এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুলশানে সন্ত্রাসী হামলা-অত:পর টেরর যখন অন্তঃপুরে

    bip
    অন্যান্য | ০২ জুলাই ২০১৬ | ৮৯৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shibir | 219.119.173.194 | ০৯ জুলাই ২০১৬ ০৯:৩১707688
  • ডিসি কমন usage কি আমায় জানিনা । কিন্তু ফ্রী মার্কেট মানে হলো যেখানে কোনো external ফোর্স তা সরকার বা অন্য কিছু হতে পারে তা নাক গলাবে না । দাম ডিটারমাইন্ড হবে ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে ইন্টারেক্শনের মধ্যে দিয়ে । সেটা হবে ইকুইলিব্রিয়াম প্রাইস । এবার সরকার যদি কোনো ভাবে প্রাইস কে control করে যেখানে প্রাইস ইকুইলিব্রিয়াম দাম এর থেকে কম বা বেশি হয় তখন আর সেটাকে মুক্ত বাজার বলা যায়না ।কোনো বাজার কম বা বেশি রেগুলেটেড হতে পারে। কতটা ফ্রী কতটা রেগুলেটেড এটা ডিপেন্ড করে বিভিন্ন দেশের ওপর ।
  • dc | 181.49.160.99 | ০৯ জুলাই ২০১৬ ১০:০২707689
  • ঠিকই বলেছেন। থিওরেটিকাল ফ্রি মার্কেট হলো সেই মডেলটা যেখানে কোনরকম কন্ট্রোল নেই। কিন্তু বাস্তবে তো থিওরেটিকাল ফ্রি মার্কেট ইমপ্লিমেন্ট করা সম্ভব না, তাই রেগুলেটেড আর মিক্সড মার্কেট ইমপ্লিমেন্ট করা হয়। আর আমাদের মতো ফ্রি মার্কেট সাপোর্টাররা চাপ দি যাতে যতোটা সম্ভব অপটিমাল লেভেলের কন্ট্রোল থাকে, কমও না আর বেশীও না, আর সরকার যাতে ব্যাবসায়ে যতোটা সম্ভব কম নাক গলায়। মানে ম্যাক্সিমাম গভর্নেন্স, মিনিমাম বিসনেস।
  • PM | 37.97.4.111 | ০৯ জুলাই ২০১৬ ১০:১১707690
  • বিপ বলছে শোষন থাকবেই, বৈষম্য থাকবেই। কারন বিপ এই সিস্টেমের ক্ষীর খাওয়াদের দলে, সিস্টেম পাল্টালে বহু কিছু হারাতে হবে----- অন্য দিকে যারা আছে তারা বর্তমান ব্যাবস্থা সম্পর্কে বিপের বাণীর সাথে একমত না হওয়াই স্বাভাবিক। তাদের তো হারানোর কিছু নেই রে বাবা। ঃ)

    বিপ নিজে ভুক্তভোগীদের দলে থাকলেও হয়্তো নিজের বক্তব্যের বিরোধীতা করতো ঃ)
  • cm | 127.247.96.214 | ০৯ জুলাই ২০১৬ ১০:৩৮707691
  • এই সব অপ্টিমাম লেভেল ইত্যাদি কোয়ান্টিটেটিভলি বলতে পারেন? শক্ত জানি কিন্তু কোন অ্যাটেম্প্ট করা হয়েছে কিনা জানেন? এখানে এসেই ব্যাপারটা ব্রেক্ষিট হয়ে যায়।
  • dc | 181.49.160.99 | ০৯ জুলাই ২০১৬ ১২:৪০707692
  • অ্যাটেম্পট তো পৃথিবীর অনেক দেশেই করা হয়েছে। য়ুরোপের বেশীর ভাগ দেশে, জাপান, এশিয়ার বেশ কিছু দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অনেক দেশেই রেগুলেটেড ফ্রি মার্কেট আর অপ্টিমাল লেভেল অফ রেগুলেশান করা হয়েছে। একেক দেশে অপ্টিমাল লেভেল একেকরকম, তাছাড়া অপ্টিমাল লেভেলে যে পৌঁছনো গেছে তাও না, সরকার আর বিজনেস-ইন্ডাস্ট্রি সব দেশেই অপ্টিমালিটি নিয়ে ডিবেট করে চলেছে, যেটা কাম্য। তবে এই সব দেশেই কন্ট্রোলড ফ্রি মার্কেট দিব্যি চলছে।

    আর ব্রেক্সিট এর ব্যাপারটা একটু অন্য। ব্রেক্সিট এর সবকটা লিডার ম্যাসিভ লেভেলে ঢপ দিয়ে এখন সব জাহাজ ছেড়ে পালাচ্ছে।
  • cm | 127.247.96.214 | ০৯ জুলাই ২০১৬ ১২:৫০707693
  • বোধহয় বুঝিয়ে বলতে পারিনি, কোয়ান্টিটেটিভ স্পেসিফিকেশন ঠিক কি ভাবে হচ্ছে বলুনতো?
  • ঢপের চপ | 186.10.104.243 | ০৯ জুলাই ২০১৬ ১৩:০৬707694
  • কন্ট্রোলড ফ্রি, সোনার পাথরবাটি, কাঁঠালের আমসত্ব, জাঙ্গিয়ার বুকপকেট...
  • dc | 181.49.160.99 | ০৯ জুলাই ২০১৬ ১৫:১৬707695
  • cm, বলতে পারবো না। আইডিয়া নেই।
  • সে | 198.155.168.109 | ০৯ জুলাই ২০১৬ ১৮:৫৭707696
  • আরেকটা অ্যাড করি - গোরুরগাড়ীর হেডলাইট
  • bip | 80.192.200.26 | ০৯ জুলাই ২০১৬ ১৯:২১707698
  • @PM
    None has any known better method than freemarket. Showme something else ever worked and I will buy it
  • @bip | 56.165.230.5 | ০৯ জুলাই ২০১৬ ২১:০১707699
  • Any place where freemarket has worked so far?
  • PM | 233.223.159.253 | ০৯ জুলাই ২০১৬ ২২:৪৮707701
  • যদি তর্কের খাতিরে ধরেও নি যে অমেরিকায় তথাকথিত ফ্রি মর্কেট আছে আর আমেরিকা তুলনামুলক ভাবে সফল তা হলেও সেই সাফল্যকে ফ্রি মর্কেতের সাফল্য বলা যায় কি?

    ১। বাকি পৃথিবী ডলার ট্রেড বন্ধ Kঅরুক

    ২। বাকি পৃথিবী আমেরিকার মিলিটারি/MNC র মাল কেনা বন্ধ Kঅরুক

    দেখি তারপর ফ্রি মারকেটের দৌর কদ্দুর।

    সারা পৃথিবীর রক্ত সাধের আমেরিকার হর্ত পামপ করছে/করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে ফ্রী মর্কেট এর সাফল্য কোথা থেকে আসছে?
  • PM | 233.223.159.253 | ০৯ জুলাই ২০১৬ ২২:৪৮707700
  • যদি তর্কের খাতিরে ধরেও নি যে অমেরিকায় তথাকথিত ফ্রি মর্কেট আছে আর আমেরিকা তুলনামুলক ভাবে সফল তা হলেও সেই সাফল্যকে ফ্রি মর্কেতের সাফল্য বলা যায় কি?

    ১। বাকি পৃথিবী ডলার ট্রেড বন্ধ Kঅরুক

    ২। বাকি পৃথিবী আমেরিকার মিলিটারি/MNC র মাল কেনা বন্ধ Kঅরুক

    দেখি তারপর ফ্রি মারকেটের দৌর কদ্দুর।

    সারা পৃথিবীর রক্ত সাধের আমেরিকার হর্ত পামপ করছে/করতে বাধ্য হচ্ছে। এর মধ্যে ফ্রী মর্কেট এর সাফল্য কোথা থেকে আসছে?
  • dc | 181.49.160.99 | ০৯ জুলাই ২০১৬ ২২:৫৯707702
  • এই রে PM ও ফ্রি মার্কেট আর আমেরিকা গুলিয়ে ফেলেছেন। পৃথিবীর বেশীর ভাগ দেশেই ফ্রি মার্কেট দিব্যি চলছে, শুধু আমেরিকাতে না।
  • PM | 233.223.159.253 | ০৯ জুলাই ২০১৬ ২৩:২৭707703
  • ফ্রী মার্কেত সত্যি বোলতে কোথাও-ঈ নেই---অমেরিকতে কৃষি পন্য রপ্তানী করার চেষ্টা করে দেখুন না ঃ)

    আমেরিকা আর ফ্রী মার্কেট একসাথে বোলেছি তার কারন বিপের পোস্ট গুলো রেফার করলেই বুঝবেন
  • PT | 213.110.242.5 | ১০ জুলাই ২০১৬ ০১:১১707704
  • এটা ২০১৬-র আলোচনা......
    "Until 1995 the government used to buy all the rice produced in Japan before selling it at a relatively high price (agreed upon with the agricultural cooperatives) in order to sustain the farmers. At the same time, rice imports were banned........."

    How does the TPP threaten Japanese agriculture and rice production in particular?

    It would have a disastrous effect, as 90 percent of (Japan’s) national rice production would be wiped away by a total liberalization of the rice trade.

    জাপান কি ফ্রি মার্কেট ইকোনমি? জাপানীরা অন্ততঃ চালের ব্যাপারে liberalization পছন্দ করে বলে তো মনে হচ্ছে না!!
  • ranjan roy | 132.180.212.202 | ১০ জুলাই ২০১৬ ০১:২৯707705
  • যদি কেতাবী ফ্রি মার্কেট সত্যিই বাস্তবে থাকত তাহলে আন্তর্জাতিক বাণিজ্য অবাধ হত।, গ্যাট ম্যাট যাই ঘটুক, প্রত্যেকবার দেখা যাচ্ছে আম্রিকা ও বড়রা দাদাগিরি করে নানান শর্ত লাগিয়ে প্রোটোকল লাগিয়ে থার্ড ওয়র্ল্ডের দেশগুলোকে চেপে দিচ্ছে। কখনও ট্রেডের সঙ্গে জুড়ে দিচ্ছে কার্বন বিধি, কখনও মানবাধিকারের রেকর্ড!
    জাপানী গাড়ির মার্কিনী মার্কেটে ঢোকা নিয়ে দু'দশক আগের হুলুস্থুল মনে করুন।
    এবার দেখুন, কাল মার্কিন সেনেটে আইটি সেক্টরে তৃতীয় বিশ্ব থেকে সস্তায় প্রযুক্তিবিদ নেওয়া বন্ধ করার জন্যে বিল পেশ করা হয়েছে-- যাতে বেশি মজুরিতে দেশীয় লোক নিযুক্ত করতে হবে। তো লেবার মার্কেট যদি সাপ্লাই/ডিমান্ডের ফ্রি প্লে মেনে না চলে তো কিসের ফ্রি মার্কেট?
    আর কৃষি ? প্রথম গ্যাট চুক্তির সময়ই দেখা গেছল যে প্রথম ও দ্বিতীয় বিশ্বের অধিকাংশ দেশ কৃষিতে বিশাল ভর্তুকি দেয়, ফুড সিকিউরিটির অজুহাতে। ৯০ এর দশকে ফ্রান্সে কৃষিতে প্রায় ৯০% প্রতিশত ভর্তুকি ছিল বলে মনে পড়ছে।
  • কল্লোল | 125.242.176.156 | ১০ জুলাই ২০১৬ ০৭:৩২707706
  • ফ্রি মার্কেটের সবচেয়ে ব্ড়া ঝাড় শ্রম নামে পণ্যটির বেলায়। আমার শ্রম আমি কোথায় বেচবো সেটা কে ঠিক করবে - আমি নিজে ছড়া?
    কিন্তু পদে পদে বাঁধা। আমি যদি ঠিক করি সুইডেন বা কানাডায় বেচবো, তো পাসপোর্ট ভিসা ইত্যাকার নানা ঝামেলা। অথচ ফোর্ড বা রেনো কি সিপলার পণ্য যখন খুশি থাইল্যান্ড কি ফ্রান্সে যেতে পারে বিক্রি হতে।
    অতই ফ্রি মার্কেটের বড়াই তো শ্রমের মোবিলিটি অবাধ করে দিক ফ্রি মার্কেটওয়ালারা, দেখি কত হিম্মত।
    ফ্রি মার্কেট আদতে বড় কর্পোরেট/ফিনান্স ক্যাপিটাল রেগুলেটেড মার্কেট - এই সত্যটি মানা /জাবে কি?
  • shibir | 219.119.173.194 | ১০ জুলাই ২০১৬ ০৮:৪৯707707
  • ডিসি ফ্রী মার্কেট পৃথিবীর কোনো দেশেই নেই । আমেরিকাতেতো নয়ই । যে কোনো ধরনের সাবসিডি, প্রাইস কন্ট্রোল , প্রাইস সিলিং, সাপোর্ট প্রাইস আর আমার মতে sezও ফ্রী মার্কেট কন্সেপ্ট এর বিপরীতে যায় । উইকি থেকে "A free market is a system in which the prices for goods and services are determined by the open market and consumers, in which the laws and forces of supply and demand are free from any intervention by a government, price-setting monopoly, or other authority. A free market contrasts with a regulated market, in which government intervenes in supply and demand through non-market methods such as laws creating barriers to market entry or price fixing. In a free-market economy, prices for goods and services are set freely by the forces of supply and demand and are allowed to reach their point of equilibrium without intervention by government policy, and it typically entails support for highly competitive markets and private ownership of productive enterprises." । কন্ট্রোল্ড ফ্রী মার্কেট !!! :)
  • dc | 132.174.161.229 | ১০ জুলাই ২০১৬ ০৯:৫৩707710
  • রন্ঞ্জনদা আর শিবির, কেতাবি ফ্রি মার্কেট আর থিওরেটিকাল ফ্রি মার্কেট তো অবশ্যই কোন দেশে নেই! যেমন থিওরেটিকাল সেন্ট্রালাইজড ইকোনমিও কখনো ছিলনা। কিন্তু অনেকদিন ধরেই সোভিয়েত ইউনিয়নে সেন্ট্রালাইজড বা সেন্ট্রালি প্ল্যান্ড ইকনমি চালানোর চেষ্ট করা হয়েছিল, আর তার উল্টোদিকে য়ুরোপে আর অন্যান্য কিছু দেশে ফ্রি মার্কেট ইভলভ করেছিল। তারপর একসময়ে দেখা গেল যে সেন্ট্রাল ইকনমি পৃথিবীর বেশীর ভাগ দেশে থেকেই উঠে গেছে আর ফ্রি মার্কেট বেশীর ভাগ দেশেই ভালো চলছে।

    আমরা বোধায় রেকর্ডের একটা জায়গায় আটকে গেছি - থিওরেটিকাল ফ্রি মার্কেট আছে কিনা। আমার বক্তব্য, এর আগের দুতিনটে পোস্টেও যেটা লিখলাম, না থিওরেটিকাল ফ্রি মার্কেট কোথাও নেই। সব মার্কেটেই কিছু কিছু গভর্নমেন্ট লেজিসলেশান মেনে ট্র্যান্সাকশন করা হয়। কিন্তু যেটা ট্রেন্ড সেটা হচ্ছে এই কন্ট্রোলগুলো কমিয়ে বাড়িয়ে ডিবেট করে অপটিমালের দিকে নিয়ে যাওয়া হয়, আর সরকার নিজে বিজনেসের থেকে সরে আসছে কারন বিজনেসটা ব্যাবসায়ীরা বেশী এফিসিয়েন্টলি করে। সরকারের কাজ মার্কেটকে রেগুলেট করা, ব্যাবসা করা না। যেমন আমাদের দেশে এয়ারলাইন, টেলিকম, রিটেল ইত্যাদি নানারকম সেক্টরকে ফ্রি করে দেওয়া হয়েছে, তাই এইসব সেক্টরে নানান ইনোভেশান হয়েছে, কম্পিটিশন বেড়েছে, আমরা কনসিউমাররা বেশী সুবিধে পাচ্ছি। সরকার যদি এই সেক্টরগুলোয় গভর্নমেন্ট মনোপলি ধরে রাখত তাহলে এই ইনোভেশানগুলো হতোনা আর আমরা আগের থেকে বেটার সার্ভিস পেতাম না (আবার বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, ফ্রি মার্কেট মানে সাবজেক্ট টু রেগুলেশানস)। বেশীর ভাগ দেশে গর্মেন্ট কন্ট্রোলড বা সেন্ট্রালাইজড ইকোনমির থেকে ফ্রি মার্কেট বা কম্পিটিটিভ ইকনমির দিকে যাওয়ার ট্রেন্ড, কারন তাতে কনসিউমারের বেনিফিট হয়।

    আশা করি "ফ্রী মার্কেট পৃথিবীর কোনো দেশেই নেই" এখান থেকে বেরোতে পারলাম। না নেই, কিন্তু ফ্রি মার্কেটের দিকে অ্যাপ্রোচ করার ট্রেন্ড আছে।
  • shibir | 219.119.173.194 | ১০ জুলাই ২০১৬ ১০:০৫707711
  • "কারন তাতে কনসিউমারের বেনিফিট হয়।" ধরুন জীবনদায়ী ওষুধের ওপর প্রাইস সিলিং ছিল এদেশে যেটা মনে কিছুদিন আগেই তুলে নেওয়া হয়েছে । এখন মার্কেট যা দামে পাওয়া যাবে তাতেই কিনতে হবে (নন রেগুলেটেড বা ফ্রী মাকেট )। এতে কনসিউমারের কি বেনিফিট হলো ? @ ডিসি ।
  • dc | 132.174.161.229 | ১০ জুলাই ২০১৬ ১০:১০707712
  • "কারন তাতে কনসিউমারের বেনিফিট হয়।" ধরুন টেলিকম সেক্টরে প্রাইভেট এন্টারপ্রাইস আসর ফলে অন অ্যাভারেজ কনসিউমাররা আগের থেকে বেটার সার্ভিস পাচ্ছে।

    "অন অ্যাভারেজ" - বোল্ড অ্যান্ড আন্ডারলাইন।

    এইভাবে কনসিউমারের বেনিফিট হলো @শিবির।
  • sm | 53.251.91.253 | ১০ জুলাই ২০১৬ ১০:১৭707713
  • ডি সি, এই ফ্রি মার্কেট বলে কিছু আদৌ সম্ভব। মানে ধারে কাছে কিছু? ধরা যাক ইউরোপে, জাপানে মর্টগেজ রেট 1-3 পার্সেন্ট এর মতো। তা, আমি ভারতে বসে ঐ সুদে বিদেশি ব্যাংক গুলো থেকে টাকা ধার করতে পারবো?
    চীন কি তার বিশাল পণ্য আমেরিকায় রপ্তানি করতে পারে? ট্রেড ডেফিসিট এর কথা আসে কেন বা বন্ড কেনার বাধ্য বাধকতা আসে কেন?
    আমেরিকা ও ইউরোপে বিশাল বড় বড় ব্যাংক গুলো কে সরকারি টাকায় বেইল আউট করার পর ফ্রি মার্কেট বলে কোনো গল্প বাজারে চালু রাখে কারা? কি স্বার্থে ?
  • π | ১০ জুলাই ২০১৬ ১০:১৯707714
  • জীবনদায়ী ওষুধ নিয়ে ডিসির কী বক্তব্য ?
  • sm | 53.251.91.253 | ১০ জুলাই ২০১৬ ১০:২৩707715
  • টেলিকম সেক্টর গুলো নিজেদের মধ্যে চোখ টেপা টেপি করে সরকারের কয়েক লক্ষ কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছে।এইডা- জনগণের লাভের লাভ হয়েছে।কল চার্জ বাড়িয়েছে। কল ড্রপ এর সংখ্যা যথেচ্ছ বাড়িয়েছে।সরকারি সংস্থা ভি এস এন এল কে কার্যত ঠুঁটো করে দিয়েছে।এমন কলকাঠি নেড়েছে; যাতে নিজেরাই নিজেদের সার্ভিস দিন দিন খারাপ করে দিচ্ছে।
    ইনোভেশন নিয়ে কি করবো? ধুয়ে জল খাবো?
  • dc | 132.174.161.229 | ১০ জুলাই ২০১৬ ১০:২৬707716
  • পাই, জীবনদায়ী ওষুধ নিয়ে আমার বক্তব্য তো ওপরেই পোস্ট করে দিলাম!

    আরেকটু ক্লারিফাই করে দি নাহয়ঃ গিভ মি আ থিওরি অ্যান্ড আই উইল ফাইন্ড আ হান্ড্রেড ফ্লস ইন ইট ঃ)
  • π | ১০ জুলাই ২০১৬ ১০:৩৩707717
  • সরকারি সংস্থা কী পরিষেবা দিতে, দিতে পারতো সে কিন্তু দেখা। আর কত ঝুল হতে পারে, এও।
    তো মুম্বইতে থাকতে এটা একটা ওপেন সিক্রেট ছিল, রিলায়েন্স আসার জন্য এম টি এন লে সাবোতাজ ঘটিয়েছে। বি এস এন এল নিয়েও এ কথা শোনা যায়। আগে লিখেছিলাম কি, বেশ কিছুদিন আগে লোকসভা না রাজ্যসভায় বি এস এন এল এর লোকজনকেও আনা হয়েছিল। বি এস এন এল কেন কী পারছেনা, সার্ভিস খারপ কেন হচ্চে, এসব প্রশ্নও সরাসরি করা হয়েছিল। তাতে অনেক কিছু কারণ ওঁরা দেখিয়েছিলেন। দেশের কোন অংশে ওঁদের যেতে হয় টয়, শুধুই লাভ দেখা হয়না। কিন্তু এছাড়াও একটা পয়েন্ট ছিল এই সাবোতাজের। কিছু কর্মীর অকর্মণ্যতা মোটেও সরকারি চাকরির স্থিরতা নিশ্চয়তা জনিত নয়, বরং অন্যদের থেকে টাকা খেয়ে ইচ্ছাকৃত, এরকম কিছু। তারপর সেই কালচার ছড়িয়ে পড়েছে, এমন ইঙ্গিতও ছিল।

    এখনো কিন্তু এখানে বহু জায়গায় ( মেট্রো সিটি বাদেও দেশে জায়গাপত্তর আছে, সেখানেও লোকে থাকে টাকে), বি এস এন ই একমাত্র ভরসা। আর অন্যত্রও, বি এস এন এল এর রেট কিন্তু অন্যদের প্রায় অর্ধেক ! ডাটাপ্ল্যানে তো দেখতেই পাই।

    সরকারি সিস্টেমে চাইলে এফিশিয়েন্সি আনা যায়না, আর বেসরকারি হলেই সেটা আসবে এই দুটো এক্সট্রিমের কোনোটাই ঠিক লাগেনা।
  • π | ১০ জুলাই ২০১৬ ১০:৩৭707718
  • না, 'অন অ্যাভারেজ' এতে কোন পাব্লিকের কী বেনিফিট হবে বুঝিনি। জীবনদায়ী ওষুধ নিয়ে।
  • dc | 132.174.161.229 | ১০ জুলাই ২০১৬ ১০:৪০707719
  • সরকারি ব্যাবসা, মানে সরকার দ্বারা কন্ট্রোল করা কোন ব্যাবসার, সবথেকে বড়ো ফ্ল কিন্তু ইনোভেশানের অভাব। সরকারি সংস্থা সাধারনত মার্কেট ডিসরাপ্টিং ইনোভেশান আনতে পারে না (এক্সেপশান আছে কি? হয়তো আছে, কিন্তু মনে পড়ছে না)। এটা আগেও অন্য কোথাও লিখেছিলাম। এয়ারলাইন, রিটেল, কমিউনিকেশান ইত্যাদি সেক্টরে যেসব ইনোভেশান এসেছে, শুধু আমাদের দেশে না, প্রায় সারা পৃথিবীতেই, সেগুলো সরকার দ্বারা পরিচালিত সংস্থা আনতে পারতো না। এখন আমরা যে বেনিফিট বা সার্ভিস পাই সেগুলো পেতামই না।
  • dc | 132.174.161.229 | ১০ জুলাই ২০১৬ ১০:৪১707721
  • "না, 'অন অ্যাভারেজ' এতে কোন পাব্লিকের কী বেনিফিট হবে বুঝিনি। জীবনদায়ী ওষুধ নিয়ে।"

    আরেকবারঃ গিভ মি আ থিওরি অ্যান্ড আই উইল ফাইন্ড আ হান্ড্রেড ফ্লস ইন ইট ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন