এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নারী নেতৃত্ব

    bip
    অন্যান্য | ১৪ আগস্ট ২০১৬ | ৩৭৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৫ আগস্ট ২০১৬ ১৭:২১720377
  • একদম হক কথা। ডিস্ক্রিমিনেশন বাড়বে। অন্য অজুহাতে কাজে নেবে না। ইয়োরোপে এটা কমন প্র্যাক্টিস।
  • SS | 160.148.14.3 | ১৫ আগস্ট ২০১৬ ১৮:৪০720378
  • ডিস্ক্রিমিনেশন বাড়বে, অজুহাত আছে এসব স্বীকার করেও মহিলাদের দায়ী করছেন? এ তো আজব ব্যাপার।
    আর আপনার মাতৃত্বের অভিজ্ঞতার সঙ্গে হাজার হাজার মহিলার অভিজ্ঞতা না মিলতেও পারে। ব্যাক্তিগত বা অ্যানেক্ডোটাল এভিডেন্স দিয়ে কোনো দেশের সরকারি বা বেসরকারি পলিসি মাপা হয় না। আপনি একটা কাজ করুন, যে শহরে থাকেন সেখানকার কোনো ফার্স্ট ফুড ওয়ার্কার, সদ্য মা হয়েছে - এরকম এক জনের সাথে কথা বলে দেখুন। দেখুন কিরকম সুবিধে আছে। প্রতি দু তিন ঘন্টা অন্তর ১৫ মিনিট ব্রেক পাওয়া যায় কিনা, সিকিওর ফেসিলিটি আছে কিনা, সারাদিন ধরে ব্রেস্ট মিল্ক ফ্রিজে রাখার ব্যাব্স্থা আছে কিনা খোঁজ নিয়ে দেখুন।
    আমেরিকার উদাহরণ এই জন্যে আনছি যে মোস্ট পাওয়ারফুল কান্ট্রির পলিসি অনেক ছোটো দেশ অনুসরণ করতে পারে বা ইম্প্লিমেন্ট করতে পারে। তাই আমেরিকার নিয়মকানুন গুরুত্বপূর্ণ আর বার বার সেটা অলোচনায় এসে পড়ে।
    খুব খুব কম সংখ্যক প্রিভিলেজড মহিলা ছাড়া মহিলা জনসংখ্যার সুপার মেজরিটির ক্ষেত্রে সন্তানের জন্ম দেওয়াটা পার্সোনাল চয়েস নয়। তারা দিতে বাধ্য। এটা বাস্তব।
    আর কোনো মহিলা ওয়েজ আর্ন না করলে সে 'ঘাড়ে বসে খাচ্ছে' এই বস্তাপচা ধারণাটা মনে হয় রিটায়ার করতে পারে। আমার মা কোনোদিন ওয়েজ আর্ন করেন নি, কিন্তু তার জন্যে আমি বা আমার পরিবারের অন্য কেউ কখোনো ভাবিনি যে মা 'ঘাড়ে বসে খাচ্ছে'। ইনকাম হল ফ্যামিলি ইনকাম আর ফ্যামিলির সবাই দরকার মত সেটা ইউজ করবে, এই ধারণা নিয়েই বড় হয়েছি।

    sm,
    লিংক থাকতেই পারে। ইউ এসের লেবার ডিপার্টমেন্টের ওয়েব্সাইট দেখতে পারেন। সরকারি সংস্থা ছাড়া বেশিরভাগ বেসরকরি কোম্পানি প্রথম ৬ সপ্তাহ শর্ট টার্ম ডিসেবিলিটি ইন্সিওরেন্স ব্যবহার করে ওয়েজের জন্যে। ৬ সপ্তাহের পর লিভ নিলে সেটা আনপেড আর ম্যাক্সিমাম ১২ সপ্তাহ নেওয়া যায়। ছোটোখাটো অনেক কোম্পানিতে আবার মেটার্নিটি লিভ পুরোটাই আনপেড। ইদানিং অনেক বড় বড় সিটি আর্ডিন্যান্স করে মিনিমাম ৬ সপ্তাহ মেটার্নিটি লিভের ব্যাব্স্থা চালু করেছে।
    টেরেসা মে আর মার্কেলের উদাহরণ থেকে এই সিধান্তে আসা গেল যে মহিলারা চাইলেই রাষ্ট্রপ্রধান হতে পারে। আমি আর একটু এক্স্ট্রাপোলেট করছি। বারাক ওবামা প্রেসিডেন্ট হবার জন্যে আমেরিকা এখন আফ্রিকান-আমেরিকানদের জন্যে স্বর্গরাজ্য। কালোদের সব সমস্যা মিটে গেছে। তারা চাইলেই প্রেসিডেন্ট হতে পারে।
  • Arpan | 24.195.225.160 | ১৫ আগস্ট ২০১৬ ১৮:৪৬720379
  • মাত্র ৬ সপ্তাহ!!
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৫ আগস্ট ২০১৬ ২১:৩১720380
  • শক্তিশালী দেশে অ্যাবরশানও নট অ্যালাওড বেশ কিছু স্টেটে।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৫ আগস্ট ২০১৬ ২১:৩৩720381
  • রোজগার না করলে ওরকমই মানে হয়। তাতে সম্পর্কে গুরুজন কি না তাতে বক্তব্য পাল্টাচ্ছে না।
  • SS | 160.148.14.3 | ১৫ আগস্ট ২০১৬ ২১:৪১720382
  • আবার ভুল। রো ভার্সেস ওয়েড। গুগল করলেই পাবেন। সুপ্রীমে কোর্টের এই ডিসিশনের জন্যে অ্যাবর্শন সব স্টেটে অ্যালাওড। কোনো স্টেট গভর্নমেন্ট অ্যাবর্শন আউটরাইট ব্যান করতে পারে না। যেটা স্টেট করতে পারে সেটা হল অ্যাবর্শনের অ্যাকসেস কমাতে পারে। নানা রকম রেগুলেশন ইম্পোস করে নাম্বার অফ ক্লিনিক কমাতে পারে, যেটা অনেক স্টেট করেওছে। কিন্তু অ্যাবর্শান পুরোপুরি নিষিদ্ধ করতে পারে না। তার জন্যে সংবিধান সংশোধন করতে হবে কিম্বা সুপ্রীম কোর্টকে রো ভার্সেস ওয়েড ওভারটার্ণ করতে হবে।
  • SS | 160.148.14.3 | ১৫ আগস্ট ২০১৬ ২১:৪৩720383
  • টাইপ করার আগে একটু জেনে বুঝে কলে ভাল ।
  • SS | 160.148.14.3 | ১৫ আগস্ট ২০১৬ ২১:৪৩720384
  • করলে
  • বেকার | 188.20.55.16 | ১৫ আগস্ট ২০১৬ ২১:৪৩720385
  • রোজগার করছি না, যথেষ্ট রোজগার করছি না, তমুকের মত রোজগার করছি না, বাচ্চা হচ্ছে না, ছেলে বাচ্চা হচ্ছে না, সংসারের চাপে শেষ হয়ে গেলাম, সংসার টিকছে না - এসব হীনমন্যতার শেষ নেই । তবে সবার নাও থাকতে পারে ।
  • | 183.24.110.20 | ১৫ আগস্ট ২০১৬ ২২:১১720387
  • নিজেকে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ দেখাতে চাওয়াও আসলে বেশ গভীরে লুকিয়ে থাকা হীনমন্যতার ই প্রকাশ।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৫ আগস্ট ২০১৬ ২২:২৭720388
  • তাহলে আল্টিমেটলি কী দাঁড়ালো? মেয়েরা বেশি বেশি নেতা হতে পারছে না কেন? ম্যাটারনিটি লীভ কম বলে?
  • sm | 53.251.91.253 | ১৫ আগস্ট ২০১৬ ২৩:০৩720389
  • উন্নত দেশেও মেয়েদের কেরিয়ার ল্যাডারে পিছিয়ে পড়ার প্রধাণ কারণ সন্তানের জন্ম ও পালন।
    ----
    দেখলাম তো বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা বেশি সফল ও সংখ্যায় অধিক।এবং ক্রমশ পার্সেন্টেজ আরো বাড়ছে।তো, কেরিয়ার ল্যাডার এ পিছিয়ে পড়লো কেমনে? এরা তো সন্তান ধারণ ও পালন দুটোই করে থাকেন।
    ---
    'সন্তানের জন্মের পর এক দুমাস ছুটি ইজ এনাফ' - ভুল। রিসেন্ট কিছু ইউরোপিয়ান স্টাডিতে দেখা গেছে ৪০ সপ্তাহ হচ্ছে মোটামুটি আইডিয়াল। আমেরিকায় লেবার ল অনুযায়ী সবেতন ছুটি হল ৬ সপ্তাহ, ম্যাক্সিমাম ১২ সপ্তাহ।
    ---
    তো দেখাই যাচ্ছে পলিসি গত ভাবে 12 সপ্তাহ ছুটি আইডিয়াল নয়। পৃথিবীর বহু বহু দেশ মানেও না বা ইম্পলিমেট করেও না।
    আপনি ও বোধ হয় মনে করেন 12 সপ্তাহ পর্যাপ্ত নয়। তো, আমেরিকার উদাহরণ টানার মানে কি?
    ---
    আর মেটারনিটি লিভ এর সঙ্গে বোধ হয় STD গুলিয়ে ফেলেছেন। মেটারনিটি লিভ মানে হলো মাতৃত্ব কালীন লিভ। লোকে ওর সঙ্গে এসটিডি জুড়ে দেয়।সুতরাং প্রেগন্যান্সি মানে শর্ট টার্ম ডিসেবিলিটি এটা বেশ ভ্রান্ত ধারণা।
  • Debabrata Chakrabarty | ১৫ আগস্ট ২০১৬ ২৩:১৩720390
  • মেয়েরা বেশি বেশি করে নেতা হতে পারছেনা তার কারণ পুরুষেরা বিভিন্ন উপায়ে প্রায় সর্ব ক্ষেত্রে মৌরুসি পাট্টা ছাড়ছেনা বলে ,এই সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফ্রান্সে মহিলারা ভোটাধিকার পেল - অনেক দিয়েছি তার আবার নেতা - একজন দুজন থ্যচার ইন্দিরা গান্ধী ,হাসিনা , বন্দরনায়েক ,মমতা অথবা জয়া ব্যতিক্রম আর তাতে পিতৃতান্ত্রিকতার কিছুই যায় আসেনা । একই সাথে মহিলারা সংগঠিত ভাবে এই মৌরুসি পাট্টা ভাঙতে পারছেনা বলে - তাদের কোন স্বতন্ত্র রাজনৈতিক ,মিলিট্যান্ট শক্তি নেই বলে ।

    আর " কোনো মহিলা ওয়েজ আর্ন না করলে সে 'ঘাড়ে বসে খাচ্ছে' " এই ধারনাটা সত্যিই বস্তাপচা কেবল তাই নয় মোটা ঘসা কাঁচের মধ্যে দিয়ে দেখা। বিপুল পরিমান হাউস ওয়াইফ গ্রাম শহর মিলিয়ে যে বিপুল পরিমান কাজ করেন -বেবি সিটিং থেকে রান্না বান্না ,মাঠে ঘাটে কাজ করা অথবা কাজে সাহায্য করা , লন্ড্রি থেকে নার্সিং , ঘর গোছানো ইত্যাদি তার কেউই নির্দিষ্ট কোন বেতন বা ওয়েজ পাননা যদি পেতেন বা তাদের শ্রমের মূল্য ক্যালকুলেট করবার উপায় থাকতো তাহলে দেখা যেত যে অনেক তথাকথিত " ঘাড়ে বসে খাচ্ছে" মহিলা তার স্বামীর থেকে বেশী ওয়েজ আর্ন করেন । এই ফ্রি ওয়েজ ইকনোমি বা শ্যাডো ইকনমি না থাকলে দেশের ফুটুনি মাথায় উঠত আর কে কার ঘাড়ে বসে খাচ্ছে দেখা যেত ।

    বিপ বাবু কমিউনিস্ট দের সম্বন্ধে কিছুটা ঠিক বলেছেন কিছুটা নয় - হ্যা কমিউনিস্টদের কাছ থেকে আশা ছিল যে তারা পরিকল্পিত ভাবে সমাজের সমস্ত ক্ষেত্রে মহিলাদের আগে নিয়ে আসবেন, কিন্তু তা হয়নি প্রথম দিকে মহিলাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক ,পরবর্তীতে শৌখিন আলমারিতে পর্সেলিনের ফুলদানী হিসাবে রেখে দেওয়া হয়েছে - এমনকি নকশাল আন্দোলনের মত পাল্টে দেওয়ার আন্দোলনেও পিতৃতান্ত্রিকতা প্রবল আর এই দোষ আমাদের ৬০০০ বছরের উত্তরাধিকার । কেবল ব্যক্তিগত পর্যায়ে সচেতন ভাবে পিতৃতান্ত্রিকতা দূর করবার প্রয়াস মরুভূমিতে এক আদ বালতি জল ঢালবার অনুরূপ ।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৫ আগস্ট ২০১৬ ২৩:৩৯720391
  • উঁহু, মানতে পারলাম না।
    ছেলেরা আমাদের করতে দিচ্ছে না বলে আমরা পারছিনা, এটা দুর্বলের লজিক। দুর্বল কখনো লিডারশিপ দিতে পারে না। ওরা কবে আমাকে সুযোগ দেবে, সেই আশায় বসে থেকে আমরা লিডারশিপের দিকে এগোবো, এটা হাস্যকর লজিক। আমাদের মধ্যে যদি লিডারশিপের ইচ্ছে চেষ্টা যোগ্যতা থাকে, তাহলে ওরা কেন সুযোগ দিলোনা টা ছিঁচকাঁদুনের যুক্তি। ঐ যুক্তিতে টেনে টুনে গ্রেস দিয়ে পাশ করানো যায়, কিন্তু লিডারশিপের ঘোড়দৌড়ে ফার্স্ট হওয়া যায় না। আমি বিয়ে করব, বাচ্চা জন্মাবো, বুকের দুধ খাওয়াবো বছরভর, তারপরে বাচ্চা বড়ো করব, আর বলব, লিডারশিপ হলো না, এটা দুর্বলের যুক্তি। এভাবে হয় না। ম্যাটারনিটি লীভ তো একটা অছিলামাত্র। দুবছর পেইড ম্যাটার্নিটি লীভ দিলেও কিস্যু হবে না। আমি তো ধরেই রেখেছি যে আমার মূল ভূমিকা সন্তানের জন্ম ও পালনে। তাহলে সেটাই করি, লিডারশিপের স্বপ্ন দেখবো, তবে তা কাজে পরিণত হবে না। অনেক স্যাক্রিফাইস করতে হয়। অ্যাভারেজ হয়ে থাকলে লিডার হওয়া যায় না। ব্যক্তিগত জীবনের সমস্তকিছু হয়ে যাবার পরে যদি লিডারশিপের অ্যাম্বিশান প্রায়োরিটি পায়, তাহলে সে কোনোদিনো তা অ্যাচিভ করতে পারবে না। এ অনেক শক্ত লড়াই এবং এখানে মেয়ে বলে অন্য লোকেরা এক চুল ছাড় দেবে না। এটা নেতৃত্বের ব্যাপার। অ্যাভারেজ মেয়েদের কথা নয়। অনেক কিছুর সঙ্গে কমপ্রোমাইজ করতে হয়, মেধা লাগে, ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অপশন থাকে না। যতক্ষণ না এগুলো মাথায় ঠিক করে না ঢুকবে, ততক্ষণ হবে না। সব মেয়েদের এরকম করতে হবে কে বলেছে? কথা হচ্ছিলো মেয়ে লিডারদের নিয়ে। তাকা কেন সংখ্যায় কম, তা নিয়ে কথা হচ্ছিলো। পিতৃতান্ত্রিকতা দূর করতে পারে মেয়েরাই। নিজের জমির দখল নিজেকে নিতে হয়। ভিক্ষে দেবে না কেউ।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৫ আগস্ট ২০১৬ ২৩:৪৫720392
  • এবং এ ব্যাপারে কংগ্রেস কমিউনিস্ট নকশাল ডেমোক্র্যাট রিপাবলিক্যান টোরি ইঃ সবই গুয়ের এপিঠ ওপিঠ। পার্টি নির্বিশেষে। দুর্বল কখনো লিডার হতে পারে না। গ্রেস দিয়ে পাশ করানোর মতো গ্রেস দিয়ে লিডারের আসনে বসিয়ে দেওয়া যায় না, দিলেও তার লিডারশিপ কোয়ালিটির অভাব থেকে যাবে।
  • Debabrata Chakrabarty | ১৬ আগস্ট ২০১৬ ০০:২১720393
  • কুমড়ো বোধ হয় ঠিক পড়েন নি " ছেলেরা আমাদের করতে দিচ্ছে না বলে আমরা পারছিনা, " এইটা লজিক নয় " পুরুষেরা বিভিন্ন উপায়ে প্রায় সর্ব ক্ষেত্রে মৌরুসি পাট্টা ছাড়ছেনা বলে" এইটা অন্যতম কারন । " একই সাথে মহিলারা সংগঠিত ভাবে এই মৌরুসি পাট্টা ভাঙতে পারছেনা বলে - তাদের কোন স্বতন্ত্র রাজনৈতিক ,মিলিট্যান্ট শক্তি নেই বলে " এইটা উপায় অর্থাৎ " স্বতন্ত্র রাজনৈতিক ,মিলিট্যান্ট শক্তি" প্রয়োজন- একই পুরুষ প্রধান পার্টিতে ক্ষমতার গুঁতোগুঁতি তে কিছু কনসেশন পাওয়া যেতে পারে মাত্র - নেতা হওয়া সম্ভব নয় । নিজেদের আলাদা পার্টি হোক অথবা একই পার্টিতে স্বাধীন মহিলা প্যারালাল পার্টি ।

    " অনেক কিছুর সঙ্গে কমপ্রোমাইজ করতে হয়, মেধা লাগে, ব্যক্তিগত জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর অপশন থাকে না।" অধিকাংশ মহিলা নেতৃত্ব এই গোছের - মায়াবতী ,মমতা ,জয়ললিতা মেন্সট্রিম রাজনৈতিক নেতৃত্বের মধ্যে খানিকটা এই গোত্রের ।

    কথা হচ্ছে " পিতৃতান্ত্রিকতা দূর করতে পারে মেয়েরাই। নিজের জমির দখল নিজেকে নিতে হয়। ভিক্ষে দেবে না কেউ।" সহমত তবে উদাহরণ বর্তমান - পিকেকে ( ১৯৮৪ থেকে তুরস্কের সাথে লড়াই চলছে ) এবং সিরিয়া ইরানের পিকেকে প্রভাবিত কুর্দ রাজনৈতিক সামাজিক সংগঠন সমূহ - বিপুল বিরোধিতা স্বত্বেও মহিলা নেতৃত্ব প্রথমে ৪০% কোটার মাধ্যমে তুলে আনা হলেও বিগত ১৫ বছরে মহিলা নেতৃত্ব প্রায় সমান সমান কোন কোন ক্ষেত্রে বেশী আর এতদিনের এই বিপুল পরিমান অবহেলিত শক্তি প্রায় সমস্ত ক্ষেত্রে ভাগ নেওয়ার জন্য সেই আন্দোলন ,সামাজিক বিপ্লব এক অসামান্য উচ্চতায় পৌঁছেছে । উদাহরণ এবং প্রয়োগের বাস্তবতা আর কোথাও না হোক এই অঞ্চলে বর্তমান ।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৬ আগস্ট ২০১৬ ০০:৫৪720394
  • মৌরসীপাট্টা কেউ ছাড়েনা দেবব্রতবাবু। কেউ ছাড়ে না। কেন ছাড়বে? দয়া করে? ইকুয়াল লেভেলের মধ্যে কম্পিটিশান হতে পারে। জোর করে কারোকে জিতিয়ে দেওয়ায় সম্মান তো নেইই, ফলও ভাল হয় না।
    মিলিট্যান্ট শক্তি জিনিসটা বুঝিনি।
    আমি যেটা বুঝি সেটা এইরকম। ক্ষমতার লড়াইয়ে সেই লড়াইটাকেই ফার্স্ট প্রায়োরিটি দাও। সংসার বাচ্চাকাচ্চা সেকেন্ডারী। তুমি পিছিয়ে আছো, তোমাকে অনেক বেশি খাটতে হবে। যারা এগিয়ে আছে তাদের চেয়ে বেশি খাটতে হবে, নতুবা নিজের যোগ্যতা/গুরুত্ব তুমি প্রমাণ করতে পারবে না। একবার তোমার লক্ষ্যে তুমি পৌঁছলে তখন বাকি ব্যাপারগুলো তোমার কাছে ছুটে আসবে, তোমাকে ছুটতে হবে না সেসবের পিছুপিছু। যে লক্ষ্যে পৌঁছতে দশঘন্টা খাটতে হয় সেটার জন্য কুড়িঘন্টা কি তিরিশঘন্টা খাটো, কারণ সেখানে তোমার পৌঁছনোর রাস্তায় অনেক বাধা। কেউ সরে গিয়ে পথ ছেড়ে দেয় না। এটুকু বুঝে নিয়ে চলো। একটা বড়োসংখ্যায় যদি এটা হয়, তাহলে কিছুটা ব্যালেন্স আসবে। কারোর সঙ্গে মারপিট করতে হবে না, খুনোখুনি কি ঘৃণা করবার ব্যাপারও না। জাস্ট দরকারের চেয়ে বেশি খেটে নিজের জায়গাটুকু বানিয়ে নেওয়া। আশা করে থাকা কি দয়া নেবার দরকার নেই। পরিশ্রম করতে হবে। ঠিকঠাক জায়গায়। বুকের দুধ খাওয়াতেও শরীর ক্লান্ত দুর্বল হয়, আবার পরিশ্রম করে নেতৃত্বের লক্ষ্যে পৌঁছতেও শক্তিক্ষয় হয়, শরীরে ক্লান্তি আসে। এখন কে কোনটা বেছে নেবে সেটা তার নিজের মোটিভেশনের ব্যাপার।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৬ আগস্ট ২০১৬ ০১:০২720395
  • না। মেয়েদের প্যারালাল পার্টিতে বিশ্বাস করিনা। মেইনস্ট্রীমে নয় কেন? ঠিক যেমন বিশ্বাস করিনা রিজার্ভেশন। গ্রেস দিয়ে পাশ করিয়ে ভাল কোয়ালিটির লিডার মেলে না। আতুপুতু নয়। খাটো। ঘাম ঝরাও। সমানে সমানে কম্পিটিশান হোক।
  • debabrata | 233.191.27.236 | ১৬ আগস্ট ২০১৬ ০১:৪১720396
  • প্যারালাল পার্টি বা পার্টির মধ্যে স্বতন্ত্রতা নেই তো পুরুষ তন্ত্র গিলে খেয়ে নেবে আমাদের দেশে SUCI থেকে বিভিন্ন কমিউনিস্ট পার্টিতে বহু পরিশ্রমী মহিলা কর্মি আছে /ছিল কিন্তু নেতা হয়নি ওই কারনেই। আমি পিকেকে এবং রোজাভার উদাহরন দিয়েছি যেখানে প্রায় সমস্ত স্তরে মহিলা নেতৃত্ব আছে কিন্তু ১৯৯০ এর দশকে তা ৪০% রিসার্ভেসনের মাধ্যমেই শুরু হয়েছিল আর আজকে প্রায় ২৫বছর পরে স্বাভাবিক নিয়মেই পরিনত হয়েছে - হাজার বছরের পিছিয়ে পরা বা পেছনে ঠেলে রাখা জনজাতিকে সাময়িক সংরক্ষন ছাড়া এগিয়ে আনা সম্ভব নয়। প্যাট্রিয়ার্কির মুল ভিত্তি পরিবার এবং রাস্ত্র আর তাই এই দুই স্তম্ভ না ভাঙলে কসমেটিক চেঞ্জ কিছু হতে পারে তার অধিক কিছু নয় তাই মেন্সত্রিম পলিটিক্স প্যাট্রিয়ার্কি দূর করতে অক্ষম।
  • lcm | 179.229.10.212 | ১৬ আগস্ট ২০১৬ ০২:১৫720398
  • নেতা নাই
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ১৬ আগস্ট ২০১৬ ০২:৪৪720399
  • পরিবার বলতে যেটা চলছে এখন অবধি সেটা খুবই ইয়ে মানে প্যাট্রিয়ার্খির স্তম্ভ। ওটা না থাকলে অবশ্যই কিছুটা সহজ হবে কাজ। তবে সবাই তো নয়, কারো কারো জন্য। কিন্তু আলাদা প্যারালাল সংগঠন বা রিজার্ভেশনে আমি কনভিনসড নই।
  • SS | 160.148.14.3 | ১৬ আগস্ট ২০১৬ ১৭:৪৯720400
  • sm,
    আমি মেটারনিটি লিভ এর সাথে STD গোলাইনি। ইন ফ্যাক্ট, আমি বা আপনি কি ভাবি তাতে কিছুই এসে যায় না। দিনের শেষে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে কোম্পানি পে রোল প্রসেস করে তারা কি ভাবছে। যেহেতু এখানে কোম্পানিরা মেটার্নিটি পিরিয়ডের প্রথম ৬ সপ্তাহ ডিসেবিলিটি ইনসিওরেন্স থেকে স্যালারি দেয়, তাই তারা লিগালি বাউন্ড। প্রথম ৬ সপ্তাহের পে চেকে লেখা থাকে আপনার স্যালারি হচ্ছে STD থেকে, ট্যাক্স ফাইল করার সময় সেই কোড ইউজ করতে হয়। স্যালারির কত % STD থেকে আসবে সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে। এখন আপনি এটাকে মেটার্নিটি লিভ, সাপ, ব্যাং যা খুশি ভাবতে পারেন কিন্তু খাতায় কলমে এটা শর্ট টার্ম ডিসেবিলিটি। ৬ সপ্তাহের পর যদি কেউ আরো টাইম অফ নিতে চায় তাহলে সাধারণত আনপেড লিভ নিতে হয়। অবশ্য কোনো জেনেরাস কোম্পানি থাকতেও পারে যারা ঐ সময় স্যালারি কভার করে।
  • Arpan | 24.195.239.161 | ১৬ আগস্ট ২০১৬ ২০:৩৫720401
  • নাহ, আমেরিকার বেনিফিট পলিসি খুবই খ্রাপ। বেনিফিট বোলে তো ইউরোপ।
  • lcm | 60.242.74.27 | ১৬ আগস্ট ২০১৬ ২০:৪৩720402
  • আম্রিগা আখাইদ্য দ্যাশ
  • h | 213.132.214.88 | ১৬ আগস্ট ২০১৬ ২০:৫৫720403
  • এ বাবা এল সি এম, ট্রাম্পের এক্সট্রিম ভেটিং এ এই মাত্র ফেইল করলেন।
  • h | 213.132.214.88 | ১৬ আগস্ট ২০১৬ ২১:০৪720404
  • কিন্তু দেবব্রত বাবু কুমড়ো কে নিয়ে পড়লে তো হবে না, বিপ র প্রবন্ধের একটা বড় অ্যানালিসিস নামাতে হবে, নইলে বিপ রাগ করে আর লিখবে না।
  • h | 213.132.214.88 | ১৬ আগস্ট ২০১৬ ২১:১২720405
  • ট্রাম্প যদি মেয়ে হতো, তাইলে রিপাবলিকান পার্টি আরো বাস্তব বাদী হয়ে যেত। এই জন্যে এর পরের বার ট্রাম্পের বউ বা মেয়ে প্রেসিডেন্ট হবে।
  • Arpan | 24.195.239.161 | ১৬ আগস্ট ২০১৬ ২১:১৬720406
  • ওঁয়ারা সবাই মিলে সারা পালিনকে গেলবার আবাজ দেননি? বললে হবা?
  • Debabrata Chakrabarty | ১৬ আগস্ট ২০১৬ ২২:১৮720407
  • বিপের প্রবন্ধের " বড় অ্যানালিসিস নামানোর " ক্ষমতা কেবল বিপেরই বর্তমান !
  • কুমড়ো | 198.155.168.109 | ১৬ আগস্ট ২০১৬ ২২:৫১720409
  • বিপতো আমার কোশচেনের উত্তর না দিয়ে রয়েছেন। রক্ষিতা বিষয়ক প্রশ্নটা এড়িয়ে গেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন