এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prativa Sarker | ১৫ মে ২০১৬ ২৩:২৮706895
  • অভ্যু, আপনার কথায় আমি কিছুই মনে করিনি। কারণ আমি মোটামুটি compu illiterate. দুটো টই খোলায় সেই অজ্ঞতা প্রকাশ পাবে আর savvy দের কাছ থেকে প্যাক খাবো না, তাই হয় নাকি ! এটা আমার পাওনাই ছিলো। বেশ করেছেন যা করেছেন।
    আর মদত কথাটার ইতিহাস নিয়ে বেশি পড়াশুনো করে টই খোলেননি বলে দুঃখ করবেন না। ব্যাপারটা এই---আমি সমাজকর্মী হিসেবে লোক আদালতের সঙ্গে যুক্ত এটা ফেবুতে একটা পোস্টে উল্লেখ থাকায় সেটা কোনভাবে ইপ্সিতার নজরে আসে এবং উনি এই গুলি নিয়ে লেখায় উৎসাহ দেন। আমি আবার এত গেঁতো, কেউ না বললে লিখতেই ইচ্ছে করেনা। ওর কথায় আমার মনে হলো সত্যি এসব নিয়ে লেখা উচিৎ। তারই ফলশ্রুতি এই লেখাটা । এবং লিখতে গিয়ে এত ইন্টারেস্ট পেলাম যে আরো অনেকগুলো লিখব। তাই একটু কৃতজ্ঞতা ।

    লেখাটা নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনতে আগ্রহী রইলাম। লেখার চাইতে লেখার প্রেক্ষাপট বেশি গুরুত্ববহ হয় নাকি !
    আমি কিন্তু গল্পগুলি সবই পড়েছি। অনেকগুলোতে মতামত দিয়েছি আরো দেবো।
    লেখকরা আমার কাছে সবাই নতুন, শাক্যজিত ছাড়া। আপনিও।
  • Abhyu | 138.192.7.51 | ১৫ মে ২০১৬ ২৩:৩৪706896
  • পাই, কথা বাড়াতে চাও না জেনে ভালো লাগল। তুমি ব্যক্তি আক্রমণ হিসেবে নিয়ে থাকতে পারো কিন্তু আমি ব্যক্তি আক্রমণ হিসেবে বলি নি (পুরো কথাটাই বলেছি গুরুর ভার্চুয়াল ওয়ার্ল্ডের কনটেকস্টে, তার সঙ্গে কারো ব্যক্তিগত জীবনের কোনো যোগাযোগ নেই) তবু তোমার খারাপ লেগেছে দেখে সরিও বললাম। আর আগেই বলেছি নির্মল আনন্দ ছাড়া টইটার আর কোনো উদ্দেশ্য ছিল না, সেটা মিস কোরো না।
  • Abhyu | 138.192.7.51 | ১৫ মে ২০১৬ ২৩:৩৭706897
  • প্রতিভাদি (ধরে নিচ্ছি আপনি আমার বয়োজ্যেষ্ঠা), আপনি ব্যাপারটা স্পোর্টিংলি নিয়েছেন দেখে খুব আশ্বস্ত হলাম। ভালো থাকবেন। আরো লিখবেন।
  • pi | 24.139.209.3 | ১৫ মে ২০১৬ ২৩:৪৭706898
  • ঠিক আছে।
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৫:১৯706899
  • দমুদিকে কিছু ক দিয়ে গেলাম। ইন্দ্রাণীদি যখন দুঃখ করছিলেন তখন ভাটেও বলেছিলাম। গুরুর ফেসবুক গ্রুপ কি গুরুর সাইট কোনোটাই আলটিমেট পাঠকসমাজ নয়, কিন্তু তবুও ট্রেন্ড যা দেখি তাতে যাঁরা ফেসবুকে বেশি স্বচ্ছন্দ তারা যখন এখানে লেখেন তখন দাবি করেন যে ভাটুরেরা পড়েন না। সেটা সর্বতোমাত্রায় সত্যি না হলেও কিছু কিছু সত্যি, অনেকেই হয়তো পড়ে চলে যান, ইন্টারায়াকশনে জড়ান না, ফেবু লেখকেরা আবার সেটাকে একখানি সান্ঘাতিক অপরাধ ভাবেন। লাইক বাটন নেই যেহেতু। কিন্তু এই পুরো সিস্টেমটা অবশ্যই পপিচু। আবার কি! অনেককেই দেখেছি ফেবু গুরু থেকে এসে ফেবু গুরুবাসীদের লেখায় কয়েক বস্তা কমেন্ট করে গেলেন, পাশেই হয়তোআরেকটি লেখা, তাতে কিন্তু তাঁকে দেখা গেল না। এতে খারাপ ভালো কিছুই নেই, যাকে চেনেন তার লেখা পড়েছেন, বেশ করেছেন। কিন্তু তাঁদের প্রধান পাঠককুল বলে মনে করতে আমার দ্বিধা থেকে যায়।

    এসবের কোনোটাই শাক্যকে লেখা নয়। জেনারেল অবজারভেশন। অভি, পুপে, শাক্য সবাই তো নতুনই, সবাইকে খিল্লি করা হয় বলে স্মরণে আসছে না, আর এই সাইট বনাম ফেবুর ছায়াযুদ্ধ বেশ বোকা বোকা।
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ০৫:২৭706900
  • গুরু সাইটে সমালোচনা করার প্রবণতা একটু কম । তবে সেটার কারণ গুরু সাইটের পাঠকবর্গ কিনা সন্দেহ আছে । নিজেই দেখেছি কিছু লেখক একেবারেই সমালোচনা নিতে পারেন না । লাইক পেয়ে পেয়ে এমন অবস্থা হয়েছে যে বিরোধিতা দেখলেই খেপে যান । আবার কেও কেও শান্তভাবে ইন্টারেক্শন করেন সেটাও ঘটনা । মূল কথা সব মিলিয়ে ফেসবুকের কমিউনিটির তুলনায় সমালোচনা কম ।

    আরেকটা প্রত্যক্ষ কারণ হতে পারে সমালোচনা কম হওয়ার তা হলো এখানে পাঠক সংখ্যা কম । মানে নীপা যতই থাকুন না কেন । একটিভ লোকজন তো সেই হাতে গুনে কজন । ফেসবুক কমিউনিটিগুলো তে একটিভ লোকের সংখ্যা অন্তত এরচে বেশি , প্রচুর ড্রাই আউট করে যাওয়ার পরেও ।
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৫:৩৫706901
  • নীপা থাকলে তো কমেন্ট বাড়লো না, মানে ট্রাফিক বাড়লো না ইঃ। নীপাদের জন্য কি একটা লাইক বাটন করা যায় না? তাহলে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। ঃ)
  • Ekak | 53.224.129.56 | ১৬ মে ২০১৬ ০৫:৩৮706902
  • লাইক তো সবাই করে । গুরু যখন অন্যরকম তখন অন্যভাবেই ভাবুক । দুটো রিফ্রেশের মাঝে টাইম কাউন্ট করে পেজ এটেনশন ইন্ডেক্স দেখাক । যাদের একুন্তেবিলিতি নিয়ে মাথাব্যথা তারা আদৌ লেখা পড়ছে না টুক করে লাইক করে পালাচ্ছে বোঝা যাবে :)
  • Atoz | 161.141.85.8 | ১৬ মে ২০১৬ ০৫:৪১706903
  • ওঃ ঐ ফেবু গ্রুপ! নিত্য সার্কাস! নিত্য কুরুক্ষেত্র! নিত্য লঙ্কাকান্ড! নিত্য কীচকবধ!!!
    উফ্ফ্ফ্ফ বাপ রে!!!!
    ঃ-)
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৫:৪৮706905
  • আর যারা অসম্ভব তাড়াতাড়ি পড়ে? আমার এ ফোর কাগজের একপাতা বাংলা পড়তে বড়জোর এক আধ মিনিট লাগে। কারো তো তার চেয়েও কম লাগে। আর কেউ পেজ খুলে বসে রইল অন্য কাজ করছে, আবার অনেক পরে এল, তাদের কি হবে?

    আর এই সবে ধাপ্পা দিয়ে ধরা পড়লে কি রোজাভা শাস্তি?
  • Atoz | 161.141.85.8 | ১৬ মে ২০১৬ ০৬:০২706906
  • ওরেব্বাবা, এক এক জাগয়ায় তো দেখি পোস্ট পড়তে না পড়তেই ৩২ টা কমেন্ট। তারপরে ৬৪। তারপরে ১২৮। এইভাবে গুণোত্তর হারে বাড়তে থাকে। ঃ-)
    একেবারে সেই দাবার ছকের উজীরের গপ্পো মনে পড়ে যায়। ঃ-) ঃ-) ঃ-)
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ০৬:১৬706907
  • একই অভিযোগ বারবার আসছে, তথ্যগুলো ঠিকঠাক না জেনেই। তাই আরেকবার ক্লিয়ার করে দি। যাঁদের লেখায় এবার বস্তা বস্তা কমেন্ট পড়েছে, তাঁদের বেশিরভাফই ফেবুগুরুবাসী নন, হলেও আদৌ আকটিভ নন। লেখাগুলো ফেবুগুরুসহ নানা গ্রুপে, পেজে শেয়ারড হয়েছে, সেখান থেকে কেউ এখানে এসে কমেন্ট করেছেন। এরকমও হয়েছে, যাঁরা ফেবুতে লাইন বা কমেন্ট করেছেন, তাঁরা সাইটে লেখেনইনি। বলার পরেও। যাঁরা লিখেছেন, তাঁরাও সাইটে লিখেছেন বলার পরেই। আবার অনেকে যাঁরা লিখেছেন, তাঁরা কে জানিওনা। সেজন্যে লেখককে গ্রুপে আড করে ট্যাগ করেছি, এমনও হয়েছে। তার আগে সেখানে ছিলেনই না।
    তাই যাঁরা ফেবুতে পি আর করেন বা গ্রুপে চেনা, তাঁদের লেখায় এখানে বস্তা বস্তা কমেন্ট পড়েছে, অন্যদের নয়, এটা সম্পূর্ণ ভুলভাল ভিত্তিহীন অভিযোগ।
  • Bhagidaar | 34.49.119.28 | ১৬ মে ২০১৬ ০৬:২৪706908
  • রোজাভা কি বস্তু?
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৬:৩৩706909
  • এক-কোনো অভিযোগই নেই। পর্যবেক্ষণ, খামোখা অভিযোগ হবে কেন?
    দুই- যারা সাইট, ফেবু দুয়েরি বাইরের লেখক তাদের লেখা নিয়ে তো কথাই হচ্ছে না।
    তিন-ফেবুতে শেয়ারিং কি সাইটে প্রকাশিত সব লেখারই হয়? না হলে কেন হয়না? সাধারণত কি লেখকেরাই বিভিন্ন গ্রুপে ও পেজে শেয়ার করে থাকেন? না পাঠকেরা?
  • aranya | 83.197.98.233 | ১৬ মে ২০১৬ ০৬:৩৪706910
  • গুরুর ফেবু গ্রুপে মাঝে মাঝে যাই। পপিচু পরিবেশ একেবারেই মনে হয় নি। অনেক বেশি মানুষ পার্টিসিপেট করে, খুবই অ্যাকটিভ, ভাইব্র্যান্ট একটা ফোরাম।
    অবশ্যই বহু লোক যোগদান করলে, কিছু বিরক্তিকর থ্রেড/পোস্ট থাকবে।
    ফেবু-র ফর্ম্যাট আমার পছন্দ হয় না, কিন্তু অনেকের কাছে যাওয়া, সমাজের বিভিন্ন স্তরের মানুষের যোগদান যদি উদ্দেশ্য হয়, তবে ফেবু গুরু খুবই সফল, দর্জির দোকানে কাজ করেন এমন লোকেরও পোস্ট দেখেছি, গুরু সাইট সেদিক থেকে বড়ই অ্যানিমিক।
  • Atoz | 161.141.85.8 | ১৬ মে ২০১৬ ০৬:৩৫706912
  • রোজাভা? সে এক নন্দনকানন। সেখানে কারুর মাইনে নেই। সবাই মনের আনন্দে প্রাণের খুশিতে নিজের তাগিদে কাজ করেন ও ডালরুটি বিরিয়ানি পোলাও শেরোয়ানি পাজামা লুঙ্গি গামছা ইত্যাদি যার যা পছন্দ সেই হিসাবে পান। মকান টকান ও সব ফ্রী। আর প্রচ
    উর বোমা বন্দুক ইত্যাদি, সব ফ্রী।
    কিন্তু দাড়িদাদু বলে গিয়েছে সংসারে নিন্দুক অনেক। তো সেই নিন্দুকেরা বলে যে আসলে সেখানে স্মাগলার, ডাকাত, গুন্ডা, মাফিয়া ইত্যাদিরা রাজ করেন, তেনাদের মুক্তাঞ্চল।
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ০৬:৩৫706911
  • বুলবুলভাজায় প্রকাশিত সব লেখাই শেয়ার করা হয়ে থাকে।

    আর এবার স্পেসিফিক্যালি জানতে চাই, কারা পি আর করেছেন বলে বস্তা বস্তা কমেন্ট পেয়েছেন।
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ০৬:৩৮706914
  • লেখকেরা নিজেরা কী করে থাকেন, নিজের দেয়ালে কী করে থাকেন, তার হিসেব রাখিনি ( তবে এই প্রকাশিত গল্পগুলি কোন লেখকই গ্রুপে নিজে শেয়ার করেননি, জানি)। রাখার প্রয়োজনও বোধ করি না। আমি আমার কথা, যেটা গুরুর তরফ থেকে করে থাকি, সেটা বললাম।
  • Atoz | 161.141.85.8 | ১৬ মে ২০১৬ ০৬:৩৮706913
  • উপরের পোস্ট ভাগীদারের প্রশ্নের উত্তরে।
  • aranya | 83.197.98.233 | ১৬ মে ২০১৬ ০৬:৩৯706916
  • সোসেনের ১/২-১ মিনিটে এক পাতা বাংলা পড়ার কথায় মনে পড়ল, আমার ভাইপো লাইন বাই লাইন কিছু পড়ে না, ওর মাথায় পুরো পাতার একটা ছবি উঠে যায়, কী যেন একটা নাম আছে এইটার
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৬:৪০706917
  • এটা বোধহয় কথার ডিস্টর্শন হচ্ছে।
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ০৬:৪২706918
  • কোনটা ?

    আর আশা করি, প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো। বিশ্বাস ন হলে এখানের যে কাউকে দিয়ে ( যিনি ফেবু গ্রুপেও যান), কনফার্ম করিয়ে নিতে পারো।
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৬:৪৩706920
  • এই পি আর সংক্রান্ত ব্যাপারে বললাম। এতে তোমার বিশেষ কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয়না, যেহেতু সব লেখাই শেয়ারিত হচ্ছে। তুমি কারোর লেখা তুলে ধরছ কারোরটা ধরছ না এরম কোনো ব্যাপার নয়। লেখকদের নিজস্ব নেটওয়ার্কিংএর ব্যাপার।
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ০৬:৪৩706919
  • আর হ্যাঁ, গুরু গ্রুপের ক্ষেত্রে লেখাগুলো বাই রোটেশন পিনড পোস্টও হয়।
  • sosen | 184.64.4.97 | ১৬ মে ২০১৬ ০৬:৪৭706921
  • মানে তাতেও কোনো দোষ দেখি না, তুমি কেন টেনে নিচ্ছ ব্যাপারটা আমি বুঝিনি। ইউ ডিড ইওর জব অলরাইট। এতে তো তোমার দোষ আমি দেখছি না কিছুই, কারোরই দেখছি না। নো নিড টু ডিফেন্ড।
  • d | 11.39.86.139 | ১৬ মে ২০১৬ ০৭:২৪706922
  • আমি তো ফেসবুকে পিআর করা লিখলাম। কোনো গেউপ ফুপের কথা তো লিখি নি।
    কি আজব
  • d | 11.39.86.139 | ১৬ মে ২০১৬ ০৭:২৫706924
  • গ্রুপ
  • d | 11.39.86.139 | ১৬ মে ২০১৬ ০৭:২৫706923
  • *পিআর করা
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ০৭:৩৩706925
  • 'অনেককেই দেখেছি ফেবু গুরু থেকে এসে ফেবু গুরুবাসীদের লেখায় কয়েক বস্তা কমেন্ট করে গেলেন, পাশেই হয়তোআরেকটি লেখা, তাতে কিন্তু তাঁকে দেখা গেল না।'

    ---

    লেখকেরা কেউ যে ফেবুগুরুতে পি আর করেননি , যা পি আর করা হয়েছে গুরুর পক্ষ থেকেই হয়েছে আর সেটা সব লেখার জন্যেই হয়েছে, সেটুকু জানিয়ে দিয়েছি।

    আর এত এত কমেন্ট নিয়ে যে কথা, তার বেশ কিছু ফেবুগুরু বা গুরুর পেজ থেকে এসেছে, এটাও ঘটনা।
  • pi | 24.139.209.3 | ১৬ মে ২০১৬ ১০:১৭706927
  • আরেকটা তথ্য যোগ করে যাই।
    বুলবুলভাজার লেখা শেয়ারের পর সময় সুযোগ থাকলেই ব্লগের লেখাও গ্রুপে, পেজে শেয়ার করা হয়। ( প্রসঙ্গতঃ, ইন্দ্রাণীদির লেখার কথা উঠেছে বলে জানিয়ে যাই, ইন্দ্রাণীদির ব্লগের কিছু লেখাও শেয়ারড হয়েছে, লোকে সেখানে লাইক দিয়েছেন, মন্তব্য করেছেন। সাইটে লিখুন, নইলে লেখিকা জানতে পারবেন না, এখানে হারিয়ে যাবে বলে টলেও লোকজনকে সাইটে মন্তব্য করাতে সফল হওয়া যায়না, সেটাও কেউ রেগুলার পোস্টপত্তর ফলো করলেই জানবেন)। টইয়ে ভালো লেখা বা আলোচনা হলে সেটাও। এমনকি ভাটও। যথাসম্ভব।
    এবার এসব কাজে আরো লোকজন পেলে তো ভালই হয়। যাঁর যা লেখা ভাল লাগে বা আলোচনার যোগ্য মনে হয়, শেয়ার করুন, লোকজনকে পড়তে, লিখতে, পড়াতে বলুন না।
    লেখক নিজে দিলেও তো খুব ভাল ব্যাপার।
    কথা তো হল, আরো বেশি পাঠকের কাছে যাওয়া নিয়ে, আরো বেশি ক'রে পাঠকের মতামত জানানো নিয়ে, আলোচনা হওয়া নিয়ে। যত বেশি হয়, সে যেই করুক, বেশি ভালো।

    আর লেখার নিচে কতবার পঠিত, এটা দেওয়া যায় কিনা আগে বলেছিলাম দেখতে। সময় পেলে মামু আশা করি দেখবে। আর টই খোলার লিঙ্কের পাশে বা প্রথম পাতায় নিয়মকানুন একটু সহজ করে দু'তিন লাইনে লিখে দেওয়া। গুরুচণ্ডা৯ লে আউটে একটা কি ম্যাপও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন