্তান নেবার পর দ্বিতীয়টি। পরিবারের ট্রেটগুলো তারা পাচ্ছে(আমি ভীষণভাবে "ঘষাই সকল সাফল্যের চাবিকাঠি, আইনস্টাইন হবার ক্ষেত্রে প্রতিভা দরকার" মতে বিশ্বাসী) এটা শুধু আমার অবজারভেশন ছিলো। কিছুদিন আগে জানতে পারলাম, দেশে অ্যাডপশান সেন্টারগুলোতে এখন লম্বা ওয়েট লিস্ট। দেশে এখন প্রচুর দম্পতি অ্যাডপ্ট করছেন, তাই বিদেশে ভারতীয় বংশোদ্ভুত শিশু(ভারতীয় শিশু নেবার প্রেফারেন্সের অনেক কারণ থাকে বিদেশে বসবাসকারী দম্পতির, অ্যাট লিস্ট আমেরিকায়, লিগাল ও আর্থিক) পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। বছর দু তিন আগেও যা ছিলো না। এর থেকে কি প্রমাণ হয়না, এই ব্যাপারে সচেতনতা বাড়ছে?
  • a x | 192.35.79.70 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৩৩694311
  • আমি এই জিনিসটাই কিছুতেই বুঝিনা, কেবল নি:সন্তান বাবা মা-রা'ই দত্তক নেন কেন? যেন নেহাত দায়ে পরে করা।
  • Paramita | 64.105.168.210 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৩৮694312
  • খুব ভালো প্রশ্ন, নিজেরা বহুবার চিন্তা করেছি এই নিয়ে। উত্তরগুলো ব্যক্তি-টু-ব্যক্তি ভ্যারি করবে। পার্সোনাল হবে। আমার উত্তরটা আমি মেল-এ দিতে পারি, এখানে নয়।
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৩৮694313
  • সন্তান আছে এমন কোনো বাঙালি দম্পতি ধরুন একটি বাচ্চা দত্তক নিলেন,কালে কালে দেখা গেলো পোষ্যসন্তানটির স্মার্টনেস জেনেটিক সন্তানটির চেয়ে অনেক বেশী।
    এই দম্পতির বাড়ীতে ডিপ্লোম্যাটিক ক্রাইসিস লেগে যাবে, হত্যাকান্ডও অসম্ভব নয়।
    আদখলেপনা একধরনের ইম্যাচিওরিটি, সেটা কাটিয়ে উঠতে বাঙালির বহু পোড় খেতে হবে,সহজে হবে না।

  • Arjit | 128.240.229.67 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৪৩694314
  • এটা কি শুধু বাঙালীর বিশেষত্ব? কি জানি। ঘুরিয়ে বল্লে ট্যান খালি বাঙালী বলে কেন?
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৪৩694316
  • পরিচিত এক পরিবার।এদের জেনেটিক সন্তানের কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এলেন এক নামকরা ব্যক্তি,কিকরে যেন তিনি শুনলেন শিশুটি পোষ্যপুত্র।এই নিয়ে প্রশংসা করে উনি লিখলেন।
    এই নিয়ে ক্রাইসিস লেগে গেলো।বড়ো করে নোটিশ দিলেন বাবামা, সন্তান তাদের বায়োলজিকাল সন্তান।
    যেন দত্তক সন্তান এক কলংক!
    এই তো অবস্থা!!!!

  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৪৫694317
  • অরিজিৎ,
    ভুল বুঝো না।আসলে বাঙালি সম্পর্কে যতটুকু জানি তার তুলনায় সিকির সিকিও তো অন্যদের নিয়ে জানিনা!
    তাই হারিয়ে যাওয়া চাবি খুঁজতে ল্যাম্পপোস্টের নীচে।:-)))
  • J | 160.62.4.10 | ১৩ নভেম্বর ২০০৬ ২১:৫১694318
  • নিজের সন্তান আর পোষ্যসন্তানকে পাশাপাশি একইভাবে মানুষ করা খরচ করা ভালোবাসা কতটা সম্ভব জানি না।
    কোথায় যেন শুনেছিলাম, পোষ্যসন্তান যাতে ক্রীতদাসে পরিণত না হয়, সেদিকটা দেখার চেষ্টা করেন একটি সংস্থা। তবে শুধু ঐ গোড়ার দিকে।
    এক্কেবারে নি:সন্তান হলে অপত্যস্নেহ পোষ্যসন্তানের ওপর পড়বে।
    আর যেখানে নিজস্ব সন্তান রয়েছে, সেখানে ডিসক্রিমিনেশনের স্কোপ খুব বেশী।
    আরে নিজের দুটি সন্তানকেই বাপ-মা সমসময় সমান করে স্নেহের ভাগীদার করে না, আর সেখানে একটি পোষ্য আর অন্যটি রক্তের। চান্স খুব কম। স্বামী বা স্ত্রীর অন্য বিয়ের সন্তানকেও তো স্পাউস ভালোচোখে নিতে চান না।
    আর প্রতিটি মানুষই বোধয় নিজের প্রতিকৃতি সন্তানের ভেতর দেখতে চায়। পূর্ণতা বা অপূর্ণতার কোশ্চেনও আছে এখানে।
    ব্যাপারটা হয়ত বায়োলজিক্যাল বা মন:স্তাত্বিক।
    তবে প্রচুর উদার লোক আজকাল দেখা যাচ্ছে। যাঁরা পোষ্যসন্তান নিতে আগ্রহী। এটাকে জাস্ট হুজুগ বা ফ্যাশন বলে উড়িয়ে দেওয়া যায় না। হয়ত সত্যিই পেছনে সেরকম অপত্যস্নেহ আছে। না জেনে না বুঝে হুট করে এব্যাপারে মন্তব্য করছি না।
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:২২694319
  • আবার আলোচনা থম মেরে গেছে!
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৩১694320
  • চীনে বাচ্চা বা আফ্রিকান বাচ্চা পোষ্য নেন বাঙালি দম্পতি?
  • Arjit | 128.240.229.67 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৩৩694321
  • ভারতীয় পরিবারের মধ্যে দত্তকের পরিসংখ্যান কেমন?
  • dam | 61.246.46.129 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৩৬694322
  • রমাপদ চৌধুরীর "বাহিরি" গল্পটা কারো মনে নেই? আমার এই প্রসঙ্গে ঐ গপ্পটাই মনে হয়।

    গ্রামদেশে ৪ টে ঘটনা জানি, যেখানে নি:সন্তান দম্পতি দত্তক নেবার ক বছর বাদে তাঁদের সন্তান হয়েছে। এর মধ্যে একটি ক্ষেত্রে বাচ্চাটিকে দৃশ্যত: কোন ডিসক্রিমিনেশানের শিকার হতে দেখি নি। বাকী ৩ টি ক্ষেত্রেই নিজের সন্তান হবার পর, পারলে রাস্তায় বসিয়ে দিয়ে আসে এমন অবস্থা। এর মধ্যে একটি ক্ষেত্রে পাড়ার শুভবুদ্ধিসম্পন্ন লোকজনকে হস্তক্ষেপও করতে হয়েছিল। এঁরা সকলেই অত্যন্ত স্বল্প আয়ের লোক। কিন্তু মাত্র ৪ টে ঘটনা দিয়ে আমি কোন সিদ্ধান্তে আসতে পারছি না।

    আমার তামিল বান্ধবী নি:সন্তান। তার খুব ইচ্ছা দত্তক নেবার। কিন্তু শাশুড়ী তো একেবারেই রাজী নয়, স্বামীও নয়। স্বামীর যুক্তি হল যে বাচ্চা পরিত্যক্ত, সে নিশ্চয় কোন লম্পটের সন্তান। অতএব তাকে ঘরে আনা চলবে না। সম্প্রতি আমার বান্ধবী কাউন্সেলারের সাহায্য নেবার কথা ভাবছে।

    ভারতে আবার অবিবাহিত পুরুষ আইনত: দত্তক নিতে পারেন না, কিন্তু অবিবাহিত নারী পারেন।

    বায়োলজিক্যাল সন্তানকে "দত্তক" বলা অথবা দত্তককে "বায়োলজিক্যাল" বলাটা তথ্যের বিচ্যুতি। কাজেই পিতামাতার সেটা জানানই উচিৎ, সে একলাইনই হোক কি ৩-৪ লাইন। এই পরিচিত ঘটনাটিতে শুধু তথ্যের উল্লেখ ছিল, বলাও ছিল ভুল তথ্যের সংশোধনের জন্য লেখা। তার অতিরিক্ত ভাল মন্দ কোন কথাই ছিল না।

    আমেরিকায় প্রচুর কোরিয়ান শিশু দত্তক নেওয়া হত একসম্য। এক কোরিয়ান কন্যার নিজের বায়োলজিক্যাল বাবা মাকে দেখতে যাবার কাহিনী পড়েছিলাম রিডার্স ডাইজেস্টে।
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৪০694323
  • আম্রিকাতে এখন হয় প্রচুর চীনে বাচ্চা দত্তক নেওয়া।
    সম্প্রতি আফ্রিকান বাচ্চা দত্তক আনারও একটা টেন্ডেন্সি দেখা যায় হয়তো এরজন্য প্রখ্যাতা চিত্রতারকা কিছুটা রেস্পন্সিবল।
    তবে এসব অভারতীয় সাহেব দম্পতি।ভারতীয়রা এমনিতেই দত্তক কম নেন,নিলেও ভারতীয়ই নেন প্রধানত।
    অন্যেরা বলুন,আমি ভাসা ভাসা জানিমাত্র।
  • tan | 131.95.121.127 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৪৭694324
  • চীনে বাচ্চা পরে নিলেও নিতে পারে,তবে আমি গ্র্যান্টি দিয়ে কইতে পারি কৃষ্ণাঙ্গ আফ্রিকান শিশু কোনো বাঙালি এমনকি কোনো ভারতীয়ও নেবেন না।
    আমাদের বর্ণবৈষম্যপ্রথা সাহেবেদের মতন না,আমাদের একেবারে হাড়ে মজ্জায় মেশানো,শত শত প্রজন্ম ধরে।তিলে তিলে,একটু একটু করে মগজধোলাই করে ঢোকানো।

  • dam | 61.246.46.129 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৫৪694327
  • ধুত্তেরি বাঙালীর পরে একটা এক্‌স্‌ট্‌রা "বাচ্চা" এসে গেছে। ওটা বাদ।
  • dam | 61.246.46.129 | ১৩ নভেম্বর ২০০৬ ২২:৫৪694325
  • মেজরিটি বাঙালী বাচ্চা জেনেশুনে অবাঙালী বাচ্চাই দত্তক নেবেন না। গ্যারান্টী।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন