এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিভি রামনের পরে-কোন বিজ্ঞানে কোন নোবেল নেই ভারতে

    bip
    অন্যান্য | ০৭ অক্টোবর ২০১৬ | ১৯১৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | 132.171.151.86 | ১১ অক্টোবর ২০১৬ ১৩:৫৫721036
  • http://ieeexplore.ieee.org/xpl/RecentIssue.jsp?punumber=50

    লাইট ওয়েভ--এই জার্নালে পাব্লিকেশন আছে? এদের তো আর্কাইভ ১৯৮৩ থেকে আছে। তা আপনার পি হেচ ডি কি তারো আগে?
  • নন্টে | 11.39.56.17 | ১১ অক্টোবর ২০১৬ ১৪:০৫721037
  • এ্যাঁ, সব ট্রানসাকশন জাস্ট হলে প্রফিট হবে কোথা থেকে? আর প্রফিট না হলে কেউ ব্যবসা করবে কেনে!
  • bip | 183.67.3.44 | ১১ অক্টোবর ২০১৬ ১৫:১৬721038
  • Potke
    If you search by my name biplab pal, you will get two of them in 2009 ane 2010. If you search by b.pal you will get other 3 during my PhD ..sirca 1997 to 2000
  • bip | 183.67.3.44 | ১১ অক্টোবর ২০১৬ ১৫:২০721039
  • DC
    Again you havent answered my question. Show me a single case where I picked the first fight or did pick up any personal stuff...please show me.before criticize..You need to.cite a single.thread where I picked up first fight..
  • Triptolemus | 127.194.231.79 | ১১ অক্টোবর ২০১৬ ১৫:২৩721040
  • যে টইগুলো খোলেন তার প্রথম পোস্টটা ফেলার আগে পড়েন? পোস্ট করার পরে পড়লেও অবশ্য চলবে। প্রায় সবই কিহোটে মোডে লেখা পোস্ট - অর্থাৎ...
  • bip | 183.67.3.44 | ১১ অক্টোবর ২০১৬ ১৫:৩১721041
  • Again I am challenging anyone to cite a single.example where I started personal attack first. Just show me a single case ...keeping in mind in last 2 years I must have opened more than 100 threads. Show me a single case before taking any high ground.

    Keep in mind this is unmpderated forum. If I get attacked then surely I will return it with interest
  • সিকি | ১১ অক্টোবর ২০১৬ ১৬:০৩721042
  • কী অপরিসীম বিরক্তিকর।
  • umesh | 72.254.195.217 | ১১ অক্টোবর ২০১৬ ১৬:৪০721043
  • লোকজন বিপ পালের পোস্ট পড়ে, আবার সেগুলোর রিপ্লাইও করে!!!!

    এত বাজে সময় নষ্ট করার সময় থাকে?

    অবশ্য খিল্লি করার উদ্দেশ্যে হলে, চলুক।
  • potke | 132.171.151.86 | ১১ অক্টোবর ২০১৬ ১৮:৩৯721044
  • বেশ কথা, তাহলে ডিজিটাল আর্কাইভে আছে আপনার পেপার। স্কলার সেগুলো স্ক্রেপ/ক্রল করে আপনার প্রফাইলে দেয় নি কেন?
  • sm | 233.223.157.144 | ১১ অক্টোবর ২০১৬ ১৯:৪৩721046
  • বিপ;এই বার বার ফেক ফেক বলে চেঁচাচ্ছ - এর মানে কি?
    ভালো করে বুঝিয়ে বলো;শুনবো।
  • bip | 75.210.82.114 | ১১ অক্টোবর ২০১৬ ২০:৫৫721047
  • Potke
    They did some. But you have to accept when they suggest. In my whole life I have logged in only twice as I dont need it. However one of my coauthor told me to make a profile because it probably helps in reference check etc. I think if I login again and accept their suggestion, rest of them will be filled up. But again dont need it now.
  • ranjan roy | 192.69.127.20 | ১১ অক্টোবর ২০১৬ ২৩:৩৭721048
  • বিপ,
    অল সেইড অ্যান্ড ডান, কেউ আপনার পাবলিশড পেপার আছে কি নেই--তা জানতেও চায় নি; কোন কৌতুহল দেখায় নি।
    আপনিই হঠাৎ শুরু করলেন -- আমার পাবলিশ্ড পেপার দেখো, অমুক জায়গায় সার্চ করে দেখ, তমুক নামে সার্চ মারো ;--= পেলে না? তার মানে তুমি গাধা! ঠিক করে সার্চ করতেও জান না!
    নিজেই বললেন-- আর টি আই কর। এখন বলছেন আমার আর কাজ নেই যে গুরুর গরুদের সামনে আমার পাবলিকেশনের লিস্ট দেখাব।
    এখন অন্য কিছু বলছেন।
    সব মিলিয়ে কী দাঁড়াল? কেন নিজের এবং অন্যদের সময় নষ্ট করছে,
    এখানে কেউ ব্যক্তি আপনাকে গাধা/গরু বলেনি। কিন্তু আপনি অকাতরে গুরুর ধনীদরিদ্র নির্বিশিষে সবাইকে বিবিন্ন নাম দিয়েছেন।
    কী চান বলুন তো/ কী এজেন্ডা? বা কবি মুক্তিবোধের ভাষায় "তুমহারা পলিটিক্স কেয়া হ্যায় পার্টনার?"
  • bip | 80.208.139.147 | ১১ অক্টোবর ২০১৬ ২৩:৫৬721049
  • Ranjan Roy
    This was a thread on Indian science. There were some form of personal attack from get go over suicidal case. That is fine, none care more or less.Then Rit first dropped the line that he couldnt find my name in the list of PhD in IIT KGP ECE dept. It was such a irritating nonsense I replied him jokingly with RTI and publications. It was my way of showing disgust to dirty post. So what was the motive of Rit to bring such out of context dirty allegation?

    You think everyone is a kid? Or everyone is conveniently blind?

    So again please show me a single case where I picked up personal attack first. In this thread it all started with a very bad personal attack from Rit.

    So please look for another thread and tell me where and when I picked the first fight?
  • Robu | 11.39.37.201 | ১২ অক্টোবর ২০১৬ ০০:২১721050
  • Then Rit first dropped the line that he couldnt find my name in the list of PhD in IIT KGP ECE dept.
    এটা পার্সোনাল অ্যাটাক!!!
  • Robu | 11.39.37.201 | ১২ অক্টোবর ২০১৬ ০০:২২721051
  • Bip, this one is one of the threads where you have picked up the first fight. Like all other threads.
  • Sayantani | 190.215.81.53 | ১২ অক্টোবর ২০১৬ ০১:৫০721052
  • আচ্ছা ওরা পি ডি এফ এর জন্য নোবেল দেয়না, না?
  • b | 135.20.82.164 | ১২ অক্টোবর ২০১৬ ১০:৪৪721053
  • মেন কথাটায় ফিরে আসি। গুটিকয় হাতেগোণা (তাও সেটা কড়ে আঙুলের ঘর ছাড়াবে কিনা জানি না) ইনস্টি বাদ দিলে ভারতের মূল ঝোঁকটাই হল ডিগ্রি তৈরীর কারখানা পয়দা করা। সেদিন কাগজে পড়লাম এইচ আর ডি মিনিস্টার খুব গর্বের সাথে জানিয়েছেন আই আইটিগুলো থেকে আরো স্টুডেন্ট যাতে বেরোতে পারে তার ব্যবস্থা করা ওনার প্রায়োরিটি (কিম্বা এই জাতীয় একটা কিছু)। কমপড়িয়ে রিসার্চ কম্পোনেন্টের উপরে জোর দেওয়া আমাদের জাতের্র ধাতে নেই। অথচ আবার প্রোমোশনের সময়ে পাবলিকেশন ইত্যাদির উপরে গুরুত্ব দেওয়ার বহর আছে। সেইজন্যে দেখছি টাকা দিয়ে দিন সাতেকের মধ্যে পাবলিশ হয়ে যাচ্ছে এরকম জার্নালগুলোর রবরবা।
  • Triptolemus | 131.241.218.132 | ১২ অক্টোবর ২০১৬ ১১:০৪721054
  • শুধু প্রোমোশন নয়, চাকরি পাওয়ার ক্ষেত্রেও। এবং অদ্ভুতভাবে, কম্প সায়েন্সের ক্ষেত্রে দেখেছি সবাই জার্নাল পাবলিকেশনের খোঁজ করে। এদিকে বাইরের নামীদামী স্কলাররা অন্ততঃ এই সাবজেক্টে জার্নালের চেয়ে (এক যদি না ফেনোমেনাল টেকনোলজি পরিবর্তনকারী কাজ বা সার্ভে হয়) কনফারেন্সে জোর দেন - কারো নাম বলবো না, কিন্তু অন্ততঃ তিনজন অত্যন্ত নামকরা লোকের কাছে এইটাই শুনেছি। কারণটা হল এই সাবজেক্টে বছর দুয়েকের মধ্যে অনেক কিছু বদলে যায়, যেখানে একটা জার্নালে পেপার বের করতেই বছর দুই লেগে যায়।

    এখানে পিএইচডির ক্ষেত্রেও পেপারের সংখ্যার নিয়ম আছে। কতগুলো কনফারেন্স এবং জার্নাল পেপার যেন করতেই হবে। ওদিকে ওপেন অ্যাকসেসে দুমদাম করে বের করে দেওয়া যায়, বা ঝাঁটের কনফারেন্সেও চাইলেই পাবলিশ করে দেওয়া যায়। বজ্র আঁটুনি ফস্কা গেরো যাকে বলে - সেই আর কী।
  • ranjan roy | 192.69.127.20 | ১২ অক্টোবর ২০১৬ ১১:১৫721055
  • গাধা গরু বলা পার্সোনাল অ্যাটাক নয়; আপনার পবলিকেশন্স অমুক সাইটে খুঁজে পাচ্ছি না বলাটা পার্সোনাল অ্যাটাক!!

    কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি,
    বলবে কি তোমরা তো নোটবই পড়নি।
  • potke | 132.171.151.86 | ১২ অক্টোবর ২০১৬ ১১:৪৫721057
  • কতগুলো অর্ধশিক্ষিত লোক পলিসি মেকার আর বেশীর ভাগ ইন্স্টির হেড, তা আবার কি হবে!

    কনফারেন্স পাবলিকেশন কে পাত্তা দেয় না, পোস্টার দেয়া ফালতু কাজ--আসলে ব্যাপারটা হল কন্ফারেন্স যেতে ফান্ড করবে না। কনফারেন্স যাবার আসল উদ্দেশ্য তো হল অন্য লোকে কি কাজ করছে সেটা শোনা, ইন্টার‌্যাক্ট করা-- তা সেসব বুঝছে/শুনছে কে?

    লাব গুলো বোঝেও না যে কসপার/আইসিএমেল-এ/সিগ কেডিডি/ভি এল ডিবি এসব কনফারেন্সের পিয়ার রিভিউ এর স্ট্যান্ডার্ড অনেক জার্নালের থেকে বেটার।
  • Rit | 125.250.33.82 | ১২ অক্টোবর ২০১৬ ১১:৫৪721058
  • অ্যাটাক করার জন্য সরি। নাম সত্ত্যি খুঁজে পাইনি। আর বিপ্পালের লিংকডিন প্রোফাইলে পিএইচডি র যে ডিপার্টমেন্ট আছে সে নাম এর ডিপ কেজিপি তে নেই।
  • Rit | 125.250.15.95 | ১২ অক্টোবর ২০১৬ ১২:২২721059
  • বিপ দা,
    বাংলাতেই লেখো প্লিজ।ইংরেজীটা কিছু বোঝা যায় না। পুরো জেমস জয়েস লাগে।
  • potke | 132.171.151.86 | ১২ অক্টোবর ২০১৬ ১২:২৫721060
  • btw, scholar doesn't suggest, it adds publications to the public profile.
  • Rit | 125.250.15.95 | ১২ অক্টোবর ২০১৬ ১২:৩০721061
  • পোটকে দা,
    হে হে।
  • Rit | 125.250.15.95 | ১২ অক্টোবর ২০১৬ ১২:৩২721062
  • বি,
    একদম ঠিক।
  • অর্জুন অভিষেক | 342323.223.454512.42 | ২৪ জুলাই ২০১৮ ১৮:৩৪721064
  • দেবেন্দ্রমোহন বসু ও তার সহকর্মিনী বিভা চৌধুরীর পাওয়ার সম্ভাবনা হয়েছিল।

    উইকি থেকে ডিটেলস তুলে দিলাম।

    "১৯৩৮ সালের একটি সায়েন্স কনফারেন্সে গিয়ে জার্মান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানী ওয়ালথার বোথের (১৯৫৪ সালে বোথে নোবেল পুরস্কার পেয়েছেন) সাথে আলাপের পর ফটোগ্রাফিক প্লেটের ওপর কসমিক রে বা মহাজাগতিক রশ্মির প্রভাব বিষয়ক গবেষণার উৎসাহ জাগে দেবেন্দ্রমোহনের। সহকর্মী বিভা চৌধুরির সাথে গবেষণা শুরু করলেন। তখনো পার্টিক্যাল এক্সিলারেটর আবিষ্কৃত হয় নি। ফলে অব-পারমাণবিক (সাব-এটমিক) কণার একমাত্র উৎস সূর্য। ওয়ালথার বোথে তাঁদের পরামর্শ দিলেন ফটোগ্রাফিক ইমালশনকে ক্লাউড চেম্বারে ডিটেক্টর হিসেবে ব্যবহার করে তার ওপর মহাজাগতিক রশ্মির গতিপথের ছাপ পড়ে কি না দেখতে। ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করলে তার ওপর স্থায়ী ছাপ আশা করা যায়। ১৯৩৯-১৯৪২ সালের মধ্যে দেবেন্দ্রমোহন ও বিভা চৌধুরি দার্জিলিং এর পাহাড়ে গিয়ে ইলফোর্ড হাফ-টোন ফটোগ্রাফিক প্লেটের ওপর দিনের পর দিন সূর্যালোকের বিচ্ছুরণ ঘটান। প্লেটের ওপর লম্বা বক্রাকার আয়নিত গতিপথ দেখতে পান। তাঁরা ব্যাখ্যা করে দেখান যে এগুলো প্রোটনের ট্র্যাক বা আলফা কণিকার ট্র্যাক থেকে ভিন্ন। তবে নিশ্চয় এরা অব-পারমাণবিক কণা ‘মেসোট্রন’ এর গতিপথ। তাঁদের ফলাফল প্রকাশিত হয় বিখ্যাত ‘নেচার’ সাময়িকীতে । কিন্তু গতিপথগুলোকে তাঁরা ঠিকমত বুঝতে পারছিলেন না। তাঁরা আরো পরীক্ষা করার জন্য ফটোগ্রাফিক প্লেটগুলোকে এক নাগাড়ে ২০২ দিন সূর্যালোকে রেখে দিলেন। কিন্তু উচ্চ-শক্তির প্রোটন কণার গতিপথ দেখলেন না। তাঁদের গবেষণা এতই চাঞ্চল্যকর ছিল যে ‘নেচার’ সাময়িকীতে তা ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে দেবেন্দ্রমোহন ও বিভা চৌধুরির গবেষণার প্রতি সবার এত আগ্রহের কারণ হলো অব-পারমাণবিক কণা ‘মেসোট্রন’ বা ‘মেসন’ এর আবিষ্কারের প্রত্যাশা। জাপানী পদার্থবিজ্ঞানী হাইডেকি ইউকাওয়া ১৯৩৫ সালে (নোবেল পুরস্কার ১৯৪৯) তত্ত্বীয় ভাবে প্রমাণ করেছেন যে নিউক্লিয়ার বলের আদান-প্রদানের ক্ষেত্রে কিছু নতুন ধরণের কণা বিনিময় হয় – যে গুলোকে ইউকাওয়া নাম দিয়েছেন এক্সচেঞ্জ পার্টিক্যাল (বিনিময়-কণা)। এই কণাগুলোর ভর হতে হবে ইলেকট্রনের ভরের চেয়ে সামান্য বেশি – কিন্তু প্রোটনের ভরের চেয়ে অনেক কম। ইউকাওয়া হিসেব করে দেখিয়েছেন যে এ ধরণের অব-পারমাণবিক কণার ভর হবে ইলেকট্রনের ভরের ২৭০ গুণ (প্রোটনের ভর ইলেকট্রনের ভরের ১৮৪০ গুণ)। এদের ভর ইলেকট্রনের ভর ও প্রোটনের ভরের মাঝামাঝি বলে এদের নাম দেয়া হয় ‘মেসোট্রন’ – গ্রিক ভাষায় যার অর্থ ‘মধ্যবর্তী’। ‘মেসোট্রন’ থেকে আরো সংক্ষিপ্ত হয়ে এদের নাম হয় ‘মেসন’।

    ইতোমধ্যে ক্যালটেকের প্রফেসর কার্ল এন্ডারসন ইলেকট্রনের ভরের সমান ভর ও ধনাত্মক চার্জ বিশিষ্ট পজিট্রন আবিষ্কার করেছেন।। একই বছর তিনি আরেক ধরণের অব-পারমাণবিক কণা আবিষ্কার করে ভেবেছিলেন সেগুলো ইউকাওয়ার মেসন। কিন্তু দেখা গেলো এন্ডারসনের কণাগুলোর ভর ইলেকট্রনের ভরের ২০৭ গুণ। ইউকাওয়ার মেসনের ভর ইলেকট্রনের ২৭০ গুণ। এন্ডারসন তাঁর কণাগুলোর নাম দিলেন ‘মিউ-মেসন’ বা সংক্ষেপে ‘মিউয়ন’।

    দেবেন্দ্রমোহন ও বিভা চৌধুরি তাঁদের কণাগুলোর ভর হিসেব করে দেখলেন ইলেকট্রনের ভরের ১৬০ গুণ। বুঝতে পারলেন কোথাও ভুল হচ্ছে। যে ফটোগ্রাফিক প্লেট ব্যবহার করছেন তা ‘হাফ-টোন’। কিন্তু যুদ্ধের বাজারে ভারতে বসে ‘ফুল-টোন’ প্লেট পাওয়া অসম্ভব। তবুও পরীক্ষণ পদ্ধতি যতটুকু সম্ভব নিখুঁত করে আবার পরীক্ষা করলেন। এবার কণাগুলোর ভর পাওয়া গেলো ইলেকট্রনের ভরের ১৮৬ গুণ। দেবেন্দ্রমোহন বুঝতে পারলেন আরো উন্নতমানের আরো স্পর্শকাতর ফটোগ্রাফিক প্লেট ছাড়া তাঁদের পরীক্ষা চালিয়ে যাওয়া অর্থহীন। আক্ষরিক অর্থেই অর্থের কারণে তাঁরা কাঙ্খিত ফলাফল পেলেন না। ১৯৪৫ সালে বিভা চৌধুরি ইংল্যান্ডে চলে যান প্যাট্রিক ব্ল্যাকেটের সাথে কাজ করার জন্য। দেবেন্দ্রমোহন গবেষণা আর বেশিদূর চালিয়ে নিতে পারেন নি।

    এদিকে ইংরেজ পদার্থবিদ সিসিল পাওয়েল দেবেন্দ্রমোহনের পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা শুরু করলেন বলিভিয়ায় গিয়ে। কসমিক রশ্মি এখানে ইংল্যান্ডের চেয়ে প্রবল। পরীক্ষার ফলাফল হিসেব করে দেখলেন নতুন কণিকার ভর হয়েছে ইলেকট্রনের ভরের ২৭৩ গুণ। ইউকাওয়ার মেসনের ভরের সাথে প্রায় হুবহু মিলে গেছে পাওয়েলের ফলাফল। ১৯৫০ সালে এ কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান।"
  • paps | 7845.15.3489.70 | ২৫ জুলাই ২০১৮ ১২:৪৫721065
  • @ অর্জুন অভিষেক, দেবেন্দ্রমোহন বসুকে নিয়ে মুক্তমনায় একটা লেখা আছে অস্ট্রেলিয়া নিবাসি বাংলাদেশি ফিজিসিস্ট ডক্টর প্রদীপ দেবের। লিন্কটা নিচে দিলাম......

    https://blog.mukto-mona.com/2011/02/21/14027/
  • PT | 340123.110.234523.18 | ২৫ জুলাই ২০১৮ ১৩:৪৮721066
  • বিভা চৌধুরি (১৯১৩-১৯৯১)
    একজন ভারতীয়/বাঙালী "মহিলা" পদার্থ বিজ্ঞানী। ক.বি.-র ছাত্রী। ম্যান্চেস্টারের PhD। কলকাতার কোন গবেষণাগারে স্থান হয়নি। সামান্যতম কোন স্বীকৃতিও পাননি। প্রায় ২০ বছর আমেদাবাদ ন্যাশনাল ল্যাবরেটারিতে গবেষণা করে অবসর নেন।
    (বিস্মৃতপ্রায় বাঙালী বিজ্ঞানীঃ রণতোষ চক্রবর্তী)
  • paps | 7845.15.9001212.130 | ২৫ জুলাই ২০১৮ ১৫:১০721068
  • পিটি, বিভা চৌধুরি তাঁর কেরিয়ারের প্রথমদিকে দেবেন্দ্রমোহন বসুর সঙ্গে কাজ করা শুরু করেছিলেন। নেচার জার্নালে ওনাদের আর্টিকলগুলি সিরিজের আকারে প্রকাশ হয়। পরবর্ত্তীকালে বিভা চৌধুরি ব্ল্য়াকেটের কাছে কাজ করতে চলে যান। তবে বিভা চৌধুরি ম্য়ানচেস্টারে পিএইচডি করেছিলেন এই তথ্য়টি আমার কাছে নতুন। আমি নিজে ফিজিক্সের লোক না হওয়ায় ফিজিক্সের ইতিহাস নিয়ে খুব একটা ওয়াকিবহাল নই। ম্য়ানচেস্টারে পোস্টডক করার সুবাদে আমি অবশ্য় ব্ল্য়াকেটের নামের সঙ্গে সুপরিচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন