এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ১২:৫৭706871
  • প্রতিভা সরকার একই বিষয়ে দুটো টই খুলেছেন বলে মনে হয় খিল্লি করে এই টইটা খুলে ফেলা হল ( কে খুলেছে সেও মনে হয় বুঝতে পারছি)। কিন্তু এই খিল্লিগুলো করার সময় একটু খেয়াল রাখলে হয়না, যে নতুন লোকজন অনেকেই টই এর ব্যাপার, টই খোলার ব্যাপার প্রথমদিকে বুঝে উঠতে পারেন না। তাছাড়াও তৃতীয় বিশ্বের অনেক জায়গায়েই নেট স্লো জনিত সমস্যা ইত্যাদিও থাকে। সব লোকজন এগুলোতে স্যাভি হবেন, এমন আশা করাও ঠিক না।
    এগুলো জানা নয় এমনও না, বারেবারেই বলা হয়। তবু কিছু ভুলভাল হলেই, বুঝিয়ে দেওয়া ইঃ নাহয় নাই হল, কিন্তু খিল্লি কি বিরতোর এক্সপ্রেশনগুলো কি না দিলেই নয় ?
    একটু বিরক্ত হয়েই লিখলাম। এগুলোর জন্যেই অনেকেই সাইটে লিখতে 'সাহস' করেন না বলে জানান। আর সেটা খুব অমূলক নয় দেখতেই পাচ্ছি।
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ১৩:১১706882
  • কে খুলেছে সেটা গোপন করার কোনো চেষ্টা করা হয় নি। আর পাইয়ের এই লোক বুঝে রিয়্যাকশন দেওয়াটা আমারো খুব বিরক্তিকর লাগে, জানিয়ে রাখলাম।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ১৩:৫৭706893
  • অভ্যু বুঝে রিআকশন দেওয়া হলে আরো অনেক অনেক কিছু নিয়েই হয়তো রিআকশন দিতে হত ঃ)
    আর নতুন লোকজনের টই খোলার সমস্যা বুঝে রিআকশনের কথা হলে , হ্যাঁ, অবশ্যই নতুন লোকজনের জন্যই দিই। কারণ তাঁরা নতুন, অভ্যস্ত নন। আর সেজন্যেই এইধরণের খিল্লি বা হাঁ হাঁ করে ওঠাটা বিরক্তিকর লাগে।
  • শাক্যজিৎ | 116.51.24.146 | ১৫ মে ২০১৬ ১৪:৩৭706904
  • নতুন মানুষজন অনেকেই গ্রুপের মেকানিজম সম্বন্ধে প্রথমে ওয়াকিবহাল হতে পারেন না। তারর জন্য তাঁদের খিল্লি করাটা বিরক্তিকর লাগে।

    ঠিক এই কারণেই অনেকে বলেছে গুরুতে মেইন সাইটে লিখতে চান না। লিখলে হয় পাত্তা দেওয়া হয় না অথবা মক করা হয়। নতুন পাঠকদের ইনভল্ভ করাতে হলে এই জিনিসগুলো আগে বাদ দেওয়া উচিত বলে মনে হয়
  • Debabrata Chakrabarty | ১৫ মে ২০১৬ ১৪:৫২706915
  • উনি ইতিমধ্যে হরিদাস পালে এই বিষয়ের লেখাটি লিখেছেন -প্রতিভা দিদির এই সব মক করা অগ্রাহ্য করার মত শক্তি বর্তমান ।
  • | ১৫ মে ২০১৬ ১৯:৩৬706926
  • এদিকে পাই, আমার অবজারভেশান হল ফেসবুকে একটা পপিচু এনভায়রনমেন্টে কমফোর্টেবল হয়ে যাওয়া লোকজন যখন দ্যাখেন যে অপরিচিত এবং অপছন্দের মন্তব্যগুলো ব্লক বা নিদেনপক্ষে রেস্ট্রিক্টও করা যাচ্ছে না তখন তাঁরা ভারী বেয়াকুল হয়ে পড়েন।
    আর যাঁরা নিজেদের বা নিজেদের সার্কলের লোকেদের লেখায় মন্তব্য আশা করেন তাঁরা কিন্তু ফেসবুকে পিআর করে না এরকম লোকের লেখায় সচরাচর মন্তব্য করেন না।
    :-)
  • | ১৫ মে ২০১৬ ১৯:৪১706929
  • *ফেসবুকে পিআর মেনটেইন করে না
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ১৯:৫০706930
  • ফেসবুকে পপিচু ? নাঃ, একেবারেই পপিচু ব্যাপারস্যাপার হয়না। তুমুল তর্কই হয়। কখনো এখানের থেকে অনেক বেশিই হয়। অন্ততঃ গ্রুপে। দেওয়ালের কথা জানিনা। ওপরে যাদের পোস্ট আছে, তাদের নিজেদের মধ্যেই কত অমত, কত তর্ক হয়েছে !
    আর আমার কথা বললে, আমি নিজে প্রচুর দ্বিমত পোষণ করি, এমন লেখাও এখানে দিতে বলে থাকি। চিন্তাভাব্নায় প্রচুর অমিল আছে, এমন লোক্জনকেও লিখতে বলি। তাঁদের যে কারুর জন্যই এই কথাগুলো বলতাম বা বলবো।
    ইন ফ্যাক্ট এই লেখাটা নিয়েও তো দ্বিমত আছে বিস্তর।
  • Ekak | 53.224.129.56 | ১৫ মে ২০১৬ ১৯:৫৪706931
  • পরস্পরের দোষ খোঁজার মডেলে তৃতীয় অক্ষ ছাড় পেয়ে যাচ্ছে মনে হয় , জুড়ে দি ? :)

    বারংবার গুরু সাইট এর ইন্তারেফেসেই এরকম ভুল এন্ট্রি হয় ক্যানো ? একটা টিপিকাল লিনাক্স ভার্সাস উইনডোস গোছের স্টেটাস কুও তৈরী হয়েছে এর থেকে । এস ইফ এরকম ভাবে রেখে দেওয়াই বেশ একটা আলাদা পরিচয়ের সাক্ষ্য । অনেক রেগুলার সাইট ইউসার ও এরকম স্তেটাসে স্বচ্ছন্দ যে এখানেই দুম করে কেও এসে লিখতে পারেনা , আর গুরু কতৃপক্ষ একটা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই স্ত্যান্দ নেন । প্রতিদিন কত হাজার লোক গুরু পড়েন তুলে ধরা হয় , একটিভ পার্টিসিপেশন নয় । লাইক-ট্যাগ এসব নকলনবিশি আনতে বলছিনা কিন্তু কোথায় ক্লিক করে কিভাবে লিখবেন তার একটা ডেমো হোম পেজে রাখা যায়না ? ওই পাশে লিখে রাখা "করবটা কি " উপন্যাস এখনকার গ্রাফিকাল ইন্টারফেস এ অভ্যস্ত পাঠক রা যে পড়ে দেখেননা সে তো দেখায় যাচ্ছে ।

    ন্যান , এবার তিন দলে মাইল কোন্দল করেন :))
  • Ekak | 53.224.129.56 | ১৫ মে ২০১৬ ১৯:৫৭706872
  • *মিলে
  • | ১৫ মে ২০১৬ ১৯:৫৮706873
  • কোন্দল করতে যাব কিসের আহ্লাদে? আমি তো আমার অবজারভেশান বললাম।
  • Ekak | 53.224.129.56 | ১৫ মে ২০১৬ ২০:০৬706874
  • বেশ , আমি ফিরিয়ে নিচ্ছি । সবাই গোল টেবিলে বসে অব্সার্ভেশন বলেন :)
  • | ১৫ মে ২০১৬ ২০:১৪706875
  • আমার তো বলা হয়েই গেছে। নতুন কুনো বক্তব্য নাই।
    ফেসবুকে পি আর মেনটেইন না করলে কটা মন্তব্য হয় সেটা দেখার জন্য জাস্ট গত হপ্তায় বেরোন মিঠুনের গল্পটা দেখতে পারেন। ইন্দ্রানীর লেখা দেখলেও চলবে। :-)
    অনেকদিন ধরেই এই অপরিচিত লোকের লেখায় হয় পাত্তা দেওয়া হয় না নয়ত অমুক তুসুক হয় এই জাতীয় কথা শুনতে শুনতে আজ নিজের দেখাটা লিখেই দিলাম।
  • pi | 74.233.173.181 | ১৫ মে ২০১৬ ২০:২৯706876
  • এটা বেশ অদ্ভুত অভিযোগ হল । বাকি গল্পগুলোর বেশিরভাগ লোকই গ্রুপে লেখেন ই না। কেউ কেউ বোধহয় নেই ও। ফেবু পি আর এর গপ্পোটা কিছুই বুঝলাম না। আর গল্পগুলোতে সাইটের অনেকেও মন্তব্য করেছিলেন বলেই মনে হয়।

    আর হ্যা এছাড়াও গল্পগুলোতে গ্রুপের লোকজনের কমেন্ট লাইক খুব কমই এখানে রিফ্লেক্টেড হয়েছে।
  • শাক্যজিৎ | 116.51.24.146 | ১৫ মে ২০১৬ ২০:৪০706877
  • আমাকে বললেন মনে হোল। আমি ফেসবুকে কোনও পিআর মেইন্টেইন করি না। যখন যা মনে এসে যায় হাবিজাবি লিখে ফেলি । তাতে কখনো মানুষজন কমেন্ট দেন কখনো ইগনোর করেন। মিঠুনের লেখাটা ভাল করে পড়ব বলে রবিবার রেখে দিয়েছিলাম। কারণ এমন লেখা মনোযোগ দাবী করে ।

    কল্লোল লাহিড়ীর গোরা নক্সাল ওনাকে গুরুতে লিখতে বলেছিলাম। উনি প্রথমে একটূ কিন্তু কিন্তু করছিলেন যে ওখানে মানুষজন সাড়া দেন না। তাতেও বলেছিলাম 'লিখুন'। ভালই সাড়া পেয়েছে সেই লেখা। এরকম নতুন নতুন মানুষজন লিখলে যদি আমরা একটু এনকারেজ করি তাহলে ভাল লেখক বেস তৈরী হতে পারে। আরেকজনকে খুঁজে পেয়েছি, পাইদি কে বলেছিলাম একবার। সঞ্চয়িতা বিশ্বাস। দারুণ লেখেন। এনারা যখন প্রথম লিখবেন তখন ভুলচুক হতেই পারে। আমাদের কি হয়নি? তার জন্য সেই নিয়ে মক করলে অনেকেই গুটিয়ে যাবেন।
  • | ১৫ মে ২০১৬ ২০:৫৯706878
  • আপনাকে নির্দিষ্টভাবে বলি নি তো। সাধারণ অবজার্ভেশান। এক্ষেত্রে এই টইটায় আপনি বলেছেন বলে আপনার মনে হচ্ছে, কিন্তু এটা বেশ দীর্ঘদিন ধরে বক্তব্য দেখে দেখে লেখা।
    নাম ধরে ধরে লিখতেই পারি কে কবে বলেছেন, কিন্তু বক্তব্যটার সাপেক্ষেই আমার বক্তব্য তাই ব্যক্তিগণের নাম উল্লেখ প্রয়োজন মনে করছি না।
  • | ১৫ মে ২০১৬ ২১:০০706879
  • হ্যাঁ মকারি সমর্থন করছি না। ওটা ঠিক নয়।

    আর আমিও আপনাকে ইন্দ্রাণীর লেখা রেকো করলাম। :-)
  • শাক্যজিৎ | 116.51.24.146 | ১৫ মে ২০১৬ ২১:০২706880
  • আজ রাত্রে পড়ব :)
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ২১:০৫706881
  • কে নতুন অথচ প্রতিভাবান তাই জন্যে তাকে স্নেহভরে তা দিতে হবে আর কে বিপ পালের মতো পাঞ্চিং ব্যাগ হতে পারবেন সেটা জানব কি করে? হাল্কা খিল্লি ঠাট্টা রসিকতায় গায়ে ফোস্কা পড়লে তো ব্যাঙদি কুমুদি হানুদার মতো কয়েকজন ছাড়া কারো সাথে কথা বলাই যায় না। তখন আবার নঁতুনদেঁর সাঁথে কঁথা বঁলা হঁয় নাঁ কেঁন শুনতে হবে। কি জ্বালা।
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ২১:০৬706883
  • লোকে স্বতঃস্ফূর্ত রিয়্যাকশন দেবে আর ওদিকে একজন অচেনা লোকের (যাঁর ভালো লাগা খারাপ লাগা রসবোধ নিয়ে কোনো আইডিয়া নেই) যাতে গুরুতে লিখতে উৎসাহিত বোধ করেন সেটাও খেয়াল রাখতে হবে -- এটা কি রকম আবদার?

    তবে প্রতিভাদেবীর লেখা নিয়ে আমার কোনো বক্তব্যই ছিল না। এই রকম হামেশাই দেখি টই খুলে তারপর লোকে হাওয়া হয়ে যায়।এখানে এখন ব্যাপারটা দেখতে এই রকম হয়েছে

    টইয়ের ক্রমবর্ধমান নাম -

    গার্হস্থ্য হিংসা ও আমার দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র
    গার্হস্থ্য হিংসা ও আমার দেশ
    গার্হস্থ্য হিংসা

    শুধু এইটুকুই আমার কাছে নিছক মজা ছিল আর কিছু না। প্রতিভাদেবীর খারাপ লেগে থাকলে দুঃখিত।
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ২২:০৬706884
  • উনি অন্যত্র লিখেইছেন "এটা লেখা হয়েছে ইপ্সিতা পালের প্রত্যক্ষ মদতে। একটা ধন্যবাদ না দিলে নিজেকে কেমন বে-ইমান লাগছে।"
    আমার একটু পড়াশুনো করে টই খোলা উচিত ছিল :(
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ২২:৪৫706885
  • হ্যাঁ, এখানে প্রচুর লোকজনই 'আমার মদতে' লেখেন। তাঁদের অনেকেই এখন নিয়মিত ভাটুরেও। এগুলোও একটু জেনেশুনে তারপর ব্যক্তি আক্রমণে নামলে ভাল হত।
  • ঈশান | ১৫ মে ২০১৬ ২২:৫৩706886
  • আরে বহু লোককেই ব্লগ লেখার জন্য নানারকম সাহায্য করতে হয়। তাঁরা লিখতে চান, কিন্তু কোথাও একটা আটকে যান। নতুন কিছু না। আমি একজনকে এই কদিন আগে পরপর কী করতে হবে বললাম। কেউ কেউ লেখায় সেজন্য ধন্যবাদ দেন। তার মানে কারো পছন্দসই লেখা লিখছেন, একেবারেই না।

    এবার হেল্পটা কেন করতে হয়, ক্লিয়ার না। আমার ধারণা এখন ফেসবুকের ইন্টারফেসে মানুষ একটু বেশিই অভ্যস্ত হয়ে পড়েছেন। অন্যরকম ইন্টারফেস দেখলে ঝামেলায় পড়েন। আগে ওর্কুটের জমানায় এ সমস্যা হতনা। সবাই জানতেন, প্রথমে একটা সুতো খুলতে হবে, তারপর সেটায় লিখতে হবে। এখন সেই অভ্যাসটা চলে গেছে, কোনো কারণে। ফেসবুকে পোস্ট শুরু করার সময়েই লেখাটা দিয়ে দিতে হয়, পরে কোনো সুতো আর খুঁজে পাওয়া যায়না, এগুলো আমার কাছে বেশ অসুবিধেজনক লাগে। কিন্তু দেখা যাচ্ছে, অনেকেই ব্যাপারটায় বেশ খুশি এবং অভ্যস্ত।

    তবে আমার পছন্দ হোক না হোক, এইটাই রিয়েলিটি। একটা গপ্পো বা আলোচনার থ্রেড কোথাও দিয়ে যখন আলোচনা করতে বলা হয়, অনেকেই ঘেঁটে যান। নানা ভুলভ্রান্তি করেন। এবং 'ওরে বাবা আবার সাইটে লিখব' এরকম একটা জিনিসও কাজ করে দেখেছি। গুরুতে নানা লোককে লেখানোর জন্য একটা এফর্ট যখন দেওয়া হচ্ছে (অবশ্যই ঘাড়ে ধরে না, যাঁরা লিখতে চান, তাঁদেরই লিখতে বলা হচ্ছে), তখন, এগুলো বাড়বেই। সে ইয়ে আর রাগারাগি করে কী হবে। অপ্রয়োজনীয় টই গুলো মুছতে টুছতে হবে। সেটা অবশ্য আমার কাজ, অন্য কারো কিছু করার নেই। তবে অন্যরা যেটা করতে পারেন, সেটা হল, ভুল করলে একটু বুঝিয়ে দেওয়া, যে, এইভাবে লিখুন বা ইত্যাদি। করা হয়না তা নয়, অনেক সময় হয়। অনেক সময় হয়না।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ২২:৫৫706887
  • আর অভ্যুর বোধ্হয় মনে নেই, এর আগে একবার অভ্যুকে বলেছিলাম, টই ডোবানো নিয়ে। হ্যাঁ, তাতেও বিরক্তি লেগেছিল। সেই টইগুলো আবার সব 'আমার মদতে' খোলা ছিল কিনা একটু পড়াশুনো করে নেবেন।
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ২২:৫৭706889
  • এটা ব্যক্তি আক্রমণ? ওরে বাবা! সব মন্তব্য মনমতো না-ই হতে পারে। সেটাকে ব্যক্তি আক্রমণ বলে ভিক্টিম সাজার কোনো মানে দেখি না।
  • cm | 127.247.99.213 | ১৫ মে ২০১৬ ২২:৫৭706888
  • ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি।
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ২২:৫৯706890
  • হ্যাঁ টই ডোবানো নিয়ে বলেছিলে, সেটা নিয়ে আমি নাকে কাঁদি নি। আর মদত কথাটাও আমার নয় ওটা কোটেশনের মধ্যে ছিল।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ২৩:০৬706891
  • আর এই নিয়ে আলোচনা ( বা পি এন পি সি গুলো) এখানে করলেই ভাল হয়। কে কোন আর্মাডা নিয়ে আসেন সে কথা ভাটে আকারে ইঙ্গিতে না বলে এখানে ডায়রেক্ট ই বলতে পারেন। করবেন কি করবেন না তাঁদের ব্যাপার।

    আর এতো দেখছি বেশ মজার ব্যাপার। সাইটে দেবার মত, অন্যদের পড়ার মত, আলোচনার মত লেখা নজরে এলে নিয়ে আসবো, লোকজনকে লিখতে অসুবিধে হলে তাই নিয়ে বোঝাতে সময় দেব, লোকজন নিজেরা লিখতে গিয়ে অসুবিধেয় পড়লেও যা পারি বোঝাবো, আর সেসব নিয়ে আবার কিছু লোকের গালও খাবো। এগুলো করি বলে কিছু না, সেরকম কোন কাজও হয়তো না, এগুলো নিয়ে সাধারণতঃ বলতেও যাই না, কিন্তু এধরণের বাজে অভিযোগ শুনলে বাজে লাগে।

    খুব স্পষ্ট ক'রে বলে রাখলাম, বোঝার অসুবিধে থাকলে আবারো বুঝিয়ে দিতে পারি, কিন্তু ভবিষ্যতে আর এই ভুলভাল অভিযোগগুলো শুনতে চাইনা। যেকোন লেখা, নতুন যে কারো লেখার ক্ষেত্রে এরকম হলেই আমি একথাই বলতাম। আর হ্যাঁ, যে কেউ করলেই।
  • Abhyu | 81.90.218.118 | ১৫ মে ২০১৬ ২৩:১৭706892
  • পাই, ভাটে কার সাথে কি নিয়ে আড্ডা দেব সেটাও কি তোমার পারমিশন নিয়ে করতে হবে নাকি? ভুল ঠিক কোনো অভিযোগই আমি তোমার বিরুদ্ধে করি নি। তোমাকে উদ্দেশ্য করেও কোনো পোস্ট আমি করি নি, কাজেই আমার পোস্ট তুমি ইগনোর করতে পারো স্বচ্ছন্দে। আশা করছি এ নিয়ে এটাই লাস্ট পোস্ট হবে আমার।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ২৩:২৩706894
  • কোটেশন মার্ক কেন দেওয়া সেটা জানবো না কেন। উনি যে কন্টেকস্টে ব্যবহার করেছেন সেখান থেকে তুলে এনে ভুলভাল মানে করলে তো বলবোই।

    আর হ্যাঁ, অবশ্যই ব্যক্তি আক্রমণ হিসেবে নিয়েছি। আমি কিছু লোক বুঝে রিআকশন দি, তারপর আমার মদতে টই খোলা হয়েছে, সেটা জানা থাকলে টই আসতো না, এই কথাগুলোর মানে বুঝতে তো অসুবিধে হয়না। 'ভিক্টিম সাজার' উল্টোদিকে অন্য কিছু সাজার কথাও বলতে পারতাম, বললাম না। কারণ, এক তো দুমদাম এগুলো বলে দিতে বাধে আর দুই, আর কথা বাড়াতেও চাইনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন