এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপ্লবীর স্ত্রী

    Debabrata Chakrabarty লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৮ সেপ্টেম্বর ২০১৬ | ৮৩৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Debabrata Chakrabarty | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫২718147
  • কি পান তাঁরা ? পুলিশের যখন তখন আনাগোনা , খোঁচরের ক্রমাগত নজরদারি , সরকারের অসহযোগিতা ,অর্থনৈতিক অসহায়তা , লাগাতার উৎকণ্ঠা ,যে কোন এনকাউণ্টারের খবর পেলে কাগজ তন্ন তন্ন করে খোঁজা কি জানি যদি নাম থাকে -অন্য নাম থাকলেও একরাশ বেদনা যিনি এনকাউন্টারে নিহত তিনিও তো মেহনতি মানুষের স্বার্থে নিজের জীবন তুচ্ছ করে সমাজ বদলানোর পথে পা বাড়িয়েছিলেন ।

    অশ্রু চেপে রেখে ,অদ্ভুত দৃঢ়তায় প্রায় ৪০ মিনিট বললেন সদ্য প্রয়াত মাওবাদী কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সেক্রেটারি সোমেন বা হিমাদ্রি সেনের স্মরণ সভায় আজীবন কমিউনিস্ট হিমাদ্রি সেনের স্ত্রী শিখা । বললেন সোমেনের বিপ্লবী সত্তার কথা । অন্যের দুঃখে আজীবন লড়ে যাওয়া অকুতভয় বিপ্লবীর কথা । এমনকি বিরোধী পার্টির মানুষের তার স্বামীর প্রতি শ্রদ্ধার কথা । স্বল্পবাক সোমেনের স্ত্রীর প্রতি নিরুচ্চার ভালোবাসার কথা । জেল থেকে লেখা কতিপয় চিঠির কথা । দিনের পর দিন আদালত ,এই জেল থেকে সেই জেলে লড়াইয়ের কথা । ক্যানসারে আক্রান্ত শেষ দিনগুলির লড়াইয়ের কথা । সাথে গর্বের কথা।

    সাধারন, মলিন শাড়ি পরিহিতা ,ক্ষীণ স্বাস্থ্য ‘ শিখা ‘। বিপ্লবীর স্ত্রী শিখা যখন বলছিলেন তার এবং তার পরিবারের প্রতি সাধারন খেটে খাওয়া মানুষের নিঃস্বার্থ সন্মান , শ্রদ্ধা এবং সহযোগিতার কথা কানায় কানায় পুর্ন ভারতসভা হলে’র ডায়াসে তখন বসেছিলেন একদা মাওবাদী কমিউনিস্ট পার্টির মুখপাত্র ৭ বছর ধরে বিনা বিচারে জেল খেটে সদ্য মুক্তিপ্রাপ্ত গৌর চক্রবর্তী ,মাওবাদী পলিটব্যুরো সদস্য অশীতপর নারায়ণ স্যান্যাল একদা এনার সাথে ছত্তিসগড়ের জেলে সাক্ষাৎ করবার অপরাধে রাষ্ট্র ডঃ বিনায়ক সেনকে দু বছরের অধিক জেলে আটকে রেখেছিল , সন্তোষ রানা প্রমুখ। আর ডায়াসের নিচে দর্শক আসনে বসে থাকা নাগরিক আন্দোলনের কর্মী ,মুর্শিদাবাদ, চব্বিশ পরগনা থেকে কমরেড সোমেনের স্মরণে আসা সাধারন কৃষক , বিভিন্ন ছাত্র সংগঠনের যুবা সদস্যবৃন্দ এবং সেই সমস্ত মানুষ যারা এখনো সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন শিখার চোখ দিয়ে জানছিলেন কমরেড হিমাদ্রি সেন -বাচ্চু দা কে ।

    সোমেন কে অনেকেই ব্যক্তিগত ভাবে চেনেন না , তিনি কোন তথাকথিত সেলেব্রিটি ,খ্যাতিমান বুদ্ধিজীবী ,নামকরা ত্বাত্বিক বা বাজারী পত্রিকায় একদা ঘি খেয়েছিলেম এই শ্লাঘায় দিস্তে দিস্তে রাবিশ নামানোর কাজে ব্যস্ত ছিলেন না । কোন প্রথাগত মিডিয়া তার ইন্টারভিউ ছাপেনি , সরকারী বদ্যানতার ফ্ল্যাটে তার বাকি জীবন অতিবাহিত করবার মধ্যবিত্ত হেরে যাওয়া সমঝোতা ছিলোনা । সাধারন খেটে খাওয়া মানুষের পাশে কখনো নন্দীগ্রাম , কখনো লালগড় ,কখনো এই শেল্টার এবং অবশেষে জেলখানায় এই সাধারন মানুষটির অসাধারণ জীবনের সেই আজীবন হার না মানা সংগ্রামের খুব সামান্য অংশ বললেন 'শিখা’ ।

    কেউ হয়ত কোনদিন এই অসামান্য মানুষটাকে নিয়ে কাজ করবেন ,ভবিষ্যতের প্রজন্ম’র জন্য রেখে যাবেন বিপ্লবীর ইতিহাস -কিন্তু হিমাদ্রি সেনের স্মরণ সভায় আমরা জানলাম শত প্রতিকূলতার মধ্যেও বিপ্লবীর স্ত্রী’রা কি পান , কেন মাথা উঁচু করে থাকেন আর কেনই বা অনিশ্চিত ,নিরাপত্তাহীন জীবন ,রাষ্ট্রের চোখ রাঙানির মধ্যেও গর্বের সাথে দৃঢ়তার সাথে বাঁচেন ।

    কমরেড সোমেন কে সভায় উপস্থিত আমরা অনেকেই দেখিনি - কিন্তু আমরা শিখা - বিপ্লবীর স্ত্রী কে দেখলাম । 'শিখা ' যেন অনির্বান থাকে ।
  • bip | 183.67.3.44 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৬718169
  • বিপ্লব ( আমাকে নিয়ে না) বাঙালীর রোম্যান্টিসিজম কমলেই মনে হয় ভাল।

    কারন আমার সেই গৌতম বুদ্ধের কথা মনে পরে।
    বুদ্ধ দেখলেন একজন হটযোগী না খেয়ে তপস্যা করছে। বুদ্ধ জিজ্ঞেস করলেন কেন ভাই এত কষ্ট স্বীকার করা? সে বললো জানো এই তপস্যা বলে আমি কত শক্তির অধিকারি হব?

    বুদ্ধ জিজ্ঞেস করলেন সেই অলৌকিক শক্তি নিয়ে তুমি কি করবে?

    হঠযোগী বললো জান, আমি নদীর জলের ওপর দিয়ে হেঁটে পার হয়ে যাব।

    বুদ্ধ বললেন ও তাই। সেত মাঝিকে দুই পয়সা দিলে, সেও পার করে দেবে।

    কমিনিউস্ট বিপ্লবীদের তপস্যা দেখলে আমার এই হঠযোগীর গল্পটা মনে আসে। রাষ্ট্রের শোষন এবং অত্যাচার বাস্তব। বাস্তব অলীয়ার্গিক পাওয়ার ও। কিন্ত সেগুলোকে ভাঙা ধনতন্ত্র এবং গণতন্ত্রের মাধ্যমেই সম্ভব। গণতান্ত্রিক পরীক্ষা গুলো না করে শর্টকাটে বন্দুকের নলের সাহায্যে সমাধান করার চেষ্টা শ্রেফ হঠযোগ।
  • কল্লোল | 233.227.227.31 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৯718180
  • জানি বিপকে এসব বলে লাভ অনেই, তবু।
    এই আত্মসর্বস্বতার যুগে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলি দিয়ে, তাঁদের বিশ্বাস মতো সামূহিক স্বার্থে কারাগার-বধ্যভূমি-এক ঝঁক বুলেটের মুখোমুখি হন, তখন তাঁকে/তাঁদের এই মনোভাবকে শ্রদ্ধা করতে শিখুন।
    আমরা ওঁদের বিশ্বাসের সাথে একমত নাইই হতে পারি। তাতে ওঁদের প্রতি শ্রদ্ধা জানাতে কুন্ঠিত হবো কেন?
  • π | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৫718186
  • সেটাই।

    কল্লোলদা, লিখছো, খুব ভাল লাগছে। এখন আগের থেকে ভাল তো ?
  • Robu | 11.39.38.93 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৩718187
  • বিপ্লব ( আপনাকেই বলছি স্যার), আপনাকে নিয়ে বাঙালীর রোম্যান্টিসিজম না কমলেই মনে হয় ভাল।
  • bip | 183.67.3.44 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৯718188
  • এই আত্মসর্বস্বতার যুগে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ জলাঞ্জলি দিয়ে, তাঁদের বিশ্বাস মতো সামূহিক স্বার্থে কারাগার-বধ্যভূমি-এক ঝঁক বুলেটের মুখোমুখি হন, তখন তাঁকে/তাঁদের এই মনোভাবকে শ্রদ্ধা করতে শিখুন।

    >>
    রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও ত ত্যাগ করছে। ব্যক্তিগত স্বার্থ ও জলাঞ্জলি দিচ্ছে। কিন্ত জুকারবার্গ দিচ্ছে না। কিন্ত জুকারবার্গ গণতন্ত্রের কোয়ালিটি তার ফেসবুকের মাধ্যমে যতটা ইম্প্রুভ করতে পেরেছে ( আমি মনে করি ফেসবুক না আসলে ওবামা জিতত না- বার্নির উত্থান ও সম্ভব হত না ), এত স্বার্থত্যাগী কমিনিউস্টরা তার ১% ও পারে নি-বরং অঙ্কের হিসাবে যেসব দেশে ক্ষমতায় এসেছে সেখানে জনগণের পেছন মেরেছে।

    সুতরাং এই ধরনের স্বার্থত্যাগী বামপন্থা একধরনের ভ্রান্ত হঠযোগ- যেগুলো নিয়ে অনেক রোম্যান্টিসিজম বাম বাঙালীর মধ্যে আছে। এবং সেগুলো আমার কাছে ওই তান্ত্রিক সমাজের একধরনের যৌগিক সাধনার মতনই ঠেকে।

    বরং কেউ যদি তার নিজের স্বার্থ "ঠিক ঠাক" বোঝে, যেখানেই দেশ এবং সমাজের উপকার। নিজের স্বার্থ ঠিক ভাবে দেখলে গেলে, অন্যের স্বার্থ ও রক্ষা করতে হইয়। কারন আমাদের ইকো সিস্টেম। সুতরাং আমি মনে করি বাঙালীর বৈপ্লবিক রোম্যান্টিকতা কমানোর সময় এসেছে।
  • রোবু | 213.132.214.86 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১২718189
  • হ্যাঁ, এই দেখুননা যেমন আম্বানি আর মোদী কিরকম েকে ওপরের স্বার্থ রক্ষা করে চলেছেন। ইকোসিস্টেমের হদ্দমুদ্দ একেবারে।
  • কল্লোল | 233.227.19.35 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৫718190
  • জুকারবার্গ ফেসবুক বাজারে ছেড়েছে ব্যাবসা করে লাভ করবে, তার জন্য। তাতে অন্যায় কিছু নেই, কিন্তু স্বার্থত্যাগ!!! বোঝা গেলো না।
    ফেসবুক গণতন্ত্রের উপকার করছে। যদি নাও করতো তাতে জুকারবার্গএর কিছু এসে যেতো না।
    শুধু রামকৃষ্ণ মিশন কেন, যেখানে যাঁরাই ব্যাক্তিগত স্বার্থ ভুলে সামুহিক স্বার্থে কাজ করছেন তাঁরা শ্রদ্ধার যোগ্য।
  • PT | 213.110.242.24 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৫718148
  • কল্লোলদা, চমৎকার লিখেছ (07:59 AM)।
    কিন্তু কিছু মানুষকে এই "স্বার্থত্যাগ" ব্যাপারটা বোঝানো যাবে না।
    এখন "আমাকে আমার মত থাকতে দাও" আর "বার খেয়ে ক্ষুদিরাম" গানের সময়!!
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৫718149
  • এই খানে কল্লোল ও রোবুর সাথে গলা মেলালাম। হিমাদ্রী সেন এর মত ও পন্থার সাথে একমত নাও হতে পারি, কিন্তু যাঁরা একান্ত ব্যক্তিগত "বাঙালী" জীবন যাপনের এর স্বার্থের বাইরে অন্য কিছু ভেবেছেন-- বুদ্ধ, শ্রীচৈতন্য, কবীর, বিবেকানন্দ থেকে ভগৎ সিং সূর্য সেন এবং রামকৃষ্ণ মিশন ( ওঁদের মধ্যেও এমন লোকের দেখা পেয়েছি) , ভেরিয়ার এলুইন, দ্যতিয়েন ও মুসলিম সুফী সাধক , এবং সৌমেনের মত অনেকে--এঁদের জন্যে আমার মনে জমে আছে ও থাকবে শ্রদ্ধা, যতদিন বাঁচবো।
    কেবল এইজন্যেই যে এঁরা শুধু ক্ষুদ্র ব্যক্তিস্বার্থের কথা না ভেবে বড় মাপের স্বপ্ন দেখেছিলেন, অন্যদের দেখতে উদ্বুদ্ধ করেছিলেন।
    আমি নিজে শাকভাত খাওয়া হরিদাস পাল। তাই বলে আত্মপ্রসাদে স্ফীত হয়ে নিজেকে তুলে ধরতে ওঁদের টেনে নামাব না।
    শুধু নিজের স্বার্থ বোঝা?
    এই অ্যাপ্রোচের আয়রনি তো কেইনস্‌ বহু আগেই দেখিয়েছেন ইকনমিক্সের 'প্রাইভেট ভার্চু ইজ কলেক্টিভ ভাইস' -- প্যারাডক্সে ( শব্দগুলো এদিক ওদিক হতে পারে)।
    আর ছ্যাবলা রাস্তার ভাষায় বললে সেই ঠোঙা হয়ে যাওয়া চুটকি-- চৌবাচ্চায় স্নান করতে নেমেছে দুজন। পাড়ের থেকে সাবান পড়ে গেছে মাটিতে, কেউ উঠে সাবান তুলতে নামছে না।
  • bip | 183.67.3.44 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৪718150
  • কল্লোল বাবু
    আমি পরিস্কার করেই লিখেছি মার্ক জুকারবার্গ কোন স্বার্থত্যাগ না করেই গণতন্ত্র এবং সভ্যতার কাজকে অনেকটা এগিয়ে দিয়েছেন যা কোন কমিনিউস্ট নেতা হাজার স্বার্থত্যাগ করেও পারেন নি।

    স্বার্থত্যাগ মানেই মহান, এবং স্বার্থপর মানেই খারাপ-এই আদ্দিকালের ধারনা থেকে বেড়োনোর বয়স হৌক।

    স্টালিন ও প্রচুর স্বার্থত্যাগ করেছেন। তার প্রথম স্ত্রী মারা গেছে বিনা চিকিৎসায়। সন্তান মারা গেছে যুদ্ধে। কিন্ত তিনি সভ্যতার চাকাকে পেছোনে ঘুরিয়েছেন।
  • এই | 133.242.242.17 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৭718151
  • লোকটা সবাইকে এত জ্ঞান দেওয়ার অধিকার কেন নিজের কাঁধে নিয়ে নেন? আপনি নরেন্দ্রপুর, আই-আই-টি, সিলিকন ভ্যালি এখন সফল ব্যবসায়ী তাই কি সবার কি করা উচিত এটা বলার অধিকার আপনার এসে যায়?
  • bip | 183.67.3.44 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬718152
  • I am proposing alternative outlook. Why that needs to be refuted by personal attack ? In democracy everyone has their own opinion.

    If you think I am wrong, prove it by better logic and yes from a real name instead of hiding as a fake.

    Opinion of the fake is by default a fake attempt.
  • Debabrata Chakrabarty | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৮718153
  • এখানে স্বার্থত্যাগ মানেই মহান, এবং স্বার্থপর মানেই খারাপ এই প্রশ্ন আসছে কেন ? সোমেন বা হিমাদ্রি সেন বা ওনার মত আরও অনেকে ব্যক্তিগত স্বার্থত্যাগ করেছেন সমষ্টির স্বার্থে ,আদপে সমষ্টির স্বার্থ সফল না হলে যে ব্যক্তির স্বার্থও সুরক্ষিত হয়না ,দেশে গণতন্ত্র না থাকলে যে ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার বজায় থাকেনা এই বোধ থেকে সেই অর্থে স্বার্থপর তো বটেই ,বরং অনেকের থেকে বেশী স্বার্থপর ।
  • potke | 126.202.167.223 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৫718154
  • ইস "বিপ" ইওর রিয়েল নেম? ওহ my !
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০১718155
  • বিপ ও দেবব্রত,
    দুজনকেই ক।
    বিপ,
    আরে খিল্লি সইবার অসীম ক্যাপা আপনার। এবারে কী হল? ধৈর্যের ভাঁড়ারে টান পড়ল? অব্শ্যই অল্টারনেটিভ ভিউ পয়েন্ট। খালি "দীক্ষিত" দের মধ্যে আলাপচারিতা হবে কেন?
    জোয়ান রবিনসন অনেক আগেই বলে গিয়েছেন যে এমনকি ক্র্যাংকরাও অ্যাকাডেমিক পন্ডিতদের থেকে বেশি মনোযোগ ডিজার্ভ করে। কারণ ক্র্যাংকরা অন্ততঃ দেখতে পায় যে এভরিথিং ইজ নট ওয়েল ইন দ্য মেইনস্ট্রিম হোয়ার অ্যাজ দ্য পন্ডিট্স ডোন্ট সি দ্য ডিজিজ অ্যাট অল। আপনি রাগ করে চলে গেলে আমরা বঞ্চিত হবে।ঃ(((

    দেবব্রত,
    এইটাই আসল কথা! দেবালয় পুড়লে জনপদ বাঁচে না।
    একজন সন্ন্যাসী বা বিপ্লবী ( এক অর্থে দুজনেই সমসত্ত্ব) যখন অন্যের ঘরের চালে আগুন লাগলে নিজের প্রাণ তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়েন তখন তাঁরা কোন অ্যাবস্ট্রাক্ট বিপ্লব বা পরোপকারের আদর্শে বা ভাববেগের কারণে সেটা করেন তা নয়।
    এক, তাঁরা দেখতে পান যে পড়শির বাড়ির আগুন না নেভালে সেই আগুন আমার ঘরের চালে ছড়িয়ে পড়বে।কাজেই চোখ বুঁজে ঘরের মধ্যে থাকলে উটপাখি হয়ে--।
    দুই, তাঁরা মানুষক ভালবাসেন। তাই নিজের পরিবারের লোকজনের অসুখ হলে আমরা যেমন দৌড়োদৌড়ি করি আর কি!
    তিন,
    নারায়ণদাস সান্যাল তো ছত্তিশগড় জনসুরক্ষা আইনে বন্দী ছিলেন ও একের পর এক কেসে পুলিশ কিছুই প্রমাণ করতে না পারায় --! কবে ছাড়া পেলেন জানে কি? আবাপ বলছে ওই স্মরণসভায় উনি জনবিচ্ছিন্ন সশস্ত্র সংগ্রাম থেকে সরে এসে গণাঅন্দোলনের কথা বলেছেন নাকি!
    এটা কি ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত ? নাকি দলের? কিছু জানেন?
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৩718156
  • পোটকে,
    কেন? অন্ততঃ সংক্ষিপ্ত রূপ তো বটেই।
    বিপ্লব পাল।
    বিপ বিপ হুররে!
  • Debabrata Chakrabarty | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৯718157
  • @রঞ্জন দা ঃ- নারায়ণ স্যানাল বর্তমানে কলকাতায় এক নিকটাত্মীয়র কাছে বেহালার আসে পাশে থাকেন , লাং এবং লিভার ক্যান্সারে আক্রান্ত ,তিনটে কেমো হয়েছে ,বেশ অসুস্থ ,প্রায় ৮০'র কাছাকাছি বয়স ,তবুও এসেছিলেন ,ঘণ্টা দুয়েক ছিলেন । নারায়ণ স্যন্যাল ,চণ্ডী সরকার ,প্রদীপ চ্যাটার্জি ,সন্তোষ রানা সমেত তাবড় তাবড় নকশাল ব্যক্তিত্ব এবং বিভিন্ন নকশাল গ্রুপ ওই সভায় উপস্থিত থাকলেও পশ্চিমবঙ্গের কোন কাগজই ওই সভায় ছিলোনা -অন্তত আমি দেখিনি । এই মিটিং নিয়ে হিন্দুস্থান টাইমস ১তারিখে খবর করে ,তার ৫ দিন পরে একটু মনের মাধুরী মিশিয়ে আনন্দবাজার খবর করেছে । তবে গন আন্দোলনের জন্য একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরির প্রয়াস যে চলছে এইটুকু এখন বলতে পারি । আগামী মঙ্গলবার বারুইপূরে বন্দিমুক্তি এবং নানাবিধ ইস্যু নিয়ে একটি কনভেনশন আছে ।
  • কল্লোল | 233.227.47.237 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২০718160
  • ফেসবুক বা সেই অর্থে যে কোন ব্যবসা গণতন্ত্রের উপকার করুক বা চরম ক্ষতি, তাতে ব্যবসায়ীটির কিছু এসে যায় না, যতক্ষন সে তার লাভ পেয়ে যাচ্ছে। গণতন্ত্রের ক্ষতি হচ্ছে বলে কোন ব্যবসায়ী তার লাভজনক ব্যবসা গুটিয়ে নিয়েছে এমন উদাহরণ আছে ? পেলে বাধিত হই।
  • dc | 132.164.54.202 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৯718161
  • এটা বোধায় উল্টো দিক থেকে দেখা উচিত। যেকোন ব্যাবসার লক্ষ প্রফিট ম্যাক্সিমাইজেশান। সেটা না করতে পারলে ব্যাবসায়ী তার স্টেকহোল্ডারদের ঠিকমতো সার্ভ করতে পারছেনা। জুকারবার্গ যতোক্ষন প্রফিট ম্যাক্সিমাইজেশান করছে ততক্ষন ঠিক করছে, সেটা না করতে পারলে ওর সরে যাওয়া উচিত। তবে এটা বিজনেস প্রিন্সিপল, তার বাইরে অ্যাপ্লিকেবল না।
  • Amit Sengupta | 113.227.96.150 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১২718162
  • আমি এ পাতায় নীপা। আমি ৭০ এর দশকের কলকাতায় কলেজ স্ট্রীট চত্তরে কৈশোর ও যৌবন কাটানো মানুষ। আমি আমার নিজের জীবন আমার মতো করে বেছে নিয়েছি। আমিও আইআইটির প্রোডাক্ট ও ব্যবসার প্রোমোটার। আমাদের সংস্থা ২০টি দেশে ব্যবসা করে, NSE and BSEতে লিস্টেড, আমি নিজে NSEর ফ্লোরে দাঁড়িয়ে ঘন্টা বাজিয়ে আমার কোম্পানীর ট্রেডিং শুরু করেছিল, আজ মার্কেট ক্যাপ ৩৫০০ কোটি টাকার ওপরে, তাই ধরা যেতে পারে আমি ধনতান্ত্রিক পথই বেছে নিয়েছি নিজের জন্যে। কর্পোরেটে কাজ করতে গিয়ে অনেক ট্রেড ইউনিয়নের নেতার দেখা পেয়েছি যারা তথাকথিত ম্যানেজারদের তুলনায় অনেক বড় দরের মানুষ।

    যাঁরা নিজেদের বিশ্বাস অনুযায়ী নিস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ানোর পথকে বেছে নিয়েছেন, তা ধর্মের পথ বা সশস্ত্র সংগ্রামের পথ যাই হোক না কেন, তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে ও শ্রদ্ধা জানাতে আমার কোন কুন্ঠা নেই।
    দেবব্রত বাবুকে ধন্যবাদ। আপনার নানা লেখা পড়ি ও ঋদ্ধ হই।
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৮718163
  • অমিত সেনগুপ্ত, আপনার বক্তব্য খুব ভাল লাগল।
  • Robu | 11.39.39.181 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৪১718164
  • অমিত বাবু, খুব ভাল লাগল।
  • একক | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৫৪718165
  • এই টইতে যুকের্বার্গ আনার কোনো কারন খুঁজে পেলুম না । প্রত্যেকেই নিজের ফিল্ডে রিস্ক নিচ্ছেন , টু সাম এক্সটেন্ট স্বার্থত্যাগ করছেন । কিন্তু তাইবলে সব জায়গায় সব আলোচনার মানে হয়না ।
  • Ranjan Roy | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৬718166
  • দেবব্রত,
    একটু ব্যক্তিগত দরকার।
    আমার নম্বর ৮৫৮৩০৪১৩৯৫।
    একটু ফোন করবেন?
  • aranya | 154.160.226.91 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৭718167
  • দেবব্রত এটা নিয়ে লিখেছেন, ভাল লাগল খুব।
  • pinaki | 90.254.154.105 | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৩718168
  • এইখানে আমার একটু বিরোধী বক্তব্য আছে। ভ্যালু হিসেবে দেখলে অন্যের বা সাধারণভাবে মানুষের পাশে দাঁড়ানোকে গ্লোরিফাই করাই উচিৎ বলে মনে হয় - সেটা সামগ্রিকভাবে মানবজাতির টিঁকে থাকার স্বার্থে। কিন্তু ব্যক্তি হিসেবে কারুর ওপর বাড়তি মহত্ব আরোপ করার ক্ষেত্রে আমার প্রচুর স্কেপটিসিজম আছে। বিপ্লবী রাজনীতি (বা বৃহত্তর অর্থে বামপন্থী রাজনীতি, বা আরো সাধারণভাবে বললে খেটে খাওয়া পিছিয়ে থাকা বা কোনোভাবে অপ্রেসড জনগোষ্ঠীর পাশে থাকার রাজনীতি) করছে মানেই কেউ মানুষ হিসেবে মহান, এই আন্ডারলাইং এজাম্পশন্টাকে আমি আগে যতটা প্রশ্নাতীত মনে করতাম, এখন ততটা করি না। এমনকি কেউ পুলিশের লাঠিগুলির সামনে দাঁড়িয়ে পড়লেও না। ব্যক্তিগতভাবে সোমেনবাবুকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বলা ভালো কোনো ধারণাই নেই। কিন্তু মহত্বের ধারণা মানুষে মানুষে যে উচ্চ-নীচ হায়ারার্কি তৈরী করে - সে নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আলোচনাটা এগোলে বলা যাবে।
  • Debabrata Chakrabarty | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৩718170
  • @ রঞ্জন দা ,আপনি বলাটা বাদ দেন , নারায়ণ স্যানাল নভেম্বর 2014 সালে হাজারীবাগ জেল থেকে ছাড়া পেয়েছেন ,এখন 83 বছর বয়স ,জরুরি অবস্থা ,নকশাল আমল এবং ছত্তীসগঢ় মিলিয়ে প্রায় ১৭-১৯ বছর জেলে কাটিয়েছেন কিন্তু মেন্টাল এজিলিটি এখনো এই বয়সেও সবল । অবিবাহিত এই মানুষটি রিসার্ভ ব্যাঙ্কের চাকরী ছেড়ে জেলের সময়টুকু বাদ দিলে প্রায় ৪০ বছর একনাগাড়ে আদিবাসী , কৃষক ,শ্রমিকের স্বার্থে কাজ করেছেন । পার্টি ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য পালামূ /হাজারীবাগ তার মুল কর্মক্ষেত্র হলেও ১৯৮০ এর দশক থেকে ২০০০ সাল পর্যন্ত সমস্ত বিহার এবং ঝাড়খণ্ডে পার্টি ইউনিটি / পি ডাব্লিউ জি এবং পরবর্তিতে সিপিআইএমএল (মাওইস্ট ) গড়ে তোলার ক্ষেত্রে নারায়ণ স্যানাল অন্যতম প্রধান ব্যক্তিত্ব । সময় ওনার হাতে খুব বেশী নেই ,খুব বেশী হলে একবছর । একনাগাড়ে ৫-৭ মিনিটের বেশী কথা বলতে পারেন না ,আপনি পূরানো লোক এই অসাধারণ ব্যক্তি বিষয়ে আপনার কাছে যদি তথ্য থাকে শেয়ার করুন -রেকর্ড হয়ে থাক ।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন